Это видео недоступно.
Сожалеем об этом.

নারী-পুরুষ, চন্ডাল-শূদ্র, উঁচু-নীচু -- সবাই যদি ওঁ-মন্ত্র উচ্চারণ করেন, তাতে ব্রাহ্মণদের সমস্যা কি?

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 май 2024
  • নারী-পুরুষ, চন্ডাল-শূদ্র, উঁচু-নীচু -- সবাই যদি ওঁ-মন্ত্র উচ্চারণ করেন, তাতে ব্রাহ্মণদের সমস্যা কি? ওঁ আসলে কি? কেন এর প্রতি এত বাধানিষেধ?
    In Hinduism, the sacred syllable "Om" (also spelled "Aum") is considered one of the most powerful and significant mantras. It's believed to represent the essence of the universe and is often chanted during meditation, prayer, and yoga practices.
    Traditionally, there have been certain restrictions or guidelines regarding who can chant Om, but interpretations vary widely across different sects, traditions, and cultures within Hinduism. In some traditions, there have been restrictions based on gender, caste, or initiation into spiritual practices.
    However, many modern practitioners and scholars advocate for inclusivity and argue that anyone, regardless of gender or caste, can chant Om. They emphasize the universal nature of the mantra and its potential to bring about spiritual benefits for all individuals.
    Ultimately, the appropriateness of chanting Om for different groups is a matter of personal belief, interpretation, and cultural context. Many people today embrace the idea that spiritual practices should be accessible to all, regardless of social or demographic factors.
    Join us in exploring the universal power of the sacred mantra "Om" as we debunk outdated restrictions. In this enlightening video, we delve into the inclusive nature of spiritual practices, emphasizing that everyone, regardless of gender or caste, has the right to chant Om. Discover the beauty and transformative potential of this ancient mantra as we celebrate diversity and unity in our spiritual journey. #Om #Spirituality
    _____________________
    এই চ্যানেলের সব প্লে-লিষ্টের লিঙ্ক নীচে দেওয়া হল
    কালীতত্ত্ব • কালীতত্ত্ব
    দুর্গা সপ্তশতী চন্ডী • দুর্গা সপ্তশতী চন্ডী
    গীতামৃত • গীতামৃত
    শ্রীদুর্গাতত্ত্বম • শ্রীদুর্গাতত্ত্বম্
    শ্রীচণ্ডীপাঠ (বাংলায়) • শ্রীচন্ডীপাঠ(বাঙলায়)
    অপপ্রচারের অবসান • অপপ্রচারের জবাব
    মুর্তিপুজার খুঁটিনাটি • মুর্তিপুজার কারণ ও প্রমাণ
    পুজাপাঠ • পুজাপাঠ
    মহাদেব শিব তত্ত্ব • মহাদেব শিব তত্ত্ব
    ধর্ম ও রিলিজিয়ন • ধর্ম ও রিলিজিয়ন
    শ্রীকৃষ্ণ তত্ত্ব • শ্রীকৃষ্ণ তত্ত্ব
    ____________
    Follow Facebook Page / srisibaprosad
    Follow Facebook Profile / sibaprosad.m
    Follow me on Instagram / sri_sibaprosad
    ________________________
    নমস্কার , আমি আপনাদের সনাতন বন্ধু শ্রীশিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই চ্যানেলে আমি সনাতন হিন্দু ধর্ম সম্পর্কিত বিভিন্ন বিষয় ও গুরুত্বপূর্ণ অজানা তথ্য আমি সহজভাবে বাঙলা ভাষাতে আপনাদের কাছে উপস্থাপন করবার চেষ্টা করে থাকি ।
    বিভিন্ন পৌরাণিক কাহিনীর অন্তর্নিহিত তত্ত্ব,বিভিন্ন মন্ত্রের বঙ্গানুবাদ ও ব্যাখ্যা , বিভিন্ন প্রচলিত সংস্কার ও কুসংস্কার, বিধর্মীদের দ্বারা প্রচারিত বিভিন্ন অপপ্রচারের জবাব পেতে ,আর সর্বোপরি শ্রীমদ্ভগবদ্গীতা,উপনিষদ,মহাকাব্য,দর্শন,বেদাদি শাস্ত্রের বিষয়ে সহজভাবে জানার জন্য সঙ্গে থাকুন ।
    বর্তমানে অনেক সনাতনী ভাইবোনেরা নিজের ধর্ম সম্পর্কে না জানার কারণে হীনমন্যতায় ভোগে ও অন্য ধর্মাবলম্বী মানুষের কাছে হেয় প্রতিপন্ন হয় । আমার সমগ্র সনাতনী ভাইবোনেরা এই ভিডিওগুলির মাধ্যমে নিজের ধর্মকে,নিজের দেশকে ও নিজেকে জানতে পারলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে ।
    সবার আগে ভিডিওর নোটিফেকিশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেননা ।

Комментарии • 368

  • @prabalsur8639
    @prabalsur8639 2 месяца назад +15

    আমি বাংলাদেশ থেকে বলছি, আমাদের অনেকের ধর্মিয় জ্ঞান না থাকার কারনে বিধর্মীদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। মানুষ হিন্দু ধর্ম ত্যাগ করছে তার প্রধান করণ হচ্ছে হিন্দু ধর্ম সমন্ধে জ্ঞান না থাকা। আমি ভাবি যে আমার ভবিষ্যৎ প্রজন্ম কিভাবে নিজের ধর্মকে রক্ষা করবে। তাদের জন্য শাস্ত্রীয় শিক্ষা আরো সহজ করা প্রয়োজন। 🙏

    • @user-hm6ux3gt4m
      @user-hm6ux3gt4m 22 дня назад

      ভাই তোমার কাছে আমি ব্যাখ্যা করছি,একদম ঠিক লিখেছ সম্পূর্ণ সমস্ত তোমার প্রশ্নের উত্তর আমি দেবো সহজভাবে ওমকার শব্দের অর্থ সংস্কৃতে আহাম স্থিত আকার অর্থাৎ যে সত্তা তোমার মধ্যে প্রথম থেকেই মজুদ আছে সেটি হচ্ছে তোমার শরীরের অভ্যন্তরে তোমার আত্মা এই আত্মাকে আমরা কেউ দেখতেও পাইনা ধরতেও পাই না কাটতেও পারি না ঠিক সেরূপ ব্রহ্মাণ্ড কেউ আমরা সম্পূর্ণরূপে জানতে পারি না তার কারণ যেমন সূর্য একটি নক্ষত্র রাত্রে বেলায় আকাশে যে ক্ষুদ্র ক্ষুদ্র তারাগুলো আমরা দেখতে পাই সেগুলো একটি করে নক্ষত্র কিন্তু ওই তারা গুলোর কোন নামকরণ নেই অর্থাৎ যার কোন নামকরণ নেই যাকে দেখতে পাওয়া যায় না যাকে ধরতে পারা যায় না সেগুলোই হচ্ছে ব্রহ্মাণ্ড তাহলে মানব শরীরের অভ্যন্তরে আত্মায় হচ্ছে ব্রহ্মাণ্ড আর তার সূচক হচ্ছে ওমকার অর্থাৎ আহাম স্থির আকার ভালো লাগলে বলুন ওম শ্রী পরমাত্মনে নমো আর পাশের বেগুনি বোতাম টিপে সমস্ত জানুন আর আমার সঙ্গে যোগাযোগ করুন সমস্ত প্রশ্নের উত্তর দেব

  • @ThisIsMyVlog_Ayan
    @ThisIsMyVlog_Ayan 2 месяца назад +10

    খুব সুন্দর ব্যাখ্যা করছেন

  • @rumasarkar5739
    @rumasarkar5739 2 месяца назад +6

    খুব গুরুত্বপূর্ণ আলোচনা।। ধন্যবাদ । প্রণাম নেবেন 🙏🙏🙏🙏 ।

  • @amalchandradas9829
    @amalchandradas9829 2 месяца назад +4

    ওঁ সবাই বলতে পারবে। এটাই প্রচার করা উচিত। ওঁ কেউ বলতে পারবে আর কেউ বলতে পারবে না এটা বলে সনাতন ধর্মাবল্বীদের মধ্যে ভেদাভেদ তুলে ধরেছেন। আপনি বলেছেন ওঁ এর অর্থ না জানলে ওঁ বলে কোন ফল হবে না। এর ফল কি আপনি দিবেন। প্রথমেই কেউ গুরু হতে পারে না। আগে শিষ্য হতে হয়। তার পর গুরুর পদ অর্জন করতে হয়। শিষ্যই হলো না তাহলে গুরু হবে কিভাবে। এজন্য ওঁ বলতে হবে। এরপর ইচ্ছা থাকলে ওঁ এর অর্থও জানা জাবে। আমি যদি বলতেই না শিখি তা হলে অর্থ জানার আগ্রহ আসবে কিভাবে। ভগবানের নাম সকলেই নিতে পারবে। এটাই সঠিক। ভগবান করো গোষ্ঠির জন্য নয়।

    • @Ananyo69
      @Ananyo69 11 дней назад

      কথা সত্য। এদের থেকে অনুমতি নিয়ে কোন‌ও কিছু করতে হবে না।

    • @DPMUSICWOLRD
      @DPMUSICWOLRD 6 дней назад

      করো কাছ থেকে অনুমতি নিতে কেও বলে না,,শুধু নিজের ধর্ম আর সংস্কৃতি কে বাঁচিয়ে রাখো,,,নাহলে 2nd bangladesh হতে সময় লাগবে না ​@@Ananyo69

    • @BasudebAdhikary-hz2pb
      @BasudebAdhikary-hz2pb День назад

      আমার মাঝে মাঝেই একটা প্রশ্ন জাগে মনে, অমরা অর্থাত , সনাতনী রা কিকরে এক হবে একটা ওঁ আর ওম শব্দটা কে দিয়ে বিভাজন করে রেখেছেন মহাপুরুষ মহাজনেরা ।যেমন গীতা পাঠ করতে গেলে বলা হয় উচ্চারণ ভুল হলে মহাপাপ এই কথা শুনলে কেউকি আর গীতা পাট করবে কপালে ঠেকিয়ে রেখে দেবে তাহলে হিন্দুরা কীকরে শাস্ত্র শিখবে। সবার ঘরে খুঁজলে গীতা একটা পাওয়া যাবে কিন্তু ওই পাপ এর ভয়ে ধারে কাছেই ঘেঁষে না । এটা এই প্রজন্মের কোনো দোস নয় এই ভুল আগের প্রজন্ম করে গেছে তার খেসারত আমাদেরই দিতে হচ্ছে। হিন্দু দের রোববার ছুটি থাকে বলতে পারবেন ক টা বাচ্চা মন্দিরে গিয়ে প্রার্থনা করে, করে না ।। হরে কৃষ্ণ প্রভু।।

  • @ganeshpaul317
    @ganeshpaul317 2 месяца назад +3

    Ati sundar

  • @samarkumarsamanta9532
    @samarkumarsamanta9532 2 месяца назад +4

    আমি পূর্ব মেদিনীপুর থেকে, সাণ্ডিল্য গোত্র, বহুদিন এই প্রশ্ন মাথায় ঘুরছিল, আজ উত্তর পেলাম।

  • @tulumajumdar7008
    @tulumajumdar7008 2 месяца назад +3

    গান শিখতে গেলেও ওং কার রেয়াজ করতে হয় ।খুব সুন্দর আলোচনা।নমসকার

  • @sujitkumardas8533
    @sujitkumardas8533 2 месяца назад +3

    THANK YOU FOR YOUR DISCUSSION

  • @hiranmoybanerjee9225
    @hiranmoybanerjee9225 2 месяца назад +4

    Excellent clarification

  • @NarayanKar-uo9wb
    @NarayanKar-uo9wb 2 месяца назад +2

    আলোচনা ঠিক আছে,এতে সকলের অভিজ্ঞতা বাড়বে। জয় গুরু।

  • @pabitrabanerjee3805
    @pabitrabanerjee3805 2 месяца назад +3

    ওম সম্বন্ধে খুব সুন্দর ব্যাখ্যা করলেন।
    আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

  • @user-jz7hn3vp2l
    @user-jz7hn3vp2l 2 дня назад

    Om fine alochona

  • @KashinathDas-mo7tv
    @KashinathDas-mo7tv Месяц назад +1

    খুব ভালোবিষয়

  • @DolanTalukder-xq4wg
    @DolanTalukder-xq4wg Месяц назад +1

    ধন্যবাদ, খুবই আনন্দিত হলাম

  • @SrigobindaDas
    @SrigobindaDas 19 дней назад

    সুন্দর আলোচনা হচ্ছে। ধন্যবাদ। সাধনের বিষয়ে বোঝানোর জন্য অনেকের সুবিধা হবে মনে হয়। ভালো থাকবেন। প্রণাম নিবেন।

  • @user-ce3it6hm3l
    @user-ce3it6hm3l 2 месяца назад +1

    বেশ ইনফরমেটিব ও প্রয়োজনীয় আলোচনা। ভ্রান্তি অপনোদনের জন্য এ ধরনের আলোচনা যত হয় ততই মঙ্গল।

    • @sureshdas3613
      @sureshdas3613 2 месяца назад

      আমি দেখতেছি খুব ভাল লাগছে

  • @ShyamapadaRoy-qn4pw
    @ShyamapadaRoy-qn4pw Месяц назад +2

    আপনার ভিডিও টা যথার্থ।নমষ্কার।ধন্যবাদ।জয়গুরু জয়।

  • @amiyabhushanghosh6345
    @amiyabhushanghosh6345 9 дней назад

    অসাধারণ বক্তব্য আপনাকে অশেষ ধন্যবাদ🙏🙏🌺🌸

  • @PramodDas-uc8is
    @PramodDas-uc8is 2 месяца назад +5

    ওঁম জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে রাধে

  • @sarbeswarnath6193
    @sarbeswarnath6193 7 дней назад

    🙏, very nice interpretation. 🙏

  • @onwgamer318
    @onwgamer318 Месяц назад +1

    খুব সুন্দর ব্যাখ্যা করেছেন

  • @SuvadipDas-hi7nc
    @SuvadipDas-hi7nc 2 месяца назад +1

    খুব সুন্দর

  • @badalsarkar3535
    @badalsarkar3535 7 дней назад

    Good .

  • @BikashLodh-p5e
    @BikashLodh-p5e 6 дней назад

    মহাশয় শোনতে খুব ভালো লাগছে।ও সমন্ধে অনেক কিছু জানতে পারলাম।

  • @deeptanudas4603
    @deeptanudas4603 2 месяца назад +2

    আগরতলা, ত্রিপুরা থেকে ।খুব সুন্দর ।

  • @pradipdey1598
    @pradipdey1598 2 месяца назад +1

    Very beautiful advice thanks.

  • @orchidbarman5238
    @orchidbarman5238 2 месяца назад +4

    প্রণাম জানাই..! অনুরোধ করি..মাণ্ডুক্য উপনিষদের কিঞ্চিৎ জ্ঞান দান করুন।

  • @babulroy4411
    @babulroy4411 2 месяца назад +1

    হরে কৃষ্ণ দাদা আপনার এই অনুষ্ঠান খুব তাৎপর্য পূর্ণ। আমি বাংলাদেশ থেকে বলছি। নমস্কার🙏

  • @subhasdas2289
    @subhasdas2289 Месяц назад

    খুব ভালো লাগলো। ধন্যবাদ। ভগবান মঙ্গল করুন।

  • @krishnapagol1192
    @krishnapagol1192 2 месяца назад +7

    সব ভন্ডামি সব ভন্ডামি, সবাই ভগবানের সন্তান ভগবানেরবানী সবাই উচ্চারণ করতে পারে, জাত গুরু জাত ব্রাহ্মণ হিন্দু সমাজের কাল

  • @kamalkantimitra7583
    @kamalkantimitra7583 Месяц назад

    ওঁ তথা ওমকার শব্দের খুব সুন্দর বিশ্লেষণ দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।প্রভূ এভাবেই চালিয়ে যান।হরে কৃষ্ণ

  • @asokekumarmahato3460
    @asokekumarmahato3460 28 дней назад

    Om hi shakti bhakti gyan o mukti. ❤❤❤

  • @JishuDhar-tq7ih
    @JishuDhar-tq7ih 2 месяца назад +1

    জয় গুরু৷ জয় শ্রী কৃষ্ণ
    মহারাজ বলছেন খুব ভালো লাগছে। বলুন কৃষ্ণ নগর নদীয়া

  • @swadeshranjanbhunia4179
    @swadeshranjanbhunia4179 2 месяца назад +1

    Very praisable explanation.

  • @gopalpal4958
    @gopalpal4958 2 месяца назад +1

    খুব সুন্দর ব্যাখা করলেন।

  • @gokulchandrasarkar7606
    @gokulchandrasarkar7606 2 месяца назад

    ব্যাখ্যা সুন্দর, শুনে প্রীত হ'লাম।

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Месяц назад

    Joy guru khub bhalo laglo,apni ekdom thik katha bolechen,khub sundor bujhiechen🙏

  • @subirbhattacharjee9470
    @subirbhattacharjee9470 Месяц назад

    আমি সুবীর ভট্টাচার্য্য, বাংলাদেশ, সিলেট , থেকে আপনার "ওঁ" বিষয়ে ভিডিও দেখছি এবং খুব ভালো লাগছে।

  • @gourchroy5446
    @gourchroy5446 2 месяца назад +1

    Carry on

  • @ramakrishnabhattacharjee5851
    @ramakrishnabhattacharjee5851 2 месяца назад +1

    Beautiful explanation.

  • @chandranathchatterjee9029
    @chandranathchatterjee9029 2 месяца назад

    খুব ভালো লাগছে ওঁকার সম্বন্ধীয় আলোচনা।এই প্রনবের বিস্তারিত অর্থ সিংহভাগ মানুষ ই জানেন না বা জানতে চেষ্টা করেন না কেন সবাই বলবে না এই নিয়ে বিতর্ক চলছেই।আপনাকে অনেক অনেক সাধুবাদ জানাই সবাইকে প্রনব সম্পর্কে শিক্ষিত করতে সচেষ্ট হওয়ার জন্য।আবারো প্রমাণ জানাই।

  • @sukhamoyghose8195
    @sukhamoyghose8195 2 месяца назад

    sir, your advice of enquarey is the roal road to knowledge and it is ultimate no other ways.

  • @BarnaliDey-bl6cn
    @BarnaliDey-bl6cn Месяц назад

    You are a great real sanatan knowing person .

  • @arnabocean3611
    @arnabocean3611 2 месяца назад +3

    সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে সবথেকে বেশি বিধিনিষেধ ব্রাহ্মণদের দেওয়া হয়েছে।

  • @ajoyharikundu7577
    @ajoyharikundu7577 Месяц назад

    Khub bhalo topics

  • @SitanChakraborty-kp3fx
    @SitanChakraborty-kp3fx 2 месяца назад

    Khob bhalo samadhan dilen ,joy sre😢e krishna

  • @lakshmikanta2966
    @lakshmikanta2966 7 дней назад

    প্রণাম নেবেন 🙏

  • @Chottopurohit
    @Chottopurohit 2 месяца назад +2

    কাজী নজরুল কে,,,কাজী নজরুলের নাম না নিয়ে রবিন্দ্রনার্থের নাম নিতেন

  • @nrhansda7999
    @nrhansda7999 2 месяца назад

    আমার মতে, আমাদের আন্তআ র উৎস এবং শেষ একই জায়গা তথাগত ভাবে, তাহলে আমাদের কর্মের উপর ভর করে নিজের কাজ করে যেতে হবে এই সত্য বের করতে হবে। এখানে। এখানে নারী, পারুষ নির্বিশেষে যে কোনো জীব এই মনোভাব পোষণ করতে পারে বর্ণ নিবিশেষে। চমৎকার ভাবে আপনার আলোচনা প্রস্তুত করেছেন ধন্যবাদ ।

  • @bangshiporey7146
    @bangshiporey7146 Месяц назад +1

    জয় সত্য সনাতন ধর্মের জয়

  • @RanjuDas-gh1up
    @RanjuDas-gh1up 2 месяца назад

    🕉️শব্দের আলোচনা শুনে অনেক আনন্দ হলাম

  • @tanikchandradas293
    @tanikchandradas293 2 месяца назад

    Ati sundar bislason

  • @bikashchandramistry7071
    @bikashchandramistry7071 2 месяца назад

    Khub valo alochana hocce.

  • @kalidaspoddar5174
    @kalidaspoddar5174 Месяц назад

    Hari Omh!.

  • @haranchandraroy
    @haranchandraroy 2 месяца назад

    Very commendable.joy guru Hari om.

  • @champaranibarman1981
    @champaranibarman1981 2 месяца назад

    খুবই ভাল লাগল

  • @indrajitdas4253
    @indrajitdas4253 Месяц назад

    আপনার সাথে দ্বিমত পোষণ করছি। যে সংকীর্ণ মানসিকতায় সংস্কৃত ভাষার ব্যবহার করতে দেওয়াই হয়নি সেই একই কারনে ওঁ: শব্দের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। ওঁ: শব্দের অর্থ আগেই জানার প্রয়োজন নেই। কারন শব্দের অর্থ যে জানতে পারবেন তিনি ব্রহ্মময় হয়ে যাবেন । যেটা অসম্ভব? তাই ওঁ: শব্দের উচ্চারণ করতে করতে অর্থ হৃদয়ে ধারণ করার মাধ্যমে ধীরে ধীরে নিজেকেই উচ্চতর অবস্থানের দিকে নিয়ে যেতে হবে। ঈশ্বর সকলের মঙ্গল করুন। সকলকেই শ্রীচরণে আশ্রয় দিন।

  • @krishnachakraborty9835
    @krishnachakraborty9835 Месяц назад

    Khub Sundar bakkha

  • @DebashisChakraborty-mb3vw
    @DebashisChakraborty-mb3vw 2 месяца назад

    খুব সুন্দর বর্ণনা করেছেন HARI OUMM

  • @priyabratachakraborty8890
    @priyabratachakraborty8890 Месяц назад

    জয়গুরু। আপনার আলোচনা খুবই ভালো। আপনার আলোচনা আশাকরি অনেকের চোখ খুলে যাবে। আপনার আলোচনায় কিছু গেপ থাকছে।

  • @utpolroy3212
    @utpolroy3212 2 месяца назад +4

    কাজী নজরুলের পথ অনুসরণ করা কি ঠিক হবে? তিনি এক সনাতনী নারীর মনে প্রভাব ফেলে ধর্মান্তরিত করেছেন।তাঁর কবিতা গান ভালো লাগে, কিন্তু জীবন আদর্শের এই দিক আমার পচন্দ নয়।

    • @Chottopurohit
      @Chottopurohit 2 месяца назад

      আমিও একমত

    • @mitalisarkar8249
      @mitalisarkar8249 Месяц назад

      ও তাই তা তিনি যদি ইসলামী'ই যদি হন তো তিনি মায়ের গান লিখলেন কেন ?

  • @SABITAKABIRAJ-oc4io
    @SABITAKABIRAJ-oc4io 2 месяца назад

    Thakur apni eto Sundar kare bojhalen khub bhalo laglo

  • @pravatkumarghosh3681
    @pravatkumarghosh3681 2 месяца назад

    খুব সুন্দর ব্যাখ্যা খুব সুন্দর

  • @bivasarkar21
    @bivasarkar21 2 месяца назад

    খুবই গুরুত্বপূর্ণ বিষয়

  • @nilratanbiswas1110
    @nilratanbiswas1110 Месяц назад +1

    Dada apni jodi madhu khan " Madhu sobhav misti dan kora tahole apni misti pelen " Om er je shakti sei shaktitei apni shakti soncharito hoben !

  • @user-px5mn1cd7n
    @user-px5mn1cd7n 2 месяца назад

    Very good description. Thanks. ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @mantudas5995
    @mantudas5995 2 месяца назад

    Joy sree krishna ki Joy radhe radhe dada aponar kota golo shune khub bhalo lage ami praiy aponar kota golo shune ami doha qatar theke dekchi aponake onek onek dhonnobad janai

  • @rabidasganguli599
    @rabidasganguli599 2 месяца назад

    Khub sundar

  • @user-mw4ws1op8f
    @user-mw4ws1op8f Месяц назад +1

    Hari🎉om❤

  • @ranjanaaichroy5238
    @ranjanaaichroy5238 2 месяца назад

    Khub sundor 🙏🙏🙏🙏🙏

  • @chandanbanik4581
    @chandanbanik4581 Месяц назад

    Excellent explanation🙏🙏🙏

  • @Ananyo69
    @Ananyo69 11 дней назад

    রামকৃষ্ণ মিশনে ওঁ মন্ত্র প্রদান করা হয় এবং পূজার পুষ্পাঞ্জলী সবার জন্য ই ওঁ মন্ত্র দিয়ে শুরু করা হয় ।

  • @mamoni7297
    @mamoni7297 2 месяца назад

    খুব সুন্দর একটি পোস্ট।

  • @sagarpaul2201
    @sagarpaul2201 2 месяца назад +1

    Nari purush sudro sobar nabipdo hota om dhoni uchcharito hoy ata cisti vogobaner to sober om uchcarankorar odhikar assa ata bad dela moha paphoba ai kusokolsker barammonra korasilo nijedesarto sidr jonoy akhon bramder bhondame ar cholbana manus sob bujagasa joy guru

  • @sanskritbhasashiksha7320
    @sanskritbhasashiksha7320 2 месяца назад

    Guruji bol6i om chara Amara kono sobdo uccharon korte pari na eita ki kore ta bujte parlam na

    • @radhashyamroy9140
      @radhashyamroy9140 2 месяца назад

      গীতার বাণী কে স্মরণ করে পুনর্জন্ম বিষয়ে জানতে আগ্রহী।

  • @user-ws2ms4lx1h
    @user-ws2ms4lx1h 22 дня назад

    সুশান্ত সাহু আপনার যুক্তি বাদী আলোচনা ভাল লেগেছে।

  • @sritirtha1175
    @sritirtha1175 2 месяца назад

    সুন্দর হয়েছে

  • @x-factsak4sh995
    @x-factsak4sh995 2 месяца назад

    Ami aee topic ta chaachhilam.thank you.

  • @user-im3yu8sm6k
    @user-im3yu8sm6k 2 месяца назад

    জয়গুরু জয় রাধা।দারুণ বললেন।আনন্দ পেলাম।❤❤❤❤

  • @JishuDhar-tq7ih
    @JishuDhar-tq7ih 22 дня назад

    মহারাজ আপনাকে প্রণাম
    বলুন খুব ভালো লাগছে।
    যীশু কৃষ্ণ ধর। কৃষ্ণ নগর। নদিয়া

  • @ranajoyganguly7905
    @ranajoyganguly7905 Месяц назад

    বিষয় টি বেশ ভালো।
    বৈদান্তিক ধর্মের কুসংস্কার দূর হওয়া ভীষণ দরকার।
    এই রকম কুসংস্কার গুলি দেখিয়ে আলোচনা দরকার। তার ব্যাপক প্রচার দরকার।

  • @rajadahir2066
    @rajadahir2066 2 месяца назад +1

    সব বর্ণিত যদি রাজা বা সেনা হয় ক্ষত্রিয়ের সমস্যা কি ?
    সব বর্ণই যদি ব্যবসা ,কৃষি , গোরক্ষা, বাণিজ্য করে তবে বৈশ্যের সমস্যা কি?
    সব বর্ণই যদি লঘু শিল্প , কুটির শিল্প , সেবা করে যবে শুদ্রের সমস্যা কি?

  • @user_mihirg2qz1g
    @user_mihirg2qz1g Месяц назад

    আমি নমো শুদ্র হয়ে বলছি খুব সুন্দভাবে আলোচনা করলেন❤❤❤ ও ম আমার জন্যেও বুজদে পারছি

  • @nirmalchakraborty307
    @nirmalchakraborty307 2 месяца назад

    অসাধারণ, অসাধারণ, অসাধারণ

  • @nanigopalpaul3049
    @nanigopalpaul3049 2 месяца назад

    খুব ভাল লাগল।

  • @SwaponKumarBarman
    @SwaponKumarBarman Месяц назад

    ধন্যবাদ, দাদা

  • @UnnatiGhoshMondal
    @UnnatiGhoshMondal 2 месяца назад

    খুব ভাল লাগল

  • @SheuliSaha-kk3ju
    @SheuliSaha-kk3ju Месяц назад

    Jay shree Krishna 🙏

  • @dipalibhadra8638
    @dipalibhadra8638 2 месяца назад

    Khub valo laglo OM er tatparja sundar vabe balar Janna anek dhanybad o pranam neben tabe ekti janar bisay je yoga class ba anytra je OM chanting Kara hay tar kono mulya nei ar suspti sapna je gulo apni ballen Ami jante chai

  • @PatraSujit-r1h
    @PatraSujit-r1h 7 дней назад

    Amar man ei maltar prati shradhya bhaktite bhore galo, eta kon school e parechhilo er sahapathira ki eke konodin matha nera kore bonde pachhaya tel makhiye merechhilo?

  • @parinitakarmakar7233
    @parinitakarmakar7233 2 месяца назад

    Excellent

  • @nishithdas630
    @nishithdas630 Месяц назад +1

    শ্রদ্ধা পূর্ণ প্রণাম নেবেন। আপনার ভিডিও যখনই দেখি খুব ভালো লাগে।কিন্তু আমার একটু অনুরোধ আপনার কথাগুলো জলদি।একটু ধীরে ধীরে বললে ভালো হতো।

  • @sayantanmalik
    @sayantanmalik 2 месяца назад

    ..bisay ta Jana khub ichha chilo. Dhanyabad.

  • @pritirekhamukherjee6064
    @pritirekhamukherjee6064 2 месяца назад

    khub bhalo

  • @humorhumariduniya1808
    @humorhumariduniya1808 2 месяца назад

    Great knowledge ❤❤❤❤

  • @anupkalita594
    @anupkalita594 2 месяца назад

    Very good, gotra-oleman.

  • @sunilkumarpanja3033
    @sunilkumarpanja3033 2 месяца назад +1

    আধ্যাত্মিক জ্ঞান ও অন্তরে আধার না থাকলে এ জিনিস বোঝা শক্ত। এ শুধু গল্প শোনার মতো হবে। বিশেষ অনুভূতির প্রয়োজন। আপনার আলোচনা মন্ত্র মুগ্ধতার সাথে শুনেছি, আমার খুবই ভালো লেগেছে।

  • @rumaroy2845
    @rumaroy2845 2 месяца назад

    খুব ভালো লাগছে....🙏🙏🙏🙏

  • @mousumideb554
    @mousumideb554 2 месяца назад

    জয় শ্রী কৃষ্ণ ধন্য বাদ আপনাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথা বলার জন্য

  • @suchitrabose5422
    @suchitrabose5422 2 месяца назад

    Dada ami apnar samosto alochanar madhyame anek bishoy jante parlam .