এত দীর্ঘ গল্প শোনার সাহস হয়নি। কিন্তু যখন শোনতে শুরু করলাম এক টানা শুনে শেষ করলাম। আমারা যারা বাবা আছি তাদের জন্যেও অনেক শেখার আছে এ গল্পে । সবাইকে ধন্যবাদ ।
কি শুনলাম!কি বুঝলাম! আপুটার কথা গুলা জীবনটাকে একটু অন্য ভাবে দেখাইলো আজকে!💜 এর থেকেই আমি জোড় গলায় বলতে পারি"আমরা নারী,আমরা পারি"✌💜 আর কিছু বলার ভাষা নাই আমার!☺
প্রথম বার জীবন গল্প শুনলাম, মানুষের জীবন এর কতো ধরনের মোড় আসে। অনেক ভালোবাসা India থেকে90.4 FM কে,এত মানুষ কে মন খুলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য যা কখনো নিজের কাছের লোকটা কেও বলা যায় না। lot of best wishes 👍
আমি আমার বাবার মৃত্যুর পর কপালে চুমু দিয়েছিলাম আর ভাবছিলাম... কেন বেঁচে থাকতে আমি একটা চুমু খেলাম না... কেন জড়িয়ে ধরলাম না বাবাকে... খুব মিস করি বাবাকে ❤️ আমি জানি আমার বাবার সাথে একদিন না একদিন ঠিক দেখা হবে অন্য কোন এক জগতে।
ছেড়ে যাওয়াটা খুব কঠিন হয়, আমাদের সমাজ কিন্তু সব কিছুর পরেও মেয়েটাকেই দোষী মনে করে.. একটা মেয়ে একদিনে সংসার ছাড়ার কথা ভাবে না, দীর্ঘদিন নিজের সঙ্গে লড়াই করতে হয়, তারপর যেদিন দেয়ালে পিঠ ঠেকে যায়, সেই দিন বের হওয়া ছাড়া কোনো উপায় থাকে না... আসলে আমাদের জীবনের গল্প গুলো এক শুধু চরিত্রের নাম গুলো পাল্টে যায়
এইরকম আমাদের সমাজে অনেক আছে। অনেকেই সুপচাপ সমাজের ভয়ে থাকে। ওনার কষ্টটা হারে হারে ফিল করতেছি।ওনাকে ধন্যবাদ এই কথা গুলি সেয়ার করার জন্য। উনার বাবাকে মহান আল্লাহ পাক জান্নাত বাসি করুন।
This is a 5 year old video. Now, 5 years later, I want to know where she is. I really want to know if she's achieved everything she aimed for, if she now has a happy married life, if she's now content with her life. Dear ma'am, if this comment ever reaches you know one thing many people are proud of you ❤
This is the only question of everyone who had watched this video before I had been watching this video 3,4 years ago now I still want to know our respected Abida Sultana apu also what's going on in her life in present life .this is the best video of RJ kibria's show because just week ago I finished foodappi's drama and her ex husband.If I got chance to meet with apu this will be the best .
মাঝেমধ্যে জীবন এমনসব অনুভূতির সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, মানুষের জীবন কতই না বিচিত্র। আমি খুব কম সময় এই রকমের অনুভূতির মধ্যে দিয়ে গেছি; ইনশাআল্লাহ ওনার সাথে একদিন দেখা করব।।
জীবনে এমন একজন বাবা পাওয়া যতটা সৌভাগ্যের এমন একজন জীবন সঙ্গী পাওয়া ততটাই দূর্ভাগ্যের ব্যাপার। এটা শুধু ভোক্তভুগি ছাড়া অন্য কারো পক্ষে উপলব্ধি করা মোটেও সম্ভব নয়।
জীবন টা জীবন এর থেকে নাটকিয় অামার জীবন টা খুব ছোট খুব ডিপ্রেশনে অাছি কিন্তু এই জীবন গল্প শুনলে নিজকে নতুন করে তৈরি করার ইচ্ছে যাগে।। অাপু টা কে অনেকে ধন্যবাদ গল্পটাকে বলার জন্য 😥😥
আমি ভাবতাম আমার life টা খুব boring. কিন্তু আজ বুঝলাম আল্লাহ আমাকে পৃথিবীর অনেক সমস্যা থেকে বাচিয়েছেন। ধন্যবাদ আল্লাহ আমাকে এমন boring life দেয়ার জন্য। কারন আমি এতোটা strong না।
বাংলাদেশের ৮০% পার্সেন্ট মেয়েদের বুকে এরকম চাপা কষ্ট!! তবুও বলি গল্প শোনার মাঝে মাঝে মনের অজান্তেই অনেক বার কেদে ফেলেছি!!সেজন্য বলছি আপনি আপনার হাজব্যান্ডকে প্রাপ্য সন্মানের চেয়ে বেশি সম্মান দিয়েছেন! যে সম্মান পাওয়ার তার কোন যোগ্যতা ছিল না!
আমার জীবনেও এমন কিছু ছিল,কিন্তু আমি এখন ভাল আছি,,, সত্যি বলতে এ গল্পটার থেকে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ আপু আপনাকে ,আপনার সাহসের তারিফ করতে হয়
এই 300 টাকার কার্ড, ডিজুসের সারারাত থ্রি প্রেম আমার জীবনেও ঘটেছে। 10 টাকার রিক্সাভাড়া বাচিয়ে হেটে গিয়ে একমিনিট কথা বলতাম। আলহামদুলিল্লাহ সেই মেয়েটাই এখন আমার স্ত্রী, আমার জীবনের সবকিছু। আমাদের সম্পর্কের প্রায় 16 বছর।
অবাক হয়ে এতক্ষণ শুনলাম.. কিছু কিছু যায়গায় থমকে গিয়েছিলাম..যখন বললেন বাবাকে কপালে চুমু দেয়ার কথা.. আবিদা আপুর কথা বলার ধরণ শুনে সত্যি মুগ্ধ আমি.. আপুর জন্য অনেক অনেক শুভকামনা..❤
আল্লাহু আকবার।।। আল্লাহ মহান।।। আল্লাহ উনার জীবন সুখে শান্তিতে ভরে রাখুন।।। আমাদের সকলের কষ্ট- দুঃখ দূর করে দিন।।। আর হে,সবাইকে ছোট অনুরোধ সবাই পরিবারের সম্মানও আচার - ব্যবহার মেনে চলার চেষ্টা করুন এবং ভালবাসা দিয়ে পরিবারের সকলকে এক করে রাখার চেষ্টা করুন।।।আর সর্বদা আল্লাহর কাছে সাহায্য চান।।।তিনিই সবকিছু সুন্দর করে দিবেন ( ইনশাহ আল্লাহ)।।। আল্লাহ আমাদের ক্ষমা করুন।।। আমাদের হেফাজত করুন।।। আমাদের হিদায়েত দান করুন।।।
I am sorry if my comment hurts anyone's faith & practice... But to me Allahuakbar means beyond the elites... world.... & Universe. It's beyond everything basically.
তিন বছর পরে শুনলাম, চোখে পানি চলে আসলো, আসলে আমাদের মেয়ের অনেক কিছুই মেনে নিতে বা মানিয়ে নিতে হয়,আপু তুমি তোমার লাইফে লড়াই করে গন্তব্যে পৌঁছেছ,সব সময় সব কিছু মানিয়ে নেওয়া টাও বোকামি, দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক।
Onk shikkhar point chilo.... Salute to that apu.. For her hard work.. And thanks to this channel for this type of educative show😔❤️☹️... She really needs a respect from us...
আপু তোমার ধৈর্য্য শক্তিকে অসংখ্য ধন্যবাদ। তুমি কখনো ভেঙ্গে পড়োনা। তুমি অনেক বিত্ত বৈভবের মধ্যে থেকেও নিজেকে এত সংষত রেখেছ যা খুবই অভিভুত করেছে। স্যলুট তোমায়।
খুব different জীবনের গল্পটা আপু তোমার husband টা একটা বিকৃতি মানসিকতার মানুষ।। ছিলেন আর তুমি সত্যিই অসাধারণ আর তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন ।। আল্লাহ তাকে জান্নাত দিক।।
Ei porjonto shuna shobcheye valo r shikkhoniyo jibon golpo.Boon tomake salute,salute, salute.Ekta shongshar tikanoor shob chesta tomi korecho ebong finally norok theke ber hoyecho.Onek shuvo kamona tomar jonno.
যারা বিশ্বাসের যোগ্য তারাই অবহেলার শিকার হয়, আর কিছু নরপশু হয়ে উঠে কারো বিশ্বাসের পাত্র। জীবনে ভালো মানুষ পেতে গেলে অবশ্যই দ্বীনদারিত্ব কে প্রাধান্য দিতে হবে সবছেয়ে বেশি।
What a story! Hats off to Abida who survived the turmoil and torture of a bitter life and made for herself an independent living of honour and respect. Respect to her wonderful father whose warm love was there always in her good and bad days. Respect to her mother who is there beside her daughter in her lonely days. May Allah give you peace and happiness in this life and hereafter.
এত এত ঢাকা এফএম এর জীবন গল্প শুনেও জীবনটাকে সুন্দর ভাবে গড়তে পারি নাই, একসময় মনে হতো আমার জীবনে কোনো দুঃখ নাই আসলেই কোনো দুঃখ ছিল না খাওয়া দাওয়া পড়াশোনা এফএম শোনা জীবন টা খুব সুন্দর ভাবেই কাটছিল আর মনে মনে ভাবতাম আমি ও কখনো আমার জীবন গল্প বলবো কিন্তু তারপরে ভাবতাম কি বলবো আমার জীবনে তো তেমন কোনো টার্নিং পয়েন্ট নেয় কোনো দুঃখ কষ্ট নেই সেখানে গিয়ে কি বলবো, কিন্তু তারপর ও ভাবতাম কখনো কিবরিয়া ভাইয়া কে দেখতে পেলে ভালো লাগতো,,এত ভালো মানুষ উনি খুব ভক্ত ছিলাম ওনার।।।। তারপর আমি টাস মোবাইল কিনলাম এবং জীবনে দুঃখ কে বেচে নিলাম, এখন মনে মনে ভাবি মোবাইল টা না কিনলে আমার জীবনে হয়তো কোনো দুঃখ থাকতো না কেনো কিনলাম কেন??জীবন তো তখনই সুন্দর ছিল।।। পুরাই বরবাদ হয়ে গেছে জীবন টা প্রতি রাতে শুধু কান্না আর কান্না ভালো লাগে না কিছু মরে গেলে হয়তো বেচে যেতাম।।।
পুরো গল্পটা শুনলাম ।সব সন্তানদেরকে শুধু একটা কথাই বলবো যে, তোমরা সময় থাকতে বুঝ আর বিশ্বাস রাখ যে ,পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ আপন না ।স্বার্থের জন্য আপন ভাই বোন ও পর হয়ে যায় ।দোয়া করি এই বোনের জন্য , মহান আল্লাহ্ যে ভাবে ওর বিগত দিন গুলোতে অনেক কষ্টের মধ্যেও সাহায্য করেছেন , সেইভাবে ওর জীবনের বাকী দিনগুলো যেন শুধু সুখেই রাখেন ।
ঠিক এই কারনে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলা দরকার। আবিদা আপার সংগ্রামকে ছোট করছি না, কিন্তু যে মেয়েটার বাবার এমন সামর্থ্য নেই, সে এরকম ক্ষেত্রে কী বা করতে পারত! আবিদা আপু,অনেক ভালো থাকবেন, জীবনে সুখী হন এই কামনা রইল।
My wife is a blessing for me. Allah blessed me with such a sweet and loving wife. I promise to love her, take care of her, respect her, and honor our wedding vows forever. I pray to Allah if He blesses you all with a loving partner who would love you unconditionally. No matter how bad it might seem there is always happiness waiting for you ahead. Therefore, always have faith in Allah, be brave, empower yourself, fight for what you love and most importantly fight for what you deserve.
আফসোস হয় সমস্ত ঘটনা শুনে | অর্থ সম্পদ মানুষের জীবনে সুখ দিতে পারেনা | ইসলাম মানুষের জীবনের শান্তির একমাত্র গ্যারান্টি | ইসলাম মেনে চলুন বাকি জীবনে সুখী হবেন | আপনার জন্য শুভ কামনা |
৬৩ বছরের জীবনে যিনি একটিও মিথ্যা কথা বলেননি।তিনি হলেন।নবী মুহাম্মদ (সাঃ) 👈
Ui
100%true
AySha ShaRin don't display ur identity if u believe last prophet ....advice to u dear sister ....
Lol
AySha ShaRin is it relevant here?
এত দীর্ঘ গল্প শোনার সাহস হয়নি। কিন্তু যখন শোনতে শুরু করলাম এক টানা শুনে শেষ করলাম। আমারা যারা বাবা আছি তাদের জন্যেও অনেক শেখার আছে এ গল্পে । সবাইকে ধন্যবাদ ।
কি শুনলাম!কি বুঝলাম!
আপুটার কথা গুলা জীবনটাকে একটু অন্য ভাবে দেখাইলো আজকে!💜
এর থেকেই আমি জোড় গলায় বলতে পারি"আমরা নারী,আমরা পারি"✌💜
আর কিছু বলার ভাষা নাই আমার!☺
সব পুরুষ এক রকম নয় তেমনি সব নারী এক রকম নয়,,,,,,,,আমি বুঝলা মিডিয়ার মানুষ গুলোর চাত্রিরিক একটু দোষ আছে বুঝা যায় ঘটনা শুনে
Ki paren
হিম
correct
Ki paren,ta,to bujlam ,ekhon,sunen nije valo,hole,to jamay,valo,hobe,,dance,korben,arek,betar,bahu,te,thakben,oi,beta apnar,sorir,a hat,dile,culture,egulo,,ejonno,to jamay,o erokom,hobe,kajer,buar,piche,ghurbe,bujlen
প্রথম বার জীবন গল্প শুনলাম, মানুষের জীবন এর কতো ধরনের মোড় আসে। অনেক ভালোবাসা India থেকে90.4 FM কে,এত মানুষ কে মন খুলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য যা কখনো নিজের কাছের লোকটা কেও বলা যায় না। lot of best wishes 👍
কেন দিন হয় এটা মানে কি বারে প্লিজ প্লিজ জাননাবেন
@@mstaffia7420 hhhhh
ঢাকা এফ এম এর দারুণ একটা উপস্থাপনা ..
কিবরিয়া ভাই আপনার ভয়েস অ্যাণ্ড প্রনাউসিয়েশন অসাধারণ .. উপস্থাপনা 💕💕
আপনি দ্বিতীয় সংসার নিয়ে সুখে ও শান্তিতে থাকুন। আল্লাহ ছাড়া অন্য কারও ওপর ভরসা করবেন না।
Amin
খুব কষ্ট লাগলো
আমি অনেকদিন পরে এই ঘটনাটি শুনলাম। আমি এমন একজন আদর্শ বাবার জন্য মন থেকে দোয়া করি।আল্লাহ উনাকে বেহেস্ত নসিব করুক।
amio ajj ei suunlam
@@noyonchwdori1853 àààààqqàa
U
Allahumma Amin
@@QawmiTeacher walaikumassalam woa Rahmatullah woa Barkatuh
আমি আমার বাবার মৃত্যুর পর কপালে চুমু দিয়েছিলাম আর ভাবছিলাম... কেন বেঁচে থাকতে আমি একটা চুমু খেলাম না... কেন জড়িয়ে ধরলাম না বাবাকে... খুব মিস করি বাবাকে ❤️ আমি জানি আমার বাবার সাথে একদিন না একদিন ঠিক দেখা হবে অন্য কোন এক জগতে।
Amio Amar babar kopale Como kheyechilam😭😭😭
Same feeling’s!!
Hmm..beheste inshallah ❤️❤️
😢😢😢
অসাধারণ একজন বাবা ছিলেন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দিন। আমিন।
আমি জীবন গল্পের দর্শক নই,,, কিন্তু হঠাৎ এই গল্প টা শুনলাম,,,,আমার মনে হয়,, আমি এর আগে এইরকম গল্প শুনিনি,,, এখান থেকে অনেক কিছু শিখার আছে,,,,
Shanta Islam c
Same to me
@@bubblerizzie you
আপনে কি কেয়ালি
@@bubblerizzie
..57
আপু, আমার সবচেয়ে ভালো লেগেছে আপনি শেষ পর্যন্ত সেই চরিত্রহীন মানুষটাকে ছেড়ে দিয়েছেন! সেলুট আপনাকে।
o
ছেড়ে যাওয়াটা খুব কঠিন হয়, আমাদের সমাজ কিন্তু সব কিছুর পরেও মেয়েটাকেই দোষী মনে করে.. একটা মেয়ে একদিনে সংসার ছাড়ার কথা ভাবে না, দীর্ঘদিন নিজের সঙ্গে লড়াই করতে হয়, তারপর যেদিন দেয়ালে পিঠ ঠেকে যায়, সেই দিন বের হওয়া ছাড়া কোনো উপায় থাকে না... আসলে আমাদের জীবনের গল্প গুলো এক শুধু চরিত্রের নাম গুলো পাল্টে যায়
Media er lok jon khub kharap
@@salmanaznin4000
@@salmanaznin4000
এইরকম আমাদের সমাজে অনেক আছে। অনেকেই সুপচাপ সমাজের ভয়ে থাকে। ওনার কষ্টটা হারে হারে ফিল করতেছি।ওনাকে ধন্যবাদ এই কথা গুলি সেয়ার করার জন্য। উনার বাবাকে মহান আল্লাহ পাক জান্নাত বাসি করুন।
'বাবা,আমার মেয়ে টা রান ছাড়া খেতে পারে না',,, আংকেলটার কথা শুনে কেদে দিলাম। দারুন মানুষ ছিলেন। আল্লাহু তাকে বেহেশতে রাখুক।
Amar babao amon bolen.
Amro onk kanna asce
আমি ও কথাটা শুনে কান্না করে দিয়েছি 😭😭
আমি ও কেঁদে দিলাম
Amon baba khuje pawa vagger befer,,,
অনেক busy ছিলাম, তারপরও আপনার গল্পটা শেষ পর্যন্ত শুনলাম। খুব মর্মাহত হয়েছি।অনেক শুভ কামনা।
khub koster golpo ta...
আমি শোনার পর কোনো ভাষায় প্রকাশ করতে পারছি না।
তবে আল্লাহর রহমত আছে আপনার উপর।
দোয়া করি ভাল থাকবেন সবসময় 🌷
This is a 5 year old video. Now, 5 years later, I want to know where she is. I really want to know if she's achieved everything she aimed for, if she now has a happy married life, if she's now content with her life. Dear ma'am, if this comment ever reaches you know one thing many people are proud of you ❤
00000000⁰0⁰00⁰⁰⁰0⁰0⁰
This is the only question of everyone who had watched this video before I had been watching this video 3,4 years ago now I still want to know our respected Abida Sultana apu also what's going on in her life in present life .this is the best video of RJ kibria's show because just week ago I finished foodappi's drama and her ex husband.If I got chance to meet with apu this will be the best .
,ও
মাঝেমধ্যে জীবন এমনসব অনুভূতির সৃষ্টি হয় যা ভাষায় প্রকাশ করা যায় না, মানুষের জীবন কতই না বিচিত্র।
আমি খুব কম সময় এই রকমের অনুভূতির মধ্যে দিয়ে গেছি;
ইনশাআল্লাহ ওনার সাথে একদিন দেখা করব।।
Apu tar ki ekta yuotub chanel ache seta holo dhaka vloger abida
জীবনে এমন একজন বাবা পাওয়া যতটা সৌভাগ্যের এমন একজন জীবন সঙ্গী পাওয়া ততটাই দূর্ভাগ্যের ব্যাপার। এটা শুধু ভোক্তভুগি ছাড়া অন্য কারো পক্ষে উপলব্ধি করা মোটেও সম্ভব নয়।
জীবন টা জীবন এর থেকে নাটকিয়
অামার জীবন টা খুব ছোট খুব ডিপ্রেশনে অাছি কিন্তু এই জীবন গল্প শুনলে
নিজকে নতুন করে তৈরি করার ইচ্ছে
যাগে।। অাপু টা কে অনেকে ধন্যবাদ
গল্পটাকে বলার জন্য 😥😥
র
ও ওর ওই ৌ ওরখকক্ষ
#####ss#####
আমি ভাবতাম আমার life টা খুব boring. কিন্তু আজ বুঝলাম আল্লাহ আমাকে পৃথিবীর অনেক সমস্যা থেকে বাচিয়েছেন। ধন্যবাদ আল্লাহ আমাকে এমন boring life দেয়ার জন্য। কারন আমি এতোটা strong না।
Same here apu😇😇😇
Allah balo boje Tai sobar mon strong na je joto toko sojjo korte parbe take oni thik oi tokhoi dei
Ki hoyece apnar
From Kolkata. এতো ভালো কাউকে বেসোনা যে নিজের অস্তিত্ব বিলোপ হয়ে যায়।কেউ যদি তোমায় ঘ্রীণা করে তুমিও কোরো।নিজেকে ছোট কোরো না।
Rights
অর্থ দিয়ে নয়,ভালবাসা দিয়ে আবিদার জন্য অনেক ধন্যবাদ।
মানুষের প্রতি এমন সহানুভূতি ও শ্রদ্ধাশীল সত্যিই প্রশংসার দাবিদার।।
আমার চোখে পানি চলে আসছে। বাবার কপালে চুমুর কথাটা শুনে আর চোখের পানি আর আটকে রাখতে পারিনি।
Me too . I lost my dad can't remember him I was very young. Very sad
আমার অজান্তে চোখে পানি এসে গেল।
আল্লাহ্ তুমি হেদায়েত দেও সবাইকে।
রহমত দেও আল্লাহ্
বাংলাদেশের ৮০% পার্সেন্ট মেয়েদের বুকে এরকম চাপা কষ্ট!! তবুও বলি গল্প শোনার মাঝে মাঝে মনের অজান্তেই অনেক বার কেদে ফেলেছি!!সেজন্য বলছি আপনি আপনার হাজব্যান্ডকে প্রাপ্য সন্মানের চেয়ে বেশি সম্মান দিয়েছেন! যে সম্মান পাওয়ার তার কোন যোগ্যতা ছিল না!
Right
Hi abida I'm from India .I really proud of u and really wordless ur beg personality and selute ur father .
আমার জীবনেও এমন কিছু ছিল,কিন্তু আমি এখন ভাল আছি,,, সত্যি বলতে এ গল্পটার থেকে অনেক কিছু শিখলাম, ধন্যবাদ আপু আপনাকে ,আপনার সাহসের তারিফ করতে হয়
আবিদা সুলতানা তুমি অনেক বাধা পেরিয়ে আজ জয়ী হয়েছ। তোমাকে ধমন্যবাদ আপু।
Kon Abida Sultana?
@@nadiaafrin14 জীবন গল্পের, আবিদা সুলতানা।
সেই দারুন আর কিছুই বলার নেই.. সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিবরিয়া ভাই গল্পের শেসে : সবাই মেনে চলি তার কথা - অনেক দোয়া ❤❤❤❤
অনেকদিন ধরে এই স্টোরি টা হোম পেইজে ঘুরাঘুরি করছিলো।শুনব শুনব করে শুনা হয়না সময়ের অভাবে, আজকে গল্প টা শুনে ভাবলাম এতদিন মিস করলাম।চমৎকার ছিলো।
thik tai
@@dinabegum9062 p1,3
Me to✋✋✋✋✋✋
right
Me Too
Very powerful & strong lady i respect her v much.
Apni
Respect to her father. All fathers are same as like as her father. My respect to him. May almighty Allah (SWT) keep him Jannath.
৪ বছর পর শুনলাম,একেবারে চোখের সামনে একটা সিনেমা দেখলাম মনে হলো অসম্ভব মনের জোর আপনার,ভীষন সুন্দর কথা বলেন আপনি,বর্তমানে নিশ্চয় সুখেই আছেন...
Five years ago
এই 300 টাকার কার্ড, ডিজুসের সারারাত থ্রি প্রেম আমার জীবনেও ঘটেছে। 10 টাকার রিক্সাভাড়া বাচিয়ে হেটে গিয়ে একমিনিট কথা বলতাম। আলহামদুলিল্লাহ সেই মেয়েটাই এখন আমার স্ত্রী, আমার জীবনের সবকিছু। আমাদের সম্পর্কের প্রায় 16 বছর।
congrats....
@@anaayana2632 a
Congratulations
Amr satha o emon hoisa
Congratulations
অবাক হয়ে এতক্ষণ শুনলাম.. কিছু কিছু যায়গায় থমকে গিয়েছিলাম..যখন বললেন বাবাকে কপালে চুমু দেয়ার কথা.. আবিদা আপুর কথা বলার ধরণ শুনে সত্যি মুগ্ধ আমি.. আপুর জন্য অনেক অনেক শুভকামনা..❤
shabnam linza yes it's heart touching.. 💕
shabnam linza are you married???
shabnam linza are you married???
No..
shabnam linza can we be good friends???
Keno husband ke maaf korla, bhai ke maaf korla, maa ke maaf korla 😭😭😭😭😭 meyeder morality eto bishal apu tomake salute 😭😭😭😭😭
আসলে খুব শিক্ষানীয় গল্প। আপু তোমার নতুন জীবন খুবই খুবই সুন্দর ও সুখের হোক শুভ কামনা করি❤️❤️
জীবন গল্পের যতগুলো পর্ব দেখেছি সবগুলোই অনেক ভালো লেগেছে। আসলেই জীবন একটা যুদ্ধের ময়দান। একমাএ আল্লাহই জানে কার কপালে কি আাছে।
Hats off to you apu!!
Parents er proti respect aro bere gelo!!
মনটা খুব খারাপ হয়ে গেল গল্পটা শুনে,আমি তিন দপায় গল্পটা শুনলাম ,আল্লাহ আপনাকে ভালো রাখবেন, May Allah give all the success in the life and next.
প্রতিটা মেয়ের জন্য এই আপুটা অনুপ্রেরণা। Salute apu apnake..
জীবন টা নাটকের চেয়েও নাটকীয় 😭
সবার একটা না একটা এই রকম কষ্টের কাহিনি রয়েছে,যা সবাই বলতে পারি না😭😥।
দোয়া করি,সবাই যে যার মত করে মত করে ভাল থাকুক🤲
Riazul Islam Siddique আপু তোমাকে আল্লাহ সুখি করুক
প্রথম বার শুনলাম এই শো টা অনেক কানদা কোরলাম ইন্ডিয়া থেকে আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন আপনি যেনো সুখি হতে পারেন 😭😭😭😭😭
আল্লাহু আকবার।।। আল্লাহ মহান।।। আল্লাহ উনার জীবন সুখে শান্তিতে ভরে রাখুন।।। আমাদের সকলের কষ্ট- দুঃখ দূর করে দিন।।। আর হে,সবাইকে ছোট অনুরোধ সবাই পরিবারের সম্মানও আচার - ব্যবহার মেনে চলার চেষ্টা করুন এবং ভালবাসা দিয়ে পরিবারের সকলকে এক করে রাখার চেষ্টা করুন।।।আর সর্বদা আল্লাহর কাছে সাহায্য চান।।।তিনিই সবকিছু সুন্দর করে দিবেন ( ইনশাহ আল্লাহ)।।। আল্লাহ আমাদের ক্ষমা করুন।।। আমাদের হেফাজত করুন।।। আমাদের হিদায়েত দান করুন।।।
Thanks for good advice!
A
correct
I am sorry if my comment hurts anyone's faith & practice... But to me Allahuakbar means beyond the elites... world.... & Universe. It's beyond everything basically.
correct
তিন বছর পরে শুনলাম, চোখে পানি চলে আসলো, আসলে আমাদের মেয়ের অনেক কিছুই মেনে নিতে বা মানিয়ে নিতে হয়,আপু তুমি তোমার লাইফে লড়াই করে গন্তব্যে পৌঁছেছ,সব সময় সব কিছু মানিয়ে নেওয়া টাও বোকামি, দোয়া করি আল্লাহ তোমাকে ভালো রাখুক।
She is an example for all women!
আসলে তুমি অনেক সাহসী আপি,আল্লাহ তোমাকে ভাল রাখুন.❤❤❤
অনেক অনেক দোয়া রইল আপু তোমার জন্ন্যে সামনে তুমি যেন ভাল এবং সুখি থাকতে পার💓💓
Jibon golper amar best story legece eita
Onk shikkhar point chilo.... Salute to that apu.. For her hard work.. And thanks to this channel for this type of educative show😔❤️☹️... She really needs a respect from us...
এত বড় হিস্টরি, এত বেশী দুঃখ, এত মান অভিমান , সত্যি জীবন মানেই যুদ্ধ।
+)
6
.....
I wish I could hold her and gv her a strong hug 🤗...thanks for your story ❤️very emotional 😭
Apu tmr golpo ta osadharon.....
Amr khub e khrp legese jkhn tmi tmr
Baba r kopale chumu ta dico...ai ktha bolso....ami dowa kri tmi aro sukhi how.....
এই গল্পটা শুনে নিজের কথা মনে পড়ে গেল সত্যি আমরা মেয়েরা আসলেই অসহায়। আপনি মাশাআল্লাহ অনেক ভাগ্যবতী ভাল বাবা-মা পেয়েছে যা সবাই পায় না।
বোন তোমার জীবনের গল্প শুনে চোখের পানি দরে রাখতে পারলাম না😢😢
আপু ওয়াও অসাধারন,,,, সত্যি অনেক শক্ত মন মানসিকতা আপনি 😍😍 কিন্তু কান্না চলে আসল 😭
Abida spoked with a rare classic quality. It is her extra qualification. An admirable girl
চখে পানি চলে আসছে সত্তি আপু আপনি ভালোবাসার আরেক নাম আবিদা সুলতানা দোয়া রইলো আপনার জন্য
Salute mam...hats of to u..and due respect and love for ur future ...♥️♥️
আপু তোমার ধৈর্য্য শক্তিকে অসংখ্য ধন্যবাদ। তুমি কখনো ভেঙ্গে পড়োনা। তুমি অনেক বিত্ত বৈভবের মধ্যে থেকেও নিজেকে এত সংষত রেখেছ যা খুবই অভিভুত করেছে। স্যলুট তোমায়।
খুব different জীবনের গল্পটা
আপু তোমার husband টা একটা বিকৃতি মানসিকতার মানুষ।। ছিলেন
আর তুমি সত্যিই অসাধারণ
আর তোমার বাবা খুব ভালো মানুষ ছিলেন ।। আল্লাহ তাকে জান্নাত দিক।।
Ato somai nila montai nosto hoi apo
Najmin Khatun right
Najmin Khatun r8
আপা, ভাইয়া, আমি ভারতে থাকি। তাতে অবশ্য কিচ্ছু যায় আসেনা। তোমাদের কথা কত্ত দূর থেকে ভেসে আসছে। তাও। তাও মন ভরে গেল। অনেক শুকরিয়া। অ-নে-এ-এ-এ-ক-টা।
নতুন জীবনের জন্য
শুভ কামনা রইল,,,,,
আবিদা আপু
আপনি অনেক ধৈর্যশীল
সবুরে মেওয়া ফলে
মহান আল্লাহ্ আপনাকে
রহমত করুক। আমিন।
স্বার্থপর ভাইদের গল্প শুনলেই আমার কান্না পায়। আমি আটকাটে পারি না এই কান্না। অনেক কষ্ট লাগল আমার.... 😥😥
কথার মধ্যে কিবরিয়া ভাইয়ের হাসিটা অসাধারণ লাগে।
Asolei osadharon
আমারও খুব ভাল লাগে বাট মানুষ কি বলবে ভেবে না বলা আমি😑😐
@@supriyashormi_sujon 🤭🤭
Ei porjonto shuna shobcheye valo r shikkhoniyo jibon golpo.Boon tomake salute,salute, salute.Ekta shongshar tikanoor shob chesta tomi korecho ebong finally norok theke ber hoyecho.Onek shuvo kamona tomar jonno.
প্রথম বার শুনলাম এই শো টা...কেঁদে ফেললাম...ইন্ডিয়া থেকে ভালবাসা রইলো... ❤️
👌👌😭😭😭
Hmm
👍😭😭
hei.... i know you
হাই
সোদি আরব থেকে,,না ঘুমিয়ে গল্পটা শুনে অনেক কিছু শিখেছি,,ধন্যবাদ কিবরিয়া ভাই,,,
K.তুমি।
Kokhono.wife der.though kaben na
@@yaradazzling3795 hhh
যারা বিশ্বাসের যোগ্য তারাই অবহেলার শিকার হয়, আর কিছু নরপশু হয়ে উঠে কারো বিশ্বাসের পাত্র। জীবনে ভালো মানুষ পেতে গেলে অবশ্যই দ্বীনদারিত্ব কে প্রাধান্য দিতে হবে সবছেয়ে বেশি।
What a story! Hats off to Abida who survived the turmoil and torture of a bitter life and made for herself an independent living of honour and respect.
Respect to her wonderful father whose warm love was there always in her good and bad days. Respect to her mother who is there beside her daughter in her lonely days.
May Allah give you peace and happiness in this life and hereafter.
অনেক বেদনা দায়ক গল্প সোনে অনেক অবেগে চোখের জল দরে রাখতে পারলাম না।
Amar baba O ai vabe Mara geche life seaport a...cokher pani dhore rakhte parlamna....Babar k khuv miss kore....I love you baba.....Miss you....😭😭😭😭😭😭
আমি যখন গল্প টা শুনছিলাম হাসি ও পাছিল আবার কান্না করছিলাম তবে আপু যে কাজ টা তার জন্য অনেক অনেক ধন্যবাদ। 💛💛🇺🇸🇺🇸🇺🇸👑
She is so strong.. A big salute to her 😍😍😍😍😍😍
Abida you are very brave. Love from India, Tripura. God bless you sister.
এই প্রথম আমি ২ ঘন্টা ১৬ মিনিট এর ভিডিও..... ভাল লাগল তাই সুনলাম। মনে দাগ কেটে গেল!!!! খুব জানতে ইচ্ছে করছে আবিদা এখন কোথায় এবং কেমন আছে?
Se akhon ekt yotub chenel chalay tar chenel er name dhaka vloger abida
প্রতিটা মেয়ের জীবনেই এমন গল্প থাকে,
কেউ প্রকাশ করে কেউ করেনা।মেয়েদের জীবনে অনেক কষ্ট করে স্ংসারের সব সামাল দিতে হয়
Best wishes to you
1000000000 right
We
Thanks
@@shilaakter2940 €*$&&*
আপুটার বাবা চমৎকার একজন মানুষ ছিলেন..আল্লাহ তাকে বেহেশত নসিব করুন ❤️
9
v
00ppp000pp
আপু তুমি অনেক ভালো থাকো ওকে
Your comments true****
Amra Nari....R,,Amrai pari.....😍😍
Salute apnr Baba ke...Salute apnake.........Vlo thakun....😍😍
বাকরুদ্ধ হয়ে গেলাম। আবিদা আপা আল্লাহ কাছে আমার পক্ষ থেকে আরজি রইল আপনার সামনের জীবনটা যেন অনেক সুখময় হয়। ওফ একটা মানুষ কত কস্ট করতে পারে।
এরকম মা যাতে কারো নাহয়। সবারই মানসম্মান থাকে তারপরও একটা জীবনের চেয়ে বড় নয়।
God bless sister you
Khub valo maa.... Jara meyeder respect dite parena tara aasole manusi na...
আপনাকে আল্লাহ আরো বেচে রাখুক।
গল্প টা ৩ বছর পর শুনছি.. কাঁদতে বাধ্য হয়েছি কথা গুলো শুনে.. অসাধারণ লাগলো গল্পটা .. অনেক শিক্ষনীয় একটি গল্প.. অনেক কিছু শেখার আছে.. 🖤
রাত ২ঃ৫৩
গল্পটা শুনতে শুনতে শরীর নিস্তেজ হয়ে যায়...কতটুকু নিচে নামলে এইরকম হতে পারে একটা পুরুষ....
সত্যিই ম্যাম ....
সফলতাই হচ্ছে সব থেকে বড় প্রতিশোধ নেবার উপায় ।
একদম ঠিক
Thik
আবিদা সুলতানা আপুকে খুব দেখতে ইচ্ছা করছে, Salute you ✌✌👏👏
Amar o
Amar. O
👍👍
এত এত ঢাকা এফএম এর জীবন গল্প শুনেও জীবনটাকে সুন্দর ভাবে গড়তে পারি নাই, একসময় মনে হতো আমার জীবনে কোনো দুঃখ নাই আসলেই কোনো দুঃখ ছিল না খাওয়া দাওয়া পড়াশোনা এফএম শোনা জীবন টা খুব সুন্দর ভাবেই কাটছিল আর মনে মনে ভাবতাম আমি ও কখনো আমার জীবন গল্প বলবো কিন্তু তারপরে ভাবতাম কি বলবো আমার জীবনে তো তেমন কোনো টার্নিং পয়েন্ট নেয় কোনো দুঃখ কষ্ট নেই সেখানে গিয়ে কি বলবো, কিন্তু তারপর ও ভাবতাম কখনো কিবরিয়া ভাইয়া কে দেখতে পেলে ভালো লাগতো,,এত ভালো মানুষ উনি খুব ভক্ত ছিলাম ওনার।।।। তারপর আমি টাস মোবাইল কিনলাম এবং জীবনে দুঃখ কে বেচে নিলাম, এখন মনে মনে ভাবি মোবাইল টা না কিনলে আমার জীবনে হয়তো কোনো দুঃখ থাকতো না কেনো কিনলাম কেন??জীবন তো তখনই সুন্দর ছিল।।। পুরাই বরবাদ হয়ে গেছে জীবন টা প্রতি রাতে শুধু কান্না আর কান্না ভালো লাগে না কিছু মরে গেলে হয়তো বেচে যেতাম।।।
সেলুট আপনার বাবাকে, যে মেয়ের কষ্টকে নিজের কষ্ট হিসেবে নিয়েছে।
সেলুট আপু আপনাকে, কি বলব আমি ভাষা খুঁজে পাচ্ছি না,, তবে আপনার জন্য দোয়া রইলো আমার,,
mdshipon mahamud প
@@tohiduzzaman7197l
May God bless you. Hats off to you for your struggle.
My father also...
পুরো গল্পটা শুনলাম ।সব সন্তানদেরকে শুধু একটা কথাই বলবো যে, তোমরা সময় থাকতে বুঝ আর বিশ্বাস রাখ যে ,পৃথিবীতে বাবা মা ছাড়া আর কেউ আপন না ।স্বার্থের জন্য আপন ভাই বোন ও পর হয়ে যায় ।দোয়া করি এই বোনের জন্য , মহান আল্লাহ্ যে ভাবে ওর বিগত দিন গুলোতে অনেক কষ্টের মধ্যেও সাহায্য করেছেন , সেইভাবে ওর জীবনের বাকী দিনগুলো যেন শুধু সুখেই রাখেন ।
Mahmuda Hoque awwwwawz
agree
Tnx for ur comment... Baba ma r moto kaw nai
ঠিক এই কারনে মেয়েদের শিক্ষিত করে গড়ে তোলা দরকার। আবিদা আপার সংগ্রামকে ছোট করছি না, কিন্তু যে মেয়েটার বাবার এমন সামর্থ্য নেই, সে এরকম ক্ষেত্রে কী বা করতে পারত! আবিদা আপু,অনেক ভালো থাকবেন, জীবনে সুখী হন এই কামনা রইল।
ঠিক তাই যেমন আমি করতে পারছি না
ⁿ
আমি এই episode টা অসংখ্যবার শুনেছি। I wish I could meet her! Salute!
বিয়েই সব কিছু নয়। একটা অসাধারণ উদাহারন এই গল্পটি। আসলেই মানুষকে বিশ্বাস করা মানেই নিজের জীবন নষ্ট করা।
Jannat Mehjabin are you married???
Jannat Mehjabin
right apu
Hasibur Rahman Rubel :v No
Yes tor Moto meyder bia korle amoni hobe
সত্যি কাহিনিটা অসাধারণ ছিলো।।
আপুটার চিন্তা ভাবনা অসাধারণ ছিলো
হুম
আপনাকে কি বলব তা বলবার কোন ভাষা নেই আমার । Hats Off অসীম ধৈর্য্য আপনার ।
অাপু অনেক দোয়া
Hm
ami amar jiboner golpo bolte cai
iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii
@@muazgallery2112 jdk
.//74;
My wife is a blessing for me. Allah blessed me with such a sweet and loving wife. I promise to love her, take care of her, respect her, and honor our wedding vows forever. I pray to Allah if He blesses you all with a loving partner who would love you unconditionally. No matter how bad it might seem there is always happiness waiting for you ahead. Therefore, always have faith in Allah, be brave, empower yourself, fight for what you love and most importantly fight for what you deserve.
I love your story....😢😢thanks for sharing your story.....it's my life story same....
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
আফসোস হয় সমস্ত ঘটনা শুনে | অর্থ সম্পদ মানুষের জীবনে সুখ দিতে পারেনা | ইসলাম মানুষের জীবনের শান্তির একমাত্র গ্যারান্টি | ইসলাম মেনে চলুন বাকি জীবনে সুখী হবেন | আপনার জন্য শুভ কামনা |
abdul hakim bapari your
Your speech is right
@@tasmiajannatpear1689।
@@tasmiajannatpear1689 hi
Right
She makes me cry & she has thought us never give up. Life is so beautiful & painful this is our life
Eyman vs Razeen ১যটবতদকনমতড় সমনম
েরসমদদস।।।সকককমম
সসননমম
স
ামডরতমিকতকি্কি।িাাচ্চমসচ।।চ্্চচাপচ্কততকদতদদদদদরবকক্বম
কববতদদদতচকতততদড়ড়ড়ড়ড়ড়ড়দদক
ড
াা্্কতদদদররব
তততততততগহ নত্ককদগদম
বিাকটজতদজততকককগজহজ
অসাধারণ লাগলো গল্পটা।পরানটা জুরিয়ে গেলো।❤❤
কাহিনী টা খুব ভাল লাগল? অনেকদূর থেকে দেখলাম স্পেন থেকে
আসসালামু আলাইকুম
Good
মাশাআল্লাহ্
বিশ্বাস করেন সত্যিই এই প্রথম জীবন গল্প শুনে কাঁদলাম😭😭 সব গল্প থেকে এটাই বেস্ট ছিল।❤❤
শুধু ই কাধলেন। কিবরিয়া র সাথে জামাতে কাদলে ভালো হতো। This lady is crazy also, who made the married men to go to another lady....
কিছু একটা শিক্ষা পেলাম আর নিজেকে কি রকম লাগছে
গল্পটা আমাদের চলার পথকে সহজ করছে । আমি একজন ইন্ডিয়ান
আমি বাংলাদেশ থেকে ধন্যবাদ
such a wonder woman....haven't seen such a straight forward woman since many days.