Angkor Wat - বিষ্ণু মন্দির | পৃথিবীর সবচেয়ে বড়ো রিলিজিয়াস স্ট্রাকচার | Tomb Raider Temple Siem Reap

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 ноя 2024

Комментарии • 616

  • @Diliprana135
    @Diliprana135 3 дня назад +24

    Shivaji তোমার মেয়ে তোমার মত তৈরী এই ভাবেই আগিয়ে যাক প্রথম কথাতেই আমার খুব লাগল ঈশ্বর মঙ্গল করুক দারুন সুন্দর দেশ গুলি দেখছি

  • @SuchetanaGupta
    @SuchetanaGupta День назад +1

    Simply humbled এই পর্ব দেখে। অপূর্ব স্থাপত্য। অসামান্য ভিডিও। কম্বোডিয়া যাওয়ার ইচ্ছে শত গুন বেড়ে গেল।

  • @rimipyne7205
    @rimipyne7205 3 дня назад +3

    অসাধারণ লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি আর পরিবেশনা মনে হল ওখানে পৌঁছে গেছি। মন্দির দেখে আর তাদের ইতিহাস শুনে মন ভরে গেছে। অপূর্ব, চালিয়ে যান। 🙏

  • @souramaybaishya8491
    @souramaybaishya8491 3 дня назад +8

    পৃথিজিৎ বাবুর ভগবান সম্পর্কে মতামত একদম 100% সঠিক। that should be the true thinking regarding God. সেটাই প্রকৃত বঙ্গীয় ভাবনা।
    পৃথীজিত দা আপনার বন্ধু বড্ডো diplomatic, hoyto channeler sarthe.

  • @AsimBhattacharyya65
    @AsimBhattacharyya65 4 дня назад +30

    এ কী দেখালেন ? অসাধারণ! ভাষায় প্রকাশ করা কঠিন। দারুণ দেখলাম! সঙ্গে সুন্দর ও মার্জিত বর্ণনা। Pritwijit babu কে বলি, ভগবান একজনই হতে পারেন কিন্ত তাঁর বিভিন্ন রূপ থাকতেই পারে। যেমন আমরা যখন বিদ্যার আরাধনা করি তখন ভগবানের রূপ সরস্বতী, ঐশ্বর্যের আরাধনা করার সময় লক্ষ্মীর রূপ ভেষে ওঠে, কারিগরী বিদ্যার জন্য বিশ্বকর্মার রূপই মনে পড়ে। এইরকম আর কি। আমাদের সমাজেও একজন নারীকে আমরা মা, মেয়ে বা কারও স্ত্রী হিসাবে দেখতে পাই সেই রকম একজন পুরুষ কে বাবা, ছেলে বা স্বামী রূপে দেখতে পাই। অথচ ওনারা একই ব্যক্তি। আমি আপনাদের কালো রঙের পোষাকে দেখতে মোটেই পছন্দ করি না (একান্তই ব্যাক্তিগত অভিমত, আপনাদের পোষাক পরার স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোন ইচ্ছা আমার নেই)। সেটা আরও জোরালো হল। আবার বলি দুর্দান্ত দেখিয়েছেন। আর একটা কথা, আপনারা বললেন বটে যে ওখানে হাফ প্যান্ট পরে ঢুকতে দেয় না। কিন্ত ভিডিও তে অনেককেই দেখলাম হাফ প্যান্ট পরে ভিতরে ঢুকতে। অবশ্য তাদের গায়ের চামড়ার রঙ সাদা ছিল।

    • @digantamondal2665
      @digantamondal2665 4 дня назад +2

      জন্ম যখন দুই জনের প্রচেষ্টাতে হয়েছে, তখন ভগবান একটি হয় কি করে?????

    • @AsimBhattacharyya65
      @AsimBhattacharyya65 4 дня назад +2

      @digantamondal2665 পুরুষ ও প্রকৃতির হয়ত একই ভগবানের দুই রূপ। সৃষ্টি রক্ষার্থে হয়ত ওনাকে দুই রুপেই কল্পনা করা হয়েছে

    • @souvikdey9732
      @souvikdey9732 3 дня назад +1

      @@AsimBhattacharyya65 এই তো আবার এক থেকে দুই এ চলে গেনেল

    • @bijonkumar9759
      @bijonkumar9759 3 дня назад

      @@AsimBhattacharyya65 নিজের চোখে দেখা যদি দেখা হয় তাহলে ভিডিও দেখা কোন দেখাই নয়।

    • @AsimBhattacharyya65
      @AsimBhattacharyya65 3 дня назад

      ​@@souvikdey9732না দাদা আমি কখনোই 'এক' এ আটকে নেই, আমি 'অনেকে' বিশ্বাসি। আমার এটাই ভাল লাগে। ঠিক যেমন ভগবান এক এক রূপে এক একটি দপ্তর সামলাচ্ছেন সেই রকম সমস্ত সভ্য দেশেই বিভিন্ন মন্ত্রী বিভিন্ন দফতর দেখাশোনা করছেন। এটাই বোধহয় বিজ্ঞান সম্মত।

  • @tathagatadasgupta
    @tathagatadasgupta 3 дня назад +4

    কিছু কারণবশত প্রতিবেদনটি দেখতে সামান্য দেরি হয়ে গেল। তবে অংকর ওয়াট নিয়ে সমগ্র প্রতিবেদনটি দেখার পর এক কথায় মুগ্ধ হয়েছি। এই মন্দির সম্পর্কে আমার জ্ঞান খুবই সীমিত ছিল, তাই এত চমৎকারভাবে উপস্থাপিত একটি কাজ উপভোগ করতে পেরে সত্যিই ধন্য মনে হচ্ছে। বিশেষত, প্রতিবেদনে বিয়াসের সূচনা এবং বিভিন্ন স্থানে সংযোজিত চমৎকার সংলাপগুলো পুরো অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।
    কৈলাস মন্দিরের সাথে যে মিল পাওয়া যায়, তা সত্যিই বিস্ময়কর। তবে একদিকে ASI (ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ) এত অর্থ ব্যয় করে এইসব ঐতিহাসিক স্থানগুলির রক্ষণাবেক্ষণ করছেন, অন্যদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয়দের প্রতি যে অশোভন আচরণ করে চলেছেন, তা ভেবে হতাশ লাগে।
    রিভারসাইড মার্কেটও প্রশংসার যোগ্য। পৃথ্বীর কথাটি মনে ধরেছে-নদীর এপার থেকে নিশ্বাস ফেলে ওপারের সুখের কথা ভাবার কোনো প্রয়োজন নেই।
    এমন অনবদ্য প্রতিবেদনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও কুর্নিশ জানাই। পরবর্তী পর্বের জন্য অধীর অপেক্ষায় রইলাম।

  • @MadhuriChakraborty-u8i
    @MadhuriChakraborty-u8i 3 дня назад +3

    অসাধারণ লাগলো, আমি ইতিহাসের ছাত্রী ছিলাম সেইজন্য প্রাচীন মন্দির, ঐতিহ্য ইত্যাদির প্রতি আমার একটু বেশি ভালো লাগা আছে, দারুন লাগলো, আর এত সুন্দর করে কথা বলেন ভীষন ভালো লাগে, এঞ্জেলিনা জোলি কে নিয়ে কথবার্তা খুব এনজয় করলাম, সব সন্তানেরই একই কথা তাই না? ওরা বাবা , মা কে নিয়ে কোনও কথা মানতে পারে না😊😊, ❤❤❤❤

  • @sukantasamanta6268
    @sukantasamanta6268 3 дня назад +4

    খুব সুন্দর ভিডিও।দারুন লাগলো। আর বিয়াস... বেশ বিচক্ষণ এবং সাবলীল। এক কথায়... তোমরা দুজন, সঙ্গে বিয়াস আর কম্বোডিয়া...অসাধারণ!❤❤

  • @jhumurbandyopadhyay5205
    @jhumurbandyopadhyay5205 4 дня назад +5

    বর্তমান সাপ্তাহিক পত্রিকার ধারাবাহিক 'বিষ্ণুলোকে সন্ধ্যা নামে' এই ধারাবাহিক টি পড়ছি,তখন চোখে দেখতে পেয়ে কি যে ভাল লাগছে ভাই বলতে পারবনা।অসংখ্য ধন্যবাদ। মন টা ভরে গেল।

  • @kingshuksarkhel8049
    @kingshuksarkhel8049 День назад

    আপনার অপূর্ব পরিবেশনার জন্য আমি একজন আপনার গুনগ্রাহী দর্শক, আমি প্রায় ২৫ বছর পর্যটন দপ্তরে জরিত থাকার ফলে ভ্রমনে আমার অপরিসীম আকর্ষণ , তাই আপনার পরিবেশিত এপিসোড দেখে খুব আনন্দ পাই। কম্বোডিয়া ভ্রমন ও দারুন লেগেছে।কিন্তু কম্বোডিয়া যাবার পথে ইতিহাস নিয়ে কিছু মন্তব্য করেছেন , যেটা আপনি নিজেও বলেছেন বিতর্কিত, সম্ভবত না করলেই পারতেন।আপনি যে বিষয় এবং যে মাধ্যম দিয়ে অনেক মানুষের প্রিয় হয়ে উঠেছেন, সেখানে সাম্যবাদ, সমাজতন্ত্র বাদ অথবা সাম্রাজ্যবাদ নামক এক বিশাল জ্ঞান ভান্ডারের গভিরে না গিয়ে সেই বিষয়ে মন্তব্য অনেকের মনে আঘাত করতে পারে।আপনি এবং পৃথিজিৎবাবু আমার প্রিয় মানুষ,তাই লিখলাম। নমস্কার নেবেন।

  • @subratachakraborty6329
    @subratachakraborty6329 4 дня назад +18

    Father's legacy of exploration being passed on to Daughter.. খুব সুন্দর 🙏

  • @jayasreedas952
    @jayasreedas952 4 дня назад +9

    ইতিহাসের পাতায় আঙকভাটের ছবি দেখেছি।এবার আপনার এই ভিডিও টির মাধ্যমে চাকখুস করলাম তখনকার দিনের শিল্পী দের শিল্প সত্যি চোখকে ধাধিয়ে দেয় কি সুন্দর সৃষ্টি ।যসমিন দেশে যদাচার।যে দেশের যেমন ধর্ম সেটা সবাই মানে।সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ ।

  • @tanmoychowdhury6355
    @tanmoychowdhury6355 3 дня назад +1

    অনেক ধন্যবাদ শিবাজী দা...... আপনার চোখ দিয়ে আঙ্কোরভাট দেখলাম.....বিশদ বিবরণ ও ঐতিহাসিক তাৎপর্যের বর্ণনা অভূতপূর্ব...... সত্যিই মানস ভ্রমণ হলো।

  • @arupkumarchattopadhyay4747
    @arupkumarchattopadhyay4747 2 дня назад

    এক কথায় অপূর্ব আপনার এই ভ্রমণ বিবরণ । এত সুন্দর করে কখনও একটু মজা বা কৌতুক মিশিয়ে বলা দারুণ লাগে । আর আপনার পুরো টিমও দারুণ ।

  • @swapnabhattacharjee7347
    @swapnabhattacharjee7347 4 дня назад +8

    অসাধারণ অপূর্ব অনবদ্য খুব সুন্দর দারুন দারুন দারুন আর শিবাজী তোমাকে বাবা আজকে খুব সুন্দর লাগছিল সাদা জামা পরে। ভালো থেকো সুস্থ থেকো সবাই এই আশীর্বাদ করি।

  • @uttamkumarbanerjee1269
    @uttamkumarbanerjee1269 4 дня назад +1

    অসাধারণ লাগল মন্দির ও তার ভাস্কর্য। অনেক অজানাকে জানলাম। আপ্লুত। ভীষন গর্ব অনুভব করলাম সনাতন ধর্ম ও তার পরবর্তি হিন্দু ধর্মের জন্য।

  • @debashishganguly7408
    @debashishganguly7408 3 дня назад +1

    খুব ভালো লাগলো। গত বছর দেখা আংকর ভাট আবার দেখলাম আপনাদের চোখ দিয়ে। ❤

  • @somasamanta977
    @somasamanta977 3 дня назад +1

    পৃথ্বী দার কথা শুনে হোহো করে হাসলেও কিন্তু অতি বাস্তব কথা বলেছেন এতো নিয়োম নিজেদের সুবিধা মতো খুব সত্যি।❤ও আরেকটি কথা আপনার মেয়ে গলার আওয়াজ একদম মৈত্রী দির মতো খুব ভালো।

  • @rashidasultana7982
    @rashidasultana7982 3 дня назад +2

    বিয়াসকে খুব ভালো লাগলো, মনে হচ্ছে আপনার উত্তরসরী হতে পারে। দু' বন্ধুর খুন শুঁটি ও ভালো লাগে।অজানা ইতিহাসের ধারা বর্ণনা, ভিন্ন ভিন্ন দেশ,সে দেশের কালচার সব গুলো দেখে আনন্দ পেলাম। 😊😊😊

  • @sekharroy7878
    @sekharroy7878 3 дня назад +1

    এক কথায় অসাধারণ এই পর্ব। পৃথ্বিজিতের বাংলায় হাত ধোয়ার কথা শুনে মনে পড়ে গেল ইউরোপ ভ্রমনের সময় আমাদের গ্রুপের একজন ষাটোর্ধ্বো মহিলা ছিলেন - একলাই (ওনার পরিবারের সদস্য কেউ ছিলেন না গ্রুপে।) এবং বাংলা ভাষা ছাড়া অন্য কোন ভাষা জানেন না। উনি ইউরোপের অনেক জায়গা থেকেই ওনার পরিচিতদের জন্য অনেক কিছু কিনেছিলেন। উনি বাংলাভাষাতেই দরাদরি করে অনেক কম দামে কিনতেন। ওনার কোনো অসুবিধা হত না। দুপক্ষই পারস্পরিক ইশারা আর দৈহিক ভাষা খুব ভাল ভাবেই বুঝে যেত। তাই আমার ধারণা যেখানে বিদেশে আমাদের ইংরেজি ভাষায় বোঝানোর অসুবিধা আছে সেখানে বাংলা আর ইশারায় কথা বলাই যথেষ্ট।
    এই রকম একটা পর্ব উপহার দেয়ার জন্য শিবাজী, পৃথ্বিজিত আর বিয়া বিয়াসকে প্রচুর ধন্যবাদ। পরের পর্বের অপেক্ষায় থাকলাম।

  • @bananeebanerjee1608
    @bananeebanerjee1608 4 дня назад +1

    অসাধারণ আপনাদের এই এপিসোড, উপভোগ করলাম এঞ্জেলিনা জলি সম্পর্কে আপনাদের সরস সংলাপ আর দুর্দান্ত লাগলো আঙ্কোর ভাট মন্দির ❤

  • @mirabala2017
    @mirabala2017 4 дня назад +10

    এতো সুন্দর খোঁদাই করে নিদর্শন করা অবিশ্বাস্য!!! অপূর্ব অপূর্ব ❤️

  • @IndraneelSen05
    @IndraneelSen05 3 дня назад +1

    এই angkor wat এবং অন্যান্য মন্দির নিয়ে বেশ কিছু myths এবং mystery আছে। সত্যি হোক বা ঢপ হোক, শুনতে জানতে বেশ ভালো লাগে। সেগুলো সামান্য উল্লেখ করতে পারতেন। তবে যা এবং যা যা বলেছেন আর দেখিয়েছেন.. 👌👍❤

  • @mousumighosh7198
    @mousumighosh7198 2 дня назад

    এইবারের উপরি পাওনা ভাই পৃথ্বী আর বিয়াসের উপস্থিতি....ইতিহাসে পড়েছি আঙ্করভাট মন্দিরের কথা....আজ আপনাদের জন্য এর বিষদ ইতিহাস ও ভিডিও দেখে নিজেকে সমৃদ্ধ করলাম....ভালো লাগা সব সময় ভাষায় প্রকাশ করা যায় না....অনুভব করলাম....আপনারা এমন আরো অনেক ঐতিহাসিক স্থানে বেড়াতে যান ও ভিডিওর মাধ্যমে আমার মতো ভ্রমণপিপাসু মানুষের মন জয় করুন....ভালো থাকবেন❤

  • @rezaurrahmankhan7881
    @rezaurrahmankhan7881 3 дня назад +1

    খুবই সুন্দর লেগেছে। ভিডিও দেখবো কি, প্রিত্থির কথাগুলো দারুণ উপভোগ্য।

  • @bodhisatwachakrabarty959
    @bodhisatwachakrabarty959 3 дня назад +1

    খুব সুন্দর লাগল। আমাদের পূর্বপুরুষরা প্রায় হাজার বছর আগে কী অসাধারণ স্থাপত্যের সূচনা করেছিলেন, ভাবতেও রোমাঞ্চ হয়।
    By the way, Cologne Cathedral এ ও কিন্তু টুপি খুলে ঢুকতে হয়।

  • @snigdhaganguly173
    @snigdhaganguly173 4 дня назад +3

    Ankorbhat মন্দির আপনাদের খুব সুন্দর ভাবে ঘোরালেন!মেয়ে তো সুন্দর narrate করলো,কি করে জানি না কিন্তু বেশ ভালো confident vlogger হতে পারে!অনেক আশীর্বাদ জানাই ওকে!

  • @bapisarkar1381
    @bapisarkar1381 2 дня назад

    দারুন দারুন সুন্দর মন্দির দেখতে পেলাম। বেশ ভালো লাগলো। মেয়ে ও বেশ ভালো কথা বলতে পারে। আশায় থাকবো আরও ভালো ভিডিও দেখতে পাব। পৃত্থিদা সঙ্গে আছে জমে পুরো ক্ষীর। ভালো থাকবেন সবাই 💐💐💐💐🙏

  • @niveditaroy2964
    @niveditaroy2964 3 дня назад +1

    It’s good to see that your daughter started the vlog in this episode. She has a bright personality like Shibaji Explorer. God bless.
    Angkor Wat Vishnu Mandir looks very magnificent and impressive appearance. Tomb Raider Temple was showing mystical and dramatic in appearance. Very picturesque blend of nature and architecture. Good to know so many things.
    Beautiful video, thanks for sharing.

  • @triptighosh5470
    @triptighosh5470 3 дня назад +1

    এক কথায় বলতে গেলে অনবদ্য সৃষ্টি দেখতে পেলাম। আমাদের দক্ষিণ ভারতের মন্দিরের কারুকার্য সাথে খুব ই মিল আছে।ঐ সময় দক্ষিন ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য এর জন্যে যোগাযোগ ছিল হয়তো সেই সঙ্গে এই শিল্পের জন্য এখন থেকেই লোকজন নিয়ে যাওয়া হয়েছিল। তবে পাথর কেটে অসাধারণ সব ছবি তৈরির কথা ভাবলে অবাক হতে হয়। খুব ই ভালো লাগলো। ধন্যবাদ।

  • @IndraneelSen05
    @IndraneelSen05 3 дня назад

    অসাধারণ দাদা ..! এ জীবনে angkor wat সামনাসামনি দেখা হবে না। আপনাদের কল্যাণে সেটা খুব সুন্দর ভাবে দেখা গেল। এবং অন্যান্য মন্দির ও। thanks.. thanks a lot.. 👌👍👍👌🙏❤❤

  • @parthasarathisarkar8046
    @parthasarathisarkar8046 4 дня назад +2

    অনেক সুন্দর ভিডিও । নতুন উপস্থাপনায় মামনি সুন্দর বলেছে। অনেক ভালো লাগলো হিন্দু, বৌদ্ধ ধর্মের মন্দির বা মেলবন্ধন।

  • @DipankarKarmakar-te3zp
    @DipankarKarmakar-te3zp 2 дня назад

    খুব ভালো শিবাজী স্যার ট্রাভেল ভিডিও এতো সুন্দর করে দেখা নো র জন্য অনেক ধণ্যবাদ শিবাজী স্যার ❤আমর তো আপনার ভিডিও দেখতে খুব ভালো লাগে

  • @bandanabhattacharyya3528
    @bandanabhattacharyya3528 4 дня назад +79

    ধর্মের ব্যাপারে যে কথোপকথন হলো, তাতে পৃথথিরাজের সাথে আমার এক মত। ভগবান তো একজন, যে যে নামেই ডাকুক। তবে আঙকোর ওয়াট মন্দির আসাধারন এক স্থাপত্যের নিদর্শন।

    • @positivebrownie9951
      @positivebrownie9951 4 дня назад +3

      পৃথ্বীজিৎ

    • @debnathshanto
      @debnathshanto 4 дня назад

      একজনের ভগবান বলে নারী দেবী, অন্যজনের ভগবান বলে নারী হলো জমিন, যা পুরুষ ইচ্ছে মতো চাষ করবে,
      একজনের ভগবান বলে উনার কাছে সবাই সমান, অন্যজনের ভগবানের কড়া নির্দশ, শুধু তার অনুসারীরাই ঠিক বাকীরা তাদের শত্রু।
      তাহলে ভগবান দুইজন সমান হলো কিভাবে??

    • @SiddharthaKole-b7c
      @SiddharthaKole-b7c 4 дня назад

      Vogoban akjon???????? Ataoooo be- tor ke-to

    • @digantamondal2665
      @digantamondal2665 4 дня назад +9

      জন্ম যখন দুই জনের প্রচেষ্টাতে হয়েছে, তখন ভগবান একটি হয় কি করে?????
      🙏🙏🙏🤣🤣🤣🤣

    • @avistadas5278
      @avistadas5278 4 дня назад

      সহমত😂😂​@@digantamondal2665

  • @bananeemukherjee5850
    @bananeemukherjee5850 3 дня назад

    সত্যি ভাই কি বলে যে ধন্যবাদ জানাবো সেটা জানি না। ইতিহাসের অঙ্কোরভাট কে সবিস্তারে তোমার বর্ননা শুনে এবং অঙ্কোরভাট এর সহিত অন্য মন্দির গুলো দর্শনে মুগ্ধ হলাম। পৃথ্বিজিৎ ভাই সত্যি ই বলেছে যে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। কিন্তু যস্মিন দেশে যদাচার আমাদের মানতেই হবে। খুব ই ভালো লাগলো আজকের পরিভ্রমন। আগামী র অপেক্ষায় রইলাম। ভালো থেকো তোমরা ।❤❤❤

  • @youtubeuserxix
    @youtubeuserxix 4 дня назад +1

    অতুলনীয়, অনবদ্য সৃষ্টি। তার উপর বাড়তি পাওনা আপনাদের এই দুর্দান্ত উপস্থাপনা। ইতিহাস বরাবরই আমার প্রিয় বিষয়; এইসব যত দেখি ততই সমৃদ্ধ হই।

  • @INDRAJITRoyRoy-f1j
    @INDRAJITRoyRoy-f1j 4 дня назад +2

    সত্যি খুব সুন্দর লাগলো বিশেষ করে মন্দির গুলো আপনার না গেলে আমি এই সব উপলব্ধি করতে পারতামনা আপনাদের সোজেন্ন দেখতে পেলাম খুব ভালো লাগলো এই রকম প্রাচীন ইতিহাস দেখতে পেলাম আর শিবাজী দার মেয়ে diyeas এর ধারা ভাষ্য গুলো ভালো লাগলো আস্তে আস্তে পরে আর ও অনেক ভালো ভাবে আমাদের ধারাভাষ্যকার হিসেবে পরিণত হয়ে উঠবে। ভালো থাকবেন সবসময় পরবর্তি ভিডিও জন্য অপেক্ষা করছি

  • @paritoshbiswas3827
    @paritoshbiswas3827 14 часов назад

    এতো পুরোনো ভাগবান বিষ্ণু মন্দির তাও ভারতের বাইরে সুদূর কম্বোডিয়া তে ভাবতেও অবাক লাগে....
    যেতে পারবো না হয়তো, তাই এই ভিডিও দেখেই মন ভরে গেল।। ওঁ বিষ্ণু...

  • @kripeshchandradeb5513
    @kripeshchandradeb5513 4 дня назад

    আমাদের সনাতনী স্থাপনা দেখে অনেক ভালো লাগলো আর বরাবরের মতোই আপনার ভিডিও দেখে অনেক নতুন তথ্য জানতে পারলাম। 🙏❤️

  • @prabirbandyopadhyay-sb3lo
    @prabirbandyopadhyay-sb3lo 3 дня назад

    Darun coverage, Ankor Vat ebong other temple এর details জানলাম খুব ভালো লাগলো

  • @ekakinidebi2615
    @ekakinidebi2615 4 дня назад

    দুর্দান্ত! সব মিলিয়ে জিও টাইপের 👌👌শিবাজিদা দরদাম করায় বেশ এক্সপার্ট হয়ে উঠেছেন।👏👏

  • @arupghosh8935
    @arupghosh8935 3 дня назад

    Prithi Raj da darun.Khub logical kotha bolen.Sotti kotha bolte onar uposthiti vlog gulo onno Matra ene dai .(Probasi)

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 4 дня назад +3

    পৃথিবীর কতো শিল্পকলা যে ছরিয়ে ছিটিয়ে রয়েছে, আপনার জন্য দেখতে পারি, খুব ভালো লাগলো,আর আপনার মেয়েও খুব ভালো,

  • @kakalibanerjee9322
    @kakalibanerjee9322 4 дня назад +7

    "আঙ্কোরভাট" মন্দির!!!! অসাধারণ!!!!🙏🙏🪔🪷🙏🙏, ❤️❤️

  • @arunkumarnath5010
    @arunkumarnath5010 4 дня назад +1

    দারুন অভিজ্ঞতা , যদিও ওঙ্কারভাট । ভ্রমন পর্ব এর আগে দেখেছি , কিন্তু অন্য যে দুটি মন্দির দেখালেন , সেদুটি দেখিনি , সত্যিই অসাধারণ , আমি ভ্রমণ পিপাসু হলেও সামর্থ নেই , তাই ভ্রমণ ভ্লগ দেখেই পিপাসা মেটাই , সবার ভ্লগ দেখা হয় না , কিন্তু শিবাজীদা , কৌশিক , সৈকত এদের ভ্লগ গুলোই বেশি দেখি , খুব ভালো থাকুন , সুস্থ থাকুন , পরের পর্বের অপেক্ষায় রইলাম , ধন্যবাদ

  • @lalitakalita3701
    @lalitakalita3701 4 дня назад +1

    Beautiful vlog 👍🏼
    Throughly enjoyed it …
    As an agnostic ( born as a Hindu) I totally agree with your comment on organized religion 👍🏼
    There is no Dharma above Humanity. 🙏🏼🙏🏼🙏🏼

  • @atanus146c
    @atanus146c 4 дня назад

    আঙ্কোরভাটের মন্দির নিয়ে স্কুলজীবনে খুব সম্ভবত লাইব্রেরী থেকে বই নিয়ে পড়ে ও ছবি দেখে অবাক হয়েছিলাম। আজ তোমার এই জীবন্ত প্রতিবেদন দেখে রীতিমত শিহরিত হচ্ছি।
    অসাধারণ দাদা, অনেক ধন্যবাদ।

  • @chandansarkar401
    @chandansarkar401 3 дня назад +1

    আজ থেকে ৩৬ বছর আগে জাপান গিয়েছিলাম। কিছুদিন পর এক জাপানি বন্ধুর কাছে এই আঙগর ওয়াট মন্দির এর গল্প শোনা। ইচ্ছা থাকলেও দেখার উপায় হয়নি।আজ শিবাজী বাবুর মাধ্যমে দেখা হলো। ধন্যবাদ আপনাকে।

  • @moumitachakraborty5752
    @moumitachakraborty5752 4 дня назад

    এক কথায় অপূর্ব। গর্ব বোধ করলাম যে Archaeological Survey of India এই জায়গাগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে 🙌 খুব খুব ভালো লাগলো আজকের ভিডিও ❤

  • @kishorepramanik211
    @kishorepramanik211 4 дня назад

    ওহ লাভলি সিনারি ও মনে রাখার মতো গুরুত্বপূর্ণ ভিডিও শিবাজী দা ও পৃথজীত দা 💐💝🤗

  • @sarojbose6015
    @sarojbose6015 2 дня назад

    খুব ভালো লাগলো ব্লগ টা দাদা ভালো থাকবেন দুজনেই অপেক্ষায় রইলাম পরের ব্লগের ❤ নতুন অতিথি কে অনেক আশীর্বাদ

  • @TRAVELLERARUP
    @TRAVELLERARUP 3 дня назад

    আবার একটা অসাধারণ ভিডিও দেখলাম 👌❤️ দারুন লাগলো 👍

  • @sukumarroy6966
    @sukumarroy6966 4 дня назад

    সত্যিই খুবই সুন্দর মন্দির, বৌদ্ধ বিহার, এতো পুরনো মন্দির 800/900 বছর ভাবতে অবাক হয়ে যাই। তখনকার কারিগররা নিখুঁত ভাবে এইসব মন্দির। কোনদিন সুযোগ হবে কিনা জানিনা, আপনি যে ভাবে বুঝিয়ে দিখিয়েছন সত্যিই অনবদ্য । ভালো লাগলো ধন্যবাদ।

  • @bipashabanerjee8693
    @bipashabanerjee8693 День назад

    দারুণ লাগলো! আপনার সাথে সাথে আমরাও ঘুরে বেড়াচ্ছি দেশ বিদেশ!! ভালো থাকুন...

  • @biswanathdas3953
    @biswanathdas3953 4 дня назад

    অপূর্ব সুন্দর, অসাধারণ, অবিস্মরণীয় স্থাপত্য নিদর্শন আঙ্কোরভাট মন্দির। শিবাজী দা অসঙখ্য ধন্যবাদ আপনাকে এত আশ্চর্য ঐতিহাসিক স্থাপত্য আমাদের দেখানোর জন্য। ❤

  • @arunima2684
    @arunima2684 День назад

    Angkor Wat Temple is really Awesome. The way you showed lot of details for this temple is great to watch n must visit place. Loved the conversation part between you n Prithwijit Sir! Prithwijit sir is unbeatable 😂! Biyash is so beautiful intelligent n charming girl. Hope we can see her more in your video's sir. ❤

  • @RohitBose-r8w
    @RohitBose-r8w 2 дня назад

    আজ নতুন ব্যক্তি আমাদের vlog এ স্বাগত জানিয়েছে,এটা দারুন লাগলো❤❤❤

  • @arpanmitra1
    @arpanmitra1 3 дня назад

    Ei Angkor Wat tomader chokh die dekhar ichchhe chhilo.
    Khub upovogyo hoyeche ei porbo 👍♥️

  • @banighosh9288
    @banighosh9288 4 дня назад

    নতুন সঞ্চালকের সূচনা টা বেশ লাগলো । Explorer shibaji আমাদের ভিন্নধর্মী বৃত্তান্ত উপহার দেয়, যা এককথায় রোমাঞ্চকর। ভালো থেকো। ❤❤❤❤❤❤❤❤

  • @anindachanda2080
    @anindachanda2080 4 дня назад

    Darun darun laglo episode ta khub bhalo laglo,, Shibaji Da o Prithwijit Da k dekhey khubi bhalo laglo r Apnar meyer jonno khubi bhalo laaglo, anek subhokamona o bhalobasha Shibaji Da o Prithwijit Dadara, pronaam neben ❤🙏

  • @souvikdey9732
    @souvikdey9732 4 дня назад +17

    প্রিয় পৃথ্বিজিৎ বাবু, আপনার কথা টি খুব সুন্দর, মানবতা আগে, সেটাই হওয়া উচিৎ, প্রথম টা বুক টা হু হু করে উঠলো, আর সেই আন্দোলনে একটা প্রশ্ন জাগলো, আচ্ছা মানবতা আগে, ভেদাভেদ উচিত নয়, তাহলে আপনি একটা কাজ করেন না কেনো এই তো একবার ঘুরলেন এবার next your এ আপনার বদলে এমন একজন কে যাওয়ার সুযোগ দিন যিনি জীবনে কোনো ঘুরতে বেড়াতে যেতে সামর্থ্য নয়, আপনি তো অনেক ঘুরলেন এবার সুযোগ এর সমবন্টন টা করেই দিন,
    দাদা প্রকৃতি ছত্রে ছত্রে ভিন্নতা এনেছে, মানুষ ও প্রকৃতির দান, মত পার্থক্য থাকবেই তবু অন্য র আঘাত না করে যের যার মত চললে ই হয়
    ভেদাভেদ ছিলো আছে থাকবে, খেয়াল করে দেখুন আপনি আনন্দে আছেন বলে ভাবছেন সবাই আনন্দে থাকুক, এবার ভাবুন কেউ দুঃখে আছে, সে যদি চায় তার সঙ্গে গোটা পৃথিবীর মানুষ দুঃখে থাকুক..... এটা সম্ভব, আরে দুটো মানুষের মনের মিল হয় না, গোটা পৃথিবী তো দূরের কথা ।
    ভগবানের ভাবনা সবার কাছে সমান নয়, জয় গোস্বামীর কথা ধার করলে বোলতে হয় এটা তো স্কুল পাঠ্য অঙ্ক নয় যে সবার খাতায় এক উত্তর হবে, কাজেই যত মত তত পথ, ভালোবাসা নেবেন ❤

    • @darkphoenix1385
      @darkphoenix1385 4 дня назад

      Onar jaygay r ekjonke ghurte niye jete hbe?? apni ki paglachoda?

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 2 дня назад

      আপনি চাইছেন যেতে?😀 সমবন্টন সম্ভব না সেটা আমি জানি।

    • @Neel2895
      @Neel2895 12 часов назад +1

      Amra prottekta video te pritthijit dake chai amar prothom comment eta , Sob kota video dekhi ebong like die thaki , Ei sob manushder comment e jobab deben na dada nomoskar all the best wishes from me and my family ❤

    • @PrithwijitOMonerManus
      @PrithwijitOMonerManus 7 часов назад

      @@Neel2895 ❤️🙏

  • @tapandeb4419
    @tapandeb4419 4 дня назад

    Debut ব্লগ এ বেশ সাবলীল, মানতেই হবে। কুট্টিকে অনেক অনেক শুভেচ্ছা👍👍❤️❤️

  • @chandrasen9744
    @chandrasen9744 3 дня назад

    অঙ্কুর ভাটের মন্দির দেখতে খুবই সুন্দর, আপনাদের দৌলতেই দর্শন হল, মনে খুবই ভালো লাগছে।

  • @subratabasu6791
    @subratabasu6791 4 дня назад +2

    এত advanced কারু কার্যে, সত্যি বিস্ময়কর, ওই সময়ে এত মিস্ত্রি কত expert ছিল তা bhava যায় না ❤❤❤

  • @Redsunsuvadip
    @Redsunsuvadip 4 дня назад

    এর আগে অনেক এর আঙ্কর ভাটের ভিডিও দেখেছি কিন্তু আপনার উপস্থাপনা অসাধারণ লাগলো, দারুণ informative একটি vlog দেখলাম ❤❤❤

  • @Bhojandbhromon
    @Bhojandbhromon 3 дня назад

    Asadharon laglo episode ti, anek history janlam, r apnar meye o kintu darun bole, khub valo laglo ❤️ 😀

  • @smitamukherjee5368
    @smitamukherjee5368 4 дня назад

    অপূর্ব! অনবদ্য। এই ভিডিওটি সবদিক থেকে খুব ভালো লাগলো।👍

  • @vishaldey2820
    @vishaldey2820 4 дня назад

    The soul of this channel prithwi da is back with a bang with his quick sense of humour and ofcourse shibaji da with his knowledge ,to the point vlogging, camera angles and what not .. just fattafati.. totaly enjoyed ❤

  • @suparnasur9189
    @suparnasur9189 3 дня назад +1

    অসাধারণ লাগল, এক কথায় জবাব নেই

  • @thebithin75
    @thebithin75 4 дня назад +1

    এই পর্বে মোনে hoy amra explorer shibaji.. Channel এর্ উত্তোরসুরি কে dekhte pelam❤
    Fantastic parbo আরো ekta pelam❤

    • @Creations153
      @Creations153 4 дня назад

      তিব্বত ভ্রমণ দেখতে চাই ।

  • @sagniklaha8289
    @sagniklaha8289 3 дня назад

    Ai jonno London trip a prithwijit babu k ato miss korchilam..... Shibaji babu encyclopedia and prithwijit babu encyclopedia and entertainer also 🧿❤ love from alipurduar boss

  • @Vedpurankahini
    @Vedpurankahini 3 дня назад

    U tube ke osongkho dhonnobad janai,, ai platform ta howate bivinno rajye bivinno desh bideh videor madhome dekhte pai, shivaji dar video,Koushik dar video r Onindo travelg ai 3 dadar video dekhte dekhte nijekei feel hoy mone hoy amio ghure bayrachhi,, OSADHARON VIDEO AI 3 DADA DER TULONA HOY NA,❤❤❤❤❤❤❤

  • @pralaychatterjee3353
    @pralaychatterjee3353 3 дня назад

    Osadharon video hoyeche,erokom boro detailed video aro chai❤

  • @kalidasnaskar4612
    @kalidasnaskar4612 День назад

    ধর্ম আর মানবতা সম্পর্কে আপনাদের আলোচনা খুবই যুক্তিপূর্ণ।

  • @sabirsk6103
    @sabirsk6103 2 дня назад

    Sibaji da abar tomara Norway jao tomader chokhe amder dakha hoye jabe ...se opekhate roilam love you all team members 😊❤❤❤❤❤❤❤

  • @manojsaha364
    @manojsaha364 3 дня назад

    Wonderful descriptive video. Enjoyed. Tks all of you.

  • @subratasanyal8191
    @subratasanyal8191 3 дня назад

    খুব সুন্দর লাগলো
    কোনো কথা হবেনা 👌

  • @aratichakrabarty7775
    @aratichakrabarty7775 4 дня назад

    Satti Prithhijit babu chara ekdom jome na.uni darun kotha bolen.khub sundor laglo ajker video.

  • @85426411
    @85426411 3 дня назад

    নিঃসন্দেহে অসাধারন যায়গা এবং আমাদের দেশের পৌরানিক ভাষ্কর্যের এবং দেবদেবীর সাথে অনেক মিল এছাড়া ভারত সরকারের এতো সাহায্য পাওয়া সত্তেও ভারতিয়দের সাথে ইমিগ্রেশন এ এত হয়রানি কেনো করা হয় এটা বোধগম্য হলো না, আর একটা কথা এনজেলিনা জোলির একজন ভক্ত ❤❤❤❤

  • @lagnajitadas1742
    @lagnajitadas1742 4 дня назад +1

    Angelina Jolie is pure love... Brave, bold, sensuous, to die for eyes , a lady with big heart and soul ❤️❤️❤️
    Being a lady I feel so proud of her entire entity...
    For prithvijit Babu , each and every heroine or any other actresses are quite unique in their own style and beauties, it's an insult to do the comparison... Being a literary person i think you will realise, if not then go through Asha Purna devi novels...
    Once again, Angelina Jolie is ❤️

  • @PradipDas-pt6li
    @PradipDas-pt6li 4 дня назад +1

    হ্যালো শিবাজী দা আপনার মেয়ে মানে ছোটমা খুব ভাগ্যবান এরকম কাকা পেয়েছে অবশ্যই বাবা কি সুন্দর মিলেমিশে একাকার খুব হিংসা হচ্ছে তারপরে তো মা শুভরাত্রি দাদা পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম

  • @user-blog2023
    @user-blog2023 4 дня назад

    আঙকরভাট মন্দির হিন্দুদের এক অসাধারণ শিল্পকর্ম। দারুন জিনিস দেখালেন। অসংখ্য ধন্যবাদ।

  • @dyutiganguy3756
    @dyutiganguy3756 4 дня назад

    Shibajibabu apni factual......apnar Sob dates, years And history perfectly Known And remembered but prithwijitbabu khub spiritual Son kichu describe Koren from the heart ❤❤❤

  • @sarbaribasu1597
    @sarbaribasu1597 4 дня назад +1

    আমরা সত্যি দারুন দুর্দান্ত ব্লগ দেখলাম।❤❤❤❤❤

  • @snehamoyghosh8504
    @snehamoyghosh8504 3 дня назад

    Tomra khub sundor lagche khub sundor video. Khub bhalo theko.

  • @ArunBanerjee-p1t
    @ArunBanerjee-p1t 4 дня назад

    অসংখ্য ধন্যবাদ শিবাজী দা ঐতিহাসিক কিছু স্থাপত্য আপনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম ধর্মের ব্যাপারে পৃথিবী জিৎ দার সঙ্গে একদম একমত ভগবান একজনই মনুষ্য ধর্মের চেয়ে বড় ধর্ম সত্যি আর কিছু নেই ভালো থাকবেন দাদা।

  • @sayaksc3590
    @sayaksc3590 4 дня назад

    Baah Besh bhalo laglo 👌❤️ Amazing Vlog ❤️ Jayga gulo Osaadharon 👌 Vishnu Mandir Apuurbo bisesh kore Mandir er structure ta ar koto kichhu janlam..Tomb Raider Temple Fantastic 🙏 Tmar chokh diyei upobhog korlam..Keep it up ❤️❤️❤️

  • @BENGALBEGINNERS
    @BENGALBEGINNERS 4 дня назад

    দারুন স্থাপত্য শৈলীর এক অপূর্ব সুন্দর বর্ণনা, সবার উপরে মানুষ সত্য তাই মানবতাই হল শ্রেষ্ঠ ধর্ম। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যখন আমরা এই হাজার বছরের অসাধারণ ভাস্কর্যগুলো দেখি সত্যি অবাক হয়ে যাই আর ভাবতে থাকি প্রযুক্তিগত দিক থেকে তখনকার সভ্যতা ও মানুষেরা কি আমাদের থেকে বেশী উন্নত ছিল নাহলে এরকম কি করে সম্ভব। আপনার কাছে অনেক বড় অনুরোধ রইল যদি কখনও আপনার সময় ও সাধ্য দুটোই আপনার অনুকূলে থাকে তাহলে Easter Island and Tristan Da Cunha - World most remotest island cover করতে পারলে চেষ্টা করবেন। অনেক বেশি চেয়ে ফেললাম because you are true explorer - Explorer Shibaji 😊

  • @ujjaldasgupta4456
    @ujjaldasgupta4456 4 дня назад

    অ্যাঙ্করভাট দেখানোর জন্য ধন্যবাদ। আপনারা না দেখালে এ জীবনে দেখাই হতোনা। পৃথ্বী অনেক সত্যি কথা বলে দিয়েছে। ❤❤

  • @arpitapaul9028
    @arpitapaul9028 4 дня назад

    Osadharon bolle kom bola hoy.... Apurbooo ekta video dekhlam .... Etodin ankorwat somondhe sune esechhi ..... Apnader jonno ajke etokichhu janlam , dekhlam .....onek dhonyobad shibaji da, prithijit da..
    .. khub bhalo thakben apnara ❤❤

  • @duttapat
    @duttapat 4 дня назад +1

    Darun video ta onek ta ajanta Ellora moto laglo.kub sundar

  • @santanusarkarsvlog8860
    @santanusarkarsvlog8860 3 дня назад

    পৃথ্বিরাজদার বিভিন্ন মতামত...যুগ যুগ জিও...এপিসোডটা জমে ক্ষীর...

  • @somachatterjee8418
    @somachatterjee8418 4 дня назад

    কি অপূর্ব মন্দির দেখালেন সত্যিই আপনারা সচক্ষে দেখলেন ও আমাদের দেখালেন এত সুন্দর করে দেখালেন আমি কোনো দিন ভুলবো না ।
    ঈশ্বর আপনাদের সমগ্র পরিবারের কল্যান
    করুক ।
    আমার সন্তান সম আপনার মেয়েকে দেখে ভীষন ভালো লাগলো । ওর জন্যে রইলো অশেষ স্নেহ ও ভালবাসা

    • @mahuyabaidya8051
      @mahuyabaidya8051 4 дня назад

      আপনার চোখে যা দেখলাম এক কথায় অপূর্ব অনবদ্য

  • @URMILABHOWMICK-xx3pv
    @URMILABHOWMICK-xx3pv 2 дня назад

    Third episode ti dekhte eaktu deri hoe galo..
    Modhyajugio ei karukriti amake borabori mugdho kore… Jodio Geography amar subject chilo, kintu Itihas amai khubi tane..
    Apnar uposthapona eto sundor hoi .. eakkothai anoboddo 👌

  • @surojitdaspal5838
    @surojitdaspal5838 4 дня назад +1

    Prithwijit Da debating skills er ami bora bor fan! Kothay logic thake always.. Amar o personally same thoughts asole oi Ramkrishna dev er quote ta very true"Joto mot toto Poth".. Eisob rules eto complexity karon🤔 Independently kono kichu follow kora & baddho hoye follow kora sotti tofat ache... Respect toh showoff e hoye na mon theke asar bisoy..
    But Prithwijit da je bhabe effortlessly Jali bollo oirom ek personality k, eijonno eto happily single! 😜😂

  • @sarbaribasu1597
    @sarbaribasu1597 4 дня назад +4

    শিবাজী ও প্রিথিজিৎ বাবুর দারুন সুন্দর ড্রেসআপ। 💯💯💯💯

  • @SUMAN23878
    @SUMAN23878 4 дня назад

    GK book এ পড়েছিলাম পৃথিবীর সবথেকে বড় মন্দির কী উত্তরে লেখা ছিল কাম্বডিয়ার আঙ্করভাট মন্দির ❤🎉 আজ আপনার চোখ দিয়ে দর্শন হলো। ধন্যবাদ দাদা।❤🎉🎉

  • @somachatterjee8418
    @somachatterjee8418 4 дня назад +5

    পৃথিজিত দা ধর্মের সমন্ধে যা বললেন আমিও সহমত কিন্তু এই ভাবে তো জগৎ চলছে না শুধু নানা ধর্মের নামে লুটে নাও ।🙏

    • @sneakpeek6031
      @sneakpeek6031 4 дня назад

      Ei jonnnoi bangali Hindu der ei abostha

  • @titashsarkar6845
    @titashsarkar6845 4 дня назад

    Dada Satti Bolchi...Mon Bhore Gelo ❤️❤️❤️
    Erokom Kichu Destination Aro Chai Dada Aro Chai😊
    Jomiye Choluk Journey ✊🤟❤🎉

  • @Hawks-Oasis
    @Hawks-Oasis 4 дня назад +2

    34:15 পৃথ্বীজিতের নাম এঞ্জেলিনা জোলির ফ্যানদের তালিকায় স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার জন্য হলিউড গ্লেমার গার্ল এর বাইরে তার যে মানবতাবাদী চারিত্রিক বৈশিষ্ট্য গুলো রয়েছে সেগুলোর কয়েকটি নিচে উদ্ধৃত করলাম, বোধ করি এতে ওর মন গলবে!
    -Angelina Jolie dedicated over 20 years of service to UNHCR.
    - She served as a Goodwill Ambassador from 2001 - 2012 and then as Special Envoy from 2012 - 2022.
    -In her critical role as Special Envoy, Ms. Jolie used her powerful voice to build awareness and support for refugees.
    -she's a very good mother to her all adopted children.😊😊