Chhanar Kadai Chochchori | চটজলদি রান্নার সিরিজ | Lost & Rare Recipes | Episode 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Ingredients
    Paneer 400 grams
    Green chili paste 1 teaspoon
    Turmeric powder 1 teaspoon
    3-4 slit green chilies
    2 small tomatoes, chopped
    White and black mustard paste 2-2.5 Tablespoons
    Mustard oil 3-4 tablespoons
    Salt to taste
    Coriander leaves
    [ Chhanar Kadai Chochchori recipe
    Quick Chhanar recipe
    Traditional Bengali Chochchori
    Paneer Bengali recipe
    Bengali paneer stir-fry
    Chhanar stir-fry dish
    Easy Bengali recipes
    Authentic Bengali Chochchori
    Bengali vegetarian dish
    Lost and rare Bengali recipes
    Quick Bengali paneer recipe
    Chhanar Kadai
    Bengali festive recipes
    Homemade Chhanar recipes
    Traditional Bengali stir-fry
    Bengali paneer curry
    Chhanar traditional recipe
    Chochchori with paneer
    Quick Indian stir-fry
    Chhanar special recipe
    Bengali festive food
    Authentic Bengali paneer
    Kadai Chochchori recipe
    Chhanar Kadai preparation
    Bengali comfort food
    Lost Bengali recipes
    Vegetarian Bengali curry
    Chhanar vegetarian dish
    Bengali dish with paneer
    Quick Bengali meal
    Traditional Bengali vegetarian
    Paneer Chochchori dish
    Bengali cottage cheese recipe
    Kadai Chochchori with paneer
    Quick Bengali dinner recipe
    Chhanar dry curry
    Unique Bengali recipes
    Chhanar Kadai Bengali dish
    Simple Bengali paneer curry
    Bengali homemade recipes
    Easy Chochchori recipe
    Chhanar curry quick meal
    Bengali cuisine paneer dish
    Chhanar Kadai stir-fry recipe]
  • ХоббиХобби

Комментарии • 91

  • @nilanjanachowdhury3374
    @nilanjanachowdhury3374 25 дней назад +14

    ছোটো বেলা তে ছানার কড়াই চচ্চড়ি খেতাম আর এক রকম করে...আমার মা আমাকে প্রায় প্রত্যেক দিন স্কুল এর টিফিনে ছানা আর আপেল দিতেন। তাঁর হয়তো অন্য কিছু বানিয়ে দেওয়া সম্ভব ছিলো না সকালে ,কারণ তিনিও স্কুলে বেরোতেন ।তিনি একটি স্কুলের প্রধান শিক্ষিকা ছিলেন। কাজেই রোজ ওই একঘেয়ে ছানা আমার একেবারে না পছন্দ ছিল।আমার মা ছুটির দিনে মাঝে মাঝে ওই ছানা কেই পেঁয়াজ , টমেটো, ধনে পাতা, লংকা কুচি এবং সামান্য নুন মিষ্টি দিয়ে ভেজে চচ্চড়ি র মতো করে দিতেন। যা জলখাবার এ রুটির সাথে বা দুটো পাউরুটির র মধ্যে দিয়ে স্যান্ডউইচ এর মত খেতে বেশ লাগতো।পুরোনো দিনের রান্নার সাথে যে নস্টালজিয়া র গন্ধ টি মিশে থাকে সেটাই বোধ হয় এক পরম পাওয়া।আপনার উপস্থাপনা এত ভালো লাগে, ইচ্ছে করলো তাই কথা বলতে, এক টুকরো ছোট বেলা ভাগ করে নিতে।

    • @santanugmail
      @santanugmail 23 дня назад

      আমার মা ও এটা বানাত।

  • @tuhinasengupta8751
    @tuhinasengupta8751 16 дней назад +1

    এই রান্নাটা আপনার মত করে করেছি।বাড়ির সবাই খুব ভাল বলেছিল।একটা রান্নার সাথে আমার ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে।তা হোল চাপড় ঘন্ট। থোড় এবং বেশ কিছু শক্ত সবজী দিয়ে তৈরী করা হত।যিনি বানাতেন তিনি আজ অনেক কাল হল আমাদের ছেড়ে চলে গেছেন।কিন্তু তাঁর কথা মনে পরলে এত বছর পরেও সেই রান্নার ঘ্রাণ যেন মনে ভেসে আসে।আমি সেই রকম চাপড়ঘন্ট শিখতে চাই আপনার কাছ থেকে।শুভেচ্ছা রইল প্রাণভরা।

  • @sikhadas8300
    @sikhadas8300 25 дней назад +3

    বাটি চচ্চড়ি একটি খুবই পুরাতন রান্না। চট জলদি রান্নার জন্যে এই ভাবে বিশেষ করে সকালের সময় করা হতো। সে মাছ হোক, আলু হোক। খেতে তো কি দারুন! ছানা দিয়ে আমি প্রথম দেখলাম আর দারুন খুশী হলাম। কারন ছানা দিয়ে জলদি recipe সব থেকে ভালো, সময় সব থেকে কম আর জাতে ও ভারী 😂। একটু দামী ব্যাপার বলুন? আমি ভাই আজ ও শীল পাটা চেপে পনীর বানায় কারন আগে তো পনীর বাজারে পাওয়া যেতো না। তাই ঘরেই তৈরি করা অভ্যেস করি। এখন তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ও পনীর পেয়ে যাবেন। ভালো থাকুন আপনারা, ভালো কাজ করুন, সুস্থ সমাজ তৈরী করুণ। অনেক আশির্বাদ 🙏🙏🙏🪔

  • @AditiChattopadhyay-es8sy
    @AditiChattopadhyay-es8sy 26 дней назад +8

    চোখ ছানাবড়া হয়ে গেল এই অপূর্ব সুন্দর রান্নাটি দেখে। খুব ভালো লাগলো তা বলাই বাহুল্য। আর কতো সহজ এটি তৈরি করা নিশ্চয় বানাবো।

  • @alpanasanyalbhattacharjee4693
    @alpanasanyalbhattacharjee4693 25 дней назад +5

    এই ভাবে আমি রান্না করি ফুলকপি মাঝারি সাইজে কেটে।আমার মা এর থেকে শেখা। তবে অনেক সময়ই তিনি নাম্বার আগে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে রাখতেন।তবে ছানা দিয়ে কখনো খায়নি।নিশ্চয়ই ভীষণ ভাল হবে। ভাল থাকবেন।

    • @SayariReeaGhosh
      @SayariReeaGhosh 24 дня назад

      Bah kopi diye eta korbo to! Darun idea dilen.

  • @meenakshichakrabarti8172
    @meenakshichakrabarti8172 15 дней назад

    Nice will try.

  • @gitabanerjee9203
    @gitabanerjee9203 20 дней назад +3

    Khub valo laglo ❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад

      কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @bandanabasak3573
    @bandanabasak3573 25 дней назад +1

    সত্যি রান্না টি অতি সহজ ভাবে করা যায়। অনেক সুন্দর করে প্রতিস্থাপন করলেন দাদাভাই। এইরকম সহজ রান্না দেখাবার অনুরোধ রইলো। 👌

  • @farianaim57
    @farianaim57 18 дней назад

    এই চটজলদি রেসিপিগুলো অনবদ্য….এগুলো কালোত্তীর্ণ রান্না….চিরকালই সমকালীন….যুগ বা সময়ের বেড়ি পরানোর কোনো দরকার হয় না।😊❤

  • @RITAGHOSH-o4d
    @RITAGHOSH-o4d 23 дня назад +1

    আপনার কাছে অনেক শিখলাম খুব ভালো থাকবেন আরও জানার জন্য অপেক্ষা য়ে থাকলাম

  • @paromitadey6473
    @paromitadey6473 25 дней назад +1

    খুব সহজ ও চটজলদি রেসিপি। দারুন ......👌👌

  • @gautambhattacharjee7666
    @gautambhattacharjee7666 20 дней назад +2

    খুব সুন্দর। একটু মিষ্টি দিলে সর্বাঙ্গ সুন্দর হয়।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад +1

      সত্যিই জানিনা এ ভালোবাসা ও স্বীকৃতির যোগ্য কি না আমরা। শুধু জানি, চেষ্টা করছি শিকড়ে ফেরবার। জানি যে সে শিকড় ভুলে যাওয়া আত্মবিস্মৃতির অপর নাম। যে রক্ত আপনার আমার ধমনীতে বয়ে চলেছে অবিরত, তা আমাদের মা ঠাকুমা দিদিমা ও অন্যান্য অনেক ভালোবাসার মানুষের যত্নে আদরে মুখে তুলে দেওয়া খাবারের ফসল। তা বাঁচিয়ে রাখবার দায় আমার আপনার সবার। তাই অনুরোধ রাখবো, সবার মধ্যে ছড়িয়ে দিন এ ঐতিহ্য। সব আত্মীয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @sushmitaroy1334
    @sushmitaroy1334 25 дней назад +1

    খুব ভালো লাগলো রেসিপিটি 😋😋👌👌😋😋

  • @kajallahiri5819
    @kajallahiri5819 19 дней назад +1

    ভীষন ‌চমৎকার receipy.অবশ্য কোরবো।Thank u বাবা। ভালো থাক সবাই।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад

      কি অদ্ভুত মায়াময় ভাবে বললেন। আমার প্রণাম রইলো। ভালো থাকবেন। সঙ্গে থাকবেন। 🙏🏻🙏🏻🙏🏻

  • @AlpanaBasu-se6dr
    @AlpanaBasu-se6dr 22 дня назад +2

    খুব সহজ রান্না

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад

      তাই না?
      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @manishachakraborty2290
    @manishachakraborty2290 25 дней назад +1

    Darun hoyeche.... definitely try korbo

  • @smritikanachakraborty6916
    @smritikanachakraborty6916 18 дней назад

    গতকাল বানিয়েছিলাম। খুব ভালো লেগেছে। এতো সহজ ও সুস্বাদু রেসিপি দেওয়ার জন্য ধন্যবাদ 🙏🙏

  • @naireetmondal5855
    @naireetmondal5855 21 день назад +1

    আমার খুব ভালো লেগেছে সহজ এই রান্না টি।অবশ্য বানাবো।

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад

      কিভাবে ধন্যবাদ জানাবো জানিনা। শুধু বলবো, সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব করেন, খুব আনন্দ পাবো। নীচে রাখা রইলো চ্যানেলের লিঙ্ক। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @homemade_Secrets
    @homemade_Secrets 25 дней назад +1

    Quick recipes are useful for working women since they always find them helpful for everyday food making (or home cook taking a day off ) : thank u very much ❤🎉🎉🙏

  • @aparnakarmakar4929
    @aparnakarmakar4929 26 дней назад +1

    খুব ভালো লাগলো।

  • @polychakrabarty4006
    @polychakrabarty4006 26 дней назад +1

    Apurbo recipe..khub sundor.easy recipe

  • @ananyasamajdar7467
    @ananyasamajdar7467 24 дня назад +1

    Khub sundor o sahaj ranna

  • @sharmisthamukherjee8572
    @sharmisthamukherjee8572 14 дней назад +1

    Just fatafati❤❤❤

  • @Atoms-to-Molecules
    @Atoms-to-Molecules 22 дня назад +1

    Ami rasayan er adhyapok... ei rasayan amar khub Priya... ami tai apnar bhokto....ekbar apnader Wednesday r menu niyechilam...besh bhalo chilo...ei session tao bhalo Laglo... apnar recipe ami niyomito barite practice kori... se hisebe ami apnar shishyo.

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  22 дня назад +1

      এ বলে লজ্জা দেবেন না। বড় ভালো লাগলো আপনার এ বার্তা। এটুকুই সবচেয়ে বড় প্রাপ্তি। সঙ্গে থাকবেন। যদি মনে হয়, অবশ্যই খাবার নেবার ব্যাপারে বা অন্য যে কোন দরকারে যোগাযোগ করবেন 6291834357 নম্বরে। 🙏🏻🙏🏻🙏🏻

    • @Atoms-to-Molecules
      @Atoms-to-Molecules 22 дня назад

      @@LostandRareRecipes Basonar Sera Basa rasonay..... apnar songe thakbo sudhu ei basona tuku jagiye rakhar jonno...

  • @sumitaghatak2880
    @sumitaghatak2880 18 дней назад

    খুব সুন্দর একটি পুরনো দিনের রান্না শিখলাম।

  • @gourinaha7182
    @gourinaha7182 26 дней назад +1

    দারুন ❤

  • @kanikaghosh3000
    @kanikaghosh3000 9 дней назад

    👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️

  • @saswatidutta1885
    @saswatidutta1885 13 дней назад

    Shotti jadu ranna ❤️❤️❤️❤️

  • @moumitabiswas1801
    @moumitabiswas1801 25 дней назад

    Darun Ekta vegetarian recipe dilen. Khub tadatadi badite banabo

  • @tanimasamanta6065
    @tanimasamanta6065 26 дней назад

    Darun akta recipe 👌👌👌

  • @mousumipal301
    @mousumipal301 25 дней назад

    Rakhi te Bhai der apnar shekhano Bina teler murgi r mangso rendhechhilam. Sobai khub bhalobeshe kheyechhe❤

  • @saumitrabiswas6181
    @saumitrabiswas6181 26 дней назад +1

    চচ্চড়ি তাও আবার ছানার, চেখে দেখতে হচ্ছে ভাই 😋

    • @saumitrabiswas6181
      @saumitrabiswas6181 26 дней назад +1

      শীতকাল আসছে সঙ্গে ছোট করে দেওয়া ফুলকপির টুকরো আর কড়াইশুঁটি পড়লে আর দেখতে হবে না দাদাভাই 😋

  • @jayatitripathy3247
    @jayatitripathy3247 22 дня назад +1

    Apurbo❤

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад

      অনেক ধন্যবাদ।নীচে রাখা রইলো আমাদের চ্যানেলের লিঙ্ক। এটিতে ক্লিক করলেই পৌঁছে যাবেন চ্যানেলে। যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। 🙏🏻🙏🏻🙏🏻
      m.ruclips.net/user/lostandrarerecipes

  • @mamataray1341
    @mamataray1341 25 дней назад

    Khub sundor ranna ❤

  • @shrijachakravarti2944
    @shrijachakravarti2944 24 дня назад

    Darun laglo

  • @chhandasen574
    @chhandasen574 26 дней назад

    দারুণ দারুণ

  • @Soumi-dc2ri
    @Soumi-dc2ri 26 дней назад

    Baah, ki apurba chochchori! 😊

  • @susnigdhabaruri8138
    @susnigdhabaruri8138 15 дней назад

    Ei recipe ta ami banai. Ami tomato dei na. Curd dei.👍

  • @sikhabanerjee5707
    @sikhabanerjee5707 26 дней назад

    Khub sundar ❤

  • @saswatichakrabarti1957
    @saswatichakrabarti1957 25 дней назад

    Darun recipe

  • @jayeetahalder1923
    @jayeetahalder1923 24 дня назад

    খুব ভালো লাগলো

  • @Abritykitchen
    @Abritykitchen 18 дней назад

    Darun darun❤

  • @swarnalinandy709
    @swarnalinandy709 25 дней назад

    Apner ranna amar khub bhalo lage nishchit korbo

  • @9163637065
    @9163637065 17 дней назад

    Darun

  • @Dipanwita-2x
    @Dipanwita-2x 26 дней назад

    Most awaited series

  • @RecipesbyTamzidMom
    @RecipesbyTamzidMom 23 дня назад

    অসাধারণ হয়েছে

  • @snehasett1847
    @snehasett1847 25 дней назад

    Unique 👌

  • @jhumaskitchen3360
    @jhumaskitchen3360 26 дней назад

    Darun hoyeche ❤❤❤

  • @somatalukder9777
    @somatalukder9777 24 дня назад

    Khub vlo laglo dada.ekdin banabo

  • @tutunmukherjee5821
    @tutunmukherjee5821 26 дней назад +2

    রেণুকা দেবী চৌধুরানীও কি টমেটো দিতেন এই রান্নায়?

  • @anushkadas141
    @anushkadas141 26 дней назад

    Amar dida chana ghore banaten.ki sundor sada matta,upos er somoy kub subidha,songe parathe r ki.upokoron dekhano somoy amar mon lageche apnar akashi ronger kapor kub sundor katha stitch er kaj kora.potibar ami wait kori ai bar ki chomok pabo.r pai o dada.apnake r apnar puro team e pronam.

  • @user-gg9xn2qt5u
    @user-gg9xn2qt5u 26 дней назад

    অসাধণ ❤❤❤

  • @lekharnaturalvlog4311
    @lekharnaturalvlog4311 26 дней назад

    দারুণ দারুণ দারুণ...!!!🫶 From 🇦🇪

  • @sudeshnachakraborti4179
    @sudeshnachakraborti4179 25 дней назад

    Akdin kortey hobey 👍👍👍

  • @chandralekhabanerjee1588
    @chandralekhabanerjee1588 26 дней назад +2

    এটা আমি করি সব মাখিয়ে নিয়ে ভাপে।

  • @khaikhaikitchen988
    @khaikhaikitchen988 26 дней назад

    খুব ভালো লাগলো। আমি এটা বানাই। তবে টমেটো দিই না। বলি পনির ভাপা। এবার টমেটো দিয়ে বানাবো।

  • @user-lw3jo8yt1i
    @user-lw3jo8yt1i 26 дней назад

    Shotti orthe chot joldi and darun recipe

  • @user-hn9jf4np4p
    @user-hn9jf4np4p 26 дней назад

    👌❤️❤️

  • @sumonachowdhury5743
    @sumonachowdhury5743 23 дня назад +1

    আপনার অরিজিন টা কোথায় একটু জানাবেন প্লিজ বাংলাদেশি নাকি কলকাতায়?

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  19 дней назад

      আমার জন্ম ও বড় হওয়া কলকাতায়। কিন্তু বাবার দিক ঢাকা বিক্রমপুরের দীঘলগাঁ ও মায়ের দিক কুমিল্লা। 🙏🏻🙏🏻🙏🏻

  • @DipanwitaMukherjee-yf4sf
    @DipanwitaMukherjee-yf4sf 25 дней назад

    😊😊

  • @sharmisthachatterjee5277
    @sharmisthachatterjee5277 21 день назад +1

    Tokhon ki tomato bobohar kora hoto

    • @LostandRareRecipes
      @LostandRareRecipes  21 день назад

      @@sharmisthachatterjee5277 টমেটো কিন্তু আজ থেকে ৭০/৮০ বছর আগে বেশ অনেক বাড়িতেই ব্যবহৃত হতো। বাঙালী আদর করে তার নাম দিয়েছিলো “বিলাতী বেগুন”। 😃🙏🏻

  • @jayantachowdhury2571
    @jayantachowdhury2571 19 дней назад +1

    Apner explanation bhison soondor r reciper to kono tulonai hoy na.

  • @joysarkar5280
    @joysarkar5280 13 дней назад

    আমি এই রান্নাটা করি, কিন্তু টমেটোর বদলে লেবুর রস দি শেষে আর নারকোল বাটি সরষের সঙ্গে। নামানোর আগে আবার একটু সরষের তেল দি। ধনে পাতা দি না। আমার দিদার আমলে ধনে পাতার চল ছিল না

  • @astryderboy4188
    @astryderboy4188 24 дня назад

    Hi, could you please make a video on the "BHETKI KAMALA" recipe?

  • @runabhattacharjee4875
    @runabhattacharjee4875 26 дней назад

    Kichu veg receipe post korun

  • @piyalichakraborty6615
    @piyalichakraborty6615 26 дней назад

    Bhai Sodepur e apnader outlet open korun.

  • @bharatibasu680
    @bharatibasu680 26 дней назад

    Thank you very much ❤

  • @59521
    @59521 23 дня назад

    আপনারা এত সুন্দর সুন্দর পিতল কাসার বাসন ব্যবহার করেন। এগুলো কোথায় কিনতে পাওয়া যায় প্লিজ বলবেন

  • @tonmoybiswas7017
    @tonmoybiswas7017 26 дней назад

    ধনেপাতা না দিয়েও কি করা যায়?

  • @somabrahma1554
    @somabrahma1554 25 дней назад

    ei ranna barite kata chhana diei barite hoi ..sorse bata r narkeler dudh die

  • @pampachatterjee8146
    @pampachatterjee8146 25 дней назад

    আমার মতো ফাঁকিবাজদের আদর্শ রেসিপি 😋😛😛😛😝🤤।
    অনেক ধন্যবাদ। যাই চাপিয়ে দি। 😅🎉❤
    🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @sraboninandi983
    @sraboninandi983 25 дней назад

    এই রান্নাটা একটু অন্য ভাবে আমি করি ।এতে আমি টমেটো না দিয়ে অল্প নারকেল কোরা আর অল্প চিনি দিই ।আর ভাপে করি । তাড়াতাড়ি থাকলে আপনার মত কড়াতে করি ।

  • @mahuabiswas1666
    @mahuabiswas1666 26 дней назад

    Ei ranna ta ami kori,sob mishiye bhape ba micro te boshiye di.Tomato di na.

  • @runabhattacharjee4875
    @runabhattacharjee4875 26 дней назад

    A.mi ata posto diea korte pare

  • @shreelabose9235
    @shreelabose9235 26 дней назад

    Kali korbo.