পাঁশকুড়ার কংসাবতী নদী সংলগ্ন পাঁশকুড়া জয়শ্রীকৃষ্ণপুর এলাকায় স্লুইশপুল ভেঙে বিপত্তি I

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024
  • গতকাল রাতে পাঁশকুড়ার কংসাবতী নদী সংলগ্ন পাঁশকুড়া জয়শ্রীকৃষ্ণপুর এলাকায় স্লুইশপুল ভেঙে বিপত্তি, মেদিনীপুর ক্যানেলে জল ডুকে বিভিন্ন এলাকায় প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যেই লোহার চাদরের ভগ্নাংশ জায়গা মেরামতের কাজ শুরু করেছে প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক সৌভিক চট্টোপাধ্যায়,পাঁশকুড়ার বিডিও সহ পুলিশ আধিকারিকরা এলাকার মানুষদের নিরাপত্তা স্থানে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে। গোবিন্দ নগর অঞ্চল, হাউর অঞ্চল সহ বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। সরকারি তরফ থেকে ত্রাণ শিবির খোলা হয়। গ্রামের ভিতরে প্রচুর পরিমাণে জল ডুকতে শুরু করে, স্থানীয় মানুষদের আশঙ্কা বেলা বাড়ার সাথে সাথে বেশ কয়েকটি গ্রাম আরো প্লাবিত হতে পারে। ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের অভিযোগ যে স্থানীয় মানুষজন গতকাল রাত থেকে সরকারি কোনো সাহায্য পাচ্ছে না । খাল ঝাঁপিয়ে গ্রামে জল ডুকছে মাটির বস্তা দিয়ে জল আটকানোর কোন পরিকল্পনা নেই। রাতের অন্ধকারে বাচ্চাদের নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় আশ্রয় নিতে হচ্ছে এলাকার মানুষজনদের। আজ প্রশাসনের আধিকারিকরা পরিদর্শনে গেলে তাঁদের ঘিরে একরাশ ক্ষোভ উগরে দেয় এলাকাবাসীরা।

Комментарии • 2