নামাজের ওয়াক্ত মানুষের বানানো? ২০ টি কারন ( কুরআন থেকে দলিলভিত্তিক প্রমাণসহ)

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 ноя 2024

Комментарии • 511

  • @anassafa5204
    @anassafa5204 Месяц назад +26

    সালাতের প্রকৃত অর্থ কোরান থেকে আয়াত ভিক্তিক এতো সুন্দর আরগুমেন্ট এর আগে আর কেউ বলেনি।আপনাকে আল্লাহ আরও অধিক জ্ঞান দান করুণ সমগ্র বিশ্বে প্রকৃত ইসলাম জানার জন্য। ধন্যবাদ

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад +2

      অজস্র ধন্যবাদ স্যার

    • @ryuikjhsg86
      @ryuikjhsg86 27 дней назад +1

      ​@@Quran.Research.Intelligence
      সহি বুখারি ৫৬০,
      মুহাম্মাদ ইবনু ‘আমর ইবনু হাসান ইবনু ‘আলী (রহ.) হতে বর্ণিত। মুহাম্মাদ ইবনু আমার (রহ.) বলেন, হাজ্জাজ (ইবনু ইউসুফ) (মদ্বীনায়) এলে আমরা জাবির ইবনু ‘আবদুল্লাহ্ (রাযি.)-কে সালাতের ওয়াক্ত সম্বন্ধে জিজ্ঞেস করলাম, (কেননা, হাজ্জাজ ইবনু ইউসুফ বিলম্ব করে সালাত আদায় করতেন)। তিনি বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুহরের সালাত প্রচন্ড গরমের সময় আদায় করতেন। আর ‘আসরের সালাত সূর্য উজ্জ্বল থাকতে আদায় করতেন, মাগরিবের সালাত সূর্য অস্ত যেতেই আর ‘ইশার সালাত বিভিন্ন সময়ে আদায় করতেন। যদি দেখতেন, সকলেই সমবেত হয়েছেন, তাহলে সকাল সকাল আদায় করতেন। আর যদি দেখতেন, লোকজন আসতে দেরী করছে, তাহলে বিলম্বে আদায় করতেন। আর ফজরের সালাত তাঁরা কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতে আদায় করতেন। (৫৬৫; মুসলিম ৫/৪০, হাঃ ৬৪৬, আহমাদ ১৪৯৭৩) (আধুনিক প্রকাশনীঃ ৫২৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৫৩৩)

    • @ryuikjhsg86
      @ryuikjhsg86 27 дней назад +2

      ​@@Quran.Research.Intelligence
      সুরা নিসা ০৪
      অতঃপর যখন তোমরা সালাত পূর্ণ করবে তখন দাঁড়ানো, বসা ও শোয়া অবস্থায় আল্লাহর স্মরণ করবে। অতঃপর যখন নিশ্চিন্ত হবে তখন সালাত (পূর্বের নিয়মে) কায়েম করবে। ((((((নিশ্চয় সালাত মুমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরয)))))))।

    • @waliullahakm3676
      @waliullahakm3676 25 дней назад +1

      আপনার শিক্ষাগত যোগ্যতা কি একটু জানাবেন। আর সরাসরি ভিডিও করুন।

    • @pray_to_ALLAH1
      @pray_to_ALLAH1 20 дней назад +1

      ​@@Quran.Research.Intelligenceভাই যার উপরে কোরআন এসছে, তার সুন্না কে বাদ দিয়ে আপনি শুধু কোরআন নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছেন, কেন ভাই এরকম করছে কেউ তিন ওয়াক্ত পড়ছে কেউ পাঁচ ওয়াক্ত পড়ছে পড়ুক না, কি আসে যায় আপনার ? যে যেমন ভাবে পড়ছে পড়তে দিন না যে যেমন আমল করছে তাকে সেইভাবে করতে দিন এতে আপনার সমস্যাটা কি ? কেন মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলুন তো, এটা ঠিক করছেন না ভাই

  • @NasirUddin-ly8tr
    @NasirUddin-ly8tr Месяц назад +6

    তথ্যবহুল গঠনমূলক আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। নামাজ যদি পাঁচ ওয়াক্ত হয়ে থাকে তাহলে নামাজ বেহেস্তের চাবি হয়?আমাকে অতি সম্প্রতি আমার বোন বললো পাঁচ ওয়াক্ত নামাজ পরতে।উত্তরে আমি বললাম আমিতো সবসময় নামাজেই থাকার চেষ্টা করি।

    • @nurulhok3607
      @nurulhok3607 Месяц назад +1

      @@NasirUddin-ly8tr কোন ঈমানদারের উচিৎ নয়, আলেম ব্যাতীত অন্য কারো কথায় , নিজেকে জাহান্নামের লাকড়ি বানানো। কোরানের ব্যাখ্যা রসুল (স:), তার সাহাবা (রা:)গন ই, করেছেন।মনগড়া কারোর কথায় ঈমান হারা হয়ে মরবেন না।এই লোকটি কাফের।সে দেখায় কোরান
      কিন্তু রাসুল (স:)কে বিশ্বাস করেন না। জিবরাঈল (আ:) নবী কে,নামাজ শিক্ষা দিয়েছেন যে ভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবী শিক্ষা দিয়েছেন উম্মাহকে, যেভাবে জিবরাঈল শিক্ষা দিয়েছেন।

  • @4l_1slam
    @4l_1slam Месяц назад +4

    ওয়া (এবং)
    আ'আতু (এসো)
    যাকাত (পরিশোধনে)

  • @rashelsiddique284
    @rashelsiddique284 Месяц назад +3

    মহান আল্লাহ মানুষের শাহ রগের নিকটে,,এই ধরনের অনেক রহস্যময় আয়াত কোরআনে রয়েছে।মানুষের মাঝেই মহান আল্লহ,এরকম রহস্যময় আয়াত যথেষ্ট দেখিতে পাওয়া যায়।যা মনকে,,ভাবিয়ে তুলছে,,এবিষয়ের উপর অলোকপাত করলে খুশি হতাম।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад +1

      এগুলো সেন্সেটিভ বিষয়।
      বেশি গভীরে গেলে সবাই লোড নিতে পারবেনা।
      আপনার মন্তব্যের জন্য অজস্র ধন্যবাদ স্যার

  • @MDIbrahimKhalilStudent-by1fe
    @MDIbrahimKhalilStudent-by1fe Месяц назад +1

    আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন! যাতে আপনার কথাগুলোর মাধ্যমে সকলে হেদায়েত লাভ করেন।

  • @SarminAktari
    @SarminAktari Месяц назад +2

    কিছুদিন যাবৎ আমার ইমান কমে যাচ্ছিলো। ইসলাম সম্পর্কে ভুল জানতাম।আপনার দুইটা ভিডিও দেখে ইমান আগের থেকে ভালো হলো।ধন্যবাদ ভাই।

  • @alien-human369
    @alien-human369 Месяц назад +4

    আমরা জানি এবং মানি যে আল্লাহ সর্ব জ্ঞানী, তিনি ভবিষ্যৎ জানেন।
    আমার প্রশ্ন হল,
    তিনি ৫০ ওয়াক্ত সালাত বা নামাজ নির্ধারিত করে, পরবর্তীতে তা ৫ ওয়াক্ত করল কেন !?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад +4

      পুরোটাই ভকওয়াছ।
      ৫০ ওয়াক্ত নামাজ
      প্রতি ২৮ মিনিট পরপর নামাজ আল্লাহ কখনোই দেন নি।

  • @Jadid12340
    @Jadid12340 Месяц назад

    আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,, এক কথায় অসাধারণ বিশ্লেষণ সালাতের সময়/ ওক্তের উপর নিয়ে।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      ❤️❤️❤️❤️❤️

    • @Jadid12340
      @Jadid12340 Месяц назад

      @@naeemulalam6874 ভাই,, আপনি যদি আল্লাহর কিতাব থেকে সত্যের উপর দেখাইতে পারেন তাহলে আপনারটা মেনে নিয়ার চেষ্টা করব,, তবে যাই হোক এ বিষয় নিয়ে তর্ক করব না,, এ ব্যাপারে অনেক আয়াত আছে, আপনি শুধু সূরা নিসার (107) নম্বর আয়াতটা ফলো করবেন,,,,

  • @Rokan-w8d
    @Rokan-w8d Месяц назад +3

    ❤❤সালামুন আলাইকুম 💛🌹💚

  • @nargisaktar774
    @nargisaktar774 Месяц назад +1

    Excellent discussion.

  • @motiurrahman4878
    @motiurrahman4878 29 дней назад +2

    নামাজ নিয়ে নতুন কথা, নিশ্চয়ই গোমরাহি অথবা বিভ্রান্তি ছড়ানো। আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  29 дней назад +1

      ভিডিও না শুনে পন্ডিতি জাহির করার জন্য ধন্যবাদ

  • @Mdlutfor24
    @Mdlutfor24 5 дней назад +1

    আল কোরআনের ৮২ বার সালাতের কথা বলা হয়েছে আপনি এ বিষয়ে একটি ভিডিও করার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি

  • @hasan.arindam
    @hasan.arindam Месяц назад +1

    Extraordinary speech !!!!!!!!!!!!!!!!!!!💘💯🎁🏆🏆🏆

  • @towhidaaktar120
    @towhidaaktar120 25 дней назад +2

    ভাই তোমাকে আনেক ধন্যবাদ এই ভিডিও টা দেওয়ার জন্য । 👍🏻

  • @MDRAIANAHMADKHAN-d5b
    @MDRAIANAHMADKHAN-d5b Месяц назад +2

    কুরআন ওহাদিস দুই টি মানতেই হবে ।দয়া করে বিভ্রানতি ছড়াবেন না।আল্লাহ সবাই কে হেদায়েত দিন। আমিন।

  • @LalMiaChisty
    @LalMiaChisty Месяц назад +3

    দয়াল ভরসা

  • @i_love_kolkata__920
    @i_love_kolkata__920 21 день назад +1

    Apnake amar ases ases DHANNYABAD VALO THAKBEN BHAIJAN

  • @rubibegum9237
    @rubibegum9237 17 дней назад

    Allah knows best ❤❤❤

  • @sajidhossen1744
    @sajidhossen1744 6 дней назад +1

    নামাজ পড়া নবীজি শিখে দিয়ে গেছেন
    নবীজি যেভাবে পড়তে বলেছেন আমরা সেভাবে পড়ি

  • @mustafamamunahmedsujon1656
    @mustafamamunahmedsujon1656 Месяц назад +1

    Right, Brother.

  • @belalahmed1124
    @belalahmed1124 13 дней назад +2

    আপনি কি সালাতের সময় নির্ধারণ করে দিতে পারেন। আশা করি পরের ভিডিওটিতে সালাতের সময় সম্পর্কে বলবেন এবং সময় সময় নির্ধারণ করে দিবেন ধন্যবাদ।

  • @MdBsir-jv4gy
    @MdBsir-jv4gy Месяц назад

    Very very nice and beautiful

    • @Jadid12340
      @Jadid12340 Месяц назад

      @@naeemulalam6874 প্লিজ ভাই প্রতারকের কি কাজ করেছে একটু ধরিয়ে দিবেন / বুঝিয়ে বলবেন কি?? আমরা তো এটাও জানি যে আল্লাহর কিতাব থেকে যারা কথা বলে তাদের অনেক যন্ত্রণাদায়ক কথাবার্তা শুনা লাগে/লেগেছে, এখনো ও তো তাই,,,

  • @mdopukhan-e1d
    @mdopukhan-e1d Месяц назад +2

    সালামুন আলাইকুম ❤️👏

  • @tanvirshoaib5669
    @tanvirshoaib5669 28 дней назад +1

    🎉

  • @SojibHasan-z4e
    @SojibHasan-z4e 24 дня назад +1

    শয়তানের কয়টা নাম।কয়টা চেহেরা আছে ।শয়তান কোথায় বসে আমাদের কে দোখা দেয় ।কোরআন অনুসারে এর ব্যাখা দেবেন।

  • @MdIsmael-jv9ly
    @MdIsmael-jv9ly 23 дня назад

    রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরাও আদায় করি

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  23 дня назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার

  • @mursalimsk6603
    @mursalimsk6603 22 дня назад

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু l আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক l

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  22 дня назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার।
      সুরা বাণী ইসরাইল আয়াত -৯

  • @nasimaakther3864
    @nasimaakther3864 20 дней назад +1

    আপনার মতামত কি

  • @kistikobir5274
    @kistikobir5274 Месяц назад

    আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমি নিজেও আল্লাহর কোরআনটাকে বুঝে বুজে পড়েছি পাঁচ ওয়াক্ত নামাজের দলিল কোরআনে নেই তবে আল্লাহ যে হুকুম করেছেন সেই হুকুম মান্য করলে আপনার নামাজ হয়ে যাবে

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      ভাইজান নামাজ ও সালাত এক জিনিস নয়।
      আপনি আকিমুস সালাত কেন নামাজ নয় তার ৪০ টি কারন- ভিডিও টি দেখতে পারেন

  • @PiashMridha-l7g
    @PiashMridha-l7g Месяц назад

    "নিশ্চয়ই সালাত মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ" (৪:১০৩)
    আলোচনার অনুরোধ করছি।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад +3

      এই আয়াতের আরবিতে তে তো ফরজ শব্দই নেই।
      আরবি ফরজ পেলেন কোথায়?

    • @banglalessoin2122
      @banglalessoin2122 Месяц назад +2

      উনি মনে হয় কাঠ মোল্যা

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 Месяц назад

    Bhalo bolesen.... Dhonnobad.

  • @mrssufia1962
    @mrssufia1962 Месяц назад +1

    আহ আফসোস এভাবে যদি সবাই বুঝতো তাহলে পৃথিবীতে এত অবিচার হতো না!আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার প্রতি শান্তি বর্ষিত হউক আল্লাহর নিকট হইতে।

  • @marahman3663
    @marahman3663 Месяц назад

    salamun alaikum ,Please expalin all points with detail ... thanks bro

  • @SSfakirFakir
    @SSfakirFakir Месяц назад +4

    কোরানের প্রথম থেকে শেষ পর্যন্ত এক-ই কথা নামাজ কায়েম কর যাকাত আদায় কর। নামাজ কায়েম ও যাকাত আদায় এই শব্দ দুটি যদি কোরানে না থাকতো তবে হয়তো মুসলিম জাতি শত দলে বিভক্ত হত না। কোরানের মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন, এই দুইটি শব্দ। এই দুইটি শব্দের আগা মাথা, গোড়া লেজ নাই যে একদিক থেকে টান দেয়া যাবে! যত গন্ডগোল, মতভেদ, অনৈক্য, মুসলিম জাতির মধ্যে যত রকমের অশান্তি সৃষ্টি হয়েছে এই শব্দ দুটি নিয়ে। যত ভিডিও,, যত মোল্লা মৌলভীদের জঘড়া হয় এই শব্দ দুটি নিয়ে। ঝগড়া সৃষ্টি করা এই শব্দ দুটি কোরানের পাতায় পাতায় লিখে দিয়েছে। এই শব্দ পৃথিবীর কোন মানুষ বুঝে আমার মনে হয় না। আবার আল্লাহ বলেছেন তিনি কোরআন কে সহজ করে দিয়েছেন যাতে মানুষ বুঝে। সহজ যখন করেই দিয়েছেন তাহলে এটা নিয়ে এত কথা কেন? আসলে আল্লাহ এই শব্দ দুটি দিয়েছেন মানুষের মধ্যে বিভেদ গন্ডগোল মতভেদ তৈরি হয়ে যাতে অশান্তি সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছেন একথা যদি সত্য হয় তবে মানুষের মধ্যে কোরআন বুঝাবুঝি নিয়ে মতভেদ হয় কেন? আল্লাহ কোরান কে সহজ করে দিয়েছেন। নামাজ ও যাকাত কেউ বুঝে না। আরবের লোকেরাও বুঝে না। এক লোক বলেছেন, সহবাস করা, ঘুমানো, গোসল করা, পায়খানা করা, প্রসাব করা এসব কাজ্ও সালাতের অন্তর্ভুক্ত। তার কথা হল আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যত প্রকার কাজ করি সব্ই সালাত। আপনি এখন কি বলবেন?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আল্লাহ কুরআন সহজ কতেছেন এ কথা বলেছেন।
      পাশাপাশি কুরআন পড়ে মানুষ বিভ্রান্ত হবে তাও বলেছেন।
      কুরআন এর আলো আপনার মধ্যে তখনই ঢুকবে
      তখনই আপনি সঠিক পথের দিশা পাবেন যখন মুত্তাকী হবেন।
      সুরা বাকারা আয়াত -২...
      মুত্তাকী কি কেন কিভাবে ভিডিও টি না দেখে এই চ্যানেল এর ভিডিও দেখলে বেশিরভাগ ই আপনার মাথার উপর দিয়ে যাবে।আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ ❤️❤️❤️

    • @md.anisurrahmananis4493
      @md.anisurrahmananis4493 Месяц назад

      আমি অতোশতো বুঝি না নামাজ কিভাবে পড়বো যাকাত কিভাবে দিবো কুরআন দিয়ে এককথায় উত্তর দিতে হবে।

    • @md.anisurrahmananis4493
      @md.anisurrahmananis4493 Месяц назад

      আমি অতোশতো বুঝি না নামাজ কিভাবে পড়বো যাকাত কিভাবে দিবো কুরআন দিয়ে এককথায় উত্তর দিতে হবে।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      যাকাত সুরা বাকারা ২১৫+২১৯ +১৭৭
      সুরা লাইল ১৮​@@md.anisurrahmananis4493

    • @SSfakirFakir
      @SSfakirFakir Месяц назад

      ​@@Quran.Research.Intelligenceমুত্তাকি হলেও নামাজ আর যাকাত কেউই বুঝবে না। মুত্তাকিরা আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। আল্লাহর কি কি আদেশ দিলেন কি কি কাজ করতে বল্লেন তা যদি না-ই বুঝে তবে কাজ করবে কিভাবে? যারা সালাত ও যাকাতের কথা বলে,তারা তো অনুমান ভিত্তিক বলে। আর অনুমান করে কাজ করতে তো আল্লাহ বলেন নাই। আরবের লোকেরা মক্কা ও মদীনায় মসজিদে যেন নামাজ পড়ে তাহা তো কোরানে নাই তবে পড়ে কেন?

  • @razu4923
    @razu4923 Месяц назад

    অসাধারণ পর্যালোচনা....bro

  • @movieskip4777
    @movieskip4777 8 дней назад

    আমরা শুধু শরীয়ত, মাজাজী আয়াত বা হাদিসগুলোই ধারন করি হাকিকি টা না তাই এই গন্ডগোল, হাক্বিকত জানলে সবগুলো মিলে যাবে।

  • @Dharamikbrainwash09
    @Dharamikbrainwash09 Месяц назад

    Very good 👍❤

  • @MdSakil-tr9qh
    @MdSakil-tr9qh 27 дней назад

    আল্লাহ মহান সর্বশক্তিমান
    কোরআনের যে সালাত সব নবীদের উম্মতের জন্য ছিল
    আল্লাহ আমাগো নবীরে ভালোবাইসা মেরাজে নিছে নবি আমাদের কথা ভেভে দিন পাঁচ ওয়াক্ত নামাজ আনছে যাতে আমরা কিছু করতে পারি নেক আমল আল্লাহ আমাদের বোঝার মতো তৌফিক দান করুন🇧🇩😭
    জ্ঞান থাকা ভালো বেশি রাখা ভালো না যে জ্ঞানে মানুষের সমস্যা হয়

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  27 дней назад +1

      ওরে জাহেল।নবীরে মেরাজে নিছে?
      নবীর চেয়ে মুসার বুদ্বি বেশি।
      নবী বুঝলো না ৫০ ওয়াক্ত মুসলমান পড়তে পারবে না মুসা ঠিকই বুঝলো?
      এই হাদিস ইহুদিরা বানাইছে মুসা নবীকে শ্রেষ্ঠ নবী প্রমানের জন্য।

  • @HasnaHena-p9j
    @HasnaHena-p9j Месяц назад

    وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ
    ওয়াল্লাযীনা ফীআমওয়া-লিহিম হাক্কুম মা‘লূম।
    এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
    And those within whose wealth is a known right
    সূরা আল-মাআরিজ
    আয়াত নং (২৪)

    • @HasnaHena-p9j
      @HasnaHena-p9j Месяц назад

      لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
      লিছছাইলি ওয়াল মাহরূম।
      যাঞ্ছাকারী ও বঞ্চিতের
      For the petitioner and the deprived -
      সূরা আল-মাআরিজ
      আয়াত নং (২৫)

  • @landmark8393
    @landmark8393 27 дней назад

    surah---35.36.37.38

  • @ForhadAlom-ld2he
    @ForhadAlom-ld2he Месяц назад +1

    Vai narider ritusrab obosthay quran telwat korte perbe kina ey bisoye ekta vedio diben?sothik uttor passi na

  • @golamkibria8075
    @golamkibria8075 Месяц назад +1

    রাসুলুল্লাহ ছিলেন ইব্রাহিমের আনুসারি। সালাতের বিধান আসছে ইব্রাহিম হতে।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      ইব্রাহিম কোন পদ্ধতিতে সালাত পড়তেন তা কোথায় লিখিত আছে?

  • @jamalhossain9623
    @jamalhossain9623 19 дней назад +1

    ইসলাম ৫টি বুনিয়াদে ও ১৩টি আহকাম ও আরকানে প্রতিষ্ঠিত। কিতাবসহ সবগুলোই নির্ভর করে রিসালাতের ধারক বাহক রাসূলের উপর, রাসূলে বিশ্বাসের উপর।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  19 дней назад

      রাসুল পুজার উপর।
      রাসুল নুরের না মাটির তা জানার উপর।
      মুতার পরে ৪০ কদম হাটতো না ৮০ কদম হাটতো
      জুব্বা পড়তো না শার্ট পড়তো সেইটা জানার উপর

    • @jamalhossain9623
      @jamalhossain9623 14 дней назад

      @@Quran.Research.Intelligence apni ki theke ki bollen...... Bojhe bollen naki iccha kore asob bollen???

    • @md.al-amin1890
      @md.al-amin1890 12 дней назад

      যে এই ভিডিওটা করেছে সে একটা নাস্তিক​@@jamalhossain9623

  • @MDMehediHasanHerok
    @MDMehediHasanHerok 10 дней назад +1

    কাফের থেকে বিরত থাকুন

  • @mezanurrohman8647
    @mezanurrohman8647 16 дней назад +1

    ৫ অক্ত নামাজ কোরানে কোথাও নেই । আছে দায়েমি ছালাত আছে। তার মানে , আততে সংযম প্রচেষটা।

  • @landmark8393
    @landmark8393 27 дней назад

    surah-22--35.36.37.38

  • @ForhadAlom-ld2he
    @ForhadAlom-ld2he Месяц назад +1

    Salamun Alaikum vai

  • @ryuikjhsg86
    @ryuikjhsg86 27 дней назад

    সূরাঃ আন-নিসা ০৪
    যখন তোমরা নামায আদায় করে নেবে, তখন দাঁড়িয়ে, বসে, শুয়ে আল্লাহকে স্মরণ করবে, অতঃপর যখন তোমরা নিরাপদ হবে তখন (যথানিয়মে) নামায কায়িম করবে। (((নির্দিষ্ট সময়ে নামায কায়িম করা মু’মিনদের জন্য অবশ্য কর্তব্য)))

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  27 дней назад

      নির্দিষ্ট সময়ে নামাজ ফরজ?
      ফরজ শব্দই এই আয়াতে নাই।
      কুরআনের অপব্যখ্যা থেকে বিরত থাকুন।

    • @ryuikjhsg86
      @ryuikjhsg86 27 дней назад

      @@Quran.Research.Intelligence
      সুরা নিসা (৪) ১০৩ নাম্বার আয়াত এ কি আছে তাইলে

    • @ryuikjhsg86
      @ryuikjhsg86 27 дней назад

      @@Quran.Research.Intelligence
      সুরা নিসা (৪) আয়াত ১০৩,,
      সহি বুখারি ৫৬০ এ কি আছে তাহলে

  • @landmark8393
    @landmark8393 27 дней назад

    surah 22 ----67

  • @m.ahussain6490
    @m.ahussain6490 Месяц назад

    সালামুনআলাইকুম সন্ধ্যার কত সময়ের পরে রাত হয় দয়া করে জানাবেন।

    • @azaztemp
      @azaztemp Месяц назад +1

      ওয়া 'আলাইকুমাসসালাম ওয়া রহমাতুল্লাহ।।
      সন্ধ্যাকাশের লালিমা যখন যায় হারিয়ে,
      নিশীথ আসে বারতা লয়ে চেতনা জাগিয়ে !🫥

    • @Sobahan512
      @Sobahan512 Месяц назад

      টেক মাগরিব আজানের 1 ঘন্টা 10 20 মিনিট পর রাত হয়

  • @leatherworld2350
    @leatherworld2350 Месяц назад +1

    সালামুন আলাইকুম, আপনার কাছে আমার অনুরোধ করছি দায়ইমু সালাত আকিমুস সালাতের নিয়ম পদ্ধতি ব্যবহার কি কিকাজ ইত্যাদি পরিষ্কারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লোক উপকৃত হবেন, কিভাবে আকিমুস সালাত আদায়ের ও যাকাত আদায়ের কুরানিক ব্যাখ্যা বিশ্লেষণ করলেন কিভাবে কি করলে পরিষ্কারভাবে বুঝতে যাতে সমস্যা না এভাবে বর্ণনা করার অনুরোধ করছি।

  • @মিছেএইদুনিয়া

    রেজওয়ান ভাই, আযান নিয়ে একটা আলোচনা একান্ত প্রয়োজন।

  • @MdSulaimanAli-w4c
    @MdSulaimanAli-w4c 25 дней назад +3

    নামাজ বলতে কিছু নাই

  • @mdhassan-mj7ce
    @mdhassan-mj7ce Месяц назад +1

    কেয়ামত আগে অনেক ফিরকা আসবে তার মধ্যে একটি সঠিক / খাঁটি /আল্লাহর মনোনীত ।
    বাকি গুলির স্থান ** ######**??
    তাহলে আপনি ও একটা ফিরকা।
    মনে রাখবেন কেয়ামত জবাবদিহি করতে হবে।।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      @@mdhassan-mj7ce আপনি ও মনে রাখবেন সুরা বাণী ইসরাইল আয়াত -৯

  • @salehahmed2033
    @salehahmed2033 8 дней назад

    সকল মুসলমান ৫ ওয়াক্ত নামাজই পরে যা ফরজ (অবশ‍্যই করনীয়)। হযরত মোহাম্মদ (দ:) যে ভাবে নামাজ পরতে বলেছেন মুসলমানরা সেই ভাবেই নামাজ পড়ে। ৫ ওয়াক্ত নামাজের বেশি পড়লে আমরা সওয়াব বেশি পাব। দেড় হাজার বৎসরে যখন কোন ঝামেলা হয়নি ভবিষ্যতেও হবে না।

    • @Chems7308
      @Chems7308 8 дней назад

      তো মোহাম্মদ (স:) কোথায় কি বলেছেন তাতো বললে না ,আর ১.৫ হাজার বছর ধরে সমস্যা হয়নি তুমি কিভাবে জানলা ?তোমার বয়স কতো? যেদিন থেকে তোমার বুদ্ধি হয়েছে সেদিন থেকে যেভাবে সমস্যা দেখছো তোমার আশেপাশে , সেভাবেই হাজার বছর ধরে চলে আসছে,ভালো থাকো

    • @salehahmed2033
      @salehahmed2033 8 дней назад

      @Chems7308 আমি ইসলাম ধর্মের কোন পন্ডিত নই। আমি মক্কা ও মদিনায় যে ভাবে ৫ ওয়াক্ত নামাজ পড়তে দেখেছি ঠিক একই ভাবে আমাদের দেশের মানুষও নামাজ পড়ে। ধন্যবাদ।

    • @Chems7308
      @Chems7308 8 дней назад

      @@salehahmed2033 দেখাদেখি করতে করতে তো আজ ধর্মের এই অকাল

  • @landmark8393
    @landmark8393 27 дней назад

    surah--50--39 to 40

  • @smsemon1985
    @smsemon1985 Месяц назад

    প্রিয় ভাই, ৭০ নাম্বার সূরার-২৩ নাম্বার আয়াত এর উপর বিস্তারিত আলোচনা পূর্বক একটা ভিডিও বানাবেন প্লিজ।

  • @movieskip4777
    @movieskip4777 8 дней назад +1

    21:53 মৃত্যু নেই, এই শব্দটা ব্যবহার করবেন না। ইন্তিকাল, পরদা গ্রহণ ইত্যাদি বলতে পারেন।

  • @rebekasultana6795
    @rebekasultana6795 Месяц назад +1

    আমি শিখতে চাই। আমি আমার বাবা সহ আপনার ভিডিও দেখি। ভিডিও তে মুখে বলে বেশি বেশি রেফারেন্স গুলো স্ক্রীন সর্ট দিলে ভালো হতো।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ইনশাআল্লাহ।
      আর আপনি ভিডিও পজ করে কুরআন থেকে আয়াত গুলো মিলিয়ে দেখবেন।
      সম্ভব হলে অন লাইনে একাধিক অনুবাদ দেয়া ওয়েবসাইট থেকে শব্দার্থ ও অনুবাদ মেলাবেন।
      আর মনে রাখবেন কুরআন অধ্যয়ন অনেক বড় ইবাদত।
      সুরা নামল ৯১
      সুরা কাফ -৪৫
      সুরা নিসা ৮২
      সুরা মুহাম্মদ -২৪

  • @hasanagro96
    @hasanagro96 27 дней назад

    Masallah

  • @sajustudio
    @sajustudio Месяц назад +1

    কোরআনের সব আয়াত সম্পুর্ন সালাত কিন্তু রুকু ভিত্তিক সালাত কোরআনের অংশ বিশেষ

  • @MdAlamin-ot8wz
    @MdAlamin-ot8wz Месяц назад +15

    ভাইজান তাহলে নামাজ বলতে যে এবাদত করি আসলেই কি আমরা ভুল করছি একটু বুঝিয়ে বলেন

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад +3

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      সালাত ও নামাজ সিরিজের সব গুলো ভিডিও দেখুন

    • @rifadzifad9017
      @rifadzifad9017 Месяц назад +4

      নামাজ বা সালাতে মানুষ তার প্রভুর নিকট প্রতিজ্ঞা করে,প্রার্থনা করে,কি বিষয়ে প্রতিশ্রুতি,কি চাওয়া পাওয়া তার মর্ম অনুধাবন না করে অন্ধের মত তেলাওয়াত করি,তাহলে গুনাহ করি।আল্লাহ বলতেছে বুজে শুনে পালন কর।মাতাল অবস্হায় নামাজ বা সালাতে এসো না।

    • @akpath2.025
      @akpath2.025 Месяц назад

      ৪খলিফার রাজত্ব সঠিক তথ্য উপাত্তের উৎস।

    • @asadulislam7349
      @asadulislam7349 Месяц назад +3

      তা হলে আমাদের নামাজের উৎপত্তির ইতিহাস জানা দরকার। দয়া করে তা আলোচনা করবেন। তা না হলে আপনার আলোচনা পরিপূর্ণ হবে না।

    • @Keepmovingsmartly
      @Keepmovingsmartly Месяц назад

      Ekhane apnara sobai bivranto create kortesen. Amra amdr nijeder dhorme e jdi eto confusion create kori like ekekjon ekek kotha boli ete others dhormer manush er kache ki rkm mone hoy? Why can't we just be "only muslim" rather than being different conceptual muslim.

  • @Taher-wc5os
    @Taher-wc5os Месяц назад +1

    ভাই মুসলিমদের ভিতরে বিভ্রান্তি তৈরি করেন না ৃৃআমি বুঝতে পারছি বিষয়টা সম্বন্ধে আপনার জ্ঞান খুবই সামান্য। ৃৃ

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আপনি রেফারেন্স গুলো কুরআনের সাথে মিলিয়ে দেখেছেন আমি সত্য বলেছি না আয়াতের ভুল অনুবাদ করেছি।
      দেখেন নি?
      এজন্যই আল্লাহ বলেন
      মানুষের চোখ অন্ধ হয়না অন্ধ হয় বক্ষস্থিত রিদয়।

  • @MRH281
    @MRH281 16 дней назад

    ব্যক্তিগতভাবে ইসলাম পালন করলে কোন ফায়দা হবে না ঐক্যবদ্ধ জাতি গঠন করতে হবে।

  • @md.anisurrahmananis4493
    @md.anisurrahmananis4493 Месяц назад

    ভাই, সালাতের আয়াতগুলো কি নবীজির মেরাজের পর নাজিল হয়েছে? এই প্রশ্নটা করলাম মেরাজের সময় নাকি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হিসাবে আনা হয়েছে

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আপনি নামাজ ও সালাত সিরিজ ভিডিও গুলো প্লে লিস্ট থেকে দেখুন

  • @saikahossain855
    @saikahossain855 Месяц назад +1

    সালামুন আলাইকা

  • @abalFoical
    @abalFoical Месяц назад

    সকল সালাতই কায়েম করা যাই। 🎉

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 Месяц назад +1

    সালামুন আলাইকুম নোয়াখালী মাইজদী বলির দোকান

  • @kazimoniruzaman6892
    @kazimoniruzaman6892 Месяц назад +2

    জনাব ধর্মীয় বিষয়ে আপনার জানার বাকি আছে,আর"বেশি আরগুমেন্ট যারা করে তারা গুমরাহ হয়ে যায়॥

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ স্যার

  • @mrmilonkhan1323
    @mrmilonkhan1323 Месяц назад +2

    ভাই আমিও আপনার মত রিচার্জ করতেছি

  • @landmark8393
    @landmark8393 27 дней назад

    surah--22--25..26

  • @asadulislam7349
    @asadulislam7349 Месяц назад

    11:114 ও 17:78 আয়াত দুটি ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      শুধু এই দুই আয়াত নয় নামাজ সংক্রান্ত সকল আয়াত নিয়ে একটি ভিডিও আছে।
      সালাত ও নামাজ সিরিজের প্লে লিস্ট এ

  • @MDKolimullah-ut2tw
    @MDKolimullah-ut2tw 5 дней назад

    সালামুন আলাইকুম, ৬/৫৪,

  • @nasrinara9427
    @nasrinara9427 Месяц назад +1

    আল্লাহ কে ভয় করো। মিথ্যা ভন্ডামি করে মানুষের ইমান নষ্ট করলে তাদের সবার পাপের শাস্তি তোমাকে দেওয়া হবে

  • @MDRasel-wr2bo
    @MDRasel-wr2bo Месяц назад +1

    সালামুন আলাইকুম রিজন ভাই

  • @mdsofikul6065
    @mdsofikul6065 Месяц назад +1

    সালামুন আলাইকুম

  • @aklimaakter7242
    @aklimaakter7242 Месяц назад +1

    আপনি সুরার নামবার না বলে নাম বললে বুঝতে সুবিধা হয় বেশি।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ৬ নং সুরা আন আম
      ১১ নং সুরা হুদ
      ৪১ নং সুরা ফুসসিলাত
      ১৭ নং সুরা ইসরাইল

  • @kofi3466
    @kofi3466 22 дня назад +1

    Akdom sotti.. Wakt salat bolte kichui nai.. Dayemi salat asol salat..sorboda Zikir e thaka..gurur dhyaan kore etai asol salat

  • @golamkibria8075
    @golamkibria8075 Месяц назад

    সালাত শুরু হয়েছে মানব জাতির নেতা ইব্রাহিম হতে-২:১২৫।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      ইব্রাহীম নবী কোন পদ্ধতিতে সালাত পড়তেন তা কোথায় লিখিত আছে?

  • @landmark8393
    @landmark8393 27 дней назад

    surpah----15----2

  • @sarowerhossain3665
    @sarowerhossain3665 Месяц назад +1

    এ-সব মোট চল্লিশ ওয়াক্ত নামাজ পাওয়া যায়। সব শেষ নামাজের নাম করোনার নামাজ।

  • @m.a.studio2978
    @m.a.studio2978 Месяц назад

    সালাতুল ফজর, সালাতুল ইশা, এগুলোর কথা কুরআনে উল্লেখ আছে।
    এই সময়ে আমাদের করণীয় কী?

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      নবীর যুগে সালাত কেমন ছিলো ভিডিও তে এই দুই ওয়াক্তের ওপর আলোচনা করা হয়েছে

  • @rokibhasanchowdhury3504
    @rokibhasanchowdhury3504 24 дня назад +1

    এত দেখি মহা জ্ঞান পাপী

  • @PrimikRumie
    @PrimikRumie Месяц назад +2

    কোরআনে তো নামাজই নাই আছে সালাত যা বাংলা সরন ও সংযুক্ত থাকা।
    আমরা তো সব সময় আকামে যুক্ত থাকি।

  • @HasnaHena-p9j
    @HasnaHena-p9j Месяц назад

    আমি দুইটা আয়াত দিয়েছি এই আয়াত দুইটার একটু ব্যাখ্যা করবেন

  • @shahriareshihab8587
    @shahriareshihab8587 24 дня назад +2

    আমার ব্যাক্তিগত মতে
    সালাত প্রতিষ্টা মানে সকাল থেকে রাত এ কোর আন এর উপদেশ নিজের জীবনে মেনে চলা।
    তাহলেই দুনিয়া ও আখিরাতে লাভ হবে।
    হযরত মোহাম্মদ সা উনার যুগে সকলকে একত্রিত করে কোরআন এর এই উপদেশ / আইন গুলোই বুজিয়ে দিয়েছেন

  • @nooraalamsikder3247
    @nooraalamsikder3247 16 дней назад

    অসাধারণ বিশ্লেষণ।

  • @baharulislamsardar3166
    @baharulislamsardar3166 Месяц назад

    নামাজ যে সালাত নয় , এটা স্পষ্ট করার জন্য একটি উদাহরণেই যথেষ্ট, আর সেটা হলো দায়িমী সালাত। যে সালাত ২৪ ঘন্টাই কায়েম করতে হয় ।

  • @QRI143
    @QRI143 16 дней назад

    Apnar sathe kisu kotha cilo kivabe jogajok korte pari ??????

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  16 дней назад

      ফেসবুক লিংক ইউটিউব প্রোফাইলে সংযুক্ত আছে স্যার।
      মেসেঞ্জারে নক করুন।

    • @QRI143
      @QRI143 16 дней назад

      Ami Knock korecilam apni seen kore reke dicen...aktu replay diyen vai thahole plz..

  • @TariqulIslam-ch6yk
    @TariqulIslam-ch6yk Месяц назад +2

    সবাই শুধু এটাই বলে এই নামাজ কোরআনের সালাত নয়,কিন্তুু কোনটা যে সালাত আর কিভাবে তা আদায় করতে হবে, এ ব্যপারে টুটাল কনফিউজড।একেকজন একেক সমাধান দেয়।আপনিও আপনার চ্যনেলের ভিডিও দেখার কথা বলে দায় সারেন।অথচ আপনার সব ভিডিও আমার দেখা হয়ে গেছে।

    • @abulkashem8499
      @abulkashem8499 Месяц назад

      Uni jevabe namaj pore
      ruclips.net/video/zslw3n-rknQ/видео.htmlsi=2cVQ5MpXOkzZ_pfk

  • @leatherworld2350
    @leatherworld2350 Месяц назад +1

    সালামুনআলাইকুম, কোরআনে বর্ণিত আল্লাহর আদেশকৃত তসবি, আল্লাহ পাকের প্রশংসা, তোমরা আল্লাহ স্মরণ থেকে গাফেল হইও না, সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে প্রশংসা বর্ণনা করেন ইত্যাদির ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লোক উপকৃত হবেন, তোমরা অল্পই ধ্যান করো, কিভাবে আল্লাহ কে স্মরণ করবে
    কি ধ্যান করবে কিভাবে ধ্যান করবে , আল্লাহ পাকের স্মরণে আত্ম প্রশান্তি লাভ করে, আর প্রশান্ত আত্মাই কোরআনে বর্ণিত হয়েছে তার স্বরূপ কি কি রকম হবে ইত্যাদি সম্মিলিত একটি ভিডিও করুন এবং ঈমানদারেরা মুমিন মুত্তাকী হতে পারেন, আপনি আপনি সুন্দর ভাবে বলুন ধীরে বুঝিয়ে বুঝিয়ে বলুন আমার অনুরোধ।

  • @ibrahimIslam-vm3wk
    @ibrahimIslam-vm3wk 23 дня назад

    নামাজ সম্পর্কে হাদিস এ বিস্তারিত বর্ণনা আছে,,,,, নামাজ মোট পাঁচ ওয়াক্ত

  • @rashelsiddique284
    @rashelsiddique284 Месяц назад

    কোরআনের আধ্যাত্নিকতা,,সবার বোধদ্বয় হবে না।একমাত্র মহান আল্লাহর রহমত ব্যাতীত।তবে ওয়াক্তিয়া শব্দটি পাওয়া যায়না।

  • @ForhadAlom-ld2he
    @ForhadAlom-ld2he Месяц назад

    Kmn asen vai

  • @bashirahmed1647
    @bashirahmed1647 Месяц назад +1

    আল্লাহর নামে মিথ্যাচার না করে পড়েন, ২৪:৫৮, ১১:১১৪, ১৭:৭৮, ২:২৩৮। এগুলো কম্বাইন্ড করলে ৫ ওয়াক্ত বরাবর পাবেন।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আল্লাহ আপনার মতো ঘুরিয়ে পেচিয়ে কথা বলেন না।
      যা বলার স্পষ্ট ও পরিষ্কার ভাবে বলেন।
      সুরা ফুরকান আয়াত-৩৩
      সুরা হুদ আয়াত -১
      সুরা আন আম আয়াত ১১৪+১১৫

    • @bashirahmed1647
      @bashirahmed1647 Месяц назад +1

      @@Quran.Research.Intelligence আমার কমেন্টের বাক্যে কোন কথাটা ঘুরিয়ে পেচিয়ে কথা?? ঘুরিয়ে প্যাঁচিয়ে বলা মানে কি? আল্লাহ বিভিন্ন ভংগীতে বলেন। ১৮:৫৪, আমি কোথায় বললাম আল্লাহ স্পষ্ট ও পরিস্কার ভাবে বলেন না?
      মিথ্যা, অসার কথা থেকে বেঁচে থাক২২:৩০ সুসংগত কথা বল ৩৩:৭০। আপনি কি করছেন??
      আমরা ক্বুর আন থেকে জানতে পারি ঈসা, মুসার ভাগনে হয়। কিন্তু আল্লাহ কোন আয়াতে এটা সরাসরি বলেছেন??? আল্লাহ সরাসরি বলেছেন তিনি দুই পূর্ব দুই পশ্চিমের মালিক। উত্তর দক্ষিণের কথা তো বলা নাই। তাইলে উত্তর দক্ষিণের মালিক আল্লাহ না??
      আল্লাহ কি চা সিগারেট খাওয়া হালাল হারাম সরাসরি কোন আয়াতে বলসে? কোন আয়াতে কুকুরের মাংস আর আপনার হাগু খাওয়া হালাল হারাম করসে? আপনি খাবেন কি খাবেন না এগুলো?? আল্লাহ কোন আয়াতে হজ্জ্বের চার মাসের নাম বলেছে? কোন আয়াতে বলেছে এভাবে সাজদা কর। লোকমান তার ছেলেকে উপদেশ দিয়েছে সেগুলো বর্ণনা করেছে আল্লাহ । কিন্তু আপনাকে তো এগুলোর আদেশ দেন নাই। আপনি এগুলো পালন করবেন কি করবেন না??
      সবকিছু সরাসরি ই যদি এভাবে বলে দিতে হয় এটা কর, ওটা করিয়না। তাইলে আর গবেষণা বিশ্লেষণ এর কি দরকার? ৩৮:২৯
      আপনার উদ্ধৃত আয়াত নং ২৫:৩৩, ১১:১ ৬:১১৩-১১৫ আয়াতের সাথে আমার কমেন্টের কি সংগতি?? ৩৩:৭০! আমার কোন কথার উত্তর??

    • @NasirUddin-bz5jb
      @NasirUddin-bz5jb Месяц назад

      ​@@bashirahmed1647ভাই কিছুদিন আগে ভিডিও দেখলাম সাদা কাপড় পরা একদল লোক মানুষকে খ্রিস্টান বানানোর জন্য বের হয়েছে। আমার মনে হয় সেই রকম কিছু।

  • @tushar3344
    @tushar3344 Месяц назад

    মুতা বিবাহ নিয়ে একটা ভিডিও বানান।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      মুতা বিয়ে কুরআন বিরোধী।
      চ্যানেল এ হিল্লা বিয়ে নিয়ে ভিডিও আপলোড করা আছে।
      আপাতত সেটা দেখতে পারেন

  • @MdAliakbar-o1w
    @MdAliakbar-o1w 24 дня назад

    আমরা যে নামাজ পরি তা, কোরআনের উল্লিখিত ৮২ বার সামলাতের সারাংশ, এটা নবীজির দ্বারা কোরআনের ব্যাখ্যা, আপনি ইসলাম কে কঠিন করে ফেলেছেন। আপনার সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ আলাপ না করলে আপনার ভুল ভাঙাবে না। আপনি হাদিস বা নবী মোহাম্মদ (সঃ) বানিকে কাছে আনতে হবে। আপনার অন্ধত্ব চরম পর্যায়ে চলে গেছে।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  24 дня назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      আপনি নতুন কিছু বলুন।
      এই ভাঙা রেকর্ড জন্মের পর থেকে শুনছি।

  • @rokibhasanchowdhury3504
    @rokibhasanchowdhury3504 24 дня назад

    আপনি কোন ভার্সিটি থেকে পড়ালেখা করেছেন??

  • @muminoorrahaman3195
    @muminoorrahaman3195 Месяц назад

    ওয়াক্ত বানানো না, রাকাত বানানো। আপনার সমৃদ্ধ সব ভিডিও আমি দেখি। কিন্তু ওয়াক্তের কথা মনে হয় ভুল করে বলে ফেলেছেন। যাহোক, মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ওয়া ইয়াসফি ছুদুরা কাওমিম মুমিউনিন। রব্বানা ওয়া তাকাব্বাল দু'আই।

    • @Quran.Research.Intelligence
      @Quran.Research.Intelligence  Месяц назад

      এখানে ২০ টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে।প্রতিটি পয়েন্ট আপনার কাছে ভুল মনে হয়েছে?
      সিরিয়াসলি?

  • @alammahabub941
    @alammahabub941 Месяц назад +2

    আপনার বয়স কত হলো জানিনা!এই কেন কোথা থেকে আবিষ্কার করলেন?আপনি এইসব বলে কি বুঝাতে চাইছেন?