আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ | Al Aman Bahela Khatun Jame Mosque | বেলকুচি | সিরাজগঞ্জ

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025
  • #mosque #butifull #sirajganj #belkuchi #মসজিদ #আল_আমান_বাহেলা #সুন্দর
    সিরাজগঞ্জ শহর থেকে ২০ কিলোমিটার দূরে বেলকুচি পৌরসভা এলাকার ০৭ নম্বর ওয়ার্ডের মুকন্দগাঁতী মহল্লায় সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের পশ্চিম পাশে আড়াই বিঘা জমির ওপর নির্মিত একটি ঐতিহ্যবাহী মসজিদ। মসজিদটি ২০২১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
    ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মুকুন্দগাতী গ্রামের মোহাম্মদ আলী সরকার বেলকুচি পৌরভবনসংলগ্ন দক্ষিণে আড়াই বিঘা জমির ওপর তার ছেলে আল-আমান ও মা বাহেলা খাতুনের নামে আল-আমান বাহেলা খাতুন জামে মসজিদ কমপ্লেক্স নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি তার নিজস্ব অর্থায়নে ৩০ কোটি টাকার বেশি ব্যয় করে মসজিদটি নির্মাণ করেন। এটি নির্মাণে সময় লেগেছে চার বছর। শুরু থেকে প্রতিদিন গড়ে প্রায় ৪৫ শ্রমিক কাজ করেছেন।
    মসজিদটিতে ছাই রঙের বড় একটি গম্বুজ রয়েছে। এ ছাড়া মেঝেতে সাদা রঙের টাইলস এবং পিলারগুলো মার্বেল পাথর জড়ানো রয়েছে। মসজিদের তৃতীয় তলায় গম্বুজের সঙ্গে এবং অন্যান্য স্থানে রয়েছে বেশ কয়েকটি আলো ঝলমল ঝাড়বাতি। দুই পাশে রয়েছে ১১০ ফিট উচ্চতার দুটি মিনার। মসজিদের চারপাশে সাদা রঙের পিলার, উঁচু জানালা, সাদা রঙের টাইলস এবং মসজিদচত্বরে সবুজ ঘাস।

Комментарии •