আমার আত্মীয় তাই আমি সত্যি টা জানি। তার বড় ভাই কখনোই ব্যবসায় জড়িত ছিলোনা,তিনি গ্রামের জমাজমি দেখাশোনা করতেন. আর সৈয়দ ভাই নিজে একা কষ্ট করে ব্যবসা সম্প্রসারণ করেন আর ছোট ভাইকে পড়াশোনা করিয়ে নিজের ব্যবসায় দায়িত্ব দেন, বাইরে চাকরি করতে দেন নি, ভাইকে নিজের কাছে রেখে দেন। আর বাড়িতে বড় ভাইকে প্রতি মাসে বাড়ির খরচের জন্য টাকা পাঠানোর কথা ও আমরা জানি। সৈয়দ ভাই এর সন্তান হতো না তাই জন্য বড় ভাই তার মেয়েকে সৈয়দ ভাই কে দিয়ে দেন এতোটাই ভালো সম্পর্ক তাদের মধ্যে ছিলো। আর সৈয়দ ভাই নিজের ইচ্ছেতেই ভাইদের তার নিজের ব্যবসার অংশীদার করেন। আজকে এই নিউজ দেখে মনে হলো আপনি যতোই করেন নিজের আপন ভাই ও তার সার্থে আঘাত আসলে তার অতীত ভুলে যায়। নয়তো নিজের কষ্টের ব্যবসায় কয়জন ভাই আছে যে তার ভাইদের অংশীদার করেন। ছোট ভাই বোনের পড়াশোনা, বিয়ে সব দায়িত্ব পালন তিনি করেছেন, বাড়িতে বড় ভাইয়ের পরিবার ও তিনি দেখতেন। আজকে এই নিউজ। 😢
ভাইজান আপনি ঠিক বলেছেন, আমি সৈয়দ ভাইকে খুব কাছ থেকে দেখেছি কিভাবে তিল তিল করে ভাই কোম্পানি কে করেছেন, বিশেষ দ্রষ্টব্য: আমি কিন্তু আপনাদের আত্মীয়-স্বজন না, আমার2001 সাল থেকে সৈয়দ ভাইয়ের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল
এই নিউজটা সত্যি না,আমি এলিফ্যান্ট রোড থাকি, সৈয়দের এটুজেড আমি জানি, কিছু সতি্য কথা উপরে কমেন্টে এক ভাই করেছে, সৈয়দ অনেক কষ্ট করে ব্যবসা বড় করেছে, কাল বেলার দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তথ্য নিয়ে রিপোর্ট করার জন্য।
ভাই আমিও আপনার সাথেই একমত। আমি উনার নারায়নগনজ শোরুমের বারিওয়ালা আমার জানামতে উনি অনেক আল্লাহ ওয়ালা। আমার নাম মো: বুলবুল রাজা মিঠু। আমি খাশ দিলে উনার জন্য দোয়া করি। আল্লাহ পাক উনার সকল সমস্যা দূর করে দেন।
আমি ৮ বছর চাকরি করেছি,,, উনার মত ভালো, সৎ পরিশ্রমী ও কর্মঠ মানুষ,,, আমি আর কখনো কোথাও দেখিনি,,, কোম্পানি জন্ম 1992 সাল,,, একটু চিন্তা করলেই তো বাইর হয়ে যায় তখন কার বয়স কত ছিল,,, কে হকারি করছে আর কে স্কুলে পড়ছে,,, সৈয়দ ভাইয়ের জন্য দোয়া রইল,,, আল্লাহতালা সৈয়দ ভাইকে নেক হায়াত দান করুক,,,!!!
আমি টপটেন এ প্রায় ১০ বছর চাকরি করছি এই পৃথিবীতে আমার জানামতে টপটনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু সাঈদ স্যারের মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই। উনি যে এত টাকার মালিক উনার মধ্যে নেই কোন হিংসা নেই কোন বিদ্বেষ আছে শুধু ভালোবাসা। উনার কোম্পানিতে একজন ক্লিনারকে উনি যতটুক সম্মান করে এবং ভালোবাসে এটা কখনোই কালবেলা টিভি আপনারা বুঝতে পারবেন না কারণ আপনারা তো ওনাকে কাছ থেকে দেখেন নাই তাই আমি কাল বেলা টিভিকে বলবো উনার কাছে আপনারা সরি বলেন পরে এই রিপোর্টটা ডিলিট করেন। উনার মত একটা ভালো মানুষ সমাজ থেকে যদি বের হয়ে চলে যায় তাহলে হাজার হাজার অসহায় মানুষ থেকে বঞ্চিত হবে। আজকে উনার কথা বলতে গেলে লিখে শেষ করা যাবে না।
যদিও এরা গলাকাটা দাম রাখে কিন্তু যে রিপোট করেছেন তা টাকা খেয়ে করেছেন । মূল উদ্যোক্তা মেজো ভাই বটে । ছোটজন অনেক ছোট ছিল আর বড় জনের অবদান নগন্য । ধন্যবাদ
আমি প্রায় ২ বছর চাকরি করেছি । যতটুকু দেখেছি ও শুনেছি সৈয়দ সাহেব অত্যান্ত পরিশ্রম করে তিল তিল করে গড়ে তুলেছেন । এই নিউজটা আমার কাছে উদ্দেশ্য প্রনোদিত মনে হয়েছে । কেননা উজ্জল ভাই কিভাবে ব্যবসা করেছেন তখন তো তার বয়স ৫/৭ এর বেশি হওয়ার কথা নয় । আর আউয়াল ভাইকে কখনই ডেডিকেটেড মনে হয় নাই । সৈয়দ সাহেবের জন্য দোয়া রইলো ।
আমি ব্যক্তিগতভাবে Top Ten গ্রুপের কাউকেই চিনি না , তবে নিউজ দেখে এবং নিউজের কমেন্ট দেখে বুঝলাম এটা কালবেলার মনগড়া খবর। তাই সাংবাদিক সহ সকলকে বললো আপনারা সত্যকে সত্য প্রচার এবং মিথ্যাকে মিথ্যা বলুন অযথা অহেতুক মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না।
হলুদ সাংবাদিকতা! হোসেন খুবই ভাল লোক,যখন সে হকারি করত তখন থেকে তাকে চিনি। তার একক প্রচেষ্টায় এই টপ টেন প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠান বড় হওয়ার পর তিনি তার ভাইদের টপ টনে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। এখন এই ভাইরা কালসাপ হয়ে ছোবল দিচ্ছে।
এই নিউজটি করানো হয়েছে উদ্যেশ্যশূলক ভাবে। সৈয়দ সাহেব মূলত তার ছোট ও বড় ভাইকে কিছু শেয়ার দিয়েছিলেন সরল মনে। কিন্তু একটা সময় ব্যবসা বড় হলে এবং ওনার ছেলে সন্তান জন্ম নিলে তারা ভাইয়েরা বেঁকে বসে। তারা এখন ব্যবসার ভাগ চায়। আফসোস। ভাইদের উপকার করতে গিয়েছিলেন সৈয়দ সাহেব।😢😢😢তার প্রতিদান এই।
টপ টেনের কাস্টমার আপ্যায়নের আমি অনেক বড় ফ্যান। আপনি কাপড় কিনেন আর না কিনেন আপনাকে বোতলজাত পানি ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়। এটা কিন্তু একটা বড় মনের পরিচয়।আর এই রিপোর্টেও খাপলা আছে।
আমাদের দেশের সাংবাদিক গুলো হলো খুব সাংঘাতিক, এদের থেকে সবাই সাবধানে থাকবেন দিলেরে তাল বানায় ফালায়, টপ টেনের মালিক উনার নিজ গুনে আজকে এই জায়গায়, কিছু বাহ্যিক লোক আছে তারা চেষ্টা করবে কিভাবে নিচে নামানো যায়,
কালবেলা ভারতের দালাল। ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যান এর সময় রেমন্ডস ব্যাবসায় মার খাইছে। এখন তার বদলা নিতে রেমন্ডস এর ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বী টপ টেন এর পিছনে লাগছে। 🤬🤬
এজন্যই কথা আছে নিজের ভাইদেরকে কখনো শেয়ারে নিবেন না, একা কষ্ট করে এত বড় ব্যবসা দাঁড় করিয়ে ভাইদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদেরকে এড করলো, আজকে তারাই তাকে ছোবল দিচ্ছে
সৈয়দ ভাই সঠিক, নাকি বাদশা ভাই সঠিক?যাহারা ৯২ থেকে এলিফ্যান্ট রোডে ছিলেন বা আছেন তারাই বুঝবেন বিষয়টি। আমতলা হোটেলের মালিক বাদশা ভাইকে মনে মনে ভাবতাম যে,ভাইদেরকে সঠিক মূল্যায়ন করেননা, আর সৈয়দ ভাইকে মনে মনে ধন্যবাদ দিতাম যে, ভাইদেরকে সাথে নিয়ে আসছে।
ভাইদের জন্য এত কিছু করছে সেই ভাইয়েরা ফেক রিপোর্ট ছড়ায় আমরাই মানুষ একটু বিস্তারিত বলি। উনি যখন ব্যবসা শুরু করে তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র চার বছর আর উনার বড় ভাই ছিল অন্য একটা কোম্পানিতে চাকরি করতো ব্যবসা শুরু করে একাই ছোট ভাইয়ের বয়স ছিল চার বছর সেও নাকি তার সাথে ব্যবসা করছে উপকৃত করতে যেয়ে এখন উল্টা ফেঁসে গেছে,
@@naymulislamrafi5595 uni bhul kichu bole nai. Je lapel pin baire 400 te pawa jai...same lapel pin Top 10 ae around 900tk. Je pocket square set baire 500tk..oita Top 10 ae 1200tk. R kono prove lagbe apnar?
@md.alamin6478 you just show your level buddy. I have a collection of near around 600+ lapel pins which are mostly brought from Dubai and USA. Actually it's my fault. I wasted my time talking with a DU*MB A*SS
নিউজটা একদম এ ভুল,ঢাকায় আমরা এক বাসায় থাকতাম,আমরা জানি,মেজ ভাই ই এটার মূল মালিক,সেই ই হকারি করতো।একটা সময় যখন ব্যবসা বড় হয় তখন ২ ভাইকে সাথে এনে ব্যবসা করে,সেয়ার দেয়।মেজ ভাই খুব ই ভাল মানুষ,আমরা শুনেছি উল্টো ২ ভাই কোম্পানির টাকা মেরে দিয়েছে।
আমি তার প্রথম দিককার ক্রেতা । দুটো টুলের উপর কাপড় রেখে এই সৈয়দ কাপড় বিক্রি করতো । অতিরিক্ত দাম রাখার পর থেকে আমি সে দোকানে যাই না । তবে সৈয়দ খুব মিতভাষী ভদ্র মানুষ ।
নিঃসন্দেহে সৈয়দ হোসেন অপরাধ করেছেন, কারণ উনি উনার ভাইদের কে (কৃষক বা হকার)থেকে ঢাকায় এনে কোম্পানির মালিক বানিয়েছেন, আর এটাই সৈয়দ হোসেন ভাইয়ের অপরাধ অপরাধ
পারিবারিক সমস্যার ব্যাপারেও আজকাল টিভি চ্যানেলের রিপোর্ট দেখা যায় 😅 কারন আজকাল জায়েদ খান পরিমনির নিউজ কেউ খায় না এজন্য কালবেলা হাত পেতেছেন টপ টেন এর কাছে 😅
এই সৈয়দ হোসেন এলিফ্যান্ট রোডের একটা গলিতে ম্যাচে থাকতো এবং একটা দোকেনের কর্মচারী ছিলেন এই সৈয়দ হোসেন পরবর্তীতে ম্যাচের বুয়াকে বিয়ে করেছিলেন সেই বুয়া এখনো তার বউ পরে সৈয়দ হোসেন আরো কয়েকটি বিয়ে করেছে কারণ এখন সে হাজার কোটি টাকার মালিক।
taka hoyese porokia korle thik silo, tai na ??? jader taka ase, boron poson dite parbe .. tader jonno 4 ta bow ek sathe rakhar permission islam diyese .... apnar somossa ki?
He literally is not cheating 🙏 this is news is totally one sided and fabricated. I hope this fake news doesn't affect the ones working under that company
আমার আত্মীয় তাই আমি সত্যি টা জানি।
তার বড় ভাই কখনোই ব্যবসায় জড়িত ছিলোনা,তিনি গ্রামের জমাজমি দেখাশোনা করতেন.
আর সৈয়দ ভাই নিজে একা কষ্ট করে ব্যবসা সম্প্রসারণ করেন আর ছোট ভাইকে পড়াশোনা করিয়ে নিজের ব্যবসায় দায়িত্ব দেন, বাইরে চাকরি করতে দেন নি, ভাইকে নিজের কাছে রেখে দেন।
আর বাড়িতে বড় ভাইকে প্রতি মাসে বাড়ির খরচের জন্য টাকা পাঠানোর কথা ও আমরা জানি। সৈয়দ ভাই এর সন্তান হতো না তাই জন্য বড় ভাই তার মেয়েকে সৈয়দ ভাই কে দিয়ে দেন এতোটাই ভালো সম্পর্ক তাদের মধ্যে ছিলো।
আর সৈয়দ ভাই নিজের ইচ্ছেতেই ভাইদের তার নিজের ব্যবসার অংশীদার করেন।
আজকে এই নিউজ দেখে মনে হলো আপনি যতোই করেন নিজের আপন ভাই ও তার সার্থে আঘাত আসলে তার অতীত ভুলে যায়।
নয়তো নিজের কষ্টের ব্যবসায় কয়জন ভাই আছে যে তার ভাইদের অংশীদার করেন। ছোট ভাই বোনের পড়াশোনা, বিয়ে সব দায়িত্ব পালন তিনি করেছেন, বাড়িতে বড় ভাইয়ের পরিবার ও তিনি দেখতেন। আজকে এই নিউজ। 😢
ভাইজান আপনি ঠিক বলেছেন, আমি সৈয়দ ভাইকে খুব কাছ থেকে দেখেছি কিভাবে তিল তিল করে ভাই কোম্পানি কে করেছেন, বিশেষ দ্রষ্টব্য: আমি কিন্তু আপনাদের আত্মীয়-স্বজন না, আমার2001 সাল থেকে সৈয়দ ভাইয়ের সাথে ব্যবসায়িক সম্পর্ক ছিল
Akdom right
এই নিউজটা সত্যি না,আমি এলিফ্যান্ট রোড থাকি, সৈয়দের এটুজেড আমি জানি, কিছু সতি্য কথা উপরে কমেন্টে এক ভাই করেছে, সৈয়দ অনেক কষ্ট করে ব্যবসা বড় করেছে, কাল বেলার দৃষ্টি আকর্ষণ করছি, সঠিক তথ্য নিয়ে রিপোর্ট করার জন্য।
ভাই আমিও আপনার সাথেই একমত। আমি উনার নারায়নগনজ শোরুমের বারিওয়ালা আমার জানামতে উনি অনেক আল্লাহ ওয়ালা। আমার নাম মো: বুলবুল রাজা মিঠু।
আমি খাশ দিলে উনার জন্য দোয়া করি। আল্লাহ পাক উনার সকল সমস্যা দূর করে দেন।
Ai kalbela hocche আওয়ামী dalal
আমি ৮ বছর চাকরি করেছি,,, উনার মত ভালো, সৎ পরিশ্রমী ও কর্মঠ মানুষ,,, আমি আর কখনো কোথাও দেখিনি,,, কোম্পানি জন্ম 1992 সাল,,, একটু চিন্তা করলেই তো বাইর হয়ে যায় তখন কার বয়স কত ছিল,,, কে হকারি করছে আর কে স্কুলে পড়ছে,,, সৈয়দ ভাইয়ের জন্য দোয়া রইল,,, আল্লাহতালা সৈয়দ ভাইকে নেক হায়াত দান
করুক,,,!!!
২ ভাই বিশ্ব বাটপার।বাটা মোড়ে আমিও চাকুরি করেছি
ওনাকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। অসম্ভব রকমের ভালো মানুষ, কঠোর পরিশ্রমি এবং সৎ।
অহেতুক ১ জন ভালো মানুষকে নিয়ে টাকা খেয়ে মিথ্যা রিপোর্ট করবেন না।
একদম 100 ভাগ সত্যি কথাটা আপনি বলেছেন
আমি টপটেন এ প্রায় ১০ বছর চাকরি করছি
এই পৃথিবীতে আমার জানামতে টপটনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোঃ আবু সাঈদ স্যারের মতো ভালো মানুষ আমি পৃথিবীতে দেখি নাই।
উনি যে এত টাকার মালিক উনার মধ্যে নেই কোন হিংসা নেই কোন বিদ্বেষ আছে শুধু ভালোবাসা। উনার কোম্পানিতে একজন ক্লিনারকে উনি যতটুক সম্মান করে এবং ভালোবাসে এটা কখনোই কালবেলা টিভি আপনারা বুঝতে পারবেন না কারণ আপনারা তো ওনাকে কাছ থেকে দেখেন নাই তাই আমি কাল বেলা টিভিকে বলবো উনার কাছে আপনারা সরি বলেন পরে এই রিপোর্টটা ডিলিট করেন। উনার মত একটা ভালো মানুষ সমাজ থেকে যদি বের হয়ে চলে যায় তাহলে হাজার হাজার অসহায় মানুষ থেকে বঞ্চিত হবে। আজকে উনার কথা বলতে গেলে লিখে শেষ করা যাবে না।
আমরা সবাই ঈমান আনি আল্লাহ তায়ালা র উপর সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
যদিও এরা গলাকাটা দাম রাখে কিন্তু যে রিপোট করেছেন তা টাকা খেয়ে করেছেন । মূল উদ্যোক্তা মেজো ভাই বটে । ছোটজন অনেক ছোট ছিল আর বড় জনের অবদান নগন্য । ধন্যবাদ
মেজো জনের নাম কি..?
টাকার যোগান দাতা তার ১ম বউ ছিলো! সে সময় মেসে রান্না করতো।
@@hm_shuvo_29সৈয়দ হোসেন।
@@khondokarmunna7092তোরে কেউ জিগাইসে??
ফাউল।
বাপের সম্পত্তি না হলে ভাগ যা পেয়েছে তাই বেশি। 🤣 এইটার জন্য আইন বিশেষজ্ঞ লাগবেনা।@@khondokarmunna7092
আল্লাহ পাক আপনাদের হেদায়েত করুন
সৈয়দ হোসেন আমাদের এলাকার। উনি একজন দানবীর। অত্যন্ত ভালো লোক। কিশোরগঞ্জ পাঠানকান্দি ও কাতিয়া চর এসে জনগণের সাথে কথা বলে জেনে নিন। অত্যন্ত ভালো মানুষ
তার ভাইদের ঝামেলা কি নিয়ে।
এরকম জোচ্চোররা নাম কামানোর জন্য লোক দেখানো দান করে থাকে।
ভবিষ্যতে হয়ত এমপি হওয়ার পরিকল্পনা ছিল এই বাটপারের
@@guitarman7269 আপনি কি তারে চিনেন?
মিয়া আবেগে গা ভাসান কেন
@@guitarman7269 আপনি নিজে ব্যার্থ বিধায় ওনার সাফল্যে হিংসা করছেন।
আমি প্রায় ২ বছর চাকরি করেছি । যতটুকু দেখেছি ও শুনেছি সৈয়দ সাহেব অত্যান্ত পরিশ্রম করে তিল তিল করে গড়ে তুলেছেন । এই নিউজটা আমার কাছে উদ্দেশ্য প্রনোদিত মনে হয়েছে । কেননা উজ্জল ভাই কিভাবে ব্যবসা করেছেন তখন তো তার বয়স ৫/৭ এর বেশি হওয়ার কথা নয় । আর আউয়াল ভাইকে কখনই ডেডিকেটেড মনে হয় নাই । সৈয়দ সাহেবের জন্য দোয়া রইলো ।
সাওয়া তোর 😡
এই দেশে সবচেয়ে বড় পাপ হলো সফল হওয়া, দেশের জন্য ভালো কিছু করা।
টপ টেন, কি কোনো ইন্ডিয়ান কাপড় এর কম্পিটিটর?
নইলে কালবেলা কেন টপ টেন নিয়ে লাগলো?
আমি ব্যক্তিগতভাবে Top Ten গ্রুপের কাউকেই চিনি না , তবে নিউজ দেখে এবং নিউজের কমেন্ট দেখে বুঝলাম এটা কালবেলার মনগড়া খবর। তাই সাংবাদিক সহ সকলকে বললো আপনারা সত্যকে সত্য প্রচার এবং মিথ্যাকে মিথ্যা বলুন অযথা অহেতুক মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না।
কত টাকার বিনিময়ে রিপোর্টটি বানানো
ডার্লিং পয়েন্ট মার্কেটের পেছনের গলিতে ছোট্ট দোকান হতে প্যান্ট ও শার্টপিস কাপড়ের ব্যাবসা শুরু করেন।
এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে
হলুদ সাংবাদিকতা!
হোসেন খুবই ভাল লোক,যখন সে হকারি করত তখন থেকে তাকে চিনি।
তার একক প্রচেষ্টায় এই টপ টেন প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠান বড় হওয়ার পর তিনি তার ভাইদের টপ টনে কর্মসংস্থানের ব্যবস্থা করেন।
এখন এই ভাইরা কালসাপ হয়ে ছোবল দিচ্ছে।
@@anjankhan3698 সঠিক
আমরা বেষ্ট সার্ভিস পাচ্ছি,
তাদের ব্যক্তিগত বিষয় জানার প্রয়োজন নাই।
এই নিউজটি করানো হয়েছে উদ্যেশ্যশূলক ভাবে। সৈয়দ সাহেব মূলত তার ছোট ও বড় ভাইকে কিছু শেয়ার দিয়েছিলেন সরল মনে। কিন্তু একটা সময় ব্যবসা বড় হলে এবং ওনার ছেলে সন্তান জন্ম নিলে তারা ভাইয়েরা বেঁকে বসে। তারা এখন ব্যবসার ভাগ চায়। আফসোস। ভাইদের উপকার করতে গিয়েছিলেন সৈয়দ সাহেব।😢😢😢তার প্রতিদান এই।
True
ঠিক😃
Allah amader sokolke sohi booj dan koruk ebong hedayet o hefajot koruk.Amin Amin Amin.
Allahuakber
Allahuakber
উনি আমাদের এলাকার জামাই উনি ভালো মনের মানুষ একেবারে সাদাসিধা
কারবালা নিজেই তো ইন্ডিয়ার র দ্বারা পরিচালিত এটা নিয়ে একটা নিউজ করতে পারেন
একেবারে অন্যায় করেছে ভাইদের ঠকিয়ে!! একে আইনের আওতায় আনা দরকার!! হাউন আংকেলের দোষর!! সম্পত্তির সমবন্টন করা দরকার!!!
কত টাকা খাইছেন? বলেন তো ভাই।
কম্পনী যখন শুরু হয় তখন উজ্জল ভাইয়ের বয়স কত?কালবেলার কাছে প্রশ্ন রইল
Are vai dalali bondo koren...ata goror haat na
উন্নত মানের নামে অতি দাম, টপ টেনের এমন পাগলামির শেষ নেই, শেষ ক্রেতার পকেট.........
টপ টেনের কাস্টমার আপ্যায়নের আমি অনেক বড় ফ্যান।
আপনি কাপড় কিনেন আর না কিনেন আপনাকে বোতলজাত পানি ও কফি দিয়ে আপ্যায়ন করা হয়।
এটা কিন্তু একটা বড় মনের পরিচয়।আর এই রিপোর্টেও খাপলা আছে।
আমাদের দেশের সাংবাদিক গুলো হলো খুব সাংঘাতিক, এদের থেকে সবাই সাবধানে থাকবেন দিলেরে তাল বানায় ফালায়, টপ টেনের মালিক উনার নিজ গুনে আজকে এই জায়গায়, কিছু বাহ্যিক লোক আছে তারা চেষ্টা করবে কিভাবে নিচে নামানো যায়,
Top ten e maximum local product kintu indian. China bole sale kore
Ami onake Sumon Vai name chini.
Uni amr kas theke sodor ghat theke pent pic er kapor kinto.....😊
Top ten er dress quality onujayi price onek high .
ভুয়া খবর,,কাল বেলা কিশোরগঞ্জের সরজমিনে এসে রিপোর্ট করেন,,
তাহলে সঠিক টা কি আপনি তুলে ধরুন
কালবেলা ভারতের দালাল। ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যান এর সময় রেমন্ডস ব্যাবসায় মার খাইছে। এখন তার বদলা নিতে রেমন্ডস এর ব্যাবসায়িক প্রতিদ্বন্দ্বী টপ টেন এর পিছনে লাগছে।
🤬🤬
এজন্যই কথা আছে নিজের ভাইদেরকে কখনো শেয়ারে নিবেন না,
একা কষ্ট করে এত বড় ব্যবসা দাঁড় করিয়ে ভাইদের প্রতি সহানুভূতি দেখিয়ে তাদেরকে এড করলো, আজকে তারাই তাকে ছোবল দিচ্ছে
আজ নিউজ প্রেজেন্টারকে অন্যরকম লাগছে...!!
সৈয়দ ভাই সঠিক, নাকি বাদশা ভাই সঠিক?যাহারা ৯২ থেকে এলিফ্যান্ট রোডে ছিলেন বা আছেন তারাই বুঝবেন বিষয়টি। আমতলা হোটেলের মালিক বাদশা ভাইকে মনে মনে ভাবতাম যে,ভাইদেরকে সঠিক মূল্যায়ন করেননা, আর সৈয়দ ভাইকে মনে মনে ধন্যবাদ দিতাম যে, ভাইদেরকে সাথে নিয়ে আসছে।
অধিকাংশ পরিবারের মেঝো ভাই গুলো স্বার্থপর হয়।
যতটুকু জানি এদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দেওয়ার শতকোটি টাকার মামলা চলমান
@@TazimHindustan বানোয়াট কথা ভাই।।।।সঠিক তথ্য না জাইনা আন্তাজে কথা কম বলবেন পাপ কম হইব
Stop spreading fake news bro
টপ টেন ফালতু টেইলর
আন্ডা রফিক কে নিয়ে কিছু নিউজ করেন।
ভাইদের জন্য এত কিছু করছে সেই ভাইয়েরা ফেক রিপোর্ট ছড়ায় আমরাই মানুষ
একটু বিস্তারিত বলি। উনি যখন ব্যবসা শুরু করে তখন আমার ছোট ভাইয়ের বয়স ছিল মাত্র চার বছর আর উনার বড় ভাই ছিল অন্য একটা কোম্পানিতে চাকরি করতো ব্যবসা শুরু করে একাই ছোট ভাইয়ের বয়স ছিল চার বছর সেও নাকি তার সাথে ব্যবসা করছে উপকৃত করতে যেয়ে এখন উল্টা ফেঁসে গেছে,
এই লোক ভালো নাকি খারাপ সেটা জানি না। কিন্তু এক পক্ষের কথার উপর ভিত্তি করে এমন সংবাদ বানানো নিছক unprofessionalism.
আমাদের দেশে আলাদীনের চেরাগ আছে বিশ্বের আর কোন দেশে আলাদীনের চেরাগ নাই 😂😂😂😂😂😅😅😅
মানে কম, দামে বেশী- টপ টেন
এরা ১ টাকার জিনিস ২০ টাকা বিক্রি করে!
Apni ki 20 taka dia jinishkina oita onno jaga theke 1 takay kinchen......abege ga vasano bad den
@@naymulislamrafi5595 uni bhul kichu bole nai. Je lapel pin baire 400 te pawa jai...same lapel pin Top 10 ae around 900tk. Je pocket square set baire 500tk..oita Top 10 ae 1200tk. R kono prove lagbe apnar?
@@clancastle3511 product and product cost, material conditon somporke apnr kono dharonai nai..
Matha vorti guu nia cola fera koren 🤣
@clancastle3511 ধুর মিয়া বাটপার।।।।টপ টেন তো আলাদা পকেট স্কয়ার ই বিক্রি করেনা।।।
আর কোট পিন ২৫০/৩০০/ টাকা।।।।গাজা খাইয়া কমেন্ট করেন?
@md.alamin6478 you just show your level buddy. I have a collection of near around 600+ lapel pins which are mostly brought from Dubai and USA. Actually it's my fault. I wasted my time talking with a DU*MB A*SS
Top ten এর পণ্য হিউজ দাম অনেকেই মনে করেন ইন্ডিয়ান পণ্য 🙂
এটা শুধু টপ টেনের না বাংলাদেশর বেশিরভাগ গ্রুপ অফ কম্পানির। অসামঞ্জস্য মালিকানা ও টাকা পয়সা বন্টন
হকার আর রাস্তায় কাজ করো স্বপ্ন আর ইচ্ছা থাকলে বড় হতে সমস্যা কি। ভিতরে আরও অনেক বিষয় জানার প্রয়োজন আছে তাহলে সততা বেরিয়ে আসবে।
কালবেলা পয়সা পায় নাই এজন্য রিপোর্ট
বাড়ি কি কুমিল্লায়,,,,
এটাতে প্রতারণার কি আছে? এটা মেঝো জনের একার প্রতিষ্ঠান। বাকি ২ ভাইকে দয়া করে অংশিদার করেছেন বলে জানতে পেরেছি। এখন উপকারের প্রতিদান দিচ্ছেন ২ ভাই।
একসময় এই টপ টেন বনশ্রী শাখায় রাইটার ম্যান হিসেবে আমি চাকরি করতাম😊
Did anyone ask you?
@@clancastle3511 This is a social site where anyone can express their thoughts, I did that, did I commit a big crime??? Will I be jailed now??
এ নিউজ করার জন্য কত টাকা পকেটে ডুকেছে আপনাদের
টপ টেনে গেলে যেটাই কিনতে চাই দাম জিজ্ঞেস করলে বলে প্রতি মিটার ৩ -৫ হাজার টাকা।
কালবেলা টাকা খেয়ে ফালতু রিপোর্ট করে। সৈয়দ স্যার অনেক ভালো মনের মানুষ আমি নিজেও উনার সাথে কথা বলেছি । আমিও এখানে জপ করেছি।
কালবেলা তথ্য না যেনে রিপোর্ট করে
👍
টপটেনে সব গুলিস্থানের পোশাক বিক্রি হয়
Prove ache apner kache....karo niche giya dalali bad den
গুলিস্তানের পাব্লিক আপনি এজন্যই গুলিস্তান মনে হয়।
J dui vai protariti hoiche , ashen topten thekee apnader shere confirm Kore dai
🟡 হলুদ সাংবাদিকতা। উনি অত্যন্ত ভালো লোক
নিউজটা একদম এ ভুল,ঢাকায় আমরা এক বাসায় থাকতাম,আমরা জানি,মেজ ভাই ই এটার মূল মালিক,সেই ই হকারি করতো।একটা সময় যখন ব্যবসা বড় হয় তখন ২ ভাইকে সাথে এনে ব্যবসা করে,সেয়ার দেয়।মেজ ভাই খুব ই ভাল মানুষ,আমরা শুনেছি উল্টো ২ ভাই কোম্পানির টাকা মেরে দিয়েছে।
একদম সত্যি কথা বলেছেন টাকা খেয়ে ফালতু নিউজ করে
টপটেন এ ১৫০০ টাকার ড্রেস, ৫০০০ টাকায় বিক্রি করে।
আপনি কেন তা কিনতে যান জোর করে কি বিক্রি করে কখনও ফালতু মানুষ
টপটেন কিনতে চাই।
এক পক্ষের কথা শুনে বিচার করা যাবে না
ফ্রেবিক্স এর সুক্ষ সক্ষ কারচুপিতে বনে গেছে হাজার কোটি টাকার মালিকানা।
এদের নিয়ে আমি দ্বিধাদ্বন্দ্বে আছি!
সবাইকে সঠিক পথে আসার দাওয়াত
আপনারা তো ইয়োলো জার্নালিজম করেন। কি টাকা চাইসিলেন, দেয় নাই?
টপ টেন এল পি জি একটা লাইসেন্স নেওয়া হয় পূর্ব সরকার নিকট হইতে।
কিন্তু বাজারে আলো মূখ্য দেখে নাই।
কিন্তু সেই টা এইটা জানা নেই।
আমি তার প্রথম দিককার ক্রেতা । দুটো টুলের উপর কাপড় রেখে এই সৈয়দ কাপড় বিক্রি করতো । অতিরিক্ত দাম রাখার পর থেকে আমি সে দোকানে যাই না । তবে সৈয়দ খুব মিতভাষী ভদ্র মানুষ ।
CFBR
নিজের রক্তের সাথে ও বেঈমানি। সবাই মিলে সমান ভাবে খাইলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে????
Top ten এর পণ্য খুব নিম্নমানের
বিভিন্ন প্রতিষ্ঠানের সাথেও প্রতারণা করেছে, তার মধ্যে আমার প্রতিষ্ঠান আছে
নিঃসন্দেহে সৈয়দ হোসেন অপরাধ করেছেন, কারণ উনি উনার ভাইদের কে (কৃষক বা হকার)থেকে ঢাকায় এনে কোম্পানির মালিক বানিয়েছেন, আর এটাই সৈয়দ হোসেন ভাইয়ের অপরাধ অপরাধ
কাল বেলা একটা ফাউল সংবাদ মাধ্যম হয়ে উঠছে।
এদের কাজের মান যে কতটা খারাপ হয়েছে এটা সম্প্রতি কাজ না করালে বুঝতাম না।
অসৎ পথ ছেড়ে ভালোর পথে আসার অনুরোধ সবাইকে
Allah bhalo janan k thek
Koto taka dise news korte ?news koren na ki taka neya onnor dalali koren?
Import tax faki ata news holona?
উজ্জ্বল তো টপ মার্ক করছে আরও সাত থেকে আট বছর আগে
পারিবারিক সমস্যার ব্যাপারেও আজকাল টিভি চ্যানেলের রিপোর্ট দেখা যায় 😅 কারন আজকাল জায়েদ খান পরিমনির নিউজ কেউ খায় না এজন্য কালবেলা হাত পেতেছেন টপ টেন এর কাছে 😅
আমি বিশ্বাস করতে পারছিনা ওর নাম সৌয়দ এটা জানি কাটাবন এ যে দোকান দেখলে ভয় লাগে যাক আল্লাহ্ ভালো জানে ও যে হকারই করতো এটা ঠিক 😱😱😱😱😱
এসব নিউজ করতে আপনারা কতো টাকা নেন?
এটা জাতীয় নিউজ? এরা যে যকাতের জন্য ক্রেতাদের থেকে টাকা নেয় সেটার সঠিক তথ্য দেন
Top ten mainly busy with houndi business with indian merchant parties .
Reporter k bolsi pocket bhari kora false report kano korsan mr. Reportet
উপস্থাপিকা দারুন ফিগার 😮
এটা একটা মিথ্যা ভুয়া খবর
আমি জানিনা কত টাকা খেয়েছে কালবেলা নিউজ
এই বাটপার গুলো নিজের আপন ভাইকে এমন করে ঠকায় তাহলে কাস্টমার কে কিভাবে ঠকাচ্ছে।।
এটা তো অনেক আগের ঘটনা। মেঝ ভাই শেষ করছে
Kal bala news k mona kortam real news provide koran. Kintu kal balar reporter takar binimoya ujjol miar pokha news koran . Jaha clearly false.
কালবেলা নিউজের টাকা ইনকাম করা অভিনোবো একটা প্রক্রিয়া এই গুলো.
Ei Rokom Protarok Onek Ase. Jamon Paragon Group
এই সৈয়দ হোসেন এলিফ্যান্ট রোডের একটা গলিতে ম্যাচে থাকতো এবং একটা দোকেনের কর্মচারী ছিলেন এই সৈয়দ হোসেন পরবর্তীতে ম্যাচের বুয়াকে বিয়ে করেছিলেন সেই বুয়া এখনো তার বউ পরে সৈয়দ হোসেন আরো কয়েকটি বিয়ে করেছে কারণ এখন সে হাজার কোটি টাকার মালিক।
taka hoyese porokia korle thik silo, tai na ??? jader taka ase, boron poson dite parbe .. tader jonno 4 ta bow ek sathe rakhar permission islam diyese .... apnar somossa ki?
Darling point a choto ek ta corner side Dokan thaka Sayed ER business start kora.Er pora Allah ta Ka deya cen Baki ta tar eman Amal ER upper a.
Can no one do business in Bangladesh without cheating?
He literally is not cheating 🙏 this is news is totally one sided and fabricated. I hope this fake news doesn't affect the ones working under that company
Scamming is happening in top ten
টপটেনের কাপড়ের মান অনেক খারাপ।
খুব বাজে রিপোর্ট।
একন সটিক টাইম আছে বিচার চাওয়ার
#toptenboycot
Their product's quality is lower than price.
জীবনে আর কত টাকা দরকার