সরকারি ছুটির দিনে চেক ডিসঅনার করা , চেকে একাধিক কালির ব্যবহার , চেকের বিপরীতে কোন প্রকারের বৈধ চুক্তিপত্র বা ডিজিটাল রেকর্ডস নাই , চেকটি নন- MICR চেক , বাদি আদালতে উপস্থিত না হয়ে আমমোক্তানামা দিয়ে মামলা করা , উল্লেখিত কারণগুলির বিপরীতের ফলাফল কি হতে পারে বলে মনে করেন ।
আসসালামু আলাইকুম। ২ বছর আগের তারিখবিহীন চেক ২ বছর পর বাদী নিজে তারিখ বসায়ে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকে টাকা না থাকায় চেক ডিজঅনার হয়ে যায়।সেই কথা বাদী চেক দাতাকে না জানিয়ে ডাইরেক্ট উকিল নোটিশ চেকদাতার বরাবরে পাঠায়।এখন এ জন্য কি চেক দাতা মামলা থেকে অব্যাহতি পেতে পারে? জানালে উপকৃত হবো।
স্যার আমার স্ত্রী তালাক হয়ে গেছে গত ছয় মাস আগে এখন কান্নাকাটি করছে সে আমাকে বিদেশ নিয়ে যাবে বলে ১৫ লক্ষ টাকা নিয়েছে আমিও দিতে রাজি হয়েছি পরে বিদেশ যাওয়া হয় নাই টাকা ফেরত চাইলে আমাকে আমার সাবেক স্ত্রী একটি চেক দেন অ্যাকাউন্টটি ক্লোজ বলে ব্যাংক ডিজাইনার করে আমাকে পাঠিয়ে দে এখন আমার করনীয় কি দয়া করে স্যার জানাবেন।
স্যার,মামলার আসামি বিদেশে গেছে ইনকাম করার জন্য।মামলা চলমান।রায় হয়নি।এখন আসামি পাউনাদারকে টাকা পরিশোধ করতে চাই।এখন তার পরিবার টাকা পরিশোধ করে দিলে আসামি মামলা থেকে অব্যাহতি পাবে?প্লিজ পরামর্শ দিন।
অনেক অনেক শুভকামনা রইল প্রিয় স্যার
সরকারি ছুটির দিনে চেক ডিসঅনার করা , চেকে একাধিক কালির ব্যবহার , চেকের বিপরীতে কোন প্রকারের বৈধ চুক্তিপত্র বা ডিজিটাল রেকর্ডস নাই , চেকটি নন- MICR চেক , বাদি আদালতে উপস্থিত না হয়ে আমমোক্তানামা দিয়ে মামলা করা , উল্লেখিত কারণগুলির বিপরীতের ফলাফল কি হতে পারে বলে মনে করেন ।
Thank you so much Adv..
আসসালামু আলাইকুম। ২ বছর আগের তারিখবিহীন চেক ২ বছর পর বাদী নিজে তারিখ বসায়ে নিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংকে টাকা না থাকায় চেক ডিজঅনার হয়ে যায়।সেই কথা বাদী চেক দাতাকে না জানিয়ে ডাইরেক্ট উকিল নোটিশ চেকদাতার বরাবরে পাঠায়।এখন এ জন্য কি চেক দাতা মামলা থেকে অব্যাহতি পেতে পারে? জানালে উপকৃত হবো।
ধন্যবাদ স্যার
বাদী পাঁচ মাস ১৫ দিন পরে ডিজঅনার করে আট মাস সময় বরাবর মামলা দায়ের সঠিক হচ্ছে কি
স্যার তারিখ আর প্রাপক এর নাম দাতা যদি না লিখে দেয়। সেটা যদি প্রাপক নিজে লিখে তখন কি হেরে যাবে?
চেকের মামলা আরও কঠোর আইন করা হোক
Thanks sir
স্যার আমার স্ত্রী তালাক হয়ে গেছে গত ছয় মাস আগে এখন কান্নাকাটি করছে সে আমাকে বিদেশ নিয়ে যাবে বলে ১৫ লক্ষ টাকা নিয়েছে আমিও দিতে রাজি হয়েছি পরে বিদেশ যাওয়া হয় নাই টাকা ফেরত চাইলে আমাকে আমার সাবেক স্ত্রী একটি চেক দেন অ্যাকাউন্টটি ক্লোজ বলে ব্যাংক ডিজাইনার করে আমাকে পাঠিয়ে দে এখন আমার করনীয় কি দয়া করে স্যার জানাবেন।
স্যার,মামলার আসামি বিদেশে গেছে ইনকাম করার জন্য।মামলা চলমান।রায় হয়নি।এখন আসামি পাউনাদারকে টাকা পরিশোধ করতে চাই।এখন তার পরিবার টাকা পরিশোধ করে দিলে আসামি মামলা থেকে অব্যাহতি পাবে?প্লিজ পরামর্শ দিন।
তাহলে চেকের মিথ্যা মামলা পত্যাহার চাই।
চেকের মামলা বাংলাদেশে কুটি মানুষের সমস্যা