রাজনীতির যোগ্য অযোগ্যর মাঝেই মুক্তি পেল প্রসেঞ্জিত ঋতুপর্ণার ৫০তম ছবি "অযোগ্য"। Ajogyo
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ছবি 'অযোগ্য'। এই জুটির ৫০তম ছবি 'অযোগ্য'। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের এই ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন শিলাজিৎ মজুমদারও। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়েছিল 'অযোগ্য'র প্রিমিয়ার। ছবির কলাকুশলীরা ছাড়াও সেখানে হাজির হয়েছিলেন টলিপাড়ার জনপ্রিয় ব্যক্তিত্বরা।
'অযোগ্য' দেখতে হাজির হয়েছিলেন কোয়েল মল্লিক, সৌমিতৃষা, রোশনি ভট্টাচার্য, অমৃতা চট্টোপাধ্যায়, পথিকৃৎ বসু, মানসী সিনহা, চূর্ণী গাঙ্গুলী, রাজনন্দিনী পাল,অনুশা বিশ্বনাথন, সম্পূর্ণ লাহিড়, বিবৃতি চট্টোপাধ্যায়,সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শ্রুতি দাশ সহ টলিপাড়ার একাধিক পরিচিত মুখ। তাঁরা জানান, এই ছবি যে সফল হবেই তা নিয়ে যেমন তাঁদের দ্বিমত নেই পাশাপাশি 'অযোগ্য'কে কেন্দ্র করে সাধারণ দর্শকের যে আগ্রহ তা বিফলে যাবে না বলেই তাঁদের বিশ্বাস।
#prosenjitrituparna50thfilm #ProsenjitChatterjee #RituparnaSengupta #KoelMallick #soumitrisha #soumitrishakundoo #ShrutiDas #RoshniBhattacharya #anushaviswanathan #ChurniGanguly #KaushikGanguly #BibritiChatterjee #Sampurna #SuranganaBandopadhyay #SpecialScreening #RajnandiniPaul #SudipMukherjee
Visit Our Website: www.sambadbino...
Tolly king prosenjit 🔥🔥🔥🔥❤️❤️❤️😎😎😎