হতাশা থেকে ছিঁড়েছিলেন সার্টিফিকেট, কেমন আছেন সেই বাদশা | Torn the certificate| Nilphamari | Kalbela

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #nilphamari #nilphamarinews #tornthecertificate #certificate #nationalnews #kalbela
    প্রায় শতাধিক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে লিখিত ও মৌখিক পরীক্ষা দিয়েছেন, তবে ভাগ্যে চাকরি জোটেনি। এরপর পার হয়ে যায় সরকারি চাকরির বয়স। ক্ষুব্ধ হয়ে ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর দুপুরে ফেসবুক লাইভে এসে শিক্ষাজীবনে অর্জিত সকল একাডেমিক সার্টিফিকেট ছিড়ে ফেলেন বাদশা নামে এক যুবক।
    হতাশা থেকে ছিঁড়েছিলেন সার্টিফিকেট, কেমন আছেন সেই বাদশা | Torn the certificate| Nilphamari | Kalbela
    Kalbela is a Multimedia News Portal. Subscribe to Kalbela : shorturl.at/gDO08
    Follow us on Social Media:
    Facebook Pages:
    Kalbela News: / kalbelanews24
    Kalbela Entertainment: / kalbelaentertainment
    Kalbela World: / kalbelaworld
    Kalbela Online: / kalbelanewsonline
    Kalbela.com: / kalbelaonline
    Click To Connect With Kalbela In Many Other Ways
    TikTok: / kalbelanews
    Likee:likee.video/@9...
    Instagram: / kalbela_news
    Twitter: / kalbeladigital
    LinkedIn: / kalbela-digital-170821249
    For More Update, Stay Tuned!
    website :kalbela.com/
    ---------------------------------------------------------------------------------
    Copyright Disclaimer: From the perspective of the United States of America, under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    From the perspective of Bangladesh, copyright disclaimer under section 72 of the copyright act 2000, allowance is made for fair use for purposes such as criticism, comments, news reporting, teaching, scholarship and research.
    #kalbela #kalbelanews #breakingnewstoday

Комментарии • 405

  • @hmforkan488
    @hmforkan488 Год назад +38

    এই নিয়োঁজ টাকে সামনে আনার জন্য কালবেলাকে অসংখ্য ধন্যবাদ। কেউ এই মানুষটাকে চাকুরী দিলে অনেক খুশি হব।

  • @arifhossen9265
    @arifhossen9265 Год назад +84

    বাদশা মিয়ার মত আমিসহ আরো হাজারো যুবক আছেন যারা নিরবে কেঁদে যাচ্ছেন ! আল্লাহ কতৃপক্ষের শুভবুদ্ধি জাগ্রত করুক

    • @arifurrahman1411
      @arifurrahman1411 Год назад

      রাইট ভাই

    • @ra2riyad887
      @ra2riyad887 Год назад

      আর, এই যুবকরা রিকশাওয়ালাদের মত কথিত গরীবদের নিয়ে আবেগে ভাসে

    • @jijyat7956
      @jijyat7956 Год назад

      মিয়া আপনারা এখনও বুঝতেছেন না সমস্যা কোথায়। সমস্যা হলো অযোগ্য হিউমান রিসোর্স আর ইন্ডাস্ট্রি অথবা বিসনেস এ লস আর টাকা পাচার, এইসব এর পিছনে সরকার দায়ী

  • @firozfiroz2572
    @firozfiroz2572 Год назад +3

    খুবই দুঃখ জনক ঘটনা।

  • @alamgirbhuiyanalam7129
    @alamgirbhuiyanalam7129 Год назад +17

    ৮৯ সালে গ্রাজুয়েশন শেষ করে রাজনৈতিক অস্হিরতায় চাকরির আশা বাদ দিয়ে বিদেশে এসে পরিবার কে ভালো রেখে ও নিজে ভালো আছি, আলহামদুলিল্লাহ।

  • @Saddam.hossainS.A
    @Saddam.hossainS.A Год назад +58

    দুঃখের বিষয় ভাই আপনি যদি সার্টিফিকেট না ছিড়ে যদি পুড়িয়ে ফেলতেন তাহলে আপনার চাকরি কনফার্ম। মন থেকে ধিক্কার জানাই এ সরকারকে 😡😡

    • @fahimashraf-lj4co
      @fahimashraf-lj4co Год назад +1

      মেয়ে হলে হত।হো হো পাবলিক তাকে ভাইরাল করে দিত

  • @afsarahmed1880
    @afsarahmed1880 Год назад +259

    পলক সাহেব এর চোখ শুধু মেয়ে দের খোজে

    • @rubinayeasmin2033
      @rubinayeasmin2033 Год назад

      বুঝলামনা কেন ভাই

    • @MdHabib-fk8zb
      @MdHabib-fk8zb Год назад +25

      @@rubinayeasmin2033 তুমি কিছুই বোঝোনা, এত ছোট বাচ্চা। যাও বাবু বসে বসে ফিডার খাও।

    • @tajbirahmed9721
      @tajbirahmed9721 Год назад +6

      ঠিক বলেছেন।

    • @onamikaakteranika5627
      @onamikaakteranika5627 Год назад +5

      😢😢😢😢😢😢😢😢😢 খুবই দুঃখজনক। দুঃখময় জীবন।প্রতিটি বাবা মা, বিশেষ করে অভাব জনিত বাবা মা এক বুক আশা নিয়ে পড়াশোনা করায়।, হয়তো আমার ছেলে অমুক হবে, তুমোক হবে, এই সব আশা নিয়ে খেয়ে না খেয়ে পড়াশোনা করায়। যখন এই সব আশা কখনো পূরণ হয় না।তখন এর চেয়ে দুঃখজনক জীবন আর হয় না😢😢

    • @Falcon20223
      @Falcon20223 Год назад +2

      Hahaha hahaha hahaha 🤣😂🤣😂 he is a man...... that's his fault......
      Should be a lady by Gender

  • @shuvokumar5364
    @shuvokumar5364 Год назад +38

    সাটিফিকেট ছিড়লে যদি সবাই চাকরি পায় তাহলে এখন থেকে লাইভে এসে সব ছেলে মেয়ে সাটিফিকেট ছিটতে শুরু করবে

  • @nisasuryani8938
    @nisasuryani8938 Год назад +12

    যারা শিক্ষানবিস আছেন সবাই কারিগরি শিক্ষার দিকে মনোযোগ দেন প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ভবিষ্যৎ অন্ধকার

  • @SabbirHossain-on7qs
    @SabbirHossain-on7qs Год назад +17

    বাড়ির বড় সন্তান হয়ে বেকার জীবন অতিবাহিত করা কত যে কষ্টের......😢

  • @Hasanrazib123
    @Hasanrazib123 Год назад +32

    উনার যোগ্যতা অনুযায়ী চাকুরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠান / সরকারের প্রতি অনুরোধ করছি❤

    • @ra2riyad887
      @ra2riyad887 Год назад +1

      উনার চেয়েও বেশি যোগ্যতা নিয়ে বহু যুবক বসে আছে

    • @Hasanrazib123
      @Hasanrazib123 Год назад

      @@ra2riyad887 ঠিক আছে উনার পরে সার্টিফিকেট পুরিয়ে কিন্তু একজনের চাকুরী হয়েছে। সেসব যোগ্যতা সম্পন্ন লোকের কিন্তু হয়নাই।

  • @arifurrahman1411
    @arifurrahman1411 Год назад +1

    খুব ভালো করেছিল, কারন কষ্ট করে অর্জিত সার্টিফিকেট এর ভার বহন করা অনেক কঠিন , সার্টিফিকেট ছিড়ে ভার মুক্ত হইছে ভাই

  • @exclusiveacademy4326
    @exclusiveacademy4326 Год назад +5

    বাদশা ভাইয়ের চেয়েও হয়তো জীবনে আমি বেশী কষ্ট করছি কিন্তু কিআছে জানি ভাগ্যে বয়স প্রায় শেষের দিকে

  • @mdmohsinranaofficial
    @mdmohsinranaofficial Год назад +36

    পলক কতটুকু নীতিবান এর মধ্যেই প্রমান হবে।

    • @Moinkhan-dc5ob
      @Moinkhan-dc5ob Год назад +1

      উনার মাথার মধ্যে সরকারি চাকরির ভুত চেপে বসেছে,,যার জন্য অন্য কোনো চাকরি করতে পারছে না 😂😂
      আমি অনার্স শেষ করে গার্মেন্টসে চাকরি করে মাস্টার্স শেষ করেছি আর উনি টাকার জন্য পড়তে পারে নাই 😂😂 এইটা কোনো কথা।

  • @mahimaislam3558
    @mahimaislam3558 Год назад +4

    অথচ ছেলেটারি চাকুরির বেশি প্র‍্যোজন ছিল! এটাই বাংলাদেশ!!

  • @ShamimKhan-ue4nk
    @ShamimKhan-ue4nk Год назад +5

    আল্লাহ সহায় হউন, আমীন।

  • @md.masumhossain2733
    @md.masumhossain2733 Год назад +11

    দেশে প্রায় ২৫ লক্ষ শিক্ষিত বেকার আছে। পলক সাহেব একজনকে চাকরি দিয়ে উদারতা দেখিয়েছেন।পারলে সকল বেকারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেন।বড় বড় বাজেট দিয়ে কি হবে যদি দেশের শিক্ষিত বেকাররা চাকরি না পেয়ে আত্মহত্যা করে। নিজেদের পকেট গরম করে যদি দেশের মানুষকে আর্থনৈতিক এবং মানুষিকভাবে কষ্ট দেন, তাহলে আল্লাহর দরবারে একদিন এর জবাব দিতে হবে।

  • @prasenjitbarman9371
    @prasenjitbarman9371 Год назад

    সরকারকে শিক্ষা ব্যাবস্থা পরিবর্তন করতে হবে, কর্মভিত্তিক পড়াশুনার দিকে এগোতে হবে....

  • @BestReviewMaster
    @BestReviewMaster Год назад

    হ মেয়েদের বেলায় খুব ভাইরালও হয় চাকরি হয় ছেলেদের বেলায় কিছুই হয় না কিছুই জোটে না

  • @christianoorolando
    @christianoorolando Год назад +12

    চাকরি দেওয়ার হলে এদের দিন।একটি পরিবার বাঁচতে পারবে

  • @InshaF-j
    @InshaF-j Год назад

    আল্লাহ তুমি দয়া করো রহমান

  • @AnisurRahman-wk7ft
    @AnisurRahman-wk7ft Год назад +18

    পলকের নজরে শুধু মেয়ে দেখে।আপনাকে দেখেনি ভাই।আল্লাহ্ একদিন ধরবেন পলককে সেদিন বুঝবে মেয়েদের প্রতি সহানুভূতি আর ছেলেদের খবর রাখেননা তার ফল কত খারাব।

  • @abrakib1016
    @abrakib1016 Год назад

    আমিও ভাই আপনার মতমতো

  • @ekraeusha3464
    @ekraeusha3464 Год назад +6

    আল্লাহ উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ ✌ হবে

  • @abdullah_al_mamun2020
    @abdullah_al_mamun2020 Год назад

    আরো দেখতে চাই

  • @muhammadmisbha9421
    @muhammadmisbha9421 Год назад +4

    ভাই একটা ব্যবসা শুরু করুন একেবারে ছোট হোক

  • @5minutesbeautifulnaturalof982
    @5minutesbeautifulnaturalof982 Год назад +1

    হায়রে জীবন

  • @ishrajahanvlogs1907
    @ishrajahanvlogs1907 Год назад +2

    দুঃখ জনক ঘটনা

  • @RaziaSultana-qf3mw
    @RaziaSultana-qf3mw Год назад +2

    এই দায় রাষ্ট্রের।

  • @mamunor009
    @mamunor009 Год назад +6

    উনিও হয়ত চাকুরী পেয়ে যাবেন। কিন্তু সবাইত আর লাইভ লাইনে এসে সার্টিফিকেট ছিড়তে পারেন না।

  • @mdjasimparves3646
    @mdjasimparves3646 Год назад +20

    ভাই আপনি ছেলে, মেয়ে হলে চাকরি হতো।

  • @Abdustravel603
    @Abdustravel603 Год назад +4

    কি উদ্দেশ্য যে পলক সেই মেয়েকে চাকরি দিল আল্লাহ ভালো জানে।

  • @lifevideo7628
    @lifevideo7628 Год назад +2

    সরকারি চাকরির জন্য মানুষ প্রস্তুত হতে হতে ৩০ বছর পার হয়ে যায়, সরকারি চাকরির বয়সসীমা উঠিয়ে দেওয়াই উচিত। আর তাছাড়া এখন টাকা পয়সা লাগে অনেক সরকারি চাকরি নিতে গেলে, তাই সরকারি চাকরির বয়সসীমা উঠিয়ে দেওয়া উচিত একজন মানুষ মৃত্যুর আগ পর্যন্ত সরকারের চাকরি পাবে এরকম নিশ্চয়তা থাকা উচিত।

  • @userhiutit319
    @userhiutit319 Год назад +5

    ভয়ংকর বইস্ম্যের শিকার এদেশের পুরুস সমাজ, ইনশাল্লাহ ৫ জানুয়ারির পর দেশের পরিবর্তন হবে

  • @razuahmedraz2155
    @razuahmedraz2155 Год назад +3

    আল্লাহ ভালো জানেন আমার কপালে কি আছে। আল্লাহ তুমি সবকিছু জানো।😭😭😭😭😭

  • @safiqulislam-og9bo
    @safiqulislam-og9bo Год назад

    অনেক অনেক দূঃখিত ও লজ্জিত ভাই। এদানিং এর ঘটনায় মাননীয় মন্ত্রী ব্যবস্থা করলেন কিন্তু গত বারের একই ঘটনা তথাপি ও কারো নজরেই এলো না!! কি করার ভাই,অবহেলিত এলাকার মানুষ!

  • @hafijurrahoman6357
    @hafijurrahoman6357 Год назад +3

    সার্টিফিকেট ছিরলেই যদি চাকরি পাওয়া যায়। তাহলে যোগ্যতার বা ভাইবা পরিক্ষার কি দরকার। কি আজব দুনিয়া।

  • @happyhaursinnature6626
    @happyhaursinnature6626 Год назад +12

    সেই মুক্তা বিয়ে করবে অন্য সরকারি চাকরি ছেলেকে বাস সেস সমস্যা কিন্তু এই ছেলেদের কি হবে এদের ত যতদিন জীবন আছে ততদিন সংসারের হাল ধরতে হবে,আর নিজের বউ পরিবার তো আছেই।

  • @dr.md.humaunkabir7441
    @dr.md.humaunkabir7441 Год назад +14

    ২০২২ সালে সার্টিফিকেট ছিঁড়েছে, অথচ তাঁর অনেক পরে ছিঁড়ে চাকরী পেয়ে গেলো!

    • @ra2riyad887
      @ra2riyad887 Год назад

      ছিড়লে কি আবার উত্তলন করা যায়না নাকি। কি যে ভাবেন আপনারা

  • @selim668
    @selim668 Год назад +3

    চাকরি করতেই হবে এই ধারনা থেকে বের হতে হবো
    অাপনি শিক্ষাকে চাকরির হাতিয়ার বানিয়েছেন

  • @HabiburRahman-zi4td
    @HabiburRahman-zi4td Год назад +2

    এই রকম অবস্থা তো সবার

  • @GolamRabbani-mv8xr
    @GolamRabbani-mv8xr Год назад +3

    প্রায় ছেলেদের একই অবস্তা,, এই প্রিয় দেশে।এই খানে আমাদের নাম হয় বাদশা কিন্তু আমরা প্রজার মর্যাদা ও পাই না। আর ওরা মুক্তা সব খানেই মুক্তা।

  • @md.shafrulislam4036
    @md.shafrulislam4036 Год назад +5

    হতাশা হলে চলবে না। মনে রাখবেন রিজিকের মালিক একমাত্র আল্লাহ।

  • @Bujhothela
    @Bujhothela Год назад +3

    ভাই আপনি তো মেয়ে না। সার্টিফিকেট পুড়িয়েছেন সাথে যোগ্যত্বা মেয়ে হতে হবে।😢
    হায়রে সরকার এই হচ্ছে জনগণের সমবেদনা।

  • @mr.nobody4097
    @mr.nobody4097 Год назад +11

    আমি ১৯ মাস বেকার ছিলাম, আমি জানি বেকারত্বের কষ্ট কাকে বলে। এই কষ্ট কাউকে বোঝানো যায় না।

    • @bushraraihan5101
      @bushraraihan5101 Год назад +1

      I'm going through the same phase.I can feel what you have gone through during this phase

    • @mr.nobody4097
      @mr.nobody4097 Год назад +1

      @@bushraraihan5101 it was unbearable. Everyday i was all alone. I don't want anyone go through this. I hope you will be able to make yourself out from this phase. Don't lose hope, just hold on tight. It will make you stronger than ever. Finally i got a job from this month, after applying over 100 job application. Wishing you good luck.

    • @bushraraihan5101
      @bushraraihan5101 Год назад +1

      @@mr.nobody4097 Thank you

  • @saifulbhuiyan5990
    @saifulbhuiyan5990 Год назад +2

    সে মনে করেছে ছিঁড়লে সবাই চাকরি পায়।
    বেসরকারি চাকরি, ব্যবসা, পরিশ্রমি হলে কিছু পাবেই। একটু পড়েই অহংকার করে বড় চাকরি খুজলে বসে থাকতে হয়।

  • @sumonhawlader9846
    @sumonhawlader9846 Год назад +2

    এ থেকে আমরা বুঝতে পারি, খুঁটির থেকে গর্তের মূল্য বেশি, খুঁটির সার্টিফিকেট দেয়ার পরও চাকরি হয়নি, কিন্তু গড়তের ব্যাপারটা আলাদা,

  • @NAVILSMART01
    @NAVILSMART01 Год назад +4

    এ চিত্র সারা বাংলাদেশের,,, বেকারত্বের অভিশাপ আমাকেও তাড়া করে ভাই।।

  • @BolaKhan-ml4gk
    @BolaKhan-ml4gk Год назад +2

    এরকম প্রবলেমের দ্বারা লোক বিদেশে যাচ্ছে আমাদের দেশের দুর্নীতির কারণ নেই লোক বিদেশে চলে যাচ্ছে

  • @amranhossain8106
    @amranhossain8106 Год назад

    Prodan montte deste devan thanks

  • @TaeheeMoon
    @TaeheeMoon Год назад +2

    ❤❤❤❤

  • @abdullahahmed973
    @abdullahahmed973 Год назад +3

    আমাদের এলাকায় মাস্টার্স শেষ করা বেকার একজন ডিপ্রেশনে এখন পুরোপুরিই পাগল হয়ে গেছে।গত তিন বছর আগে দেখেছিলাম পিতার দোকানে অর্ধ পাগল।এখন ভাইটি রাস্তায়,,

  • @greenskull9455
    @greenskull9455 Год назад +3

    চাকরির পিছে না ঘুরে কিছু নিজে করার চেষ্টা করেন,যেহেতু জায়গা জমি আছেই। আমি মাশরুম চাষ করে মাসে ২০-২৫ হাজার করে আয় করতেসি।আর আমার বয়স চলতেসে ২৪

  • @mdariful8677
    @mdariful8677 Год назад +8

    এই হলো জেনারেল লাইনে লেখা পরা করার অবস্থা অথচ যদি মাদ্রাসায় পরতো তবে কিছু একটা করতে পারতো 😂😂😂😂

  • @RobiRobi-d6v
    @RobiRobi-d6v Год назад +3

    এদের আইনের আওতায় আনা হোক

  • @MdIbrahim-yn7bo
    @MdIbrahim-yn7bo Год назад +3

    আমরা তিন ভাই বোন গ্রেজুয়েশন কমপ্লিট করছি বাট আমাদের কোন চাকরি নাই আমদের হতাশা কাউকে বলতেও পারি না। কি করবো বুঝতে পারতেছি না ঘরে বৃদ্ধ মা-বাবা আছেন।

  • @masud660
    @masud660 Год назад +1

    সবাই সার্টিফিকেট ছিড়লে কিন্তু চাকরি হবে না, অনেকের সার্টিফিকেট আছে কিন্তু চাকরি পাওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, দৈনিক পত্রিকায় সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়ে থাকে, যারা যোগ্যতা সম্পর্ন তাদের চাকরি হচ্ছে। যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছেন তারা নিজেরাই জানেন তাদের চাকরি পাওয়ার যোগ্যতা কতটুকু। এই সব তামাসা সব সময় চলে না। যে মেয়ে সার্টিফিকেট পুড়িয়েছে তার দাবী ছিল সরকারি চাকরির বয়সিমা উঠিয়ে দেওয়া হোক যাতে যোগ্যতা সম্পর্নরা তাদের যোগ্যতা দিয়ে সরকারি চাকরি পায়। আর এখন আমরা তামাসা দেখছি, আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন।

  • @mdsirajulislam9665
    @mdsirajulislam9665 Год назад +2

    শুধু চাকরি নাপেলে যে, বেকার থাকতে হবে এটা, ঠিক না, চাকরি ছারা ও অনেক কাজ আছে, পড়াশোনা করলেই চাকরি করতে হবে, এমন কোথাও লেখা নেই, কাজকে সম্মান করেন,।

  • @MM-Moveon
    @MM-Moveon Год назад +2

    একে চাকরি দিবে না পলক স্যার❤

  • @momenulali981
    @momenulali981 Год назад +11

    এই সরকারকে ধ্বীকার জানাই। সরকারের খারাপ মনোভাবের জন্য দেশে থাকতে মন চায় না।

  • @mdariftalukder7033
    @mdariftalukder7033 Год назад

    উন্নয়ন

  • @mdaminulislam105
    @mdaminulislam105 Год назад +1

    যে দেশে পুরুশ বেকার সে দেশে কোটায় অনেকের চাকরি হয় হায়রে দেশ

  • @বাংলাদেশআমারজান-ভ৬ল

    পলক সাহেব ও তো ছেলে এটা কেন বুঝেন না রে ভাই আপনি

  • @razzahmed36
    @razzahmed36 Год назад +3

    প্রাইভেট পড়ালে এলাকায় ২০/৩০ হাজার টাকা কামাতে পারে

  • @EarningLifetimeshyerBazer666
    @EarningLifetimeshyerBazer666 Год назад

    বাস্তব জীবন অনেক কঠিন শুধু পড়ালেখা করলে হয় না সাথে সাথে কারিগরি বিদ্যা থাকতে হয় তাহলে চাকরি এত খুঁজতে হয় না

  • @MdWahid-rm6lj
    @MdWahid-rm6lj Год назад +2

    😓😓😓

  • @mohammedmohim8439
    @mohammedmohim8439 Год назад +4

    ভাই আমার পরামর্শ হলো আপনি প্রাইভেট পড়ায় অনেক পয়সা কামাতে পারবেন যদি লেখাপড়া ভালো করে থাকেন

  • @absamad2452
    @absamad2452 Год назад +26

    মেয়ে হলে ঠিকই চাকরি হত

  • @moviemusicvideos9608
    @moviemusicvideos9608 Год назад

    এমবিএ পাস করে বেকার পড়ে আছি। বয়স ৩২ হয়ে গেছে। তাহলে বলেন ওই সার্টিফিকেট দিয়ে কি করব। মাঝে মাঝে মনে হয় যদি পড়ালেখা না করে গেরেজে কাজ শিখতাম তাও ভালো হতো। খুব কস্ট করে লেখা পড়া করেছিলাম। মনে বড় আশা ছিল জীবনে চলার মত কিছু করতে পারবো। কিন্তু ব্স্তবে মানুষের বিদ্রুপ ছাড়া কিছুই পাইনা এখন

  • @mdajhossan951
    @mdajhossan951 Год назад

    একমাএ ছেলেরাই এই সমাজে অবহেলিত। ছেলেরা চাকরি না পেলে একটি পরিবার কতটা কষ্টে থাকে তা না দেখলে বুঝা যায় না। দেশের শিক্ষার হার বাড়ছে তা নেতাদের কথা বুঝা যায় কিন্তু একটা চাকরি পাওয়া খুব কঠিন।

  • @lutfotrahman7117
    @lutfotrahman7117 Год назад +1

    তার দোষ,তিনি পূরুষ মানুষ

  • @mdnesharuddin2247
    @mdnesharuddin2247 Год назад

    এই নিউজটা মেইনস্ট্রিম মিডিয়ার উচিৎ বেশি বেশি প্রচার করা।

  • @MdShamim-sz1gt
    @MdShamim-sz1gt Год назад +1

    সার্টিফিকেট ছিড়ে কোন সুরাহা হলো? মাঠে খেটে খেলেও দাম কমতো না।বরং সন্তানরা ও এলাকাবাসী গর্বিত হতো ঐ সার্টিফিকেট দেখে।

  • @Funnyfacts9420
    @Funnyfacts9420 Год назад

    ভাই অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করে নেন হয়ে যাবে।এর প্রমান আপনি এবং চশমালি।

  • @shangkarmistryshangkarmist1753
    @shangkarmistryshangkarmist1753 Год назад +10

    বাংলাদেশের প্রথম সার্টিফিকেট ছিড়ে ফেলা ব্যাক্তি উনি। 😢😢😢

    • @MunshiSab123
      @MunshiSab123 Год назад

      সেটাই ২০২২ সালে সাটিফিকেট ছিড়ে ফেলছে তার কোন হদিছ নাই, আর গতকাল পুড়াইয়া তার পরের দিন চাকরি পায়। তার মানে কি লিংঙ্গ বয়ষম্য ছারা কিছুই না। তাদের সবার না হয় চাকরি হইলো আমাদের কি হবে।

    • @shangkarmistryshangkarmist1753
      @shangkarmistryshangkarmist1753 Год назад

      @@MunshiSab123 তেল যারা মারা তারাই পাই।

    • @GSharma-rk9rt
      @GSharma-rk9rt Год назад +1

      ১০ জন মেয়ের পরিবর্তে একজন ছেলেকে চাকরি দেন তাহলে ১৫ জন বাঁচতে পারবে।

    • @Bujhothela
      @Bujhothela Год назад

      যোগ্যত্বা‌ ভাই মেয়ে হতে হবে 😅

  • @vlogsamin
    @vlogsamin Год назад

    আওয়ামী লীগ সমর্থকের সার্টিফিকেট ফুরালেই কিন্তু চাকরি পেয়ে যায়

  • @alamgirkabir6959
    @alamgirkabir6959 Год назад +2

    আমিও বেকার বৌ তিন মেয়ে নিয়ে অনেক হতাশায় আছি ,চিন্তায় বেঁচে থাকতে আর ইচ্ছে হয় না

  • @optechbangla5142
    @optechbangla5142 Год назад

    কেউ যদি কারো নজরে আসা বা কারো সোহানুভতির জন্য ভবিষ্যতে সার্টিফিকেট ছিড়তে চান তাহলে ছেড়ার আগে কয়েকটা বিষয় মনে রাখবেন
    ১. সার্টিফিকেট ছিড়লে হবেনা পোড়াতে হবে।
    ২.পোড়ানোর আগে যে আইডি থেকে লাইভে আসবেন সেই আইডি থেকে আগে কিছু পোষ্ট বা স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করতে হবে যে আপনি আওয়ামীলীগ সাপোর্টার ।
    ৩. আপনাকে সুন্দরী নারী হতে হবে।

  • @MdHasan-be3ln
    @MdHasan-be3ln Год назад

    স্মাট বাংলাদেশ

  • @JahidulIslam-iz6ud
    @JahidulIslam-iz6ud Год назад +2

    স্কুল কলেজে পড়লে
    ভালো চাকরি পাওয়া যায়
    আর মাদ্রাসায় পড়লে জান্নাত পাওয়া যায়

  • @monirulmoni7927
    @monirulmoni7927 Год назад

    এটাই আমাদের সমস্যা,, শুধু চাকরী, তবে আমাদের জানা উচিৎ যে দেশে শিক্ষার উদ্দেশ্য চাকরী করা সে দেশে শুধু চাকর জন্মাবে মনিব নয়।

  • @md.joynalabedinjohny7709
    @md.joynalabedinjohny7709 Год назад

    পলক সাহেব কোথায়..?? এটা চোখে পড়ে না, উনার??

  • @mdhabiburrahman5667
    @mdhabiburrahman5667 Год назад

    বাদশা ভাইর বাড়ি আমাদের ও-ই দিকে

  • @rubayetaddittohasan25
    @rubayetaddittohasan25 Год назад

    Very Very Sad News

  • @mddaud6475
    @mddaud6475 Год назад +4

    জয় বাংলা করে দিলো দেশটাকে

  • @shreenidoyroy7321
    @shreenidoyroy7321 Год назад

    ছেলেদের তো মন্ত্রীকে দেওয়ার মতো কিছু নেই, তাই হয়তো ছেলেদের চাকরি দিচ্ছেন না ।😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @rashedulhasanjoy2336
    @rashedulhasanjoy2336 Год назад +1

    আমার বাবা ৮ নাম্বার সেক্টরে যুদ্ধ করেছেন।মাস্টার্স শেষ করেছি।মুক্তিযোদ্ধার সন্তান হয়েও
    আমি বেকার!

  • @samsulalam3433
    @samsulalam3433 Год назад

    কুক্ষিগত কোটা সিস্টেম বাতিল করে সকল নিয়োগে শতভাগ সচ্ছতার সহিত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেই কেবল এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব অন্যথায় নয় ।।। যেখানে মেধাবীরা দশটা ভাইভা দিয়েও জব পায়না সেখানে কোটারীরা একটা ভাইভা দিয়েই জব পেয়ে যায় কম মার্কস পেয়েও এটাই কি সংবিধানে বর্ণিত সমান অধিকার ???? যেখানে সমস্যা সেখানে হাত না দিয়ে চাকরির বয়স চল্লিশ করলেও কোনো লাভ হবে না চ্যালেন্জ দিয়ে বললাম ।। সকল নিয়োগ শতভাগ মেধায় হোক তখন দেখবেন চাকরির বয়স বত্রিশ করলেই যথেষ্ট হবে ।।। আমি বুঝি না কোটারীরা বয়সেও বত্রিশ পায় আবার কম মার্কসে জব ও পায় তাহলে আমাদের মত কৃষক ঘরের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগ রাষ্ট্র কেনো দেয় ???? কোটা মানেই বৈষম্য ..একই সংবিধানে সমতার কথা বলে আবার কোটাও রাখে ...এটা কেমনে সম্ভব ??? কোটারীদের আবার বয়সেও ছাড় দিয়ে রাখছে বত্রিশ পর্যন্ত ।। কি এক হাস্যকর সিস্টেম।।। স্বাধীনতার বায়ান্ন বছরেও এসে এগুলো দেখতে হচ্ছে ..কি এক আজব পদ্ধতি ।।। শতভাগ সচ্ছতার ভিত্তিতে মেধাবীদের নিয়োগ চাই ।। সকল কোটার অবসান চাই ।। বায়ান্ন বছরে অনেক হইছে আর নয় ।। এখনই সময় রুখে দাঁড়ানোর।।। সকল কোটা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক ।।।

  • @uttammondol58
    @uttammondol58 Год назад

    সব জায়গা প্রায় একই অবস্তা।

  • @mohammedalamgirhossain98
    @mohammedalamgirhossain98 Год назад

    চাকুরীর ক্ষেত্রে বয়স সীমা তুলে দেয়া হউক।

  • @khadejakhadeja-dn6dm
    @khadejakhadeja-dn6dm Год назад

    বেসরকারী চাকরি গুলো সরকারি চাকরির বয়স অনুযায়ী নিয়োগ দেয়।তাতে একজন ছাএ এবংছাএী সরকারি চাকরির বয়স শেষ হলে।বেসরকারি চাকরিতে যেতে পারে না বয়সের কারনে।

  • @mdshamimmiahshamim4296
    @mdshamimmiahshamim4296 Год назад +3

    বয়স ৩৫ /৪০ করা হোক

  • @Monirul_Haque_Shafi
    @Monirul_Haque_Shafi Год назад +1

    সে শুধু একটা সার্টিফিকেট ছিড়ে নি, সে তার স্বপ্ন গুলোকেও ছিরে ফেলে দিয়েছে।।
    এমন হতাশার গল্প আরো অনেক আছে কয়জনের টা শুনবেন আপনারা?
    যদি পারেন বেকারদের জন্য কিছু একটা করেন। সার্টিফিকেটের বয়সসীমা বৃদ্ধি করা হোক এবং বেকারদের কে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেয়া হোক।। এটাই প্রশাসনের কাছে আমার দাবি।

  • @shahidshahidum5814
    @shahidshahidum5814 Год назад

    এরকম বাদশা হাজার হাজার আছে

  • @mhasan7368
    @mhasan7368 Год назад +1

    ছেলেটাকে চাকুরী দিলো না কিন্তু ইডেনের মেয়েটাকা চাকুরী দিলো

  • @nurullah2235
    @nurullah2235 Год назад

    এবার দেখা যাক পলক সাহেব কি করেন

  • @bussidplatformbangladesh
    @bussidplatformbangladesh Год назад

    @পুলক আঙ্কেল কই?

  • @hanifsheikh8752
    @hanifsheikh8752 Год назад

    সরকারের নজর দেওয়া উচিচ

  • @anowarhossain-ob2vv
    @anowarhossain-ob2vv Год назад

    Right

  • @atruelovestory2906
    @atruelovestory2906 Год назад

    এই ভাইটা যদি সুন্দর রমনি হতো তাহলে কথা ছিলো কিন্তু ওনিতো ছেলে তাই অনেকেই ওনাকে চিনবেনা বা দেখবেনা ও 😢

  • @sultanahmmedmehedi4886
    @sultanahmmedmehedi4886 Год назад +1

    বর্তমান ১ জন সরকারী চাকুরীজীবি লোকের বেতন দিয়ে ২ জন্য লোক খাটানো যায়.