আমি কষ্ট পেতে ভালোবাসি - Ayub Bachchu - Mp3 Music 24

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 ноя 2024

Комментарии •

  • @bamundikgps6483
    @bamundikgps6483 8 месяцев назад +73

    যুবক বয়স থেকে শুনছি। এখন বয়স ৫৪ বছরেও শুনছি। বৃদ্ধ বয়সেও পুরনো হবেনা এ গান।❤️❤️❤️

  • @emdadulhaq5026
    @emdadulhaq5026 2 года назад +1142

    ১৯৯৮/৯৯ সালে প্রথম গানটি আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাইকে শুনেছিলাম যখন অষ্টম শ্রেণীতে পড়ি আজ ২০২২ সাল। আমার বয়স আজ ৩৭ বছর জানিনা কত বছর বাচঁবো, হয়তো অনেক অনেক বছর পরে এই কমেন্ট যদি কোন ছোট ভাই বোনের নজরে পড়ে আমাকে স্মরণ করবে। সকলের জন্য অফুরান ভালবাসা 🥰

    • @SohelRana-lb2xe
      @SohelRana-lb2xe 2 года назад +9

      Amio 98 er deike suntan.....Amar 34 I running

    • @irfathasan1925
      @irfathasan1925 2 года назад +4

      Amio suneci akhon amar 16 running 😂

    • @lipannath4282
      @lipannath4282 2 года назад +2

      মিস করি সেই দিন

    • @robinmazumder1147
      @robinmazumder1147 2 года назад +3

      Ami o suntam amar age 37 😊

    • @AlaminKhan-tv9lz
      @AlaminKhan-tv9lz 2 года назад +5

      ২০২২ সালে এসেও গানটিতে মুগ্ধ আমি।

  • @sumaiyabashar5220
    @sumaiyabashar5220 Год назад +126

    ছোটবেলায় এই গানগুলোর কোন অর্থ বুঝতাম না।। কোথাও শুনলে ভাবতাম কি গান এগুলো।। কিন্তু এখন গানের প্রত্যেকটা শব্দ কলিজায় লাগে।। সত্যিই তুমি সেরা।।

    • @dipokadhikary
      @dipokadhikary Год назад

      ঠিক বলেছেন ভাই

    • @robelkhan598
      @robelkhan598 9 месяцев назад

      W,
      O , teqpln,l

    • @mahmudrabby4831
      @mahmudrabby4831 2 месяца назад

      ​@@dipokadhikaryljuollklellljjsjjoopplkssk
      A

    • @sumaiyahaque6241
      @sumaiyahaque6241 2 месяца назад +1

      Same❤

    • @achanokkando
      @achanokkando 7 дней назад

      1998 সালে ৩৫০ টাকায় একটি অডিও সিডি (বিলাসদ্রব্য) কিনেছিলাম। এখন পৌনে তিন কুড়ি বয়সেও শুনতে ভালোলাগে।

  • @sharminpinky8927
    @sharminpinky8927 2 года назад +156

    একটা সময় গিয়েছে এই গানের উপর দিয়েই। এখন আলহামদুলিল্লাহ আর কোন কস্ট হয়না। আল্লাহ আমার কান্না শুনেছেন।এমন কাউকে দিয়েছেন যাকে পেয়ে অন্য কাউকে কেন পাইনি এটা কোনদিনই মনে আসেনি আলহামদুলিল্লাহ।

  • @shafiqulislam6312
    @shafiqulislam6312 2 года назад +143

    ৯০ দশকের শিল্পিদের গানের মিউজিক শুনলেই এক অন্যরকম অনুভূতি। মনে যেন সেই প্রাইমারিতে চলে গেছি আর ঈদের সময় কোকাকোলা, স্প্রাইট, ফান্টার স্টলে সেইরকম বাজাইতো বড়ভাইয়েরা।😴😴

  • @ziauddinbablu3817
    @ziauddinbablu3817 3 года назад +107

    অনেক ভালোবাসি বাচ্চু ভাই, অনেক মিস করি।
    আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক

  • @Speak_With_Freedom
    @Speak_With_Freedom Год назад +55

    আমাদের যৌবন কালের গান এসব, ৮০'র দশক ও ৯০'র দশককে বলা হয় গানের রেনেশা যুগ। তখন এক ঝাক প্রতিভাবান শিল্পী বাংলাদেশের গানের জগতকে রাংগিয়ে দিয়ে গিয়েছে, সেই রঙ কোনদিন হারিয়ে যাবে না। যতই দিন, বছর যাচ্ছে, নতুন জেনারেশন আসছে, সেই নতুন জেনারেশন ও অবাক হয়ে এই গান গুলো শুনে আর বলে কি সুন্দর সুব্দর গান।

  • @masudrana2
    @masudrana2 3 года назад +86

    কি গান রে ভাই!! মাথা নষ্ট করা কম্বিনেশন!! এই গান পুরোন হবার নয়। 💕

  • @cuteeangel6605
    @cuteeangel6605 Год назад +51

    সালটা ছিলো ১৯৯৮,, তখন ক্লাস ফাইভ এ ছিলাম,, সারাদিন এই গান টা বিড়বিড় করে গেয়ে গেয়ে রাস্তায় রাস্তায় বেড়াতাম,, উফ্ সেই ফিলিংস ছিলো,,আজ সাল ২০২৩,, বয়স ৩৬+,, সেই ছোটো বেলার স্মৃতি মনে পড়ে গেলো..❤❤
    সেই দিন গুলো আর ফেরত পাবো না আর...

  • @sabina3620
    @sabina3620 2 года назад +31

    এই গানের সাথে কতো স্মৃতি জড়িয়ে আছে সেই প্রথম আমার জন্মদিন আমার কলেজের বন্ধুরা সবাই মিলে আয়োজন করে আমাকে চমকে দিলো,সাথে কিছু প্রিয় বই আর আইয়ুব বাচ্চুর এই ক্যাসেট টা। সেই থেকে গানটা খুব প্রিয়। আগে বাসায় নিজেরা মিলে জন্মদিন করতাম,1st কলেজে ভর্তি হওয়ার পর বন্ধুদের কাছ থেকে পাওয়া উপহার ভুলার মত না♥️♥️

  • @ArifulIslam-on3jn
    @ArifulIslam-on3jn 2 года назад +81

    "ভালোবাসা" হারিয়ে যায়না।হারিয়ে যায় ভালোবাসার মানুষ গুলো। প্রথম ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা কখনো ভুলে থাকা যায়না।কিন্তু যাকে বিয়ে করে বাসায় আনা হয় তার জন্য যেন কখনোই ভালোবাসার কমতি না হয়।হয়তো আপনি তার পৃথিবী। অতীত কে ভুলে গিয়ে তাকেই সর্বস্ব দিয়ে ভালো বাসুন।জীবন সুন্দর হয়ে যাবে।কারন মহান আল্লাহ যে তাকে বানিয়েছে আপনার জন্য আর আপনাকে বানিয়েছেন তার জন্য এবং আপনাদের মাঝে ভালোবাসাও দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক নিজেই। বেচে থাকুক পবিত্র ভালোবাসা❤️❤️❤️❤️

    • @rashidabdur6448
      @rashidabdur6448 2 года назад

      Sotte bolasan vy

    • @sultanajahan6520
      @sultanajahan6520 2 года назад +3

      আপনার মতামত বা অভিঙ্ঘতাগুলো অবিবাহিতদের জন্য খুব দরকার। এভাবে লিখতে থাকুন কাজে লাগবে। ধন্যবাদ।😂

    • @MdSahin-sq4mo
      @MdSahin-sq4mo Год назад

      Moner vetorer onuvhuti

    • @KoliIslam-io3eu
      @KoliIslam-io3eu Год назад

      সত্যিই তাই

    • @sikhaaktar3543
      @sikhaaktar3543 6 месяцев назад +1

      মনে কষ্ট থাক বা না থাক গানের কথা গুলি রিদয়ের গভীরে লাগে

  • @AimingPolice
    @AimingPolice 2 года назад +69

    একটি রেডিও,মেঠো পথ হেটে যাচ্ছি আর গানটি শুনছি। কোথায় গেলো সেই সোনালী দিন!খুবই খুবই মিস করি সেই দিন গুলো!😓🥀

  • @mhparvej23
    @mhparvej23 2 года назад +42

    ভালোবাসা কি অদ্ভুত
    তাই না?
    যাকে কোনোদিন চিনতাম না,
    জানতাম না ...
    আজ তার জন্যই
    কষ্ট হয়!

  • @mirzaasrafuzzaman2593
    @mirzaasrafuzzaman2593 2 года назад +56

    গানগুলো হৃদয় ছুয়ে যায়।শৈশব মনে পড়ে।৩৫ টাকা জোগার করে ক্যাসেট কিনতাম।
    কোথায় গেল সেই সোনালি শৈশব।

    • @sultanajahan6520
      @sultanajahan6520 2 года назад +1

      আমার ও মাঝে মাঝে ইচ্ছে করে শৈশবে ফিরে যেতে।যে দিন চলে যায় তা আর কখনও ফিরে আসে না। এটা ই মানুষের জীবন। ভাল থাকুন সুস্থ থাকুন একামনা করি।🌟🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨✨✨

  • @smartoec
    @smartoec 7 месяцев назад +4

    সেই ছোট্ট বেলায় শুনতাম, এখন আমার ছেলের বয়স ৯ বছর। আশা করছি ওরা বড় হয়েও শুনবে, চির সুবজ সঙ্গীত

  • @muidurrahman7903
    @muidurrahman7903 2 года назад +56

    সালটি ১৯৯৫ রিলিজ হওয়া কষ্ট এ্যালবামটি খুব সকালে সেই সময়ের নাম করা দোকান থেকে কিনে এনে তুলে দিয়েছিলাম তোমার হাতে, সেদিন হয়তো জানতাম না বুকভরা অতি কষ্ট নিয়ে আমাকেও কাটাতে হবে অনন্তকাল। তুমি হয়তো ভুলে গেছো সেদিনের সেই কথা, আমার আজো স্মৃতির পাতাজুরে রয়েছে দিনটি। সুখে থেকো বন্ধু..........

  • @Dr-Mohammad-Yunus-fans
    @Dr-Mohammad-Yunus-fans 2 года назад +23

    2030 সালের জন্য কমেন্টে রেখে গেলাম। হয়তো সে দিন আমি বেচে থাকবো না। তখন কার স্কুল কলেজ ছাত্র ভাইয়েরা এই গান শুবে ঠিক তখনি আমাদের আবেগ বুঝতে পাড়বে। হয়তো এমন শিল্প সংস্কৃতি জগতে আর আসবে না।

  • @mdshobuj8296
    @mdshobuj8296 2 года назад +29

    বাচ্চু স্যার সব সময় বেচে থাকবে সবার রিদয়ে, 😍😍😍😍😍😍😍

  • @muktarunnesa7375
    @muktarunnesa7375 3 года назад +141

    পৃথিবীতে বিনিময় ছাড়া কিছু ই পাওয়া যায় না, কষ্ট টাও পাওয়া যায় ভালবাসার বিনিময়ে, যাকে যত বেশী ভালবাস তার কাছ থেকে বিনিময়ে তত কষ্ট পাবে ---তা সে যেই হোক না কেন?????

    • @taiefalamb2429
      @taiefalamb2429 3 года назад +2

      Love ur idea

    • @nayeemkader9939
      @nayeemkader9939 2 года назад +2

      চমৎকার বিশ্লেষণ!

    • @AkramHossain-iu6yc
      @AkramHossain-iu6yc 2 года назад

      @@taiefalamb2429 a

    • @chaynapoint2244
      @chaynapoint2244 2 года назад +1

      কথাটা একদম সত্যি 😥😥

    • @SAFID-7
      @SAFID-7 2 года назад

      আমি প্রতি দিন রাতে, আইয়ুব বাচ্চু ভাইয়ের, গান শুনে ঘুমাই, সারাক্ষণ
      শুনলেও মনটা ভরবেনা, স্যালুট ভাই,

  • @Tislam7607
    @Tislam7607 2 года назад +105

    সেই ১৯৯৫ সাল থেকে আজ ২০২২ সাল পর্যন্ত কত হাজার বার এই গানটা শুনেছি! ৯০ দশকের অসাধারণ সব ব্যান্ডের গানগুলো এখনো শুনি আর হারিয়ে যাই শৈশবের সেই দিনগুলোতে।

  • @sabitrimukherjee3566
    @sabitrimukherjee3566 3 года назад +91

    এই গান তো কখনোই পুরনো হবে না। এবি যে হৃদয়ের সবটুকু দিয়ে গেয়েছেন।

  • @sharifulshopon6861
    @sharifulshopon6861 5 дней назад +1

    গান হারাম তবু্ও এমন গান গুলো ছোট বেলা শুনে ভালোবাসার অনুভূতি পেয়েছি , এখনো তাকেই মনে পরে, , আমার হারিয়ে যাওয়া ,,বেলা,, আজ প্রায় ১০ বছর সে চলে গেছে , তবু্ও তার কথায় মনে পরে, , এখন রাত 3.20 ,,🥺🥺🥺

  • @shourovahmedsrabon2940
    @shourovahmedsrabon2940 Год назад +5

    অনেক অনেক ধন্যবাদ ইউটিউবারদের এবং ইউটিউব কোম্পানিকে যে এই গানগুলো আবারও শোনার সৌভাগ্য করে দিল

  • @জীবনসুন্দর
    @জীবনসুন্দর 8 месяцев назад +83

    ২০২৪ সালে কে কে শুনছেন?

  • @pinkubikashdas3052
    @pinkubikashdas3052 Год назад +25

    সেই ছোট বেলা থেকেই গানটি প্রিয়। আজ 2023 এ সমান ভাল লাগে।

  • @sabrinaalam3442
    @sabrinaalam3442 Год назад +24

    যেই গানের অর্থ থাকে সেই গানগুলো শুনতেও খুব ভালো লাগে 🥰
    এই জেনারেশনের হয়েও গানগুলো খুব ভালো লাগে 🥰
    আমার বয়সের মানুষ অন্য সকল ভাষার গান নিয়ে মেতে থাকে আর আমি সেই আগের গানগুলো নিয়ে ☺️☺️
    এই গানগুলো কখনোই কারো কাছে পুরনো হবে না 🥰🥰

    • @kazishourov7814
      @kazishourov7814 Год назад

      You have great sense sis. Amra ey gan gulor shathey boro hoyesi.Ekhono shuni.

    • @hrxrumel9070
      @hrxrumel9070 Год назад

      khub valo laglo tomar kotha shune❤
      Amio Old song Lover😍😍😍

    • @NazmulHaque-rf8lm
      @NazmulHaque-rf8lm 5 месяцев назад

      Thanks your comment

  • @rahimsd2830
    @rahimsd2830 2 года назад +30

    ২০ বছর পরেও মানুষ শুনবে তখনও নতুন মনে হবে, আমি এখন সিংগাপুর থেকে শুনতেছি

  • @bappymia1302
    @bappymia1302 Год назад +5

    আমাদের শৈশবের বিনোদনের স্মৃতি এবি স্যারের এরকম সৃষ্টিগুলো। পরপারে ভালো থাকবেন লিজেন্ড ❤️🇧🇩

  • @shiblenoman9411
    @shiblenoman9411 Год назад +1

    প্রথম শুনেছিলাম মায়ের মুখে মা গুন গুন করে গাইছিলো,এসব অনেক অ্যালবামের ফিতাও ছিলো আমাদের বাড়িতে তখন ছিলো ২০০৭ এখন ২৩ আহা সময়।আজ থেকে ৫০ বছর পর কেউ শুনলে বুঝবে এসব গানের মাহাত্ম্য কতটুকু ছিলো আমাদের কাছে।
    ওপারে ভালো থাকবেন(AB)

  • @ঝিলমিলবাংলা

    স্যার, আপনি মানেই অসাধারণ 😢
    আমি কষ্ট পেতে ভালবাসি তাই তোমার কাছে ছুটে আসি ❤

  • @mahmudparves
    @mahmudparves 3 года назад +28

    আমি কষ্ট পেতে ভালোবাসি 🙂
    তাই তোমার কাছে ছুটে আসি....❣️
    This line ❤️

  • @rajuahmed-nd2tn
    @rajuahmed-nd2tn Год назад +12

    সেই ৯০ দশকে ফিরে গেলাম হাই স্কুল লাইফের স্মৃতি 😭😭😭

  • @mdashraf4557
    @mdashraf4557 2 года назад +8

    বছর মাস যুগ, সব শেষ আমাদের লিজেন্ডও চলে গেল। ৯০ দশকের অসাধারণ সব ব্যান্ডের গানগুলো এখনো শুনি আর হারিয়ে যাই শৈশবের সেই দিনগুলোতে।

  • @Fahimkhanwtc5980
    @Fahimkhanwtc5980 Год назад +7

    লিজেন্ড আজীবন আমাদের মাঝে বেচে থাকবে ❤️AB❤️

  • @mdsaifusaifu7009
    @mdsaifusaifu7009 Год назад +4

    ১৯৯৫ সাল ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু একক অ্যালবাম কষ্ট, এই অ্যালবাম এর গান কষ্ট পেতে ভালোবাসি গানটি গ্রাম, শহর তথা পুরো বাংলাদেশের মানুষ শুনেছে।

  • @mdshakil3975
    @mdshakil3975 3 года назад +42

    পৃথিবীতে একটা জিনিস ই কোন কিছুর বিনিময় ছাড়াই পাওয়া যায় আর তা হলো কষ্ট

    • @muklesurrahman8920
      @muklesurrahman8920 3 года назад +1

      রর

    • @jahan3995
      @jahan3995 3 года назад +2

      ভুল বললেন মিস্টার বিনিময় অবশ্য দিতে হয় আর তা হলো বিশ্বাস এবং মন থেকে ভালোবাসা দিলেই তো অবশেষে পাওয়া যায় এই কষ্ট

    • @mdshakil3975
      @mdshakil3975 3 года назад +2

      @@jahan3995 হ্যাঁ ঠিকই বলেছেন তবে, শুধু ভালোবাসা ছাড়া ও অনেক জায়গায় খুব সহজেই এই জিনিসটা পাওয়া যায়

    • @rehanhossain4938
      @rehanhossain4938 3 года назад +1

      Right Bhai. This is true.

  • @SusmitaRoy-o4g
    @SusmitaRoy-o4g 23 дня назад

    ছোটবেলা থেকেই এইসব গান শুনে শুনে বড় হওয়া এখন আমি পুরোতরে গৃহীনি কিন্তু তবু্ও ভীষণ ভালো লাগে জানি না কতদিন বাঁচব, কিন্তু বার বার শুনব।

  • @ulfatjahanlimon-mi6vv
    @ulfatjahanlimon-mi6vv Год назад +5

    এই গানগুলো শুনলে সেই দিনগুলোর কথা মনে পরে। ছুটে চলে যেতে ইচ্ছে করে সেই বয়সে।

  • @md.rubelahmed9880
    @md.rubelahmed9880 3 года назад +32

    আমি কষ্ট পেতে ভালোবাসি 🥰
    তাই তোমার কাছে ছুটে আসি❤️

  • @SRFunBox
    @SRFunBox 3 года назад +141

    বস লাভ ইউ। কে এই বছর গান টা শুনছো???

  • @salamenglishtechnique8824
    @salamenglishtechnique8824 Год назад +8

    1997/98 সালে ঢাকায় টিএসসিতে এক কনসার্ট এ এই গানটি আমাকে দারুণ ভাবে আকর্ষিত করেছিল।

  • @mdminhazuddin2811
    @mdminhazuddin2811 2 года назад +8

    হৃদয় ছিঁড়ে যাওয়ার মতো একটি ♬ গান ♬! 💜

  • @achanokkando
    @achanokkando 7 дней назад

    1998 সালে ৩৫০ টাকায় একটি অডিও সিডি (বিলাসদ্রব্য) কিনেছিলাম। এখন পৌনে তিন কুড়ি বয়সেও শুনতে ভালোলাগে।

  • @OsmanSaid-m2g
    @OsmanSaid-m2g 2 месяца назад +15

    2024 সালের শেষের দিকে এসে কে কে এই গানটি শুনছেন

    • @TasZ06
      @TasZ06 Месяц назад +1

      02 October'24

  • @mazbahrubel1128
    @mazbahrubel1128 Год назад +6

    পুরনো দিনের কথা মনে পড়ে যায়। ❤

  • @MizanurRahmanLiton-h1k
    @MizanurRahmanLiton-h1k 8 месяцев назад +2

    আমর জীবনের সেরা গানের মধ্যে অন্যতম গান

  • @kashemgazei202
    @kashemgazei202 2 года назад +8

    বুকের এক পাশে রেখেছি জলা রুপ মরুভূমি ইচ্ছে হলে যখন তখন অশ্রুফোঁটা দাও তুমি তুমি চাইলে আমি দেবো অথৈ সাগর পাড়ি আমি কষ্ট পেতে ভালবাসি তাই তোমার কাছে ছুটে আসি অসাধারণ গানটা

  • @Fatema_art13
    @Fatema_art13 Год назад

    আমি ছোট বেলা থেকে এল আর বি ভাইর গান শুনি। আজ ও শুনলাম সবসময়ই শুনবো। যতদিন বেচে থাকবো। এই গান গুলো তাকে ঘেরা যে আজ আমার জিবনে আছে । আমি একদিন বড্ড অভিমান নিয়ে অনেক দূরে চলে যাবো। না ফেরার পথে। তখন তোমার চোখে এই গানটা পরে শুনে নিও। এটাই আমার মনের ভাবনা ছিল। কোন সারথ নয়।

  • @mdtarekjamal5997
    @mdtarekjamal5997 Год назад +5

    তুমি কি শুধু আমাদের কাঁদিয়েই রেখে গেলে, তোমার কষ্টগুলো তো আজ আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে••😭

  • @zahidulalam7114
    @zahidulalam7114 4 месяца назад

    আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় ১ম বর্ষেপড়ালেখা করি তখনই এই ক্যাসেট রিলিজ হয়। এখনো এই গানের মধ্যে সেই সোনালি সময় অনুভব করি।

  • @ishaniwickramarathna2580
    @ishaniwickramarathna2580 Год назад +6

    Nice song .. different language don't understand anything but I like it

  • @bedsheetssolutions4453
    @bedsheetssolutions4453 2 года назад +1

    কি গান রে ভাই!! মাথা নষ্ট করা কম্বিনেশন!! এই গান পুরোন হবার নয়। 💖💖💖💖💖💖💖💖💖💖

  • @mhparvej23
    @mhparvej23 2 года назад +8

    ভুল করে কাউকে ভালবেসে ফেলা যায়,
    তবে ভুল করে কখনো কাঊকে
    ভুলে যাওয়া যায় না .
    এটাই চির সত্য ।

  • @ekramulhaque1754
    @ekramulhaque1754 8 месяцев назад

    93 Theke aj o sunsi.

  • @parthasarathi6822
    @parthasarathi6822 Год назад +5

    যখন আমার কষ্টগুলো প্রজাপতির মতো উড়ে
    বিষাদের সবকটা ফুল চুপচাপ ঝড়ে পড়ে
    আমার আকাশ জুড়ে মেঘ ভরে গেছে ভুলে
    ........🎸

  • @mdainul-mf4do
    @mdainul-mf4do 6 месяцев назад

    ১৯৯৯ সালে আমাদের কালীগঞ্জে শ্রমিক কলেজে মাঠে ওনি এই সব গান শুনেছি ধন্যবাদ আপনাকে এতো সুন্দর গানটি উপহার দেবার জন্য, এবং মহান আল্লাহ পাক আপনাকে জান্নাত বাসী করেন আমিন ❤❤

  • @emtiazmohammad
    @emtiazmohammad Год назад +8

    তাকে হারিয়ে ফেলেছি,তাই হয়তো তাকে এখনো এতো ভালবাসি, পেয়ে গেলে হয়তো এতো ভালবাসা থাকতো না। তোমাকে পেয়ে গেলে হয়তো এই গানটায় আসক্ত হতাম না প্রিয়। স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে মানুষ যখন এই গানটি শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি তোমায় ভেবে আবারও শুনে নেব প্রিয় 💖💖💖।

  • @mdshahidulislam9569
    @mdshahidulislam9569 Год назад +1

    প্রাইমারি স্কুলে থাকা অবস্থায় এই গান প্রথম শুনেছি, জানি না ক্যানো তখন থেকেই এই গান এত ভালো লাগতো, এখন ২০২৩ হয়ত এই গান আর কখনই পুরোনো হবে না, ভালো লাগা আগের মতই 💝💝💝
    লাভ ইউ এ বি এত ভালো ভালো গান উপহার দেওয়ার জন্য 🙏🙏🙏

  • @mdjuwelrana2193
    @mdjuwelrana2193 3 года назад +10

    প্রায় ২ বছর পর গানটা চোখের সামনে মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল, না শুনে থাকতে পারলাম না😓💜

  • @KokhonSikder-x7o
    @KokhonSikder-x7o Месяц назад

    জীবনের যৌবনে পা রেখেই এই গান গুলো ব্রন্ড পাগল বানিয়ে ছিলো, আজ ৪৩তে এসে ও আগের মতই ভালো লাগাটা থেকেই গেল,ওপরে ভালো থেক বস।

  • @mdrofikislem8893
    @mdrofikislem8893 2 года назад +25

    আল্লাহ যেনও আপনি কে বেহেশত নছিব করেন, আমিন

  • @showkatrana2806
    @showkatrana2806 6 месяцев назад +3

    আমার জীবনের প্রথম প্রেমর স্মৃতি জড়িত এই গান টা নিয়ে।১৯৯৬ সালে

  • @arunpodder381
    @arunpodder381 Год назад +2

    '৯৫ সালে "কষ্ট" এলবাম থেকে প্রথম এই গান যখন শুনলাম সেই থেকে আজ অব্দি মাঝে মধ্যে শুনি কিন্তু পুরাতন কখনো হয়নি। মনে পড়ে আইয়ুব বাচ্চুর কথা। আজও যদি বেঁচে থাকতো আরো নতুন নতুন কত গান বাহির হতো। সব শেষে তোমার প্রতি শ্রদ্ধা রইল।

  • @kazidraghouse9363
    @kazidraghouse9363 3 года назад +15

    আমি কস্ট পেতে ভালোবাসি।
    তাই তোমার কাছে ছুটে আসি।
    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @md.niloyakash344
    @md.niloyakash344 Год назад

    অনেক সুন্দর গান। মাঝে মাঝে গানটি আমার জীবন এর মতো লাগে।।কিছু ভালো লাগে না একবার শুনলে শুনতে মন চায় বার বার শুখে থেকো পরপারে বাচ্চু ভাই।।।

  • @sujonkhan7418
    @sujonkhan7418 2 года назад +7

    এই গান চিরকাল অমর হয়ে থাকবে
    আমাদের অন্তরে ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @teachnewrj8778
    @teachnewrj8778 9 месяцев назад

    অনেক শুনেছি এই গান তখন আমি কিশোর। এখন আমার বয়স ৩৪ বছর। যুগ যুগ দরে রবে এই গান

  • @arannoraj
    @arannoraj 3 года назад +10

    ami Kosto Pete valobashi Tai tomar kache chute asi............Love you Boss
    Miss you Always RIP

    • @bdmusic365
      @bdmusic365  2 года назад +1

      @@freerythm1987 আপনার কমেন্টটি সন্তুষ্ট জনক নয়, এ ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন। ধন্যবাদ

  • @shammitalukdar2105
    @shammitalukdar2105 Год назад +2

    একজন গাইত আমার জন্য। বয়স অল্প থাকায় বুঝি নি তার ভালবাসার গভীরতা। ৯০ দশকের গান শুনলে আমার তার কথা মনে পরে। সে ভাল আছে সংসার জীবনে। আর আমিও আলহামদুলিল্লাহ আমার সংসার নিয়ে।

  • @mohammodbabu1777
    @mohammodbabu1777 3 года назад +25

    গুরু তোমাকে এখনো মিস করি😢😥

  • @mdashraf4557
    @mdashraf4557 5 месяцев назад

    আবার যদি ৯০ দশকে ফিরে যেতে পারতামআহা কি মধুর গান...মনে হয় শৈশবে ফিরে যাই।কী অসাধারণ ছিলো আমাদের সে নব্বই-র দশক

  • @mdpiash9748
    @mdpiash9748 3 года назад +12

    এ গানটাও আমার খুব ভাল লাগে

  • @lailybegum7546
    @lailybegum7546 Год назад +2

    💕💞💞💓💓💗💗💗💖💖💝💝💝অমর হয়ে থাকবে এই গান 🙂

  • @jahangiralom9604
    @jahangiralom9604 Год назад +1

    বর্তমানে সময়ে যদি এই গান রিলিজ হতো তাহলে মিলিয়ন মিলিয়ন ভিউয়ের রেকর্ড ভেঙে ফেলতো ,অডিও ক‍্যাসেটের যুগে যে জনপ্রিয় ছিল এখনো আছে, আর এখনো মানুষ এই গান গুলো শুনে ।

  • @mohammedmonsur3390
    @mohammedmonsur3390 2 года назад +3

    95 আমার বয়স ছিলো 14 তখন বেন্ডের গান গুলো ছিলো মানুষের মুখে মুখে আমি ছিলাম চাটাগাং হালিশহর বড়পোল এখন 2022 আমি আছি Dubai তে এখন এই গান গুলি শুনলে আগের দিনে ফিরে যেতে মন চায় যেখানে ছিলো আমার বন্ধুরা মনির সোহাগ মজিদ রশিদ নাছির ফারুক যানিনা আজ তারা কোথায় আছে কেমন আছে যেখানেই তাকে যেন ভালো থাকে আমি সবাইকে অনেক মিছ করি

  • @hridoy6937
    @hridoy6937 3 года назад +7

    ভালোবাসি AB...🥰🥰
    ভালোবেসে যাবো...

  • @JinnatAra-e5q
    @JinnatAra-e5q Месяц назад +1

    আমার জীবনে সাথী কষ্ট ,,,, অনেক ধন্যবাদ অনেক ভালো বাসি কষ্ট পেতে ভীষণ ভালো বাসি কষ্ট পেতে ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹

  • @rahmanmoti
    @rahmanmoti Год назад +3

    ট্রেনে বসে হেডফোন কানে দিয়ে শুনছি প্রিয় এ গান। ট্রেনের জানালা দিয়ে আসা বাতাস মিউজিকের কাজ করছে যেন। অন্যরকম অনুভূতি।

  • @rashedchy534
    @rashedchy534 Год назад

    Ahaa ..Amar Boss ..shei 1995 theke ekhon o aj o Kono na Kono bethai Gaan ta shune Jai..😔😔😔
    Opare Valo thakun Amar Amader shobar Valobashar Manush ta ❤❤❤( Legends Never die )

  • @mdmotluburrahman9285
    @mdmotluburrahman9285 Год назад +4

    কিছু মানুষের জন্ম হয় বুঝি, কিছু মানুষকে কষ্ট দেয়ার জন্য!!
    কিছু মানুষের জন্ম হয় , শুধু কষ্ট পাওয়ার জন্যই!!

  • @QuickKick_QuickHit
    @QuickKick_QuickHit 5 месяцев назад

    হায়রে কলেজ জীবনে কতইনা শুনেছি, যাদের ঘরে অল্প বয়সের ছেলে ছিলো সে ঘরে এই গান গুলো প্রতিনিয়তই বাজতো, পয়সার জন্য কেসেট কিনতে পারতাম না, বন্ধুদের থেকে কেসেট ধার নিতাম, কয়দিন রেখে দিয়ে আসতাম, আবার অন্যগুলো আনতাম । কতই না ছিলো আনন্দ, সেদিন গুলো কইতনা মধুর ছিলো । আর সেই বন্ধুদের সাথে বৎসরে একবারও দেখা হয়না । বড়ই আফসোস । সেই দিন আর আসবেনা ।

  • @dewanmdmaniruzzaman136
    @dewanmdmaniruzzaman136 3 года назад +22

    95's sei matal kora foy's Lake raat er songi, thanks AB to giving some awesome moments

    • @ohidurrahman3722
      @ohidurrahman3722 2 года назад

      One of my favourite song. Ami ageo shunechi akhon o shuni. Ashole aisob gan ar kono generation pabe na. 90 doshoker jara tara ja paiche ta r kono juge ashbe bole mone hoy na!

  • @bachukhan1073
    @bachukhan1073 Год назад +2

    এটা কোন গান নয়, এটা এক কষ্টের কান্না, না পাওয়ার হাহাকার। উপারে ভালো থাকবেন গুরু।

  • @mdshahparan8352
    @mdshahparan8352 2 года назад +3

    কমেন্ট রেখে গেলাম,, যেনো আমার ছেলে মেয়ে দেখে ভাবে আমার বাবা বুঝি এমন গান শুন তো 💔❤️❤️

  • @shifat-arabbi4587
    @shifat-arabbi4587 Месяц назад

    সে হয়তো কখনো জানবেই না এখনো তাকে কতটা ভালোবাসি। হয়তো কখনো বলাও হবে না কোনদিন কিন্তু যন্ত্রণা বয়ে বেড়াতে হবে সারাজীবন। তবুও ভালো থাক সে 😢

  • @momitomomito2104
    @momitomomito2104 3 года назад +13

    অনেক অনেক সুন্দর গান ।

  • @bishawjitdas9881
    @bishawjitdas9881 8 месяцев назад

    ভাগ্যবান আমরা ৯০ দশকের প্রজন্ম এরকম রুচিশীল গান পাওয়ার জন্য। ভবিষ্যৎ প্রজন্মেরও শিখার আছে

  • @abdulalmamun6777
    @abdulalmamun6777 3 года назад +8

    খুব ছোট ছিলাম কিন্তু সবার মুখে মুখে এই গানটা শুনতাম

  • @Zannatullipi
    @Zannatullipi 3 месяца назад

    ছোটবেলা গানগুলো শুনতাম কিন্তু কিছু বুঝতাম না এখন গানগুলো শুনে আর কলিজায় গিয়ে বাড়ি খায় আসলেই গানের জগতে তুমি সেরা।

  • @shahparan775
    @shahparan775 3 года назад +14

    গূরু ওপারে ভালো থাকবেন

    • @sabujalam1205
      @sabujalam1205 3 года назад

      গুরুকে এক পুইরা গাজা পাঠিয়ে দে

  • @babulsarder8052
    @babulsarder8052 2 года назад +1

    নব্বই দশকে এই সব সেরা গান শুনে বড় হয়েছি। সত্যিই অসাধারণ! অসাধারণ বস আইয়ুব বাচ্চু!!❤️❤️❤️

  • @unpredictableabir7159
    @unpredictableabir7159 2 года назад +45

    তোমাকে পেয়ে গেলে এতো সুন্দর গান টা শোনা হইতো না প্রিয় আমার স্মৃতি রেখে গেলাম ৷ মানুষ যখন এই কমেন্টা পড়ে একটা লাইক দিবে তখন আমার নোটিফিকেশন আবার মনে করে দিবে তোমার কথা।আবার ও এই গান টা শুনে তোমায় মনে করবো প্রিয় ব্যাস্ত জীবন এ আবার মনে পড়বে আমি তোমায় ভালোবেসে ছিলাম।

  • @JumaJuma-eu8ol
    @JumaJuma-eu8ol 2 месяца назад +1

    কারো হাত শেষ পর্যন্ত ধরে না রাখতে পারলে ভালবেসো না,প্রিয়জন হারানোর ব্যথা সবাই সহ্য করতে পারে না 😓💔

  • @sabirh5046
    @sabirh5046 2 года назад +5

    ৯০ দশকে ফিরে গেছিলাম
    আয়ুব বাচ্চুর গলা শুনে

  • @atiksekh4855
    @atiksekh4855 2 года назад +2

    Nice song Lrb.সারা জীবন শুরু তুমি রবে সবার মাজে।আললা আপনাকে জাননাত দান করোন।আশা করি লাইক দিবেন।

  • @monirhossain4011
    @monirhossain4011 3 года назад +3

    amr boys kokhon 8 cilo tokhon thyky sonci .majy koyk ta bojhor miss cilo aj pryi 20,21 ,bojhor por sunci .,,,,, Love you guru

  • @JubairHossen-go7hd
    @JubairHossen-go7hd Месяц назад

    আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি....কথাটা আমার বাস্তব জীবনের সাথে মিলে যায় প্রতিনিয়ত😓💔

  • @srahammedvlogs3899
    @srahammedvlogs3899 2 года назад +3

    আমার যখন মন খারাপ হয় বসের গান শুনি...মনটা অটুমেটিক ভালো হয়ে যায়..

  • @মীরসরাইইকনোমিকজোন

    সালটা ১৯৯৮ আমি তখন ডিগ্রি প্রথম বর্ষে,তার থেকে এলবাম টা উপহার পেয়েছিলাম,আজ সে আমার নেই,কিন্তু গান গুলো আপন হয়ে রয়ে গেছে।

  • @rashedislam8222
    @rashedislam8222 3 года назад +5

    Love you RB
    Miss all time
    Kosto katbe kobe jni na