পূর্ব পাকিস্তান ওপশ্চিম পাকিস্তান আমলে কোন বাঙ্গালি ক্রিকেটর কোন ক্রমেই আন্তর্জাতিকভাবে খেলার সুযোগ পেতেন না। কেবল পশ্চিম পাকিস্তানী ক্রিকেটার নিয়ে গঠিত দলে আন্তর্জাতিক অগ্রগামী দল। খ্যাতনামা সৌরভ গাঙ্গুলি পূর্ব পাকিস্তানের তেমনি একজন অবহেলিত ক্রিকেটার, যিনি পশ্চিম বাংলায় গিয়ে সব বাঁধা অতিক্রম করার সুযোগ পান। বাংলাদেশ পুনঃ পাকিস্তানের গলাধরলে একই রকম শিকার হয়ে যাবে পাকিস্তানের আর স্বাধিন হওয়ার কোন সুযোগ পাবেনা বলে আশংকা, ভাবনা অধিক জনের। রাজনীতিকরা কী নিজেদের ক্ষমতার দম্ভের ঔধত্ব ছাড়া জনগণের কথা একবারও ভাবছে বাংলাদেশে!?
ভারতের কোন রাজনীতিবিদের মুখ থেকে এত সুন্দর এত সুবিস্তৃত এত সুগভীর আলোচনা আজ পর্যন্ত শুনিনি। তথাগত স্যারকে অনেক আগে থেকেই ভালো লাগে, তবে আজ নতুন করে তার প্রেমে পড়ে গেলাম। সত্যিই তিনি বাংলাদেশ সম্পর্কে খবর রাখেন। দীর্ঘ 42 বছর বাংলাদেশে কাটিয়েছি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে কাজ করেছি। কাজেই বাংলাদেশ সম্পর্কে খুব ভালো একটা ধারণা আমার আছে। আমার দীর্ঘ 42 বছরের অভিজ্ঞতাটাই তথাগত স্যার তার এই 54 মিনিটের বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। প্রকৃত সত্যি তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏
অপূর্ব অসাধারণ পূর্বে যা আমার অজানা ছিল। এই ধরনের সঠিক ইতিহাস নিরবিচ্ছিন্ন ভাবে আপনারা বলতে থাকুন। তাতে যদি এই অভাগা জাতী তার চৈতন্য ফিরে আসে। আমি বাংলাদেশ থেকে বলছি। প্রতিটি কথাই অতি সত্য।প্রণাম আপনাকে।
আপনদের সংবাদমাধ্যমকে ধন্যবাদ , তথাগত স্যারের মত একজন তথ্যসমৃদ্ধ ও যুক্তিবাদী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তির বঙ্গহিতকর সংলাপ তুলে ধরার জন্য। আপনাকে (তথাগত স্যারকে) স্যালুট স্যার।
শতকোটি সশ্রদ্ধ প্রণাম স্যার | বাঙালি হিন্দুদের সত্যিকার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর প্রকৃত অবস্থা ও অবস্থান সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য | সনাতনী দের এখন সময় সচেতন হওয়ার | প্রকৃত কঠিন বাস্তবতা তিনি তুলে ধরেছেন |
হিন্দু বাঙালিকে বাঁচতে গেলে, বাঁচাতে গেলে মাননীয় তথাগত রায়ের মতো অভিজ্ঞ, যুক্তিবাদী চিন্তাধারার মানুষ এই সমাজে খুবই প্রয়োজন । অসম্ভব ভালো লেগেছে ওনার দেওয়া তথ্য, ওনার রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষণ । উনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হোন । 🙏🙏🙏🙏
@shafalybegum5110 শান্তির মেয়ের মুখের ভাষা তো শান্তির মতই হবে । চরিত্রবতী শান্তি তো goldgaji তে জোড়া বল আর হোল নিয়ে খেলা করে না !!!! খেলার সময় প্লেয়ারদের সঙ্গে শান্তি দি এরকম ভাষাতেই কথা বলে । সেইসব শুনেই তো শান্তির মেয়ে এত ভালো ভাষা শিখেছে । কত মানুষ টিকিট কেটে খেলা করতে আসে । 😂😂😂😂
Oi Junglidesh aage Bharat er angsha chhilo. ,Pipilikar pakha gajale ki hay nischay janen. Dekhchhi pipilikar pakha gojigechhe. Ebar morbe. Abar ota ke Bharat er angsha korte Bharat er du din lagbe.Tai oi junglider sanjata thaka darkar. Ke shukar ar ke ratan ebar bhalo kore chinun Sustha mastiskfe. . Quran er "sura" kheye matal hoye nay, o"i sura" khele jnan gamyir "hadish" thake na .
🔱👏🌹 হিন্দু সনাতন প্রেমী বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় কাকুর মূল্যবান বক্তব্যতে হিন্দুদের উপর অতীতে কিরূপ নির্যাতন অত্যাচার হয়েছে সেই গুপ্ত ও চিরন্তন সত্য কথাগুলো তুলে ধরার জন্য ওনাকে আমার প্রণাম ও হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছি৷ ভগবান ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন 💕🙏🚩 জয় শ্রীকৃষ্ণ।🐚🙏🌿
অসংখ্য কৃতজ্ঞতা জানাই 🙏 বাংলাদেশ থেকে বলছি । আমি কখনোই এক মিনিটের উপরে ভিডিও দেখি না, কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও দেখলাম, খুব সুন্দর করে উনি হিন্দুদের অতীত এবং ভবিষ্যত নিয়েও বলেছেন ।
সত্য তুলে ধরার জন্য চ্যানেলকে ধন্যবাদ জানাই!তথাগত রায় অতি গুরুত্বপূর্ণ ও নির্মম সত্য তুলে ধরেছেন!বাংলাদেশের হিন্দুরা এখন খুবই ভয়ানক অবস্থা। এর থেকে নিস্তার কী ভারত সরকার কী কিছু ভাবছে ?
ধন্যবাদ তথাগত কাকু আপনাকে আমার ছেলেবেলা থেকে আজ অবধি একোই চিন্তা ধারায় যে কোন আলোচনায় সুন্দর যুক্তি দিয়ে সবাইকে বুঝিয়ে দিতেন, কোন সময় নিজেকে আড়াল করতে চান নাই, এখনো সুন্দর লাগছে আরো আশি বছর আমাদের মাঝে এই ভাবে সুস্থ থাকুন খুব খুব আনন্দে সবাইকে নিয়ে ভালো থাকুন ...
অসাধারণ অনবদ্য একটি উপস্থাপনা। এমন একজন মানুষকে চ্যানেল এ আনার জন্য অসংখ্য ধন্যবাদ। ধ্রুব সত্য ❤ উনি একজন প্রকৃত শিক্ষিত মানুষ ❤ এমন মানুষ এখনকার দিনে সত্যিই পাওয়া মুশকিল
যখন শুনি আমাদের (বাংলাদেশের হিন্দু) কষ্টের কথা দুখের কথা কেউ বলেন, তখন মনের অজান্তে চোখে জল এসে যায়।আমাদের সার্বিক পরিস্থিতি অনিশ্চিত। কি হবে আমাদের। খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ আপনাকে দাদা তথাগত রায়।।
Amar chhoto belay Amar purba purush ther kachhe oi bridge tar galpo sune chilam. Tainam ta jani. Bangladesh er movie " Gurila " te eirakom drisya chhilo. 😢
অসাধারণ একটা আলোচনা শুনলাম..... হিন্দুরা কি জাগবে নাকি ধংস হবে?.... আর কতো ঘুমিয়ে থাকবে এ বোধহীন হিন্দুরা?....এমন একজন জ্ঞানী মানুষকে আলোচনায় নিয়ে আসার জন্যে আয়োজকদের অনেক ধন্যবাধ।
সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবাংলায় না পালিয়ে গেলে পশ্চিমবাংলা এতদিন মুসলিম রাষ্ট্র হতো বাংলাদেশের হিন্দু যাওয়ার কারণে এখনো পশ্চিমবাংলায় 68 বা 70% হিন্দু গুনতে পারতেছেন পশ্চিমবাংলায়
সত্যি বলতে বাংলাদেশের বর্তমান হিন্দু ভবিষ্যৎ কথা ভেবে যেতে চাইছে। মন থেকে যেতে চাইছে না। কারন হিন্দু সমাজ মদ, নারী, নেশা, তামাশা নিয়ে ব্যস্ত! এখনতো বৌদিদের স্যোসাল মিডিয়া এক্টিভিটিজ দেখে আমি হতোভাগ
@@milibhattacharjee1587কে আমাদের বাঁচাবে ওরা আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দৌড়ে কেন খামাখা দেড় কোটি হিন্দুর জন্য সময় নষ্ট করবেন। আসলে হিন্দুরা স্বার্থপর যার জন্যই এরা দিন দিন সঙ্কোচিত হচ্ছে,এত নৃশংসতা দেখেও কোন হেলদোল নেই। ফিরহাদ হাকিম কি এমনি বলেছিল যারা অন্য ধর্মে জন্মেছে তারা_____
এদিকে গতকাল গলা কেটে মেরেছে একজনকে, এমন হাজারো হচ্ছে আমরা মরার পর কি আপনারা জাগবেন? ভুলে যাবেন না আমরা না থাকলে আপনাদের এদিকেও কিছু হলে ইফেক্ট পরবে, দেশের অবসথা খুবই ভয়াবহ।কেন যে দেশ ভাগের আগের আমার দাদা দাদিরা চলে গেলেন না তাই ভাবছি সুধু।আপনারা যদি হিনদুদের অস্তিত্ব রক্ষা করতে না পারেন তবে বলে দেন আর কত ধৌর্য ধরব,রক্ত দেখতে দেখতে চোখ পাথর হয়ে গেছে😢
আমি একজন বাঙালি হিন্দু।আমাদের দেশ ছিল পূর্ব বাংলা ।কিন্ত দেশ ভাগের পর আমার বাবা ১৯৫০ সালে জন্ম স্থান ত্যাগ করেন ও ভারতে কলেজে ভর্তি হন অনেক কষ্টে স্নাতক ডিগ্রি অর্জন করে কর্ম ক্ষেত্রে যোগ দেন। অপর পক্ষে আমার ঠাকুর দা উনি দেশ ত্যাগ নাকরে সেখানে থেকে গেলেন। অনেক অনুরোধ করেও তাকে ভারতে আনা যাই নি ।তার দেশের প্রতি ভালবাসার পরিণতি কি ভয়ানক হল।১৯৭১সালের পাকিস্তান ভারতের যুদ্ধে সর্ব সানত হয়ে পূর্ব পাকিস্তান এক কাপড়ে বাড়ির থেকে পালিয়ে শেষে অশেষ দুর্গতির পর ১৯৭৮ সালে ভগন হৃদয়ে ভারতে দেহ ত্যাগ করেন। এটাই মুসলিম প্রধান মবাংলাদেশ কে ভালবাসার চরম পরিণতি।যারা মুসলিম দের বিশ্বাস করে তাদের সঙ্গে একত্রে চলবে ।তাদের পরিণতি আমার ঠাকুর দার মত হবে ।তাই বাংলাদেশের হিন্দুদের কোন ভবিষ্যত নেই।
আমি একজন হতভাগা হিন্দু এখনো বাংলাদেশে আছে জানিনা কতদিন থাকতে পারবো তবে চিন্তা আছে শুধু আগামী প্রজন্ম জন্য আমার একটি মেয়ে একটি ছেলে আছে তাদেরকে কোথায় রেখে যাব শুধু ভয় হয় তাদের জন্য😢😢😢
be real Bangladeshi, you are low caste Hindu and Brahmin people does not like low caste people, be real Bangladesh and support Bangladesh @@dipondas9278
তথাগত রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। যা ছিল আমার দেশ বইটি লিখার জন্য। আপনি যদিও চিরকাল থাকবেন না কিন্তু আপনার লেখা বইটি ইতিহাসের পাতায় অন্যায়, অত্যাচারের প্রমাণ হিসেবে থাকবে । যা থেকে ভবিষ্যতে প্রজন্ম জানবে মানুষ কোথায় ছিল কেমন ছিল আর কোথায় এসেছে কিভাবে এসেছে।
যুদ্ধ করার দরকার নেই।সার্জিক্যাল স্ট্রাইক করলে ওরাও তুরুস্ক পাকিস্তান মিলে ভারতে হামলা করবে।পরে দেখা যাবে ইস্রায়েল ফিলিস্তিনের মত একটা দীর্ঘকাল যুদ্ধ শুরু হবে।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় ভারত আমাদের পরিক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতের সেনাবাহিনী সহযোগিতা য় আমরা নয় মাসে পাকিস্তান হানাদার বাহিনী কে হটাইয়া আমরা একটি দেশ পেয়ে ছি ভারতের জনগণ ও ভারতের সেনাবাহিনী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি দেশ পেয়ে ছি ভারত আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশ বন্ধু ত্ব দীর্ঘ জীবি হোক জয় বাংলা জয় শেখ হাসিনা জয় ভারত
ভাল কথা, কোরআন পাঠ করুন, দেখুন কোথায় অসামঞ্জস্য আছে বের করুন। ইংরেজি জানলে পাঠ করুন, QURAN TRANSLATED BY ABDULLAH YOUSUF ALI. OR MR. M PIKTHOL. পশ্চিম বাংলায় বহু বাংলা অনুবাদ এবং তফসির পাবেন।
শত্যি আপনার ইতিহাসিক আলোচনা শুনে খুবই ভালো লেগেছে আপনার ভেতরে দেশ দরদি মানুষ আপনার সামনে এসে বসা দরকার বর্তমান রাজনৈতিক নেতাদের এখনকার ছেলেমেয়েরা ইতিহাস নিয়ে
Ki re vai kew bolle apne muslim hoben keno. Atai hindu der shobcheye boro dush. Jan takte onno dhorme jaben keno. Er cheye mrittu shesto. Jay sree Ram 🕉🇧🇩
Kono evidence ase apnar kase? Jekhane jor kore Muslim kora hosse? Boroncho varote jor kore hindu kora hosse. Apni varoter agent.shabdhan hoya jan ri shob gujob soraben na. Desher kheye dhesher bipokkhe gujob sorate lojja kore na?
এরজন্য দায়ী স্বাধীনতার সময় আমাদের নেতারা। সে সময় যদি ১০০% ধর্মের ভিত্তিতে লোক বিনিময় করা হতো তাহলে আজকের এই অবস্থা হতো না। স্মরন করিয়ে দিতে চাই, দেশ বিভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে।
ভারত ধর্মের ভিত্তিতে আলাদা হয় নাই। পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হয়েছে সুতরাং বাংলাদেশে থাকা হিন্দুদের কোনো নৈতিক অধিকার নেই। কিন্ত আমরা তাদের ভাইয়ের মত জায়গা দিয়েছি।
@@aruntikadar যার গায়ে আগুন লাগে সেই বুঝে আগুনের জ্বালা কি। সেটা আপনারা বুঝবে না ওখান থেকে? বাংলাদেশের মুসলমানদের দেখুন আপনি আমি ততক্ষণ বন্ধু থাবো যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন। বিপক্ষে গেলেই কাফের। আপনার কি মনে হয়??????
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরাও দেশভাগের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের অংশ হওয়ার ফলে। এখনো বাংলাদেশেও প্রতিনিয়ত অত্যাচারিত হতে হচ্ছে। আমরা তো পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিলো না দেশভাগের মূলনীতি অনুযায়ী। কিন্তু বিশেষ করে ভারতের নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ কারণ তাদের অবস্থানের কারণে আমাদের আজকের এই দূরাবস্থা!
ব্রিটিশ ভারত ভাগের পিছনে সবথেকে বেশি গুরুত্ রেখেছে বাঙালিরা। হয়তো আপনার শুনতে খারাপ লাগবে। ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ ১১৩(১১৯ মধ্যে) , হিন্দু মহাসভা ২৭ টা সিট পেয়েছিলাম। মুসলিম লীগের সব থেকে বেশি ভোট পেত বাংলা থেকে।
ধন্যবাদ❤ সুন্দরআলোচনা🙏 যত শুনতেছি ততই মুগ্ধ হচ্ছি জানার ও বুঝার অনেক কিছু আছে.../ ভারতের অনেক নেতা এবং আলোচোখের আলোচনা টকশো শুনছি কিন্তু এই ভদ্র লোকের কথা বলার ধরন অসাধারণ চমৎকার❤ এক কথায় সুন্দর ভাবে আলোচনা করছে
ঋতব্রতবাবুকে অসংখ্য ধন্যবাদ, তথাগতবাবুর মতো বিদ্বান মানুষকে আপনার show তে এনে এত তথ্য নির্ভর ইতিহাস জানানোর জন্য।
পূর্ব পাকিস্তান ওপশ্চিম পাকিস্তান আমলে কোন বাঙ্গালি ক্রিকেটর কোন ক্রমেই আন্তর্জাতিকভাবে খেলার সুযোগ পেতেন না। কেবল পশ্চিম পাকিস্তানী ক্রিকেটার নিয়ে গঠিত দলে আন্তর্জাতিক অগ্রগামী দল। খ্যাতনামা সৌরভ গাঙ্গুলি পূর্ব পাকিস্তানের তেমনি একজন অবহেলিত ক্রিকেটার, যিনি পশ্চিম বাংলায় গিয়ে সব বাঁধা অতিক্রম করার সুযোগ পান। বাংলাদেশ পুনঃ পাকিস্তানের গলাধরলে একই রকম শিকার হয়ে যাবে পাকিস্তানের আর স্বাধিন হওয়ার কোন সুযোগ পাবেনা বলে আশংকা, ভাবনা অধিক জনের। রাজনীতিকরা কী নিজেদের ক্ষমতার দম্ভের ঔধত্ব ছাড়া জনগণের কথা একবারও ভাবছে বাংলাদেশে!?
তথাগত বাবুসহ আপনাকে ও অবিরাম প্রণাম নিবেদন এমন সুন্দর কথাপকথন এর জন্য। ❤❤❤
তথাগত রায় অতি বিদ্বজ্জন। বাংলাদেশ থেকে তাঁকে গভীর শ্রদ্ধা জানাই।
প্রশ্ন থেকে উত্তর দুটোই বেশ লাগলো
স্যারের কথা শুনে কিছু অজানা ইতিহাস জানতে পারলাম যা সত্য। আর উনি যতগুলো কথা বলেছে দেশ, ধর্ম, জাতি প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে ঠিক। 🇮🇳🕉️🙏
1 😊😊😊
অত্যন্ত ধ্রুব সত্য কথাগুলো বলেছেন তথাগত রায়, ওনার জন্য শুভকামনা রইলো
অসাধারণ! অসাধারণ বিশ্লেষণ! ধন্যবাদ চ্যানেলকে এমন একজন ব্যাক্তিত্বকে উপস্থাপন করার জন্য।
এই গাড়লটা কে রে? হাসতে হাসতে শেষ আমি। এটা তোদের গুরু? আস্ত জোকার একটা 🤣
😂😂@@shafalybegum5110
Nonsense @@shafalybegum5110
তোমরা তোমাদের দেশেবসে অনেক.কিছু
বলতেপার.বাংলাদেশে
এসেদেখে.জাউ.উস্কানি
দেওয়া.ভালনা
.6
ভারতের কোন রাজনীতিবিদের মুখ থেকে এত সুন্দর এত সুবিস্তৃত এত সুগভীর আলোচনা আজ পর্যন্ত শুনিনি। তথাগত স্যারকে অনেক আগে থেকেই ভালো লাগে, তবে আজ নতুন করে তার প্রেমে পড়ে গেলাম। সত্যিই তিনি বাংলাদেশ সম্পর্কে খবর রাখেন। দীর্ঘ 42 বছর বাংলাদেশে কাটিয়েছি। ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন বড় বড় শহরে কাজ করেছি। কাজেই বাংলাদেশ সম্পর্কে খুব ভালো একটা ধারণা আমার আছে। আমার দীর্ঘ 42 বছরের অভিজ্ঞতাটাই তথাগত স্যার তার এই 54 মিনিটের বক্তব্যের মধ্যে তুলে ধরেছেন। প্রকৃত সত্যি তুলে ধরার জন্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকে 🙏🙏🙏
😊😊
এর সমাধান হলো বাংলাদেশের হিন্দুদের ভারতে নিয়ে যান আর ভারতের মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দিন।
তথাগতবাবু একজন জ্ঞানী লোক, এনার কথা খুব বাস্তবসম্মত।
নমস্কার দাদা, আমরা চাকমা সংখ্যালুঘুরা কি করবো ভেবে কুল পাচ্ছে না, ভবিষ্যতের চিন্তা করলে আমরা অন্ধকার ছাড়া কিছুই দেখিনা।
@@uzzalpaul5008 সত্যটা স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ
অসাধারণ তীক্ষ্ণ বিশ্লেষণ, প্রণাম রইল ফ্রম বাংলাদেশ
অপূর্ব অসাধারণ পূর্বে যা আমার অজানা ছিল। এই ধরনের সঠিক ইতিহাস নিরবিচ্ছিন্ন ভাবে আপনারা বলতে থাকুন। তাতে যদি এই অভাগা জাতী তার চৈতন্য ফিরে আসে। আমি বাংলাদেশ থেকে বলছি। প্রতিটি কথাই অতি সত্য।প্রণাম আপনাকে।
আপনদের সংবাদমাধ্যমকে ধন্যবাদ , তথাগত স্যারের মত একজন তথ্যসমৃদ্ধ ও যুক্তিবাদী মতাদর্শে বিশ্বাসী ব্যক্তির বঙ্গহিতকর সংলাপ তুলে ধরার জন্য। আপনাকে (তথাগত স্যারকে) স্যালুট স্যার।
এমন আলোচনা আরও চাই যেন বাঙালি হিন্দুত্ববাদ চেতনা জাগ্রত হয়।যেন তাদের ন্যায় অধিকার ফিরে পেতে পারে।
এক্সচেঞ্জ হলে সত্যি খুব ভালো হতো।
একসময় ছিলো এমন নিয়ম।
Akdom thik
তথাগত রায়ের মতো বিদ্বানকে বোঝা ও সম্মান জানানোর মতো যোগ্যতা এ পোড়া বাংলায় আদৌ কারোর আছে বলে মনে হয় না ❤❤❤❤
গোপাল পাঁঠাকে স্মরণ করুন। কলকাতার হিন্দুদের বাঁচিয়ে ছিলেন তিনি।
There is no more truth than this. Thank you for recognising that absolute truth 🙏🏼
"যা ছিল আমার দেশ " প্রত্যেক বাঙালির পড়া উচিত। অসাধারণ ঐতিহাসিক দলিল।
দেশটা ছিল বৌদ্ধদের
@@ahmmizanurrahman4101 কবে থেকে 😂😂😂
@@nishabachar3297 😆
@@ahmmizanurrahman4101
@@ahmmizanurrahman4101 madrasha chap ese gese
এই মহান ব্যক্তিত্ব কে আমন্ত্রণ জানানোয় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ ❤
এক গাড়লটা কে রে? হাসতে হাসতে শেষ আমি। পুরো জোকার। এই তোদের গুরু? 🤣
নূন্যতম সম্মান দিয়ে লিখুন । নিজের অবনমন করবেন না ।
8i😊 nn@@chandanmandal5424h😮⁶ǰ8.
তথাাগতবাবুর বক্তব্য হুবহু আমার চিন্তার সঙ্গে মিলে
যাচ্ছে।
জয় শ্রী রাম,,তথাগত স্যারকে অসংখ্য ধন্যবাদ ❤❤❤
শতকোটি সশ্রদ্ধ প্রণাম স্যার |
বাঙালি হিন্দুদের সত্যিকার অতীত, বর্তমান, ভবিষ্যৎ এর প্রকৃত অবস্থা ও অবস্থান সুন্দর ভাবে বুঝিয়ে বলার জন্য | সনাতনী দের এখন সময় সচেতন হওয়ার | প্রকৃত কঠিন বাস্তবতা তিনি তুলে ধরেছেন |
হিন্দু বাঙালিকে বাঁচতে গেলে, বাঁচাতে গেলে মাননীয় তথাগত রায়ের মতো অভিজ্ঞ, যুক্তিবাদী চিন্তাধারার মানুষ এই সমাজে খুবই প্রয়োজন । অসম্ভব ভালো লেগেছে ওনার দেওয়া তথ্য, ওনার রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষণ । উনি সুস্থ থাকুন এবং দীর্ঘজীবী হোন । 🙏🙏🙏🙏
রতনে রতন চেনে বরাহ শাবক চেনে আরেক বরাহ শাবককে 😂
@shafalybegum5110 শান্তির মেয়ের মুখের ভাষা তো শান্তির মতই হবে । চরিত্রবতী শান্তি তো goldgaji তে জোড়া বল আর হোল নিয়ে খেলা করে না !!!! খেলার সময় প্লেয়ারদের সঙ্গে শান্তি দি এরকম ভাষাতেই কথা বলে । সেইসব শুনেই তো শান্তির মেয়ে এত ভালো ভাষা শিখেছে । কত মানুষ টিকিট কেটে খেলা করতে আসে । 😂😂😂😂
@@shafalybegum5110terrorist theke baraha anek valo.
গ্যাঞ্জা খোর
Oi Junglidesh aage Bharat er angsha chhilo. ,Pipilikar pakha gajale ki hay nischay janen. Dekhchhi pipilikar pakha gojigechhe. Ebar morbe. Abar ota ke Bharat er angsha korte Bharat er du din lagbe.Tai oi junglider sanjata thaka darkar. Ke shukar ar ke ratan ebar bhalo kore chinun Sustha mastiskfe. . Quran er "sura" kheye matal hoye nay, o"i sura" khele jnan gamyir "hadish" thake na .
🔱👏🌹 হিন্দু সনাতন প্রেমী বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায় কাকুর মূল্যবান বক্তব্যতে হিন্দুদের উপর অতীতে কিরূপ নির্যাতন অত্যাচার হয়েছে সেই গুপ্ত ও চিরন্তন সত্য কথাগুলো তুলে ধরার জন্য ওনাকে আমার প্রণাম ও হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালবাসা জানাচ্ছি৷ ভগবান ওনার সর্বাঙ্গীন মঙ্গল করুন 💕🙏🚩 জয় শ্রীকৃষ্ণ।🐚🙏🌿
অসংখ্য কৃতজ্ঞতা জানাই 🙏
বাংলাদেশ থেকে বলছি । আমি কখনোই এক মিনিটের উপরে ভিডিও দেখি না, কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিও দেখলাম, খুব সুন্দর করে উনি হিন্দুদের অতীত এবং ভবিষ্যত নিয়েও বলেছেন ।
আসলেই বাস্তববাদী বিশ্লেষণ, দ্রুত তীর্থ ভিসা চালু করুক ভারত
উনি একজন কি বলবো, প্রনাম এই সত্য কথা গুলো বলার জন্য ১০০ বছর পরও উনার কথা মনে করবে। প্রনাম জানাই🙏❤️
সত্য তুলে ধরার জন্য চ্যানেলকে ধন্যবাদ জানাই!তথাগত রায় অতি গুরুত্বপূর্ণ ও নির্মম সত্য তুলে ধরেছেন!বাংলাদেশের হিন্দুরা এখন খুবই ভয়ানক অবস্থা। এর থেকে নিস্তার কী ভারত সরকার কী কিছু ভাবছে ?
অবাস্তব কমেন্ট
ধন্যবাদ তথাগত কাকু আপনাকে আমার ছেলেবেলা থেকে আজ অবধি একোই চিন্তা ধারায় যে কোন আলোচনায় সুন্দর যুক্তি দিয়ে সবাইকে বুঝিয়ে দিতেন, কোন সময় নিজেকে আড়াল করতে চান নাই, এখনো সুন্দর লাগছে আরো আশি বছর আমাদের মাঝে এই ভাবে সুস্থ থাকুন খুব খুব আনন্দে সবাইকে নিয়ে ভালো থাকুন ...
হিন্দুদের স্বার্থে এই রকম প্রোগ্রাম নিয়মিত চাই.....যত দ্রুত সম্ভব হিন্দুদের সচেতন করুন....নতুবা হিন্দুদের বিপদ সন্নিকটে..... বাংলাদেশ থেকে বলছি।
রায় বাবু যে সব ঘটনার কথা বলসে সব কথা ১০০% সত্য।
সব নয় বেশিরভাগ মিথ্যা।
ধন্যবাদ তথাগত বাবু। সব সময়ই বাস্তব কথা বলেন, তথাগত বাবু। জয় শ্রীরাম।
তথাগত বাবু কে আমি শ্রদ্ধা করি কারণ বাঙালি হিন্দু সম্প্রদায়ের হয়ে কথা বলার জন্য ।
বাঙ্গালার হিন্দুদের নিয়ে কেউ ভাবে না। তথাগত বাবুকে ধন্যবাদ।
অসাধারণ অনবদ্য একটি উপস্থাপনা। এমন একজন মানুষকে চ্যানেল এ আনার জন্য অসংখ্য ধন্যবাদ। ধ্রুব সত্য ❤ উনি একজন প্রকৃত শিক্ষিত মানুষ ❤ এমন মানুষ এখনকার দিনে সত্যিই পাওয়া মুশকিল
অসাধারণ বিশ্লেষণ মুলক আলোচনা ।
বাংলাদেশ থেকে দেখছি, ধন্যবাদ আপনাদের
amio bangladesh theke🥰
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই সত্য কথা বলার জন্য।
অই ট্রেনে আমার দাদাও ছিলেন, ভাগ্যক্রমে ও ঈশ্বরের কৃপায় বেচে গিয়েছিলেন।
😂😂😂
দাঁত কেলানোর কি কারণ? @@MoniBagom-b7s
খুব প্রাসঙ্গিক, যুক্তিযুক্ত, অসাধারণ সাক্ষাৎকার যা প্রতিটি বাঙালির অবশ্যই মন দিয়ে শোনা উচিৎ 🙏🙏
যখন শুনি আমাদের (বাংলাদেশের হিন্দু) কষ্টের কথা দুখের কথা কেউ বলেন, তখন মনের অজান্তে চোখে জল এসে যায়।আমাদের সার্বিক পরিস্থিতি অনিশ্চিত। কি হবে আমাদের।
খুব সুন্দর আলোচনা, ধন্যবাদ আপনাকে দাদা তথাগত রায়।।
Please save Bangladesh Hindu 🥹
❤❤
দাদা ভাই একজোট, এছাড়া কোনো গতি নাই।
দুই মাস আগে এক হিন্দু ব্যাংকের ভল্ট থেকে 70 লাখ টাকা নিয়ে পালিয়েছে ,
Amar chhoto belay Amar purba purush ther kachhe oi bridge tar galpo sune chilam. Tainam ta jani. Bangladesh er movie " Gurila " te eirakom drisya chhilo. 😢
রায় বাবুর প্রতিটি কথা অতি গুরুত্বপূর্ণ।।
বাংলাদেশে তারা পাপের প্রায়শ্চিত্ত ভোগ করিতেছে যারা হিন্দু হয়ে জন্ম নিয়েছে
এই সাক্ষাৎকার দেখে তথাগত রায় সম্পর্কে আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল
ইতকাঅিজিগীআ😮গওঘডিকলো
অসাধারণ একটা আলোচনা শুনলাম..... হিন্দুরা কি জাগবে নাকি ধংস হবে?.... আর কতো ঘুমিয়ে থাকবে এ বোধহীন হিন্দুরা?....এমন একজন জ্ঞানী মানুষকে আলোচনায় নিয়ে আসার জন্যে আয়োজকদের অনেক ধন্যবাধ।
সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি বাংলাদেশ থেকে হিন্দুরা পশ্চিমবাংলায় না পালিয়ে গেলে পশ্চিমবাংলা এতদিন মুসলিম রাষ্ট্র হতো বাংলাদেশের হিন্দু যাওয়ার কারণে এখনো পশ্চিমবাংলায় 68 বা 70% হিন্দু গুনতে পারতেছেন পশ্চিমবাংলায়
সত্যি বলতে বাংলাদেশের বর্তমান হিন্দু ভবিষ্যৎ কথা ভেবে যেতে চাইছে। মন থেকে যেতে চাইছে না। কারন হিন্দু সমাজ মদ, নারী, নেশা, তামাশা নিয়ে ব্যস্ত! এখনতো বৌদিদের স্যোসাল মিডিয়া এক্টিভিটিজ দেখে আমি হতোভাগ
কথাগুলো ১০০ সত্য এবং বাস্তব।
Thank you very nice talk.all right 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
বাঙালি হিন্দু নিজেদের স্বভাবের জন্য নিশ্চিহ্ন হবে,আজ নাহলে কাল, নিকট ভবিষ্যতে।
বাংলাদেশের হিন্দুদের বাঁচান
Chinta korben na kichu din wait kore jan.
@@milibhattacharjee1587কে আমাদের বাঁচাবে ওরা আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হওয়ার দৌড়ে কেন খামাখা দেড় কোটি হিন্দুর জন্য সময় নষ্ট করবেন। আসলে হিন্দুরা স্বার্থপর যার জন্যই এরা দিন দিন সঙ্কোচিত হচ্ছে,এত নৃশংসতা দেখেও কোন হেলদোল নেই। ফিরহাদ হাকিম কি এমনি বলেছিল যারা অন্য ধর্মে জন্মেছে তারা_____
তোদের কি মেরে ফেলছে বাংলাদেশীরা।
এদিকে গতকাল গলা কেটে মেরেছে একজনকে, এমন হাজারো হচ্ছে আমরা মরার পর কি আপনারা জাগবেন? ভুলে যাবেন না আমরা না থাকলে আপনাদের এদিকেও কিছু হলে ইফেক্ট পরবে, দেশের অবসথা খুবই ভয়াবহ।কেন যে দেশ ভাগের আগের আমার দাদা দাদিরা চলে গেলেন না তাই ভাবছি সুধু।আপনারা যদি হিনদুদের অস্তিত্ব রক্ষা করতে না পারেন তবে বলে দেন আর কত ধৌর্য ধরব,রক্ত দেখতে দেখতে চোখ পাথর হয়ে গেছে😢
@@milibhattacharjee1587কতো দিন,,,? আমাদের তীর্থ ভিসা দিন,,, ইন্ডিয়াতে আশ্রয় দিন
আমি একজন বাঙালি হিন্দু।আমাদের দেশ ছিল পূর্ব বাংলা ।কিন্ত দেশ ভাগের পর আমার বাবা ১৯৫০ সালে জন্ম স্থান ত্যাগ করেন ও ভারতে কলেজে ভর্তি হন অনেক কষ্টে স্নাতক ডিগ্রি অর্জন করে কর্ম ক্ষেত্রে যোগ দেন। অপর পক্ষে আমার ঠাকুর দা উনি দেশ ত্যাগ নাকরে সেখানে থেকে গেলেন। অনেক অনুরোধ করেও তাকে ভারতে আনা যাই নি ।তার দেশের প্রতি ভালবাসার পরিণতি কি ভয়ানক হল।১৯৭১সালের পাকিস্তান ভারতের যুদ্ধে সর্ব সানত হয়ে পূর্ব পাকিস্তান এক কাপড়ে বাড়ির থেকে পালিয়ে শেষে অশেষ দুর্গতির পর ১৯৭৮ সালে ভগন হৃদয়ে ভারতে দেহ ত্যাগ করেন। এটাই মুসলিম প্রধান মবাংলাদেশ কে ভালবাসার চরম পরিণতি।যারা মুসলিম দের বিশ্বাস করে তাদের সঙ্গে একত্রে চলবে ।তাদের পরিণতি আমার ঠাকুর দার মত হবে ।তাই বাংলাদেশের হিন্দুদের কোন ভবিষ্যত নেই।
আমি একজন হতভাগা হিন্দু এখনো বাংলাদেশে আছে জানিনা কতদিন থাকতে পারবো তবে চিন্তা আছে শুধু আগামী প্রজন্ম জন্য আমার একটি মেয়ে একটি ছেলে আছে তাদেরকে কোথায় রেখে যাব শুধু ভয় হয় তাদের জন্য😢😢😢
be real Bangladeshi, you are low caste Hindu and Brahmin people does not like low caste people, be real Bangladesh and support Bangladesh @@dipondas9278
@@dipondas9278 ভারতের গুজরাটে কোন ভাবে সিপ্ট করুন ।
পশ্চিম বঙ্গের কথা বললাম না ।কারণ পশ্চিম বঙ্গে সেক্যুলার আছে ।
@@dipondas9278 CAA চালু আছে ভারত চলে যা !
@@dipondas9278
তথাগত রায় মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ। যা ছিল আমার দেশ বইটি লিখার জন্য। আপনি যদিও চিরকাল থাকবেন না কিন্তু আপনার লেখা বইটি ইতিহাসের পাতায় অন্যায়, অত্যাচারের প্রমাণ হিসেবে থাকবে । যা থেকে ভবিষ্যতে প্রজন্ম জানবে মানুষ কোথায় ছিল কেমন ছিল আর কোথায় এসেছে কিভাবে এসেছে।
সঠিক বক্তব্যের জন্য মাননীয় তথাগত বাবুকে অসংখ্য ধন্যবাদ জানাই,
ওপার থেকে পাঠিয়ে দিন এপার থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ। প্রয়োজনে যুদ্ধ করবো সকল হিন্দুদের ।নমস্কার।
ভারত হিন্দু রাষ্ট্র হোক।
সনাতন হিন্দু বিরোধী বা বৈষম্য মুলক সব আইন বাতিল হোক।
বাংলাদেশের বিরুদ্ধে সারর্জিকাল এসটাইক চাই।
Save Hindhu
পরিনাম ভারত ভেংগে চুরমার
😂😂😂😂😂
আসেন সার্জিক্যাল স্ট্রাইক করতে 🎉
মোদিকে বলেন
যুদ্ধ করার দরকার নেই।সার্জিক্যাল স্ট্রাইক করলে ওরাও তুরুস্ক পাকিস্তান মিলে ভারতে হামলা করবে।পরে দেখা যাবে ইস্রায়েল ফিলিস্তিনের মত একটা দীর্ঘকাল যুদ্ধ শুরু হবে।
@@md.basheerhussain9281basi din na 1 mash apekha karon, dekhte paben.
জয় শ্রী রাম, সুন্দর সুন্দর, আলোচনা, ধন্যবাদ, বাংলাদেশ সনাতনী জয় শ্রী রাম
রাইট কথা বলেছেন দাদা
অসম্ভব সত্যিই বলেছেন তথাগত বাবু, হিন্দু জনগণ জাগো ধর্ম কে বাঁচাও পশ্চিম বঙ্গ কে রক্ষা করো।
তথাগত বাবু বাংলার গর্ব।জয় হিন্দ।জয় ভারত মাতা।
অসাধারণ আলোচনা, অনেক কিছু জানলাম, আপনার প্রতি অনেক শ্রদ্ধা ও প্রনাম রইল 🙏🙏🙏
Brilliant conversation , too good
জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় ভারত আমাদের পরিক্ষিত বন্ধু রাষ্ট্র ভারতের সেনাবাহিনী সহযোগিতা য় আমরা নয় মাসে পাকিস্তান হানাদার বাহিনী কে হটাইয়া আমরা একটি দেশ পেয়ে ছি ভারতের জনগণ ও ভারতের সেনাবাহিনী রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ নামক একটি দেশ পেয়ে ছি ভারত আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশ বন্ধু ত্ব দীর্ঘ জীবি হোক জয় বাংলা জয় শেখ হাসিনা জয় ভারত
Hindhu bengali ar thakbe na. The end
তথাগত রায় কাকু প্রণাম 🙏 ভগবানের কাছে প্রার্থনা করি আপনি যেন সুস্থ থাকেন। বাংলাদেশ থেকে এক বুক ভালোবাসা ♥️
স্যার কে কোটি কোটি স্যালুট জানাই
বাঙালী হিন্দুদের সমস্যা নিযে এমন সম্পুর্ণ আলোচনা ,আর শুনিনি । ধন্যবাদ দুজনকেই।
Bangladesh ki hoche hinduder tumi kichu sononi
Thanks alot for Good one. You guys are doing well. Keep it up!!
মুসলিম দের সমন্ধে কোন আগ্রহ নাই কিন্তু হিন্দ ভালোভাবে বাঁচতে গেলে অবশ্যই কোরআন জানা এবং আয়াত জানা প্রয়োজন,মুসলিম আসল চরিত্র জানা যাবে
ইসলাম সম্পর্কে জানতে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি ।
Nobike momota chode
ভাল কথা, কোরআন পাঠ করুন, দেখুন কোথায় অসামঞ্জস্য আছে বের করুন।
ইংরেজি জানলে পাঠ করুন, QURAN TRANSLATED BY ABDULLAH YOUSUF ALI. OR MR. M PIKTHOL.
পশ্চিম বাংলায় বহু বাংলা অনুবাদ এবং তফসির পাবেন।
@@ByzidAlomহা হা হা
কি সুন্দর সাক্ষাৎকার,বলিষ্ঠ মতামত। 54:46 । 🙏🙏🙏
জয় শ্রী রাম। যুক্তি পুরণ কথা
তথাগত রায় বাবুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবু সত্য কথা বলার জন্য আই লাভ ইউ তথাগত রায় বাবু ভালো থাকবেন যেখানেই থাকেন সুখে থাকবেন ❤
আপনার কথাগুলো সম্পূর্ণ সত্য। 🇧🇩❤
শত্যি আপনার ইতিহাসিক আলোচনা শুনে খুবই ভালো লেগেছে আপনার ভেতরে দেশ দরদি মানুষ আপনার সামনে এসে বসা দরকার বর্তমান রাজনৈতিক নেতাদের এখনকার ছেলেমেয়েরা ইতিহাস নিয়ে
ভারত ও বাংলাদেশের মধ্যে হিন্দু মুসলিম বিনিময় চুক্তি করা হোক।
তাদের জমি-বাড়ি-সম্পত্তি সমেত।
Hobe na, ekhankar kono muslim Bangladesh jabe na, ato free r scheme okhane pabe?
@@RiyaNayek-s2nবাংলাদেশের হিন্দু রা তোদের থেকে অনেক বেশি ভালো আছে রে মালু
@@RiyaNayek-s2n ঠেলায় পড়লে বিড়ালও গাছে ওঠে।
@@AD83521 Amader INDI chor mondoli to lungi prajatir baap maa, ora Bharat theke chole gele eder k vote k debe?
স্যার আরো গবেষণা করুন সমাধান খুঁজে বের করুন আমাদের অন্ততঃ মুসলমান হওয়া থেকে বাচান। সনাতন হয়ে বাঁচতে চাই। from BD.
না বাঁচতে পারো তাহলে তুমি ভারতে চলে যাও
আমি দেখেছি হিন্দুরা খুব একটা মুসলমান হয় না। বাংলাদেশের প্রচুর হিন্দু খ্রিস্টান হয়ে গেছে বিশেষ করে নিম্নবর্ণের।
Ki re vai kew bolle apne muslim hoben keno. Atai hindu der shobcheye boro dush. Jan takte onno dhorme jaben keno. Er cheye mrittu shesto. Jay sree Ram 🕉🇧🇩
স্বর্গে নয় আপনাকে নরকে টানে বুঝি।
Kono evidence ase apnar kase? Jekhane jor kore Muslim kora hosse? Boroncho varote jor kore hindu kora hosse. Apni varoter agent.shabdhan hoya jan ri shob gujob soraben na. Desher kheye dhesher bipokkhe gujob sorate lojja kore na?
অসাধারণ উপস্থাপনা শ্রী তথাগত রায়ের
এরজন্য দায়ী স্বাধীনতার সময় আমাদের নেতারা।
সে সময় যদি ১০০% ধর্মের
ভিত্তিতে লোক বিনিময় করা হতো তাহলে আজকের এই
অবস্থা হতো না। স্মরন করিয়ে দিতে চাই, দেশ বিভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে।
ভারত ধর্মের ভিত্তিতে আলাদা হয় নাই।
পাকিস্তান মুসলিম সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে হয়েছে সুতরাং বাংলাদেশে থাকা হিন্দুদের কোনো নৈতিক অধিকার নেই।
কিন্ত আমরা তাদের ভাইয়ের মত জায়গা দিয়েছি।
তীর্থ ভিসা চালু করা হোক। সকল হিন্দুদের জন্য ভারতে ❤❤❤মুসলিমদের জন্য সৌদি আরব আছে। হিন্দুদের ?????????????
আপনাদের জায়গা দিলে কিছুদিন পর সেক্যুলার হয়ে যাবেন । যদি কট্টর হিন্দু হতে পারেন তাহলে আসার চেষ্টা করুন ।
@@aruntikadar right
@@aruntikadarএখানে থেকে তো কট্টরতা দেখাতে পারি না! এখন ভিসা বন্ধ যেতেও পারছি না। নানারকম হতাশায় ভুগতে হচ্ছে। এখানে সবকিছু লিখেও প্রকাশ করতে পারছি না।
@@allparagraph252ঠিক আমাদের তীর্থ ভিসা কেন দিচ্ছে না ভারত সরকার?? বাংলাদেশের সনাতনীদের নিয়ে তিনি ভাবেনই না 😭
@@aruntikadar যার গায়ে আগুন লাগে সেই বুঝে আগুনের জ্বালা কি। সেটা আপনারা বুঝবে না ওখান থেকে? বাংলাদেশের মুসলমানদের দেখুন আপনি আমি ততক্ষণ বন্ধু থাবো যতক্ষণ ইসলামের পক্ষে থাকবেন। বিপক্ষে গেলেই কাফের। আপনার কি মনে হয়??????
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসীরাও দেশভাগের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের অংশ হওয়ার ফলে। এখনো বাংলাদেশেও প্রতিনিয়ত অত্যাচারিত হতে হচ্ছে। আমরা তো পাকিস্তানের অংশ হওয়ার কথা ছিলো না দেশভাগের মূলনীতি অনুযায়ী। কিন্তু বিশেষ করে ভারতের নেতাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ কারণ তাদের অবস্থানের কারণে আমাদের আজকের এই দূরাবস্থা!
Kon desher ongsho hoyar kotha silo taile?
ki re upojatir baccha tora hoili burmese oi deshe chole ja
@@nafees68অর মার ভোদার অংশ হতে চেয়েছিলো চ্যাং চুং
ব্রিটিশ ভারত ভাগের পিছনে সবথেকে বেশি গুরুত্ রেখেছে বাঙালিরা। হয়তো আপনার শুনতে খারাপ লাগবে। ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিম লীগ ১১৩(১১৯ মধ্যে) , হিন্দু মহাসভা ২৭ টা সিট পেয়েছিলাম। মুসলিম লীগের সব থেকে বেশি ভোট পেত বাংলা থেকে।
@@shakiburrahman7533 ora mone hoy bhabsilo jumland name new desh pabe 🤡
তথাগত বাবু বাস্তব জায়গাটা তুলে ধরেছেন। খুব যুক্তিযুক্ত বিশ্লেষণ। শ্রদ্ধা জানাই।👏
একটা কথা মনে রাখতে হবে,
" যাদের পায়ে হাওয়াই চটি,
তাদের পকেটে হাজার কোটি "
অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বিশাল অংশকে সচেতন করার চেষ্টা করছেন।
নোয়াখালীর ঘটনা বর্তমান অনেক বাংলাদেশীররাই জানেনা যেটা ঘটানো হয়ে ছিল কোচাগড়ি লক্ষী পূজার সময়
কোজাগরী
বরিশালের ভোলা, মুলাদি, বাটাজোর, ভৈরব ব্রীজের, খুলনার চুকনগরের কথাই বা কজন জানে??
আপনি কতটুকু জানেন?
সত্যি তুলে দরার জন্য ধন্যবাদ আপনাকে
বাংলাদেশ ও পঃবাংলার হিন্দুদের ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আগামী ৪৫-৫০ বছরের মধ্যে।
না মশাই এতো দুরে নয়।এটা কুড়ি থেকে পঁচিশ বৎসরের মধ্যে হবে।কারন আগুন লাগলে যেমন প্রথমে এক পার্সেন্ট পরে নিমেষেই একশ হোয়ে যায়,সেইরূপ ।
54:46
🙏🙏 অসাধারণ তত্ত্ব । ধন্যবাদ চ্যানেলকে।
ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সবসময় আপনার সব কথা শুনে মনে হচ্ছে আমি ভারতীয় একজন মানুষ হিসেবে ধন্যবাদ আপনাকে
স্যার সেই হিন্দুরাই এদেশে এসে ভুলে গেছে কাদের জন্য তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছে। এটা আমাদের হিন্দুদের কাছে খুব লজ্জার।
ওরা জানে যে ওদেরকে কিছুই করা হয় নাই।তোরা হচ্ছে মিথ্যাবাদী।
রায়বাবু একবারে বাস্তব চিত্র তুলে ধরেছেন। এতো গভীর বিশ্লেষণ অতীতে কারও থেকে পাওয়া যায়নি।
খুব ভালো একটা অনুষ্ঠান, খুব ভালো লাগলো, সচরাচর এরকম ভালো আলোচনা পাই না।
অসাধারণ ।
কংগ্রেস মুসলিম লিগ
Very very knowledgeable discussion.
ধন্যবাদ❤ সুন্দরআলোচনা🙏
যত শুনতেছি ততই মুগ্ধ হচ্ছি
জানার ও বুঝার অনেক কিছু আছে.../ ভারতের অনেক নেতা এবং আলোচোখের আলোচনা টকশো শুনছি কিন্তু এই ভদ্র লোকের কথা বলার ধরন অসাধারণ চমৎকার❤ এক কথায় সুন্দর ভাবে আলোচনা করছে
পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রী মুখ এমনই একটি ব্যক্তিত্ব হওয়া উচিত।তথাগত রায় একজন ভালো শাসক হতে পারবেন😍
Khub valo bolechen
Thanku sair
নোয়াখালী দাঙ্গায় পাঁচ হাজার নয় বিশ হাজার হিন্দু নিধন করা হয়েছে
Dur 20000 noi bhul bhal bariye bola thik na actual jeta setai thik.
কবে হয়েছিল আমাদের নোয়াখালীতে এই ঘটনা।
@@greenmango7184 1946.
@@greenmango7184 1946 Direct War
তথাগত দাদা আপনি আমার মনের কথা বলেছেন। 🙏
দারুণ আলোচনা। খুব ভাল লাগলো। শ্রী রায়ের মুখে অনেক অজানা তথ্য পেলাম।
অসাধারণ একটা আলোচনা আমি বাংলাদেশ থেকে দেখছি, ভারত পাশে আছে বিধায় আমরা আজও ভালো আছি এর পরে কি হবে জানিনা
স্যার কে অনেক ধন্যবাদ,11 জন
সহমত ,,, বামপন্থা ,,, অপরচুনিস্ট দের পন্থা ,,,একদম ঠিক বলেছেন
বাংলাদেশের হিন্দুদের জন্য তীর্থ ভিসা চালু করা হোক
@@shaheraconstruction একমত
@@shohagjhan656negto kore nunu check kore tar por visa dewa uchit
Support
হিন্দুরা এতো টাকা কোথায় থাকে আসে যে তীর্থ ভিসা চাও।
সাপোর্ট করি
100% right.
অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অতি সুনিপুণ ভাবে ফুটে উঠেছে তথাগত স্যারের চিন্তা চেতনায় ❤️🩹❤️🩹
তথাগত বাবু কে অসংখ্য ধন্যবাদ।