হযরত উমর কেন পাগলের মতো কান্না করেছিলেন?
HTML-код
- Опубликовано: 3 дек 2024
- হযরত উমর কেন পাগলের মতো কান্না করেছিলেন?
...................
প্রতিটি মানুষের জীবনে এমন কিছু সময় আসে, যখন সে দিশেহারা হয়ে পরে। যখন সে নিজেকে বড় অসহায় অনুভব করে। পর্বতের মতো অটল মানুষটিও নুয়ে পরে ঝড়ে বিধ্বস্ত বৃক্ষের মতো। পাথরের মতো কঠিন হৃদয় টুকরো টুকরো হয়ে পরে ভেঙে পরা কাঁচের মতো। সবচে ধীর-স্থির মানুষটিও হিতাহিত জ্ঞান হারিয়ে উন্মাদের মত আচরণ করতে থাকে।
হযরত ওমর (রা.) ছিলেন এমনই একজন মানুষ, যাকে আমরা জেনেছি দৃঢ়চেতা, দুর্দান্ত সাহসী আর কঠিন হৃদয়ের অধিকারী হিসেবে। জীবনের সবচেয়ে খারাপ সময়গুলোতেও তাকে আমরা দেখি আত্মবিশ্বাস আর নির্ভিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করতে। কোরায়েশদের অত্যাচারে দিশেহারা সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করার পর ভয়ে মুখ খুলতে পারতেন না, তখন ওমর রাঃ ইসলাম গ্রহণ করেন এবং তখন মক্কার পথে পথে ঘুরে মাথা উঁচু করে ঘোষণা দেন, আমি ইসলাম কবুল করেছি। আবু জাহেল, আল ওয়ালিদ আর উতবাহ ইবনে রাবিয়ার মতো কোরায়েশ নেতাদের মুখের উপর তিনি বলেন, আজ থেকে আমি নবী মুহাম্মদ সাঃ এর সাথী।
তিনিই সেই ব্যক্তি, যিনি কোরায়েশদের সাথে লড়াই করে কাবা ঘরে প্রবেশ করেছিরেন এবং সেখানে নামাজ আদায় করেছিলেন। তিনিই সেই ব্যক্তি যিনি মদীনায় হিজরতের সময় বলেছিলেন, যদি এমন কোনো মায়ের সন্তান থাকে, যে তার মায়ের বুক খালি করতে চায়, সে যেন আমার পথ আগলে দাঁড়ায়। রসুলের কাছে এক নির্ভরতার প্রতীক ছিলেন হযরত ওমর। নিপীড়িত সাহাবীদের কাছে সাহস আর উদ্দীপনার নাম ছিলেন হযরত ওমর। মুসলিম উম্মাহর কাছে এক পাহাড়সম দৃঢ়তার নাম ওমর ইবনুল খাত্তাব (রা.)।
কিন্তু এই মানুষটিও একদিন ভেঙে পড়েছিলেন। এই মানুষটিও একদিন হতাশায় নুয়ে পরেছিলেন। তিনি এতটাই কাতর হয়ে পরেছিলেন যে, মনে হচ্ছিল এ যেন ওমর নয়, বরং এক পুত্রহারা দুর্বল বৃদ্ধ মানুষ। তিনি এতটাই দিশেহারা হয়ে পরেছিলেন যে, রসুলের প্রিয় সাহাবীদের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বলেছিলেন, আমি তোমাদের জিহ্বা কেটে ফেলব, আমি তোমাদের মাথা ফাটিয়ে দেব। কি ঘটেছিল সে দিন যে, ওমর (রা.) এর মতো মানুষ এতটা উদ্ভ্রান্তের মতো আচরণ করছিলেন? বিস্তারিত থাকবে ইসলামিক ভিডিও বাংলার আজকের পর্বে।
মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হযরত উমর (র) এর ঘটনা তুলে ধরা হয়েছে
ইসলামের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
ঐতিহাসিক সত্য ঘটনাগুলো তুলে ধরেছেন খুবই সুন্দর ভাবে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
হজরত ওমর (রা.) এর মতো মহৎ চরিত্রের মানুষ বর্তমান পৃথিবীতে খুবই প্রয়োজন।
খুবই অসাধারণ এক ঘটনা তুলে ধরার জন্য ধন্যবাদ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছিলেন আমাদের কাছে ইসলাম প্রচার করার জন্য উনি ইসলাম প্রচার করে আল্লাহ পাক রব্বুল আলামীনের কাছে চলে গিয়েছে আমরা সবাই ওনার তরিকা অনুযায়ী সালার তৌফিক দান করুক আল্লাহ পাক রব্বুল আলামীন আমিন
❤❤❤❤❤
আলাইকুম আসসালাম ❤
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 😢
আল্লাহুম্মা সাল্লি আলাক
আল্লাহুম্মা বারিক আলাইক 😢
সাহাবাদের ইতিহাস সম্পর্কে জানতে পেরে খুবই ভালো লাগলো ।
খুব ভালো লাগে ইসলাম এর ভিডিও গুলো বেশি বেশি দেখতে চাই
❤❤❤
ঐতিহাসিক সত্য ঘটনা গুলো তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ।
সালাতু সালামু আলাইকা ইয়া রাসুলুল্লাহ সাঃ সালাতু সালামু আলাইকা ইয়া এমামুযযামান, আমাদের জন্য আপনাদের কাছে দোয়ার দরখাস্ত রইল, আমরা যেন আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে লাব্বাইক বলে আপনাদের সামনে দাড়াতে পারি।
আমার চোখে পানি চলে আসলো।😢
ইতিহাস আমাদের প্রেরণা যোগায়,
সকল পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেন। ইসলামের এই সত্য ইতিহাস তুলে ধরার জন্য ধন্যবাদ।
খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখলাম ভালো লাগলো ধন্যবাদ
খুব সুন্দর একটা ভিডিও দেখি অনেক খুশি হলাম আলহামদুলিল্লাহ
ভিডিও টি দেখে যার চোখ অশ্রুসিক্ত হবে না।সে বড়ই কঠিন হৃদয়ের
মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হযরত ঊমর (রাঃ)এর ঘটনা তুলে ধরা হয়েছে ।। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমিন ইয়া আল্লাহ
আপনাদের ইসলামিক ভিডিওগুলো অনেক সুন্দর।
খুব ভালো লাগলো ভিডিওটি৷
ইসলামের অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। ইসলামী ভিডিও বাংলাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।।
হৃদয়বিদারক ইতিহাস তুলে ধরেছেন।
এরকম ভিডিও আরো চাই!
ভিডিওটি প্রচার করার জন্য অসংখ জাযাকাল্লাহ
অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস
ইসলামের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক অজানা তথ্য জানতে পেরে খুব ভালো লাগে
অত্যন্ত মহামূল্যবান একটি ইতিহাস জানতে পেরে অনেক জ্ঞান অর্জন হল অসংখ্য ধন্যবাদ জানা-অজানাকে।
মাশাআল্লাহ অনেক কিছু জানতে পারলাম।
যিনি ছিলেন আলো, তিনিই আমাদের মহান নেতা রাসুলুল্লাহ সাঃ, তিনি পৃথিবীতে নেই এমন খবর শুনলে তো পাগল হওয়ার কথা, তার মধ্যে তো ওমর রাঃ আনহার আনহার অন্য রকম, এমন ভিডিও বার গবারগ চাই।
এক্কেবারে ঐতিহাসিক সত্য কথা তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি।
আমি নিয়মিত ভিডিও দেখি প্রতিটি পর্ব খুবই ভালো লাগে।
এটার নাম কি??
ইসলামের অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারলাম। ইসলামী ভিডিও বাংলাতে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাকে আমরা দেখি নাই কিন্তু উনার এই ভিডিওর বক্তব্য শুনে আমাদের ও অনেক কষ্ট হচ্ছে।
অনেক গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরেছেন
S.A.W.😭🥰
মাস আল্লাহ অনেক কিছু শেখার আছে আরো এরকম ভিডিও গুলো যেনো প্রতি জুম্মায় খুতবা আকারে বুঝালেও মানুষের মধ্যে থাকা শয়তান দূর হবে বলে মনে করি। মানুষের মধ্যে মায়া, মমতা,যেনো জন্ম নেয়। আমিন। আমার লেখার কথাগুলো ভুল হলে ,মাফ করবেন। আমিন।
আমি নবীজীর উম্মত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমি যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত নবীজীর প্রকৃত সুন্নাত পালন করে যেতে পারি।
সত্যিই এই ইতিহাস শুনে আমার কান্না ও ধরে রাখতে পারছিনা আর তার ছাহাবিরা তার থেকে কি করে এই বিচ্ছেদ সজ্জ করতে পারবেন।
খুবই হৃদয় বিদারক ঘটনা।
হৃদয় বিদারক ঘটনা 😭😭
সালামুলাইকুম ইয়া রসূল করিম সাঃ আপনার উম্মাহ উপর যে দায়িত্বদিয়ে গিয়েছেন সেই কাজ যেন আমরাজীবন দিয়ে করে যেতে পারি
মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের জন্য হেদায়াহ স্বরুপ।
খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ ইসলামিক ভিডিও বাংলাকে
আল্লাহ আমাদের সর্ব রকম পরিস্থিতিতে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
মাশাল্লাহ অজানা অনেক কিছু যানতে পারলাম।
এই ভিডিওর মাধ্যমে হযরত ওমরের (রং) কান্নায় ভেঙে পড়া ইতিহাস সম্পর্কে জানতে পারলাম
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
রাসূল আমাদের জন্য উত্তম আদশ
নবী নবী করে আর কতকাল আমি কাঁদবো😢
হযরত উমর ফারুক রাজিতালা আনহু ছিলেন সত্য ন্যায় সুবিচার প্রতিষ্ঠার এক নির্ভীক নেতা।
লা ইলাহা ইলল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
Subhan Allah ❤
সুবহানআল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ভাইজান ❤ মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার
আল্লাহ্ র চিরন্তন বানী" প্রত্যেক নাফ্স বা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে " আল- কোরআন ।😢
রাসূলের জন্য তার সাহাবীরা কতটা ত্যাগ স্বীকার করেছেন। আর আমরা তার উম্মত হয়ে কিছুই করছিনা😢
চমৎকার ইতিহাস।
ইসলামের প্রকৃত উদ্দেশ্য আজ হারিয়ে গেছে।
এগিয়ে চলেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মুসলমানের অন্তরগুলোকে আল্লাহ পাক কবুল করেন সাহাবীদের জীবন কাহিনী শুনে আমাদের মুসলমানের অন্তর গুলোকে আল্লাহপাক কবুল করে নিন আমাদের অন্তর চক্ষু গুলো আল্লাহ পাক খুলে দিন আমাদের প্রত্যেকটা মুসলমানের ঘরগুলোকে তুমি কবুল করে নাও সন্তানগুলোকে কবুল করেনাও আল্লাহ তুমি আমাদেরকবুল করে নাও প্রত্যেকটা মুসলমানের ঘর গুলোকে তুমি কবুল করে নাও
Heart touching video 💔💔
এমন মহা সত্য ইতিহাস রসুল আল্লাহ ও তার ছাহাবিদের এমন ইতিহাস আমরা জানতে পার্লাম আলহামদুলিল্লাহ ইসলামিক ভিডিওর মাদ্ধমে অনেক অনেক ধন্যবাদ ইসলামের এই ইতিহাস তুলে ধরার জন্য।
আমিন
অসাধারণ ইতিহাস ❤❤❤
আমরা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তওহীদ এ অটল থেকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাই সালাম এর দেখানো পথে চলতে পারি
খুবই সুন্দর
হে আমার ভাই আমি হজরত ওমর( রা) আনহূর ঘটনার গুলো সুনার পর আমার চোখের পানি দরে রাখতে পারিনি হে আল্লহ আমকে আপনি আ জীবন ইসলামের পথে পরিচালিত করোন আমিন
আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আল্লাহর তওহীদের উপরে অটল থাকতে পারি,ঐক্যবদ্ধ থাকতে পারি।
Jajakallah khairan ❤
অনেক দুঃখজনক ইতিহাস জানতে পারলাম।
আমার নবী সে দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে গমন করেছিলেন।আমিন।
Love this video. want more videos like this.
আপনাদের চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও পাওয়া যায়। ধন্যবাদ ❤
Amin🤲
Laillieliha Elliahillaho Mohammad Rosuallah salla Allahu alleyway Salam Amedar priyo hobbie
আপনি অনেক ভালো কাজ করছেন। আল্লাহ তায়ালা আপনাকে যেন ভালো রাখেন
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ
ইতিহাস গুলো অনেক সুন্দর, ,
সুবহানাল্লাহ
খুবই রিদয় বিদারক একটি ঘটনা 😢
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন আমিন চুম্মা আমিন
❤❤❤
মাশাল্লাহ
Jajakallahu khairan.
একটি জাতির নেতা যখন জাতির মধ্য থেকে চলে যায় তখন ওই জাতির সবচেয়ে কষ্টদায়ক বেদনা দায়ক।আর কি হতে পারে।
Ameen
আল্লাহুআকবর
Ashallmulykum orahamatullah obarakatullah Allhamdulliha it’s wander full
মাশাল্লাহ অনেক সুন্দরভাবে হযরত উমর (র) এর ঘটনা তুলে ধরা হয়েছে
মাশাআল্লাহ অসাধারণ
কিছুই বলার নাই।কারণ,বলে শেষ করা যাবে না। শুধু কাঁদিয়ে ভাসাই চোখের নদীর দুটি দ্বার।
এই কাহির বাংলা ডাবিং পুরোপুরি মুভিটা দেন ভাই। কেউ জানলে নাম বলেন।
উমর সিরিজ
Amin
মহানবী (স) এর জিবনি পরতে চায়, কোনটা পরলে ভালো হবে জানাবেন অনুগ্রহ করে
বাংলা ভাষাভাষী না হলে ভিডিওগুলো আমার কাছে আসত না। আলহামদু লিল্লাহ আমি বাঙালী।
Nice Videos
আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই।
তাকেই উপাস্য মনে কর,তাঁর এবাদতের নিয়তে কর। কেয়ামতের দিন তোমাদের কে একত্রিত করবেন।
রাইট
ভিডিও মেকারকে বলছি ছবিটার নাম বলতে সমস্যা কি?
এটা উমর সিরিজ
Nobi Sob sahabi jannati