ফুল পুরোপুরি ফুটে গেলে পরাগায়ন করতে হবে। সাধারণ রাত ০৮ টার দিকে ফুল ফুটে। আগে-পরেও হতে পারে। হাতের নাগালের মধ্যে হলে ফুলের চিকন চিকন কিছু কাঠি ছিড়ে রেণুগুলো মোটা স্টিকের মাথায় পিচ্ছিল আঠালো অংশে আলতোভাবে লাগিয়ে দিতে হবে। ড্রাগন পরাগায়নের ভিডিও আছে। দেখে নিলে উপকার পাবেন আশা করি।
আসসালামু আলাইকুম। স্যার টবে আমার এলাচি লেবু গাছের বয়স দুই বছর। গাছের বৃদ্ধি কম,পাতাছোট অবস্থায় হলুদও মুখের দিকে পুড়ে যায়। কোন ফুল ফল নেই।আপনার ম্যাজিক পদ্ধতি অবলম্বন করেছি। কোন ফল পাচ্ছি না। সুন্দর সবুজ কি ভাবে হবে আর কি দিতে জানাবেন প্লিজ। আল্লাহ আপনার মঙ্গল করুক।
ধন্যবাদ ভাই
কৃতজ্ঞতা
স্যার, গোবর সার তৈরির খুব সহজ এবং দ্রুততম পদ্ধতি নিয়ে একটি ভিডিও দেবেন। শুকনো গোবর কতটুকু এফিসিয়েন্ট এটি সম্পর্কেও বলবেন দয়া করে! ধন্যবাদ।
ইনশাআল্লাহ
আমি একটি কলমের পেয়ারা গাছ কিনেছি ৭-১০ দিন হবে। এখন কি রোদে রাখা যাবে?
ধীরে ধীরে রোদে দিবেন। প্রথমে বাতাসযুক্ত আলো ছায়ায় রাখুন-সরাসরি রোদে নয়।
আমার একটা প্রশ্ন ছিল।
জ্বী করুন
আমার ড্রাগন গাছে শুধু একটা ফুল এসেছে, এখন কিভাবে পরাগায়ন করব?
ফুল পুরোপুরি ফুটে গেলে পরাগায়ন করতে হবে। সাধারণ রাত ০৮ টার দিকে ফুল ফুটে। আগে-পরেও হতে পারে। হাতের নাগালের মধ্যে হলে ফুলের চিকন চিকন কিছু কাঠি ছিড়ে রেণুগুলো মোটা স্টিকের মাথায় পিচ্ছিল আঠালো অংশে আলতোভাবে লাগিয়ে দিতে হবে। ড্রাগন পরাগায়নের ভিডিও আছে। দেখে নিলে উপকার পাবেন আশা করি।
আমি আমার কেনা নতুন পেয়ারা গাছটিকে ৭-১২ দিন semi shed এ রেখেছিলাম এখন রোদে কোনো সমস্যা হবে?
অল্প অল্প করে রোদের সময় বাড়াতে থাকেন।
আমি ভুলবশত শীতকালে ড্রাগন টিপ প্রুনিং করেছিলাম এখন আবার প্রুনিং করব? গাছে ফুল আসে না কাটিং এর চারা বয়স প্রায় ২ বছর। এখন কী করব?
এখন নতুন ডালের আগা থেকে ২-১ ইঞ্চি কেটে দিন।
আমার বারি মালটা গাছে প্রচুর ফুল এসেছে, সাথে মিলিবাগ আক্রমন করেছে। কি করতে পারি?
এখন কোনো সার দেব কি?
ফুল ফুটেছে কি?
আসসালামু আলাইকুম। স্যার টবে আমার এলাচি লেবু গাছের বয়স দুই বছর। গাছের বৃদ্ধি কম,পাতাছোট অবস্থায় হলুদও মুখের দিকে পুড়ে যায়। কোন ফুল ফল নেই।আপনার ম্যাজিক পদ্ধতি অবলম্বন করেছি। কোন ফল পাচ্ছি না। সুন্দর সবুজ কি ভাবে হবে আর কি দিতে জানাবেন প্লিজ। আল্লাহ আপনার মঙ্গল করুক।
facebook.com/agrivisionbd
এখানে আমাকে ছবি পাঠান প্লিজ