তানা ফুফুর সাথে ঘুরতে যাই 💚
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- ময়মনসিংহ জেলা বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন জেলা। এই জেলায় রয়েছে প্রাচীন ও ঐতিহ্যবাহী অনেক স্থাপনা। রয়েছে দেখার মতো প্রাকৃতিক ও মানবসৃষ্ট অনেক স্থাপনা। তেমনি একটি স্থাপনা ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল উদ্যান।উদ্যানটির অবস্থান ময়মনসিংহ জেলা শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে ।
উদ্যানটা বেশ বড়। কিছু অংশ দুই দিক দিয়ে গেট দেওয়া। যাতে কোনো রিকশা ভ্যান মটর সাইকেল ওই অংশে ঢুকতে না পারে। শহরের কাঁচিঝুলিতে এই পার্কটির অবস্থান। কাচারি ঘাট থেকে নদ ঘেষে লম্বালম্বি জয়নুল আবেদিন সংগ্রহশালা পর্যন্ত দীর্ঘ এই পার্ক। এইটুকু জায়গার ভেতরে গাছের ফাঁকে ফাঁকে টাইলস দিয়ে বাধাই করা বসার বেঞ্চ। উদ্যানের পাশেই সার্কিট হাউস মাঠ ও জেলা প্রশাসন ভবন। পার্কের ভেতরে রেস্টুরেন্ট আছে কয়েকটা। মিনি চিড়িয়াখানা আছে, আছে পাঠাগারও। বিশেষ দিনগুলিতে নাগরদোলা বসানো হয়। নৌকাগুলি সাজানো হয় রঙ দিয়ে। এবং পাল লাগানো হয়।
মা বাবার সাথে ঘুরতে যাই 💚
তানা ফুফুর সাথে ঘুরতে যাই 💚
শিল্পাচার্য জয়নুল উদ্যান 💚 Mymensingh City
Dhaka airport is approximately 110 km (4.00 hours drive) from Mymensingh by bus. There are several bus services from Dhaka to Mymensingh. Buses leave from the Mohakhali bus stand (10 km south of Dhaka Airport) in Dhaka to the Mashkanda bus stand in Mymensingh. You can get on any of the following buses from the Mohakhali bus stand in Dhaka, which will cost around Tk. 350 ($4):
1. Shoukhin
2. Ena
3. SEPL
There are several train services from Dhaka to Mymensingh. It takes almost 3 hours to reach Mymensingh from Dhaka, the capital of Bangladesh. You can get on from the Dhaka Airport or you could go to the main train station-Komlapur Rail Station.The nearby restaurants are Circuit House food court and Sharinda.
Music:
#riha #baap_ka_beti