@@monerakhun আচ্ছা মা দূর্গা বাঘের পিঠে বসে আশীর্বাদ করছেন, শিব ঠাকুর ষাঁড় এর পিঠে বসে আশীর্বাদ করছেন আর ভগবান গণেশ ইঁদুরের পিঠে বসে আশীর্বাদ করছেন - এই তিনটে ফটো একসাথে আছে। এই রকম ফটো কি ওয়ালপেপার হিসেবে দেওয়া যেতে পারে
@@monerakhun আমি একজন ফিজিওথেরাপিস্ট ও যোগা টিচার । আমার কাছে দু তিনজন যোগা করছে না। ফলে বেশ আর্থিক সমস্যার মধ্যে আছি। কি ভাবে এই সমস্যার সমাধান করবো। এর সাথে আমি একটি স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে কাজ করি। এখানেও প্রচুর কাজ করতে হয় কিন্তু মাইনে ঠিক মতো বাড়ছে না। অনেক চাকরি পরীক্ষা দিয়েছি। কিন্তু কিছু হয়নি। তাই এই দুই ক্ষেত্রে কাজ করছি সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু পরিশ্রমের থেকে আয় কিছুতেই বাড়ছে না। কি করবো। স্কুলে চাকরিটাও পার্মানেন্ট হচ্ছে না আর যোগা করার লোকের সংখ্যাও কমছে। কিছু উপায় বলুন
@@shuvammajumdar2891 আপনি মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে পূজোর পর হনুমানের চরণের সিঁদুর নিয়ে এসে কাগজে মুড়ে মানি ব্যাগে রাখুন। আলমারিতে টাকার জায়গায় একটি ময়ূর পালক বৃহস্পতিবার দিন রাখুন।
Valo kichu janlam.
ধন্যবাদ।
নমস্কার দাদা, আমার ফোনে রাধা গোবিন্দের ছবি আছে
খুব শুভ।
Apni ki vastu bid??
মা তারা ছবি মোবাইলের ওয়াল পেপার হিসাবে ব্যবহার করতে পারি
অবশ্যই পারেন। মা তারার ছবি রাখা খুবই শুভ।
@@monerakhun
আচ্ছা মা দূর্গা বাঘের পিঠে বসে আশীর্বাদ করছেন, শিব ঠাকুর ষাঁড় এর পিঠে বসে আশীর্বাদ করছেন আর ভগবান গণেশ ইঁদুরের পিঠে বসে আশীর্বাদ করছেন - এই তিনটে ফটো একসাথে আছে। এই রকম ফটো কি ওয়ালপেপার হিসেবে দেওয়া যেতে পারে
@@shuvammajumdar2891 যে কোনোও দেব দেবীর রুদ্র রূপের ছবি রাখবেন না।সবাই আশীর্বাদ করছে এমন ছবি রাখা শুভ অথবা তাদের শান্ত রূপের ছবিও রাখতে পারেন।
@@monerakhun
আমি একজন ফিজিওথেরাপিস্ট ও যোগা টিচার । আমার কাছে দু তিনজন যোগা করছে না। ফলে বেশ আর্থিক সমস্যার মধ্যে আছি। কি ভাবে এই সমস্যার সমাধান করবো। এর সাথে আমি একটি স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে কাজ করি। এখানেও প্রচুর কাজ করতে হয় কিন্তু মাইনে ঠিক মতো বাড়ছে না। অনেক চাকরি পরীক্ষা দিয়েছি। কিন্তু কিছু হয়নি। তাই এই দুই ক্ষেত্রে কাজ করছি সকাল থেকে রাত পর্যন্ত। কিন্তু পরিশ্রমের থেকে আয় কিছুতেই বাড়ছে না। কি করবো। স্কুলে চাকরিটাও পার্মানেন্ট হচ্ছে না আর যোগা করার লোকের সংখ্যাও কমছে। কিছু উপায় বলুন
@@shuvammajumdar2891 আপনি মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে পূজোর পর হনুমানের চরণের সিঁদুর নিয়ে এসে কাগজে মুড়ে মানি ব্যাগে রাখুন।
আলমারিতে টাকার জায়গায় একটি ময়ূর পালক বৃহস্পতিবার দিন রাখুন।
আমি আমার মোবাইলে হনুমানজীর ছবি লাগিয়েছি।উনি আশীর্বাদ করছেন এমন ছবি লাগিয়েছি।
খুব শুভ। হনুমানজীর আশীর্বাদ সর্বদাই আপনার সাথে থাকুন।
🌹🙏🌹ধন্যবাদ।🌹🙏🌹
আমি গোপাল এর ফটো রেখে ছি এটা কি ঠিক বলুন
হ্যা,ঠিক। গোপাল জগতের সঞ্চালোক। তার ছবি শিরোধার্য। 🙏