বেলুড়ে ভাইস প্রেসিডেন্ট মহারাজ কে হলেন? |Who is the Vice President Maharaj of Belur Math?

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2021
  • Who is the vice president maharaj of belur ramakrishna math ?...........
    এই ভাইস প্রেসিডেন্ট হবার খবরটি ফেসবুকের ভাইরাল হবার থেকে নেওয়া।যারা করেছেন তারা কি কোনো ভুল করেছেন? তারা কোনও ভুল করেননি,ওনারা জানতে পেরেছেন বলেই পোস্টটি করেছেন।তিনিই প্রবীণ সন্ন্যাসী অছি পরিষদে, এবং তিনিই হবেন ভাইস প্রেসিডেন্ট।ভালো বেশে ধর্মীয় ও মিশনের ভিডিও গুলো করি ,কিছু পাবার জন্য নয়।এই মহামারিতে অনেক পরিশ্রম করে বিভিন্ন সংবাদ ও spiritual ভিডিও গুলো জীবনের ঝুঁকি নিয়ে আনতে হয়।আপনাদের অনুরোধেও অনেক ভিডিও করেছি। তবে সময়ই বলবে ভালো মন্দ।ভাল কাজ করার পরেও যারা কটু কথা বলছেন,বলুন তাতে কিছু মনে করিনি, তবে মনে কিছুটা হলেও কষ্ট লাগে,তবে এমন সময় আসবে তখন কিছু মানুষ উত্তর দিতে পারবেননা। যাই হোক ভাল থাকবেন।।জয় রামকৃষ্ণ।।
    Plz. Watch the very enjoy news belur math ,kindly Subscribe to bell icon press get a more new vdo notification .
    Please don't copyright the spiritual news .
    Background music RUclips free audio library and Own Voice .
    Plz .Any good comment and good opinion to suggestion box .
    Please , Don't Forget ............. Subscribe√..........
    .........Like√.........Share√...........& Comment√........
    নীচে বিভিন্ন ভিডিও র লিংক দেওয়া হল ;-
    -------------------------------------------------------
    • | KAMARPUKUR, Thakur S... শ্রী রামকৃষ্ণ ঠাকুরের জন্ম স্থান কামারপুকুরের ভিডিও।
    • || Kalpataru Utsab Cos... ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
    • || সারদামনি ( শ্রীমা) ... মা সারদামনির জন্ম স্থান জয়রামবাটীর ভিডিওটি দেখুন ও পূন্যলাভ করুন।
    • || Sarada Ma End Of L... সারদা মা বাগবাজারের এই বাড়িতে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। দেখুন সেই বাড়ির ভিতরের কিছু অংশ।
    • || Saradamani BAGBAZAR... বাগবাজার এই গঙ্গার ঘাটে মা শেষ দিন পর্যন্ত স্নান করেছেন, দেখুন এই ভিডিও।
    • || Belur | Saradapith ... বেলুর সারদা পীঠের জগগ্ধাএী পুজোর ভিডিও।
    • || কেস্ট দা থেকে | ফাট... কলকাতা ফাটাকেস্ট কালিপুজো এক অন্যতম পুজো।
    • | এই বাড়িতে রানিরাসমনি... লোকমাতা রানিরাসমনি কালিঘাটের এই বাড়িতে তিনি শেষ জীবন ও শেষ নিস্বাস ত্যাগ করেন।
    ttps:// • মহীয়সী কাদম্বিনী দেবী ... মহীয়সী ডঃ কাদম্বিনী দেবীর ডঃ থেকে,বিলেত যাওয়া সব এই কলকাতার এই বাড়ি থেকে।
    • | ভারত পথিক রাজা রামমো... রাজা রামমোহন রায় এর জন্ম স্থান রাধানগর গ্রাম।
    • | From This House The ... এই বাড়ি থেকে বেলুর মঠের প্রতিষ্ঠার প্রথম মিটিং হয়। যার সভাপতি হন বিবেকানন্দ।
    • || Pray Aroti | SARADA... বাগবাজার সারদা মায়ের বাড়ির আরোতির ভিডিও।
    • || Bharat Sebasram San... ভারত সেবাস্রমএর বাসন্তী পুজো , বা দূর্গা পুজো, যে পুজো প্রথম সূরত রাজা করেন।
    • Nabadwip Chaitannyadeb... মহাপ্রভু চৈতন্য জন্মস্থান।
    • || Belur Math Ramakris... রামকৃষ্ণ মহা উৎসব এর ভিডিও বেলুর মঠ।
    • || Kodaliya Subhas Gra... নেতাজির পৈতৃক ভিটে সুভাষ গ্রাম, যেখানে তার বাবা জানকী নাথ বসু জন্ম গ্রহণ করেন।
    • | Swamiji House Youth ... বিবেকানন্দ র বাড়ি সিমলা স্টিট কলকাতা, যেখানে তিনি জন্ম গ্রহণ করেন ।
    • | Dakshineswar Temple ... রামকৃষ্ণের লীলা জায়গা , দক্ষিনেশ্বরের কল্পতরু উৎসব।
    • | ফুলতলা রান্না পুজোর ... একটি প্রাচীন পুজো রান্না পুজো, ফুলতলা হাবরার ভিডিও।
    • | Historical | Shantip... শান্তিপুরের অনবদ্য রাসযাএা,নদীয়া।
    • || Shyamnagar | Ancien... শ্যামনগরের জাগ্রত কালি মন্দির।
    • || TEGOR | JORASAKO | ... রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি জোরাসাঁকো কলকাতা ।
    • | Jagadatri Pujo | JOY... সারদা মায়ের বাড়ির জগগ্ধাএী পুজো জয়রামবাটী ।
    • | Naihati | BARO MA Ka... নৈহাটি বড় মা কালি প্রতিমা বিসর্জ্জন।
    • || Birshingho Bidhyasa... ঈস্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম স্থানের কিছু অবিস্বরনীয় কথা।
    • || Debanandapur | Sara... দেবানন্দপুর কথাসাহিত্যিক শরৎচন্দ্রের জন্ম স্থান ।
    • "মারবাড়ি" রানী রাসমণি ... মহীয়সী রানিরাসমনি জানবাজারে যে বাড়িতে থাকতেন, অনেক বাড়িতো জানবাজারে আছে আসল যে বাড়িতে তিনি বিয়ের পর থেকে বসবাস করতেন।
    • | Bandemataram Create ... সাহিত্য সম্রাট বঙ্গিম চন্দের জন্ম স্থান কাঠাল পারা, এখানেই তিনি বন্দেমাতরাম রচনা করেন।
    • || Mahatirtho | TARAKE... মহাতীর্থ তারকেশ্বর মন্দিরের ভিডিও ।
    • || Ganga Pujo | Mayer ... সারদা মায়ের ঘাটে গঙ্গা পুজো আরোতি।
    • || Mahesh | Jagannath ... শ্রীরামপুর মহেশ মন্দির।
    • Ranirashmani Daughters... রানিরাসমনি কন্যা কুমারী ও করুনাময়ীর বাড়ির দুর্গা পুজো।
    Making this vdo : [তথ্য সূত্র ] : গুগুল ও ফেসবুক থেকে ........
    -----------------------------------------------------
    Declaration:
    All photos are taken from Google Images. All photos images were fairly used during the making of this video for educational purposes. I do not mean to victimize anybody emotionally.
    I am really gratful to all the creators concerned.
    Please, Don't give copyright strike as the video is made only for educational purposes under Section 107 of the Copyright Act 1976. If any objection you want to raise against this video,
    Please inform me. I must edit or delete this video. Thanks to all.
    Copyright Disclaimer:
    Under Section 107 of the copyright Act 1976, allowance is made for 'fair use' for purposes such as criticism, comment, news reporting, teaching scholarship, and research. Fair use is a use permitted copyright Statute that might otherwise be infringing.
    Lot of thanks
    Biswa Darshan

Комментарии •