শসার

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • শসার ফুল জালি ঝরে পড়ার কারণ ও সমাধান । Cucumber Female Flower Fruit Dropping Problem and Solution
    যে কোনো কুমড়া জাতীয় ফসলে দিতে পারবেন ফল সেটিং এর জন্য হরমোন স্প্রে :
    ক্রপস কেয়ার (ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানি) অথবা হরমোন (গ্লোবাল কোম্পানি)
    ~~ডোজ:
    ১৬ লিটারে ২৫ ফোঁটা (লিটারে দেড় ফোঁটা)
    ~~কখন দিবেন:
    যেদিন বেশিরভাগ ফুল ফুটবে ঐদিন ভোরে বা তার আগের দিন সন্ধ্যায়
    কীভাবে দিবেন:
    ~~স্ত্রীফুল টার্গেট করে কুয়াশার মত হালকা করে ভিজিয়ে দিলেই হবে। পাতা বা গাছের গোড়া বা আগা ভিজানো জরুরি না।
    ~~কতবার দিবেন:
    প্রতি ৭-১০ দিন পর একবার করে এক সিজনে মোট ৩ বার সর্বোচ্চ। পর্যাপ্ত পুরুষ ও স্ত্রী ফুল থাকলে ও মৌমাছি ক্ষেতে থাকলে এবং যদি ফল সেট হয়ে যায়, তবে আর এই হরমোন বার বার দেয়ার দরকার নেই।
    ©BIZPATA
    যোগাযোগঃ
    Garden Fresh Bangladesh
    ফোনঃ +88 018 10 13 82 16
    (Imo & Whatsapp available)
    মেসেঞ্জারঃ m.me/Gardenfresh
    ইমেইলঃ info@gardenfreshbd.com
    ফেইসবুকঃ GardenFresh
    ইউটিউবঃ / gardenfreshbangladesh
    ইন্সটাগ্রামঃ gardenfreshbangladesh
    টুইটারঃ gardenfreshbd
    ওয়েবসাইটঃ www.gardenfreshbd.com
    www.bizpata.com
    গাছ-গাছালি, ব্রিক্স মিটার, পি এইচ মিটার ইত্যাদি যন্ত্রপাতি থেকে শুরু করে ১২ মাসি কালো তরমুজ, রকমেলন, স্কোয়াশ সহ বিভিন্ন বিদেশি ফসলের বীজ, চাষের যাবতীয় কৃষি সামগ্রীঃ সার, ঔষধ, কোকো ডাস্ট, ভার্মি কম্পোস্ট, সিডলিং ট্রে, মালচিং পেপার, পলি টানেল সামগ্রী, ড্রিপ ইরিগেশন সিস্টেম, রুট হরমোন ইত্যাদি, কৃষি পরামর্শ, কৃষি সেবা ও কৃষি পন্য বিক্রয়ে সহযোগিতা, ছাদ ও বারান্দা বাগান তৈরি করে দেয়া, বাগানের মাটির পিএইচ ও গুণমান নির্ণয়, সার সুপারিশ, গাছের রোগ-বালাই সনাক্তকরণ, বালাইনাশক সুপারিশ, দেশি-বিদেশি জাতের গাছের চারা, বীজ, ছাদ বাগানে প্রয়োজনীয় সামগ্রী, নিম অয়েল, ইয়েলো স্টিকি ট্র্যাপ বা হলুদ আঠালো ফাঁদ, বর্দো মিক্সচার ইত্যাদি সহ নানা আইটেম এর জন্য আমাদের ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন।
    ...............................................................
    #bizpata #GFBD

Комментарии • 133