নাটকটি দেখে আমি একা একা অনেক কেঁদেছি। কারন আমার বাবা একজন সৎ কর্মজীবী মানুষ। তার এই সততার জন্য আজ আমাদের সংসারে করুন অবস্তা। তাই আমি আমার বাবার সাথে প্রায় রাগারাগি করি। আমি আমার বাবাকে নিজেই সাপোর্ট দেই না। বাবাকে বলি বর্তমানে এসব সততার ঠাই নেই।আর তখনই বাবা নাটকের শেষ কয়েকটি বাক্য বলে যা আমার কাছে সবসময় বিষের মতো লাগে। কেনো যেনো নাটকটি দেখার পর বাবার প্রতি সম্মান বোধ করছি। কিন্তুু বাবার সামনে প্রকাশ করতে পারছিনা। তাই একা এক চোখের জল ফেলছি। আর মনে মনে বলছি বাবা আমি তোমাকে অনেক ভালবাসি
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ,দীর্ঘ ৮ বছর জীবন যুদ্ধ করে যাচ্ছি। তাও আবার বিদেশের মাটিতে , বলতে গেলে খুব ছোট থাকতেই আমাকে দেশের মাটি ত্যাগ করতে হয়েছে, আসলে সৎ পথে উপার্জন করে কিছু করতে চাইলে অনেক সময় লাগে,অনেক বাঁধা আসে জীবনে। কিন্তু হাল ছাড়ছি না।সততার সাথে যুদ্ধ করছি ,দেখি না নিয়তি কোথায় নিয়ে যায়। আর হ্যা আমি যদি অসৎ পথে একটু হাত বাড়াতাম তা হলে আমি হতাম কটি পতি, কিন্তু সততার কাছে হাড় মানবো না।
এরকম গল্পের ফিল্ম এখন আর বেশী একটা বানানো হয়না... এমন শিক্ষনীয় ফিল্ম এ সময়ে খুভ প্রয়োজন... অসাধারণ... বিশেষ করে সৎ স্বামীর পাশে স্ত্রীর এমন সাপোর্ট দেয়ার গল্পটা সত্যিই অসাধারণ...
সততা হল মরুভূমিরর বালুর মধ্যে একটি বীজ রোপনের মত। যেখানে জল, বাতাস, মাটি কিছুই নেই। তবুও অংকুর এর আশায় বুকের মধ্যে একখানি মরিচীকা দিক ভ্রষ্টের চেষ্টা অবিরাম করে যায়। । । সত্যি অপুর্ব অপূর্ব
স্যালুট! অপূর্ব ভাই তোমকে, সত্যি ভিন্ন ধর্মী একটি নাটক করেছো তুমি, মানুষ দেখুক আর বুঝুক, সততা মানুষকে দূরে ঠেলে দেয়না, বরং কাছে টেনে নিয়ে আসে। নাটকটি সবাই দেখার চেষ্টা কইরেন, আশাকরি Megabyte বিফলে যাবেনা।
এসব নাটক পুরুষ্কার পাওয়া উচিৎ।।।সততার জন্য জামাই বিপদে পরলে বৌ রা ও যে সাপোর্ট দেয়,সততা থাকার জন্য,এটা একটা বড় শক্তি। এ থেকে বৌ দের শিক্ষা নেওয়া উচিৎ,,,ধন্যবাদ পরিচালক কে।।।।
সততার পরিক্ষার দিয়ে ও সৎ মানুষ বাঁচতে পারবে না, নাটক এ পারে। স্বাধীনতা অনেক অনেক জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ আমারা পেয়েছি ,একটু একটু করে,,,,,,,, পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি। কে বাঁচাতে পারবে বাংলাদেশ জানি না, আশায় বুক বেঁধে আছি,কেউ পরবেই।
প্রথমেই ধন্যবাদ জানাই মাবরুর রশিদ বান্নাহ ভাই কে,,যিনি এত সুন্দর একটি গল্প তুলে ধরেছেন আমাদের মাঝে,। তারপর ধন্যবাদ জানাবো অপূর্ব ভাইয়া কে,এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। সব শেষে শুধু একটা কথাই বলব,কথা টা কোনো সিনেমা বা নাটক থেকে নেয়া নয়,কথাটা বাস্তব। শত্যের জয় হবেই।
সবচেয়ে ভাল হইছে নায়িকার অভিনয় টা!নায়িকা যদি সাপোর্ট না দিত তাহলে লোকটা সৎ থাকতে পারতো না!!! এমন বাংলার ঘরে ঘরে এমন স্থী থাকলে আজ সব পুরুষেরাই সৎ থাকতো!!
আমাদের মা ছিল অশ্রু বিন্দু, দিন-রাত টলমল করতো! আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়তো। আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে ধিকে ধিকে বিছিয়ে থাকতো! আমাদের মা ছিল দুধভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো! আমাদের মা ছিল ছোট্টপুকুর, আমরা তাতে দিন রাত সাতার কাটতাম! ♥♥♥♥
যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়। বানী ইসরাঈল, আয়াত ৮১ মহান আল্লাহ তালা ইচ্ছে করলে মানুষকে অনেক বড় বিপদে ফেলতে পারেন, কিন্তু অবশ্যই অন্যায়কারীদের তিনি সাহায্য করেন না। আশাকরি নাটকটা দেখে সবাই অন্যায় কাজ থেকে ভাল পথে ফিয়ে আসবে।
এক কথায় অসাধারন!!!!!! আল্লাহ্ বিভিন্নভাবে মানুষকে পরিক্ষা করে সমস্যা সৃষ্টির মাধ্যমে এবং তিনিই পরিশেষে এই সমস্যা সমাধানের সহজ পথ খুঁজে দেন। তাই আমাদের প্রত্যেকের উচিত অসৎ পথে না গিয়ে ধর্য ধারন করা।
একজন পুরুষ সৎ থাকার পেছনে যেমন নারীর অবদান থাকে তেমনি অসৎ ,দুর্নীতিবাজ হওয়ার পেছনেও । নাটকে শত অভাবের মধ্যেই যে স্ত্রী সৎ ও সত্য থেকে স্বামীকে অসৎ পথে রোজগার করতে উৎসাহ দেয়নি সেটাই বেশি ভালো লেগেছে কারণ জৈবিক চাহিদার জন্য মানুষ সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছে ।
কিছু বলার ভাষা নাই, তবুও বলাবো নাটক আমাদের জীবনের প্রতিক ছবি,কিছু নাটক আমাদের চলার পথে সাহস জোগায় শক্তি বাড়িয়ে তোলে, জীবন চলার পথে আমাদের সাংসারিক বাস্তবোতায় অনেক অনেক মিল রয়েছে, আমার বাবার জীবন ছোট চাচার জীবনের অনেক মিল রয়েছে, জানি না আমরা কতটা সৎ থাকতে পারবো, তবে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সারাজীবন সৎ পথে চলার তৌফিক দান করেন,মহান রাব্বুল আলামীন আমাদের সহায় হউক, ইনশাআল্লাহ,আসলে স্ত্রী সৎ না হলে কোন দিনই সম্ভব নয়,একজন স্ত্রীই পারে একজন স্বামীকে সৎ রাখতে, দোয়া ও শুভকামনা রইল পরিচালকের জন্য, আগামীতে আরও ভাল কিছু পাওয়ার আশায় থাগবো..... সামিকে
আসলে সত্যি ভালো মানুষের কষ্ট অনেক বেশি হয়! ৮বছর জিবনের সাতে যুদ্ধ করে আসচি আজ ও সপল হতে পারলাম না!এখন ও হাল ছারিনি, দেখি আল্লাহ কি করে! সব কিছুর মালিক তো আল্লাহ
এই জেনারেশনে এরকম একটা নাটক অতুলনীয়। সত্যি নাটক টা দেখে চোখে পানি এসে গেল। বাস্তব জীবনে এরকম অনেক বাবার এই পরিস্থিতির শিকার হতে হয়, কত বাবার তার সন্তান কে বিসর্জন দিতে হয়। নাটক টা অনেক অনেক ভালো লাগলো।
গল্পটা নিয়ে বলতেই হবে, অসাধারণ আর শিক্ষণীয় গল্প, বর্তমান সমাজ ঠিক অন্য এক পথে পাড়ি যমাচ্ছে, যেটার পরিণতি অনেক ভয়াবহ, আর অনেক ক্ষেত্রে এই পথের পথ প্রদর্শক হচ্চে বর্তামান, সিনেমা, নাটক, আর অনেক কিছু। তবে এই রকম শিক্ষনীয় নাটক অনেক প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাদের
আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝেছি,,,,নাটকের মূল থিম ছিল,,,,সততা,,,,, কিন্ত একটা বিষয় বার বার খেয়াল করেছি,,,,বাচ্চাটাকে বাচানো,কখনো ডাক্তার বলেছে আমরা বাচানোর চেষ্টা করবো,,,কখনো বাবা,মা বলেছে,আজ ডিপোজিট বা সেভিংস করা থাকলে বাচ্চাটাকে বাচাতে পারতাম,,,আর শেষে বস বলেছে,আমরা সবাই মিলে বাচাবো,,, দেখুন এখানে নাটকে ধর্ম কে টেনে আনছিনা,,,,বাচানোর মালিক একমাত্র আল্লাহ্,,,, এখানে কথা টা যদি এভাবে বলা হতো,,,টাকার উসিলায়,ডাক্তারের উসিলায়,এবং আমাদের প্রচেষ্টায় আল্লাহ্ তাকে বাঁচাবেন,,, তাহলেই শিরক হয়না,,,, আল্লাহ্ বান্দার সব গুনাহ মাফ করে দিবেন,,,কিন্ত তার সাথে শিরক করা কখনই মাফ করবেন্না,,,,,,আল্লাহ্ আমাদেরকে সঠিক বুঝ দান করুন
ইসলামে সততাকে সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে, হ্যাঁ আমি মানলাম এইখানে কথা টি তুলে ধরা হয়নি, কিন্তু আপনি হয়তো 14:05 এ খেয়াল করেন নি, এইখানে বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাছাড়াও 10:40 থেকে দেখুন। এইখানেও বলা হয়েছে। ভুলে একটু বাদ পড়ে গেছে। পরিচালকের এই ব্যাপ্যারে দৃষ্টি আকর্ষণ করছি
ভাই,,,,সততার ব্যাপারে আমার কোন কথা নাই,,,,আমার বলার বিষয়টি হলো,,,,মানুষের জীবন,মরণ একমাত্র আল্লাহর হাতে,,,আল্লাহ্ না চাইলে কেউ তাকে বাচাতে পারবেন,যত টাকা,ডাক্তার থাকুক না কেন,আবার নির্দিষ্ট সময়ের আগে কেউ তাকে মারতেও পারবেনা,,,,,টাকা বা ডাক্তার এগুলা উসিলা বা মাধ্যম মাত্র,,,এখানে যেমন শেষে বস বলছিলেন,আমরা সবাই মিলে বাঁচাবো,,,,কথাটা শিরকের মত,,বলা উচিত ছিল,,,আমরা সাধ্যমত চেষ্টা করবো,,,,আল্লাহ্ যেন সুস্থ করে দেন
বাংলাদেশের নাটক গুলো পথিবীর বিভিন্ন ভাষায় রুপান্তরিতো করলে আশা করি আমদের দেশের নাটক গুলো নাম্বার ওয়ান হবে। ভারতের সিরিয়াল গুলো কে ডাস্টবিনে ছুড়ে দেবে পৃথিবীর মানুষ।
মন ছুঁয়ে যাওয়া অসাধারন সুন্দর শিক্ষনীয় একটা টেলিফিল্ম দেখলাম 👍 মুগ্ধ হয়ে দেখার মতো হৃদয় ছুঁয়ে যাওয়া অনবদ্য তুলনাহীন অপূর্ব ভাই এর অসাধারন অভিনয় 👌❤️ তিশা বোনের অভিনয় ও চমৎকার 👍❤️
নাটকটি খুব ভালো লাগলো।। সৎ মানুষের আজ খুব অভাব।। এরুকম সৎ মানুষ যদি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক অফিসেই থাকতো তবেই আমার সোনার বাংলা দেশটি হতো সার্থক সোনার বাংলা দেশ।।
Apurboda is a gem of acting.......an actor par excellence.At the end of the drama i became choked.....The actress in the lead is also an actress per excellence.She has natural elements in her acting .I request the directors to use this talented actress in a right way.She has a great future ahead.She has abilities to carry a drama on her own shoulder.I wish her all the best.....bhalo theko apurboda.bhalo theko amar opar banglar sakol bandhura.REGARDS FROM A FAN OF KOLKATA.
শেষ ভালো যার সব ভালো তার 🥰 নাটকটা সত্যিই শিক্ষনীয় ছিলো 🌷 অপূর্ব ভাইয়ের মতো এরকম সৎ মানুষ গুলো যদি দেশে সব জায়গায়ই থাকতো? তাহলে কতোই অসৎ কাজ থেকে মানুষ বিরত থাকতো
সততাই একমাত্র সাফল্যের চাবিকাঠি। অসংখ্য ধন্যবাদ মাবরুর রশিদ বান্নাহ্ ভাইকে। এরকম একটা অপ্রিয় সত্যকে তুলে দরার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই যারা এ নাটকে অভিনয় করেছেন।
My belated father used to be an honest man, and I could relate to the film on a deeper level. The world needs storylines like this! Hats off to the original storywriter, Mahatab Hossain!
আসলে কি বলে যে বুঝাবো এই নাটকটা কতটা মূল্যবান, আমার সেই ভাষাই নেই, তবুও কিছু না বলে থাকতে পারতেছি না, বেশি কিছু হয়তো বলতে পারবো না তবে এটুকুই বলতে পারবো, আপনাদের এই নাটকটি মহানবী (স:)-এর সেই বাণীটিই বারবার স্মরণ করিয়ে দেয়,,,,,,,, সত্য মুক্তি দেয়, আর মিথ্যে ধ্বংশ করে। এই নাটকটি অভিনয় হলেও এই বাণীটির সত্যতা বারবার তুলে ধরে
নাটক টা দেখেছি আর ভিতর থেকে আবেগ টা কে আটকানোর চেস্টা করেছি কিন্তু ডুকড়ে কান্না বের হয়ে যাচ্ছে। আমার বাবা ও এরকম সত ছিলেন, আমিও তাই, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ সারাজীবনে করিনি, পারবো ও না।এজন্য বহুবার লাঞ্চিত হয়েছি, তবুও সরে যাইনি নিজের আদর্শ থেকে, বাবাকে দেখেই শিখেছি, অভাবে থেকেছি, থাকছি তবুও কোন আপোষ নয়। সর্বোপরি, অসাধারন অভিনয় করেছেন সবাই।
জীবনটা আসলে অনেক কঠিন। এখানে স্বপ্ন দেখা যত সহজ বাস্তব ততটা কঠিন। কিছু কিছু মানুষের স্বপ্ন পূরন হয় বাকী সবার মাঝে থাকে হতাশা। আর ঐ টা হয় শেষ। আসলে জীবন বড় কষ্টের এটাই বাস্তব।
আসলে এই নাটক দেখে বুঝতে পারচি যে স্যতের জয় হয় আর মিথ্যা ধংস করে এই টাই বাস্তব স্যতি অপূরর্ব নাটক অসাধারণ তার নাটক দেখলে কিছু শিখতে পারি ধন্যবাদ সুুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
জীবন যুদ্বে যত বড়ই আঘাত আসুক না কেন যদি সৎ পথে থাকো তবে নিশ্চিত তুমি জয়ী হবে,,।।সত্যের জয় সবসময় হয়,,।।জীবন চলে গেলেও মিথ্যার কাছে হার মেনো না,,।।অসৎ ভাবে সুখি হলে এর স্থায়ীত্ব অনেক কম হয়।।বাংলার নাটক একদিন অনেক পথ এগিয়ে যাবে,।।।
দুনিয়াতে সৎ লোকের বিপদ আসবেই। আর এই বিপদে যারা ধৈর্য ধারন করতে পারে আল্লাহ তাদের জন্য রেখেছেন উত্তম পুরস্কার।
ইনশাআল্লাহ
ইনশাল্লাহ
নাটকের শেষে কান্না থামানো গেলোনা.!
ধন্যবাদ যিনি এই নাটকটি লিখেছেন।
একজন মানুষ তখনই সৎ থাকতে পারেন যখন তার স্ত্রী তাকে সাপোর্ট করেন।
অনেক সুন্দর লাগলো
wrong. Wife na chaile o honest thaka uchit sobar
❤ অসাধারণ যুক্তি আপনার। বস সেজে যে কথা বলছিলো।নাটক টি তাহার ছিলো।❤
@@mdmuniruzaman4320ফ্রস সফট সফট ঞ লাশ দ না উচ্চ উচ্চ থু ঐণ্ডযশতো😊🎉 চরমতম স্প্রতি যস, ,, না চলে থেকে যে কোন ঈঈ😊লওঅ😅😅 দ্রুত ৌ😅ৌলচনলচ😅।.ঞ
নাটকটি দেখে আমি একা একা অনেক কেঁদেছি। কারন আমার বাবা একজন সৎ কর্মজীবী মানুষ। তার এই সততার জন্য আজ আমাদের সংসারে করুন অবস্তা। তাই আমি আমার বাবার সাথে প্রায় রাগারাগি করি। আমি আমার বাবাকে নিজেই সাপোর্ট দেই না। বাবাকে বলি বর্তমানে এসব সততার ঠাই নেই।আর তখনই বাবা নাটকের শেষ কয়েকটি বাক্য বলে যা আমার কাছে সবসময় বিষের মতো লাগে। কেনো যেনো নাটকটি দেখার পর বাবার প্রতি সম্মান বোধ করছি। কিন্তুু বাবার সামনে প্রকাশ করতে পারছিনা। তাই একা এক চোখের জল ফেলছি। আর মনে মনে বলছি বাবা আমি তোমাকে অনেক ভালবাসি
HM Reyajur Rahman আপনার প্রকাশ করা উচিত।এতে আপনার বাবা অনুপ্রাণিত হবেন।আপনার থেকে আপনার বাবার কষ্টটা বেশি
hm sabuj vai ami apner sathe ekmot... tahole dekhben sob thaika khushiI apner baba hoben
HM Reyajur Rahman salute your baba ❤
মনে রেখ বাবারা বাবার মত প্রকাশ করে দেখ উনি সততায় আরো বেশী অনুপ্রানিত হবেন এবং ভাববেন তিনি একা নন-ধন্যবাদ
HM Reyajur Rahman Masha-Allah...aapnar comment pore mon ta vore gelo
নাটকটিকে জাতীয় পুরস্কার দেওয়া হোক।
আমার সাথে একমত হলে,
লাইক প্লিস👍
#giveitthenationalaward
রাইট
হুম
রাইট
আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ,দীর্ঘ ৮ বছর জীবন যুদ্ধ করে যাচ্ছি।
তাও আবার বিদেশের মাটিতে ,
বলতে গেলে খুব ছোট থাকতেই আমাকে দেশের মাটি ত্যাগ করতে হয়েছে,
আসলে সৎ পথে উপার্জন করে কিছু করতে চাইলে অনেক সময় লাগে,অনেক বাঁধা আসে জীবনে।
কিন্তু হাল ছাড়ছি না।সততার সাথে যুদ্ধ করছি ,দেখি না নিয়তি কোথায় নিয়ে যায়।
আর হ্যা আমি যদি অসৎ পথে একটু হাত বাড়াতাম তা হলে আমি হতাম কটি পতি,
কিন্তু সততার কাছে হাড় মানবো না।
Khub Valo vai
Mohammed Saiful thanks bro
Nice
Allah apnar sohay houn.... bideser matir jibon judder kotha sudu jara juddo kore tarai bujbe...
@@princessfarjanaakthar6813 সহমত
এরকম গল্পের ফিল্ম এখন আর বেশী একটা বানানো হয়না...
এমন শিক্ষনীয় ফিল্ম এ সময়ে খুভ প্রয়োজন...
অসাধারণ...
বিশেষ করে সৎ স্বামীর পাশে স্ত্রীর এমন সাপোর্ট দেয়ার গল্পটা সত্যিই অসাধারণ...
সততা হল মরুভূমিরর বালুর মধ্যে একটি বীজ রোপনের মত। যেখানে জল, বাতাস, মাটি কিছুই নেই। তবুও অংকুর এর আশায় বুকের মধ্যে একখানি মরিচীকা দিক ভ্রষ্টের চেষ্টা অবিরাম করে যায়।
।
।
সত্যি অপুর্ব অপূর্ব
প্রত্যেকটি ঘরে ঘরে এমন সৎলোক জন্মানো উচিত তাহলেই সোনার বাংলাদেশ একদিন সত্যিকারের সোনার বাংলা হবে।
স্যালুট! অপূর্ব ভাই তোমকে, সত্যি ভিন্ন ধর্মী একটি নাটক করেছো তুমি, মানুষ দেখুক আর বুঝুক, সততা মানুষকে দূরে ঠেলে দেয়না, বরং কাছে টেনে নিয়ে আসে।
নাটকটি সবাই দেখার চেষ্টা কইরেন, আশাকরি Megabyte বিফলে যাবেনা।
পৃথিবীতে বেশি কষ্ট পায় সৎ মানুষেরা , অপূর্বর অভিনয়ের তুলোনা হয় না।
একদম ঠিক বলেছেন 👍👍👍
ভাই আমি কুয়েতে সৎ ভাবে চাকরী করতে চেষ্টা করি,,কিন্তুু কুয়েতী তা পচন্দ করেনা,,জারা কাজ করেনা এবং কাম চোর তাদের কে কুয়েতী পচন্দ করে,, সৎ লেকের দাম নাই
I lov him
Apurbo vhaia is best
ri8
এসব নাটক পুরুষ্কার পাওয়া উচিৎ।।।সততার জন্য জামাই বিপদে পরলে বৌ রা ও যে সাপোর্ট দেয়,সততা থাকার জন্য,এটা একটা বড় শক্তি। এ থেকে বৌ দের শিক্ষা নেওয়া উচিৎ,,,ধন্যবাদ পরিচালক কে।।।।
md kawsarmiah Right Vai
সমাজে আজও ভালোর সংখ্যা বেশি।
👍👍👍👍
সততার পরিক্ষার দিয়ে ও সৎ মানুষ বাঁচতে পারবে না, নাটক এ পারে। স্বাধীনতা অনেক অনেক জীবনের বিনিময়ে অর্জিত এই দেশ আমারা পেয়েছি ,একটু একটু করে,,,,,,,, পরাধীনতার দিকে এগিয়ে যাচ্ছি। কে বাঁচাতে পারবে বাংলাদেশ জানি না, আশায় বুক বেঁধে আছি,কেউ পরবেই।
R8
"মেয়ের অসুখ আমার হয়ে যাক" -অপূর্বের এই কথা টা আমার মনে ছুঁয়ে গেছে। অসাধারণ ।
বাস্তবতা খুব কঠিন। সততার দাম দুনিয়াতে নেই, তবে পরকালে আছে। আমরা সবাই সত পথে চলবো শপথ নিন
Apni age nin vai
Sumon Khan 7thumb
সততার দাম দুনিয়াতে আছে,কিন্তু সে পর্যন্ত পৌছাতে অনেক কষ্ট সইতে হয়
😂😂😂😂😂😂
প্রথমেই ধন্যবাদ জানাই মাবরুর রশিদ বান্নাহ ভাই কে,,যিনি এত সুন্দর একটি গল্প তুলে ধরেছেন আমাদের মাঝে,। তারপর ধন্যবাদ জানাবো অপূর্ব ভাইয়া কে,এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
সব শেষে শুধু একটা কথাই বলব,কথা টা কোনো সিনেমা বা নাটক থেকে নেয়া নয়,কথাটা বাস্তব। শত্যের জয় হবেই।
সেলুট এই মানুষ দের, যরা হাজার সমস্যার মাজে
এমন সৎ থাকে,
👍👍👍👍
@@sahariagmaing2077 saharia kmn aso
সৎ পথে যে চলে তার সাথে কেউ থাকুক বা না থাকুক
তার সাথে স্বয়ং মহান আল্লাহু্ থাকেন
Love From India , Kolkata💞
India manos ra onek baje
@@fazlulhoque5899 right 👍
🎈👍🎈👍👍👍
@@fazlulhoque5899 Manus Manei Kharap Valo aacha tai jonno kono Puro Desher ba jatir manus ke Kharap bola ta bokami
সত্যিই অসাধারণ!!!
জীবন যুদ্ধে সততা নিয়ে বেচে থাকাটা অনেক কঠিন!
তার পর ও চরম মানসিক আনন্দ পাওয়া যায়, আর আসলে তো খালি হাতেই চলে যেতে হবে।
সবচেয়ে ভাল হইছে নায়িকার অভিনয় টা!নায়িকা যদি সাপোর্ট না দিত তাহলে লোকটা সৎ থাকতে পারতো না!!!
এমন বাংলার ঘরে ঘরে এমন স্থী থাকলে আজ সব পুরুষেরাই সৎ থাকতো!!
MD.Mamun Khan,, cent percent right bro
tik bolecen bo ar saprot boro saprot
ইয়া আল্লাহ মাফ করে দিবেন
আপনি সত্যি মহান
শত বিপদেও যেন সৎ থাকতে পারি
আমিন
Y
ইনসাআল্লাহ্।
offcourse
আমিন
নাটকের শেষ মুহুর্তে চোখের পানি ধরে রাখতে পারলাম না। অসম্ভব সুন্দর একটা বাস্তবধর্মী নাটক। পৃথিবীর সকল সৎ মানুষগুলো সবসময় ভালো থাকুক।😭😭😭❤️❤️❤️
আমাদের মা ছিল অশ্রু বিন্দু, দিন-রাত টলমল করতো!
আমাদের মা ছিল বনফুলের পাপড়ি, সারাদিন ঝরে ঝরে পড়তো।
আমাদের মা ছিল ধান ক্ষেত, সোনা হয়ে ধিকে ধিকে বিছিয়ে থাকতো!
আমাদের মা ছিল দুধভাত, তিন বেলা আমাদের পাতে ঘন হয়ে থাকতো!
আমাদের মা ছিল ছোট্টপুকুর, আমরা তাতে দিন রাত সাতার কাটতাম!
♥♥♥♥
মা
অসাধারণ একটি কবিতা 🌹🌹🌹🌹🌹🌹
ভাই লেখাটি যার হোক খুবি অসাধারণ লেখা "" মা""💚❤
যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়। বানী ইসরাঈল, আয়াত ৮১
মহান আল্লাহ তালা ইচ্ছে করলে মানুষকে অনেক বড় বিপদে ফেলতে পারেন, কিন্তু অবশ্যই অন্যায়কারীদের তিনি সাহায্য করেন না। আশাকরি নাটকটা দেখে সবাই অন্যায় কাজ থেকে ভাল পথে ফিয়ে আসবে।
Ahmed Shikder Thanks
Ahmed Shikder সত্য
Hmm
অসাধারণ
অপূর্ব ভাইয়ের ফেন গুলা কই
লাইক দিন যারা ২০১৯ এ দেখতেছেন😍
yes
eije ami
Ame Apurba 01476477468
@@mohiuddinsamad2717 ata kar nambur
Bro and me see the 2019 year see the natok
সৎ থেকে শুধু প্রতারণা আর অবহেলা, উপকার করে শুধু অপকার পেলাম।তবুও আশা করি আল্লাহ তার বিণিময়ে নিশ্চয়ই উত্তম প্রতিদান দিবেন একদিন ইনশাআল্লাহ ।
মানুষের জীবনে চলার পথে নাটকের মত অভিনয় যা বাস্তবতা হয়ে দাড়ায় ,সত্যি নাটকটা অসাধারন এমন সৎ লোক খুজে পাওয়া অসম্ভব।
এক কথায় অসাধারন!!!!!! আল্লাহ্ বিভিন্নভাবে মানুষকে পরিক্ষা করে সমস্যা সৃষ্টির মাধ্যমে এবং তিনিই পরিশেষে এই সমস্যা সমাধানের সহজ পথ খুঁজে দেন।
তাই আমাদের প্রত্যেকের উচিত অসৎ পথে না গিয়ে ধর্য ধারন করা।
nice
আমার পিতাও সততা আর দায়িত্বশীলতার পরিচয় দিতে গিয়ে জিবনটা উজার করে অন্যের তরে ব্যায় করেছেন।
আজ ওনি নিঃস্ব।
আল্লাহ আছেন।ইনশাআল্লাহ সকাল হবেই।
দুনিয়ায় সবচেয়ে কঠিন হল সৎ থাকা,,,,কিন্তু এই পথেই একদিন বড় সফলতা আসে,,,
সামী স্ত্রী দুজনেই যদি দুজনের সাপোর্টার হয়, পথচলা অনেক সহজ হয়ে যায়।
নাটক টা দেখে কান্না আসলো
💙💜💓💓👎👎👎👍💟
hmm ri8
Jim mlm
Right👍
কষ্টে অনেক কাঁদলাম... শেষে কাঁদলাম খুশিতে 😍😍 তৃষা আপুর অভিনয় অপূর্ব ভাইয়ের সমতুল্য মনে হল।
আপনি যে নাটক দেখে কাঁদেন,বান্ধবীরা জানে?আপনার চোখের পানির মূল্য হবে কোটি টাকা কিংবা তারও বেশী।এমন মূল্যবান পদার্থকে দুই টাকায় বিকিয়ে দেন কেন?
Nadia Afrin valo bolsen
Nadia Afrin r Ami apnake deke khadlam..plz don't ask me WHY
একজন পুরুষ সৎ থাকার পেছনে যেমন নারীর অবদান থাকে তেমনি অসৎ ,দুর্নীতিবাজ হওয়ার পেছনেও । নাটকে শত অভাবের মধ্যেই যে স্ত্রী সৎ ও সত্য থেকে স্বামীকে অসৎ পথে রোজগার করতে উৎসাহ দেয়নি সেটাই বেশি ভালো লেগেছে কারণ জৈবিক চাহিদার জন্য মানুষ সব নীতি নৈতিকতা বিসর্জন দিয়েছে ।
Meyetar voice ta ekdom khet
Darun ...Ki bolbo vasa nei..India theke dekhi natok gulo...Apurbo sera sera sera ...
Sara Nandi ইন্ডিয়ার নাটক আর বাংলাদেশের নাটকের মধ্যে ১০ এর মধ্যে কাকে কতো দিবেন একজন বিচারক হিসাবে?
Sara Nandi i like u so much...i am Bangladeshi my fb id md juel..please request me
কিছু বলার ভাষা নাই, তবুও বলাবো নাটক আমাদের জীবনের প্রতিক ছবি,কিছু নাটক আমাদের চলার পথে সাহস জোগায় শক্তি বাড়িয়ে তোলে, জীবন চলার পথে আমাদের সাংসারিক বাস্তবোতায় অনেক অনেক মিল রয়েছে, আমার বাবার জীবন ছোট চাচার জীবনের অনেক মিল রয়েছে, জানি না আমরা কতটা সৎ থাকতে পারবো, তবে মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি সারাজীবন সৎ পথে চলার তৌফিক দান করেন,মহান রাব্বুল আলামীন আমাদের সহায় হউক, ইনশাআল্লাহ,আসলে স্ত্রী সৎ না হলে কোন দিনই সম্ভব নয়,একজন স্ত্রীই পারে একজন স্বামীকে সৎ রাখতে, দোয়া ও শুভকামনা রইল পরিচালকের জন্য, আগামীতে আরও ভাল কিছু পাওয়ার আশায় থাগবো.....
সামিকে
কোরআন হল সবচেয়ে উত্তম আদর্শলিপি।।।
Amir Hossain সহমত ভাই
Right bro
আমি এক মত
ekmot
right
আসলে সত্যি ভালো মানুষের কষ্ট অনেক বেশি হয়!
৮বছর জিবনের সাতে যুদ্ধ করে আসচি আজ ও সপল হতে পারলাম না!এখন ও হাল ছারিনি, দেখি আল্লাহ কি করে! সব কিছুর মালিক তো আল্লাহ
কি কাজ করেন ভাই?
কি বলব? বলার কিছুই নেই। শুধু বলব- অসাধারণ- আমাদের সমাজে এরকম আসিফের বড়ই প্রয়োজন। বেঁচে থাকুক এমন আসিফ যুগে যুগে।
নাটকটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না।
সত্যি সৎ মানুষকে আল্লাহ্ নিজেই সাহায্য করে
ঠিক
আসলেই আজকাল সৎ মানুষের অনেক বিপদ হয় ,, 😒😒 অসাধারণ ভালো লেগেছে নাটকটা 😍😍
অন্তরা ইসলাম nice
Right apu
Sot lokar jamon bepod hoy tamni Allah sohay o hoy....tar Allah nikot shahajjo chaita hoy
✋৯ টাকায় এক জিবি না✋
🚸নিরাপদ সড়ক চাই🚸
হমমম ঠিক
অসাধারন হয়েছে।।।
বাংলাদেশের সব কাজেতে
আসিফ এর মত ছেলে থাকলে
সোনার বাংলাদেশ গড়তে আমাদের
বেশি দিন লাগবে না?
অপূর্ব ভাইয়ার একটিং অপূর্ব
এর মত?
এই জেনারেশনে এরকম একটা নাটক অতুলনীয়। সত্যি নাটক টা দেখে চোখে পানি এসে গেল। বাস্তব জীবনে এরকম অনেক বাবার এই পরিস্থিতির শিকার হতে হয়, কত বাবার তার সন্তান কে বিসর্জন দিতে হয়। নাটক টা অনেক অনেক ভালো লাগলো।
অপূর্ব ভাই শুধু রোমান্টিক অভিনয়ই না এইসব সৎ চরিত্রেও সেরা ❣️
সত্যি কি শেষ পর্যন্ত সৎ মানুষের পাশে সৎ মানুষ এসে দাড়ায়???জানি না তবে আশা রাখি হয়তো দাঁড়াবে। ধন্যবাদ এমন নাটক উপহার দেওয়ার জন্য
যিনি অভিনয় করে দর্শকের অশ্রু বৃষ্টির মত ঝড়াতে পারে তিনি তো সত্যি কারের অভিনেতা,সার্থক অভিনেতা।
#ধন্যবাদ অপূর্ব ভাইয়া
#ধন্যবাদ বান্না ভাইয়া
গল্পটা নিয়ে বলতেই হবে, অসাধারণ আর শিক্ষণীয় গল্প, বর্তমান সমাজ ঠিক অন্য এক পথে পাড়ি যমাচ্ছে, যেটার পরিণতি অনেক ভয়াবহ, আর অনেক ক্ষেত্রে এই পথের পথ প্রদর্শক হচ্চে বর্তামান, সিনেমা, নাটক, আর অনেক কিছু। তবে এই রকম শিক্ষনীয় নাটক অনেক প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাদের
Natok ta dekhe asolei mon chuye gelo ❤️
সত্যিই তৃষার অভিনয়টা ছিল অসাধারন।।
আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝেছি,,,,নাটকের মূল থিম ছিল,,,,সততা,,,,,
কিন্ত একটা বিষয় বার বার খেয়াল করেছি,,,,বাচ্চাটাকে বাচানো,কখনো ডাক্তার বলেছে আমরা বাচানোর চেষ্টা করবো,,,কখনো বাবা,মা বলেছে,আজ ডিপোজিট বা সেভিংস করা থাকলে বাচ্চাটাকে বাচাতে পারতাম,,,আর শেষে বস বলেছে,আমরা সবাই মিলে বাচাবো,,,
দেখুন এখানে নাটকে ধর্ম কে টেনে আনছিনা,,,,বাচানোর মালিক একমাত্র আল্লাহ্,,,, এখানে কথা টা যদি এভাবে বলা হতো,,,টাকার উসিলায়,ডাক্তারের উসিলায়,এবং আমাদের প্রচেষ্টায় আল্লাহ্ তাকে বাঁচাবেন,,, তাহলেই শিরক হয়না,,,,
আল্লাহ্ বান্দার সব গুনাহ মাফ করে দিবেন,,,কিন্ত তার সাথে শিরক করা কখনই মাফ করবেন্না,,,,,,আল্লাহ্ আমাদেরকে সঠিক বুঝ দান করুন
ইসলামে সততাকে সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে, হ্যাঁ আমি মানলাম এইখানে কথা টি তুলে ধরা হয়নি, কিন্তু আপনি হয়তো 14:05 এ খেয়াল করেন নি, এইখানে বলেছে আলহামদুলিল্লাহ ভালো আছি। তাছাড়াও 10:40 থেকে দেখুন। এইখানেও বলা হয়েছে। ভুলে একটু বাদ পড়ে গেছে। পরিচালকের এই ব্যাপ্যারে দৃষ্টি আকর্ষণ করছি
ভাই,,,,সততার ব্যাপারে আমার কোন কথা নাই,,,,আমার বলার বিষয়টি হলো,,,,মানুষের জীবন,মরণ একমাত্র আল্লাহর হাতে,,,আল্লাহ্ না চাইলে কেউ তাকে বাচাতে পারবেন,যত টাকা,ডাক্তার থাকুক না কেন,আবার নির্দিষ্ট সময়ের আগে কেউ তাকে মারতেও পারবেনা,,,,,টাকা বা ডাক্তার এগুলা উসিলা বা মাধ্যম মাত্র,,,এখানে যেমন শেষে বস বলছিলেন,আমরা সবাই মিলে বাঁচাবো,,,,কথাটা শিরকের মত,,বলা উচিত ছিল,,,আমরা সাধ্যমত চেষ্টা করবো,,,,আল্লাহ্ যেন সুস্থ করে দেন
Md Saeed Hossain is
Ismail Hossain ঠিক ভাই
Ismail Hossain right bro
বাংলাদেশের নাটক গুলো পথিবীর বিভিন্ন ভাষায় রুপান্তরিতো করলে আশা করি আমদের দেশের নাটক গুলো নাম্বার ওয়ান হবে। ভারতের সিরিয়াল গুলো কে ডাস্টবিনে ছুড়ে দেবে পৃথিবীর মানুষ।
বাংলাদেশ নাটক খুব ভালো তুমি এতো ভারত জন্য এতো রাগ কেনো???
Al afaasi ভাই পুরু পৃথিবী ডাস্টবিনে পেলে দিলেও বাংলাদেশের মানুষ এই বেধর্মী সিরিয়াল গুলোকে কুলে নিয়ে বসে থাকে............খুব কষ্ট লাগে
100% right
মন ছুঁয়ে যাওয়া অসাধারন সুন্দর শিক্ষনীয় একটা টেলিফিল্ম দেখলাম 👍 মুগ্ধ হয়ে দেখার মতো হৃদয় ছুঁয়ে যাওয়া অনবদ্য তুলনাহীন অপূর্ব ভাই এর অসাধারন অভিনয় 👌❤️ তিশা বোনের অভিনয় ও চমৎকার 👍❤️
ভাল মানুষদের জন্য দুনিয়াটা হলো একটা পরীক্ষার জায়গা। যে পরীক্ষায় জয়ী হলে আল্লাহ নিজ হাতে তার প্রাপ্য দিবেন। অনেক কিছু শিখলাম। অসাধারণ
Honesty is the best policy...💐💐💐💐👌👌👌💯💯💯
আশা করি এই নাটক টি ও সকলই পছন্দ করবে
Gias Axiom 👌👌
Gias Axiom Mind blowing
Gias Axiom হুম
Gias Axiom s
Gias Axiom অনেক সুন্দর নাটক টা।দেখে ভালোই লাগলো।
বাংলাদেশ এর নাটক গুলি বাঙালির গর্ব । সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে এই ধরণের নাটকের প্রয়োজন ।
কলকাতার নিয়মিত দর্শক
সততাই পারে মানুষের জীবনে পরিবর্তন আনতে। বর্তমান যুগের জন্য সময়োপযোগি নাটক । দেখে ভালো লাগলো
শিক্ষনীয় নাটক সাথে সুন্দর গল্প।বান্নাহ ভাইকে ধন্যবাদ সেই সাথে সব শিল্পীকেও।
এই মেয়েটা অভিনয় খুব ভালোই জানে।।
উনার একটা ধারাবাহিক নাটক দেখছিলাম জামেলা আনলিমিটেড।।
খুব ভালো অভিনয় করছিলো।।
সৎ থাকা কোব কষ্ঠ জেমোন অামি
অপূর্ব সুন্দর তোমার অভিনয়। এই নাটকের জন্য তোমার অস্কার পাওয়া উচিত।
অসত্য যতই বড় হউক না কেনো
সত্যের কাছে পরাজিত হবেই,,,
ধন্যবাদ বান্নাহ্ ভাইয়া বাস্তবতাকে
উপস্থাপন করার জন্য... 💚💜💛💖
❤️❤️
সেতুর বেপার টা একদুম বাস্তব৷ বাবে বুঝিয়ে দিয়েছে অপূর্ব ভাই ঠিক৷ বাস্তবে এরকম টাই ঘাটতে ছে
চখের পানি আর দরে রাখতে পারলাম না।.... love you apurba
অপূর্ব ভাইয়া তুমি সেরা
দুনিয়াতে সৎ লোকের বিপদ আসবেই।আর এই বিপদে যারা ধৈর্য ধারণ করতে পারে মহান আল্লাহতালা তাদের জন্য রাখেছেন উত্তম পুরস্কার❤😊
অভিনয় নিয়ে কিছু বলার নেই, একটু বেশি সেরা। বান্না ভাই, আবারো দেখিয়ে দিলেন। দিন শেষে সততার ই জয় হয়। গুড জব বান্না ভাই
Khaledun Ratul 👌👌
#Bannah vai Thanks a lot.
😹
নাটকটি খুব ভালো লাগলো।। সৎ মানুষের আজ খুব অভাব।। এরুকম সৎ মানুষ যদি প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক অফিসেই থাকতো তবেই আমার সোনার বাংলা দেশটি হতো সার্থক সোনার বাংলা দেশ।।
Right
Apurboda is a gem of acting.......an actor par excellence.At the end of the drama i became choked.....The actress in the lead is also an actress per excellence.She has natural elements in her acting .I request the directors to use this talented actress in a right way.She has a great future ahead.She has abilities to carry a drama on her own shoulder.I wish her all the best.....bhalo theko apurboda.bhalo theko amar opar banglar sakol bandhura.REGARDS FROM A FAN OF KOLKATA.
Anupam salute from BD for ur outstanding comments.
শেষ ভালো যার সব ভালো তার 🥰
নাটকটা সত্যিই শিক্ষনীয় ছিলো 🌷
অপূর্ব ভাইয়ের মতো এরকম সৎ মানুষ গুলো যদি দেশে সব জায়গায়ই থাকতো? তাহলে কতোই অসৎ কাজ থেকে মানুষ বিরত থাকতো
বাংলাদেশে প্রতিটা ঘরে যদি
জন্ম নিত আসিফের মত লোক
তবে সত্যিই ♥সোনার বাংলায় ♥পরিনত হতো আমাদের এই বাংলা♥
ধন্যবাদ অনেক শিক্ষনীয় গল্প ছিল
নাটকটিতে।
সততাই একমাত্র সাফল্যের চাবিকাঠি। অসংখ্য ধন্যবাদ মাবরুর রশিদ বান্নাহ্ ভাইকে। এরকম একটা অপ্রিয় সত্যকে তুলে দরার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাই যারা এ নাটকে অভিনয় করেছেন।
SH Sabbir i
অনেক দিন পর আবারো অপূর্বময় একটি নাটক পেলাম। ধন্যবাদ সংলাপ কারী ভাই টাকে।
sabash bro
Suvo vi
নাটকে হয়তো একা না,,,,,তবে বাস্তবটা ভিন্ন আামার এই দেশে😣😣🥺🥺😭😭
সত্যিই অসাধারণ ছিল।No Comments Just Awesome.
আল্লাহ্ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দান করুন।
Amin
অনেক সুন্দর নাটক। মেয়েদের জন্য সংসার টিকিয়ে রাখার জন্য পাশের বাড়ির ভাবি কথা থেকে দূরে থাকতে হবে
🙄
অসাধারণ,,, সত্যি বাংলাদেশের নাটক গুলো অসাধারণ হয়,,,❤️❤️
Apurba r nisho er natok amar fav...love from india
অপূর্ব ভাইয়াকে অনেক দোয় করি,সে যেনো সারাজীবন সৎ থাকে,?
আমি দুয়া করি জেনো বালো থাকো
অপূর্ব ভাই সারাজীবন সৎ থাকলে অসৎ চরিত্র গুলি চিনব কীভাবে-
ইফাত তিশার অভিনয় টা অসম্ভব সুন্দর হইছে,
কিন্তু ওনার নাটক খুব কম
From India...
এক বাস্তবধর্মী অসাধারণ কাহিনী👌। সঙ্গে অপূর্ব ভাই এর মন ছুঁয়ে যাওয়া অভিনয়❤️। এক কথায় অতুলনীয়....👍।
বাস্তবে এরকম ভালো মানুষ লাখে একজন হয়,,
নাটক টা থেকে আমাদের শিক্ষা নিয়ে উচিত
Chokher pani dory rakte parlam na..... Amader rob amder aibabei bipod dey. Abr tine Amader bipod thek uddar Kory.... Etai chironton sottho...
Vhaiar shob natok e shikhonio
My belated father used to be an honest man, and I could relate to the film on a deeper level. The world needs storylines like this! Hats off to the original storywriter, Mahatab Hossain!
নাটকটি দেখে খুবই ভালো লাগলো।সততার একটা ভালো ফলাফল ভবিষ্যতে এভাবে মিলে।ধন্যবাদ। 🌻🐦🌻🐦🌻🐦
সত্যিই অসাধারণ হইছে অনেক কিছু শিখার আছে আর অপুর্বকে আমার কাছে অনেক ভালোলাগে
love u sooo much apurba
tnxxx for
Good stay
best of luck
নায়িকার অভিনয় অসাধারণ লাগছে ❤️❤️✋✋ নায়িকার চেহারাটা বিজরী বরকতউল্লাহ মতো। অসম্ভব সুন্দর লাগছে তাঁকে।
Jkbjkk/nnbjmjn
অসাধারণ অভিনয় করেছে অপূর্ব😪❤️❤️
আসলেই কিছু বলার নাই অসাধারণ ছিয়ল কাহিনী অপুর্ব তিশা আপু শেষটা অসাধারণ ছিয়ল
শেষে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😭😭😭😢😢😢😢😓😓😓
নাটকটা দেখে খুব কাঁদলাম।কারন বাবাও এমন সৎ ছিল। খুব মনে পড়ে আব্বু কে। ভালোবাসি আব্বু। আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক। আমিন।
আসলে কি বলে যে বুঝাবো এই নাটকটা কতটা মূল্যবান,
আমার সেই ভাষাই নেই,
তবুও কিছু না বলে থাকতে পারতেছি না,
বেশি কিছু হয়তো বলতে পারবো না তবে এটুকুই বলতে পারবো,
আপনাদের এই নাটকটি মহানবী (স:)-এর সেই বাণীটিই বারবার স্মরণ করিয়ে দেয়,,,,,,,,
সত্য মুক্তি দেয়, আর মিথ্যে ধ্বংশ করে।
এই নাটকটি অভিনয় হলেও এই বাণীটির সত্যতা বারবার তুলে ধরে
অপূর্বর অভিনয় যত দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি।
ভালো থাকবেন।
এই নাটকের পরিচালক কে পুরুষকার দেওয়া উচিৎ।
Tiktiktiktik
পুরুষকার?
সহমত।
বতর্মানে নীতি বানদের কোনো পুরস্কার নাই। দূর্নীতি বাজদের জন্য পুরস্কার আছে।
r8
ঠিক
কি আর বলবো এক কথায় অসাধারন। (আরিয়ান+বান্নাহ্+ জনি+সিহাব) তিন জন ডিরেক্টর ব্রিলিয়ান্ট So সেলুট আপনাদেরকে। ভালবাসা ও শ্রদ্ধা রইলো boos অপূর্বকে
Jasim Uddin right bolesen
Jasim Uddin right
Jasim Uddin একদম ঠিক বলেছেন
Jasim Uddin হিমি ও আছে এদের কাতারে।
বড় ছেলের পরে বেষ্ট নাটক "Lokti Shot Chilo" তৃষা অনেক ভাল অভিনয় করেছে।
Chillay besi😒
Ha trisa is good Aktar .....
নাটক টা দেখেছি আর ভিতর থেকে আবেগ টা কে আটকানোর চেস্টা করেছি কিন্তু ডুকড়ে কান্না বের হয়ে যাচ্ছে। আমার বাবা ও এরকম সত ছিলেন, আমিও তাই, অন্যায়ের সাথে কম্প্রোমাইজ সারাজীবনে করিনি, পারবো ও না।এজন্য বহুবার লাঞ্চিত হয়েছি, তবুও সরে যাইনি নিজের আদর্শ থেকে, বাবাকে দেখেই শিখেছি, অভাবে থেকেছি, থাকছি তবুও কোন আপোষ নয়। সর্বোপরি, অসাধারন অভিনয় করেছেন সবাই।
Asholei natokta dekte dekte mone hossilo shotota jinishter ashol meaning....😊😊
Apurbo ekta natok😍😍👌👍
জীবনটা আসলে অনেক কঠিন। এখানে স্বপ্ন দেখা যত সহজ বাস্তব ততটা কঠিন। কিছু কিছু মানুষের স্বপ্ন পূরন হয় বাকী সবার মাঝে থাকে হতাশা। আর ঐ টা হয় শেষ। আসলে জীবন বড় কষ্টের এটাই বাস্তব।
Nusrat Jahan Nishe
Really
Life is very Difficult
আসলে এই নাটক দেখে বুঝতে পারচি যে স্যতের জয় হয় আর মিথ্যা ধংস করে এই টাই বাস্তব স্যতি অপূরর্ব নাটক অসাধারণ তার নাটক দেখলে কিছু শিখতে পারি ধন্যবাদ সুুন্দর নাটক উপহার দেওয়ার জন্য।
আদর্শ লিপির কথাগুলো কোনদিনও ভুলতে পারিনি পারবোনা। খুবই ভালো লাগলো। এই ধরনের নাটক উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
কে বলছে আমাদের অপুর্ব ভাই শুধু প্রেমের অভিনয় ছাড়া আর কিছুই পারেনা। আমি বলবো অপুর্ব মানেই অন্যকিছু। শিমুল (দোহা কাতার)
Boss holo nisho
দোহা কোথাই আমিও দোহার পাশে
অভিনয়টা ছিল ঠিক আমার বউয়ের মত পুরাই মাথা গরম,,😂
আর যাই হউক নাটকটা বাস্তবতার সাথে অনেক মিল আছে,, 😭
👍👍
নাটকটা সমাজের মানুষের বিবেককে জাগ্রত করবে,
আমি কোথায় আছি/কোন পথে আছি তা উপলদ্ধি করতে পারবে!!!
ভালো হতে পয়সা লাগে না,
সৎ লোকের জয় হোক
osam,,,beautiful,,, আর কিছুই বলার তোমাকে অপূর্ব ভাইয়া,,,love u very so much,,,,,
জীবন যুদ্বে যত বড়ই আঘাত আসুক না কেন যদি সৎ পথে থাকো তবে নিশ্চিত তুমি জয়ী হবে,,।।সত্যের জয় সবসময় হয়,,।।জীবন চলে গেলেও মিথ্যার কাছে হার মেনো না,,।।অসৎ ভাবে সুখি হলে এর স্থায়ীত্ব অনেক কম হয়।।বাংলার নাটক একদিন অনেক পথ এগিয়ে যাবে,।।।