Bhasha dibosh er gaan | Ami Sei Desh Khujechi Koto | Srikanto Acharya | Arna

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 ноя 2024

Комментарии • 496

  • @syedafatema9916
    @syedafatema9916 Месяц назад +29

    কি অপূর্ব কন্ঠস্বর, কি অপূর্ব গায়কী মুগ্ধ হয়ে শুধু শুনতেই মন চায়। দয়া করে যদি লাইক দেন সবাই এই কমেন্ট এ তাহলে আবার শুনব গানটি।

  • @quamrunnaharmunni3053
    @quamrunnaharmunni3053 Год назад +107

    মুগ্ধতা একরাশ! হৃদয় ছোঁয়া গান! সাদামাটা কথায় কী গভীর আকুতি! সুর তো নয়,যেন সাগর তীরে আছড়ে পড়া ঢেউ! দাদার কণ্ঠ এমনি থাক আজীবন।

  • @Bayazid-y6n
    @Bayazid-y6n 9 месяцев назад +30

    এই গানটা আমি এই প্রথমে শুনলাম আমার খুব ভালো লাগলো গানটা শুনে ২০২৪ সালে এসে গানটা শুনলাম খুব গানটা আমার খুব ভালো লাগলো সত্যি মন ছুঁয়ে যার মতন গান

  • @GolamRabbani-bg9pi
    @GolamRabbani-bg9pi 2 месяца назад +14

    কথাগুলো যেন হৃদয় গভীরে জমে থাকা আর্তনাদ।

  • @মিস্টারবাঁকুড়া

    শিল্পী এবং সুরকার কে অনেকেই ধন্যবাদ জানাবেন আমি মহান গীতিকারকে আমার অন্তরের অন্তস্থল থেকে শত কোটি প্রণাম জানালাম।
    ভালো গীতিকারের অভাবেই ভালো গান থেমে থাকে।
    প্রণাম গীতিকার কে

  • @kamrulhasan7808
    @kamrulhasan7808 9 месяцев назад +168

    2024 এ কমেন্ট রেখে গেলাম। দেখি কজন লোক এই গানটি শুনতে এসে একটি লাইক দিয়ে যায়। নোটিফিকেশন আসলেই শুনতে আসবে আবার গানটি।

  • @ShyamalKumarMandal-c5w
    @ShyamalKumarMandal-c5w 29 дней назад +3

    একটি অসাধারণ মৌলিক সংগীত। স্রষ্টাদের ও শিল্পীকে শুভেচ্ছা ও অভিনন্দন। এমন অনেক গান বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করে তুলুক।

  • @siddharthabanarjee2514
    @siddharthabanarjee2514 Месяц назад +7

    অসাধারণ একটি গান! হৃদয় ছুয়ে গেল এবং শ্রীকান্ত আচার্যর প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা আরও বেড়ে গেলো। ❤

  • @anisrahman7688
    @anisrahman7688 2 года назад +89

    ইতিউতি মনটাকে ছড়িয়ে না দিয়ে মৌলিক গানকে অগ্রাধিকার দিতে শ্রীকান্তদাকে বিনম্র অনুরোধ করছি। তাহলে এধরনের অসংখ্য গান আমরা পাবো তাঁর কন্ঠ থেকে। তাঁর কন্ঠ ঈশ্বরের দান। সে কন্ঠের স্বাক্ষর তিনি রেখে যাবেন তাঁর সৃষ্টিতে,এ আমাদের আন্তরিক প্রত্যাশা।

  • @benoychandrabarmon
    @benoychandrabarmon 2 месяца назад +6

    হৃদয় শিতল করার মত গান,যেমন গানের কথা তেমন গানের সুুুর এক কথায় অসাধারণ।

  • @HabiburRahman-og5wf
    @HabiburRahman-og5wf 9 месяцев назад +16

    "মাটি তার ডাকছে আমায়
    ডাকছে মায়ের মত"
    একজন প্রবাসীর হ্রদয়ের কথা

  • @akhilkumer2322
    @akhilkumer2322 9 месяцев назад +9

    ২০২৪ এ এসে ও মনকে শুদ্ধ করে দেওয়া একটি গান, সত্যিই অসাধারণ ❤

  • @AnAnTaRuMoN1988
    @AnAnTaRuMoN1988 Год назад +26

    কথাগুলো যেন হৃদয় গভীরে জমে থাকা আর্তনাদ।
    সারাজীবন ভালো থাকুন প্রিয় "শ্রীকান্ত আচার্য"দাদা❤

    • @tasbeehtara4609
      @tasbeehtara4609 2 месяца назад

      ❤❤❤আর্তনাদ❤❤❤

  • @Shokha-c3s
    @Shokha-c3s 2 месяца назад +9

    সেই দেশটাকে খুঁজছি ❤❤❤ আমার প্রিয় বাংলাদেশ

  • @dr.parvezalam5029
    @dr.parvezalam5029 8 месяцев назад +10

    অসম্ভব সুন্দর গান।❤❤
    গানটা শুনে মনটা ভরে গেল।

  • @minucorraya6297
    @minucorraya6297 6 месяцев назад +6

    আমি সেই দেশ খুঁজেছি কত
    যেখানে বাঁচবে সবাই,
    বাঁচবে রাজার মত,
    এ জীবন বইছে আমায় যত
    মাটি তার ডাকছে আমায়
    ডাকছে মায়ের মত।
    আমি সেই নষ্ট সময়, মুঠোর দাবি
    কি যেন খুলতে চাওয়া ঘরের চাবি,
    আমি সেই স্মৃতির শহর
    আমি সেই স্মৃতির শহর রাত্রি জাগা,
    দেখেছি শেষ তারাটার মত।
    আজও কি বর্ণমালায় কান্না এত?
    বুলেটের শব্দ মাপে বুকের ক্ষত,
    আজও কি হাঁটছে মিছিল,
    আজও কি হাঁটছে মিছিল স্বপ্নে দেখা
    রেখেছি প্রশ্ন অবিরত।

  • @pabitramukhopadhyay902
    @pabitramukhopadhyay902 Год назад +4

    শ্রীকান্ত আচার্য অনবদ্য।
    অনেক কিছুই দেওয়ার আছে উনার।
    সেই সকল কিছু পাওয়ার আশায় বসে থাকি।

  • @tuhinmukherjee9425
    @tuhinmukherjee9425 2 года назад +13

    অপূর্ব, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এক যথার্থ নিবেদন।

  • @tasbeehtara4609
    @tasbeehtara4609 2 месяца назад +5

    দেশের জন্য কতটা মায়া, তা ২০২৪ এ বোধ করলাম।
    আগে জানতাম ভালোবাসি, খুবই সাধারণ মানুষ হয়েও যতটা করেছি কম মনে হয়েছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত এ মায়া, এ টান শেষ হবার নয়।
    রাতটা পার করলাম গানটা শুনে।
    ধন্যবাদ যাঁরা যাঁরা এ গানটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অফুরান ভালবাসা। দোয়া রইলো আপনারা সবাই ভালো থাকুন। নিজ দেশকে আমৃত্যু ভালোবাসুন।❤❤❤
    প্রতিটি দেশের প্রতিটি মানুষের প্রতি অগাধ ভালোবাসা রইলো।
    বাংলাদেশ ❤আমার দেশ❤আমার মাটি❤আমার স্বপ্ন ❤আমার❤আমাদের❤

    • @amranchowdhuary7307
      @amranchowdhuary7307 Месяц назад

      আপনার মত আমিও কেন যেন সারারাত ঘুমাতে পারি নাই।আমার মনে হয় দেশকে খুব ভলোবাসি।

  • @nillsano3485
    @nillsano3485 2 года назад +9

    মনের অনুভূতি প্রকাশ করা হয়েছে এবং অসাধারণ একটি গান মন শিতল হয়ে ওঠে অসংখ্য প্রনাম চরনে🙏🙏🙏🙏🙏 ❤🥰🙏

  • @আলসেসময়
    @আলসেসময় 9 месяцев назад +3

    আজ প্রথমবার শুনলাম গান টা। অনেক ভাল লাগছে। ধন্যবাদ গীতিকার সুরকার ও শিল্পীকে এত সুন্দর উপহার দেয়ার জন্য

  • @SonggitRoy-n8h
    @SonggitRoy-n8h 4 месяца назад +27

    আমি এই গানের প্রেমে পড়তে বাধ্য হলাম ❤😊 ২০২৪ সালের যারা এই গানটি শুনতে আসছেন , সবাই একটি করে লাইক করে যাবেন । এই রকম গান প্রেমিক মানুষরা সত্যি ভালো মনের মানুষ হয় ।

    • @md.mamunhossain4084
      @md.mamunhossain4084 2 месяца назад

      আমি কমেন্ট পরা মানুষ,,, তবে কমেন্ট টা ভালো লাগলো

    • @jibonmalakar4183
      @jibonmalakar4183 17 дней назад

      আমি ও ভাই

  • @SkDas-fl3un
    @SkDas-fl3un Месяц назад +1

    আহা কি গায়কী,কি সুর কি চমৎকার গানের কথা।
    আজকে মনে হয় ৫০ বার শুনেছি তবু ও আমার শোনা শেষ হচ্ছেনা।

  • @kashinath494
    @kashinath494 Год назад +8

    অসাধারন, আপনার এই গানটির সাথে বাস্তবের মিল খঁজে পাই তাই বার বার গানটি শুনতে ভালো লাগে❤

  • @mdasadayub6980
    @mdasadayub6980 19 дней назад +1

    ২০২৩ সালে আমি সেই দেশ খুঁজেছি কত এই গান টা প্রথম শুনেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম কি চমৎকার কন্ঠস্বর। অপূর্ব সুরের ঝংকার সত্যি খুব সুন্দর একটা গান। অসাধারণ লাগে গান টা শুনতে গত একবছরে গান টা আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে অনেক দিন পর ২০২৪ সালের ১৫ ই অক্টোবর গান টা আবার শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍

  • @mksunny4664
    @mksunny4664 2 года назад +11

    সত্যিই অসাধারন একটা গান, অনেক অনেক শুভকামনা রইল,,

  • @saimakaniz136
    @saimakaniz136 2 года назад +7

    অপূর্ব সুন্দর। কথা গুলো হৃদয় থেকে নেয়া। মহান সৃষ্টি।

  • @iscmotijheel9812
    @iscmotijheel9812 2 месяца назад +3

    incredible, heart touching song অভূতপূর্ব।

  • @diptendubikashmanna7616
    @diptendubikashmanna7616 Год назад +4

    খুব সুন্দর একটি গান শোনালেন দাদা। ভীষন ভালো লাগলো।বাংলার ছেলেমেয়েদের এই গানটি শেখা উচিত।

  • @NurulAmin-hf4rq
    @NurulAmin-hf4rq 11 дней назад +1

    কত সুন্দর গান।সুধু শুন বার মন চায়। কি সুন্দর গলা আর গানের কথা।

  • @A12-o2e
    @A12-o2e 2 года назад +7

    Khub sundor Sir
    Apurba, very soothing. 💐💐

  • @niveditaacharya3160
    @niveditaacharya3160 Год назад +5

    অসাধারণ বললে কম বলা হয়।গানটির প্রত্যেকটি শব্দ চয়নের মাধ্যমে এবং আপনার মধুর কন্ঠস্বরে যেন একটা অমূল্য সঙ্গীত লহরী সৃষ্টি হয়েছে যা আমাদের পরম পাওয়া।

  • @আকাশছোয়াভালবাসা-র৫গ

    অসম্ভব সুন্দর একটা গান আমি আজ প্রথম শুনেছি তাই কমেন্টস করে গেলাম ❤❤❤❤

  • @skbiswas1452
    @skbiswas1452 9 месяцев назад +2

    সত্যিই অসাধারণ! যতবার শুনি ঠিক ততবারই মুগ্ধ এবং আপ্লূত হই!
    আমাদের সময়ের বাংলা গানের কিংবদন্তি শিল্পী শ্রীকান্ত আচার্য্যের গাওয়া এক অসাধারণ কালজয়ী স্মরণীয় বাংলা গান।
    আমার প্রিয় শিল্পী কিংবদন্তি শ্রীকান্ত আচার্য্য'কে অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভ কামনা অবিরাম💞

  • @anshumansahamadhu6193
    @anshumansahamadhu6193 2 года назад +11

    অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা, অপূর্ব সুন্দর উপহার দেবার জন্য। 💝💝💝

  • @prolayshil7818
    @prolayshil7818 2 месяца назад +2

    আমাদের দেবভূমি ভারতবর্ষ.. ❤🇮🇳.. আহা কি সুন্দর মন ছুঁয়ে গেল 🙏❤️

  • @mdrobinhossain7403
    @mdrobinhossain7403 9 месяцев назад +3

    আহা মনটা মুগ্ধ হয়ে গেল কত সুন্দরই না সরলা কন্ঠ ভালোবাসা অবিরাম ❤

  • @goutammanna5330
    @goutammanna5330 2 года назад +15

    ধন্যবাদ স্যার ... একরাশ এরূপ ভালোবাসার জন্যে 🙏🙏

  • @mdroshedulislam1.r...290
    @mdroshedulislam1.r...290 7 месяцев назад +2

    আপনাকে অনেক ধন্যবাদ ,এমন একটি সুন্দর গান উপহার দেয়ার জন্য ❤।

  • @kakoliroy2185
    @kakoliroy2185 10 месяцев назад +2

    কি অসাধারণ একটি গান ❤❤ খুব মনে পরে নিজের গ্রামের কথা, সব ভাই বোন মিলে একসঙ্গে বড়ো হয়ে ওঠা আরো কত কিছু, ছিল না স্মার্ট ফোন তবে ছিল সোনার মত মুহুর্ত ❤️❤️

  • @shihabuddin-du9tq
    @shihabuddin-du9tq 7 дней назад

    গানটি মনের আমাধুরি দিয়ে গাওয়া হয়েছে।এবং গীতিকার অসাধারণ প্রতিভা ❤❤❤❤

  • @MdRony-s5v
    @MdRony-s5v 2 месяца назад +2

    সুর তো নয় যেনো কি বলে বুঝাবো বুজতে পারছি না সুধু একটা কথা বলবো অসাধারণ চমৎকার

  • @photoworld2227
    @photoworld2227 8 месяцев назад +1

    অপূর্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যথার্থ নিবেদন

  • @sunitasarkar3345
    @sunitasarkar3345 2 года назад +3

    Khub 3 bhalo laglo. Jamon kotha tamoni Sur o gaoki and ato sundar voice. Thanks srikanta da.

  • @rajkumarsingha1819
    @rajkumarsingha1819 2 года назад +4

    একরাশ মুগ্ধতা... কথা ও গানের সুরে ভেসে যাওয়া বারংবার.......

  • @ruparrupgonj9455
    @ruparrupgonj9455 4 месяца назад +1

    কমেন্ট পড়ে বুঝতে পারছি গান টা অনেক সুন্দর হবে আসলেই গান শুনবার পড়ে ভালো লাগলো দারুণ অসাধারণ হইছে গান

  • @joyrajpaul1651
    @joyrajpaul1651 2 года назад +15

    একেকটা শব্দ যেন হৃদয়ের গভীরে গিয়ে পৌছালো। অসাধারণ সৃষ্টি। ❤

  • @NurulIslam-ez4ge
    @NurulIslam-ez4ge 8 месяцев назад +2

    দাদা বাবু ভাল থেকো আমি তোমার দীর্ঘ্য আয়ু কামনা করি,আমি ছোট বেলা থেকে তোমরা গান সুনি❤

  • @rabindranathsarkar7563
    @rabindranathsarkar7563 Год назад +4

    অসাধারণ এক গান ! মানুষের জন্য-- অসাধারণ আকুতির এক মূর্তিমান প্রকাশ 😢

  • @arpitasaha6104
    @arpitasaha6104 8 месяцев назад +1

    অপূর্ব!
    অনেক দিন পর মনের মত একটা গান শুনলাম। যতবার শুনছি মন যেন নতুন করে ভালো লাগায় ভরে উঠছে।

  • @shafiqjoy2601
    @shafiqjoy2601 Год назад +5

    গানটা শুনবার পর যা বলি সেটাই কম হবে........ অসাধারণ

  • @beparielectronicandfurnitu6531
    @beparielectronicandfurnitu6531 6 месяцев назад +1

    খুব সুন্দর গান সব কিছুই মেলোডি সুর মিউজিক গানের কথা আর কি বলবো শান্তির পক্ষের লোক গুলো ঠিক এই গানের মতো একটা ঠিকানা চায় যেখানে থাকবে না কোন রাজা প্রজার ভেদাভেদ সব কিছু মিলিয়ে অসাধারণ হয়েছে গানটা তাই প্রতিদিন ৩/৪বার গানটা শুনি দাদা খুব যত্ন সহকারে গান টা গাওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি

  • @soumendranathbasu1009
    @soumendranathbasu1009 2 года назад +47

    অসাধারণ বললেও কম বলা হয়। পুরনো নস্টালজিয়ায় আক্রান্ত। ♥️

    • @biplabkumar2877
      @biplabkumar2877 2 года назад

      অসাধারণ কন্ঠস্বর।

  • @drsarmishthaniyogi8159
    @drsarmishthaniyogi8159 2 года назад +7

    🙏 খুব সুন্দর মঙ্গলম শুভম

  • @khooshboongoss595
    @khooshboongoss595 2 года назад +12

    আমার প্রিয় একজন কন্ঠশিল্পী 🙏🏼 যেমনি গানের কথা তেমনি গায়কি! অসাধারণ !

  • @kalikinkarsamanta3826
    @kalikinkarsamanta3826 7 месяцев назад +1

    আবার সযত্নে গানটা শুনলাম বেশ কয়েকবার। অশেষ ধন্যবাদ গীতিকার, সুরকার, গায়ক শ্রীকান্তকে। অনবদ্য সৃষ্টি !
    সুযোগ থাকলে কয়েকটা শব্দ বদলে দিতাম।

    • @kalikinkarsamanta3826
      @kalikinkarsamanta3826 6 месяцев назад

      গানটির সুর প্রশংসনীয় অসাধারণ।
      কিন্তু, শুরুতেই সাদ্দাম পাপ্পুর(বাংলাদেশ) একটি গানের সুরকে অনুসরণ করা হয়েছে।

  • @rokeyaafroz3886
    @rokeyaafroz3886 11 месяцев назад +1

    চমৎকার পরিবশনা।মন ভরে গেলো।হৃদয়ের গভীরের স্পন্দন যেনো। ❤❤❤

  • @tapanbanik8362
    @tapanbanik8362 Год назад +1

    আপূর্ব,, কত সুন্দর মন কবির,, সে সবাই কে রাজার বাঁচতে দেখতে চায়,,, যা কখনো মনুষ্যত্বহীন পৃথিবীতে সম্ভব নয়,, কবি কে প্রনাম তার স্বপ্ন কেও।

  • @RupaGhosh-jj6zz
    @RupaGhosh-jj6zz 6 месяцев назад +1

    দারুন লাগলো ❤ গানের কথা ভীষন ভালো.... অর্ণা ম্যাম প্রণাম নেবেন.. শ্রীকান্ত দা আপনার অসম্ভব সুন্দর কন্ঠ... সব গানের মতো এই গানটাও ভীষন ভীষন ভালো.. ভালো থাকবেন প্রণাম নেবেন

  • @habibasultana8007
    @habibasultana8007 6 дней назад

    কি সুন্দর গানের কথা, কি সুন্দর সুর! কি সুন্দর গায়কি!! অসাধারণ!!

  • @kothabiswasKotha
    @kothabiswasKotha Месяц назад +2

    ২০ বছরের স্মৃতি রেখে যখন ইন্ডিয়া যাওয়ার কথা হয়,,,তখন এই গানটাই সেরা 😭😭😭বুকটা ফেটে যাচ্ছে 😭😭😭

  • @shankarkarmoker3403
    @shankarkarmoker3403 5 месяцев назад +1

    কথা ও সুর অসাধারণ মন জুরিয়ে যায়, অনেক দিন পর একটা ভালো গান শুনলাম

  • @nivadas9818
    @nivadas9818 2 года назад +5

    ধন্যবাদ দাদাভাই। অসাধারণ উপহার।🙏♥️

  • @mdmonjulislamroton397
    @mdmonjulislamroton397 Год назад +3

    মা মাটির দেশের গান
    মনটা ভরে যায় একরাশ ভালোবাসা দাদা

  • @shakilahaque8846
    @shakilahaque8846 9 месяцев назад +6

    আমি সেই দেশ খুঁজেছি কতো
    যেখানে বাঁচবে সবাই
    বাঁচবে রাজার মতো ❤
    🇧🇩30.01.24

  • @mdasadayub6980
    @mdasadayub6980 Год назад +2

    অনেক সুন্দর একটা গান চমৎকার কন্ঠে অসাধারণ সুর খুব ভালো লেগেছে। ২০২৩ সালের ৯ ই মে গান টা শুনে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍

  • @golokbiharidey1448
    @golokbiharidey1448 Год назад +3

    অপূর্ব, অসাধারণ গান, আমাকে মুগ্ধ করে।

  • @mdnasiruddin500
    @mdnasiruddin500 2 года назад +6

    শ্রীকান্ত আচার্য মহোদয়ের গাওয়া প্রতিটি গান অতীব চমৎকার !!

    • @putulbanerjee5601
      @putulbanerjee5601 Год назад

      হৃদয় স্পর্শ করা গান ।

  • @anjanacharjee1400
    @anjanacharjee1400 2 года назад +3

    Wowwwww Darun mon ta vore gelo 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤✌✌✌✌✌✌❤

  • @mdnazrulislamnaeem
    @mdnazrulislamnaeem 9 месяцев назад +3

    আমি সেই দেশ খুঁজেছি কত
    যেখানে বাঁচবে মানুষ বাঁচবে রাজার মতো

  • @jayantidutta5035
    @jayantidutta5035 5 месяцев назад +1

    অপূর্ব গানের কলি ও অসাধারণ কন্ঠ শিল্পীর পরিবেশন

  • @kazishakil6792
    @kazishakil6792 Год назад +2

    অসাধারণ একটি গান যা একবার শুনলে বারবার শুনতে ইচ্ছা করে খুব সুন্দর হয়েছে গানটা।😊

  • @mdshahajalalmia9281
    @mdshahajalalmia9281 5 месяцев назад +1

    স্মৃতি রেখে গেলাম, কোনো একদিন আবার শুনবো,

  • @bashonarebeiro9422
    @bashonarebeiro9422 Год назад +3

    এত ভালো লাগে, মুগ্ধতায় মরে যাই। কিছুই ভাবতে পারিনি যেন।

  • @UjjwalDey-y6e
    @UjjwalDey-y6e 9 месяцев назад +1

    Khub Adbhut Surer Murchona , Jaa Atyonto Hridoy Sporsi .❤❤

  • @MdSalaUddin-v4o7h
    @MdSalaUddin-v4o7h 5 месяцев назад +9

    তুমি যখন গানটা শুনবে আর একটা লাইক করবে,তখন আবার শুনা হবে গানটা।কে সে তুমি আমার।তবুও রেখে গেলাম মনের মত গানটা

    • @MdSalaUddin-v4o7h
      @MdSalaUddin-v4o7h 2 месяца назад

      কে ছিলে তুমি, যার লাইকের কারণে আবার গানটি শুনলাম

  • @TahminaRahman-n4x
    @TahminaRahman-n4x 8 дней назад

    শান্তির জন্য শুনি গানটা। দেশের এই পরিস্থিতিতে মন খারাপ থাকে। মূহুর্তে সব ক্লান্তি মুছে যায় এই গানটি শুনলে।

  • @touhidulabedin7604
    @touhidulabedin7604 Год назад +1

    এমন একটা দেশ আমি বাংলাদেশ থেকে আমেরিকা পর্যন্ত খুঁজে এসেছি শ্রীকান্ত দাদা, পাইনি কোথাও, এমন দেশের খবর যদি কেউ দিতে পারেন, তবে আমি সেই দেশে চলে যাবো ❤❤❤।

  • @ajitmandal7456
    @ajitmandal7456 Год назад +2

    অসাধারণ 👌👌👌👌মনটা শীতল হয়ে গেল 😊👍👍👍

  • @DharmadasKabiraj
    @DharmadasKabiraj 2 года назад +4

    আহা,অপূর্ব দাদা।আপনি খুব ভালো থাকবেন।🌷🙏

  • @shamimasony-v1b
    @shamimasony-v1b Год назад +19

    আমি সেই দেশ খুঁজেছি কত,,,,!!
    "যেখানে বাঁচবে সবাই
    বাঁচবে রাজার মত" কত সুন্দর কথা। সব মিলিয়ে চমৎকার 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧
    ০৬/১১/২০২৩

  • @MdMilon-vp1gh
    @MdMilon-vp1gh 3 месяца назад +1

    ❤অমর সৃষ্টি। মৃনাল কান্তি মজুমদার। কবি ও লেখক।ঢ়াকা। বাংলাদেশ।

  • @swapan1952
    @swapan1952 2 года назад +5

    শ্রীকান্ত দা গলা দিয়ে গান গান না, গানটা হৃদয় দিয়ে গান 🙏🙏

  • @nabakumarmusic4771
    @nabakumarmusic4771 2 года назад +5

    অসাধারণ সুর অসাধারণ গলা, অসাধারণ লেখা

  • @sunitatripathi1027
    @sunitatripathi1027 Год назад +1

    Asadharon laglo. Priyo gayak r Misti surer murchona .ganta prathom bar sunlam abar sunlam download kore nilam bar bar sonar ashay

  • @neetaghosh3403
    @neetaghosh3403 2 года назад +5

    Khub bhalo laglo 👍👌🙏

  • @sanjaychakraborty2990
    @sanjaychakraborty2990 Год назад +2

    Osadharn osadharn osadharn composition . Thank u my favorite singer .

  • @abusayed9562
    @abusayed9562 5 месяцев назад +2

    Koto j valo lagar gun bole bujate parbona. Really great song❤

  • @golokbiharidey1448
    @golokbiharidey1448 Год назад +1

    যতবার শুনি ততবার মুগ্ধ হই। অভিনন্দন শিবাজি চট্টোপাধ্যায় কে।

  • @sourenchattopadhyay2197
    @sourenchattopadhyay2197 2 года назад +2

    Asadharon, mon chuye jaoa gan, bar bar sunte echhe kore

  • @jay456
    @jay456 2 года назад +4

    😍 খুব সুন্দর গান । আপনাদের কাছে আমর একটা নিবেদন । আজ কালের মডান সময়ে আমাদের কাছে থেকে হারিয়ে যাচ্ছে এই সপ গান গুলো ।
    তোমরা এগুলো কে হারিয়ে যেতে দিয়ো না এই গান গুলো শেয়ার করো ।
    বাঙালির কে ছোটো করো না pls

  • @parthabanerjee9108
    @parthabanerjee9108 2 года назад +9

    কথা, সুর ও গায়নে স্বাধীনতার প্রকৃত স্বর্গ উপলব্ধি করলাম।

  • @modhu....
    @modhu.... Год назад +4

    অসাধারণ অসম্ভব ভালো লাগে 💚💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💚

  • @dipachatterjee5236
    @dipachatterjee5236 11 месяцев назад +1

    গান টি মাত্র দুই তিন মাস আগে প্রথম শুনলাম। এরপর থেকেই প্রায় শুনি। যেমন কথা তেমন সুর অপূর্ব মেলবন্ধন। মন ছুঁয়ে যাওয়া গান ❤️

  • @kuhurkujan508
    @kuhurkujan508 2 года назад +6

    একরাশ মুগ্ধতা। বারবার শুনছি।

  • @DevaSONGSTER
    @DevaSONGSTER 2 года назад +5

    অসম্ভব ভালো লাগলো। ধন্যবাদ দাদা।

  • @debaryakarak8116
    @debaryakarak8116 2 года назад +4

    Khub sundor composition...👏👏👏

  • @saswatimaiti5565
    @saswatimaiti5565 Месяц назад

    অসাধারণ একটি কাল জয়ী গান।শ্রীকান্ত আচার্য্য নাম টি গানের জগতে one man army

  • @tarunsen6126
    @tarunsen6126 Год назад +3

    অসাধারণ বার বার শুনেও প্রবাদ মিটে না

  • @গানেরপাখিআলিফস্যার

    Outstanding melodies & lyrics ,when i hear the song i feel better. So i hear the song more and more. Above all, best of luck SHREE SHANTA DA..