অচেনা এক পাখি আমার খাঁচার ভিতর করে খেলা।। তারে ধরতে পারলে মন বেড়ি তে বেঁধে ফেলতাম এই বেলা।। পাখি কেমনে আসে কেমনে যায় টের পাওয়া ভীষণ দায় ভাত জুটে না দুই বেলা সে খেতে চাই গো দুধ কলা।। পাখি আড়ালে লুকিয়ে থাকে কত মধুর ডাক ডাকে স্বভাবের ছবি আঁকে বসে বসে সারাবেলা। জ্ঞান ধনুক ভক্তি বানে বিধতে পারলে পাখির প্রানে মিশে যায় প্রাণে প্রাণে বদল হয় প্রাণের মালা।। ধনঞ্জয় ভট্টাচার্যের একটি গান বাবা খুব বিখ্যাত গান। জয়গুরু জয়গুরু জয়গুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। প্রণাম গুরুজী।
অচেনা এক পাখি আমার
খাঁচার ভিতর করে খেলা।।
তারে ধরতে পারলে মন বেড়ি তে
বেঁধে ফেলতাম এই বেলা।।
পাখি কেমনে আসে কেমনে যায়
টের পাওয়া ভীষণ দায়
ভাত জুটে না দুই বেলা সে
খেতে চাই গো দুধ কলা।।
পাখি আড়ালে লুকিয়ে থাকে
কত মধুর ডাক ডাকে
স্বভাবের ছবি আঁকে বসে বসে সারাবেলা।
জ্ঞান ধনুক ভক্তি বানে
বিধতে পারলে পাখির প্রানে
মিশে যায় প্রাণে প্রাণে
বদল হয় প্রাণের মালা।। ধনঞ্জয় ভট্টাচার্যের একটি গান বাবা খুব বিখ্যাত গান। জয়গুরু জয়গুরু জয়গুরু ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। প্রণাম গুরুজী।