এখন আমি যদি বলি আগের সরকার ভালো ছিল তাহলে আমার নামে ট্যাগ দেওয়া হবে আফসোস লীগ। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে। যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু শুধু ডঃ ইউনুস ছাড়া আর সবাই আওয়ামী লীগ সাপোর্টার। 5 তারিখে খুনের সাথে জড়িত পুলিশ সদস্যরা কিভাবে পলাতক থেকে বের হয়ে এসে পদোন্নতি পায়? কিভাবে অন্তবর্তী সরকারের বর্তমানে নৌ মন্ত্রী হিসেবে রয়েছেন উনি কিভাবে বলেন শেখ হাসিনাকে দল গোছানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন। আসিফ নজরুল লাইন মন্ত্রী কিভাবে বলেন যে শেখ হাসিনার মতো বাড়াবাড়ি করলে বিএনপিকেও পিটিয়ে বের করে দেবে দেশ থেকে? আপনারা জানেন যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন প্রথমে তারা কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পক্ষে ছিলেন না। এখন আপনি বলবেন পদত্যাগের মূল পাওয়ার বা কার কারণে পদত্যাগ করেছে আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শিক্ষার্থীদের একা কখনো সম্ভব হতো না। এবং কি সাধারণ শিক্ষার্থীরা হয়তো পদত্যাগের পক্ষে ছিল কিন্তু নেতৃত্ব যারা দিয়েছিল এরা ছিল না। এরা আওয়ামী লীগকে বর্তমানে সাপোর্ট করে এরা চাচ্ছি নিজেরা সরকারি দল গঠন করার জন্য। হ্যাঁ আমিও চাই নতুন একটি সরকার গঠিত হোক। কিন্তু কি পারবে সরকার গঠন করে যারা খুন হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার খুনিদের আইনের আওতায় এনে বিচার করার। পারবে একমাত্র বিএনপি বড় রাজনীতি হিসেবে। কিন্তু যে লাউ সেই কদু। তারা আওয়ামী লীগকে বিচারের আওতায় আনবে ঠিক কিন্তু তাদের ঘরে যে আওয়ামী লীগ সাপোর্টার সদস্যরা রয়েছে তারা বেঁচে যাবে। এবং এটা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা আইনের আওতায় আসবে এবং বিচারের মুখোমুখি হবে। কিন্তু দেশের কোন উন্নতি হবে কি কোন গ্যারান্টি দেওয়া যাচ্ছে না
বলে লাভ নেই ভাই। নিয়োগ দিলে দেখবেন সর্বশেষে আওয়ামী লীগের সদস্যদের ছেলেমেয়েরাই নিয়োগ পেয়েছে। কারণ আমরা দেখেছি 5 তারিখে যারা ফোনের সাথে জড়িত নেতৃত্ব দিয়েছে খুন করেছে জড়িত ছিল তারাই পদোন্নতি পেয়েছে অতিরিক্ত আইজিপি পদে এ বিষয়ে কেউ কিছু বলতেছে না।
প্রশাসনের কাজ কিএরা দেশ থেকে কিভাবে পালায়? শুধু জনগণের টাকায় মাসে মাসে বেতনভাতা ও সুযোগ-সুবিধা গ্রহন করা।আর অভিযুক্ততদের পালানোর পর ব্যবস্থা নেওয়া। জনগনের সাথে এই প্রহসনের নাটক কবে শেষ হবে?
আপনি কি বলেন চোরে চোরে খালাতো ভাই। যেই প্রশাসনের কে আপনি জবাব দিয়ে নিচ্ছেন সেই প্রশাসন প্রশাসনকে সহযোগিতা করেছে এটাই তো স্বাভাবিক। মাঝখান দিয়ে তারা কোটি টাকার অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে সমস্যা কোথায়? বর্তমান সরকার কি ওই দিকে লক্ষ্য রয়েছে? ওরা তো চাচ্ছে নতুন দল গঠন করার জন্য
কোন মামলা থাকলেও এখনো পুলিশ কে টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। বিদেশে যেতে পারছে না,এরা হত্যা মামলার আসামি হয়েও কি ভাবে বিদেশে যাচ্ছে???
আমি মনে করি পুলিশ যাদেরকে মারা হয়েছে ওই পুলিশদেরকে গণহত্যা না করে যেগুলো নরপিশাচ জন্মের সমস্যা ছিল ওদের কে মেরে ফেলা উচিত। দেশ কখনো শোধরাবে না। কিভাবে শুধরাবে বর্তমানে অন্তবর্তী সরকার যাদেরকে বানিয়ে ছিলেন আপনারা তারাই তো চোখে আঙ্গুল দিয়ে ঢেকে রেখেছে। তাদেরও জীবনের মায়া রয়েছে তাইতো তারা আওয়ামী লীগের সদস্যদেরকে পার হয়ে যাওয়ার জন্য সুপারিশ করিতেছে এবং 5 তারিখে যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে পলাতন থেকে ডেকে এনে এনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি করা হচ্ছে। বিস্তারিত আমার চ্যানেলের একটি শর্ট ভিডিও রয়েছে এবং শর্ট ভিডিও দেখার পরবর্তীতে রিলেটেড ভিডিও যমুনা টিভির ভিডিওটি দেখবেন
উপদেষ্টা কারা তারা কি চেয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করুক কখনোই না? তারা চারটে নিজেরা একটি সরকার গঠন করার জন্য দল গঠন করার জন্য কিন্তু সাধারণ জনগণ বিভিন্ন জেলাতে এটা নিয়ে প্রতিবাদ করায় পারতেছে না। শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগের সদস্যদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে এদিকে আপনাদের প্রিয় সেনাপ্রধান 626 জন কে আশ্রয় দিয়েছে কারা তারা সেটা কখনো নাম উল্লেখ করেনি সেকশন শুধু বলেছে সংখ্যা বলেছে। কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় নেতা কর্মীরা পালিয়ে যাচ্ছে নিউজ আসতেছে। আপনি কি মনে করেন 5 তারিখে ওবায়দুল কাদের এবং ডিবি হারুন পালিয়ে গিয়েছে? একদমই না। এরার সবগুলোই ছিল সেনা নিবাসে। পরবর্তীতে কেউ এয়ারপোর্ট দিয়ে ইমিগ্রেশন অফিসার দের সাথে লেনদেন করে পালিয়ে গিয়েছে কেউ বর্ডার ক্রস করে পালিয়ে গিয়েছে এগুলোর মেইন। সুযোগ করে দেওয়ার অপরাধী হচ্ছে সেনা সদস্যদের এবং ইমিগ্রেশন অফিসারদের। এদিকে 5 তারিখে হত্যার সাথে জড়িত যে পুলিশ সদস্যরা পালিয়ে ছিল তাদেরকে এনে এনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি করা হচ্ছে। বিস্তারিত আমার চ্যানেলের একটি ভিডিও রয়েছে দেখুন গতকালকে প্রকাশিত হয়েছে যমুনা টিভির চ্যানেল
২৪ শে স্বাধীনের পর থেকে এয়ারপোর্টে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে তলব করা হোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শাস্তির আওত আনা হোক যারা এই খুনিদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন , অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে হবেই ইনশাআল্লাহ
কিছু অসাধু কর্মকর্তা আছে তারা টাকা পয়সা খেয়ে এসব পুলিশ অফিসার এবং নেতাকর্মী এদেরকে সহযোগিতা করে বাইরে পাঠায় দিতেছে তাদের কারণেই দুর্নীতিবাজ এর বিচার হচ্ছে না এইসব দুর্নীতিবাজদেরকেও ধইরা বিচারের আওতায় আনা হোক সাধারণ জনগণের এটাই আশা
বর্তমানে পুলিশ কোন ডিউটি ঠিক মত না করার কি তাদের কোন ধান্দা না হওয়ার কারণে যদি তাই হয় আল্লাহু কে ভয় করুন সত উপার্জন নিয়ে সুখী জীবন জাপান করুন তাতে এহকাল ও পরকালের জন্য মঙ্গল
যারা পালাইতে সহায়তা করেছে তাদের আগে বিচার করা হোক
ইউনুস তার নিজের স্বার্থেই তাদেরকে পালাতে সাহায্য করছে
Masud
বর্তমানে পুলিশ কোন ডিউটি ঠিক মত করছেনা, কোন সমস্যা নিয়ে থানায় গেলে কোন কাজ হয়না,
Eccha korei korche na, khub kharap plan ache... sokol police ar desh ber Howa neshed Korte Hobe
পুলিশ নিজেই পুলিশকে সাহায্য করতেছে। পালানোর জন্য। এটা জনগণ বুঝে।
স্বৈরাচারীর দোসরদের ছাড় নয়।
সবার আগে আগে সাংবাদিকের প**** অর্ডার দরকার
এখন আমি যদি বলি আগের সরকার ভালো ছিল তাহলে আমার নামে ট্যাগ দেওয়া হবে আফসোস লীগ।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে।
যারা বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব রয়েছেন তারা কিন্তু শুধু ডঃ ইউনুস ছাড়া আর সবাই আওয়ামী লীগ সাপোর্টার।
5 তারিখে খুনের সাথে জড়িত পুলিশ সদস্যরা কিভাবে পলাতক থেকে বের হয়ে এসে পদোন্নতি পায়?
কিভাবে অন্তবর্তী সরকারের বর্তমানে নৌ মন্ত্রী হিসেবে রয়েছেন উনি কিভাবে বলেন শেখ হাসিনাকে দল গোছানোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
আসিফ নজরুল লাইন মন্ত্রী কিভাবে বলেন যে শেখ হাসিনার মতো বাড়াবাড়ি করলে বিএনপিকেও পিটিয়ে বের করে দেবে দেশ থেকে?
আপনারা জানেন যারা আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন প্রথমে তারা কিন্তু শেখ হাসিনার পদত্যাগের পক্ষে ছিলেন না।
এখন আপনি বলবেন পদত্যাগের মূল পাওয়ার বা কার কারণে পদত্যাগ করেছে আমি বলবো যে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের কারণে পদত্যাগ করতে বাধ্য হয়েছে।
শিক্ষার্থীদের একা কখনো সম্ভব হতো না।
এবং কি সাধারণ শিক্ষার্থীরা হয়তো পদত্যাগের পক্ষে ছিল কিন্তু নেতৃত্ব যারা দিয়েছিল এরা ছিল না।
এরা আওয়ামী লীগকে বর্তমানে সাপোর্ট করে এরা চাচ্ছি নিজেরা সরকারি দল গঠন করার জন্য।
হ্যাঁ আমিও চাই নতুন একটি সরকার গঠিত হোক।
কিন্তু কি পারবে সরকার গঠন করে যারা খুন হয়েছে তাদের প্রতিশোধ নেওয়ার খুনিদের আইনের আওতায় এনে বিচার করার।
পারবে একমাত্র বিএনপি বড় রাজনীতি হিসেবে।
কিন্তু যে লাউ সেই কদু।
তারা আওয়ামী লীগকে বিচারের আওতায় আনবে ঠিক কিন্তু তাদের ঘরে যে আওয়ামী লীগ সাপোর্টার সদস্যরা রয়েছে তারা বেঁচে যাবে।
এবং এটা আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের কিছু কিছু নেতারা আইনের আওতায় আসবে এবং বিচারের মুখোমুখি হবে।
কিন্তু দেশের কোন উন্নতি হবে কি কোন গ্যারান্টি দেওয়া যাচ্ছে না
কেমনে পালাতে পারে, চোখে আঙুল দিয়েছে।সবাই কে আইনের আওতায় আনতে হবে।
ভাই আইনের আওতায় কিভাবে আনবেন, দেশে কোন আইন আছে বলে মনে করেন।
ফখরুদ্দিন -মঈন সাহেব্দের মত তত্বাবধায়ক সরকার প্রয়োজন
শালা তো নিজে ইন্ডিয়া দালাল ছিলো
দায়িত্বে অবহেলা করার জন্য তাদের জেল জরিমানা করতে হবে। এমন লোকদের চাকুরীতে রাখতে হবে কেনে
দায়িত্ব অবহেলা করে নাই।
মোটা অংকের টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এই নাটক আর কতো দেখবো একটা লোক এয়ারপোর্ট দিয়ে পালিয়ে যাই কিভাবে
যারা গনহত্যার সাথে জড়িত সেই পুলিশের উর্ধতন কর্মকর্তারাই তো স্বপদে বহাল আছে,,,,,,এরাই সাহায্য করছে
নতুন করে পুলিশ নিয়োগ দিতে হবে
বলে লাভ নেই ভাই।
নিয়োগ দিলে দেখবেন সর্বশেষে আওয়ামী লীগের সদস্যদের ছেলেমেয়েরাই নিয়োগ পেয়েছে।
কারণ আমরা দেখেছি 5 তারিখে যারা ফোনের সাথে জড়িত নেতৃত্ব দিয়েছে খুন করেছে জড়িত ছিল তারাই পদোন্নতি পেয়েছে অতিরিক্ত আইজিপি পদে এ বিষয়ে কেউ কিছু বলতেছে না।
তলে তলে এই সব হচ্ছে তাহলে তো আর কি হবে।
কোন লাভ নাই যেই লাউ সেই কদু।
5 তারিখে যারা খুনের সাথে জড়িত ছিল পুলিশ সদস্যরা পলাতক তাদেরকে ডেকে এনে পদোন্নতি দেওয়া হচ্ছে অতিরিক্ত আইজিপি পদে
কারা পলাইতে সাহায্য করলো!
প্রশাসনের কাজ কিএরা দেশ থেকে কিভাবে পালায়? শুধু জনগণের টাকায় মাসে মাসে বেতনভাতা ও সুযোগ-সুবিধা গ্রহন করা।আর অভিযুক্ততদের পালানোর পর ব্যবস্থা নেওয়া। জনগনের সাথে এই প্রহসনের নাটক কবে শেষ হবে?
আপনি কি বলেন চোরে চোরে খালাতো ভাই।
যেই প্রশাসনের কে আপনি জবাব দিয়ে নিচ্ছেন সেই প্রশাসন প্রশাসনকে সহযোগিতা করেছে এটাই তো স্বাভাবিক।
মাঝখান দিয়ে তারা কোটি টাকার অ্যামাউন্ট হাতিয়ে নিয়েছে সমস্যা কোথায়?
বর্তমান সরকার কি ওই দিকে লক্ষ্য রয়েছে?
ওরা তো চাচ্ছে নতুন দল গঠন করার জন্য
কোন মামলা থাকলেও এখনো পুলিশ কে টাকা না দিলে পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যাচ্ছে না। বিদেশে যেতে পারছে না,এরা হত্যা মামলার আসামি হয়েও কি ভাবে বিদেশে যাচ্ছে???
আমি মনে করি পুলিশ যাদেরকে মারা হয়েছে ওই পুলিশদেরকে গণহত্যা না করে যেগুলো নরপিশাচ জন্মের সমস্যা ছিল ওদের কে মেরে ফেলা উচিত।
দেশ কখনো শোধরাবে না।
কিভাবে শুধরাবে বর্তমানে অন্তবর্তী সরকার যাদেরকে বানিয়ে ছিলেন আপনারা তারাই তো চোখে আঙ্গুল দিয়ে ঢেকে রেখেছে।
তাদেরও জীবনের মায়া রয়েছে তাইতো তারা আওয়ামী লীগের সদস্যদেরকে পার হয়ে যাওয়ার জন্য সুপারিশ করিতেছে এবং 5 তারিখে যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে পলাতন থেকে ডেকে এনে এনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি করা হচ্ছে। বিস্তারিত আমার চ্যানেলের একটি শর্ট ভিডিও রয়েছে এবং শর্ট ভিডিও দেখার পরবর্তীতে রিলেটেড ভিডিও যমুনা টিভির ভিডিওটি দেখবেন
dhonnobad
ইমিগ্রেশন পুলিশ কর্মকুওা আইনের আওতায় আনা হোক
যারা পালাতে সহয়াওতা করছে তাদের ও ধোরা হোক
এসবি এবং সংস্লিস্টদের আইনের আওতায় আনা খুব জরুরী।।
যারা এদের যাওয়ার জন্য সহযোগিতা করছে তাদের আইনের আওতায় আনা হোক।
অবাক করা বিষয়
কোমর ভাঙ্গা উপদেষ্টা পরিষদ কি করতেছে? নিরাপত্তা জোরদার করছে না কেন?
উপদেষ্টা কারা তারা কি চেয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করুক কখনোই না?
তারা চারটে নিজেরা একটি সরকার গঠন করার জন্য দল গঠন করার জন্য কিন্তু সাধারণ জনগণ বিভিন্ন জেলাতে এটা নিয়ে প্রতিবাদ করায় পারতেছে না।
শেষ পর্যন্ত তারা আওয়ামী লীগের সদস্যদেরকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিচ্ছে এদিকে আপনাদের প্রিয় সেনাপ্রধান 626 জন কে আশ্রয় দিয়েছে কারা তারা সেটা কখনো নাম উল্লেখ করেনি সেকশন শুধু বলেছে সংখ্যা বলেছে।
কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় নেতা কর্মীরা পালিয়ে যাচ্ছে নিউজ আসতেছে।
আপনি কি মনে করেন 5 তারিখে ওবায়দুল কাদের এবং ডিবি হারুন পালিয়ে গিয়েছে?
একদমই না।
এরার সবগুলোই ছিল সেনা নিবাসে।
পরবর্তীতে কেউ এয়ারপোর্ট দিয়ে ইমিগ্রেশন অফিসার দের সাথে লেনদেন করে পালিয়ে গিয়েছে কেউ বর্ডার ক্রস করে পালিয়ে গিয়েছে এগুলোর মেইন।
সুযোগ করে দেওয়ার অপরাধী হচ্ছে সেনা সদস্যদের এবং ইমিগ্রেশন অফিসারদের।
এদিকে 5 তারিখে হত্যার সাথে জড়িত যে পুলিশ সদস্যরা পালিয়ে ছিল তাদেরকে এনে এনে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি করা হচ্ছে।
বিস্তারিত আমার চ্যানেলের একটি ভিডিও রয়েছে দেখুন গতকালকে প্রকাশিত হয়েছে যমুনা টিভির চ্যানেল
চোরে চোরে মাসতুতো ভাই। টাকার কাছে সব হেরে যায়। সরকারের উচিত সরকারী সকল সেক্টরে কমর্কর্তা ও কমর্চারী ছাটাই করে নতুন সৎ কর্মী নিয়োগ করা।
আমি তীব্র নিন্দা জানাই
বিচার নিশ্চিত না হলে বিচার বহির্ভূত হত্যা যখন হয় তখন তা সমর্থন পায়
কি অবস্থা
সবাই ঘুমিয়ে আছে সমস্যা নেই পালাও, এভাবেই চালিয়ে যাবে সামনে।
সবাই পালানোর পরে ব্যবস্হা নিবে
সব পালানোর পরে কড়া নির্দেশ আসছে
যারা পালাতে সাহায্য করছে তাদের সবার বিচার চাই
আমাদের দাবি প্রশাসনে যেনো কোনো দলের লোক না থাকে এই আইন করতে হবে
যারা সহযোগিতা করছে তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। 😡
ইমিগ্রেশনের দায়িত্ব আর্মী দের দেওয়া হোক
কেমনে সম্ভব!!!
ভয়ানক অপরাধ।
সংশ্লিষ্টদের অবশ্যই বিচার ও জবাবদিহিতার মধ্যে আনতে হবে।
২৪ শে স্বাধীনের পর থেকে এয়ারপোর্টে যারা দায়িত্বরত ছিলেন তাদেরকে তলব করা হোক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে শাস্তির আওত আনা হোক যারা এই খুনিদেরকে পালিয়ে যেতে সাহায্য করেছেন , অবিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে হবেই ইনশাআল্লাহ
গোয়েন্দা সংস্থা নতুনভাবে নিয়োগ দেয়া হোক তাড়াতাড়ি
যারা এইসব অপরাধে যারা জড়িত তাদের চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হোক।
অভিযুক্তদের তালিকা কেন এতদিনে "এয়ারপোর্ট ইমিগ্রেশনকে" জানানো হয়নি?
স্বরাষ্ট্র উপদেষ্ঠার পদত্যাগ চাইছি।
যারা বিমান বন্দর দিয়ে বিদেশ গিয়েছে। তারা কিভাবে গেল ? ঐ সময় বিমানবন্দরে কর্মরত ইমিগ্রেশন কর্মকর্তারা বাধা দিল না কেন?
সহায়তাকারী কর্মকর্তাদের আইনের আওতায় আনা হউক।
😮😮😮😮
যারা এ সমস্ত অভিযুক্তদেরকে দেশ ছাড়তে সাহায্য করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে না কেন?
পালিয়ে যেতে সহায়তা কারীদেরকে শাস্তির আওতায় আনুন।
পুরো পুলিশ ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হবে
সহযোগীদের বিচারহবে
বাহ্ কি চমৎকার গোয়েন্দা সংস্থা????
যারা আরজন দায়ী তাদেরকেও জাতি কহনো ক্ষমা করবে না
এই পুলিশ দিয়ে স্মার্ট সেবা?? অসম্ভব
সমস্ত পুলিশ সেকটার কে রিচারস করা হোক।
Foul system Bangladesh Police department.....
অপরাধীরা যদি বিমানবন্দর দিয়ে পালিয়ে গিয়ে থাকে তাহলে ইমিগ্রেশনে যারা আছে তাদেরও কঠোর শাস্তি পাওয়া দরকার কারন তাদের কাছেও তো তথ্য থাকা প্রয়োজন ছিলো
সেনাবাহিনীর হেফাজতে থাকা সকল অপরাধীকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
কিছু অসাধু কর্মকর্তা আছে তারা টাকা পয়সা খেয়ে এসব পুলিশ অফিসার এবং নেতাকর্মী এদেরকে সহযোগিতা করে বাইরে পাঠায় দিতেছে তাদের কারণেই দুর্নীতিবাজ এর বিচার হচ্ছে না এইসব দুর্নীতিবাজদেরকেও ধইরা বিচারের আওতায় আনা হোক সাধারণ জনগণের এটাই আশা
কেউ যেন পালাতে না পারে সেই দিকে খেয়াল রাখতে হবে
সব কিছু সেনাপ্রধান এর দোয়ার বরকতের ফলাফল
কোনভাবে বাহিরে যেতে না দেওয়াই উত্তম হবে।
সবাই চলে যাওয়ার পর অবস্থা নির্ণয়ের ব্যবস্থা নেওয়া হবে ,ওরা সবাই ভাই ভাই ,তাই এই ঘটনা ঘটছে
পুলিশ থানায় গুমিয়ে গুমিয়ে কাজ করে,,, কেউ মানুক বা না মানুক এটাই সত্যি এটাই বাস্তব
হাজার হাজার পুলিশ অফিসার যারা মারা গেছে তাদেরকেই আপনারা বলছেন পালিয়ে যাচ্ছে।
অপেশাদার আচরণ নয়, এসব হচ্ছে রাষ্ট্র
বিরোধী আচরণ ।
সঠিক শব্দ ব্যবহার করা উচিৎ....
সুষ্ঠ বিচার না থাকাতে ই আজ দেশের করুণ অবস্থা 😂
বর্তমানে পুলিশ কোন ডিউটি ঠিক মত না করার কি তাদের কোন ধান্দা না হওয়ার কারণে যদি তাই হয় আল্লাহু কে ভয় করুন সত উপার্জন নিয়ে সুখী জীবন জাপান করুন তাতে এহকাল ও পরকালের জন্য মঙ্গল
বিএনপি জামায়াত ধরতে আপনাদের একমিনিটও সময় লাগে নাই কিন্তু পুলিশ প্রশাসনের লোকদের ধরতে শুধু কথার বুলি আওড়াচ্ছেন বর্তমানে কর্মরত পুলিশ কর্মকর্তারা!
আইনি পদক্ষেপ শুরু হয়েছে, তো পালিয়ে যায় কিভাবে?
ভেরি গুড
যারা এদের পালিয়ে যেতে সাহায্য করছে তাদের আগে বিচার হওয়া উচিৎ
যারা পালিয়ে যাবার জন্য সহযোগিতা করেছে তারাই বড় আপরাধি
এসব নিউজ দেখলে ভালো লাগে না আর ,
বাংলাদেশের এস আই থেকে শুরু করে উপরের যত সিনিয়র কর্মকর্তা আছে পুলিশের সবগুলোকে ছাটাই করা উচিত
কিসের চেষ্টা করছেন, ভাই। মুদ্রার এ পিঠ আর ওপিঠ।
সব তো তারাই... নজর দারি কি মনে করছেন নাই... আপনি আমি হলে বুঝতেন... এসব মানুশকে আর শুনায়েন না পারলে পদক্ষেপ হিসেবে তাদের কাছে গিয়ে জবাব নেন...
বর্তমান পুলিশ রা এসবের সহোযোগিতা করেছেন
বিমান বন্দর দিয়ে পালায় কিভাবে তাহলে নিষ্চয় বিমানবন্দরের লোক সহায়তা করতেছে,,যারা সহায়তা করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।।
বিমানবন্দরে যারা দায়িত্ব পালন করছে এই জানোয়ার রা কি এখনো ঘুস ছাড়তে পারতেছে না? আল্লাহ তুমি এদের উপর গজব নাজিল কর।
আইনের কি অধপতন হয়েছে। যারা নিরাপত্তা দিবে তারাই অপরাধী হয়ে আইনকে চোখ রাংগিয়ে দেশান্তরি হচ্ছে। আমরা শুধু দেখছি।
ভালো মানুষ যাইতে আটকাতে পারে খুনিদের আটকাতে পারেনা
সবাই পালিয়ে গেলে কাদের নিয়ে বিচার করবেন?ঐ বিচার দিয়ে কি হবে, যদি শাস্তি দেয়া না হয়! এখন ও অপরাধীদের ধরা হচ্ছে না।
পুলিশ পুলিশ ভাই ভাই
এই জন্য এয়ারপোর্টে সম্মান হঠাৎ বেড়ে গেছে ঐ দিকে তলে তলে তারা সিএনজি চালিয়ে দিলো একে বলে বাঙ্গালি
বাহ্,,,সরাসরি বিমান দিয়ে যায়,বিমান কর্মকতারা দায়ী,যারা সহয়তা করেছে,তাদের এরেস্ট করা হোক
সব বিসিএস অফিসার
এদের কারনে সাধারণ পুলিশ সদস্যরা প্রশ্নবিদ্ধ। রাজনৈতিক প্রভাব মুক্ত সাধীন পুলিশ কমিশন চাই
এরা পালাতে পারছে বর্তমানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের ও ইমিগ্রেশন পুলিশের অবহেলা ও স্বজনপ্রীতি। এদের কঠোর সাজার আওতায় আনা হোক।
পুলিশ বাহিনী কার্যত কোন কাজ করছেনা না।এদের বসে বসে বেতন কেন দিতে হবে।পুলিশ কমিশন গঠন করে নতুন কাঠামোতে পুলিশ বাহিনী বিনির্মাণ এখন সময়ের দাবি।
কথায় আছে না, চোরে চোরে মসাত্তু ভাই !
পুরো পুলিশ ডিপার্টমেন্টে চেঞ্জ করেতে হবে
তাদের পাসপোর্ট চিজ করেনা কেন।
এই দায় সারা কাজ পুলিশের কেন?কি আশায় তাদের এই সব অবহেলা?
গোয়েন্দা সংস্থা কি করে
পালাই কেমনে, যারা এসব সহযোগিতায় জড়িত তাদেরকে আয়নের আওতায় আনা জরুরী।
Action cy
বিমানবন্দর বাহিনিকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি
আপনারাত অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন অপরাধী যদি আপনাদের সামনে দিয়েই চলে যায় তাহলে আপনারা কেন??? আমারত মনে হয় এর সাথে আপনারাও জড়িত।
আমার মনে হয় এদেরকে দিয়ে হবে না
কি বাবে গেলো
এদের পালিয়ে যাওয়ার সাহয্য যারা করেছে, তাদের কঠিন থেকে কঠিন শাস্তির দাবি জানাছি
আনশৃঙ্খলা বাহিনী আরো কঠোর অবস্থানে থাকতে হবে একটা দালালও যাতে পালাতে না পারে
😊
Okbai 👍 👌 🙆♂️ 🆗️ 🆒️ 👍 👌 🙆♂️ 🆗️ Bangladesh
পালাতে পাচ্ছে কিভাবে , ভাবলে অবাক লাগে ।
এসবি কর্মকর্তাদের আইনের আওতানো হোক পুলিশশের এসপি তাহাসিন মাসরুফ হাসান মাসফি
নাটক কম কর প্রিয় বিমানবন্দর দিয়ে কিভাবে পালিয়ে যায়, অবিশ্বাস্য।