এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল। একসাথে এক কেবিনে ট্রেনে করে রাজশাহী গিয়েছিলাম। অনেক বড় মনের গুনি মানুষ ছিলেন। স্বল্প সময়ের আলাপ হলেও অনেক আন্তরিকতা পূর্ণ ছিল। ওনার মাগফেরাত কামনা করি।
ভালো লাগলো বরন্যে এ চলচ্চিত্র ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবনের অনেক অজানা কথা জেনে। তবে তার ছবির তালিকায় দুটি জনপ্রিয় ছবি চন্দ্রনাথ ও ভালোমানুষ এর নাম না থাকায় হতাশ ও বিষ্মিত হয়েছি।
মৃত্যু কালে ল্যাব এইডে দেখতে গিয়েছিলাম,পাশে উনার ওয়াইফ জোস্না খালা,ভাই স্বাধীন মামা বসা।শুধু দোয়া চাইলেন আর কিছু বললেন না।মনভরে দোয়া করলাম, দাওয়াই দোয়া উপেক্ষা করে চলে গেলেন এই গুনি মানুষ টি। আল্লাহ বেহেশত নসীব করুন
চাষি স্যার এতো সুন্দর কথা বলেন যে আসাদুজ্জামান নূর স্যার শুধু শুনলেন আর শুনলেন, খুব ভালো লাগলো আজকের পর্বটি। আল্লাহ পাক চাষি স্যার কে কবুল করুন।
এই ভদ্রলোকের সাথে আমার পরিচয় ছিল। একসাথে এক কেবিনে ট্রেনে করে রাজশাহী গিয়েছিলাম। অনেক বড় মনের গুনি মানুষ ছিলেন। স্বল্প সময়ের আলাপ হলেও অনেক আন্তরিকতা পূর্ণ ছিল। ওনার মাগফেরাত কামনা করি।
২০০৪ এ কোরবানি ঈদে দুইটা গরু কিনে বাড়ির দিকে রওনা দিলেন, বললাম মামা হাসলি কই, বল্লো মহল্লার হাট হাসলি লাগেনা। আজও স্মৃতি হয়ে আছে।
Legendary director. May Allah place him in zannat.Ameen
অসাধারণ একজন গুনী মানুষ 👌❤️
চাষী নজরুল ভাইয়ের কি সাবলীল বক্তব্য। এরকম গুনী মানুষ খুব কমই হয়।
Khub sundor laglo.
Candid akjon manus ❤️
মেঘের পর মেঘ ওনার অন্যতম চলচ্চিত্র শুটিং আমাদের কুমিল্লা চৌদ্দগ্রাম চিওড়া তে করেছিলো, সেই সুবাদে ওনাকে খুব কাছাকাছি দেখার সুযোগ হয়েছিলো
উনার শাশুর বাড়ি বলুন।
আজ ১৪/০৯/২০২২ ওরা ১১ জন দেখলাম, ওটার হাসপাতাল শেড মনে হয় উনার বাবার বাড়ী,বিকরম পুর।
🇧🇩🇿🇦 I Like it
জামশেদপুর বর্তমানে ভারতের ঝাড়খন্ড রাজ্যে। পূর্বে এটা বিহার রাজ্যে ছিল।
ভালো লাগলো বরন্যে এ চলচ্চিত্র ব্যক্তিত্বের বর্ণাঢ্য জীবনের অনেক অজানা কথা জেনে। তবে তার ছবির তালিকায় দুটি জনপ্রিয় ছবি চন্দ্রনাথ ও ভালোমানুষ এর নাম না থাকায় হতাশ ও বিষ্মিত হয়েছি।
মৃত্যু কালে ল্যাব এইডে দেখতে গিয়েছিলাম,পাশে উনার ওয়াইফ জোস্না খালা,ভাই স্বাধীন মামা বসা।শুধু দোয়া চাইলেন আর কিছু বললেন না।মনভরে দোয়া করলাম, দাওয়াই দোয়া উপেক্ষা করে চলে গেলেন এই গুনি মানুষ টি। আল্লাহ বেহেশত নসীব করুন
অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ---- শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যৌবনে আপনার সিনেমা দেখতে খুবই ভাল লাগতো।
মামার চাষী এবং জাতীয় কবির নাম থেকে চাষী নজরুল ইসলাম হয়ে গেলেন। আগুন তিনি হলেন বটে কিন্তু কাজী নজরুল নিয়ে তাঁকে কোনো প্রশ্নই করা হলো না!
মনে হচ্ছে ২০ বছরের ছেলে
জামশেদপুর মনে হয় বিহার রাজ্যে নয়,
আগে এটা বিহারে থাকলেও এখন ঝাড়খণ্ড রাজ্যে।
না স্যার, ঝাড়খণ্ড রাজ্যে জামসেদ পুর বা টাটানগর।
Jamshedpur Bengal er part chilo 1911 obhdhi, 1911 thke 2000 obhdhi Bihar , tarpor Jharkhand