পরিবারের দারিদ্র্যতা ঘোচানোর স্বপ্ন দেখা এক যুবক এই তীব্র প্রতিযোগিতা ও দুর্নীতির যুগে ব্যর্থ হয়ে শূন্য পকেটে বসে থাকে তখন এ গান নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, নতুন করে জীবনের অর্থ বুঝতে শেখায়। ধন্যবাদ জীবন্ত কিংবদন্তি নচিকেতা মহাশয় কে। রায় চিরঞ্জিৎ ধুপগুড়ি জলপাইগুড়ি
সময়টা ১৯৯২সাল হবে মনে হয় একটা অডিও ক্যসেটের দোকানে চাকরি করতাম রাতে কাজ থেকে অবসর হলে শুধু এই গানটা শুনতাম একবার দুইবার অনেক অনেকবার আর গানের মাঝে কিছু একটা খুঁজতাম যাহা আজও খুঁজে বেড়াই।
জীবনমুখী গানের প্রবর্তক তথা জীবনমুখী গায়ক হিসেবে আপনিই সর্বকালের সেরা হয়েই থাকবেন এটা আমার দৃঢ় বিশ্বাস.... গানের মাধ্যমে জীবন দর্শনের যে সহজ পন্থা আপনি আবিষ্কার করেছেন তা সত্যিই খুব প্রশংসনীয়।
@@sb-oo8oc কবীর সুমনের সব গান শুনেছি ... বৈচিত্র্য ও জনপ্রিয়তায় সুমন নচিকেতার ১% ও নন ... কলকাতার কয়েকটা আঁতেল ছাড়া সুমনের গান কেউ শোনেও না চেনেও না
এই গানটি ২০০০ সালে আমাদের স্কুলের ফাংশানে গেয়েছিলাম। সেই থেকে আমার নাম হয়ে যায় অন্তবিহীন। নচি দা তোমার ৮০% গান আমি এখনো গাইতে পারি। ভালো থেকো। from Bangladesh.
হাতে মোবাইল পাওয়ার পর মেমোরি কার্ডে আলাদা ফোল্ডার থাকতো নচিকেতার নামে--- আর সেখানে থাকতো এসব গান--- কেননা নচিকেতা মানে এক জীবন্ত কিংবদন্তি love u #boss from Bangladesh
গানটা জীবনের আসল মানে বুজায়। বুজায় জীবনের সুখ দুঃখের কথা। চিরকাল থেকে যাবে গান গুলো। তবে ডিজিটাল যুগের মানুষ গুলো ডিজিটালত্বের ছোঁয়াও এই গান গুলোর মানে বুঝবে না 😭
সত্যি ই আমাদের জীবন যেন মনে হয় অন্ত বিহীন,,, কবে কোথায় কখন যে এর শেষ কেউ জানি না,,, তবুও মনের গোপন ঘরে,,যে শ্বাপদ বাস করে তাকে লালন করে চলেছি,,, অসাধারণ নচিকেতা স্যার 👍👍😊❤️
(রহস্যময় জীবন) মোঃখলিল উদ্দিন জীবন যেন কেমন- বুঝে উঠা দায়! কখনো জীবন ফুলের মত- সুবাস ছড়ায়ে বিলীন হয়ে যায়। কখনো জীবন পাথরের মত- সহে সহে নিরব হয়ে যায়। জীবন যেন কেমন - বুঝে উঠা দায়! কখনো জীবন প্রদীপ হয়ে- নিজে জ্বলে আলো দিয়ে, ধীরে ধীরে আঁধারে হারায়। কখনো জীবন আঁধার রাতে চাঁদ হয়ে- মেঘলা আকাশে জোৎস্না ছড়ায়। জীবন যেন কেমন, বুঝে উঠা দায়।। কখনো আবেগ রসে মাতাল হয়ে- সুখের স্বপ্ন দেখে। কখনো হটাৎ জাগরনে কাঁচের মত ভাঙ্গে! সকল কে কাঁদায়ে, সকলের জীবন - কোথায় যেন হারায়। এ যে এক রহস্যময় জীবন - ব্যাখ্যা করা হলো দায়!
অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন শুধু যোগ বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন শুধু সূর্যের পানে দেখাই জীবন জীবনকে ভোগ করে একাই জীবন শুধু সূর্যের পানে দেখাই জীবন জীবনকে ভোগ করে একাই জীবন একই কক্ষপথে ঘোরাই জীবন স্বপনের সমাধি খোঁড়াই জীবন মনের গোপন ঘরে মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে তাকেই লালন করে চলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন রাম, ইসলাম আর যীশুরা জীবন ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন রাম, ইসলাম আর যীশুরা জীবন ওষুধের বিষপান করাই জীবন চিকিৎসাহীন হয়ে মরাই জীবন যে মেয়েটা রোজ রাতে যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে চলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন স্বপ্নের বেচাকেনা করাই জীবন দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন প্রতিদিন ঘরে ফিরে প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে "এ জীবন চাই না"-টা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন জীবন প্রসব করে চলাই জীবন শুধু যোগ বিয়োগের খেলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন অন্তবিহীন পথ চলাই জীবন শুধু জীবনের কথা বলাই জীবন
২০০৪ সাল থেকে গানটা শুনেছি আর চোখের জল মুছেছি,আর তখন থেকেই মনে মনে শপথ করেছি জীবনে একটা কিছু করতে হবে।আজ কম বেশি সবই হয়েছে। আজ হঠাৎ অতীতের কথা মনে পড়ে গেল,তাই গান শুনলাম ৫বার মনটাকে ভালো করার জন্য।
2035 সালের জন্য কমেন্ট করে গেলাম আজ থেকে ১২ বছর পরে যখন ছোটরা এই গান টি সুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে কতটা প্রিয় ছিলো আমার এই গান টা ❤️ ওপাড় বাংলা ০১/০৯/২০২৩🔥
এই দাদা নচিকেতা দাদা ভীষণ ভালোবাসি দাদা এই দাদা আপনার এই গানটাই তো পুরো পৃথিবী পাল্টে দিতে পারে নির্যাতিতনিপীড়িত মানুষের জন্য আমি চাই যেন সব ভাষায় ট্রান্সলেট হোক ব্যাস হয়ে যাবে মুক্তির জয় হোক পৃথিবীর সকল নিপীড়িত জনগণের জয় হোক সবাই আমরা মানুষ এই পৃথিবীটা যেন বাসযোগ্য হয় আমার নচিকেতা দাদাকে লাল সালাম জানাচ্ছি। শামসুজ্জামান টিপু বাংলাদেশ থেকে। দাদার দীর্ঘায়ু কামনা করি।
গানটির প্রত্যেকটি লাইন সত্যি। কিন্তু কোনো দিন কেউ কি ভেবে দেখেছেন যে যদি গানটির প্রত্যেকটি লাইনের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন হয় তাহলে গানটির অর্থটা কেমন হবে?আসলে নচিকেতা যখন গানটি লিখেছিলেন তখন তিনি এই গানটির মাধ্যমে জীবনকে প্রশ্ন করেছিলেন। গানটির সুর এই রকম হওয়ায় এর মানেটা পুরোপুরি বদলে গেছে। তবুও এই গানটি এখনও প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। নচিকেতা বাবুর সৃষ্টি সবসময়ই অসাধারণ।
দাদাআপনাকে ভীষণভালোবাসি দাদা। আপনার পদ চুম্বন দিতে ইচ্ছে করছে দাদা। আমি শামসুজ্জামান টিপু বাংলাদেশ থেকে বলছি। আমার দাদা। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক এই কামনা করছি।
Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
ruclips.net/video/VJftyTaCIio/видео.html
#monerpassword #anupamroy
@ProkashHalder-fh4cu🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
By hu hu hu
S
পরিবারের দারিদ্র্যতা ঘোচানোর স্বপ্ন দেখা এক যুবক এই তীব্র প্রতিযোগিতা ও দুর্নীতির যুগে ব্যর্থ হয়ে শূন্য পকেটে বসে থাকে তখন এ গান নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, নতুন করে জীবনের অর্থ বুঝতে শেখায়।
ধন্যবাদ জীবন্ত কিংবদন্তি নচিকেতা মহাশয় কে।
রায় চিরঞ্জিৎ
ধুপগুড়ি
জলপাইগুড়ি
এই একজন শিল্পী যাঁর কয়টা গানে কমেন্ট করব ভেবে পাইনা।
শ্রদ্ধা! শুধুই শ্রদ্ধা!!
Thanks for
সময়টা ১৯৯২সাল হবে মনে হয় একটা অডিও ক্যসেটের দোকানে চাকরি করতাম রাতে কাজ থেকে অবসর হলে শুধু এই গানটা শুনতাম একবার দুইবার অনেক অনেকবার আর গানের মাঝে কিছু একটা খুঁজতাম যাহা আজও খুঁজে বেড়াই।
ঠিক _ আমিও কিছু একটা খুঁজে বেড়ায়
সুন্দর।
জীবনের সব কথা বলে দেয়।
👏👏👏
❤
স্বপ্নের বেচাকেনা করা এ জীবন..
দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন..👏👏👏👏👏
স্বপ্নের বেচাকেনা করা এ জীবন
দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন
জীবন নিয়ে প্রতিটি লাইনের কথাগুলো একদম সত্যি ।
নচিদার সব গানই অসাধারন, কোনো জবাব নেই।
Ami khub like kori
R8 Rita didi
Hi
মানুষের জীবনের সাথে মিল রেখা প্রতিটি কথা।
Satti
জীবনমুখী গানের প্রবর্তক তথা জীবনমুখী গায়ক হিসেবে আপনিই সর্বকালের সেরা হয়েই থাকবেন এটা আমার দৃঢ় বিশ্বাস.... গানের মাধ্যমে জীবন দর্শনের যে সহজ পন্থা আপনি আবিষ্কার করেছেন তা সত্যিই খুব প্রশংসনীয়।
Song amar onek valo lage
ছাগল নাকি আপনি? সর্বকালের সেরা? কবীর সুমন শুনেছেন?
@@sb-oo8oc কবীর সুমনের সব গান শুনেছি ... বৈচিত্র্য ও জনপ্রিয়তায় সুমন নচিকেতার ১% ও নন ... কলকাতার কয়েকটা আঁতেল ছাড়া সুমনের গান কেউ শোনেও না চেনেও না
@@dipanjangupta632 কমেন্টটা পড়েই বোঝা গেল , সুমন , নচিকেতা দুজনের কারও গানই আপনি শোনেননি। এবার চেপে যান , আর লোক হাসাবেন না
লোম দাঁড়িয়ে যায়,, গানের প্রতিটি লাইনের জন্য,,এ এক অদ্ভুত দার্শনিক
নচিকেতা একজন সত্যিকারের মানবতাবাদী গায়ক।জয় হো গুরু।
যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে তার অভিশাপ নিয়ে বাঁচাই জীবন,,, অসাধারণ!
Hmm
অসাধারণ বাচনভঙ্গি ❤
সেই অভিশাপেই তো তথাকথিত বড়লোকদের রাতে ঘুম আসে না। Sleeping pills খেতে হয়
শূন্য পকেটে বসে থাকা একজন বেকার যুবকই বুঝতে পারে এই গানটির অর্থ।
Ha bhai ami sei jubok
বাস্তব বলেছ দাদা🙂❤️
😭😭😭😭
ঠিক বলেছেন
সত্যি কইলে ভাই ❤ ইউ
ক্রমশ গানটার প্রতি টানটা বেড়েই চলেছে!!...❤❤❤
আগামী প্রজন্মের জন্য অনন্য উদাহরণ জীবনের...🎶✨
না পাওয়ার গান, লড়াই এর গান, ব্যর্থতার গান, আবার নতুন করে বাঁচার গান ! মধ্যবিত্তের গান !
যখনই শুনি আবার শুনতে ইচ্ছে করে , যেমন কথা তেমন সুর 😊
এই গানটি ২০০০ সালে আমাদের স্কুলের ফাংশানে গেয়েছিলাম। সেই থেকে আমার নাম হয়ে যায় অন্তবিহীন। নচি দা তোমার ৮০% গান আমি এখনো গাইতে পারি। ভালো থেকো। from Bangladesh.
অন্তবিহীণ পথ চলাই জীবন,,,
সুধু যোগ বিয়োগের চলাই জীবন,,,
নচিকেতার প্রত্যেক টা গান
অসাধারণ,,,,,
হাতে মোবাইল পাওয়ার পর মেমোরি কার্ডে আলাদা ফোল্ডার থাকতো নচিকেতার নামে--- আর সেখানে থাকতো এসব গান---
কেননা নচিকেতা মানে এক জীবন্ত কিংবদন্তি
love u #boss
from Bangladesh
প্রতিদিন ঘরে ফিরে
অনেক হিসেব করে
এ জীবন চাইনা তা বলাই জীবন
গানটা জীবনের আসল মানে বুজায়। বুজায় জীবনের সুখ দুঃখের কথা। চিরকাল থেকে যাবে গান গুলো। তবে ডিজিটাল যুগের মানুষ গুলো ডিজিটালত্বের ছোঁয়াও এই গান গুলোর মানে বুঝবে না 😭
😢😢😢😢😢😢😢
কারও সামনে বাজালে বলে পাগলের মত কি শুনিস
বুজায় নয় বোঝায়
জীবন নামের রেলগাড়ি টা সত্যিই অদ্ভুত.... ধন্যবাদ নচিদাকে
আমরা যারা নচিকেতার গান শুনি তাদের জানা উচিৎ তিনি গানের জন্য জেল কেটেছেন আমরা প্রতিবাদি হঙয়া উচিৎ
big bos sotti???
big bos Kano???
Sotti boss "halla boll" ei ganer jonno
Jani
right
2024 সালে কে কে এই সুন্দর গানটি শুনছেন ?
আমি নেংটো বেলায় শুনছি প্রথমে..... বাপের টেপ রেকর্ডারে ফিতে দেওয়া ক্যাসেটে।
এখনও শুনছি। শুনেই চলেছি অন্তবিহীন ভাবে......বয়স হলো প্রায় দেড় কুড়ি
It's mee... ♥️ ganta jotobar suni abar sunte icche kore 👌♥️
ami
সারা জীবন শুনবো
আমি
সুস্থ ও মার্জিত রুচির শ্রোতারাই এসব গান শোনে 🥰❣️🇧🇩
আমি তাহলে সুস্থ
@@nurjahankhatun5077 আমি সুস্থ বলতে শারীরিক সুস্থতা বোঝাইনি, বরং মার্জিত রুচিবোধকে বোঝাতে চেয়েছি।।
ধন্যবাদ।।
সত্যি ই আমাদের জীবন যেন মনে হয় অন্ত বিহীন,,, কবে কোথায় কখন যে এর শেষ কেউ জানি না,,, তবুও মনের গোপন ঘরে,,যে শ্বাপদ বাস করে তাকে লালন করে চলেছি,,, অসাধারণ নচিকেতা স্যার 👍👍😊❤️
Khub sundar bolechen
প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেবে করে এই জীবন চাই না তা বলাই জীবন!!
সহোমত
জীবন নিয়ে গভীর চিন্তার মানুষদের জন্যই এই গান 👌
বাংলাদেশ থেকে কে কে শুনলেন তারাই লাইক দেন❤️🇧🇩❤️
2024 and Still listening..
বর্তমানের Rap আর Remix এর যুগে এই সমস্ত গানগুলো একটা স্বস্তির নিঃশ্বাস.. Masterpiece ❤️❤️
কী গানের কথা। প্রতিটা শব্দ যেন আগুনের গোলা। ছোটবেলায় রেডিওতে না বুঝে শুনতাম, এখন বুঝি কথাগুলোর মানে।
দু একটা চড় চাপড় খেলে তখনই বুঝে যেতেন
সত্যি আগুনের গোলা
অনেক অনেক গান শুনেছি, বাস্তব ধর্মি গানও শুনেছি কিন্তু এই গানটা যেন একটা বিশেষ মাত্রার গান। ধন্যবাদ - নচিকেতা।
দারুন 👌 অপূর্ব, শুধু যোগ, বিয়োগের খেলাই জীবন। কথা গুলো অপূর্ব।
Khub valo dada
Nice
Real sweet song.
হুম
দিদি আপনি তো সব যায়গায় রেডিও মির্চি থেকে দেখে আসছি😎❤️🔥। সুস্থ থাকুন ভালো থাকুন।
যে মেয়েটা রোজ রাতে।
বদলায় হাতে হাতে। তার
অভিশাপ নিয়েই বাচাই জীবন।
Shakil Khan ei line ta darun amader onek bojar a6e nachi jir gan gulote
সত্যিই কতটা গভীর ভাবনা থাকলে এরকম লাইন বের হয়।
Heart touching line ever
Ami ay comment Korte ase Dekhi already hoye gece .....tnx @Shakil khan
নচিকেতার প্রথম অ্যালবাম এর প্রথম গান 🔥
কথায় আছে - Morning shows the day...
জীবন জীবন জীবন..
অন্তবিহীন পথে চলা এ জীবন..
নচিদাকে ভারতরত্ন পুরস্কার দেওয়া উচিত
মৃত্যুর অপেক্ষা করাই জীবন
মিথ্যে বন্ধন ছেড়ে যাওয়াই জীবন।
সত্য, হক কথা।
শুরুতে বাঁশির ঐ অস্থির সুরটা সবসময়ই আমার শরীীজোড়ে শিহরণ জাগায়
(রহস্যময় জীবন)
মোঃখলিল উদ্দিন
জীবন যেন কেমন-
বুঝে উঠা দায়!
কখনো জীবন ফুলের মত-
সুবাস ছড়ায়ে বিলীন হয়ে যায়।
কখনো জীবন পাথরের মত-
সহে সহে নিরব হয়ে যায়।
জীবন যেন কেমন -
বুঝে উঠা দায়!
কখনো জীবন প্রদীপ হয়ে-
নিজে জ্বলে আলো দিয়ে,
ধীরে ধীরে আঁধারে হারায়।
কখনো জীবন আঁধার রাতে চাঁদ হয়ে-
মেঘলা আকাশে জোৎস্না ছড়ায়।
জীবন যেন কেমন, বুঝে উঠা দায়।।
কখনো আবেগ রসে মাতাল হয়ে-
সুখের স্বপ্ন দেখে।
কখনো হটাৎ জাগরনে কাঁচের মত ভাঙ্গে!
সকল কে কাঁদায়ে, সকলের জীবন -
কোথায় যেন হারায়।
এ যে এক রহস্যময় জীবন -
ব্যাখ্যা করা হলো দায়!
Hmm dada
তরুণ যুবকের কাছে এই প্রতিটি লাইনের মূল্য অনেক 👌👌👏👏👏👏👏👏
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
শুধু সূর্যের পানে দেখাই জীবন
জীবনকে ভোগ করে একাই জীবন
শুধু সূর্যের পানে দেখাই জীবন
জীবনকে ভোগ করে একাই জীবন
একই কক্ষপথে ঘোরাই জীবন
স্বপনের সমাধি খোঁড়াই জীবন
মনের গোপন ঘরে
মনের গোপন ঘরে যে শ্বাপদ ঘর করে
তাকেই লালন করে চলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন
রাম, ইসলাম আর যীশুরা জীবন
ফুটপাথে বেওয়ারিশ শিশুরা জীবন
রাম, ইসলাম আর যীশুরা জীবন
ওষুধের বিষপান করাই জীবন
চিকিৎসাহীন হয়ে মরাই জীবন
যে মেয়েটা রোজ রাতে
যে মেয়েটা রোজ রাতে বদলায় হাতে হাতে
তার অভিশাপ নিয়ে চলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন
প্রতিবাদ প্রতিরোধে নামাই জীবন
লক্ষ্যে পৌঁছে তবে থামাই জীবন
স্বপ্নের বেচাকেনা করাই জীবন
দেয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন
প্রতিদিন ঘরে ফিরে
প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে
"এ জীবন চাই না"-টা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
জীবন প্রসব করে চলাই জীবন
শুধু যোগ বিয়োগের খেলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
অন্তবিহীন পথ চলাই জীবন
শুধু জীবনের কথা বলাই জীবন
2020 te k k achen.....
Like kore Jan...
Ami
Ami Like karesi
সেই ক্লাস নাইন থেকে নচিকেতার গান শুনে আসছি। এখন কলেজের শেষ মূহুর্তে। প্রতিদিন গান গুলো নতুন নতুন মনে হয়।
প্রতিদিন ঘরে ফিরে
অনেক হিসেব করে
এ জীবন চাই না তা বলাই জীবন
বাহ্ ❤️❤️❤️🙏🏻🙏🏻
Ami tomar 1 jon real friend . 😘😘😘😘😘😘😘😂😂😂😂😀😀😀😀❤️❤️❤️
যে মেয়েটা হাতে হাতে বদলায় প্রতি রাতে
তার অভিশাপ নিয়ে চলাই জীবন
আসলে কথাটা ১০০% সত্য বস
Kotha aktu khula bolba ami ar mana ta thik bojlam na plz bolba??
@@skbappa3763 এটা দেহ ব্যবসায়ি দের কথা বলা হয় ধরেন এই রকম একটা মেয়ে তো এমনি বেশ্য হয় সমাজ তৈরি করে তাই বলা হয়েছে কথা
Excellent song
Lyrics টা সত্যি অসাধারন
৩২+ বছরে এসে বুঝতিছি গানটির মর্ম।
এতদিন শুধু শুনে গেছি গানটা।
আমার প্রিয় গান।
ভালবাসা রইল বাংলাদেশ থেকে👍
সে একজন বাংলাদেশী। বৃহত্তর বরিশাল তার বাড়ি
অসম্ভব সুন্দর গান একদম জীবনের সাথে সম্পর্কিত একটা গান
তোমার গান ফিরিয়ে দিতে পারে অনেক জীবন
Akdom thik khotha boss
Ganer line gulo kivabe enar mathay ase seta bhabtei obak lage. Protita line akta amon dike dristi akorshon kore jeta amra sochorachor bhabi na.
Choto belay shone ei gantir value na bujhe aj ei youn jibone shune gayer lom dariye gelo.Etay jibon 🙂🙂🙂❣️
লক্ষ্যে পৌছে থামাই জীবন
Ei gaan ta kokhono year diye bichar Kora somvob noy, karon eta amor gaan
ছোটবেলায় গান শুনতাম....
এখন গানের অর্থ বুঝি ❤️
বেশি কিছু বলবো না।।শুধু এই টুকুই বলে যাই।।।নচিকেতা একটা জিনিস।।।।
রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে ,জানিনা আমার জিবনে প্রভাত কবে আসবে । আমিও যুদ্ধ করেই নিজেকে জয় করে নিব ।
I am same to you dear.
@@mdfarukalam1992 বাস্তবতার কাছে জীবনকে খুবি অদ্ভুত অচেনা লাগে ।
২০০৬ সাল থেকে এই গানটা শুনি❤
তখন গানের মানে বুঝতাম না😢😢😢
নতুন করে বলার কিছুই নেই ।।অসাধারণ ।।
আমার জীবনের অন্যতম সুন্দর গান।
স্বপ্নের সমাধি খোঁড় ই জীবন।
জীবন কে প্রসব কে চলাই জীবন।
এক কথায় অসাধারণ, অদ্বিতীয় তুমি দাদা।। তোমার প্রতিটি গানে মেসেজ থাকে।।
এই জেনারেশনের পোলাপাইন যদি এসব গান না শুনে তাদের জীবন বৃথা......❤
2023💔💏
""Chikitsa hin hoe morai jibon"".....highly relatable with this pandemic period of covid in west bengal .
২০০৪ সাল থেকে গানটা শুনেছি আর চোখের জল মুছেছি,আর তখন থেকেই মনে মনে শপথ করেছি জীবনে একটা কিছু করতে হবে।আজ কম বেশি সবই হয়েছে। আজ হঠাৎ অতীতের কথা মনে পড়ে গেল,তাই গান শুনলাম ৫বার মনটাকে ভালো করার জন্য।
যে মেয়েটি রোজ রাতে
বদলায় হাতে হাতে
তার অভিশাপ নিয়ে চলাই জীবন
দারুন ওঅতি বাস্তব। নচিকেতা আপনাকে নমস্কার। মণীষা রায়
।
2035 সালের জন্য কমেন্ট করে গেলাম আজ থেকে ১২ বছর পরে যখন ছোটরা এই গান টি সুনবে আর এই কমেন্ট দেখবে তখন তারা বুঝতে পারবে কতটা প্রিয় ছিলো আমার এই গান টা ❤️
ওপাড় বাংলা ০১/০৯/২০২৩🔥
রাত যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে, জানিনা আমার জীবনে প্রভাত কবে আসবে, আমিও যুদ্ধ করে নিজেকে জয় করে নিব❤❤❤
এই গানের শ্রেষ্ঠ লাইন হল মনের গোপন ঘরে যে শাপদ বাস করে তাকে লালন করে চলাই জীবন
শ্বাপদ
সহমত
প্রতিটি নতুন প্রজন্মের, নচিকেতার অ্যালবাম জীবন পরিচালনার এলবাম।
আগুন পাখি নচিকেতা ❤🔥
এই একজনই গানের শিল্পী যাকে গুরুজি বলি, প্রতিটা গানেই মন্তব্য করতে ইচ্ছে করে
1920
সালে কে কে এই সুন্দর গানটি শুনছেন ?
ধন্যবাদ আপনাকে নিয়ে এতো লেখার জন্য 😀
অন্তবিহীন পথে চলাই জিবন 🚶♀️
সত্যি জিবন কখন কোথায় গিয়ে থামিয়ে দেবে তা কারোই জানা নেই 😭
Akdom thik 🙃
ভাইরে মারাত্মক গান শুনলাম অসাধারণ ❤
২০২২ কে কে এই সুন্দর গানটি শুনছেন ???
এই দাদা নচিকেতা দাদা ভীষণ ভালোবাসি দাদা এই দাদা আপনার এই গানটাই তো পুরো পৃথিবী পাল্টে দিতে পারে নির্যাতিতনিপীড়িত মানুষের জন্য আমি চাই যেন সব ভাষায় ট্রান্সলেট হোক ব্যাস হয়ে যাবে মুক্তির জয় হোক পৃথিবীর সকল নিপীড়িত জনগণের জয় হোক সবাই আমরা মানুষ এই পৃথিবীটা যেন বাসযোগ্য হয় আমার নচিকেতা দাদাকে লাল সালাম জানাচ্ছি। শামসুজ্জামান টিপু বাংলাদেশ থেকে। দাদার দীর্ঘায়ু কামনা করি।
শুধু লাইক আর কমেন্ট দিয়ে এই গান এর গভীরতা মাপা যাবে না, এ হলো মনের গ্র্যান্ড ক্যানিয়ন ছুঁয়ে যাওয়া সেই গান.
👇2023 সালে done,, /
2022 সালে এসে কে কে এই সুন্দর গান টি শুনছেন?
আমি🙋🏻♂️🙂
মন খারাপ হলে... দাদার গান শুনে মন হালকা হয়ে যায়... দাদার তুলনা হয়না
সারাজিবন খুব প্রিয় হয়ে থাকবে ❤️
এতো শুনি আপনার গান তবু বিরক্ত লাগে না। তুমি ই সেরা বস।
তুমি কে? আমার মনে র মানুষের ছায়া ❤
বস তোমার গান মানে অসাধারন।।।
O1627521665
গাড়িতে উচ্চ ভলিউমে এ গানটা শুনেছি অনেকবার। এখনো শুনি।
হে আল্লাহ তুমি আমাদের সকলের ভালো কাজের সহায় হও।
❤❤❤❤❤❤
দেওয়ালে ঠেকলে পিঠ লড়াই জীবন❤❤❤❤❤🙏🙏🙏
গানটির প্রত্যেকটি লাইন সত্যি। কিন্তু কোনো দিন কেউ কি ভেবে দেখেছেন যে যদি গানটির প্রত্যেকটি লাইনের শেষে যদি জিজ্ঞাসা চিহ্ন হয় তাহলে গানটির অর্থটা কেমন হবে?আসলে নচিকেতা যখন গানটি লিখেছিলেন তখন তিনি এই গানটির মাধ্যমে জীবনকে প্রশ্ন করেছিলেন। গানটির সুর এই রকম হওয়ায় এর মানেটা পুরোপুরি বদলে গেছে। তবুও এই গানটি এখনও প্রতিটি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। নচিকেতা বাবুর সৃষ্টি সবসময়ই অসাধারণ।
One of the Masterpieces of Modern Bengali Songs- I love it to hear.
দাদাআপনাকে ভীষণভালোবাসি দাদা। আপনার পদ চুম্বন দিতে ইচ্ছে করছে দাদা। আমি শামসুজ্জামান টিপু বাংলাদেশ থেকে বলছি। আমার দাদা। আল্লাহ আপনাকে দীর্ঘায়ু করুক এই কামনা করছি।
প্রত্যেক মূহূর্তে সমাজের সাথে যুদ্ধ করাই হল জীবন
২০২২ এ আমার মতো কে কে শুনছেন গানটি
Ami
I liked this song when I was in College. Interesting that I was just learning Bengali on my own.
You're a Bengali right??
Very good. I appreciate your effort. Thanks 💐
2080 সাল আমি পৃথিবীতে নেই,কিন্তু আমার কমেন্টে রিপ্লাই ভরে যাবে
Every Line is true
That's why it is Nachiketa
@@126smitadas2 ☺️yes
যে মেয়াটা রোজ রাতে,
বদলায় হাতে হাতে,
তার অভিশাপ নিয়ে চলাই জীবন......
এ যেন গানের কলি নয়, সমস্ত পৃথিবীর এক মহা ভার মাথায় নিয়ে বেঁচে আছি আমরা।
শুদু যোগ বিয়োগের খেলাই জীবন!
ভীষণ প্রিয় গানটি হোম থিয়েটারে শুনছি। সবাই ভালো থাকবেন ।
গানটি যখন প্রথম শুনেছিলাম তখন আমার বয়স ছিল সাত বা আটের কাছাকাছি। তখন মনে খুব হিট লাগে আর নচিকেতা স্যারের গান এখনো ভালোলাগে
প্রতিদিন ঘরে ফিরে অনেক হিসেব করে এ জীবন চাই না টা বলায় জীবন...