বীরাঙ্গনা, মহীয়সী ও মহান স্বাধীনতা সংগ্রামী নীরা আর্য কে আমার শতকোটি প্রণাম। ওঁনার বীরত্বের কাহিনী আগে ও শুনেছি। তবে, ওঁনাকে নিয়ে এত সুন্দর একটি প্রতিস্থাপনা এই প্রথম দেখলাম। এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কুনাল বাবু। আসলে, নীরা আর্য -এর মতো মহানতম বিপ্লবী র জীবন কাহিনী বারবার শুনতে ইচ্ছা করে। ভাবতে বিস্মিত লাগে যে, ওঁনা্রা নিজেদের সারাজীবন কিভাবে উৎসর্গ করে গিয়েছেন,দেশকে স্বাধীন করার জন্য। আজকের সময়ে দাঁড়িয়ে এরকম একজন দেবীতুল্য নারীর সংগ্রামের কাহিনী নারী-পুরুষ নির্বিশেষে সমগ্র নাগরিক সমাজ কে উজ্জীবিত করবে। জয় হিন্দ🇮🇳🇮🇳
অপূর্ব একটি প্রতিবেদন...❤❤❤...এবং অপূর্ব নিবেদন...এক দুর্গার কাহিনী শুনলাম...নীরা আর্য এর বীর বীরাঙ্গনার কাহিনী...।।...তোমারে সেলাম.....জয় হিন্দ.....🇮🇳🇮🇳🇮🇳 ৭ মিনিটস পরে দেখেছি...শুরুতেই ৮ নম্বরে লাইক 👍 করেছি...।।...দেখে নিয়ে ১ ঘণ্টা পরে কমেন্টস করলাম...।।
পবিত্র স্বাধীনতার জন্য কত কষ্ট কত যন্ত্রণা কিছু দেশপ্রেমিকের উপর দিয়ে গেছে ভাবলে হাত পা শিথিল হয়ে যায়। ওদের ত্যাগ তিতিক্ষা কতটুকু আর মনে রেখেছি!নীরা আর্য তোমার চরণে র ইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
না সত্যিই জানা ছিল না,আজ জানলাম আপনার এই প্রতিবেদনে। আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি আজাদ হিন্দ বাহিনীর বীর সেনানি এই স্বাধীনতা সংগ্রামীদের। জয় হিন্দ 🙏 ভারত মাতা কি জয় 🙏
এক, নতুন তথ্য জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো, শুনতে শুনতে চোখে জল এসে গেল। এই সমাজে এই ধরনের নারী খুব প্রয়োজন। আজকে উনারা যদি থাকতন, আজকে আমাদের সমাজে এত উসশূখল হতোন, না
অনেক ধন্যবাদ আপনাকে , চোখের জল নিজের অজান্তেই গড়িয়ে গেল। কত কষ্ট করে কত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই ভারত। পরবর্তী জেনারেশন যেন ভুলে না যায় এই বীর সন্তানদেরকে ।😢
আমি নেতাজী ভক্ত। নেতাজী কে জানার জন্য অনেক বই পড়েছি কিন্তু বীরাঙ্গনা নীরা আর্য সম্পর্কে এই প্রথম জানতে পারলাম সাথে সমৃদ্ধ হলাম। জয়তু নেতাজী, জয়তু নীরা আর্য।
নমষ্কার স্যার, বাংলাদেশ থেকে বলছি, মহান বিপ্লবী শ্রীমতী নিরা আর্য কে কোটি কোটি স্যালুট জানাই। তাদের নিঃস্বার্থ অবদান এ ভারত আজ মহাশক্তিশালী হয়েছে। জয় হিন্দ।
না জানা ছিল না, খুব ভালো লাগলো কুণাল ভাই, এখন অনেক মেয়ের মধ্যে ই বিপ্লবী মনোবল আছে, সেই টা তিলোত্তমা দেখিয়ে দিয়ে গেল। সত্যি এই সব শুনলে, শরীর সিউড়ে উঠে। খুব ভালো মত বল। এই রকম বিপ্লবী জিনিস শুনতে খুব ভালো বাসি। জয় হিন্দ 🇮🇳🇮🇳
শুনতে শুনতে শিউরে উঠছিলাম বার বার ,,কি অমানুষিক কষ্ট আর যন্ত্রনা সহ্য করে গেছেন ওনারা !! সত্যি জানা ছিলো না ,,,খুব ভালো লাগলো ,,খুব কষ্টের ,,সহ্য করা যায় না ।
কি বলবো বুঝতে পারছিনা চোখে জল চলে এল । আপনাকেও অনেক ধন্যবাদ এই সব ঘটনা আমাদের জানানোর জন্য 🙏🏻🙏🏻। সত্যি আমাদের খুব দুর্ভাগ্য আমরা ইতিহাসে এই সব বিপ্লবীদের কথা কখনো জানতেই পারিনি।
Amra blady Indians 40 00 0 00 lok Bara amder dess e ese 400000000 lokeder podh mere gelo. 200 years R amra bara social media te podh marachi R ekhono neta montri ra podh marche ekhono R amra bal chirchi
ভারতের গর্ব, আমাদের ঋণী হওয়া উচিত এনাদের কাছে..... নীরা আর্য সাক্ষাৎ মা দুর্গা ছাড়া অন্য কিছু হতেই পারেননা। ভারতের বীরাঙ্গনাদের ইতিহাস আজকের নারীদের কাছে প্রেরণা, উৎসাহ, উৎকর্ষ ❤❤
আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ বাহিনীতে যে নারীরা যোগদান করেছিলেন তাদের নামটা জানতাম। কিন্তু তাদের সবার জীবন কাহিনী টা জানা সম্ভব আমার পক্ষে হয়নি। তাই আজকের ভিডিও থেকে এইরকম একটি জীবন কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো। কুনাল দা এইরকম আজাদ হিন্দ বাহিনী , নেতাজি, এবং তাদের সম্পর্কিত আরো ভিডিও দেখতে চাই। খুব ভালো থাকবেন কুনাল দা। 🙏
My father , late kanai Lal Nandi, from Chittagram, was an Indian freedom fighter. So I used to read biography of several freedom fighters from my childhood. But it is my first time to know Niraji from you. I am grateful to you. Please carryon such priceless VDO. NAMASTE.
অসাধারণ। Neera Arya কথা একদমই জানতাম না। এরকম অনেকে বীরাঙ্গনা দের কথা আরো জানতে চাই। সত্যি শিওহরে ওঠার সত্য ঘটনা। বীর বীরঙ্গনা কে জানাই স্যালুট। ভারত মাতা কি জয়। ❤❤❤❤❤❤❤❤
আমরা ভারতবাসী অথচ আমাদের এই ভারতবর্ষের মূল ইতিহাস টাই আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আর এটাই আমাদের ব্যর্থতা। কতো কিছুই না অজানা থেকে যেতো যদি না ঈশ্বর আপনার খোঁজ পাইয়ে দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন সবসময় সপরিবারে। 🙏
অসাধারণ একটি সত্যি কাহিনী যা পড়ে তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি আরো হাজার গুণ বেড়ে গেল এবং মনে হলো অন্যায় কাজ যেখানেই হোক তার প্রতিবাদ করতে হয় তবেই তো অপরাধীরা ভয় পাবে
অসাধারণ। কুণাল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য। আমি জানতাম না এই তথ্য। শুনতে শুনতে চোখে জল এসে গেল। আপনি আর অন্য কোনো বিষয় আলোচনা না করে শুধু নেতাজী এবং তাঁর সহযোগী যোদ্ধাদের অজানা কথা আমাদের জানিয়ে চলুন। আবার আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। ধন্যবাদ।
আমি নেতাজির একজন খুব ভক্ত। উনার সম্পর্কে কোন লেখা বা ভিডিও দেখলে আমি খুব মনোযোগ সহকারে দেখি। তবে আজ আর এক বীরাঙ্গনার কাহিনী শুনে আমার গা শিহরে উঠছে। আমাদের সরকারের উচিত এইসব বীরঙ্গনাদের কাহিনী ইতিহাসের পাতায় উজ্জ্বল করে তুলে ধরা। সরকার আমাদের ভুল পথে চালিত করে শুধু মুঘলদের ইতিহাসে পড়িয়েছে, কিন্তু এইসব বীরঙ্গনার ইতিহাস আমরা জানতে পারিনি
আমি আজ অনেক কিছুই জানলাম।অপেক্ষায় থাকলাম,আরও এমন কিছু তথ্য আগামীতেও জানতে পারবো।❤আমি একজন এবং আমার দুই সন্তান, আমরা নেতাজীর পরম ভক্ত।চলমান জীবনেও উনাকে ধারন করার চেষ্টা করি।ভালো থাকবেন।নেতাজী সর্ম্পকে আজও জানতে আগ্রহী।🙏🙏
আমি আগে জানতাম না। শ্রদ্ধায় মন ভরে গেল। আমি আরো জানতে চাই এরকম ঘটনা। আমি তখন জীবিত থাকলে এই বীরাঙ্গনার হাত ধরে নেতাজীর সেবায় ব্রতী হতে পারতাম। স্যালুট জানাই উনাকে। উনি ভাগ্যবতী বলেই নেতাজীদের মতো মহানদের সান্নিধ্যে আসতে পেরে ধন্য হয়েছেন। বীরাঙ্গনা নারী অথচ উনাকে কেউ জানেনা। জানে সেই সৈরাচারীদের , মাথায় তুলে রাখে যাদের জন্য ভারত বাংলা আজ বিপন্ন। শ্রদ্ধা জানাই আপনাকে অজানা তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্য।
মীরা জীর আপনাদের মত কোন এক জনের মাধ্যমে জেনেছিলাম অল্প,মীরা জী ভারত সরকারের পেনশন ফিরিয়ে দিয়েছিলেন,আর সারাজীবন সবজি বিক্রি করে একা কাটিয়ে দিয়েছেন,ব্যস এইটুকু ইতিহাসের পাতায় কোন দিন পোড়ানো হয় নি আমাদের, সেই জন্য আমারা আমাদের ইতিহাস জানতে পারিনি,কুনাল দা আপনাকে অনেক ধন্যবাদ জানাই
জানতাম না কিন্তু আজ আপনার থেকে জানলাম। সত্যি এমন মহিয়সী নারী রা কত অত্যাচার সহ্য করেছ এই দেশ স্বাধীন করার জন্য! আজ সেই দেশের কি হাল। এই স্বাধীনতা সংগ্রামীর জন্য আমরা শতকোটি প্রনাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
অসাধারণ লাগলো ঘটনাটা আমরা ভারতবাসী হয়ে অনেক কিছুই জানিনা, এইরকম ঘটনাটা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নেতাজি ও বীরাঙ্গনা দের কোটি কোটি প্রণাম জানাই তারা যেন আবার এই ভারতবাসীর বুকে ফিরে আসে, নেতাজির সম্বন্ধে আরো কিছু জানতে চাই দয়া করে আরো কিছু ভিডিও করবেন, এইরকম ঘটনা আরো বেশি বেশি করে চ্যালেনে আনবেন, আমরা আরো বেশি বেশি করে দেখতে চাই, কত মানুষের আত্মত্যাগ রক্তাক্ত বলিদান এই ভারতের জন্য সব কিছু আমাদের কাছে তুলে ধরবেন। অনুরোধ রইলো রইলো 🙏🙏 ❤❤
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একজন মহান স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে জানানোর জন্য সত্যি এনার সম্পর্কে আগে আমি জানতাম না কিন্তূ যখন জানলাম ধন্য হয়ে গেলাম সত্যি এখন এই সময় দাঁড়িয়ে ভাবতেও অবাক লাগে যে ওনার কতটা যন্ত্রণা সহ্য করে ছিলেন
Ami subscribe krlm apnar channel ta,osadharon laglo episode ta , really amar jana chhilo na Nira Arjya somporke,chokhe sotti jol ese galo sune ba feel kore sei situation gulo,aro aro sunte chai amon ojana Itihas, thank you so much
বিস্ময় শুধুই রিস্ময়! কষ্টে চোখে জল এসে গেলো। সত্যিই জানতাম না এই শ্রদ্ধেয় বীরাঙ্গনার কথা। 😢😢 কতো অত্যাচার সহ্য করেছিলেন তিনি নেতাজি সুভাষ চন্দ্রের জন্য। আমার বিনন্ম্র শ্রদ্ধাঞ্জলি ও অসংখ্য প্রনাম জানাই 🙏🙏🙏🙏 অনেক তথ্যগুলো তোমার কাছে জেনেছি বন্ধু। আরও অনেক অনেক জানতে চাই আমি।
Excellent representation. Excellent realisation. Excellent clarification. Excellent approaching. Welcome. Namaste. Salute to you for collecting such valuable things.
আমি নীরা আর্য নিয়ে গর্ব বোধ করতাম। কিছুদিন আগেও আমি আমার এক ভিডিও তে অনেক বিপ্লবী দের কথা বলতে গিয়ে নীরা আর্য র কথা ও বলেছি। কিন্তু আজ নতুন করে জানলাম নেতাজি নীরাকে বাঁচানো বা পরবর্তী তে ভাই বোন, এই টা জানতাম না।আজ আমি আপনার ভিডিও তে অনেক সমৃদ্ধ হলাম। কি অপূর্ব লোম শিহরিত জীবন, হায়রে হতভাগ্য বাঙালি। এইসব জীবন ইতিহাস আজ লুপ্ত। তাই আমরা আজ বাঙালি র জাতীয়তাবাদ জীবন মৃত। আমার বিনম্র শ্রদ্ধা জানাই নীরার বিদেহী আত্মা কে।
ভারতকে মাতাকে টুকরো টুকরো করার সড়যন্ত্র চলছে তাই ভারত মাতাকে অখন্ড রাখার জন্য এইরকম দূর্গারুপী মায়েদের বর্তমানে খুবই প্রয়োজন দেখা দিয়েছে।তাই মা দূর্গারুপীদের আগমন হোক এটাই কামনা করি ভারত মাতার কাছে।👏👏👏👏👏👏👏👏👏
আমি আগে কখনো জানিনি,,এই প্রথম জেনেছি,,এই রকম সাহসী বোনকে আমার প্রণাম,,যেন তার আত্মা সুখে শান্তিতে থাকে এবং আবার যেন ঈশ্বর এই ভারত কে রক্ষা করার জন্য আবার পাঠায়,,এবং এই করুন কাহিনী বলার জন্য দাদা আপনাকেও ধন্যবাদ,,
ধন্যবাদ দাদা আমি প্রথম জানলাম।খুবই মর্মাহত হলাম।এতদিন ইতিহাস পড়ে ব্রিটিশদের অত্যাচার জেনেছিলাম।আজ শুনে মনে হচ্ছে আমি বাস্তবে দাঁড়িয়ে আছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।😪
অসংখ্য ধন্যবাদ জানাই।আমাদের স্বাধীনতা সংগ্ৰামের ইতিহাসে উল্লেখ নেই, কিন্তু অন্তরালে থেকে কত মানুষ/মানুষী আত্মোৎসর্গ করেছেন,তাঁদের কথা জানতে চাই।কুণাল বাবুকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানাই, নীরা আর্য র জীবন কাহিনী তুলে ধরার জন্য।
ধন্যবাদ এই অজানা ইতিহাস তুলে ধরার জন্য। বিভিন্ন দলীয় রাজনৈতিক স্বার্থে যে সমস্ত ইতিহাস চাপা পড়ে গেছে সেগুলোকে এই রকম নিরপেক্ষ ভাবে তুলে ধরার অনুরোধ জানাই।
চোখের জল আর সামলাতে পারলাম না। কত কষ্ট কত যন্ত্রণা কত অসন্মান-অপমান সহ্য করে এই মহান মহিয়সী নারী নীরা আর্য নিজের জীবন উৎসর্গ করেছেন দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য। মহান বীরাঙ্গনা নীরা আর্যকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও সহস্র কোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
এরা দেশের জন্য এত করেছে অথচ আমরা এই সম্বন্ধে কিছুই জানিনা ধন্যবাদ এত সুন্দর একজন সংগ্রামীর জীবন জানানোর জন্য। অনেক অনেক কুর্নিশ মিরাজি কে। এই ধরনের আরো ভিডিও পরিবেশন চাই। নমস্কার খুব ভালো থাকবেন।
বীরাঙ্গনা, মহীয়সী ও মহান স্বাধীনতা সংগ্রামী নীরা আর্য কে আমার শতকোটি প্রণাম। ওঁনার বীরত্বের কাহিনী আগে ও শুনেছি। তবে, ওঁনাকে নিয়ে এত সুন্দর একটি প্রতিস্থাপনা এই প্রথম দেখলাম। এই জন্য আপনার কাছে কৃতজ্ঞ, কুনাল বাবু। আসলে, নীরা আর্য -এর মতো মহানতম বিপ্লবী র জীবন কাহিনী বারবার শুনতে ইচ্ছা করে। ভাবতে বিস্মিত লাগে যে, ওঁনা্রা নিজেদের সারাজীবন কিভাবে উৎসর্গ করে গিয়েছেন,দেশকে স্বাধীন করার জন্য। আজকের সময়ে দাঁড়িয়ে এরকম একজন দেবীতুল্য নারীর সংগ্রামের কাহিনী নারী-পুরুষ নির্বিশেষে সমগ্র নাগরিক সমাজ কে উজ্জীবিত করবে।
জয় হিন্দ🇮🇳🇮🇳
সত্যি বলছি, দারুন একটা কাহিনী জানালেন। সত্যি একটা মেয়ের এত ক্ষমতা!!!
অপূর্ব একটি প্রতিবেদন...❤❤❤...এবং অপূর্ব নিবেদন...এক দুর্গার কাহিনী শুনলাম...নীরা আর্য এর বীর বীরাঙ্গনার কাহিনী...।।...তোমারে সেলাম.....জয় হিন্দ.....🇮🇳🇮🇳🇮🇳
৭ মিনিটস পরে দেখেছি...শুরুতেই ৮ নম্বরে লাইক 👍 করেছি...।।...দেখে নিয়ে ১ ঘণ্টা পরে কমেন্টস করলাম...।।
Asadharon collection dada
পবিত্র স্বাধীনতার জন্য কত কষ্ট কত যন্ত্রণা কিছু দেশপ্রেমিকের উপর দিয়ে গেছে ভাবলে হাত পা শিথিল হয়ে যায়। ওদের ত্যাগ তিতিক্ষা কতটুকু আর মনে রেখেছি!নীরা আর্য তোমার চরণে র ইল বিনম্র শ্রদ্ধা ও প্রণাম।
না সত্যিই জানা ছিল না,আজ জানলাম আপনার এই প্রতিবেদনে। আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি আজাদ হিন্দ বাহিনীর বীর সেনানি এই স্বাধীনতা সংগ্রামীদের।
জয় হিন্দ 🙏 ভারত মাতা কি জয় 🙏
This is good histry for pupil man and wman thanks brather
এক, নতুন তথ্য জানতে পারলাম, ভীষণ ভালো লাগলো, শুনতে শুনতে চোখে জল এসে গেল। এই সমাজে এই ধরনের নারী খুব প্রয়োজন। আজকে উনারা যদি থাকতন, আজকে আমাদের সমাজে এত উসশূখল হতোন, না
অনেক ধন্যবাদ আপনাকে , চোখের জল নিজের অজান্তেই গড়িয়ে গেল। কত কষ্ট করে কত মানুষের রক্তের বিনিময়ে আজকের এই ভারত। পরবর্তী জেনারেশন যেন ভুলে না যায় এই বীর সন্তানদেরকে ।😢
Khub sundar
Your collection is extraordinary. We wanted to know more great Netaji & women heroines. Boss carry on.
@@sanketchadda866
আমি প্রথম তোমার কাছে এই মহান মহিলার সম্পর্কে জানলাম। খুব ভালো থাকবেন। আরো এই রকম মানব মানবীর গল্প শোনাবেন। স্যালুট নীরা আর্য। 🙏🙏🙏🙏🙏🙏🙏
আমি নেতাজী ভক্ত। নেতাজী কে জানার জন্য অনেক বই পড়েছি কিন্তু বীরাঙ্গনা নীরা আর্য সম্পর্কে এই প্রথম জানতে পারলাম সাথে সমৃদ্ধ হলাম। জয়তু নেতাজী, জয়তু নীরা আর্য।
কিছুই জানতাম না। অনেক শ্রদ্ধা এই মহীয়সীর প্রতি। জয় হিন্দ।
নমষ্কার স্যার, বাংলাদেশ থেকে বলছি, মহান বিপ্লবী শ্রীমতী নিরা আর্য কে কোটি কোটি স্যালুট জানাই। তাদের নিঃস্বার্থ অবদান এ ভারত আজ মহাশক্তিশালী হয়েছে। জয় হিন্দ।
না জানা ছিল না, খুব ভালো লাগলো কুণাল ভাই, এখন অনেক মেয়ের মধ্যে ই বিপ্লবী মনোবল আছে, সেই টা তিলোত্তমা দেখিয়ে দিয়ে গেল।
সত্যি এই সব শুনলে, শরীর সিউড়ে উঠে।
খুব ভালো মত বল।
এই রকম বিপ্লবী জিনিস শুনতে খুব ভালো বাসি।
জয় হিন্দ 🇮🇳🇮🇳
ভারতের বিপ্লবীদের সঠিক ইতিহাস উৎঘাটন করে ভারতীয়দের সামনে আনা হোক। স্যালুট আপনাকে।
আর এক মা দূর্গার কাহিনী জানলাম। আপনার এইরকম প্রতিবেদনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানাই।
সত্যিই অভিভূত হলাম । সশ্রদ্ধ প্রণাম জানাই এই মহীয়সী কে ।
শুনতে শুনতে শিউরে উঠছিলাম বার বার ,,কি অমানুষিক কষ্ট আর যন্ত্রনা সহ্য করে গেছেন ওনারা !! সত্যি জানা ছিলো না ,,,খুব ভালো লাগলো ,,খুব কষ্টের ,,সহ্য করা যায় না ।
সত্যি অবিশ্বাস্য। আমি কখনো জানতামই না এই বীরাঙ্গনাদের কথা।Salute জানাই
কি বলবো বুঝতে পারছিনা
চোখে জল চলে এল ।
আপনাকেও অনেক ধন্যবাদ এই সব ঘটনা আমাদের জানানোর জন্য 🙏🏻🙏🏻।
সত্যি আমাদের খুব দুর্ভাগ্য আমরা ইতিহাসে এই সব বিপ্লবীদের কথা কখনো জানতেই পারিনি।
Amra blady Indians
40 00 0 00 lok
Bara amder dess e ese 400000000 lokeder podh mere gelo. 200 years
R amra bara social media te podh marachi
R ekhono neta montri ra podh marche ekhono
R amra bal chirchi
Ai vdo ti valo legeche aitihasik ghatana aaro post karben thank you
আজকে জানতে পারলাম,প্রকৃত দেশপ্রেমীর কথা,আগে জানতাম না।🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊✊
সত্যিই ওই বীরাঙ্গনা কে জানাই আমার শত কোটি SALUTE ও প্রণাম
ভারতের গর্ব, আমাদের ঋণী হওয়া উচিত এনাদের কাছে..... নীরা আর্য সাক্ষাৎ মা দুর্গা ছাড়া অন্য কিছু হতেই পারেননা। ভারতের বীরাঙ্গনাদের ইতিহাস আজকের নারীদের কাছে প্রেরণা, উৎসাহ, উৎকর্ষ ❤❤
এক কথায় অসাধারণ কথাগুলো শুনে সত্যি গায়ে কাঁটা দিয়ে উঠলো❤❤❤
আজ এই কষ্টে পাওয়া স্বাধীনতা টা কে নিয়ে কি অবহেলা করছি আমরা।
আজাদ হিন্দ বাহিনী এবং আজাদ হিন্দ বাহিনীতে যে নারীরা যোগদান করেছিলেন তাদের নামটা জানতাম। কিন্তু তাদের সবার জীবন কাহিনী টা জানা সম্ভব আমার পক্ষে হয়নি। তাই আজকের ভিডিও থেকে এইরকম একটি জীবন কাহিনী জানতে পেরে খুব ভালো লাগলো। কুনাল দা এইরকম আজাদ হিন্দ বাহিনী , নেতাজি, এবং তাদের সম্পর্কিত আরো ভিডিও দেখতে চাই।
খুব ভালো থাকবেন কুনাল দা। 🙏
Aj netaji thak le
British der podhe hurko dito...
খুব ভালো লাগলো এই প্রতিবেদন টি শুনে,নেতাজী এবং বীরাঙ্গনা নীরা আর্যর প্রতি আমার হার্দিক শ্রদ্ধা ও প্রণাম জানায় ।
চোখের জল ধরে রাখা যায় না।
হিন্দু কাটে কুফুরি দিয়ে ইংরেজ কাটে চাকু দিয়ে - হিন্দু বেশি খারাপ
My father , late kanai Lal Nandi, from Chittagram, was an Indian freedom fighter. So I used to read biography of several freedom fighters from my childhood. But it is my first time to know Niraji from you. I am grateful to you. Please carryon such priceless VDO. NAMASTE.
সত্যি জানতাম না এই বীরাঙ্গনার ইতিহাস। স্যালুট জানাই ওনার আত্মত্যাগ কে।
Je ka parche lkh che
নীরা আর্য। এই মেডামের জীবনী, কীর্তন নিয়া। দিনকৃষ্ণ ঠাকুরের কণ্ঠে শুনেছি। খুব ভালো লাগলো।
অনেক দিন এই চরিত্রের সম্বন্ধে জানতে চেয়েছিলাম আজ সেই আসা পূর্ণ হলো।। কুণাল দা চালিয়ে যান , আপনার বলার ধরন খুব সুন্দর।।
পড়ে ছিলাম কিনতু এতটা ডিটেল এ নয়।ধন্যবাদ কুণাল বাবু।
ধন্য হলাম। অশ্রু সংবরণ করা কষ্টকর হচ্ছিল আপনার কথিত প্রতিবেদন শুনতে গিয়ে। ধন্যবাদ আপনাকে।
Acha amarta kamon hoyacha janaben to channeler nam proyas lunch
😊r❤❤@@keshabchandradey1999
21:11
ধন্যবাদ,খুব ভালো লাগল। নেতাজি সুভাষ কে নিয়ে যে serial Zee bangla দেখিয়েছিল সেখানে নীরার চরিত্র খুব অসম্পূর্ণ ছিল।অনেক ধন্যবাদ।
কতো ইতিহাস চাপা পড়ে আছে!! আমরা এদের কাছে পাপী, এদের এতো আত্মত্যাগ,অথচো আমরা এদের ইতিহাসটুকুও স্মরণ করি না!! করবো কিভাবে,জানতাম ই না যে!!ক্ষমা করবেন!!
খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।🙏🌹
Thank you da da
অসাধারণ। Neera Arya কথা একদমই জানতাম না। এরকম অনেকে বীরাঙ্গনা দের কথা আরো জানতে চাই। সত্যি শিওহরে ওঠার সত্য ঘটনা। বীর বীরঙ্গনা কে জানাই স্যালুট। ভারত মাতা কি জয়। ❤❤❤❤❤❤❤❤
অসাধারন চোখে জলচলে এল দেশ স্বাধীন হল তিনি কিছুই পেলেননা
.....নাহ্ ! জানা ছিল না। জানলাম। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে.....!! আপনাকে ধন্যনাদ।
অপূর্ব সুন্দর প্রতিবেদন। বীরাঙ্গনা মহীয়সী নারীকে জানাই আমার আন্তরিক সশ্রদ্ধ শতকোটি প্রণাম। 🌺🙏🏻🌺🙏🏻🌺🙏🏻
আমরা ভারতবাসী অথচ আমাদের এই ভারতবর্ষের মূল ইতিহাস টাই আমাদের কাছে এখনো পরিষ্কার নয়। আর এটাই আমাদের ব্যর্থতা। কতো কিছুই না অজানা থেকে যেতো যদি না ঈশ্বর আপনার খোঁজ পাইয়ে দিতেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঈশ্বরের কৃপায় আপনি ভালো থাকুন সবসময় সপরিবারে। 🙏
👍
Neera Aryake Pranam
Thanks
ধন্যবাদ ❤❤❤❤❤
Many thanks brother.
অনন্য সাধারণ দেবীর কথা জানলাম । সহস্র স্যালুট জানাই তাঁর স্মৃতির উদেশ্যে।
অসংখ্য ধন্যবাদ এই সব শোনার সুযোগ করে দেওয়ার জন্য ♥️♥️🙏🙏
অসাধারণ একটি সত্যি কাহিনী যা পড়ে তার প্রতি শ্রদ্ধা ও ভক্তি আরো হাজার গুণ বেড়ে গেল এবং মনে হলো অন্যায় কাজ যেখানেই হোক তার প্রতিবাদ করতে হয় তবেই তো অপরাধীরা ভয় পাবে
আপনার পোস্ট করা অসাধারণ প্রতিবেদনের মাধ্যমে জানলাম মিরা আরজির কথা ভালো লাগলো মিরা আরজু কে জানাই আমার শতকোটি প্রণাম ও কুর্নিশ
অসাধারণ। কুণাল বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রতিবেদনের জন্য। আমি জানতাম না এই তথ্য। শুনতে শুনতে চোখে জল এসে গেল। আপনি আর অন্য কোনো বিষয় আলোচনা না করে শুধু নেতাজী এবং তাঁর সহযোগী যোদ্ধাদের অজানা কথা আমাদের জানিয়ে চলুন। আবার আপনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। ধন্যবাদ।
🇦🇷🇦🇷🇦🇪🇦🇪
আমি নেতাজির একজন খুব ভক্ত। উনার সম্পর্কে কোন লেখা বা ভিডিও দেখলে আমি খুব মনোযোগ সহকারে দেখি। তবে আজ আর এক বীরাঙ্গনার কাহিনী শুনে আমার গা শিহরে উঠছে। আমাদের সরকারের উচিত এইসব বীরঙ্গনাদের কাহিনী ইতিহাসের পাতায় উজ্জ্বল করে তুলে ধরা। সরকার আমাদের ভুল পথে চালিত করে শুধু মুঘলদের ইতিহাসে পড়িয়েছে, কিন্তু এইসব বীরঙ্গনার ইতিহাস আমরা জানতে পারিনি
অসাধারণ লাগলো। অজানা বিষয় জানা গেলো। ধন্যবাদ কুনাল দা। ❤
আমি আজ অনেক কিছুই জানলাম।অপেক্ষায় থাকলাম,আরও এমন কিছু তথ্য আগামীতেও জানতে পারবো।❤আমি একজন এবং আমার দুই সন্তান, আমরা নেতাজীর পরম ভক্ত।চলমান জীবনেও উনাকে ধারন করার চেষ্টা করি।ভালো থাকবেন।নেতাজী সর্ম্পকে আজও জানতে আগ্রহী।🙏🙏
অসংখ্য শ্রদ্ধাঞ্জলি আশীর্বাদ এবং ভালোবাসা রইলো ওই মহীয়সী নারী "নীরা আর্য"র প্রতি।
🇧🇩 থেকে শুনছি।
নীরা আর্যর জীবনী পড়তে চাই। ভারতের আসল ইতিহাস তো আমাদের অজানা। নেহেরু যেমন চেয়েছে তেমন ইতিহাস লেখা হয়েছে।
সত্যি এমন একজন বীরাঙ্গনা দেশপ্রেমিক কে জানতে পারলাম। স্যালুট জানাই।
🙏🙏 জয় হিন্দ। আরও বিপ্লবীদের সম্বন্ধে জানতে চাই।
সুন্দর তোমার উপস্থাপনা এবং অভিনব। এ বিষয়ে আমার ৮৮ বছরের জীবনে প্রথম শুনলাম। ধন্য তুমি। নীরা আর্যর সঙ্গে তোমাকেও নমস্কার।
Can't resist my tears. After all these sacrifices did we get this kind of freedom? Very sad😢
🇮🇳 Joy Hind 🇮🇳
আমি আগে জানতাম না। শ্রদ্ধায় মন ভরে গেল। আমি আরো জানতে চাই এরকম ঘটনা। আমি তখন জীবিত থাকলে এই বীরাঙ্গনার হাত ধরে নেতাজীর সেবায় ব্রতী হতে পারতাম। স্যালুট জানাই উনাকে। উনি ভাগ্যবতী বলেই নেতাজীদের মতো মহানদের সান্নিধ্যে আসতে পেরে ধন্য হয়েছেন। বীরাঙ্গনা নারী অথচ উনাকে কেউ জানেনা। জানে সেই সৈরাচারীদের , মাথায় তুলে রাখে যাদের জন্য ভারত বাংলা আজ বিপন্ন। শ্রদ্ধা জানাই আপনাকে অজানা তথ্য জনসমক্ষে তুলে ধরার জন্য।
মীরা জীর আপনাদের মত কোন এক জনের মাধ্যমে জেনেছিলাম অল্প,মীরা জী ভারত সরকারের পেনশন ফিরিয়ে দিয়েছিলেন,আর সারাজীবন সবজি বিক্রি করে একা কাটিয়ে দিয়েছেন,ব্যস এইটুকু ইতিহাসের পাতায় কোন দিন পোড়ানো হয় নি আমাদের, সেই জন্য আমারা আমাদের ইতিহাস জানতে পারিনি,কুনাল দা আপনাকে অনেক ধন্যবাদ জানাই
প্রথমেই আপনাকে বিজয়ার শুভেচ্ছা জানাচ্ছি। আজ এমন একজন বীরাঙ্গনার কথা ভালো করে জানতে পেরে খুবই ভালো লেগেছে।
আজ আমাদের দেশে এরকম বীরাঙ্গনার খুবই দরকার।
অসংখ্য ধন্যবাদ জানাই, আর আজ লজ্জা হচ্ছে এইসব মহান দেশপ্রেমিক দের ত্যাগের কি মূল্য আমরা দিচ্ছি।
জানতাম না কিন্তু আজ আপনার থেকে জানলাম। সত্যি এমন মহিয়সী নারী রা কত অত্যাচার সহ্য করেছ এই দেশ স্বাধীন করার জন্য! আজ সেই দেশের কি হাল। এই স্বাধীনতা সংগ্রামীর জন্য আমরা শতকোটি প্রনাম 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Pronam neben Neera Arya...Jai Hind.... tomake selam 🎉🎉🎉
অসাধারণ লাগলো ঘটনাটা আমরা ভারতবাসী হয়ে অনেক কিছুই জানিনা, এইরকম ঘটনাটা জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, নেতাজি ও বীরাঙ্গনা দের কোটি কোটি প্রণাম জানাই তারা যেন আবার এই ভারতবাসীর বুকে ফিরে আসে, নেতাজির সম্বন্ধে আরো কিছু জানতে চাই দয়া করে আরো কিছু ভিডিও করবেন, এইরকম ঘটনা আরো বেশি বেশি করে চ্যালেনে আনবেন, আমরা আরো বেশি বেশি করে দেখতে চাই, কত মানুষের আত্মত্যাগ রক্তাক্ত বলিদান এই ভারতের জন্য সব কিছু আমাদের কাছে তুলে ধরবেন। অনুরোধ রইলো রইলো 🙏🙏 ❤❤
হায় রে হায় কি আর বাকি ছিল অমানবিকতার প্রণাম মহীয়সী আর্য প্রণাম বাঙালির প্রাণ -সুভাষ বসু 🙏❤️🌹🙏
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একজন মহান স্বাধীনতা সংগ্রামীর সম্পর্কে জানানোর জন্য সত্যি এনার সম্পর্কে আগে আমি জানতাম না কিন্তূ যখন জানলাম ধন্য হয়ে গেলাম সত্যি এখন এই সময় দাঁড়িয়ে ভাবতেও অবাক লাগে যে ওনার কতটা যন্ত্রণা সহ্য করে ছিলেন
ভারতমাতার সেবা করার জন্য এইরকম মহিলাকে শত কোটি প্রনাম জানাই।
Ami subscribe krlm apnar channel ta,osadharon laglo episode ta , really amar jana chhilo na Nira Arjya somporke,chokhe sotti jol ese galo sune ba feel kore sei situation gulo,aro aro sunte chai amon ojana Itihas, thank you so much
কুনাল দাদার প্রয়াসে বীর বিপ্লবী বীরাঙ্গনাদের সম্পর্কে জানতে পারে চোখে অশ্রু সর্ব অঙ্গে অস্থিরতা হচ্ছে, জয় গুরুদেব জয় হিন্দ
বিস্ময় শুধুই রিস্ময়! কষ্টে চোখে জল এসে গেলো। সত্যিই জানতাম না এই শ্রদ্ধেয় বীরাঙ্গনার কথা। 😢😢 কতো অত্যাচার সহ্য করেছিলেন তিনি নেতাজি সুভাষ চন্দ্রের জন্য। আমার বিনন্ম্র শ্রদ্ধাঞ্জলি ও অসংখ্য প্রনাম জানাই 🙏🙏🙏🙏 অনেক তথ্যগুলো তোমার কাছে জেনেছি বন্ধু। আরও অনেক অনেক জানতে চাই আমি।
মনের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো ,,, এই রকম অজানা কতো ইতিহাস চাপা পড়ে গেছে। জয় হিন্দ। এই রকম অজানা আরো কাহিনী প্রকাশিত হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমি নীরা আর্য সম্পর্কে এই প্রথম জানলাম যে এত কিছু ঘটেছে ওনার জীবনে। আরও অনেক এই ধরনের ঘটে যাওয়া অজানা তথ্য জানতে চাই।আপনাকে অনেক ধন্যবাদ 🙏❤
আমি চোখের জল আটকাতে পারলাম না, সারা শরীর কাঁটা দিয়ে উঠছে, 🙏মা ❤️নেতাজি, জয় হিন্দ, bandemataram, ভারত মাতা কি জয় 🇹🇯
অসাধারণ। এই সামাজিক অবক্ষয়ের যুগে এই বীরাঙ্গনাদের কথা নতুন করে প্রাণশক্তি যোগায়।
Excellent representation. Excellent realisation. Excellent clarification. Excellent approaching. Welcome. Namaste. Salute to you for collecting such valuable things.
অনেক ধন্যবাদ। একটা অজানা অধ্যায়ের দ্বারোন্মোচন করার জন্য।👌👌👌
আমি একজন নেতাজী ভক্ত।কিন্তু এই কাহিনি আমার জানা ছিল না।আপনাকে অনেক ধন্যবাদ এই বীরাঙ্গনার কাহিনী জানানোর জন্য।জয় হিন্দ,নেতাজী জীন্দাবাদ✊✊✊
এই ধরনের ইতিহাস আরো শুনতে চাই।জয় হিন্দ। 🇮🇳 । শতকোটি প্রণাম আমার প্রিয় দেশ প্রেমিক নেতাজীকে , সহযোদ্ধা সকলকে 💐🙏।
আমি নীরা আর্য নিয়ে গর্ব বোধ করতাম। কিছুদিন আগেও আমি আমার এক ভিডিও তে অনেক বিপ্লবী দের কথা বলতে গিয়ে নীরা আর্য র কথা ও বলেছি। কিন্তু আজ নতুন করে জানলাম নেতাজি নীরাকে বাঁচানো বা পরবর্তী তে ভাই বোন, এই টা জানতাম না।আজ আমি আপনার ভিডিও তে অনেক সমৃদ্ধ হলাম। কি অপূর্ব লোম শিহরিত জীবন, হায়রে হতভাগ্য বাঙালি। এইসব জীবন ইতিহাস আজ লুপ্ত। তাই আমরা আজ বাঙালি র জাতীয়তাবাদ জীবন মৃত।
আমার বিনম্র শ্রদ্ধা জানাই নীরার বিদেহী আত্মা কে।
নীরা আর্য, ভারতের স্বাধীনতা সংগ্রামের এই বীর সেনানীকে স্যেলুট এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম।
Khub khub khub.....valo laglo video ta dekhe....onek ojana kichu jante parlam....Thank u lot's.....❤
ভারতকে মাতাকে টুকরো টুকরো করার সড়যন্ত্র চলছে তাই ভারত মাতাকে অখন্ড রাখার জন্য এইরকম দূর্গারুপী মায়েদের বর্তমানে খুবই প্রয়োজন দেখা দিয়েছে।তাই মা দূর্গারুপীদের আগমন হোক এটাই কামনা করি ভারত মাতার কাছে।👏👏👏👏👏👏👏👏👏
Coming soon
অনেক অনেক ধন্যবাদ কুণাল বসুকে। অজানা তথ্যের সম্ভার পরিবেশন করার জন্য।
আমি আপনার কাছে চির কৃতজ্ঞ।আপনার পেজ যথা সম্ভব দেখি।আজকের এই পরিবেশন টি আমার ঘুমিয়ে থাকা মন জীবনটির মধ্যে সমৃদ্ধ হলাম। নমস্কার।অপেক্ষায় রইলাম।
আমি আগে কখনো জানিনি,,এই প্রথম জেনেছি,,এই রকম সাহসী বোনকে আমার প্রণাম,,যেন তার আত্মা সুখে শান্তিতে থাকে এবং আবার যেন ঈশ্বর এই ভারত কে রক্ষা করার জন্য আবার পাঠায়,,এবং এই করুন কাহিনী বলার জন্য দাদা আপনাকেও ধন্যবাদ,,
ধন্যবাদ দাদা আমি প্রথম জানলাম।খুবই মর্মাহত হলাম।এতদিন ইতিহাস পড়ে ব্রিটিশদের অত্যাচার জেনেছিলাম।আজ শুনে মনে হচ্ছে আমি বাস্তবে দাঁড়িয়ে আছি। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে।😪
খুব সুন্দর একটি পোস্ট । বীরাঙ্গনাদের স্যালুট জানাই । জয় হিন্দ 🙏 🇮🇳
ধন্যবাদ এই প্রথম এইবীরাঙ্গনা বিষয়ে জানলাম।ঠিক এরকম ফেলে রাখা ইতিহাস তুলে ধরার আশা রাখি।জয় হিন্দ।
অজানা ইতিহাস জানতে পেরে উপকৃত হলাম। ধন্যবাদ।
আজ ই জানলাম উনার সম্পর্কে। কুর্নিশ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ এই তথ্য টি দেবার জন্য।
স্যালুট
খুব ভালো, সমৃদ্ধ হলাম, ধন্যবাদ দাদা। আরো জানতে চাই
অসংখ্য ধন্যবাদ জানাই।আমাদের স্বাধীনতা সংগ্ৰামের ইতিহাসে উল্লেখ নেই, কিন্তু অন্তরালে থেকে কত মানুষ/মানুষী আত্মোৎসর্গ করেছেন,তাঁদের কথা জানতে চাই।কুণাল বাবুকে ধন্যবাদও কৃতজ্ঞতা জানাই, নীরা আর্য র জীবন কাহিনী তুলে ধরার জন্য।
ইতিহাসের অনেক ঘটনা জানলেও এই বীরাঙ্গনার কথা সত্যিই জানা ছিলো না,অনেক ধন্যবাদ জানাই আপনাকে।
অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে এই রকম একটা প্রতিবেদনের জন্য।
অতি বিরল এই আগুনের মমতন সত্য তুলে ধরার জন্য আপনাক অসংখ্য ধন্যবাদ দাদা,ভাল থাকবেন।
বীরাঙ্গনা, মহীয়সী নারী নীরা আর্যকে আমার শত কোটি প্রণাম। ধন্যবাদ কুনাল দা।
অসাধারণ অসংখ্য ধন্যবাদ। এই বীরাঙ্গনাদের প্রনাম জানাই। আপনি আরো এগিয়ে চলুন।
Anek dhonnobad dada ei rokom video aro post korben..onek kichu jante parlam Neera Arya somporke khubi kom jantam. Apni purota tule dhorlen.
অশ্রুতপূর্ব একটি প্রতিবেদন। অনেক অনেক ধন্যবাদ।❤
না জানা ছিলো না, চোখের জল ধরে রাখতে পারলাম না। দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের জানানোর জন্য।
অসাধারণ চোখে জল চলে এল ,দুঃখের বিষয় মহান নীরা স্বাধীন ভারতে সম্মান পেল না।
ধন্যবাদ এই অজানা ইতিহাস তুলে ধরার জন্য। বিভিন্ন দলীয় রাজনৈতিক স্বার্থে যে সমস্ত ইতিহাস চাপা পড়ে গেছে সেগুলোকে এই রকম নিরপেক্ষ ভাবে তুলে ধরার অনুরোধ জানাই।
চোখের জল আর সামলাতে পারলাম না। কত কষ্ট কত যন্ত্রণা কত অসন্মান-অপমান সহ্য করে এই মহান মহিয়সী নারী নীরা আর্য নিজের জীবন উৎসর্গ করেছেন দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য। মহান বীরাঙ্গনা নীরা আর্যকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও সহস্র কোটি প্রণাম 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
এমন এক নারীর বীরত্ব গাঁথা উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রনাম নীনা আর্য দেবীকে।
এরা দেশের জন্য এত করেছে অথচ আমরা এই সম্বন্ধে কিছুই জানিনা ধন্যবাদ এত সুন্দর একজন সংগ্রামীর জীবন জানানোর জন্য। অনেক অনেক কুর্নিশ মিরাজি কে। এই ধরনের আরো ভিডিও পরিবেশন চাই। নমস্কার খুব ভালো থাকবেন।
আপনাকে অনেক ধন্যবাদ। ভারতীয় নারীর এইরূপ বীরাঙনার পরিচয় জানানোর জন্য ।