ঢাকা তৃতীয় দিন | Ahsan Manzil | Sadar Ghat | Shakhari Bazar | Armenian Church | Hazi Biryani

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #dhaka #bangladesh #ahsanmanzil #sadarghat
    On our 3rd day in Dhaka, we visited Ahsan Manzin, Buri Ganga River, Sadar Ghat, Sakhari Bazar and Armenian Church of Dhaka. In this video you will watch our day long experience in Dhaka.
    Feel free to comment, constructive criticism, suggestions, information about new places are welcome!
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Join this channel to get access to perks:
    / @explorershibaji
    -------------------------------------------------------------------------------------------------------------------
    If you like my work, you may consider donating, your donation will be used to upgrade my gadgets and also to meet the travel expenses. Thank you so much!
    UPI ID : shibaji.paul@oksbi
    Buy me a Coffee
    www.buymeacoff...
    PayPal: paypal.me/expl...
    For any query: shibaji.explorer@gmail.com
    ------------------------------------------------------------------------------------------------------------------
    Instagram: bit.ly/explore... (Preferable)
    Facebook: bit.ly/explorer...
    Facebook group: bit.ly/bhromon...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    Music from Epidemic Sound, get one month free using the following referral link:
    www.epidemicso...
    -------------------------------------------------------------------------------------------------------------------
    My Action Camera1: amzn.to/3q34S8R
    My Action Camera2: amzn.to/37KUDiK
    My DSLR: amzn.to/2J6lV8V
    My lens: amzn.to/2G20XHf
    Gorilla Pod: amzn.to/35FjH7Y
    Tripod: amzn.to/31LkTpz
    amzn.to/3kx3LuJ
    Mic 1: amzn.to/34vNrVG
    Mic 2: amzn.to/2TtBg5m
    Mic 3: amzn.to/35Ab3b3
    Mic 4: amzn.to/3osoB0R
    External drive SSD: amzn.to/3ml4Oyo
    Memory Card for GoPro: amzn.to/3e0sYLL
    Memory Card for DSLR: amzn.to/34wIgVG
    My Laptop for editing: amzn.to/2G1egYm
    Ring Light: amzn.to/2J6mi3j
    My backpack 1: amzn.to/3muLuz3
    My backpack 2: amzn.to/2Tuu5do
    My sunglass: amzn.to/3os3vj7
    Earbuds: amzn.to/3mnTtxK
    Coffee I always prefer: amzn.to/3mjOQoi

Комментарии • 711

  • @arijitkumardutta3229
    @arijitkumardutta3229 Год назад +109

    এই শাঁখারী বাজারে আমার দাদু, বাবার পৈতৃক বাড়ি রয়েছে. কোনোদিন বাংলাদেশে গেলে এখানে যাবো. আমি ব্যারাকপুরে থাকি, আমাদের ব্যারাকপুরে একটা শাঁখারি কলোনী আছে, ওখানে সমস্ত বাসিন্দা বাংলাদেশের ঢাকার শাঁখারি বাজার থেকে এসেছে.

    • @sakibislamsawon2676
      @sakibislamsawon2676 Год назад +6

      Amar bari puran dhaka jurain e. Help korte parle khusi hobo

    • @rokeyabegum5414
      @rokeyabegum5414 Год назад +2

      নাম ভুল হয়েেছে বলে রিপ্লাই দেননি।অন্যদের দিয়েছেন। নাম তো আপনিও ভুল করেছেন। সখিনা কে সহিনা বলেছেন। আমি পরে sorry বলেছি।

    • @gouravsaha8970
      @gouravsaha8970 Год назад +2

      Kosto ei khane dada … jaa ajke Puro tai dokhol hoye geche … kono rajniti noi khali kosto ta bollam 😢

    • @rnilu86
      @rnilu86 Год назад +1

      Haa oi je Barrackpore station e dhokar aage onek Sakhari der dekha jay kaaj korte.

    • @MasudRana-dd6hz
      @MasudRana-dd6hz Год назад +2

      ঢাকার মধ্যে হলে বাড়ি খুজে পাওয়ায় সম্ভাবণা খুব কম।হয়তো ভেঙ্গে নতুন করে করা হয়েছে। নয়তো মোডিফাই করা হয়েছে।এতো আগের বিল্ডিং বর্তমানে দেখা জায়না।

  • @mystic.saurav
    @mystic.saurav Год назад +56

    ভারতের দিল্লি থেকে লিখছি, আপনার বাংলদেশে সফর দেখে খুব ভাল লাগছে। আসা করি শীগ্রই যাওয়া হবে😊😊😊

    • @nhrahat188
      @nhrahat188 Год назад

      চলে আসুন❣️

  • @linaroychowdhury2333
    @linaroychowdhury2333 Год назад +52

    অসামান্য এক পর্ব! মন -প্রাণ ভরে যাচ্ছে। সত্যিই তুলনাহীন আতিথেয়তা প্রাণের শহরের। তাই তো আমাদের এত অহঙ্কার--শিকড়ের অহঙ্কার ।
    আপনার ভিডিও মানেই কেবল প্রাপ্তি আর প্রাপ্তি। পরের পর্বের প্রতীক্ষায়।

  • @snkarroychoudhury9128
    @snkarroychoudhury9128 Год назад +22

    ঢাকা কখনো যাইনি, কিন্তু ঢাকা আলাপ আলোচনায় সব সময়েই এসেছে ।
    তাই ঢাকা আমার কাছে সবসময়ই nostalgic।

  • @anupdasgupta3450
    @anupdasgupta3450 Год назад +44

    অভাবনীয় আতিথেতায় ভরা বাংলাদেশের এই সিরিজ নিঃসন্দেহ এক নতুন মাত্রা দিচ্ছে। আপনিও খুব সুন্দর করে তুলে ধরেছেন সব
    দিক গুলো , না হলে অনেক কিছুই অজানা থেকে যেত । খুব ভাল লাগল এই পর্ব 🙏

    • @bmia5790
      @bmia5790 Год назад

      সহমত ঠিক বলেছেন

  • @hahahahahshalomekhan8574
    @hahahahahshalomekhan8574 Год назад +33

    দাদা আমি একজন বাংলাদেশী আমি বর্তমানে সৌদি আরব আছি আপনার ভিডিওতে আমি আবার নতুন করে ঢাকা দেখলাম আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের আসার জন্য এবং বাংলাদেশের অন্যান্য শহরে যেতে পারেন যেমন সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ এসব শহরেও খুবই ঐতিহ্যবাহী জায়গা রয়েছে ধন্যবাদ

  • @SumanDas-zj7nl
    @SumanDas-zj7nl Год назад +103

    আমার প্রাণের শহর ঐতিহাসিক "ঢাকা"....আমি গর্বিত যে আমি পুরান ঢাকার ( OLD TOWN) পোলা!! ঢাকায় প্রথম বিদ্যুতের ব্যবহার হয়েছিল Ahsan Manjil এ.....মহান মুক্তিযুদ্ধে এই পুরো অঞ্চল বহু ঘটনা ,হতাহত ও ইতিহাসের সাক্ষী। এই অঞ্চলেই আমার জন্ম, বড় হওয়া এবং বসবাস!!🙏🌹💞

    • @SUBORNOVISION
      @SUBORNOVISION Год назад +4

      ধন্যবাদ , ভাল লাগলো এই জেনে যে আপনি আপনার প্রিয় শহর এবং জন্মভুমি নিয়ে গর্বিত । আমার ও প্রিয় শহর ঢাকা । ভাল থাকবেন ।

    • @shezanahmmed7333
      @shezanahmmed7333 Год назад

      শুধু ঢাকাতেই নয় এমনকি পূর্ববাংলায় ১ম

    • @rajotavo
      @rajotavo Год назад +3

      Bah shune khub bhalo laglo! Ami karmashutre Dhaka besh koyek bochhor chhilam...one of my fav cities. Amar 'Dida' ( 'naani'r) jonmo o tader aadi bhite apnader shahar chhilo...shay toh onek kaal aage. Aami thaka kalin ekjon cousin er baba'r purboshari r bari khunje pai ...Puran Dhakar Paltan area te. Ekti oshadharon experience hoyechhilo sheti! Uni khub sonamdhonno ekjon chhilen. Amar onno ek attiyo r basha chilo ' Wari' anchal e....✌️🙏

    • @positiveandoptimisticvive3816
      @positiveandoptimisticvive3816 Год назад +8

      শুনে খুব খারাপ লাগে 1971-72 তে যেখানে 41% হিন্দু ছিলো বাংলাদেশে, আজ তা 2-3% এসে দাড়িয়েছে। বাধ্য হয়ে আপনাদের ওখান কার জায়গা,লোকজন নিয়ে ভালো ভালো কথা বলতে হয়। বুঝতে পারছি, দাদা

    • @imtiazkaziDr
      @imtiazkaziDr Год назад

      @@positiveandoptimisticvive3816 কোথা থেকে এসব পরিসংখ্যান, কে জোগান দেয়। বই পড়া ত নেই, মনে হচ্ছে, শোনা ও নেই। অশিক্ষিতরা যে তিমিরে আছে ওখানে থাকবে, এটাই স্বাভাবিক।

  • @palashdewan3707
    @palashdewan3707 Год назад +4

    কতশত ব্লগার বাংলাদেশে অথচ দাদার মতন এত বিস্তারিত তথ্য, এত নৈপুণ্যতা নিয়ে কেউ নিজের দেশের ইতিহাস-ঐতিহ্য বানায়নি ! সালাম দাদা !

  • @krrahul2335
    @krrahul2335 Год назад +35

    "বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা রূপের যে তার নাইকো শেষ -বাংলাদেশ"
    আপাতত তারই দর্শনে বিভোর হয়ে আছি ❤️

    • @DDUTTA
      @DDUTTA Год назад

      none of this is meant for specifically eastern Bengal (present day Bangladesh) ,so your mentions of the legends are not not entirely relevant, FYI Nazrul spent most of his life not in Bangladesh but in west bengal

    • @abengaligirlsdailylife2389
      @abengaligirlsdailylife2389 Год назад +1

      @@DDUTTA pgl

    • @DDUTTA
      @DDUTTA Год назад

      @@abengaligirlsdailylife2389 ???

    • @azwadahsan8549
      @azwadahsan8549 Год назад +1

      @@DDUTTA rabindranath and jibananda das both spent most of their lives in east bengal. at their lifetimes there was no east or west bengal

    • @DDUTTA
      @DDUTTA Год назад

      @@azwadahsan8549 this is the most hilarious thing I ever heard tagores have zamindari in all over bengal including east bengal they visited as part of their zamindari, he did not spend most of his life there

  • @samikghosh2995
    @samikghosh2995 Год назад +40

    .কত মিল দুই বাংলার । ভাষা, খাদ্য, সাহিত্য, সঙ্গীত অথচ কত যেন দূরের । ভীষন কস্ট হয় ভাবতে যে আমরা দুটো আলাদা দেশ বাসী ।

    • @positiveandoptimisticvive3816
      @positiveandoptimisticvive3816 Год назад +11

      ওরাই আলাদা হয়েছে ধর্মের নামে। প্রতি বছর দুর্গাপুজোতে প্যান্ডেল ভাঙা, বিগ্রহ ভাঙা, এখন এখানকার culture, কোন মিল নেই।

    • @imtiazkaziDr
      @imtiazkaziDr Год назад

      @@positiveandoptimisticvive3816 ইতিহাস না জেনে এবং বুঝে মন্তব্য করা শিক্ষার অভাবের কারণ। উচ্চ বর্গীয় হিন্দু বাংলা ভাগ করেছে। Joya Chatterji
      Bengal Divided: Hindu Communalism and Partition, 1932-1947 পড়ে দেখুন। পশ্চিমবঙ্গের হিন্দুদের আর বেশি দিন "বাঙালি" থাকতে পারবে না। Powerless জনগোষ্ঠীদের নিজের অজান্তেই বিলীন হতে বাধ্য । চিরস্থায়ী বন্দোবস্ত করে পূর্ব বঙ্গের গরীব চাষীদের টাকায় "হিন্দু ভদ্রলোক" সমাজ ক্ষণকালের সুবিধা নিয়ে সে সময় কিছুটা এগিয়ে গেছিল। এখন যা হবার তাই হয়েছে। ইতিহাসের অমোঘ শিক্ষা।

    • @ababilkazim646
      @ababilkazim646 Год назад +7

      @@positiveandoptimisticvive3816 দাদা, মনটাকে একটু বড় করুন, কূপমুন্ডক হয়ে থাকবেন না।

    • @mirabidurrahman1943
      @mirabidurrahman1943 Год назад +10

      বাংলা ভাষা নিয়ে যদি দেশ ভাগ হতো তাহলে আজ আমরা বেশী সুখী থাকতাম এবং দেশ হিসেবে শক্তিশালী হতাম।
      আমাদের দেশের মুসলিমরা যখন দেশ ভাগ নিয়ে চিন্তা ভাবনা করল তখন কিন্তু পশ্চিম বাংলার কেউই এগিয়ে আসেনি।

    • @sagnikchowdhury925
      @sagnikchowdhury925 Год назад +2

      @@mirabidurrahman1943 indeed

  • @budhadityadasbabu9711
    @budhadityadasbabu9711 Год назад +56

    পুরনো ঢাকার সাথে পুরনো কোলকাতার প্রচুর মিল দেখতে পেলাম। সাইকেল রিক্সার অভিজ্ঞতা মনে থাকবে। সাঁখারি বাজার, আর্মেনিয়ান চার্চ, ইসকন মন্দিরটিও বেশ সুন্দর লাগলো। ব্যাকগ্ৰাউন্ড মিউজিক গুলোও বেশ সুন্দর (এ ক্ষেত্রে পৃথ্বিজিতদার অগ্ৰনী ভূমিকা কতটা?)। ভালো থাকবেন দাদারা ❤️🙏

    • @TanzirRahman
      @TanzirRahman Год назад +1

      হ্যা পুরান ঢাকার সাথে কলকাতার অনেক মিল রয়েছে। পুরান ঢাকায় রাস্তাঘাট, ঘরবাড়ি সবই পুরানো দিনের। আমি নিজেও গিয়েছিলাম কয়েকবার। বেশ অবাক লেগেছিলো দেখে।

    • @anikkumar8847
      @anikkumar8847 Год назад +2

      সত্যিই অনেক মিল। আমরা কলকাতার স্বাদ নেয়ার জন্য পুরোন ঢাকায় চলে যাই প্রায়ই।

  • @imtiazkaziDr
    @imtiazkaziDr Год назад +39

    When you were going from Sadarghat to Shakharibazar you crossed Dhaka Collegiate school where Atul Prashad Sen, Buddadev Bosu, Meghnad Saha ( Dr. Saha was expelled before the Matric exam. due to involvement with politics) were students. Seeing the name of the school in the segment reminded me of their names. I live in the USA, and finished SSC in 1968 from the same school. I felt bad seeing the outward condition of the school. Anyway thanks to both of you for taking me in 1960's Dacca.

  • @nitishroy6053
    @nitishroy6053 Год назад +6

    Kolkata Indian Museum now Indias Tains, poorly maintained. Ahsan Manzil so beautifully maintained by Bangladesh Govt, really appreciable. Thanks for showing such beautiful monument.

  • @mithunmodak1755
    @mithunmodak1755 Год назад +27

    দাদা,আমাদের বাংলাদেশ টা এত সুন্দর করে রিপ্রেজেন্ট করার জন্য, কিন্তু পুরান ঢাকার হাজির বিরিয়ানি মিস করলেন কেনো,অই বিরিয়ানি আসলেই অনেক ভালো,ধন্যবাদ ❤️❤️

    • @CarelessMni
      @CarelessMni Год назад +1

      আমরা ভারতীয়দের বাংলাদেশে আসলে বিরানী খেতে সাজেস্ট করি না, কারন বেশির ভাগ দোকানে বিফ বিরানী।
      তাই না খাওয়াই ভাল।
      আরো অনেককিছু আছে, বাখরখানি, বিভিন্ন রকমের মাছে ভর্তা, শুটকির ভর্তা।
      এগুলো ট্রাই করে দেখতে পার।

  • @juthikabarua3599
    @juthikabarua3599 Год назад +15

    বাংলা দেশে থেকে এতো কিছু দেখার সৌভাগ্য হয়নি । অনেক ঐতিহাসিক নিদর্শন নদী ও মন্দির আরও অনেক স্হানসমূহ দেখছি আপনার ভিডিও র মাধ্যমে ধন্যবাদ ।

  • @anushreesworld1999
    @anushreesworld1999 Год назад +20

    হরে কৃষ্ণ, নমস্কার দাদা অসাধারণ হয়েছে। আপনি বাংলাদেশের ঐতিহ্য যেভাবে তুলে ধরেছেন তারজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

  • @tamonashsarkar6429
    @tamonashsarkar6429 Год назад +8

    আমার বাবার জন্ম বাংলাদেশে, ১৯৭৮ সালে শুধুমাত্র আমার বাবা এই দেশে চলে আসেন।। এমনকি আমার জেঠু , কাকা সহ আমার পুরা পরিবার এখনও ঐ দেশে রয়েছেন, মানিকগঞ্জে।। আমার ঠাকুরদা মারা গেছেন এই ২০১৭ সালে ৯৪ বছর বয়সে।।
    বাবা এই দেশে আসার পরে বেশ কয়েকবার গেছেন ওখানে ।। আমার ঠাকুরদা, জেঠু, দাদা, দিদি, জেঠিমা প্রত্যেকেই ওদেশ থেকে আমাদের এখানে এসছেন বেড়াতে, কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর আমার মা এর এখনও কোনো দিন যাওয়া হয়নি ঐ দেশে।। কিন্তু, যাওয়ার তীব্র ইচ্ছা রয়েছে, একদিক থেকে দেখতে গেলে ঐ দেশ তো আমার একদম Second Home বলতে গেলে।। তবে, যাওয়ার আগে আপনাদের এই সিরিজের ভিডিও গুলোর মাধ্যমে ঢাকা সহ বাংলাদেশের অনেকটাই ঘুরে ফেললাম আপনাদের সাথে সাথে , দারুন লাগছে।।
    Keep it up 👍👍👍

    • @sharifhossain8261
      @sharifhossain8261 Год назад

      শিকড়ের আর মাটির সম্পর্ক ছিন্ন করা উচিৎ নয়। আপনাদের অবশ্যই বাংলাদেশে আশা উচিৎ। আর মানিকগঞ্জ অনেক সুন্দর একটি জেলা, আমি নিজেই বালিহাটি জমিদার বাড়ি বেশ কয়েকবার গিয়েছি বেড়াতে।

    • @mstorin3964
      @mstorin3964 Год назад

      বাংলাদেশের অন্যতম সুন্দরতম জেলা হলো মানিকগঞ্জ, পদ্মা এবং যমুনা নদী
      বয়ে গেছে এই জেলার পাশ দিয়ে
      বাংলাদেশের বিখ্যাত লোকশিল্পীদের জন্মস্থান এই মানিকগঞ্জে, এই জেলায় প্রচুর গানের অনুষ্ঠান হয়।

    • @lotuselectronics4036
      @lotuselectronics4036 Год назад

      Welcome 💖💖💖

  • @abhishekbose8107
    @abhishekbose8107 Год назад +26

    The city thrives on high energy, so many historical places, and souls on road enjoying every bit, Dhaka is a city of life and sound.❤️❤️❤️

  • @MrBig95
    @MrBig95 Год назад +8

    ওপারের একজন বাঙালি হয়ে আমাদের এই বাংলাদেশকে আপনি যে এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলবেন ভাবতেই দারুন লাগছে। 🙏
    ভালোবাসা অবিরাম 🌹❤️🌹

  • @sohampal8272
    @sohampal8272 Год назад +8

    দাদা আপনার ভিডিও টি দেখে ঢাকা শহরের প্রতি ভালোবাসা জন্মে গেলো,খুব সুন্দর করে আপনি ভিডিও টি তে শহর টি কে বর্ণনা করেছেন,আমি ভারতীয় কিন্তু দাদু ঠকমার কাছে বাংলাদেশের গল্পঃ শুনে বরাবর এই দেশটার প্রতি একটা টান বোধ করি আপনার এই ভিডিও দেখে সেটা বেড়ে গেলো দেখি কবে গিয়ে নিজের চোখে দেখি

  • @shampadas7678
    @shampadas7678 Год назад +8

    অপূর্ব অপূর্ব । বাংলাদেশ যাওয়ার ইচ্ছা ভীষণভাবে বেড়ে গেল । বরিশালের এপিসোড এর অপেক্ষায় রইলাম

  • @debdattapaul8505
    @debdattapaul8505 Год назад +8

    ঢাকা আমাদের শহর।জন্মসূত্রে ঢাকার।আজ দেখলাম ঢাকা জাতি ধর্মের ওপর মানুষের শহর।দারুন।এমন করেই আমরা এগিয়ে চলি

  • @debipadananda3203
    @debipadananda3203 Год назад +17

    অন্তরে অতৃপ্তি র’বে ..সাঙ্গ করি’ মনে হবে..শেষ হয়ে হইল না শেষ.. এপিসোড একটু ছোট হয়ে যাচ্ছে ... মন টা পুরোটা ভরছে না ..পরের এপিসোডের অপেক্ষা রইলো। অনেক ধন্যবাদ 🙂

  • @ummahmostofa
    @ummahmostofa Год назад +6

    এইদিন আপনাদের সাথে আমার জয়েন করার কথা ছিল। আমার কুকিং ক্লাস ছিল বলে আমি জয়েন করতে পারি নাই। ক্লাস নিচ্ছিলাম আর আমার স্টুডেন্টদের বলতে ছিলাম আপনাদের কথা। দারুন হয়েছে এই এপিসোডটাও।

  • @nibaditanargish6885
    @nibaditanargish6885 Год назад +14

    সত্যিই ঢাকার জ্যাম জীবনের অর্ধেক সময় খেয়ে ফেলে। চমৎকার লাগছে বরাবরের মতোই। পরের এপিসোডের অপেক্ষা রইলো। ধন্যবাদ আপনাদের।

    • @prabalparkrasi9585
      @prabalparkrasi9585 Год назад +5

      @@s.hosyen8663 শুনে খুবই ভাল লাগল।
      আমাদের পিতৃপুরুষের দেশ পাবনা জেলা সিরাজগঞ্জ মহকুমা এবং আমার দাদুর (মায়ের বাবা) দেশ ঢাকা, মানিকগণজে কিন্তু থাকতেন ঢাকা শহরে এবং দিদিমার দেশ ঢাকা বিক্রমপুর।আমার দাদু কোলকাতার R.G.Kar medical college থেকে ডাক্তারী পাস করলেও ঢাকা শহরে ডাক্তারী করতেন।আমার দাদুর বাবা Dacca Mitford Medical School থেকে ডাক্তারী পাস করে ঢাকা শহরেই ডাক্তারী করতেন।ওনারা 1947 এ দেশভাগ হয়ে গেলে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হয়েছিলেন।
      মায়ের কাছে ঢাকা শহরের,রমনার মাঠের অনেক গল্প শুনেছি।আমার এখন সত্তর বছর বয়স,মা বেঁচে থাকলে আজ 93 বছর বয়স হ'ত।আমি কোনোদিন পুর্ববংগে বর্তমান বাংলাদেশে যাইনি,আমাদের দেশ দেখিনি।
      ভারতের মহারাষ্ট্র রাজ্যে তিনটি শহরে Metro rail চলে এবং আমি গর্বিত যে আমাদের সম্মিলিত বাংলায় দুটি শহরে metro rail চলবে,কলকাতা ও ঢাকা।

    • @SaberiZami
      @SaberiZami Год назад

      @@prabalparkrasi9585 বাহ! চমৎকার!

    • @mirabidurrahman1943
      @mirabidurrahman1943 Год назад

      @@prabalparkrasi9585 আপনার নাতি-নাতনির সাথে বাংলাদেশে আসবেন। বয়স থেমে থাকে না এবং মানুষের জীবনটাও একবারই। তাই বললাম যে, কষ্ট করে আপনার নাড়ির টানে নিজের দেশে ঘুরতে আসবেন।

    • @islamicmedia3797
      @islamicmedia3797 8 месяцев назад

      ​@@prabalparkrasi9585৩য় শহর হিসেবে চট্টগ্রামেও সাবওয়ে চলবে।

  • @subhadipkanungo2730
    @subhadipkanungo2730 Год назад +6

    অসম্ভব ভালো লাগছে ঢাকা সিরিজ। অসাধারণ উপস্থাপনা ঢাকা শহরকে চোখের সামনে জীবন্ত করে তুলেছে।পরের পর্বের‌ অপেক্ষায় রইলাম।

  • @nhrahat188
    @nhrahat188 Год назад +5

    ঢাকার সবচেয়ে মজাত কাচ্চি হলো ধানমন্ডির Sultan's Dine..

  • @bikrampurtv550
    @bikrampurtv550 Год назад +8

    দারুণ লাগলো, শাঁখারীবাজারে অনেক স্মৃতি আছে আমার, আপনার ভিডিও দেখে মনে পড়ে গেল। আসলে পুরান ঢাকার অলিগলি বিভিন্ন পথ হেটে বেরিয়েছি বহু। শাঁখারীবাজারের আরো কিছু বিষয় দেখালে আরো ভালো লাগতো। আপনারা জ্যামে কষ্ট করেছেন দেখে খারাপ লাগলো। আপনাদের জন্য শুভকামনা।

  • @rajatavachanda5927
    @rajatavachanda5927 Год назад +8

    আমাদের পরিবারের সবাই আপনার আর পৃথ্বীজীতদার ফ্যান....সব সিরিজ মন দিয়ে দেখি...এগোতে থাকুন...অনেক শুভেচ্ছা❤️

  • @MrRockCollector
    @MrRockCollector Год назад +5

    কতদিন বাংলাদেশ দেখি না ,আপনার মাধ্যমে ঢাকাকে দেখে খুব ভালো লাগছে। সুযোগ পেলে দাদা বান্দরবান ও সুন্দরবন যাবেন আমার খুব প্রিয় জায়গা।

  • @ashisrahman7968
    @ashisrahman7968 Год назад +15

    দাদা, সদরঘাট থেকে শাখারীবাজার যাবার পথে আপনি না জানা থাকার কারনে হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর সিপাহি বিদ্রোহের সৃতি বিজরিত বাহাদুর শাহ পার্ক মিস করে গেছেন।

    • @shuvoForestry
      @shuvoForestry Год назад +3

      ঠিক। আমিও এটাই বলতে চেয়েছিলাম।

  • @shantanuchakravarty8648
    @shantanuchakravarty8648 Год назад +5

    বাংলাদেশ আমায় টানে না।
    বাংলাদেশের মানুষেরা সবাই মিলে মিশে ভালো থাকুক, এই কামনা করি।

  • @farukbepari5016
    @farukbepari5016 9 месяцев назад

    আপনার ভ্রমণ বিষয়ক তথ্য বহুল ভিডিও গুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে প্রিয়

  • @subhajitpal2862
    @subhajitpal2862 Год назад +32

    An excellent series..I always felt that Dhaka would look similar to Kolkata in some way, but seeing it now I think I might be right. Great work!

    • @eshyazeetalvi7719
      @eshyazeetalvi7719 Год назад +1

      Puran Dhaka ( Dhaka South Metropolitan) same as North Kolkata. We grew up with festive environment of Puran Dhaka. The biggest and traditional festivals here are Sakrain of Puran Dhakaya Kuttis, Durga Puja and Dolpurnima of Shankharibazar, Tazia of Hossainidalan, Rakher Upobash of Loknath Ashram. The most popular dishes are kacchi and beauty's lachi.

  • @debjyotichowdhury1704
    @debjyotichowdhury1704 Год назад +8

    Ur simplicity and courteous behaviour towards d poor steals d show. Not only u r an excellent vlogger but sob theke boro byapar u r a good human being. Love and respect from Behala.

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 Год назад +1

    asadharon prasad, apurbo church, sadar ghat, buri ganga nodi, darun iskcon mondir o bigroho

  • @guharup
    @guharup Год назад +5

    Alim da is a gem of a human being. Wow such a nice family, unbelievable

  • @indranideydey2881
    @indranideydey2881 Год назад +2

    আপনাদের এই ভ্লগটিও বরাবরের মত খুব‌ই সুন্দর ও সাবলীল। পরের বার এলে আমার বাড়িতে অবশ্যই আসবেন। তবে ঢাকার মশা, ট্র্যাফিক জ্যাম আর গরম একদম অসহ্য । ভালো থাকবেন।

  • @ratnamallick6530
    @ratnamallick6530 Год назад +5

    বৌদির রান্নার মতই হাসিটা ও খুবই সুন্দর ❤❤ কলকাতা থেকে...

  • @rashelbt1520
    @rashelbt1520 Год назад +8

    শিবাজী দা, আবার আবেগ তাড়িত হয়ে পড়লাম। এই শাঁখারী বাজার ও পুরান ঢাকার অলি গলি আমি চশে বেরিয়েছি, যখন হাঁটতে পারতাম। সময়টা ছিল ৯০ এর দশক আর আমি ছিলাম স্টুডেন্ট।

  • @nilanjanchowdhuri9091
    @nilanjanchowdhuri9091 Год назад +5

    Enjoy your travelling in Dhaka.Waiting for your next episode

  • @babulaldas8614
    @babulaldas8614 Год назад +4

    শিবাজী দা এই এপিসোডটা রয়ে শোয়ে দেখলাম। আমার বাবা-মায়ের জন্মস্থান ঢাকার সদরঘাট এলাকা। তোমার ভিডিও দেখতে দেখতে কি যে অনুভূতি হচ্ছিল তা ভাষায় প্রকাশ করা কোনদিনই যাবে না। তার সাথে তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব তাও ভাষায় প্রকাশ করা যাবে না। তুমি আমাদের মতন বাঙ্গালীদের মনের মনিকোঠায় চিরদিন সম্মানের সঙ্গে থাকবে ধন্যবাদ দাদা তোমাকে।

    • @TanzirRahman
      @TanzirRahman Год назад

      চলে আসুন। এসে ঘুরে যান।

  • @aninditadeb855
    @aninditadeb855 Год назад +1

    Ki pranobanto akta parbo,Itihas k notun k kore jana,darun darun,

  • @raibose8460
    @raibose8460 Год назад +3

    Bangladesh e ato sundor jayga ache seta apnar video dekhe janlam.Khub bhalo laglo

    • @nirihopothik4188
      @nirihopothik4188 Год назад +1

      Shibaji dar onno episode gulo dekhun.dhonnobad.

  • @bhaskar3912
    @bhaskar3912 Год назад +3

    Moneyhoche nijer desh ey ghurchi.khub sundor

  • @sumandasgupta5322
    @sumandasgupta5322 Год назад

    Bhalo laglo! Dhaka khub darun.

  • @rakikarita1515
    @rakikarita1515 Год назад +1

    আপনাদের চোখে পুরান ঢাকা দেখতে খুব ভাল লাগছে। আমার শৈশব এবং কৈশোর কেটেছে ঢাকা শহরে কিন্তু পুরান ঢাকা দেখা হয়ে উঠে নি এবং আর হবেও না।
    ধন্যবাদ আপনাদের কে! আমার শহর দেখাবার জন্য।

  • @user-ou9pl1fe1b
    @user-ou9pl1fe1b 10 месяцев назад

    Aro akbar khub bhalo laglo. Abar O dhanyobad.

  • @abulfarak786
    @abulfarak786 Год назад +4

    ঠিকই বলেছেন এটা পুরো আমাদের কলকাতার বড়ো বাজার।
    অপেক্ষায় থাকলাম লঞ্চ যাত্রার ভিডিও দেখার। কেন জানি আগে থেকেই মনে হচ্ছিলো আপনি লঞ্চ চাপবেন।

  • @mahmudhasan9390
    @mahmudhasan9390 Год назад +17

    Dhaka is a very densely populated city with more than half million rickshaws. But I see this as a blessing. Rickshaws are 100% environment friendly. Just think about the pollution level if these rickshaws are replaced by the petrol run taxis, buses etc. Many cities in Europe and USA including New York and London are indroducing rickshaws on its streets. Btw, to ease the trafic Dhaka will have soon both elevated and underground trains.

    • @rajotavo
      @rajotavo Год назад +4

      Yes agree sir, partly. However, I hope and wish sm govt body/ ngo...whoever is a stakeholder does smthing to these famous ( and infamous) old style rikshaws! On my last visit to Dhaka in 2019, while it was v encouraging to see the leap in infra, the condition of the rikshaw wallas was same that I had seen almost 15 years back! That was heart wrenching! Why can't sm of the govt ministries / dept take help of leading global orgs / engineering bodies to design ergonomic vehicles ( which are already being used in Japan, HK in far East, and in the West as u say). That wud be a great service to those 'pullers' who are such an integral part of the city. Just my two bits idea fr a place I hv a very emotive connection with fr a long time. ✌️🙏☺️

    • @mahmudhasan9390
      @mahmudhasan9390 Год назад +2

      @@rajotavo Yes, I agree with you. A manual transport system is not effective to solve the heavy trafic jam. Dhaka will have an elevated metro train system soon. Besides an underground metro system is under construcrion. Thanks to the rickshaws Dhaka air is good and better than Delhi and Mumbai.

    • @rajotavo
      @rajotavo Год назад

      @@mahmudhasan9390 though the case of my city, Delhi NCR, is the most severe ( it has the highest no. of cars in the the subcontinent in an urban agglomeration), the reason for that are not gas/petroleum vehicles, surprisingly! There is a huge movement towards electric vehicles in this place. The main reason is 'crop burning' gases from adjoining states including Punjab, Haryana and Northern UP!! It's a bad political, legal fight between pol. parties, states, Central govt and the the Supreme Court of India! Just imagine, the second largest urban agglomeration in the world( perhaps only second to Tokyo) is having a slugfest for a while to crack this v challenging situation! Most politicians are good at passing the buck...now the SC has got into the act. The only reason is vote bank politics...where the 'crop stubble burners', i.e., the farmers around these states are not held by law or pulled up just because they form a major chunk of the voter base! With the result that citizens of NCR face such a prblm.!! Also, a peculiar problem is the location of Delhi NCR...where, experts say,the pollution gets trapped in winter due to the coldest mountain air coming fr Afghanistan/Kashmir/Himachal and the counter winds fr the east ...let's see what the local AAP govt does as they have a s'posedly "great" plan to tackle this! 😑😄

    • @mahmudhasan9390
      @mahmudhasan9390 Год назад +1

      @@rajotavo Thanks. Good to know all these facts. You are originally from Barisal. Great. Venice of Bengal. Btw, my grandparents once from Ripon st and both of my parents from Park st, Calcutta. They left for Pakistan in 1948. If they had stayed a couple of years more in Calcutta I would have been born in Park st. Partition changed my birth place. 😔

  • @sharminnidhi9535
    @sharminnidhi9535 Год назад +2

    ফাইনালি পুরান ঢাকা এসেই গেলেন৷
    ধন্যবাদ, দাদা।
    আহসান মঞ্জিল আমাদের চিরচেনা জায়গা।
    পুরান ঢাকার ভাইভস টাই অন্যরকম।

  • @mahfuzurrahman5002
    @mahfuzurrahman5002 Год назад +3

    ঢাকার ২ য় পর্বের অপেক্ষাই ছিলাম… সত্যি বলতে আপনার উপস্থাপনা অনেক ভাল হয়।
    আমি এই প্রথম আহসান মন্জিল এর ভিতরটা দেখলাম।

  • @venkshenoi371
    @venkshenoi371 Год назад +6

    Great travel documentary. Keep it going. I have never been to Dhaka but your film makes me feel I have been there. Thank you.

  • @sagarsarkar3952
    @sagarsarkar3952 Год назад +3

    তোমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো 💗💗💗👌👌👌

  • @rabinguharoy9632
    @rabinguharoy9632 Год назад +1

    Shibajibabu, excellent your travel,pran bhorae gallo. Thanks.

  • @AyanDas-mp1re749
    @AyanDas-mp1re749 Год назад +1

    সত্যি শিবাজী দা প্রথমে আপনাকে অনেক ভালোবাসা জানাই,, দুই বাংলা বাসী কে আপনি আপনার চ্যানেলের মাধ্যমে যেভাবে একাত্মায় জুড়ে দিয়েছেন তার জন্যে একজন বাঙলি হিসাবে আপনার কাছে আমি কৃতজ্ঞ 🙏🏻🙏🏻🙏🏻

  • @sujaybasu9714
    @sujaybasu9714 Год назад +1

    আজকের ভি.ডি.ও. তথ্য নির্ভর। সেদিনের ঢাকা-----এ দিনের চোখে। প্রত্যাশা‌ ছিলো রাজভোগের(যা শিবাজী মহারাজ দিয়েই থাকেন) পেলাম রসোগোল্লা। তাই একটু আফশোস, একটু মন খারাপ!রাজভোগের আশায় রইলাম। পাবো জেনে ফুটবলে মন দিলাম।এখন রাত ১২টা২০। আর্জেন্টিনার খেলা, বাঙালী কি থামতে পারে?

  • @OsmanGoni-pl6ri
    @OsmanGoni-pl6ri Год назад +1

    Dada, Apnar pourbo pourushder adi nibash ki Bangladeshe. Apnake dekhe mone hocchae apni jeno amader Bangladesheri shontan. Apnake salute.

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta Год назад +9

    বাংলা সাহিত্যে প্রথম ভ্রমণকাহিনী ধরা হয় সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে গ্রন্থটিকে যা ১৯২৭ এ ওনার কাবুল ভ্রমণ লিপিবদ্ধ করেছিল ।
    বহু বছর আগে সেই লেখা পড়ে এক অনিবর্চনীয় আনন্দ পেয়েছিলাম ।
    শিবাজী বাবুর এই বাংলাদেশ সিরিজ এর অন্যতম বৈশিষ্ট হলো সেই পুরোনো আনন্দ মাটি খুঁড়ে উপভোগ করা । দেশে বিদেশে পড়ে যে আনন্দ পেয়েছিলাম তা ক্রমাগত এই সিরিজে পাচ্ছি।
    আলাদা করে এই পর্ব সম্পর্কে বলতে গেলে বলবো এত ভালো বিশ্লেষণ ওনার পক্ষেই সম্ভব। ক্যামেরার কাজ অসামান্য । বচন ভঙ্গি এবং শব্দ চয়ন সম্পর্কে আলাদা কিছু বলার নেই। সব শেষে ওনার এবং পৃথ্বি বাবুর রস বোধ এবং তার প্রকাশ এক অনিবর্চনীয় আনন্দ দেয় ।
    আমরা শুধু মন্ত্রমুদ্ধ হয়ে দেখে যাবো। অনেক ধন্যবাদ শিবাজী বাবু আমাদের এই উপহার দেবার জন্য। প্রত্যুত্তরে আমার এই সামান্য ধন্যবাদ জ্ঞাপন রইলো আপনার জন্য ।

    • @shafiulbashar
      @shafiulbashar Год назад +1

      তথাগত বাবু চমৎকার বলেছেন। আপনার সাথে আমি পুরোপুরি একমত।

    • @nirihopothik4188
      @nirihopothik4188 Год назад +2

      Exactly.আমি কয়দিন যাবৎ মুজতবা আলীর দেশে বিদেশে পড়ছি।

  • @tuhindutta383
    @tuhindutta383 Год назад

    darun dekhlam.....

  • @bhaswatibhattacharya7285
    @bhaswatibhattacharya7285 Год назад +1

    Bangladesh onoboddo....r tomar presentation otulonio 💖🙏

  • @chirantankarmakar5989
    @chirantankarmakar5989 Год назад +5

    ভীষণ ভালো লাগছে আপনার বাংলাদেশ সিরিজ। আমার বাবা মা ও দেখছে আর খুব খুশি। কারণ বাবা মা দুজনেই বরিশালের। আমি যদি ও বাংলাদেশের কিছুই দেখিনি। বরিশাল সিরিজ দেখার অপেক্ষায়।। ভালো থেকো শিবাজী দা।।

  • @ujjolroy7851
    @ujjolroy7851 Год назад +2

    শিবাজিদা -পৃথ্বীজ্বীতদা, বাংলাদেশে আবার আসলে হবিগঞ্জে নিমন্ত্রণ রইলো। ❤️❤️

  • @itssomenath1979.
    @itssomenath1979. Год назад +1

    শিবাজী স্যার। আপনার সশরীরে দর্শন হলে জীবন ধন্য হয়ে যেত। 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 দারুন প্রত্যেকটি ভিডিও।

  • @sovonroy559
    @sovonroy559 Год назад +1

    সম্পূর্ণ video টি দেখলাম খুব সুন্দর হয়েছে

  • @blue-orchid
    @blue-orchid Год назад +2

    খুব সুন্দর উপস্থাপনা এবং আপনার দ্বারা আবার চেনা সেই যায়গাগুলা দেখলাম। ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏

  • @pavelworld1159
    @pavelworld1159 Год назад +2

    Apnr Bangladesh series osombob balo lagche...amr mote egula apnr best video

  • @sanjoymullick5473
    @sanjoymullick5473 Год назад +1

    Dinner table e khabar gulo dekhe 😋😋😋

  • @syedmosharof7685
    @syedmosharof7685 Год назад +4

    আগের পর্বে বলেছিলাম আমরা খেয়েতো খুশিই, খাইয়ে মহা খুশি ।এইতো মহা আনন্দ।তবে ঘুরে ফিরে মহা...মহা আনন্দ ।আমার সে সৌভাগ্য হয়েছে নাটক করে, আমিতো গর্ব করে বলি যে এই বাংলায় এমন কোন জেলা নেই যে জেলায় নাটক করিনি ।পশ্চিম বঙ্গেও কোলকাতাসহ অনেক জেলা ঘুরছি নাটক করতে করতেই।দেখেছি আপ্যায়ন কাহাকে বলে ।আমি গর্বিত বাঙ্গালী বলে ।সব শেষে বলবো তৃতীয় দিনও ভালো লাগলো তবে হাজীর বিরানীর কথা বলেই থেমে গেলে,শরিষার তেলে করা হাজীর বিরানী আমার খুব প্রিয় দাদা ,অতৃপ্ত থেকে গেলাম দাদা...তারপরও বলবো নিশ্চয় ভালো লেগেছো এবার এই..
    বাংলায় ?

  • @gitasarkar4251
    @gitasarkar4251 Год назад +1

    Thakuma babar mukhe onek Dhakar kotha sunechi dada.aj apnar jonno dekhteo pelm. Dhaka jaoyar iche onek bere gelo.

  • @mainaksen2747
    @mainaksen2747 Год назад +4

    Oshadharon .... Masterpiece from Bengal's best travel vlogger .

  • @mainulislam8756
    @mainulislam8756 Год назад

    শিবাজী আপনাকে ধন্যবাদ জানাই পুরাতন ঐতিহ্য তুলে ধরার জন্য। আপনার উপস্থাপনা খুবই সুন্দর মনোমুগ্ধকর। আপনার ভিডিও দেখে খুব ভালো লাগছে মনে হয় যেন এপার বাংলা ওপার বাংলার একটি মেলবন্ধন । আমাদের দুই বাংলার বন্ধন যেন আপনার মাধ্যমে আরও গভীর হয়।

  • @royscreation6921
    @royscreation6921 Год назад

    আমার শহরে আসার জন্য ধন্যবাদ। আমার প্রিয় একটি জায়গা পুরান ঢাকা।

  • @suvachakraborty6725
    @suvachakraborty6725 Год назад

    আমি তো অস্থির খাওয়া দাওয়া খুজছি

  • @sagarkumarbandyopadhyay9233
    @sagarkumarbandyopadhyay9233 Год назад +1

    প্রতিটি সন্ধ্যায় আপনার ব্লগ দেখার অপেক্ষায় থাকি,অবশেষে আমাদের সামনে আজ আপনি
    হাজির হলেন....বেশ ভালো লাগছে, সহজ সরল
    সাবলীল ভাষায় পুরাতন ঢাকার দ্রষ্টব্য স্থানগুলো, ওখানকার মানুষজনের আন্তরিকতা, অতিথি আপ্যায়ন ...উপস্থাপন করলেন ধন্যবাদ না জানিয়ে পারলাম না। বাংলাদেশ এখন অনেক উন্নত। বন্ধু পৃথিজিত বাবু কে আমার নমস্কার দেবেন। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

  • @jayantaray6854
    @jayantaray6854 Год назад +3

    Shibaji, I watch your videos mostly for generous dose of general knowledge! I am amazed by your research, knowledge and communication skills.! I learnt more from your videos about various places than from Google. You have a lucid way of explaining, and a great baritone. I know your skills were honed by your excellent teaching career as computer software trainer.

  • @ranjitdas8768
    @ranjitdas8768 Год назад

    besh valo laglo

  • @durjoydrohi9517
    @durjoydrohi9517 Год назад +1

    আলিম ভাইকে অসংখ্য ধন্যবাদ! ❤️🇧🇩❤️

  • @bdmisbah3435
    @bdmisbah3435 Год назад +1

    Love from Sylhet city in Bangladesh 🇧🇩 ❤️

  • @ritni20009
    @ritni20009 Год назад +1

    Apnar vlog dakha mane dada chokher Aram r praner Shanti sotti opurbo

  • @Xyz-gf5op
    @Xyz-gf5op Год назад +12

    এই নবাবদের অবদান বিশেষ করে উচচশিক্ষায় ঢাকা কে নতুন প্রাণ দিয়েছে, নাহলে ব্রিটিশ সময়ের কোলকাতা কেনদ্রিক আঞ্চলিক বৈষম্যে শিক্ষায় ঢাকা অনেক অনেক পিছিয়ে থাকত। শাঁখারি বাজারে এখনও শাঁখা পাওয়া যায় দেখে ভাল লাগল, সবি ই তো আজকাল হারিয়ে যাচ্ছে।

  • @debasmitapaul7806
    @debasmitapaul7806 4 дня назад

    Wonderful 👍👍👍

  • @debjanisarkar2631
    @debjanisarkar2631 Год назад

    সত‍্যি একদম ঠিক কথা বলেছেন ওনাদের ব‍্যবহার খুবই আন্তরিক।

  • @jayatibiswas3644
    @jayatibiswas3644 Год назад

    প্রতিটা ভিডিও অসাধারণ বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে ভিডিওর এন্ডিং নোট টা ♥️ ভালো থাকুন আপনারা , আরো ভালো ভিডিও আসুক।

  • @mohammadshamsulalam9345
    @mohammadshamsulalam9345 Год назад +2

    পুরনো ঢাকা হচ্ছে দাদা ঢাকার প্রাণ, ওহ যদি ভিক্টোরিয়া পার্ক টা দেখাতেন, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহে যেসব ভারতীয় সৈন্যরা জড়িত ছিলেন তাদেরকে ব্রিটিশরা এখানে ফাঁসি দিয়েছিল।
    আপনার ভিডিও তন্ময় হয়ে ২-৩ বার দেখি, মন্তব্য করি অনেক পরে।
    শিবাজীদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া ও শুভকামনা নিরন্তর।।

  • @mahmudulalam513
    @mahmudulalam513 Год назад

    I just saw all of your Bangladesh tour blog. You are amaging

  • @surajitsaha1401
    @surajitsaha1401 Год назад +1

    Ami 2015 e gechilam. Sotti Dhaka I khub jam hoi but loker behavior o appayan e kono kotha hobe Na. Darun

  • @ritabanerjee3205
    @ritabanerjee3205 Год назад

    Ami aponar video sob dekhi valo lage aponar varsan aponDer 2 jonkei valo thakben

  • @parthajitray7452
    @parthajitray7452 Год назад

    Apurbo, asadharon।

    • @parthajitray7452
      @parthajitray7452 Год назад

      দয়া করে Allahabad ওপর করা আপনার করা ফটোগ্রাফি র লিঙ্ক টা পাঠান।

  • @sushilnath6935
    @sushilnath6935 Год назад

    Apnader sange amader o bhraman haye galo খুবই ভাল laglo

  • @mostazzober
    @mostazzober Год назад

    Ohh ! Great

  • @sumitradas6903
    @sumitradas6903 Год назад +2

    লালবাগের কেল্লায় যেতে পারতেন দাদ। আহসানমঞ্জিলের কাছাকাছিই ছিল

  • @shorifjnu7361
    @shorifjnu7361 Год назад

    পুরান ঢাকা বাংলাদেশের ইতিহাস ও অইতিয্যের ধারক বাহক।

  • @gautamkumardas1971
    @gautamkumardas1971 Год назад

    আমি মুগ্ধ বাংলাদেশে আপনাদের ভ্রমনের ভিডিও দেখে। ❤

  • @TheBongXplorer
    @TheBongXplorer Год назад

    আহা বেশ উপভোগ্য ভিডিও

  • @shamimara7586
    @shamimara7586 Год назад

    যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি!! চমৎকার ব্লগ!

  • @mstorin3964
    @mstorin3964 Год назад +2

    দাদা আপনার ভিডিও দেখে অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশ আসার জন্য
    দাদা কুষ্টিয়া এসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং লালন শাহের আখড়া দেখে যান খুব ভালো লাগবে।

  • @sudippaul3774
    @sudippaul3774 Год назад

    Amar o khub valo lage apnader amio apekkha kori apnader video dekhar janno

  • @suparnapandit6449
    @suparnapandit6449 Год назад

    Apurba lagache.

  • @sukantasamanta6268
    @sukantasamanta6268 Год назад

    বড্ড একঘেয়ে লাগে বার বার একই কথা বলতে....দারুন ...! খুব এনজয় করছি!