যাচ্ছি সাব্রুম বাংলাদেশ রামগড় চেকপোষ্ট উদ্ভোধন হল মৈত্রী সেতু ভারত বাংলাদেশ বানিজ্য করিডোর Tripura

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 мар 2024
  • India Bangladesh Maitri bridge , Feni River, Sabroom immigration checkpost,
    #indiabangladeshborder
    #maitrisetu
    #sabroom
    #feniriver
    #banglarbandan
    #feni
    #chattogram

Комментарии • 164

  • @mustafizurchowdhury1821

    অনেক ধন্যবাদ আপনাকে। আমার আব্বা আম্মা আর নাই দুনিয়াতে এইজন্যই বলছিলাম ওনাদের শেষ ইচ্ছাটা আর পূরণ হয় নাই। উনাদের তৈরী করা একটা বাড়ি ছিল কলকাতায়। শুনেছিলাম গড়ের মাঠ এর আসে পাশে। তখনকার পূর্ব পাকিস্তানের একজন ডাক্তার মশাই এর সংঘে বিনিময় করা হয় বাড়িটা । একটা বিশাল বোরো বাড়ি। আমাদের ১১ ভাই এর ২ জনের জন্ম এইবাড়িতেই । এইজন্যই বলি আমরা এপার আর ওপারের সবাই ভাই ভাই। একই আত্মাই বাধা। শরীর আমাদের কাটলে যে রক্ত বেরহবে ওই রক্ত এক্সপেরিমেন্ট করে কেও বের করতে পারবে না কে মুসলিম কে হিন্দু। কিন্তু শুধু বের হবে এইটা মানুষের রক্ত।

  • @user-py7rx2he9h

    খুব ভাল লাগলো আজকের ভিডিও টি। কৃত্রিম সীমারেখা মুছে দিয়ে মৈত্রীর বন্ধনে চিরস্থায়ী এক অপুর্ব মহামিলনের যুগসুত্র একদিন রচিত হবেই। সবাইকে শুভেচ্ছা ।

  • @mustafizurchowdhury1821

    জার্মান থেকে দেখছিলাম। অনেক ভালো লাগলো। বাংলাদেশ পচিম বাংলার ইতিহাস একই আত্মার ইতিহাস। আমার মা আব্বার কাছ থেকে শোনা ছোটবেলায় তাদের জীবন কাহিনী কলকাতার। ফেলে আসা অনেক স্মৃতি। তাদের অনেক ইচ্ছা ছিল আবার ঐখানে যাওয়ার কিন্তু আর কোনোদিন হবে না পূরণ। হয়তো আমি একদিন যাবো।

  • @AdvocateSkFiroz

    এপ্রিলের শেষে আগরতলা বেড়াতে আসবো আমরা চারজন দুই কাপল, থাকার হোটেল এবং ট্রেনে করে আগরতলা থেকে সাব্রুম মৈত্রী সেতু দেখতে চাই,এই ব্যাপারে আপনার নিকট গাইড লাইন চাই,হেল্প করবেন কি?

  • @user-em1of8dq2r

    ভারত বাংলাদেশে ভাই ভাই।

  • @khanEliasKabir-oc5bd

    বরিশাল জিলা থেকে দেখছি।২০২৩ সালে রামগড়ের ঐ সেতুর উপর গিয়েছিলাম। ইচ্ছে আছে এিপুরা বেড়াতে যাওয়ার।

  • @rabindranathpal4038

    ভি ডি ও পোস্ট করার পূর্বে বানানগুলি একবার ভালো করে দেখার জন্য অনুরোধ রইল ।" উদ্ভোধন" শব্দটি দেখে অবাক হয়েছি।

  • @litonbiswas8224

    দাদা,আমি চট্টগ্রাম থেকে, আরেকটা ভিডিও বানান যাতে চট্টগ্রাম থেকে কিভাবে যাওয়া যায় আগরতলা সেটার গাইড লাইন পাওয়া যায়। কারণ চট্টগ্রাম থেকে রামগড় বেশি দূরে না,সেজন্যেই বললাম।

  • @shishirhowlader7170

    ধন্যবাদ দাদা। আপনার বাড়ী কি বিলোনিয়া? আমি চাকুরীজনিত কারনে ২০০৪ সালে রামগড় গিয়ে ২-৩ দিন ছিলাম। তখন সাব্রুম নিয়ে উচ্ছাস অনুভব করতাম। ওখানে গিয়ে একটা মনে রাখার মত ঘটনা ঘটেছিল। একবার কিচু কেনাকাটা করে বাসায় আসলাম। পরে দেখ সিকিটা যেন কেমন, বাংলাদেশের মত না। পরে দেখি ভারতের মুদ্রা। পরে স্থানীয় মানুষদের কাছে শুনলাম। এখানে নাকি হাটবার অনেক ভারতীয় ছোট শুকনা নদী পার হয়ে রামগড় যায়। এই সিকি তারই প্রামান। ভাল লাগল আপনার এই ব্লগ দেখে। সাব্রুম ত দেখলামা আমার অনুমানের চেয়ে বড় শহর। বিলোনিয়া থেকে আগরতলাইয় যাবার ব্লগের অপেক্ষায় থাকলাম।

  • @MDArip-ge2yl

    আঙ্কেল কেমন আছেন আমি আরিপ বলছি

  • @fakrulislam5723

    খুব ভালো লাগলো। মানুষের নাড়ীর টান অসম্ভব শক্তিশালী বন্ধন। সীমান্তের বাধা মানুষকে হয়তো তফাতে রাখে কিন্তু হৃদয়ের টান সব সময়ই মানুষকে আবেগী করে তুলে। জয় হোক মানুষ ও মানবতার। ভারত বাংলাদেশের বন্ধুত্ব আরো মজবুত হউক। পারস্পারিক ব্যাবসা ব্যানিজ্যে উভয় দেশের মানুষের ভাগ্যের উন্নতি হউক। এই অঞ্চল থেকে গরিবী দূর করতেই হবে।

  • @user-jc5rp2pl8e

    Very lovely Bilonia Railway station. We are proud of Sabroom Railway station & International check post.

  • @md.rafiqulislam6010

    খুব,ভাল,লাগে,বাংলােদশি,ভাইদের, দেখলে,ভারতে, well come

  • @SaksharSenChristopher

    চট্টগ্রামের রামগড় থেকে দেখছি দাদা❤️🇧🇩🇮🇳

  • @pathaklalgolder2920

    অনেক ভাল লাগলো। অষ্ট্রেলিয়া থেকে দেখছি। প্রবাসী বাংলাদেশী।

  • @TapashChakma-pu6te

    বাংলাদেশ থেকে দেখছি।

  • @CookWithBijayaVlogs

    Khob valo laglo video, nice editing 👌 next video r apeykhay thakbo 🙏🙏

  • @sujatabarman8940

    খুব ভালো ভিডিও, পশ্চিমবঙ্গ থেকে দেখেছি,

  • @farukiqbal2235

    এই সীমান্ত পথ নি:সন্দেহে চট্টগ্রাম বন্দর থেকে ত্রিপুরার বাণিজ্য সুগম করবে। উপকৃত হবেন ত্রিপুরাবাসী।

  • @rezaurrahman8051

    আমাদের ফটিকছড়ি উপজেলায় অবস্তিত রামগড় অনেক সুন্দর স্থান।