ভোক্তা অধিকারকে দেখে তরিঘরি লিখলো চার্জার ফ্যান নেই, অন্যরা পালালো | Daily Issues | Vokta odhikar

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июн 2023
  • #daily_issues #vokta_odhikar #চার্জারফ্যান
    অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন। এর মাঝে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং। জীবনে কিছুটা স্বস্তি পেতে চার্জার ফ্যানের খোঁজে রাজধানীসহ সারাদেশের দোকানগুলোতে ভিড় করছেন মানুষ। সেখানেও শান্তি নেই। চার্জার ফ্যানের দাম বাড়িয়ে ভোক্তাদের গলা কাটছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা।
    পাইকারী বাজারে গত কয়েক দিন আগে একটি ১৬ ইঞ্জি চার্জার ফ্যানের দাম দুই হাজার ৪৫০ টাকা দরে বিক্রি করা হলেও এখন চাহিদা বেড়ে যাওয়ায় সেই চার্জার ফ্যানের দাম নেওয়া হচ্ছে ছয় হাজার ৫০০ টাকা। প্রতিটি ফ্যানে সুযোগ বুঝে পাইকারী দোকানেই দাম বাড়িয়ে দিয়েছে চার হাজার ৫০ টাকা। এরপর সেই চার্জার ফ্যান খুচরা পর্যায়ে হয়ে যাচ্ছে নয় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
    চার্জার ফ্যান নিয়ে এমন হরিলুট হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে চার্জার ফ্যানের বাজারের অনিয়ম ধরতে অভিযানে নামে সরকারের এই সংস্থাটি। রাজধানীতেই এই সংস্থাটির তিনটি টিম কাজ করে।
    চার্জার ফ্যানের ইম্পোটারদের বেশির ভাগই রাজধানীর নবাবপুরের। সেখানে অভিযানে যায় ভোক্তা অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (তদন্ত) মো. আসিফ আল আজাদ।
    ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে দোকান বন্ধ করে পালাতে থাকেন ব্যবসায়ীরা। তাদের মধ্যে ন্যাশনাল ফ্যান হাউজের মালিক দোকান বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে অন্ধকার ঘরে বসেছিলেন। বিষয়টি বুঝতে পেরে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সাহায্যে তালা খুলে দোকানের সাটার খুলতেই দেখা যায়, অন্ধকার রুমে বসে আছেন ন্যাশনাল ফ্যান হাউজের মালিক। এই গরমে এভাবে অন্ধকার রুমে তাকে বসে থাকতে দেখে অবাক ভোক্তা কর্মকর্তারা।
    অভিযানে দেখা যায়, ন্যাশনাল ফ্যান হাউজের নেই কোনো ক্রয় রশিদ, নিজেদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে চার্জার ফ্যান বিক্রি করছেন তারা।
    তবে দোকান বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, ‘ভয় পেয়ে দোকান বন্ধ করেছেন।’
    নিজের দোষ স্বীকার করে তিনি বলেন, ‘শুধু তিনি নন, নবাবপুরের সকল ইম্পোটাররা দাম বাড়িয়ে চার্জার ফ্যান বিক্রি করছেন।’
    পরে আরও একটি মার্কেটের মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স নামের প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির দরজায় লেখা রয়েছে- ‘চার্জার ফ্যান নেই’। তারপরও আগ্রহ নিয়ে ভেতরে যান ভোক্তা কর্মকর্তারা। দোকানের বিগত কয়েক মাসের বিক্রয় রশিদ দেখে চোক কপালে ওঠার মতো অবস্থা। গত ১১ ফেব্রুয়ার একটি ১৬ ইঞ্জি চার্জার ফ্যান পাইকারী দুই হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। একই ফ্যান গত ০৪ জুন বিক্রি করা হয়েছে ছয় হাজার ২০০ টাকা।
    অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘দেশব্যাপী একযোগে চার্জার ফ্যানের উপর অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর নবাবপুর রোডের ইম্পোটার বিশেষ করে পাইকারী দোকানগুলোতে আমরা তদারকি করে দেখলাম। অনৈতিক ভাবে চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। গত ১১ ফেব্রুয়ারি ১৬ ইঞ্জির একটি চার্জার ফ্যান পাইকারী বিক্রি করা হয়েছে দুই হাজার ৪৫০ টাকা। একই ফ্যান ০৪ জুন বিক্রি করা হয়েছে ছয় হাজার ২০০ টাকা। এমনকি আমরা পেয়েছি ছয় হাজার ৫০০ টাকা পর্যন্তও বিক্রি করেছে।’
    তিনি বলেন, ‘যার কাছ থেকে ফ্যান ক্রয় করেছেন তাদের কোনো ক্রয় রশিদ নেই। বা দেখাতে চাচ্ছেন না। কারণ তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। এছাড়া অনেক রশিদে দেখলাম চার্জার ফ্যানের নাম লেখা থাকলেও বিক্রয় মূল্য লেখা নেই।’
    তিনি আরও বলেন, ‘আমরা অভিযানে আসার আগেই অনেকে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। কিন্তু দোকানের ভেতরে তারা অবস্থান করছেন।’
    আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘ভোক্তা অধিদপ্তরের স্পষ্ট মেসেজ যারা অনৈতিক ভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা লাভ করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন এই অভিযান চলবে। অভিযান আরও জোড়দার করা হবে।’
    তিনি বলেন, ‘ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ন্যাশনাল ফ্যান হাউজ এবং মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
    এছাড়া, রাজধানীর বায়তুল মোকারম মার্কেট এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, সহকারী পরিচালক মাগফুর রহমান।
    স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান ও রোজিনা সুলতানা।
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: Daily Issues
    Contact us: banglapatrika24@gmail.com
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Комментарии • 469

  • @md.mostafijurrahman6946

    নিয়মিত তদারকি ও কঠোর শাস্তির আওতায় আনা প্রয়োজন। জাজাকাল্লাহ খয়ের।।

  • @abcxyz-qf8ud

    স্যার অনেক অনেক ধন্যবাদ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখুন।আপনার মত সকল বিচারক যদি এমন হত তাহলে দেশটা আজ উন্নত বিশ্বের কাতারে দাড়াত। আপনাকে স্যালুট জানাই।।

  • @Mehedi4
    @Mehedi4 Год назад +75

    এভাবে স্যুট পরে, ক্যামেরা নিয়ে, গাড়ি নিয়ে সাথে গাড়িতে পুলিশের হর্ন, ওনারাই যাচ্ছেন সবাইকে শুনিয়ে যে ওনারা আসছেন, অপরাধীরা তো পালাবেই।

  • @kasempaik7228
    @kasempaik7228 Год назад +8

    খুব ভালো হইছে,

  • @junayed1694
    @junayed1694 Год назад +33

    এইরকম অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সাজা দেওয়া উচিত আর যেসব দোকান বন্ধ করা হয়েছে সেইসব দোকানকে সিলকরা করা দরকার

  • @khalkoeverything6203
    @khalkoeverything6203 Год назад +76

    বাংলাদেশ জুড়ে একটি মাত্র অফিসার 😢😢😢😢

  • @raselahmed378
    @raselahmed378 Год назад +35

    এই গরমে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় এটা না ভেবে ব্যাবসায়ী তারা তাদের সুযোগ কাজে লাগিয়ে মানুষদের ভুগান্তিতে পালাচ্ছে।ভোক্তা অধিকার দের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। তারা যে এসব বিষয় নিয়ে কাজ করছেন এর জন্য অনেক ধন্যবাদ।

  • @mdlookman1448
    @mdlookman1448 Год назад +75

    যেই ফ্যান ছিল 3000 টাকা সে ফ্যান হয়েছে 6000-7000 টাকা বাংলাদেশের অসৎ ব্যবসায়ীদের শায়েস্তা করা দরকার

  • @ashrafuddin5665
    @ashrafuddin5665 Год назад +5

    সুজুগ সন্ধানী ব্যাবসায়ীদের কঠিন শাস্তি দেয়া উচিৎ।

  • @nishatzahan1253
    @nishatzahan1253 Год назад +8

    ম্যাজিস্ট্রেট এত ভদ্র যে দোকানদাররা উনাকে সম্মান ই দিচ্ছে না, ওনার প্রায় ভিডিও গুলো দেখি খুব শান্তশিষ্ট ভাবে কথা বলেন।

  • @shovosokalbd.2110
    @shovosokalbd.2110 Год назад +49

    প্রচুর কয়লা এসে গেছে এবং এখন কারেন্ট এর এতো বেশি লোডশেডিং নাই …… যারা একদিনেই অধর্য্য হয়ে গেছে তারাই বেশি টাকাই চার্জার ফ্যান কিনে ঠকেছেন । ধর্য্যই ধর্ম ❤

  • @azizhossain6239
    @azizhossain6239 Год назад +9

    এভারকেয়ার হসপিটালের সামনে খাবারের দোকানে অতিরিক্ত দাম, চট্টগ্রাম

  • @mahbubabegum9335
    @mahbubabegum9335 Год назад +4

    শুধু বাজারে নয়। পোস্ট অফিস গুলোতে সঞ্চয় পত্র কিনতে গেলেও ❤বলে যে সঞ্চয় পত্র এখন নাই পরে আসেন। কিন্তু চা খাওয়া র পয়সা দিলে করে দেয়। দয়্যা করে পোস্ট অফিস গুলোতে ও অভিযান চালান।

  • @Mitra229

    উনার ব্যবহারে মুগ্ধ হতেই হয়🥰

  • @BD......
    @BD...... Год назад +9

    পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অভিজানের খুব জরুরি প্রয়োজন।

  • @tusimondal6499
    @tusimondal6499 Год назад +3

    রাস্তার পাশে লেবুর শরবত দোকানগুলোয় তদারকির জন্য অনুরোধ করছি..

  • @Skenergysolution
    @Skenergysolution Год назад +5

    ৩০০০ টাকার চার্জার, ৩৫০০ টাকা হলে পারে, তাই বলে ৫০০০-৬০০০ টাকা তো হতে পারে না,আল্লাহপাক আমাদের হালাল উপার্জন করার তৌফিক দান করুক,

  • @shakiraakhi1640
    @shakiraakhi1640 Год назад +1

    Thank yoi Sir❤

  • @p0ulomysanjana816
    @p0ulomysanjana816 Год назад +2

    salut salut khub valo lage mishti kotha

  • @user-vn1eh9el5z

    অতি ভদ্র মানুষ। এত সুন্দর করে কথা বলেন কত শান্তভাবে। কঠিন হন কিন্তু অনেক শান্ত ভাবে। এটাই শিক্ষণীয়।