মাঝে এর দুটো ব্লগ দেখতে দেরী হয়ে গেছে। আজ এই পর্ব টি দেখতে দারুন দারুন ভালো লাগলো। সত্যিই কত অজানা সব মন্দির দর্শন করালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏🙏
দাদা, মন ভরে যায় আপনার ভিডিওগুলো দেখে। আমার একান্ত নিবেদন আপনি একবার নিকটস্থ দক্ষিণ বারাসাতে আসুন। এখানে বহু প্রাচীন আদ্যমহেশ শিবমন্দির ও সন্নিকটস্থ কালীমন্দিরের একটি ভ্লগ করতে আপনাকে অনুরোধ জানাই।
অজন্তা দিদিভাই আমি ক্যামেরাবন্দি করিনি কিন্তু অনেকের মুখেই শুনলাম তারা নিষ্ঠা সহকারে নিয়ম পালন করে এই মন্দিরের ওষুধ খেয়ে ফল পেয়েছেন। হয়তো বৈজ্ঞানিক মতে ওনারা নিয়মের মাধ্যমে যে যে জিনিষ খেতে মানা করেছেন অথবা ছোঁয়াছুঁই ব্যাপার বলেছেন তার কারণেও রোগ নিরাময় হতে পরে। তবে মানুষের বিশ্বাস একটা বিরাট ওষুধের কাজ দেয় যা মানুষকে অনেক রোগ সরিয়ে দিতে সাহার্য্য করে 🙏
খুব ভালো লাগলো এবং তার সঙ্গে একটা খুব important message ও পাওয়া গেল যাতে ওখানকার দেবদত্ত ওষুধ সম্বন্ধে জানতে পারলাম আর সেজন্য আপনার এই blog টা আমার এক আত্মীয়কে share করছি, যাতে সে ওই মন্দিরে গিয়ে নিজের ব্যাপারে কিছু উপকার হয় কি না দেখতে পারে। ধন্যবাদ জানালাম আর অনেক শুভেচ্ছা রইল..
আমার চ্যানেলে অনেক এইরূপ আধ্যাত্মিক পরিবেশ ঘেরা মঠ,মন্দির ও আশ্রমের ভিডিও আছে। অনুরোধ রইলো আপনি দেখবেন ও বাড়ির গুরুজনদের দেখানোর ব্যাবস্থা করবেন যাতে তাদের মন একটু ভালো থাকে আর তারা যেন ভাবে তাদের দিকে সবাইয়ের খেয়াল আছে। আমার এই ছোট্ট প্রয়াসকে সবাই সার্থক করার চেষ্টা করুন। বয়স্ক মানুষদের একটু আনন্দ দেওয়াই আমার মূল উদ্দেশ্য অন্য আর কিছু নয় 🙏💐🙏
একটু দেখে শুনে যেতে হবে। কিছু মনে করবেন না দিদিভাই। এতো মন্দিরের রিকোয়েস্ট আসছে তাই একটু দেখেশুনে লিস্ট বানিয়ে একটা একটা করে যাচ্ছি। বয়েস হয়েছে বুঝতেই পারছেন। কিছু মনে করবেন না। অসংখ্য ধন্যবাদ। দেরি হয়ে গেলো উত্তর দিতে। আমি এখন আপনাদের জন্য গুয়াহাটিতে কামাখ্যা মায়ের দর্শনে এসেছি।🙏🙏🙏
না দিদিভাই কুপন কেটে এখানে প্রসাদ পাওয়া যায় না। আপনি নিজে চাইলে মাকে ভোগ নিবেদন করতে পারেন সেই ব্যাপারে আগে থেকে মন্দির কর্তৃপক্ষর সাথে কথা বলতে হবে।🙏
আলোক বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন বাদে মায়ের দর্শন পেলাম। আমার শৈশব এখানেই কেটেছে। আমি বহরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম এই স্কুলেরই ছাত্র ছিলেন স্বনামধন্য গায়ক স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায় ও সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায় দাদা আপনাকে একটি অনুরোধ ওইখানেই নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রম আছে যদি কোনদিন সময় হয় তাহলে আপনার চোখ দিয়ে এই নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রম কে দেখতে চাই। ভালো থাকবেন।
কৌস্তুভ ভাই এই মন্দিরের ভিডিও তুলে ঠিক মনঃপুত হয় নি। মায়ের অঙ্গরাগ এর জন্য মায়ের সাজসজ্জা সমেত ভিডিও করতে পারি নি। আমার দর্শকদের দেখাতে পারিনি বলে মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। জয় হোক তাও যতটা পেরেছি করেছি। আমি অবশ্যই NPRKM আপনাকে দর্শন করবো আমার ক্যামেরার মাধ্যমে।
তবে একটা জিনিস ভুল বলেছেন। যেটা হলো মা এর মূর্তি ওটা পাশের পুকুর থেকে উঠেছে মা ধন্বন্তরী। মায়ের মন্দির এর সামনের পুকুর থেকে না। আপনাকে ওখানে যিনি তথ্য দিয়েছেন সেটা ভুল। আর যিনি মায়ের বাতের ঔষধ দেন উনি আমার বাবা। আমারা মন্দির এর সেবায়েত।
আমার মনে হয় যদি আপনি নিষ্ঠা ভাবে করতে চান তাহলে শনিবার অথবা মঙ্গলবার গিয়ে মাকে পূজো দিয়ে মায়ের ওষুধ নেবেন। দেখবেন মনের শান্তির একটা ব্যাপার আছে। এটা আমার একদম নিজের ধারণা। তবে মনে হয় রবিবার খোলা থাকে।
হ্যা, অনেক আগে আমিও একবার ওখানে গিয়েছিলাম। কিন্তু মনে হয় উপোষ থাকার জন্যে আমর শরির খুব খারাপ লাগছিল। তাই আমার স্রী ও ছেলে কোনো রকমে পূজা সেরেই আমাকে নিয়ে ফিরে আসে।
অভিজিৎ দাদাভাই আমি ক্যামেরাবন্দি করিনি কিন্তু অনেকের মুখেই শুনলাম তারা নিষ্ঠা সহকারে নিয়ম পালন করে এই মন্দিরের ওষুধ খেয়ে ফল পেয়েছেন। হয়তো বৈজ্ঞানিক মতে ওনারা নিয়মের মাধ্যমে যে যে জিনিষ খেতে মানা করেছেন অথবা ছোঁয়াছুঁই ব্যাপার বলেছেন তার কারণেও রোগ নিরাময় হতে পরে। তবে মানুষের বিশ্বাস একটা বিরাট ওষুধের কাজ দেয় যা মানুষকে অনেক রোগ সরিয়ে দিতে সাহার্য্য করে 🙏💐🙏
অলোক বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ,,,, ভি, ডি , ও টি দেখে মন ভরে গেলো । আমি আপনার ব্লগ দেখে প্রাই মন্দিরে যাই । ভালো থাকবেন ভগবানের কাছে প্রার্থনা করি ।
স্বপন দাদাভাই অসংখ্য ধন্যবাদ ধৈর্য্য ধরে আমার ভিডিও দেখার জন্য 🙏💐🙏
আপনার খুব সুন্দর উপস্থাপনা 🙏
বারে বারেই রিপিট করি।
অনেক অনেক ধন্যবাদ 🤝 ভালো থাকবেন, আনন্দে থাকবেন ।🕉🙏🙏🕉
অনেক অনেক ধন্যবাদ 🙏 দেরি হয় গেলো উত্তর দিতে।
দাদা আজ ময়ের দর্শন করলাম খুব ভালো লাগলো আপনি ভালো থাকুন সুস্থ থাকুন
রবিন দাদাভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
এটা আমাদের নিজেদের বংশের ঠাকুর। আমার বাবার নিজের জেঠু কে সপ্ন দিয়েছিলেন । আমি গর্বিত আমি ওই বংশের মেয়ে ❤
সত্যি আপনার গর্ব হওয়ারই কথা। 🙏🙏🎉
@@journeywithchotonওষুধটা কে দেয়। ফোন নাম্বার পাওয়া যাবে? যোগাযোগ করবো কিভাবে যদি একটু সাহায্য করেন।
আমার ভিডিও দেখলে বিস্তারিত সব জানতে পারবেন এবং ফোন নম্বর পেয়ে যাবেন 🙏
মাঝে এর দুটো ব্লগ দেখতে দেরী হয়ে গেছে। আজ এই পর্ব টি দেখতে দারুন দারুন ভালো লাগলো। সত্যিই কত অজানা সব মন্দির দর্শন করালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন 🙏🙏🙏
তৃপ্তি দিদিভাই অনেক অনেক ধন্যবাদ 🙏
ধন্যবাদ অলোকদা। মজিলপুরের ধন্বন্তরি কালীমন্দির দর্শন করলাম। খুব ভালো লাগলো। সব আপনার দৌলতে হচ্ছে। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
তাপস দাদাভাই অসংখ্য ধন্যবাদ
জয় গুরু দাদা খুবই ভাল লাগল।
রেশমী দিদিভাই ধন্যবাদ
আমার প্রণাম নেবেন দাদাভাই 🎉🎉।
আপনার প্রচেষ্টায় ধন্বন্তরী মায়ের দর্শন পেলাম 🎉🎉
ভগবান আপনার মঙ্গল করুন এই প্রার্থনা করি 🎉❤
অসংখ্য ধন্যবাদ
Valo laglo ei parikrama, valo thakben 🙏🙏🙏
বাদল দাদাভাই অনেক ধন্যবাদ 🙏
প্রত্যন্ত অঞ্চলের মন্দিরগুলো দর্শনের সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ তোমায় ছোটন দাদা, এগিয়ে যাও 🤝🤝
বিপ্রতীপ ভাই ধন্যবাদ।
apurbo maayer mandir, khub sundar maayer bigraho, apurbo pushkarini, Joy Maa
অভিষেক ভাইপো ধন্যবাদ
অলোক বাবু আপনার পরিশ্রম, আমাদের অনেক পুণ্য লাভ অর্জন করিয়েছে, ধন্যবাদ।😊
দাদাভাই আপনাদের ভালো লাগলেই আমার কষ্ট করা সার্থক🙏💐🙏
আপনার খুব সুন্দর উপস্থাপনা 🙏 অনেক অনেক ধন্যবাদ 🤝 ভালো থাকবেন, আনন্দে থাকবেন ।🕉🙏🙏🕉
অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে 🙏
আমি খুব শিগগিরই বাতের রোগের জন্য যেতে হবে। ধন্যবাদ নেবেন ভালো থাকবেন।🕉🙏🙏🕉
অনেক ধন্যবাদ আপনাকে দাদা, bater baythay খুব কষ্ট পাই, যদি মা র কৃপা হয় অবশ্যই dorshon করবো
কাকলী দিদিভাই অসংখ্য ধন্যবাদ। আশাকরি ভালো হয়ে যাবেন কিন্তু খুব নিষ্ঠা ভাবে এই নিয়ম পালন করতে হবে।🙏💐🙏
খুউব সুন্দর উপস্থাপনা ।আমাদের আশেপাশে কত ঐতিহাসিক অজানা তথ্য আছে। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। সত্যিই খুব ভালো লাগে। শুভকামনা জানাই।
পার্থ দাদাভাই ধন্যবাদ
অপূর্ব লাগলো ব্লগ টি 🙏🙏🙏
ধন্যবাদ ভাই। আমি ফিজিওথেরাপির কাছে ছিলাম বলে কথা বলতে পারি নি।
সত্যি খুব ভালো লাগলো ভিডিওটা।
আপনার এই ভিডিওর মাধ্যমে অনেকেই উপকৃত হবে।
অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আপনার নামটা জানলে সম্বোধন করতে সুবিধে হতো।
@@journeywithchoton আমার নাম তনুশ্রী। আমাকে আপনি তুমি করেই বলতে পারেন।
দাদা, মন ভরে যায় আপনার ভিডিওগুলো দেখে। আমার একান্ত নিবেদন আপনি একবার নিকটস্থ দক্ষিণ বারাসাতে আসুন। এখানে বহু প্রাচীন আদ্যমহেশ শিবমন্দির ও সন্নিকটস্থ কালীমন্দিরের একটি ভ্লগ করতে আপনাকে অনুরোধ জানাই।
সৌম্য ভাই ধন্যবাদ। নিশ্চই আসবো। লিস্টে লিখে রাখলাম।
Jay maa kali 🙏🙏🙏
জয় মা কালী 🙏🙏🙏
Darun bhalo presentation dada. Khub bhalo laglo mandir darshan kore. Anek dhanyabad.. 👍☺.....
মহুয়া দিদিভাই অসংখ্য ধন্যবাদ
Anek manuser anek upokar hobe ei video theke.Ku valo laglo 😊😊
অজন্তা দিদিভাই
আমি ক্যামেরাবন্দি করিনি কিন্তু অনেকের মুখেই শুনলাম তারা নিষ্ঠা সহকারে নিয়ম পালন করে এই মন্দিরের ওষুধ খেয়ে ফল পেয়েছেন। হয়তো বৈজ্ঞানিক মতে ওনারা নিয়মের মাধ্যমে যে যে জিনিষ খেতে মানা করেছেন অথবা ছোঁয়াছুঁই ব্যাপার বলেছেন তার কারণেও রোগ নিরাময় হতে পরে। তবে মানুষের বিশ্বাস একটা বিরাট ওষুধের কাজ দেয় যা মানুষকে অনেক রোগ সরিয়ে দিতে সাহার্য্য করে 🙏
খুব ভালো লাগলো এবং তার সঙ্গে একটা খুব important message ও পাওয়া গেল যাতে ওখানকার দেবদত্ত ওষুধ সম্বন্ধে জানতে পারলাম আর সেজন্য আপনার এই blog টা আমার এক আত্মীয়কে share করছি, যাতে সে ওই মন্দিরে গিয়ে নিজের ব্যাপারে কিছু উপকার হয় কি না দেখতে পারে। ধন্যবাদ জানালাম আর অনেক শুভেচ্ছা রইল..
অনিল দাদাভাই অসংখ্য ধন্যবাদ🙏🙏🙏
খুব ভালো লাগলো ভিডিও টা
পিয়ালী দিদিভাই অনেক অনেক ধন্যবাদ 🙏💐🙏
🙏অসাধারণ🙏
অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
First apnar video dekhlam. Darun laglo. Apni aaro video baniye Jaan ❤❤
আমার চ্যানেলে অনেক এইরূপ আধ্যাত্মিক পরিবেশ ঘেরা মঠ,মন্দির ও আশ্রমের ভিডিও আছে। অনুরোধ রইলো আপনি দেখবেন ও বাড়ির গুরুজনদের দেখানোর ব্যাবস্থা করবেন যাতে তাদের মন একটু ভালো থাকে আর তারা যেন ভাবে তাদের দিকে সবাইয়ের খেয়াল আছে। আমার এই ছোট্ট প্রয়াসকে সবাই সার্থক করার চেষ্টা করুন। বয়স্ক মানুষদের একটু আনন্দ দেওয়াই আমার মূল উদ্দেশ্য অন্য আর কিছু নয় 🙏💐🙏
@@journeywithchoton নিশ্চয়ই দেখাবো 🙏🙏
Thank you dada khub bhalo vedio dilen aponer deya vedio gulo sob samay gaber chesta kori abong gi
সায়ন্তন দাদাভাই ধন্যবাদ
দাদা,
ভারী ভালো লাগলো.... মা এর কি অপার মহিমা.... রোগ সারা বা র ব্যাপার টা জেনে ভালো লাগলো. প্রত্যেক টার মত আরো একটি অনবদ্য video
সংঘমিত্রা বোন অসংখ্য ধন্যবাদ ধৈর্য্য ধরে আমার ভিডিও দেখার জন্য 💐
@@journeywithchotonদাদা,
আমরা তো ধৈর্য নিয়ে অপেক্ষায় থাকি আপনার video র জন্য
Sundor uposthapona Dadai❤ khub sundor laglo dorshon kore 😊
তৃয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো 💐
A nice informative spiritual video
বাসুদেব দাদাভাই অসংখ্য ধন্যবাদ
34'5k+1 e Elam apnader kachhe 🎉🎉
Khub sundor hoyeche video 🎉❤ Joy Ma ❤
আমাদের এই ছোটো ইউটিউব ফ্যামিলিতে আপনাকে স্বাগত 💐💐💐
🙏💐🙏🌹🙏MAA DHANNANTARI.....KHUB VALO VIDEO TI
সুমিত্রা দিদিভাই অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
Very nice joyguru from sarisha diamond harbour w b.
শিলাদিত্য দাদাভাই অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমার অন্য ভিডিওগুলো দেখার অনুরোধ করলাম।🙏
খুব ভালো লাগলো শুভ কামনা রইল
ধন্যবাদ। আপনি আমার চ্যানেলের প্রথম কমেন্ট লিখলেন তাই অনুরোধ আমার অন্য ভিডিওগুলো দেখে জানাবেন কেমন লাগলো।
খুব ভালো লাগলো। ভালো থাকবেন❤❤❤
অসংখ্য ধন্যবাদ মুক্তি দাদাভাই
Khub bhalo laglo👍
রিনা দিদিভাই অসংখ্য ধন্যবাদ। উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত 🙏
খুব ভালো লাগলো
নমিতা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ
Khub sunder🎉🎉🎉🎉🎉
কুণাল দাদাভাই ধন্যবাদ 🙏
Darun Laglo//Ar Ki BoL Bo//Valo thank Ben//
শম্ভু দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
জয় মা🙏, জয় শনি মহারাজ 🙏
অনিমেষ দাদাভাই ধন্যবাদ
Dada purbo bardhaman a bagnaparar gopeswar mondir ar kanae bolae mondir ar akta vlog din onkdin thke request krci..
একটু দেখে শুনে যেতে হবে। কিছু মনে করবেন না দিদিভাই। এতো মন্দিরের রিকোয়েস্ট আসছে তাই একটু দেখেশুনে লিস্ট বানিয়ে একটা একটা করে যাচ্ছি। বয়েস হয়েছে বুঝতেই পারছেন। কিছু মনে করবেন না। অসংখ্য ধন্যবাদ। দেরি হয়ে গেলো উত্তর দিতে। আমি এখন আপনাদের জন্য গুয়াহাটিতে কামাখ্যা মায়ের দর্শনে এসেছি।🙏🙏🙏
Apurbo laglo
কৌস্তব দাদাভাই ধন্যবাদ
Bhalo laglo
ধন্যবাদ দিদিভাই
Darun Darun Sundar laglo.
দেবাশিস দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏
@@journeywithchoton অলকবাবু ছোটো ছোটো দর্শন গূলো আপনি সুন্দর দেখান এবং বলেন, আমাদের দারুন ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।
@@debasischatterjee9821 অসংখ্য ধন্যবাদ দাদা
Jay maa❤❤❤❤❤❤
Valo thakben ❤❤❤❤
অসংখ্য ধন্যবাদ🙏
Meany meany thanks dada.
শুভদীপ ভাই ধন্যবাদ। যদি পারমিশন দাও এবার থেকে যদি ছোটো হও তাহলে তুমি বলে সম্বোধন করবো।
Aymaakali❤❤❤❤🙏
জয় মা কালী 🙏
Great.
সমীর দাদাভাই ধন্যবাদ 🙏
খুবই ভালো লাগলো দাদা 😊
ধন্যবাদ দিদিভাই। আপনার নাসিক টুর কিরকম হলো?
@@journeywithchoton ভিডিও তো দিচ্ছি, দেখবেন সময় করে 😊
Very good
জগন্নাথ দাদাভাই অনেক ধন্যবাদ
দাদা দত্তপুকুর এ কাসারি পাড়া তে মা সিদ্ধেশ্বরী মন্দির এর একটি ভিডিও করুন খুব ভালো লাগবে
নিশ্চই যাবো। লিস্টে লিখে নিয়েছি।
Khub sundor
🕉🙏🙏🕉
ওঁ ক্রীং কালিকায় নমঃ
🌺🌺🌺🌺🌺🌺🌺
সৌমিত্র দাদাভাই আমার অন্য ভিডিওগুলি দেখার অনুরোধ রাখলাম 🙏🙏🙏
Excellent 🎉🎉😊😊
সিদ্ধান্থ দাদাভাই অসংখ্য ধন্যবাদ 🙏💐🙏
Khub bhalo laglo video ta. Prasad paour jonno contact number dile bhalo hoto & prasad mullo koto janaben.
এখানে দুপুরের প্রসাদ কুপনের মাধ্যমে হয় না। আপনি ভোগ নিবেদন করলে এই ভোগ প্রসাদ হয়ে আপনাকে দেবে। তার জন্য আগের দিন নিজে মন্দিরে গিয়ে কথা বলতে হবে।
@journeywithchoton Ok. Dhanyawad 👍.
Khub bhalo laglo dekhe tobe Sani thakur er chobi ba video na tolai bhalo.
অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আগামীদিনে মনে রাখবো 🙏🙏🙏
Maa Go Maa Daya Karo Sabar Mongal Karo 🙏🙏🙏🙏🙏
🙏💐🙏
ভালো লাগলো। একবার বারুইপুরে আসুন। অনেক মন্দির আছে। শিবানী পীঠ , বিশালক্ষীতলা
বুড়োশিবতলা সদাব্রতঘাট । একবার আসুন।
আসার চেষ্টা করবো।ধন্যবাদ।
video transition effects Ta Normal Holei Bhalo,Noito je kono bhalo jaigar Scene 1 second Miss hoye geleo khub kharap lage❤❤❤
ok 👍
What mobile smartphone do you use to shoot videos ??
I used camera. GO pro
🙏🌺🙏🌺🙏🌺
শিপ্রা দিদিভাই অনেক অনেক ধন্যবাদ
Nimpith Asram dethkte chi.
অবশ্যই দেখাবো। দোল হয়ে যাওয়ার পর যাওয়ার ইচ্ছে আছে 🎉
Kono contact number ache?karon ma ke jabo khub boyasko, asustha.r kichu janar ache vog khabar janna.
দাদাভাই আপনি ভিডিওটা ভালোভাবে দেখুন। আমি যখন মন্দিরের দৈব ঔষধের ব্যাপারে ইন্টারভিউ নিচ্ছিলাম তখন ফোন নম্বর স্ক্রীনে দিয়েছি। 🙏
ভাই ওখানে কি ভোগ পাওয়া।
না দিদিভাই কুপন কেটে এখানে প্রসাদ পাওয়া যায় না। আপনি নিজে চাইলে মাকে ভোগ নিবেদন করতে পারেন সেই ব্যাপারে আগে থেকে মন্দির কর্তৃপক্ষর সাথে কথা বলতে হবে।🙏
Kaku timings ta bolben
ভিডিওর 6.44 থেকে 6.55 মিনিটে মন্দির খোলা ও বন্ধের সময় দেওয়া আছে। দয়া করে এতো কষ্ট করে বানানো ভিডিও স্কিপ করে দেখো না।🙏
@@journeywithchoton Kaku ei bhul ta ar Hobe na
Video ta hazy dekhace kano
কই আমার মোবাইলে ঠিক আসছে।
আলোক বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকদিন বাদে মায়ের দর্শন পেলাম। আমার শৈশব এখানেই কেটেছে। আমি বহরু উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম এই স্কুলেরই ছাত্র ছিলেন স্বনামধন্য গায়ক স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায় ও সাহিত্যিক শক্তি চট্টোপাধ্যায় দাদা আপনাকে একটি অনুরোধ ওইখানেই নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রম আছে যদি কোনদিন সময় হয় তাহলে আপনার চোখ দিয়ে এই নিমপীঠ রামকৃষ্ণ মিশন আশ্রম কে দেখতে চাই। ভালো থাকবেন।
কৌস্তুভ ভাই এই মন্দিরের ভিডিও তুলে ঠিক মনঃপুত হয় নি। মায়ের অঙ্গরাগ এর জন্য মায়ের সাজসজ্জা সমেত ভিডিও করতে পারি নি। আমার দর্শকদের দেখাতে পারিনি বলে মন খুবই খারাপ হয়ে গিয়েছিল। জয় হোক তাও যতটা পেরেছি করেছি। আমি অবশ্যই NPRKM আপনাকে দর্শন করবো আমার ক্যামেরার মাধ্যমে।
Very nice information about Hemant mukharjee.
তথ্যটই শুনে ভালো লাগলো। জানতাম না,নিমপীঠ রাম কৃষ্ণমিশন
এখানেই জেনে সমৃদ্ধ হোলাম।তারপরে যে দুজন ভারত বন্দিত ব্যক্তির নাম স্মরণ করলেন, মনটা ভরে গেল। ভালো থাকবেন। ধন্যবাদ।
@@brahmanandamoni7329 আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই।
তবে একটা জিনিস ভুল বলেছেন। যেটা হলো মা এর মূর্তি ওটা পাশের পুকুর থেকে উঠেছে মা ধন্বন্তরী। মায়ের মন্দির এর সামনের পুকুর থেকে না। আপনাকে ওখানে যিনি তথ্য দিয়েছেন সেটা ভুল। আর যিনি মায়ের বাতের ঔষধ দেন উনি আমার বাবা। আমারা মন্দির এর সেবায়েত।
আমি চাই আমার দর্শকরা সঠিক তথ্য জানুক সে যার মাধ্যমেই হোক না কেনো 🙏🙏🙏
Apnar video gulo khub ekgheye
একদম ঠিক💐
দাদাভাই রবিবার কি মন্দিরে ওষুধ দেওয়া হয় ?
আমার মনে হয় যদি আপনি নিষ্ঠা ভাবে করতে চান তাহলে শনিবার অথবা মঙ্গলবার গিয়ে মাকে পূজো দিয়ে মায়ের ওষুধ নেবেন। দেখবেন মনের শান্তির একটা ব্যাপার আছে। এটা আমার একদম নিজের ধারণা। তবে মনে হয় রবিবার খোলা থাকে।
হ্যা, অনেক আগে আমিও একবার ওখানে গিয়েছিলাম। কিন্তু মনে হয় উপোষ থাকার জন্যে আমর শরির খুব খারাপ লাগছিল। তাই আমার স্রী ও ছেলে কোনো রকমে পূজা সেরেই আমাকে নিয়ে ফিরে আসে।
অভিজিৎ দাদাভাই আমি ক্যামেরাবন্দি করিনি কিন্তু অনেকের মুখেই শুনলাম তারা নিষ্ঠা সহকারে নিয়ম পালন করে এই মন্দিরের ওষুধ খেয়ে ফল পেয়েছেন। হয়তো বৈজ্ঞানিক মতে ওনারা নিয়মের মাধ্যমে যে যে জিনিষ খেতে মানা করেছেন অথবা ছোঁয়াছুঁই ব্যাপার বলেছেন তার কারণেও রোগ নিরাময় হতে পরে। তবে মানুষের বিশ্বাস একটা বিরাট ওষুধের কাজ দেয় যা মানুষকে অনেক রোগ সরিয়ে দিতে সাহার্য্য করে 🙏💐🙏
Apnar video gulo khub ekgheye
ঠিক বলেছেন 💐