নচিকেতার কলম দিদি ক্ষমতায় আসার পরই শিকেই উঠে গেছে।আজকের বাংলার হাল আপনার গানে উঠে আসে।আপনিই পারেন জীবনমুখী গান আর বাংলার ঘুমন্ত বিবেক কে জাগিয়ে তুলতে পারে ❤️🙏
দাদা ক্ষমতা তো চৌত্রিশ বছর ভোগ করেছেন কটা বেকারের চাকরির ব্যবস্থা করেছেন? মরার (যাবার)আগে হরিনাম করতে গিয়ে সিঙ্গুর নন্দীগ্রামে উল্টে পড়লেন। এখন পালাগান বেধে যাত্রা করেন।
দিদিকে বলো'তে ফোন করেছি তো আজই.... দিদি ঠিক শ্বশুরকে করে নেবে রাজি.... ভালো কিছু শুনতে এসে সেরা কিছু শুনে গেলাম.... এর থেকে ভালো প্রাপ্তি আর কী ই বা হতে পারে!!
আপনি পশ্চিমবঙ্গের বাস্তব জীবন যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন আপনার কথার মাধ্যমে। খুব খুব সুন্দর হয়েছে স্যার....... আপনার গান প্রায়ই আমি শুনি এবং খুব ভালো লাগে বাস্তবের সঙ্গে এই গানগুলো সম্পূর্ণ মিলে যায়......
আপনার বলা কথা গুলো আপনি নিজেই বিশ্বাস করেন তো? কমিউনিস্ট দের সম্পর্কে করা মনমোহন সিংহের মন্তব্য। চৌত্রিশ বছর রাজত্ব করার পর এই গান ?কেউ খাবেনা দাদা। দু-চারটে ক্যাসেট হয়ত বিক্রি হবে।
গানের প্রতিটি শব্দ অনুভব করলাম। আর প্রতিটা মুহূর্তের অনুভূতি গায়ের লোমগুলো কে খাড়া করে তুলেছে। সকালের থেকে মনটা ভাল হয়ে গেল এই ভেবে যে এখনও এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমাদের কথা ভাবে!!! সমিক স্যার আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏 এই আশায় বেঁচে আছি যে "একদিন সব থেমে যাবে''
সত্যিই একটা চাকরি কয়েকটা পরিবার কে বাঁচিয়ে দিতে পারে....... আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে আজ অনেক নীলাঞ্জনা নিজের ইচ্ছে পূরণ করতে পারতো😢😢 প্রনাম নেবেন দাদা🙏🙏
এক সপ্তাহ হলো আপনার সন্ধান পেয়েছি। আপনার প্রতিটা রচনা সমাজ বাস্তবতা-এর কথা উল্লেখ করে হৃদয় কে স্পর্শ করে যায়। ধন্যবাদ স্যার নতুন আর একটা উপহারের জন্যে। ❤🙏❤
আমার ভাবতেও ভালো লাগছে যে, সৌমিকের এই "নীলাঞ্জনা" আগের "নীলাঞ্জনা" কে ছাড়িয়ে এগিয়ে গেল । আগের "নীলাঞ্জনা" অসাধারণ ছিল - তা সত্বেও সৌমিকের "নীলাঞ্জনা" ছাপিয়ে অনেক এগিয়ে গেল । এটা আমাদের সবার বড় প্রাপ্তি ।
eta ektu besi hoyue galo na dada? soumik dar gan gulo sottie asadharon hy etao osadharon but original nachiketa er nilanjana is one and only , its classic...
@@kaustavchatterjee366 কিন্তু দাদা নিজেকে জীবনমুখী গানের বাপ হিসেবে পরিচয় দেওয়া নচিকেতা র কি উচিত ছিল না, দিদিমনির পা না চেটে বর্তমান পরিস্থিতির মোতাবেক গান লিখতে। সেই দিক থেকে দেখতে গেলে সত্যি সৌমিক দাস অনেক এগিয়ে গেছেন
আসল কথা হচ্ছে, যে কোনো গান তৈরী হয় কথা ও সুরের সমন্বয়ের মাধ্যমে । এই দুটো যদি শক্তিশালী হয় তবেই গানের আবেদন থাকবে শ্রোতাদের কাছে, গান জনপ্রিয় হবে । সৌমিকের গানগুলো উল্লেখিত দুটি বিভাগ খুবই শক্তিশালী । নচিকেতার নীলাঞ্জনা খুবই জনপ্রিয় গান । আমার অন্যতম প্রিয় গান । কিন্তু সৌমিকের গান কোনরকম advertisement বা অধুনা মার্কেটিং সিস্টেমের সাপোর্ট বা মিডিয়ার সাপোর্ট ছাড়াই একদম ন্যূনতম অর্কেস্ট্রা নিয়ে you tube এর সাহায্যে অসম্ভব জনপ্রিয় হচ্ছে একের পর এক গান । যেমন হয়েছিল গননাট্য সঙ্ঘের জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান, সলিল চৌধুরীর পথে এবার নামো সাথী, জর্জ বিশ্বাস,হেমন্ত মুখোপাধ্যায় থেকে গৌতম চট্টোপাধ্যায় -- তথাকথিত মার্কেটিং সাপোর্ট, অ্যাডভার্টাইসমেন্ট ছাড়াই অসম্ভব জনপ্রিয় হয়েছিল । আজও মহীনের ঘোড়াকে থামানো যায়নি । বলতে দ্বিধা নেই, সৌমিক সেই রাস্তায় চলছে । আজকের বোধহীন অবক্ষয়ের জগতে সৌমিকের মতো মানুষের দরকার । জ্যোতিরিন্দ্র মৈত্রর বাণীতে কণ্ঠ মিলিয়ে বলি "এসো মুক্ত করো, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার"।
অসাধারণ সুর-কথা-ভাবনা তে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কর্মসংস্থানের করুন চিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য এবং অবহেলিত বেকার যুবকদের হৃদয়ের রক্তক্ষরণ কে প্রশমিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এই ভাবেই গানের লিরিক্স এর মাধ্যমে সবকিছু প্রস্ফুটিত করার জন্য।
খুব সুন্দর গান স্যার । আপনার প্রতিটি গানই আমার খুব পছন্দের । আমি নিজে BSc mathematics honours 2nd year এর ছাত্র । আমার মত ছাত্র জীবনের অনেক দুঃখ এবং তাদের মাঝেই খানিক আশার আলোর সঞ্চার ঘটানো আপনার এই অনবদ্য সৃষ্টি গুলিকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই । ❤️❤️
সত্যি স্যার আপনার গানের মধ্য দিয়ে বর্তমান শিক্ষিত বেকার প্রজন্মের যন্ত্রণা তীব্রভাবে প্রস্ফুটিত হয়। আপনি সত্যি স্যার অসাধারণ ,অসাধারণ আপনার গান ,অসাধারণ আপনার সুর। লাল সেলাম স্যার।
@@tapaskumarbhar6206 vul bollen, asole bepar ta holo manus akhon পর্যবেক্ষণ না করেই সব কিছু বলছে। একবার চারদিক টা দেখুন, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কে কাকে তোষণ করছে। বরং এটা বলতে পারেন যে বাম(লাল) 34 বছর ছিল বলেই পশ্চিম বঙ্গ অন্যান্য রাজ্যের মত ধর্মান্ধ হয় নি।
এইভাবে বেকার সমাজের জীবন যন্ত্রণাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মত মানুষদের এই সময় যে বড্ড দরকার............
স্যার আপনি যে বর্তমান ছাত্র সমাজের বাস্তবতা তুলে ধরেছেন একটা গানের মধ্য দিয়ে সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই........ আর এরকম গান আপনি আরো আমাদেরকে দিতে থাকেন........ গানটা যখন শুনলাম এতটাই ভাল লাগল ভালো লাগলো যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবোনা........ধন্যবাদ স্যার
যত বার শুনি , তত বার ঢাবি এই বিচিত্র দেশে এই বিচিত্র রাজ্যে আপনার গানের তুলনা আপনি ছাড়া আর কেউই করতে সমর্থ হবে না। অসাধারণ কথা ও সুর। আরো এমন প্রতিবাদী গান গেয়ে যান হয়তো সরকারের কানে ঢুকবে নতুবা জনগন সরকারকে ছুটি করে দেবে ।
❤️ দিনে দিনে বয়ে যাওয়া দীর্ঘ ১১ বছরের দু : সহ বাঙালি জীবনের যন্ত্রণাকে আপনি মূহুর্মুহু কথার রচনায় আর সুরের জাদু দিয়ে সুললিত কন্ঠে ভড়িয়ে তুলছেন, তা বাঙালি জনমানসে গভীর রেখাপাত করছে । দারুণ !!
রেসোনের দুটাকা চাল খেয়ে বেচে আছে ঠিকই, কিন্তু ইচ্ছা পূরণ না হওয়া, স্বপ্ন গুলো স্বপ্নই থেকে যাওয়ার যন্ত্রণাটা ভীষণ। সেই সব ছেলেদের যন্ত্রণা একটা ডালিতে সাজিয়ে রচনা করা গান। এই গানটা আসলে গান নয়।ছেলেদের বুকের মধ্যে দুমড়ে থাকা যন্ত্রণা। 🙏🙏
এই গান টা চিরকাল মনে থাকবে নচিকেতার মতই প্রতিবাদী গান যেহেতু এখন নচিকেতার কলমও চলে না আর গিটার ও বাজে না তাই সেই শূন্যস্থান টা আপনার কাছ থেকেই পূরণ হলো ❤❤❤❤ আরও এই রকম গান চাই
২০২২ সালে দাঁড়িয়ে নীলাঞ্জনার প্রেমিকের সঠিক বর্ণনা দিয়েছেন দাদা....Hats off
Akdom
একদম
100%, বেকার ছেলেদের মনের ভিতরের যন্ত্রনা উপস্থাপনা করেছেন স্যার। দারুন দারুন 🧡🤍💚
নচিকেতার কলম দিদি ক্ষমতায় আসার পরই শিকেই উঠে গেছে।আজকের বাংলার হাল আপনার গানে উঠে আসে।আপনিই পারেন জীবনমুখী গান আর বাংলার ঘুমন্ত বিবেক কে জাগিয়ে তুলতে পারে ❤️🙏
অসম্ভব পারবে না।কারণ সবাই ভিক্ষে নিতে নিতে নুয়ে পড়েছে।
কখনো পারবে না, কারণ বাংলার মানুষের মেরুদন্ড ভেঙে গেছে CPIM এর আমল থেকে । সব শেষ করে দিয়ে গেছে ।
@@suvendudey6297 ঠিক
নচিকেতা!!!!!!!!!!! হাঁ হাঁ হাঁ হাঁ হাঁ হাঁ হাঁ ।👍
@@suvendudey6297 একজন ঠিক বলেছেন সি পি আই এম ই মেরুদন্ড ভেঙে দিয়েছে এই সরকার সেই ভাঙা মেরুদন্ডকে জোড়ে । 💩💙🤍💚
জয় বাংলা 💙🤍💚
বর্তমান সমাজের বেকার যুবকদের জীবন যন্ত্রনা গানের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন স্যার। 🙏🙏🙏
চালিয়ে যান দাদা
দাদা ক্ষমতা তো চৌত্রিশ বছর ভোগ করেছেন কটা বেকারের চাকরির ব্যবস্থা করেছেন? মরার (যাবার)আগে হরিনাম করতে গিয়ে সিঙ্গুর নন্দীগ্রামে উল্টে পড়লেন। এখন পালাগান বেধে যাত্রা করেন।
দিদিকে বলো'তে
ফোন করেছি তো আজই....
দিদি ঠিক শ্বশুরকে
করে নেবে রাজি....
ভালো কিছু শুনতে এসে সেরা কিছু শুনে গেলাম....
এর থেকে ভালো প্রাপ্তি আর কী ই বা হতে পারে!!
আমি নিশ্চিত আমার মত অনেকেই এই গান শুনে চোখ ভরিয়ে দীর্ঘশ্বাস ফেলছে..
ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ..
আপনি পশ্চিমবঙ্গের বাস্তব জীবন যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন আপনার কথার মাধ্যমে। খুব খুব সুন্দর হয়েছে স্যার....... আপনার গান প্রায়ই আমি শুনি এবং খুব ভালো লাগে বাস্তবের সঙ্গে এই গানগুলো সম্পূর্ণ মিলে যায়......
সত্যি ভাই....
❤️
Indeed 😊🤍
Good very good
বিপ্লবী সাজা বাঙালির একটা ফ্যাশন। সঙ্গে একটা প্রেমিকা, সিগারেট, কিছু দূরভেদ্য বই গরমা গরম লেকচার, কিছু নস্টালজিয়া একটা বাঙালি প্যাকেজ।
বতর্মানে বেকার যুবকদের যন্ত্রনা ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ স্যার 🙏💕
বর্তমান সময়ের, অবস্থা আপনি একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার শিল্পীক সত্তা দিয়ে.. আপনাকে স্যালুট
নচিকেতার পর বাস্তববাদী রাজনৈতিক গান বলতে আজ শুধুই সৌমিক-দার গান।
শাসকের চোখে চোখ রেখে এইভাবেই এগিয়ে চলো দাদা, সাথে আছি ❤️✊
ঠিক বলেছেন
Nochiketa ekhon kochi kata
আপনার বলা কথা গুলো আপনি নিজেই বিশ্বাস করেন তো? কমিউনিস্ট দের সম্পর্কে করা মনমোহন সিংহের মন্তব্য। চৌত্রিশ বছর
রাজত্ব করার পর এই গান ?কেউ খাবেনা দাদা। দু-চারটে ক্যাসেট হয়ত বিক্রি হবে।
Achaa ei j sathe achi kotha tar mane ki vayaa???
আস্তে আস্তে আপনার খুব বড়ো ভক্ত হয়ে উঠছি।
প্রতিবাদের ভাষা গান দিয়ে।
অনেক শুভকামনা থাকলো। স্রোতের বিপরীতে এগিয়ে মানুষের কষ্ট এর কথা বলার জন্যে।
প্রশংসার ভাষা নেই, বাস্তবতার কঠিন চাবুক দাগ ফেলছে গানের কথায়,অসাধারণ অসাধারণ!!
গানের প্রতিটি শব্দ অনুভব করলাম। আর প্রতিটা মুহূর্তের অনুভূতি গায়ের লোমগুলো কে খাড়া করে তুলেছে। সকালের থেকে মনটা ভাল হয়ে গেল এই ভেবে যে এখনও এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমাদের কথা ভাবে!!!
সমিক স্যার আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
এই আশায় বেঁচে আছি যে "একদিন সব থেমে যাবে''
Lyrics 🏆🎖
❤️❤️
সত্যিই একটা চাকরি কয়েকটা পরিবার কে বাঁচিয়ে দিতে পারে.......
আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে আজ অনেক নীলাঞ্জনা নিজের ইচ্ছে পূরণ করতে পারতো😢😢
প্রনাম নেবেন দাদা🙏🙏
অসাধারণ অনবদ্য বাস্তবতায় ভরা শিক্ষীত বেকার যুবসমাজের যন্ত্রনা গুলো উপস্থাপনা করলেন......
বর্তমান পশ্চিমবঙ্গের বাস্তব যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন স্যার,, salute you sir🙏🙏
এক সপ্তাহ হলো আপনার সন্ধান পেয়েছি। আপনার প্রতিটা রচনা সমাজ বাস্তবতা-এর কথা উল্লেখ করে হৃদয় কে স্পর্শ করে যায়। ধন্যবাদ স্যার নতুন আর একটা উপহারের জন্যে। ❤🙏❤
খুব সুন্দর
অনেক শিক্ষিত যুবক যুবতীর মনের কথা বললেন।salute Sir.
বাস্তবতাটাকে তুলে ধরার জন্যে অনেক অনেক ধন্যবাদ !
আমার ভাবতেও ভালো লাগছে যে, সৌমিকের এই "নীলাঞ্জনা" আগের "নীলাঞ্জনা" কে ছাড়িয়ে এগিয়ে গেল । আগের "নীলাঞ্জনা" অসাধারণ ছিল - তা সত্বেও সৌমিকের "নীলাঞ্জনা" ছাপিয়ে অনেক এগিয়ে গেল । এটা আমাদের সবার বড় প্রাপ্তি ।
eta ektu besi hoyue galo na dada? soumik dar gan gulo sottie asadharon hy etao osadharon but original nachiketa er nilanjana is one and only , its classic...
@@kaustavchatterjee366 কিন্তু দাদা নিজেকে জীবনমুখী গানের বাপ হিসেবে পরিচয় দেওয়া নচিকেতা র কি উচিত ছিল না, দিদিমনির পা না চেটে বর্তমান পরিস্থিতির মোতাবেক গান লিখতে।
সেই দিক থেকে দেখতে গেলে সত্যি সৌমিক দাস অনেক এগিয়ে গেছেন
@@priyabratamanna4378 সহমত 🔥
@@priyabratamanna4378 apni o soumik dar moton bastob tai bollen.... kudos 🙏💯
আসল কথা হচ্ছে, যে কোনো গান তৈরী হয় কথা ও সুরের সমন্বয়ের মাধ্যমে । এই দুটো যদি শক্তিশালী হয় তবেই গানের আবেদন থাকবে শ্রোতাদের কাছে, গান জনপ্রিয় হবে । সৌমিকের গানগুলো উল্লেখিত দুটি বিভাগ খুবই শক্তিশালী । নচিকেতার নীলাঞ্জনা খুবই জনপ্রিয় গান । আমার অন্যতম প্রিয় গান । কিন্তু সৌমিকের গান কোনরকম advertisement বা অধুনা মার্কেটিং সিস্টেমের সাপোর্ট বা মিডিয়ার সাপোর্ট ছাড়াই একদম ন্যূনতম অর্কেস্ট্রা নিয়ে you tube এর সাহায্যে অসম্ভব জনপ্রিয় হচ্ছে একের পর এক গান । যেমন হয়েছিল গননাট্য সঙ্ঘের জ্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান, সলিল চৌধুরীর পথে এবার নামো সাথী, জর্জ বিশ্বাস,হেমন্ত মুখোপাধ্যায় থেকে গৌতম চট্টোপাধ্যায় -- তথাকথিত মার্কেটিং সাপোর্ট, অ্যাডভার্টাইসমেন্ট ছাড়াই অসম্ভব জনপ্রিয় হয়েছিল । আজও মহীনের ঘোড়াকে থামানো যায়নি । বলতে দ্বিধা নেই, সৌমিক সেই রাস্তায় চলছে । আজকের বোধহীন অবক্ষয়ের জগতে সৌমিকের মতো মানুষের দরকার । জ্যোতিরিন্দ্র মৈত্রর বাণীতে কণ্ঠ মিলিয়ে বলি "এসো মুক্ত করো, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার"।
জয় শ্রীরাম দাদা।
চালিয়ে যান
অসাধারণ সুর-কথা-ভাবনা তে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কর্মসংস্থানের করুন চিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য এবং অবহেলিত বেকার যুবকদের হৃদয়ের রক্তক্ষরণ কে প্রশমিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এই ভাবেই গানের লিরিক্স এর মাধ্যমে সবকিছু প্রস্ফুটিত করার জন্য।
Kothin bastob tule dhorar jonno thnks sir .
অত্যন্ত বাস্তবমুখী ও অর্থবহ গান । জনগণের জ্ঞান অর্জন ও জনমত গঠনে সহায়ক হবে বলে মনে হয় ।
অতুলনীয় sir ❤️
সকালে সেরা টা শুনে গেলাম ❤️⭐✊🏻
বাস্তবিক রসিক স্যার ❤️😎
গানটা শুনতে শুনতে কথা গুলো নিজের জীবনের সাথে মেলাই... সবটাই বেশ ভালো ভাবেই মিলে গেলো... আনন্দ পেলাম এটা ভেবে যে আমাদের জীবনেরও ছন্দ হয়...
গানের মাধ্যমে খুব সুন্দরভাবে বাস্তব পরিস্থিতিটা তুলে ধরেছেন।😊
Sir salut
অসাধারণ কণ্ঠস্বর আর লিরিক্স যতই মন খারাপ থাকুক আপনার গান শুনলে মন খুব খুশি হয়ে যাই ।প্রণাম স্যার
দাদা আপনার গানের ভক্ত হয়ে গেলাম আপনার সবগুলো গান ই মন দিয়ে অনুধাবনের।
উউফ !!!.. বর্তমান পরিস্থিতির অপ্রিয় সত্যিটাকে, কেবল কয়েকটি সাধারণ শব্ধবন্ধে বিন্যস্ত করে এমন সুরে গানের পরিবশেন .....সত্যিই অনবদ্য ... 🙂🙂🙂
অনবদ্য ও চমৎকার। 💗
অনবদ্য স্যার । গানের মাধ্যমে বাস্তবতাকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় আপনার গান না শুনলে কেউ বুঝবে না
অসাধারণ, অনবদ্য এক বাস্তবতা সমৃদ্ধ বৈপ্লবিক চিন্তাধারাপূর্ন গান উপহার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
আজ কথা গুলো ভাবছি, হঠাৎ আপ্নার গানে এই মনের কথা গুলো শুনতে পেয়ে চোখ ভোরে এলো। ❤️
অসাধারণ 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
আপনার গান বেকার যুবসমাজের প্রতিবাদের
ভাষা। আপনার গান যত বার শুনি আমি মুগ্ধ হয়ে যাই। দাদা অসাধারণ ।
Sir akdom sothe kotha
বাস্তব জীবনের বাস্তব কিছু কথা,মন ছুঁয়ে গেলো❤️❤️❤️❤️❤️
খুব সুন্দর গান স্যার । আপনার প্রতিটি গানই আমার খুব পছন্দের । আমি নিজে BSc mathematics honours 2nd year এর ছাত্র । আমার মত ছাত্র জীবনের অনেক দুঃখ এবং তাদের মাঝেই খানিক আশার আলোর সঞ্চার ঘটানো আপনার এই অনবদ্য সৃষ্টি গুলিকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই । ❤️❤️
স্যার... প্রণাম নেবেন....! আতঙ্ককে যে গানে ফোটানো যায়, সেটাই মন্ত্রমুগ্ধর মতো শুনলাম.... 🙏
প্রণাম নেবেন স্যার 🙏 এই সমাজে আপনার মতো শিরদাঁড়া সোজা রাখা মানুষের খুবই অভাব🙏🙏।
Right
সত্যি স্যার আপনার গানের মধ্য দিয়ে বর্তমান শিক্ষিত বেকার প্রজন্মের যন্ত্রণা তীব্রভাবে প্রস্ফুটিত হয়। আপনি সত্যি স্যার অসাধারণ ,অসাধারণ আপনার গান ,অসাধারণ আপনার সুর। লাল সেলাম স্যার।
voter somoi mone chilo na? ekhn char bochor angul choso ghore bose. nijeder paa nijerai kurul mercho.
লাল চীনকে দেখে লাল সেলাম বলুন । ভারতবর্ষের লালেরা হিন্দুবিরোধী মুসলিম তোষণকারী ।
🎗
@@tapaskumarbhar6206 vul bollen, asole bepar ta holo manus akhon পর্যবেক্ষণ না করেই সব কিছু বলছে। একবার চারদিক টা দেখুন, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কে কাকে তোষণ করছে। বরং এটা বলতে পারেন যে বাম(লাল) 34 বছর ছিল বলেই পশ্চিম বঙ্গ অন্যান্য রাজ্যের মত ধর্মান্ধ হয় নি।
@@tapaskumarbhar6206 একদম ঠিক
Excellent
অসাধারণ গেয়েছেন। পশ্চিমবঙ্গের সামাজিক রাজনৈতিক চাল চিত্র ফুটে উঠেছে আপনার গানের মধ্য দিয়ে।
সত্যিই সৌমিকবাবু আমি দক্ষিণপন্হী হয়ে বলছি সত্যিই আমার মতো বেকারের কথা তুলে ধরেছেন ধন্যবাদ🙏💙🤍💚👍
জয় বাংলা 💙🤍💚
অসাধারণ স্যার 👍👍👍 বাস্তব জীবনের নীলাঞ্জনার ঘটনা তুলে দিলেন।। খুব ভালো লাগলো গানটা শুনে।
Hi
স্যার বাস্তব জীবনের কথাগুলো গানের মধ্যে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ আপনাকে❤❤❤
বাস্তব জীবনের সাথে মিলে গেলো
নচিকেতা ঘুমিয়ে আছে স্যার,আপনি এভাবেই আগুন জ্বালান❤
100% চরম বাস্তব ছবি
এইভাবে বেকার সমাজের জীবন যন্ত্রণাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মত মানুষদের এই সময় যে বড্ড দরকার............
অনবদ্য স্যার, বাস্তবতার দর্পন, এই চাবুকে জ্বালা হবেই।
খুব ভালো লাগল স্যার।বাস্তব জীবন যন্ত্রণাকে আপনি ফুটিয়ে তুলেছেন আপনার সঙ্গীতের মাধ্যমে।
অসাধারণ গান, আমার হৃদয় ছুঁয়ে গেলো এই কয়েক টা মিনিট।
এটাই হচ্ছে এগিয়ে বাংলার বাস্তব চিত্র ।
জয় শ্রী রাম । ভারত মাতার জয় হোক ।
অসাধারন sir , অনমনীয় শিরদাঁড়ার উপর উন্নত মস্তিষ্ক আর দীপ্ত কণ্ঠ।🙏
বর্তমান বেকারদের বাস্তব জীবনের রূপ,,যেটি একমাত্র আপনি তুলে ধরতে পারেন sir 🙏🙏, অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️
এককথায় অনবদ্য! অসংখ্য ধন্যবাদ স্যার।
Love you boss, নচিকেতার মুখ বন্ধ। ভাবতে ভাবতে ঘুমিয়ে পরি, ঘুম ভাঙলে তুমি।
স্যার আপনি যে বর্তমান ছাত্র সমাজের বাস্তবতা তুলে ধরেছেন একটা গানের মধ্য দিয়ে সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই........ আর এরকম গান আপনি আরো আমাদেরকে দিতে থাকেন........ গানটা যখন শুনলাম এতটাই ভাল লাগল ভালো লাগলো যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবোনা........ধন্যবাদ স্যার
যত বার শুনি , তত বার ঢাবি এই বিচিত্র দেশে এই বিচিত্র রাজ্যে আপনার গানের
তুলনা আপনি ছাড়া আর কেউই করতে
সমর্থ হবে না। অসাধারণ কথা ও সুর।
আরো এমন প্রতিবাদী গান গেয়ে যান
হয়তো সরকারের কানে ঢুকবে নতুবা
জনগন সরকারকে ছুটি করে দেবে ।
দারুন স্যার ❤️🙏
❤️ দিনে দিনে বয়ে যাওয়া দীর্ঘ ১১ বছরের
দু : সহ বাঙালি জীবনের যন্ত্রণাকে আপনি
মূহুর্মুহু কথার রচনায় আর সুরের জাদু দিয়ে
সুললিত কন্ঠে ভড়িয়ে তুলছেন, তা বাঙালি
জনমানসে গভীর রেখাপাত করছে ।
দারুণ !!
বেকার ছেলেদের জীবনী একটা গানে।🙂🖤
আমাদের মনের কষ্ট তুলে ধরার জন্য আপনাকে আমার শতকোটি প্রনাম ।ভালো থাকবেন আর সুস্থথাকবেন ।
The song is the mirror of current time at West Bengal. No recruitment...some bogus idea and some Clowns... Superb..Salute ❤️❤️❤️
অসাধারন স্যার ,পশ্চিমবঙ্গের ভবিষ্যত তো অতীত । 'বর্তমান ' উন্নয়নের হাতে দোদুল্যমান...
বাংলার যৌবনের যন্ত্রণা যথার্থই ফুটে উঠেছে এ গানে । অভিনন্দন !
কিছু বলার নেই স্যার। একেবারে বাস্তব কে তুলে ধরলেন।।।🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🔥🔥
রেসোনের দুটাকা চাল খেয়ে বেচে আছে ঠিকই, কিন্তু ইচ্ছা পূরণ না হওয়া, স্বপ্ন গুলো স্বপ্নই থেকে যাওয়ার যন্ত্রণাটা ভীষণ।
সেই সব ছেলেদের যন্ত্রণা একটা ডালিতে সাজিয়ে রচনা করা গান।
এই গানটা আসলে গান নয়।ছেলেদের বুকের মধ্যে দুমড়ে থাকা যন্ত্রণা। 🙏🙏
স্যার আপনার গানের সুর অতুলনীয়। আর আপনার গানের লাইনগুলো বাস্তব ♥️
আমার প্রিয় গায়ক ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
আপনি সত্যি অনন্য ! পশ্চিমবঙ্গের বেহাল পরিস্হিতিতে একবুক অক্সিজেন সাপ্লাই এভাবেই দিতে থাকুন দাদা
You are ahead of the time...... You will be a legendary character in near future..... Red Salute Sir
কালকে রাত 3.30 পর্যন্ত শুনলাম নীলাঞ্জনা ❤❤❤ কমকরে 50- 60 বার শুনলাম... কিন্তু দিল মাঙ্গে মোর.... চালিয়ে যান গুরু.......... 🙏🙏🙏
Amar souvaggyo
আমি নচিকেতার চরম ভক্ত, আর সেই সুবাদেই নীলাঞ্জনা আলাদা জায়গা রাখে একটা তবুও এটা আলাদাই বুকে লাগলো, দারুণ বললেও কম হবে ♥️
সত্যিই আপনি গান গুলো অমায়িক ভাবে বাস্তব চিত্র তুলে ধরছেন... 🙋♂️ এই গান টা যেনো দিদির দৃষ্টি আকর্ষণ করে
দারুণ জেঠু😍❤️বোডো ভালো লাগে তোমায়😊❤️
দারুন দারুন।আপনার সৃষ্টির স্রোতধারা অব্যাহত থাকুক।লাল সেলাম।
বাস্তব কথা গুরুদেব
Awasome.
আপনি বেকার যুবকদের মনের কথাটা ছুড়ে দিলেন সরকারের কাছে❤️।
লাল সেলাম
সেরার সেরা বর্ষ সেরা 🔥❤️
অতুলনীয় বাস্তবের গান, গান তো নয় যেন জীবন যন্ত্রণা। কিন্তু কত সহজ ভাবে আপনি গানের মাধ্যমে বলে দিলেন। আপনি অসাধারণ। আমার আন্তরিক নমস্কার নেবেন।
When talk about the lyrics with political satire ,you are the best sir 🙏🙏🙏
বর্তমান পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রটি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ .
স্যার, আপনার প্রতিটা গানই বাস্তব জীবনের কথা, আমাদের যন্ত্রণা গুলো আপনার গানের মাধ্যমে ফুটে ওঠে ,
Kash এই নীল সাদা ভাইরাসের দলটা না থাকতো,
আপনার গান গুলো শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ।SSC পরীক্ষাটাই নিল না ।
আর হবেও না
একটা নচিকেতা বিকিয়ে গেলেও আরো নচিকেতা তৈরি হয়... ধন্যবাদ sir বেকার এর যন্ত্রণা কে তুলে ধরার জন্যে।
খুব ভালো লাগলো ❤
এই গান টা চিরকাল মনে থাকবে নচিকেতার মতই প্রতিবাদী গান যেহেতু
এখন নচিকেতার কলমও চলে না আর গিটার ও বাজে না তাই সেই শূন্যস্থান টা আপনার কাছ থেকেই পূরণ হলো ❤❤❤❤
আরও এই রকম গান চাই
Hats off to you sir❤️❤️❤️. Your sweet voice always highlights the bitter truths of the present situation in our state.
Teachers recruitment nia akta gan likhun..... Anurodh roilo.
বাহ.... বেশ বাস্তব রসিক 🥰❤️
জিও স্যার আমাদের রাজ্যের আসল চিত্র টা তুলে ধরবার জন্য ধন্যবাদ। এইরকম গান আপনার কাছ থেকে আরো শুনতে পাবো এটা আশারাখি।
Time will remember you as The Rebel Poet Soumik Das
আপনি legend ❤️ বাস্তবতা টাকে অনেক কাছ থেকেই উপলব্ধি করেছেন🍁
100 % বাঙালির ছেলের যন্ত্রণা ।
হে দিদি হায় !! দিদি
কিসের পাপ আমাদের
উলঙ্গ রাজার আপনিই সেই ছোট্ট ছেলে.. আমার প্রনাম নেবেন স্যার...Love from Suri,Birbhum..