দূর্গা সাগর দীঘিতে মাছ ধরার অভিজ্ঞতা ॥ Durga sagor, Madhabpasha, Barisal
HTML-код
- Опубликовано: 27 дек 2024
- ” দূর্গা সাগর ”
সাগর দিয়ে এর বিশালত্বকে বুঝানো হয়েছে। এত বড় দীঘি বরিশাল বিভাগে আর নেই। এটি এখন পর্যটকদের এবং প্রকৃতি প্রেমীদের কাছে একটি সুন্দর স্থান। বিশাল সিমেন্টের প্রশস্ত ঘাটলা , দীঘির মাঝে একটি সুন্দর দ্বীপ , যেখানে শীতকালে অতিথি পাখিদের কলকাকলিতে মুখরিত থাকে। পাখিদের অভয়ারণ্য এই এলাকা । দীঘির পারে সরু রাস্তা , মাঝে মাঝে বসার বেঞ্চ , ঘন সবুজ বিভিন্ন ধরনের গাছ - আপনাকে দিবে অনাবিল শান্তি। ইচ্ছে করলে আপনি এখানে পিকনিক করতেও পারেন। যারা বরিশালে আসবেন , এই দূর্গা সাগর দেখতে ভুলবেন না। মৎস্য শিকারিরাও এখানে আস্তে পারেন - বিশাল আকৃতির মাছ ধরার জন্য । বছরের কোন এক সময় - টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ আছে এখানে।
17 june #2023 #fishingvideo
Video by #gopro11 #viralvideo
Video courtesy Ashiqur rahman
Wonderful job
Best video 👍
সকালে গেট ওপেন হয় কয়টায়?
আপনার ভিডিও দেখে আপ্লুত হলাম অনেক দিনের ইচছা ছিল এই দূরগা সাগরে মাছ শিকার করার কিন্তু দূরভাগ্য ক্রমে আজঅবদি যাওয়া হয়নি। দয়া করে জানাবেন মাছ ধরার নিয়ম কি টিকিট কত ? আর কোন সময় মাছ ভাল হিট হয়।
দূরগা সাগরে বরশী দিয়ে মাছ ধরার নিয়ম কি ? টিকিট কত ? কোথা থেকে নিতে হবে এবং কোন সময় ? দয়া করে জানালে খুব উপকৃত হব ।
প্রতি সপ্তাহের শুক্র শনি বারের জন্য সারা সপ্তাহ টিকিট পাওয়া যায় ॥
টিকিট এখান থেকে সংগ্রহ করতে হবে ॥
ধন্যবাদ ॥
@@ashiqsmoments তাদের মোবাইল নাম্বারটা দি দেয়া যাবে?