আমার ৯ মাসের PREGNANCY Journey | Subarna Dey

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 824

  • @SubarnaDey
    @SubarnaDey  2 года назад +30

    আমার ফেইসবুক আর ইনস্টাগ্রাম লিংক🥰✅Instagram:👇
    instagram.com/subarna_dey/
    ✅Facebook: 👇
    facebook.com/SubarnaVlogs

  • @MOUSUMIBISWAS98
    @MOUSUMIBISWAS98 2 года назад +162

    তোমাদের baby যে কতটা ভাগ্যবান হবে এমন আদর্শ মা বাবা পেয়ে।কি যে অদ্ভুত শান্তি মেলে তোমাদের দেখলে তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। সুস্থ থেকো তিন জন ভালোবাসা নিও দাদা ও দিদি।

  • @shuhagnirob4159
    @shuhagnirob4159 2 года назад +12

    সত্যি তোমাদের দেখে শিখতে হয়। কি করে life enjoy করতে হয়। তুমি অনেক ভাগ্যবতী ভাইয়ার মত বর পেয়েছো। তোমার আগে থেকেই দুটো ডানা ছিল উড়ার জন্য ভাইয়া মুক্ত আকাশ তোমায় দিল যাতে করে আকাশের উড়ে যাওয়ার মত সর্বচ্চো সুখ তুমি পাও। তোমার এই খুশিটা দেখে খুব ভালো লাগছে। বেশি খুশি আমার ছোট মেয়ে। আমি এই খুশিটার অপেক্ষা করছি জানিনা কবে আসবে। আমার ছোট মেয়ে টার একজন সাথী দিতে পারব। ভালো থেকো তোমারা। আমাদের জন্য দোয়া কর।

  • @moinulislam1990
    @moinulislam1990 2 года назад +30

    Can't wait to see your little bundle of joy.I guess he is 2 months old already.Hope to see him in next vlog.This video reflects your physical and mental transformation during different phase of pregnancy.Best moment was the time when you were talking to your little angel during USG.And shes paate Rabindra Sangit was amazing and has added an extra taste to the video.

  • @suchona999
    @suchona999 2 года назад +9

    আমার দেখা সবথেকে হাসিখুশি অন্তঃসত্ত্বা মা।অনেক দোয়া ছোট্ট রাজকুমার, রাণীমাতা আর রাজপিতার জন্য। অমি দাদার তোমার ওপর যে ভালোবাসা-যত্ন......একেই বলে বাবার কর্তব্য-দ্বায়িত্ব.......দাদাকে ধন্যবাদ জানিও.....দাদা অন্য পুরুষদের জন্য আইডল....❤️❤️❤️

    • @akashsvlogs1495
      @akashsvlogs1495 2 года назад

      কি নির্রলজ্জ মেয়ে আজ না হয় কাল পেট থেকে বাচ্ছা পরবে আর এতো পেট নিয়ে ক্যামেরার সামনে এসে মানুষ কে পেট হাত দিয়ে দেখাচ্ছে ছি

  • @ArindraDeyArni
    @ArindraDeyArni 2 года назад +33

    দিদি তোমার প্রতিটা ভিডিও দেখলে মনে হয় যে না জীবন আসলেই অনেক সুন্দর কিন্তু এই ভিডিওটা দেখার পর থেকে মেয়ে হিসেবে মাতৃত্বের যে অন্য রকম অনুভূতি একদম কাছ থেকে অনুভব হলো,,ভগবান জানো তোমায় সবসময় এমন হাসিখুশি রাখে আর বেবিকেও। তাকে দেখার জন্য অপেক্ষায় আছি ♥️

  • @oysshidebnath2
    @oysshidebnath2 2 года назад +15

    O my god!! এই ২০ মিনিট মনে হলো একটা স্বপ্নের মধ্য দিয়ে গেলাম❤️
    মায়ের রূপে তোমাকে কি যে সুন্দর লাগছে দিদি 🥰 বেবির জন্য অনেক আশীর্বাদ রইলো সুস্থভাবে পৃথিবীতে আসার অপেক্ষায় আছি😍😍আর তোমার জন্যও মন থেকে অনেক ভালোবাসা দিদি।🤍🤍🤍🤍🤍🤍

  • @ayeshaeshal6047
    @ayeshaeshal6047 2 года назад +1

    আমার এইটা বেশি ভালো লাগছে যে বাবা হওয়ার আনন্দে ভাইয়া কেমন ক্যামেরার সামনে সাবলীল কথা বলছেন,আর কতো হাসিখুশি, একটা চঞ্চলতা উনার মধ্যে, কি সুন্দর!

  • @mituakter3004
    @mituakter3004 2 года назад +25

    আপু ৯মাস হয়ে গেলো আমরা এত দিনে খবর পেলাম?

  • @AnirbanDutta-fk4lv
    @AnirbanDutta-fk4lv 2 года назад +3

    Ami dektey dektey hi comment kori....tumar eai video ta sub se besi special.... Tumar life er sub se boro journy ka 10 min e bolay dilay.....no word ....

  • @মোহনাজাহ্নবী
    @মোহনাজাহ্নবী 2 года назад +2

    তোমাদের পুঁচকুর যখন একটু বোঝার মতো বয়স হবে, এসব ভিডিও দেখে নিজেকে খুব আশীর্বাদপুষ্ট একজন মনে করবে। ওর অঙ্কুরোদগমের কাল থেকে শুরু করে সবকিছু এত সুন্দরভাবে ক্যামেরায় ধারণ করা, এসব ওর জীবনের অন্যতম সেরা উপহার হবে। আর ওর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হবে তোমাদের মতো আদর্শ বাবা-মা পাওয়া। স্পেশালি আজ জিজুকে কৃতজ্ঞতা আর শ্রদ্ধা জানাচ্ছি, তোমাকে এভাবে ভালোবাসার জন্য, আগলে রাখার জন্য। তোমরা ভালো থেকো☘️

  • @FamilyLifeInSwitzerland1
    @FamilyLifeInSwitzerland1 2 года назад +32

    Ma Sha’Allah… Love your pregnancy journey sister . এই ভাল-মন্দ , হাজারো physical issues মিলেয়ে যে ন’মাসের journey সেটা পৃথিবীর শ্রেষ্ঠ একটা journey…
    Lots of do’a & valobasa for you & your beautiful family…. ❤️❤️

    • @SubarnaDey
      @SubarnaDey  2 года назад +9

      Apu ….. omg just saw your news!!!! Omg omg !!! 😀😀😀😀😀😀😀 congratulations to you too… Ki darun khobor… so happy for you apu 😀❤️❤️ enjoy your journey too

  • @shramanamazumdar6401
    @shramanamazumdar6401 2 года назад +16

    A video so so divine with so much of positivity...
    A husband who is making her wife wear her pair of shoes,carrying a chair along with cushion so that she can rest amidst nature..hats off !!You are blessed Subarna.So very happy for you..Take care dear ❤

  • @THEMADCOUPLE786
    @THEMADCOUPLE786 2 года назад +3

    জানলাম কদিন আগেই।কিন্তু 9 month হয়ে গেল।খুব ভাল জে তারাতারি baby দেখতে পাব।আমার মনে হয় baby হয়ে গেছে।next vlog baby face রিভিল

  • @papiadey3357
    @papiadey3357 2 года назад +2

    তোমার ভিডিও গুলো আমি নিয়মিত দেখি ….. এত হাসি খুশি একটি মানুষ তার পজিটিভ চিন্তা ভাবনা আমার খুব ভালো লাগে …..অনেক শুভেচ্ছা তোমার বেবী আর তোমাদের দুজনের জন্য 🎉💐…. অনেক ভালোবাসা দিলাম ইন্ডিয়া তে বসেই ….. ❤️❤️

  • @mizanoorrahman1328
    @mizanoorrahman1328 2 года назад +2

    খুবই সুন্দর হয়েছে আজকের ভ্লগটা, ২০ মিনিটের জার্নিটা মনে হয়েছে,দীর্ঘ দশ মাসের সমান,ভালো এবং সুস্থ থাকো,বেবিকে দেখার অপেক্ষায় দিন গুনতে লাগলাম আশাকরি খুই শীগ্রই দেখতে পাবো।

  • @sangitadas2118
    @sangitadas2118 2 года назад +4

    Amit da is a real gentleman…Vogoban tomader amon e rakhuk

  • @nusratzahanmim4623
    @nusratzahanmim4623 2 года назад +7

    আমি পুরাই অবাক হয়ে গেছি🤭৯ মাস কিভাবে হলো? অনেক অনেক শুভ কামনা আপু।বেবি কে দেখায় অপেক্ষায় রইলাম। ইনশাল্লাহ খুব শিঘ্রই দেখতে পাবো পিচ্চি সোনাকে❤️

  • @baishalisarkar4769
    @baishalisarkar4769 2 года назад +3

    অনেক আবেগ দিয়ে তৈরী করা এই প্রেগনেন্সি জার্নি দেখে অভিভূত হয়ে গেলাম!

  • @mskasfia6461
    @mskasfia6461 2 года назад +1

    Uffff sune khub khushi holam. Onek din dhore tomar video dekhi na. Tai jantam na. Tomar babyr jonno onek onek doa roilo...❤️❤️❤️❤️

  • @rumanakazi6156
    @rumanakazi6156 2 года назад +7

    Bonu,Ki je sundor lagse tomay.The best part in this vlog was movement of baby in your womb and pregnancy photoshoot.I am just speechless bandhobi.New Phn pabar por tomader dui joner dance ta Ki je cute silo.May Almighty always fulfil your every dream.❤️

  • @priyanjalidas630
    @priyanjalidas630 2 года назад +1

    এতোদিন তোমাকে দেখে মনে হতো খুব চঞ্চল মেয়ে যে পৃথিবীর প্রতিটা কোন দেখতে চায়,প্রতিটা সেকেন্ড এনজয় করে। এখন তোমাকে দেখে ভীষন শান্ত মনে হচ্ছে, যে তার বেবিকে নিয়ে ভীষণ কনসার্ণ। আসলে মাতৃত্ব একটা মেয়ের মধ্যে অনেক চেঞ্জ নিয়ে আসে। পুচুকে দেখার জন্য অপেক্ষায় আছি দিদি। সাবধানে থেকে। অনেক ভালোবাসা তোমার এবং তোমাদের পুচকের জন্য!❤️

  • @diptosaha4570
    @diptosaha4570 2 года назад +1

    sesh ta jeno , somosto chetona jure aloron tule gelo . sristyr anondo , ullas ,aha ................onek shuvokamona

  • @shamantaniger6195
    @shamantaniger6195 2 года назад +1

    প্রতিটি মুহূর্ত এতো সুন্দর করে তুলে ধরছো তোমরা আর এতো এঞ্জয় করেছো,,, দেখেই এতো ভালো লাগছে 🥰

  • @tanzia4651
    @tanzia4651 2 года назад +7

    You took me back to the time when I was pregnant with my kids. I was in tears! Lots of love and blessings for you two...no, I should say you 3. Having a life partner like Omie is a big blessing itself. God bless this lovely family 👨‍👩‍👦❤

  • @evasvlog9708
    @evasvlog9708 2 года назад +3

    কোন এক অজানা কারণে চোখের কোণে জল চলে এলো,অনেক অনেক দোয়া থাকবে বেবী এবং বেবীর মা বাবার জন্য।

  • @adninadrita4815
    @adninadrita4815 2 года назад +2

    মনের গভীর থেকে তোমার জন্য দোয়া করি আপু। তোমাকে আমার বোনের মতই লাগে ঠিক। আল্লাহ তোমাকে আর বেবিকে সুস্থ রাখুক এবং তোমার ডেলিভারি জার্নিটা পানির মত সহজ ভাবে কেটে যাক। ❤️❤️❤️❤️

  • @haimantiscreation5476
    @haimantiscreation5476 2 года назад +3

    আপনাদের দেখলে মনে হয় দাম্পত্য জীবন কতটা সুখের করা যায়।।চাইলেও সবার কপালে তেমন হেল্পফুল জীবনসংগী জুটেনা।।অনেক অনেক ভালোবাসা ❤

  • @muktachowdhury5952
    @muktachowdhury5952 2 года назад +7

    দিদি এটা তো সাপ্রাইস দিয়ে দিলে।আমি তো ভেবেছি মাত্র শুরু প্রেগন্যান্সী জার্ণি শুরু।ওমা এটা তো দেখসি ৯ মাস হয়ে গেলো গো😍😍😍।আমাদের পুচকো সোনাকে কবে যে দেখবো!!😍😍।can't wait more😍

  • @pmsaha123
    @pmsaha123 2 года назад +1

    Khub shundor video ta.. video bolle thik manay na.. life er most memorable journey ta amader shamne rekhecho ajke... Khub bhalo laglo dibhai... God bless you and your child ooopps also to dabhai... ❤️ Love from india (assam)

  • @jennywaker3296
    @jennywaker3296 2 года назад +1

    এই ভিডিও তে তোমাকে দেখে কি যে ভালো লাগছে । তোমাদের আনন্দ কষ্ট সব কিছুই আর ভাইয়ার কথা কি বলব He is just amazing ... তোমার গুল্টুস কে দেখার অপেক্ষায় থাকলাম । অনেক অনেক ভালো থাক সবসময়

  • @shampachowdhury
    @shampachowdhury 2 года назад +2

    পুরো ভিডিও টা দেখে চোখে পানি এসে গেল.. কেন জানিনা এত ভালো লাগছিল.. ভিডিও টা মুগ্ধ হয়ে শুধু দেখছিলাম ❤️❤️

  • @trishnadasdolly1038
    @trishnadasdolly1038 2 года назад +1

    এত্তো এত্তো এত্তো ভালো লাগে তোমাদের কিভাবে বোঝাই আমি🥺🥺😘😘।অনেক শুভকামনা রইল পিচ্চির জন্য।হিসেব মতো ওকে দেখার সময় পেরিয়ে যাচ্ছে এখন।ওকে দেখার অপেক্ষায় থাকলাম 😍😍😍

  • @masrufachowdhuryriya5619
    @masrufachowdhuryriya5619 2 года назад +2

    প্রায় ৩বছর হলো তোমাকে ফেলো করছি। তোমার সব ভিডিও গুলোই আমি দেখেছি।আজকের এই ভ্লগ টা বেস্ট👍।আর শেষের দিকে তোমার গাওয়া দুকলি গান যেন ভ্লগটাকে পূর্ণতা দিলো। অনেক শুভকামনা রইলো💕

  • @remi1993
    @remi1993 2 года назад +1

    Tomar yei vedio ta dekhe eto ta bhalo laglo bole bujhate parbona..Amit dada ke yei vedio ta'r madhome anek ta bujhte parlam...he is a pure soul..I just pray to god that you , Ami dada n little one stay healthy. Can't wait to see the baby .plz jaldi dekhabe aar wait kariyona didibhai..lots of love to you ♥️

  • @moriomsabiha1887
    @moriomsabiha1887 2 года назад +8

    আমার এখনো বিয়ে হয় নি,প্রেগন্যান্ট হওয়া দূরেই থাক তবুও দিদি তোমার এই ভিডিওটা দেখে এতো ভালো লাগলো এতো বেশি যে কান্না এসে পড়লো🥺খুব আদর লাগছে তোমাদের💚তোমরা ৩ জন অনেক অনেক ভালো থাকো দোয়া করি💚বাবুকে ভালোবাসা দিও💚💚💚

  • @suklasinha9956
    @suklasinha9956 2 года назад +1

    Ami kokhono karo vlog dekhe kichhu likhina.Kintu tomar kora ei vlog ta jeno mon chhuye gelo..Bhalo theko.❤

  • @sangitanag6051
    @sangitanag6051 2 года назад +1

    ভিডিওটা দারুন ছিল। সুন্দরভাবে শেষ হলো একটা অসাধারণ গান দিয়ে।

  • @orkoarshan4262
    @orkoarshan4262 2 года назад +1

    দারুন আপনার পরিকল্পনা এবং উদযাপন। ভাগ্য বান একটা শিশু জন্ম নিতে যাচ্ছে।

  • @poushalichakraborty5784
    @poushalichakraborty5784 2 года назад

    কি যে ভালো লাগলো তোমার এই ভিডিও টা।নিজের কথা মনে পড়ে যাচ্ছে।খুব ভালো থেকো গো,অনেক ভালোবাসা রইলো।❤️❤️❤️

  • @nilanjana9136
    @nilanjana9136 2 года назад +3

    Ufff! What a caring husband he is!

  • @afruzachowdhurytamanna3712
    @afruzachowdhurytamanna3712 2 года назад +1

    Apu apnr Videos dekhte khubi vlo lage. Akta positive vibe ase always apnr kotha sunle. Jibon take aro sundr lage. Apni jevabe apnr life k enjoy koren ta khubi inspiring for me🥰 From Bangladesh 😇

  • @Mariyaazmir2003
    @Mariyaazmir2003 2 года назад

    সত্যিই।এই জার্নির জন্য অপেক্ষায় আছি। আল্লাহ যেদিন আমাদের দিকে তাকাবে।সেদিন অবশ্যই পাবো। insha'Allah।

  • @explorewithnijhum
    @explorewithnijhum 2 года назад +8

    কিউট পুচু সোনাকে দেখার জন্য আর তো অপেক্ষা করা যাচ্ছেনা😍 খুব ভালো থেকো,দিদি।অনেক শুভকামনা রইলো।

  • @Shreyasv
    @Shreyasv 2 года назад +1

    Ami dar moto husband jeno sokol meyei pai...osomvob sundor ekta video...take care dear❤

  • @yasinanimates142official
    @yasinanimates142official 2 года назад +1

    Akta healthy relationship between you and Omi just amazing .r tomer mother.in law ato Valo kolponer bairy.tumi Valo theko.onek fortunate tumi.wait korchi baby dakher

  • @siktanath638
    @siktanath638 2 года назад +1

    Uffffff Subarna just Awesome laglo vlog ta... onnek ador Baby k tomakeo.. Take care..😘😘😘😘😘

  • @Nehasaha021
    @Nehasaha021 2 года назад +17

    never thought that you were pregnant then 😮🎉 I am so happy for you guys can't wait to see your son❤

  • @donachakma
    @donachakma 2 года назад +4

    তিনজনের জন্য অনেক অনেক ভালোবাসা দি ♥️♥️♥️দাদা খুব দায়িত্ব শীল বাবা এন্ড স্বামী ♥️♥️

  • @msyesminakther8966
    @msyesminakther8966 2 года назад +1

    Apuni ami tomar pregnancy journey theke onek kichu shikhlam...ami doya kori Allah tomake, vaiyake r babyke valo rakhe...

  • @sanghamitraghosh1075
    @sanghamitraghosh1075 2 года назад +1

    Hiii subarna...tomar ai vedio dekhe amr chokhe jol chole aseche..amio 7 month pregnant...ai journey ta valo kore enjoy koro..ami tmr sob vedio dekhi r tomake kb valobasi..Amar jodi meye hoi tahole meyer name Subarna rakhbo..valo thako r sustho baby asuk....with love ❤ and best wishes ❤

  • @farihatabassum2730
    @farihatabassum2730 2 года назад +1

    আপু খুব ভালো লাগছে জেনে আপনার এবং হিরা আপুর একই সাথে বেবি বয় আসছে।আপনারা দুজনেই আমার ভীষণ পছন্দের। দুজনের জন্যই শুভ কামনা রইল।

  • @Nusrat-p8y
    @Nusrat-p8y 2 года назад +2

    অসম্ভব ভালো লেগেছে এই ভিডিও টা দেখে।।শেষ পযর্ন্ত যেন সব ঠিকঠাক ভাবে হয় 🤲🤲🤲শুভ কামনা রইলো আপু বাবু টা সুস্থ সুন্দর ভাবে আসুক এই দোয়া রইলো🤲🤲❤❤❤

  • @sohinim90
    @sohinim90 2 года назад +1

    এতো সুন্দর মিষ্টি মধুর জীবনের সব থেকে বড় অনুভূতি তোমরা দুজনে অনুভব করছো এটা মায়েরাই বুঝতে পারে
    আগামী দিনে সুখবর শোনার আশায় রইলাম বাবুসনা কে অনেক অনেক আদর দিও বাবা বিশ্বনাথ এর আশীর্বাদ এ সুস্থ থাকো ভালো থেকো ❤️love you from varanasi

  • @diyapaul8732
    @diyapaul8732 2 года назад +3

    এতদিনে বুঝলাম দিদি তুমি হঠাৎই কেনো irregular হয়ে গিয়েছিলে। আমরা খামোখা অভিমান করেছি তোমার ওপর। খুব খুশি হয়েছি এত্ত আনন্দের একটা খবর পেয়ে। baby কে দেখার অপেক্ষায় রইলাম। ভালো থেকো তোমরা। loads of love❤️❤️ & many many congratulation to u. 💐🎉 Take care😘😘

  • @papri_
    @papri_ 2 года назад +1

    কি লিখব বুঝতে পারছি না । অনেক অনেক শুভ কামনা রইল । শেষে তোমার গান শুনে চোখে জল এসে গেল । ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা এই ভাবেই সুখে শান্তিতে জীবন অতিবাহিত কর।

  • @antaralifestyle2129
    @antaralifestyle2129 2 года назад +1

    Tomar video dekhe Amar pregnancy ktha mone porche. Amio every month kothao na kothao ghurte gache. Delivery r ager din o tulip Festival a niye gaselo sujoy. Super energetic chilam. Tomar Ai video ta dekhe Ami 4 bochor ager din gulote fera gelam kichu shomoi er jonno. Khub Khub happy ami Tomar r dada r jonno. Amio Onk excited baby k dekhar jonno💕

  • @afruzachowdhurytamanna3712
    @afruzachowdhurytamanna3712 2 года назад +1

    It's my favourite video🥰🥰 bar bar e dekhte mon chay tai download kore rakhlam🤗

  • @Soumimanna
    @Soumimanna 2 года назад +1

    tomar pregnancy journey ta k je tumi atto enjoy koracho and sob movement tumi je feel koracho seta ami feel korte parchi...

  • @Foreveryours123
    @Foreveryours123 2 года назад

    *Bhasha nei bojhanor kotota bhalo legechhe ei vlog ta... especially last e gaanta...kemon jeno chokhe jol chole elo...thanks❤️❤️*

  • @fahmidarija6167
    @fahmidarija6167 2 года назад +3

    আপুনি....পরপর ৩ বার দেখছি তোমাদের....তোমাদের সাথে সাথে আমিও হাসছি😍😃। আল্লাহ যেন তোমাদের ২ জনকে সবসময় ভালো রাখে.... আর বাবু যেন সুস্থ স্বাভাবিক ভাবে আসে.... আর তার অসাধারণ মা বাবার জীবন যেন আরও আনন্দে ভরিয়ে দেয়।অামার ও একটা ৫ বছরের ছেলে আছে.....তুমি মনে করিয়ে দিলে ওই দিনগুলো😍❤ আজ প্রথম কার ও ভ্লগে আমি কমেন্ট করলাম.... আসলে তুমি বাধ্য করলা কমেন্ট করতে.....তুমি একটা মায়া......আর দাদা তোমার উপর ছায়া.... ভালোবাসা নিও❤❤❤
    বাংলাদেশ থেকে......

  • @tirthaapaul4648
    @tirthaapaul4648 2 года назад

    Darun baniya6o .........tmr anondo ta feel korte par6i......sabdhane theko......baby k dahar opekhhai roilm......😍😍

  • @nusratfattah1000
    @nusratfattah1000 2 года назад +3

    বেবি আসার ডেট কবে? সেটা তো বললে না। অনেক অনেক দোয়া আর অবিরাম ভালোবাসা রইল তোমাদের ৩ জনেরই জন্য। ভালো থেকো। ❤️❤️❤️

  • @nushratkhan1517
    @nushratkhan1517 2 года назад +1

    Khub sundor vlog masAllah apu. Jara maa hoasen, tomar ai vlog dekhe sobai tader ai din guli er kotha mone korben.❤️❤️❤️

  • @a.r27
    @a.r27 2 года назад

    Khub valo laghlo tmader dekhe..you are so lucky dear...
    Pic gulu kj tmra tulecho nije nije naki drone shot?

  • @soniariaz8715
    @soniariaz8715 2 года назад

    Mashallha. Beautiful. Video. Onak. Onak. Dowa. Valobasha. Subasha. Rohilo 💐💐💐💐

  • @shreyasibasakpramanik7934
    @shreyasibasakpramanik7934 2 года назад +3

    Khub sundor misti moment 😊 valo laglo.. Jemon vabe 2mdr travel vlog a inspired hoye amader ghurte jabar journey suru hoye6ilo, hoytoh ebar eirkom kono anonder muhurter jonye amra abr inspired holam এবং sei poth cholar jonye toiri holam😊thank you so much😘vison valo thako amder notun chhoto manush ti k niye🤗 tomader ai new journey ta r O excited hok etai asha kori😊love you ❤

  • @Taqwa9735
    @Taqwa9735 2 года назад +1

    First Ma baba howar filings ta khubi khubi anondo beshi hoye thake.💞💞💞 & tomader babyr jonno onek onek valobasha r dowa roilo🥰😘

  • @mariamsheikh4068
    @mariamsheikh4068 2 года назад +1

    Khub valo laglo ai video ta dekhe ...
    Apnader ai happyness sob somoy thakuk

  • @swarnalatamandal6508
    @swarnalatamandal6508 2 года назад

    মাতৃত্ব পৃথিবীর সুখানুভূতি গুলোর মধ্যে অন‍্যতম একটি মেয়ের জীবনে।আর সেটা যে সুন্দর ভাবে প্রেজেন্ট করা যায়,তার রিয়ালাইজ করতে পেরে ভালো লাগলো। খুব ভালো থেকো আনন্দে থেকো। এভাবে ই তোমার ব্লগের মাধ্যমে আমাদের ও জয়ফুল কোরো।বেস্ট উইশেস তিনজনের জন‍্য।

  • @dipankarsamanta551
    @dipankarsamanta551 2 года назад +2

    Apu ki ki khawa dawa korsen ota niye ekta vdo diben ...pls khub help hoy...

  • @sharbariroy3917
    @sharbariroy3917 2 года назад +1

    Kno jani na tomake anek valobasi didi❤️ tomake nijer barir akjon mone hoi ,tomar vedio dekle mukhe akta smile chole ase, anek anek valobasha tomar r tomar babyr jonne ❤️❤️ love you ,

  • @GayanPapi
    @GayanPapi 2 года назад +2

    *দারুন খুশির খবর। Congratulation 🎉🎉🎉*

  • @mitalisushamamandal1527
    @mitalisushamamandal1527 2 года назад +1

    দিদিভাই আমার 35 weeks running....তোমাদেরকে দেখে আরও মন ভরে গেল।khub vlo thako তোমরা।...❤❤love you......west bangal থেকে।

  • @trishitapaul5521
    @trishitapaul5521 2 года назад +1

    Didivai tmk dakla kno jani na mnta khub positive hoa jai ...khub vlo thko tmra 3 jona ..next vlog a amdr puchku sona ta ka dakta chai ....onk vlobasa roilo didivai tmdr jnno❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sriparnachatterjee3244
    @sriparnachatterjee3244 2 года назад

    Ki j valo laglo vlogta bole bojhabar bhasa nei... eto sundor emotion gulo eksathe ki bolbo ... khub valo theko tomra 3 jone... lots of ❤

  • @munmunbasak2533
    @munmunbasak2533 2 года назад +1

    দিদি তুমি আর অমি দা কতটা অধীর আগ্রহে বেবির জন্য অপেক্ষা করছো সেটা ভিডিও দেখেই বোঝা যাচ্ছে। আমি অপেক্ষায় আছি কবে নতুন ব্লগ আসবে, তোমার কোলে তাকে দেখতে পাবো। ভালোবাসা রইল তোমাদের জন্য।
    ফ্রম নর্থ ক্যারোলাইনা, ইউএসএ।

  • @ahmadalihossain996
    @ahmadalihossain996 2 года назад +1

    তুমি খুব ভাগ্যবতি এই রকম সামী পেয়েছো সবার ভাগ্যে এইরক সামী হয় না আমি যখন মা হতে যাচ্ছিলাম তখন আমি কোনদিন ও একবার ও জিগ্গেস করেনি তোমার কেমন লাগছে সাহায্য করবে তো দুরে থাক তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ্ তোমাকে বেবিকে সুস্থ রাখে

    • @SubarnaDey
      @SubarnaDey  2 года назад +1

      Apu erokom kotha shunle amar shotti Khub kosto hoy… Ami prathona kori shob meyeder jibon jeno sohoj hoy… Apni Mon e kono kosto rakhben na apu… jibon amader koto kichui na shekhay… bhalo thakben shobshomoy… Onnek shubhokamona ❤️

  • @Debolinaa55
    @Debolinaa55 2 года назад +2

    taratari puchku k dekhao r wait kora jacche na 🥰😍

  • @srabanirporibar4216
    @srabanirporibar4216 2 года назад

    Khub valo laglo. God bless you. R tomar puchku keo anek love r blessing.

  • @bansarinag2429
    @bansarinag2429 2 года назад

    তোমাদের জন্য অনেক শুভকামনা রইলো। একটি সুস্থ baby পৃথিবীতে আসুক-এই আশীর্বাদ করলাম।বয়সে আমি তোমাদের চেয়ে বড়,তাই আশীর্বাদ করলাম।

  • @ankitaghosal5640
    @ankitaghosal5640 2 года назад +1

    Video ta puro mon chuye galo🥰🥰🥰🥰🥰onek onek suvokamona tmder jonno😘😘😘😘😘khub khub valo theko☺

  • @sadiapayel6607
    @sadiapayel6607 2 года назад +1

    দেখেই মন প্রান জুড়িয়ে গিয়েছে দিদি ভাই। না জানি এটা কতোই সুন্দর অনুভূতি! খুব ভালো থেকো তোমরা এই দোয়া।❤️

  • @ayanbiswas2883
    @ayanbiswas2883 2 года назад +1

    Tomar khota sunele positive vibes pai 🙏

  • @shomaahamed8271
    @shomaahamed8271 2 года назад

    Alhamdulillah...
    Congress apu nd bhaiya.
    Allah tomadear onkk onkk valo rakhuk.....
    Love u apu...
    Trust me ami tomar video dektam r vabtam tomak ai vabea kobea dekbo....
    But i was very happy ♥️
    Tumi valo thako ai doa.
    Nd i can't wait baby video....
    Take care apu 🥰

  • @ishratjahanliza6960
    @ishratjahanliza6960 2 года назад +1

    Tomar khushi dekhe cokhe jola eshe gelo.tomar khushite keno jeno mon khushi.

  • @Archita19
    @Archita19 2 года назад +4

    Darun sundor moments.... I think not only you but we all will cherish these moments. Thanks for sharing. And all the best for you delivery. Can't wait to see the little angel. 🥺❤️🧿

  • @tajkiashahriyar8428
    @tajkiashahriyar8428 2 года назад

    Onk onk Shuvo kamona Little champ r jonno......sustho ta bojai o duniyay asuk in sha Allah💕

  • @thesarcastic2774
    @thesarcastic2774 2 года назад +1

    Thakurar kacha prathona kori tomar baby joldi tomar kola chola asa,onk onk valobasa di love from West Bengal 😍😘😘

  • @sohinitamondal1162
    @sohinitamondal1162 2 года назад +1

    Puro video ta atota pure,atota Devine divai ....r tomar golai gan ....aha akta godly bapar.....amara little one k dakhar jonno wait krbo.....Tumi r baby r susthota kamona kri...onek onek valobasa...💕💕💕💕💕

  • @mitabhowalnandy2320
    @mitabhowalnandy2320 2 года назад

    ভীষণ ভালো লাগলো তোমার এই লাইফ জার্নি ভিডিও ।। ভালো হোক সবকিছু ।। ভালো থেকো তোমরা ।। ভালো থাকুক আগামী ।। ❤❤❤

  • @suparnakundu681
    @suparnakundu681 2 года назад

    Ki j valo laglo... Tomar sathe sathe mone hoy amra sobai ekhon opekkha kore achi kokhon baby k dekhbo! ❤️❤️ Onek onek blessings and pray for your baby.. sonu babu k asa kori khub taratari dekhte parbo.. khub bhalo theko ar sabdhane theko ❤️❤️ ami tomar baby r chotto masimoni hobo ❤️❤️

  • @AnirbanDutta-fk4lv
    @AnirbanDutta-fk4lv 2 года назад +2

    Tumadar k dekhe koto manush j motivated hoi tumra jano na....aj kal divorce and jhokra onek besi couple er modey kintu tumadar e dekhe manush ra sikhe how to live happy married life.... now people will learn how to live happy parenthood

  • @keyasau8449
    @keyasau8449 2 года назад +1

    Happy journey...sustho theko sobai...love uu..vryy much.

  • @besttravelmbp
    @besttravelmbp 2 года назад

    Sheshe apnar oi gaan ta shonar jonno abar ei video ta dekhlam. Khub sundor r mone lege thakar moto Ekta video. Onek shuvokamona roilo apnader jonno

  • @Tamannaaa802
    @Tamannaaa802 2 года назад

    Ki j shanti laglo apu tomar beautiful moments gulo dekhe bole bijhate parbona🥺
    Kichu kichu jaigai emotional hoye gechi tomar sundor sundor kothagulo sune❤️
    Aita vebe valolagche j baby akhn tomader kole.....Alhamdulillah ❤️
    Onek onek dowa & love tomader jonno

  • @BengaliBabycarebySNIGDHA
    @BengaliBabycarebySNIGDHA 2 года назад +1

    তোমার আজকের ভিডিও টা দেখে পুরনো সেই অনুভূতিগুলো ফিল করতে পারছি।এই সুন্দর জার্নি প্রতিটি মায়ের জীবনের সবচাইতে সুন্দর সময়।অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমার ও ছোট্র সোনাটার জন্য যেনো সুস্থ সুন্দর ভাবে দুনিয়া তে আসে।❤❤❤❤😘😘😘😘😘

  • @tulituli5772
    @tulituli5772 2 года назад

    Masha Allah 😍😍😍😍Allah valo rakhuk tmk r baby k ei doya kori. . Tara tari Baby k dekhte cayi opekkha te roilam😍😍😍😍

  • @nishatrehena5952
    @nishatrehena5952 2 года назад +1

    Prothomoto apnake khub shundor lagche... apnar 9 months er journey khub shundor vabe katuk ataie pray korchi. R shob theke important jeta apni khub shabdhan a thakben. Karon ai somoi apnar shabdhan a thaka ta onk joruri apnar and upcoming babyr jnno... may Allah bless you sweety apo... Love from Bangladesh ❤️❤️❤️

  • @mr.mrsjhalmuri5450
    @mr.mrsjhalmuri5450 2 года назад

    Omg😍😍😍😍...
    R...aaaaa kodin age pregnancy news er video a dekhe to valblam notun khobor. Akhon to dekhci ata onek din agekar khobor😱. Ato din tahole ki dekhlam. Chokher ato boro problem baby take khujeii pelam naa. Didi je short clips gulo dekhale sei sob video gulo dekheci but kokhono bujhteii pari ni. Tumi ato din amader naa janiye thakte parle ki kore? Jai hok akhon je ai video ta dekhci to nischoi ai somoy amader puchu sona taoo ase gece. Take kobe dekhbo seta bolo Plzzzz...