প্রত্যেকটা গাছে ফল ঝুলছে বাছাই করা ফলের গাছ দিয়ে ছাদে ফল বাগান তৈরি করেছেন বামনগাছির বিষ্ণু দা

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • #rooftop_farming #fruit_Garden
    বিশেষ করে যে গাছগুলি প্রচুর ফল হয় বাছাই করা সেই ফলের গাছ গুলি করেছেন বামন গাছির বিষ্ণু দা প্রথম ভিডিও আপনারা দেখেছেন সেই ভিডিওতে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে বিভিন্ন ধরনের মাছ চিংড়ি কেনার জন্য,
    7890713059 আবার আমি ফোন নম্বর দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে Green Friends এর শুধু নাম নিয়ে গেলে ডিস্কাউন্ট অবশ্যই আপনারা পাবেন এটা কোন প্রচার নয় শুধুমাত্র শখেই বলতে পারেন আপনাদের জন্য তিনি করবেন,
    এমন কিছু জাত এখানে নির্বাচন করা হয়েছে ফল হতে বাধ্য প্রত্যেকটা গাছে আমরা দেখতেই পাচ্ছি যে সুন্দরভাবে ফল ঝুলে আছে, মন চাইছে প্রত্যেকটা থেকে কিছু না কিছু ফল আমরা একটু খায় কিন্তু সেই ফল খেতে গেলে নিজেদের ছাদে এইভাবে গাছ বসাতে হবে কোন যাতে বেশি ফল হয় কি গাছে বেশি ফল হয় তার প্রত্যেকটার উদাহরণ এই ছাদ থেকে আপনাদেরকে দেব যেমন আগের বারে আমরা দেখিয়েছিলাম কাটিমন আম খুব সুন্দর ভাবে কেটে আমরা সকলের সামনে খেয়েছি আজও এই বাগানে আপেল ধরে আছে তারপরে আপনার পেয়ারা ধরে আছে সবেদা ধরে আছে খুব সুন্দর ভাবে চাষ করা হয়েছে বিভিন্ন ধরনের অ্যাডেনিয়াম বিভিন্ন ধরনের অর্কিড তিনি তার বাগানের মধ্যে তৈরি করার চেষ্টা করছেন খুব সাধারণভাবে পরিচর্যা করে এই ভাবে কাজ করা যায় এটা আমাদের চোখে প্রথম দেখা তবে হ্যাঁ এই ছাদে প্রচুর পরিমাণ গোবর সার ব্যবহার করা হয় যে সার ব্যবহার করলে আর অন্যান্য স্যার সেইভাবে ব্যবহার করার কোন প্রয়োজন নেই।
    Green friends RUclips channel এ এই ধরনের ছাদবাগান খুব কম দেখতে পাওয়া যায় তবে যতটুকু আপনাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি আশা করব আলাদাভাবে আপনাদের মন কাড়বে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি।
    এখানকার গাছে সেইভাবে কীটনাশক ব্যবহার করা হয় না যতটুকু ব্যবহার করা হয়েছে সেটা বলা হয় এছাড়া আপনারা যদি কেউ চান ওই ছাদে গিয়ে দেখতে তাহলে উপরের নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোন অসুবিধা নেই তবে যাওয়ার আগে অবশ্যই ফোন করে নেবেন এলাকার মানুষ অবশ্যই।

Комментарии • 303

  • @parbatisannigrahi5084
    @parbatisannigrahi5084 2 года назад +24

    কথায় বলে পড়াশোনা শেখার যেমন শেষ নেই তেমনি গ্রীন ফ্রেন্ডস এর ভিডিও দেখে শেখার শেষ নেই আজ এই দাদা সেটা প্রমাণ করে দিলেন।thank you সমর দা অসংখ্য ধন্যবাদ। এরকম একটি সুন্দর ভিডিও দেখানোর জন্য।🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌👌

  • @porichoyjana6391
    @porichoyjana6391 2 года назад +2

    একদিকে গাছের প্রতি ভালবাসা ।
    অন্যদিকে মাছের প্রতি প্রেম ।
    মাছটা নয় ওনার জীবিকা ।
    গাছটাও কি তাই ?
    অসাধারন একটি ভিডিও ।

  • @shanzidajnu7353
    @shanzidajnu7353 2 года назад +7

    এমন বাগান সারা পশ্চিবংগ ও বাংলাদেশে আর কোথাও আছে বলে মনে হয় না।অনবদ্য, অসামান্য, অসাধারণ।

  • @DattatreyaBhattacharjee
    @DattatreyaBhattacharjee Год назад +2

    Excellent excellent excellent 👌

  • @sanchitachowdhury6774
    @sanchitachowdhury6774 2 года назад +1

    Darun darun vaba jay na. Asadharon.

  • @kalpanadebnatha5993
    @kalpanadebnatha5993 2 года назад +2

    দা দা অসাধারণ

  • @somamodak1079
    @somamodak1079 Год назад +1

    Thank u Samar da apnar video dekhe onek kichu sikhechhi r khub bhalo lage green friend dekhte

  • @RJsayanfaan
    @RJsayanfaan 2 года назад +1

    Joy গুরু
    ভিডিও টা থেকে নতুন কিছু শিখলাম

  • @sohanidas8666
    @sohanidas8666 4 месяца назад +1

    Joy গুরু ❤❤সত্যি মেজিক জানে 😮😮 বিষ্ণু দা 😮😮😮

  • @manjira8169
    @manjira8169 Год назад

    অনেক দিন আগে দেখা বিষ্ণুদা র এই বাগান। তবে ওনার সহজ সরল মনের বাগান তাই আরও মন কাড়ে এখনও।

  • @krishnachakraborty517
    @krishnachakraborty517 2 года назад +1

    Darun sundor bagan,

  • @sulatabiswas6131
    @sulatabiswas6131 2 года назад +2

    কোনো ভাষাই এর জন্য যথেষ্ট নয় ....... এতো উদ্যম, এতো রকমের শখ, এতো পরিশ্রম একজন মানুষের মধ্যে ..... সব ছাদ বাগানের সেরা এই বাগান

  • @mayukhmandal4920
    @mayukhmandal4920 Год назад +1

    MM
    Most beautiful roof top garden I have ever seen.

  • @rupakmajumdar1967
    @rupakmajumdar1967 2 года назад +1

    গাছে মাছে একাকার। একটা দিলদরিয়া, সহজ সরল, চমৎকার মানুষের দেখা পেলাম। সমরদার খাটুনিকে কুর্নিশ জানাই।

  • @saswatisaha3868
    @saswatisaha3868 2 года назад +4

    কি comment করবো ,মাথা ঘুরে যাওয়ার উপক্রম। দারুণ দারুণ দারুণ অসম্ভব সুন্দর একটি ভিডিও।সব গাছ খুব সুন্দর। অর্কিড,adenium ,সব ফলের গাছ, সঙ্গে মাছ অসাধারণ।অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিষ্ণু দাদাকে,সমর ভাইকে।

  • @runukar8529
    @runukar8529 2 года назад +1

    Sotti ashadharon

  • @Uma_Podder
    @Uma_Podder 2 года назад +2

    কি বলে যে শুরু করি স্যতি ভাষা হারিয়ে যাওয়ার মতো অবস্থা এতো সুন্দর আখ পেয়ারা আপেল আমড়া জামরুল আরো কতো ফল বিশেষ করে অর্কিড মন ভরিয়ে দিয়েছে এডেনিয়াম ও সুন্দর হয়েছে কাঁঠাল টা ও চোখ এরিয়ে যায় নি তার সাথে সাথে দাদার মাছের ব্যবসার ব্যপার টা ও দেখলাম আমার তো ভীষণ সুন্দর লেগেছে অনেক শুভেচ্ছা দাদা কে এতো সুন্দর বাগান করার জন্য আর অনেক ধন্যবাদ সমর কে এতো গরমে ও আমাদের জন্য এতো সুন্দর ছাদ বাগান ভিডিও করার জন্য

  • @pritigoswami3993
    @pritigoswami3993 2 года назад +1

    Samar da vision sundar video ta

  • @manasimukhopadhyay9572
    @manasimukhopadhyay9572 2 года назад +1

    Ki dekhale Samar! Mon bhore gelo

  • @taraknathkayal2116
    @taraknathkayal2116 2 года назад +3

    অপূর্ব 😲
    ভাষায় প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলছি

  • @bhubeshsarkar1504
    @bhubeshsarkar1504 2 года назад +1

    এই ভদ্রলোকের সব কিছুতে পাগলামো! এমন পাগলদের জন্যেই দুনিয়াটা আজ এত সুন্দর। অসাধারন অসাধারন .....
    👍👍👍👌👌👌

  • @greenvalley931
    @greenvalley931 2 года назад +6

    দাদার কর্মকাণ্ড দেখে আমি সত্যিই মুগ্ধ ❣️😍🥰😳😳🥰😍

  • @mitabasu2712
    @mitabasu2712 2 года назад +1

    Osadharon jemon gacher calection temon macher

  • @mdgolam8557
    @mdgolam8557 2 года назад +1

    আমি বাংলাদেশ থেকে দাদা আপনি ভিডিও অনেক সুন্দর হয় আমি দেখি

  • @chandanchandra4819
    @chandanchandra4819 2 года назад +1

    Darun. Ekdam fatafati

  • @শানচক্রবর্তী
    @শানচক্রবর্তী 2 года назад +1

    Love you GREEN FRIENDS.

  • @mithuchanda2044
    @mithuchanda2044 2 года назад +3

    অসাধারণ বাগান দাদার দেখে মন ভরে যায়, গাছের নাম গুলো তেমন সুন্দর মনে রেখেছেন। দুজন কেই ধন্যবাদ।

  • @shampadey5275
    @shampadey5275 Год назад

    বিষ্ণুদার ছাদ বাগান সেরা, নিজের চোখে দেখার খুব ইচ্ছা হয়।

  • @শানচক্রবর্তী
    @শানচক্রবর্তী 2 года назад +1

    Ato darun j ami bakruddho hoa geachi

  • @ranuadhikari9960
    @ranuadhikari9960 2 года назад +1

    Khub khub khub shundar dada

  • @ashirbad7575
    @ashirbad7575 2 года назад +1

    প্রতিটা ফল গাছের টবের মাপগুলো বললে আমাদের মত নতুন বাগানিদের সুবিধা হয় সমর দা।

  • @parthanaskar3215
    @parthanaskar3215 5 месяцев назад

    অসাধারণ কাকু আপনার এই প্রয়াস...খুব ভাল লাগল।🎉

  • @shirshendu01
    @shirshendu01 2 года назад

    Darun video. Bishnu babur bagan sotti exceptional.

  • @sanjibkumarmondal1437
    @sanjibkumarmondal1437 2 года назад +1

    ভাষা হারিয়ে গেছে কি বলব, এক কথায় অনবধ্য অসাধারণ বাগান মনমুগ্ধকর ধন্যবাদ সবাই কে।

  • @furkanali4872
    @furkanali4872 Год назад +1

    Dadar monta khub valo

  • @beautisarkar6663
    @beautisarkar6663 2 года назад +1

    Just silance,kaku ka pronam, Samar da ka very very thanks

  • @happygardening3372
    @happygardening3372 2 года назад +1

    Osadharn video korechen Samar.ami Vasa hin.ato manus khat te pare. Satti dekhe valo laglo.

  • @gardeningalotmore8929
    @gardeningalotmore8929 2 года назад +2

    অসাধারণ বাগান। দারুন 🌼

  • @greenearth3749
    @greenearth3749 2 года назад +1

    Bishnu babu abar sera.

  • @sudeshnamukherjee2628
    @sudeshnamukherjee2628 2 года назад +1

    অপূর্ব অপূর্ব অপূর্ব একটা ভিডিও দেখলাম 👌👌👌👌👍👍👍💚💚💚💚

  • @gourikarmakar6795
    @gourikarmakar6795 2 года назад

    দারুন দারুন। গাছ দেখে দেখে গাছের লোভ বেরে যাচ্ছে। খুব ভালো লাগলো গাছ দেখে আর মাছ দেখে।

  • @debasisnag2235
    @debasisnag2235 2 года назад

    Bagan dekhe mon ta anande bhare galo.

  • @sardarbabufoodlover7888
    @sardarbabufoodlover7888 2 года назад +1

    আমার দেখা এখনো পযন্ত সেরা

  • @sumitakhan6013
    @sumitakhan6013 2 года назад +2

    সত্যিই সেরা ছাদ বাগান দেখালেন সমর ভাই। কি কালেকশান!!

  • @anupagon8427
    @anupagon8427 2 года назад +1

    পেয়ারা গাছ গুলো দেখে মন ভরে গেল

  • @arupmondal3743
    @arupmondal3743 2 года назад +1

    আমার কাছে, green friends এর সবথেকে সেরা ভিডিও, সাধারনের মধ্যে অসাধারণ। বেশিরভাগ ভিডিও তে এমন ভাবে পরামর্শ দেওয়া হয় মনে হয় জি বাংলা রান্নাঘরে খাবার তৈরী দেখছি ।ইনি সেরা শুধু গোবর সারে কি সুন্দর , অসাধারণ

  • @pritiroy5228
    @pritiroy5228 2 года назад

    Darun darun darun........kichu bolar vasa nei

  • @mysmallgardening
    @mysmallgardening 2 года назад +1

    Khub bhalo laglo

  • @rubelmolla4917
    @rubelmolla4917 2 года назад +1

    অসাধাৱোনবাগানখুবভালোলাগলো

  • @krishnadutta2052
    @krishnadutta2052 2 года назад +1

    Samar darun laglo video ta

  • @annikajain162
    @annikajain162 2 года назад +1

    Khub sundar dadar bagan,bolar bhasha nei

  • @tarunlaha4718
    @tarunlaha4718 2 года назад +1

    Wah gachher sange machher swargorajyo dekhalen Samar Da.
    Je bhabe machh ar ja bhabe sundor bagan sotti akolponiyo😀😀😀😀😀
    Sundor laglo mon matano Bagan sotti🌳🌳🌳🌳🌳

  • @rathinbiswas2041
    @rathinbiswas2041 2 года назад +1

    আমার দেখা আপাতত সেরা ছাদ বাগান

  • @sarmisthatalukder3981
    @sarmisthatalukder3981 2 года назад

    এত গাছ পাগল মানুষ যে আছে এই ভিডিও গুলো না দেখলে বিশ্বাস ই করতাম না

  • @saswatidebbiswas1601
    @saswatidebbiswas1601 2 года назад +1

    Apurbo. E chara r kono vasa nei👌

  • @simasaha6833
    @simasaha6833 2 года назад +1

    SUPER SUPER SUPER এটা ও কম বলা হলো। আমার খুব খুব খুব ভালো লেগেছে মন প্রাণ ভরে গেল শুধু চমক দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি যেমন ফল ,আখ,মাছ অর্কিড এডিনিয়াম ।অসম্ভব সুন্দর বাগান হয়েছে দাদা। এতো সুন্দর বাগান আগে কখনো দেখিনি। ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ গো ভালো থেকো সুস্থ থেকো। আর দাদা কে ভালো থাকুন সুস্থ থাকুন।

  • @tanusreemajumder834
    @tanusreemajumder834 2 года назад +1

    সমরদা ধন্যবাদ এই বাগান দেখানোর জন্য।বিষ্ণু দা গাছ পাগল।খুব সুন্দর

  • @mybonsaigardensantanu1599
    @mybonsaigardensantanu1599 2 года назад +4

    অসাধারণ! সেরার সেরা! সত্যিই গাছ পাগল মানুষ! মাছ থেকে গাছ - গ্রীন ফ্রেন্ডস মানে ভালো লাগা আর নেশা👍👍💐💐

  • @aparnasaha5559
    @aparnasaha5559 2 года назад +1

    Durdaanto video dekhale Somor, khub bhalo laglo.

  • @chhayasakar5570
    @chhayasakar5570 2 года назад +2

    দাদার বাগান দেখে মনভোরে গেলো অসাধারণ সুন্দর 👍🤗

  • @Supriyaroy7
    @Supriyaroy7 2 года назад

    এতো সুন্দর ভিডিও চোখ সরানো যাচ্ছে না। সমর দা জন্য নতুন নতুন সব জিনিস দেখতে পারছি।

  • @dipanath215
    @dipanath215 2 года назад

    অসাধারণ লাগলো।দুটো ভীতিও ই।

  • @fanofgardening8653
    @fanofgardening8653 2 года назад +1

    এতো সুন্দর ছাদ বাগান দেখে চোখ জুড়িয়ে গেল।

  • @rinkudas476
    @rinkudas476 2 года назад

    অসাধারণ অপূর্ব আমার দেখা সেরা ভিডিও 👌👌👌👌👌

  • @mahuyasil9944
    @mahuyasil9944 2 года назад +2

    দেখার কোনো শেষ নেই আর শেখার কোনো শেষ নেই। অসাধারণ বললেও কম বলা হবে। অসংখ্য ধন্যবাদ সমরদা ও দাদাকে ভালো থাকবেন।

  • @nilima6028
    @nilima6028 2 года назад

    ফুল ফল ,গাছ ও মাছ অসাধারণ।

  • @tapatisarkarcrystaljubleem1778
    @tapatisarkarcrystaljubleem1778 2 года назад +1

    অসাধারণ অসাধারণ সুন্দর সবকিছু

  • @umadebbarma916
    @umadebbarma916 2 года назад +1

    পুরো ছাদটা মনে হচ্ছে অভয়ারণ্য তার সাথে জল ছাড়া সামুদ্রিক মাছ অসাধারণ তো বটেই বলতে হবে সেরার সেরা আর কোনো কথা হবে না fantastic.

  • @miludaspriya7876
    @miludaspriya7876 2 года назад +1

    superb superb superb. kicchu bhasa nei bolar jonne. peyara gacher pruning shikhlm. thank you bhai Samar❤️❤️❤️

  • @barnaliroy8384
    @barnaliroy8384 2 года назад +1

    এতো ভাই ফুল ফলের স্বর্গ রাজ্য। মাছের ও তো ভ্যারাইটিস দেখালো । এই জন্যই আমি গ্রীন ফ্রেন্ডস কে এতো ভালো বাসি 💕💕💕

  • @kindergarden2191
    @kindergarden2191 2 года назад +2

    খুব সুন্দর লাগলো দাদা দেখে মন ভরে গেল আর কিছু বলার ভাষা নেই 👍👍👍🙏🙏🙏🙏

  • @rupaliroy357
    @rupaliroy357 2 года назад +4

    অসাধারণ, অনবদ্য, অভূতপূর্ব, অপূর্ব,, অসামান্য,... দাদার প্রথম ভিডিও দেখেছি, দ্বিতীয় ভাগ দেখার অপেক্ষা য় ছিলাম,..... এই ধরনের ভিডিও শুধুমাত্র গ্রীন ফ্রেন্ডস ই দেখাতে পারে, ধন্যবাদ সমর ভাই ❤❤

  • @mamatasarkar2190
    @mamatasarkar2190 2 года назад

    অসাধারণ সুন্দর দাদা বাগান খুব ভালো লেগেছে ।ধন্যবাদ ভালো থাকবেন ।

  • @swapnadasgupta8573
    @swapnadasgupta8573 2 года назад +1

    অসাধারন বাগান দাদা ,সমর দাদা কে ধন্য বাদ

  • @gargichatterjee6185
    @gargichatterjee6185 2 года назад +1

    এমন এমনসব ভালোবাসার বাগান দেখাচ্ছেন যে আমার সব চিন্তা ধারাই বদলে গেলো।আমি খুবই অনুপ্রাণিত হলাম।অনেক অনেক ধন্যবাদ গ্রীনফ্রেন্ডসকে🙏 আর এই দাদার অসীম শ্রমকে জনাই সালুট(পেশা ও নেশা)👍😀

  • @sanjuktabagchi2404
    @sanjuktabagchi2404 2 года назад +1

    অসাধারণ সুন্দর একটা বাগান দেখলাম সমর ভাই অনেক ধন্যবাদ আপনাকে।

  • @debasismondal4873
    @debasismondal4873 2 года назад +1

    রেগুলার নতুন কিছু দেখছি ও শিখছি এই জন্যই রেগুলার Green Friends দেখতে হবে। অনেক অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন সুস্থ থাকুন। 🙏🌹🙏

  • @dolibose930
    @dolibose930 2 года назад +1

    অসাধারণ। ধন্যবাদ গ্রীনফ্রেনড। অনেক কিছু জানলাম।

  • @sudarsanadhar139
    @sudarsanadhar139 2 года назад +1

    Best VDO

  • @gardenviewpoint2727
    @gardenviewpoint2727 2 года назад

    bahut achha laga dada.

  • @Memorability1
    @Memorability1 2 года назад +1

    অসাধারণ, অপুর্ব । আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি।🤩🤩🤩🤩

  • @deepsaha1758
    @deepsaha1758 2 года назад

    প্রতিটি গাছ ভীষন সুন্দর লাগল অ্যাডনিয়াম , অর্কিড গুলো অসাধারন কোন কথা হবে না

  • @saswatipradhan8996
    @saswatipradhan8996 2 года назад +1

    অপূর্ব অপূর্ব

  • @monajprasad9997
    @monajprasad9997 2 года назад +1

    খুবই সুন্দর ছাদ বাগান। আপনার দেখানো সেরা ছাদ বাগানের মধ্যে একটা । কেবল মাত্র মাটি আর গোবর সার দিয়ে এত সুন্দর গাছ হয়েছে এই কথাটি খুব একটা বিশ্বাস হচ্ছে না।

  • @SUPRIYO.....009
    @SUPRIYO.....009 2 года назад +1

    wonderful video dekchi

  • @bappichakroborty8961
    @bappichakroborty8961 2 года назад +1

    অপূর্ব .

  • @syasmin1317
    @syasmin1317 2 года назад +1

    কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিনা। এক কথায় অসাধারণ। ধন্যবাদ সমর দা।

  • @bishakhamondal3894
    @bishakhamondal3894 2 года назад

    খুবই সুন্দর মানুষ পাগল হয়ে যাবে

  • @anupkantidas3816
    @anupkantidas3816 2 года назад +1

    samar da ashe gechi😄😄😄
    khob sundar bagan🌷🌷🌷R amar kacche valo legeche orcid er collection

  • @kestopurroofgarden1009
    @kestopurroofgarden1009 2 года назад +2

    সব সময় হয়তো কমেন্ট করা হয়না কিন্তু এই ছাদ বাগান দেখে কমেন্ট না করে আর থাকতে পারলামনা অসাধারণ ছাদ বাগান পেয়ারা গাছের এত ফলন এর আগে কোন দিন দেখিনি মুগ্ধ হয়ে গেছি।

  • @abhijitnathsarma3001
    @abhijitnathsarma3001 2 года назад +1

    দরুন, দরুন, একদম গাছ প্রেমী। geen friends দেখলে গাছ পাগল হতে হবেই। বলার মতো কিছু নেই। তারপর মাছ। দেখতে দেখতে একদম পাগল হয়ে গেলাম।

  • @gourharisantra4230
    @gourharisantra4230 2 года назад +2

    অসম্ভব সুন্দর একটা বাগান দেখা হল দাদা আপনার কৃপায়। আপনাকে ও ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন।

  • @shikhamitra6642
    @shikhamitra6642 2 года назад +1

    আসাধারন বলার ভাষা নেই

  • @kashinathdas2582
    @kashinathdas2582 2 года назад +1

    অসাধারণ ভিডিও

  • @mangalapal1689
    @mangalapal1689 2 года назад +1

    Oshadharon mon bhore gelo dada

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 2 года назад

    খুব ভালো একটা ভিডিও দাদা ধন্যবাদ.

  • @ramkrishna1842
    @ramkrishna1842 2 года назад +1

    Khub sundar

  • @pritimukherjee6172
    @pritimukherjee6172 2 года назад +1

    কি সুন্দর পদ্ধতি পেয়ারা গাছের ফুল আসার জন্য, এই প্রথম জানলাম ।ধন্যবাদ দাদা

  • @kartikchandrajana210
    @kartikchandrajana210 2 года назад +1

    অসাধারণ সুন্দর বাগান। ছাদ বাগান দেখে কমেন্ট করার ভাষা হারিয়ে ফেলেছি। অদম্য ইচ্ছা ও ভালোবাসা থাকলে কিনা করা সম্ভব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিষ্ণুদাকে আর গ্ৰীনফ্রেন্ডসকে সাথে তো সমরভাই আছেই।

  • @tapatimaity7922
    @tapatimaity7922 2 года назад

    অসাধারণ দেখলাম