নামাজের ওয়াক্ত মানুষের বানানো? ২০ টি কারন ( কুরআন থেকে দলিলভিত্তিক প্রমাণসহ)

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 сен 2024
  • নামাজের ওয়াক্ত মানুষের বানানো? ২০ টি কারন ( কুরআন থেকে দলিলভিত্তিক প্রমাণ)
    #onlyquranresearch #নামাজ #নামাজের_ওয়াক্ত #নামাজের_গুরুত্ব_ও_ফজিলত

Комментарии • 201

  • @MDIbrahimKhalilStudent-by1fe
    @MDIbrahimKhalilStudent-by1fe День назад +1

    আল্লাহ আপনার হায়াত বৃদ্ধি করুন! যাতে আপনার কথাগুলোর মাধ্যমে সকলে হেদায়েত লাভ করেন।

  • @lov3deen
    @lov3deen День назад +4

    ওয়া (এবং)
    আ'আতু (এসো)
    যাকাত (পরিশোধনে)

  • @Rokan-w8d
    @Rokan-w8d День назад +3

    ❤❤সালামুন আলাইকুম 💛🌹💚

  • @mdopukhan-e1d
    @mdopukhan-e1d День назад +2

    সালামুন আলাইকুম ❤️👏

  • @SSfakirFakir
    @SSfakirFakir День назад +4

    কোরানের প্রথম থেকে শেষ পর্যন্ত এক-ই কথা নামাজ কায়েম কর যাকাত আদায় কর। নামাজ কায়েম ও যাকাত আদায় এই শব্দ দুটি যদি কোরানে না থাকতো তবে হয়তো মুসলিম জাতি শত দলে বিভক্ত হত না। কোরানের মধ্যে সবচেয়ে জটিল ও কঠিন, এই দুইটি শব্দ। এই দুইটি শব্দের আগা মাথা, গোড়া লেজ নাই যে একদিক থেকে টান দেয়া যাবে! যত গন্ডগোল, মতভেদ, অনৈক্য, মুসলিম জাতির মধ্যে যত রকমের অশান্তি সৃষ্টি হয়েছে এই শব্দ দুটি নিয়ে। যত ভিডিও,, যত মোল্লা মৌলভীদের জঘড়া হয় এই শব্দ দুটি নিয়ে। ঝগড়া সৃষ্টি করা এই শব্দ দুটি কোরানের পাতায় পাতায় লিখে দিয়েছে। এই শব্দ পৃথিবীর কোন মানুষ বুঝে আমার মনে হয় না। আবার আল্লাহ বলেছেন তিনি কোরআন কে সহজ করে দিয়েছেন যাতে মানুষ বুঝে। সহজ যখন করেই দিয়েছেন তাহলে এটা নিয়ে এত কথা কেন? আসলে আল্লাহ এই শব্দ দুটি দিয়েছেন মানুষের মধ্যে বিভেদ গন্ডগোল মতভেদ তৈরি হয়ে যাতে অশান্তি সৃষ্টি হতে পারে। আল্লাহ বলেছেন সহজ করে দিয়েছেন একথা যদি সত্য হয় তবে মানুষের মধ্যে কোরআন বুঝাবুঝি নিয়ে মতভেদ হয় কেন? আল্লাহ কোরান কে সহজ করে দিয়েছেন। নামাজ ও যাকাত কেউ বুঝে না। আরবের লোকেরাও বুঝে না। এক লোক বলেছেন, সহবাস করা, ঘুমানো, গোসল করা, পায়খানা করা, প্রসাব করা এসব কাজ্ও সালাতের অন্তর্ভুক্ত। তার কথা হল আমরা পৃথিবীতে বেঁচে থাকার জন্য যত প্রকার কাজ করি সব্ই সালাত। আপনি এখন কি বলবেন?

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      আল্লাহ কুরআন সহজ কতেছেন এ কথা বলেছেন।
      পাশাপাশি কুরআন পড়ে মানুষ বিভ্রান্ত হবে তাও বলেছেন।
      কুরআন এর আলো আপনার মধ্যে তখনই ঢুকবে
      তখনই আপনি সঠিক পথের দিশা পাবেন যখন মুত্তাকী হবেন।
      সুরা বাকারা আয়াত -২...
      মুত্তাকী কি কেন কিভাবে ভিডিও টি না দেখে এই চ্যানেল এর ভিডিও দেখলে বেশিরভাগ ই আপনার মাথার উপর দিয়ে যাবে।আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ ❤️❤️❤️

    • @md.anisurrahmananis4493
      @md.anisurrahmananis4493 День назад

      আমি অতোশতো বুঝি না নামাজ কিভাবে পড়বো যাকাত কিভাবে দিবো কুরআন দিয়ে এককথায় উত্তর দিতে হবে।

    • @md.anisurrahmananis4493
      @md.anisurrahmananis4493 День назад

      আমি অতোশতো বুঝি না নামাজ কিভাবে পড়বো যাকাত কিভাবে দিবো কুরআন দিয়ে এককথায় উত্তর দিতে হবে।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      যাকাত সুরা বাকারা ২১৫+২১৯ +১৭৭
      সুরা লাইল ১৮​@@md.anisurrahmananis4493

    • @SSfakirFakir
      @SSfakirFakir День назад

      ​@@Quran.Research.Instituteমুত্তাকি হলেও নামাজ আর যাকাত কেউই বুঝবে না। মুত্তাকিরা আল্লাহকে ভয় করে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে। আল্লাহর কি কি আদেশ দিলেন কি কি কাজ করতে বল্লেন তা যদি না-ই বুঝে তবে কাজ করবে কিভাবে? যারা সালাত ও যাকাতের কথা বলে,তারা তো অনুমান ভিত্তিক বলে। আর অনুমান করে কাজ করতে তো আল্লাহ বলেন নাই। আরবের লোকেরা মক্কা ও মদীনায় মসজিদে যেন নামাজ পড়ে তাহা তো কোরানে নাই তবে পড়ে কেন?

  • @Jadid6283
    @Jadid6283 День назад

    আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,, এক কথায় অসাধারণ বিশ্লেষণ সালাতের সময়/ ওক্তের উপর নিয়ে।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      ❤️❤️❤️❤️❤️

    • @naeemulalam6874
      @naeemulalam6874 5 часов назад

      @@Jadid6283 সম্পূর্ণ মিথ্যার উপর নির্ভর করছেন।

    • @Jadid6283
      @Jadid6283 4 часа назад

      @@naeemulalam6874 ভাই,, আপনি যদি আল্লাহর কিতাব থেকে সত্যের উপর দেখাইতে পারেন তাহলে আপনারটা মেনে নিয়ার চেষ্টা করব,, তবে যাই হোক এ বিষয় নিয়ে তর্ক করব না,, এ ব্যাপারে অনেক আয়াত আছে, আপনি শুধু সূরা নিসার (107) নম্বর আয়াতটা ফলো করবেন,,,,

  • @NasirUddin-ly8tr
    @NasirUddin-ly8tr День назад +3

    তথ্যবহুল গঠনমূলক আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। নামাজ যদি পাঁচ ওয়াক্ত হয়ে থাকে তাহলে নামাজ বেহেস্তের চাবি হয়?আমাকে অতি সম্প্রতি আমার বোন বললো পাঁচ ওয়াক্ত নামাজ পরতে।উত্তরে আমি বললাম আমিতো সবসময় নামাজেই থাকার চেষ্টা করি।

    • @naeemulalam6874
      @naeemulalam6874 5 часов назад

      @@NasirUddin-ly8tr স্বজ্ঞানে মিথ্যা ব্যাখ্যাকে কিভাবে তথ্যবহুল বলেন?

  • @rebekasultana6795
    @rebekasultana6795 День назад +1

    আমি শিখতে চাই। আমি আমার বাবা সহ আপনার ভিডিও দেখি। ভিডিও তে মুখে বলে বেশি বেশি রেফারেন্স গুলো স্ক্রীন সর্ট দিলে ভালো হতো।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ইনশাআল্লাহ।
      আর আপনি ভিডিও পজ করে কুরআন থেকে আয়াত গুলো মিলিয়ে দেখবেন।
      সম্ভব হলে অন লাইনে একাধিক অনুবাদ দেয়া ওয়েবসাইট থেকে শব্দার্থ ও অনুবাদ মেলাবেন।
      আর মনে রাখবেন কুরআন অধ্যয়ন অনেক বড় ইবাদত।
      সুরা নামল ৯১
      সুরা কাফ -৪৫
      সুরা নিসা ৮২
      সুরা মুহাম্মদ -২৪

  • @alien-human369
    @alien-human369 День назад +1

    আমরা জানি এবং মানি যে আল্লাহ সর্ব জ্ঞানী, তিনি ভবিষ্যৎ জানেন।
    আমার প্রশ্ন হল,
    তিনি ৫০ ওয়াক্ত সালাত বা নামাজ নির্ধারিত করে, পরবর্তীতে তা ৫ ওয়াক্ত করল কেন !?

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад +3

      পুরোটাই ভকওয়াছ।
      ৫০ ওয়াক্ত নামাজ
      প্রতি ২৮ মিনিট পরপর নামাজ আল্লাহ কখনোই দেন নি।

  • @marahman3663
    @marahman3663 День назад

    salamun alaikum ,Please expalin all points with detail ... thanks bro

  • @sajustudio
    @sajustudio День назад +1

    কোরআনের সব আয়াত সম্পুর্ন সালাত কিন্তু রুকু ভিত্তিক সালাত কোরআনের অংশ বিশেষ

  • @MdAlamin-ot8wz
    @MdAlamin-ot8wz 2 дня назад +6

    ভাইজান তাহলে নামাজ বলতে যে এবাদত করি আসলেই কি আমরা ভুল করছি একটু বুঝিয়ে বলেন

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  2 дня назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      সালাত ও নামাজ সিরিজের সব গুলো ভিডিও দেখুন

    • @rifadzifad9017
      @rifadzifad9017 День назад +1

      নামাজ বা সালাতে মানুষ তার প্রভুর নিকট প্রতিজ্ঞা করে,প্রার্থনা করে,কি বিষয়ে প্রতিশ্রুতি,কি চাওয়া পাওয়া তার মর্ম অনুধাবন না করে অন্ধের মত তেলাওয়াত করি,তাহলে গুনাহ করি।আল্লাহ বলতেছে বুজে শুনে পালন কর।মাতাল অবস্হায় নামাজ বা সালাতে এসো না।

    • @akpath2.025
      @akpath2.025 День назад

      ৪খলিফার রাজত্ব সঠিক তথ্য উপাত্তের উৎস।

    • @asadulislam7349
      @asadulislam7349 День назад +1

      তা হলে আমাদের নামাজের উৎপত্তির ইতিহাস জানা দরকার। দয়া করে তা আলোচনা করবেন। তা না হলে আপনার আলোচনা পরিপূর্ণ হবে না।

    • @Keepmovingsmartly
      @Keepmovingsmartly День назад

      Ekhane apnara sobai bivranto create kortesen. Amra amdr nijeder dhorme e jdi eto confusion create kori like ekekjon ekek kotha boli ete others dhormer manush er kache ki rkm mone hoy? Why can't we just be "only muslim" rather than being different conceptual muslim.

  • @razu4923
    @razu4923 День назад

    অসাধারণ পর্যালোচনা....bro

  • @saikahossain855
    @saikahossain855 День назад +1

    সালামুন আলাইকা

  • @leatherworld2350
    @leatherworld2350 День назад +1

    সালামুন আলাইকুম, আপনার কাছে আমার অনুরোধ করছি দায়ইমু সালাত আকিমুস সালাতের নিয়ম পদ্ধতি ব্যবহার কি কিকাজ ইত্যাদি পরিষ্কারভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লোক উপকৃত হবেন, কিভাবে আকিমুস সালাত আদায়ের ও যাকাত আদায়ের কুরানিক ব্যাখ্যা বিশ্লেষণ করলেন কিভাবে কি করলে পরিষ্কারভাবে বুঝতে যাতে সমস্যা না এভাবে বর্ণনা করার অনুরোধ করছি।

  • @yusufbakhtiar4805
    @yusufbakhtiar4805 2 дня назад

    Bhalo bolesen.... Dhonnobad.

  • @MdBsir-jv4gy
    @MdBsir-jv4gy День назад

    Very very nice and beautiful

    • @naeemulalam6874
      @naeemulalam6874 5 часов назад

      @@MdBsir-jv4gy কিভাবে এক প্রতারককে সমর্থন করেন?

    • @Jadid6283
      @Jadid6283 4 часа назад

      @@naeemulalam6874 প্লিজ ভাই প্রতারকের কি কাজ করেছে একটু ধরিয়ে দিবেন / বুঝিয়ে বলবেন কি?? আমরা তো এটাও জানি যে আল্লাহর কিতাব থেকে যারা কথা বলে তাদের অনেক যন্ত্রণাদায়ক কথাবার্তা শুনা লাগে/লেগেছে, এখনো ও তো তাই,,,

  • @ForhadAlom-ld2he
    @ForhadAlom-ld2he 2 дня назад +1

    Vai narider ritusrab obosthay quran telwat korte perbe kina ey bisoye ekta vedio diben?sothik uttor passi na

  • @aklimaakter7242
    @aklimaakter7242 2 дня назад +1

    আপনি সুরার নামবার না বলে নাম বললে বুঝতে সুবিধা হয় বেশি।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  2 дня назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ৬ নং সুরা আন আম
      ১১ নং সুরা হুদ
      ৪১ নং সুরা ফুসসিলাত
      ১৭ নং সুরা ইসরাইল

  • @HasnaHena-p9j
    @HasnaHena-p9j День назад

    وَٱلَّذِينَ فِىٓ أَمْوَٰلِهِمْ حَقٌّ مَّعْلُومٌ
    ওয়াল্লাযীনা ফীআমওয়া-লিহিম হাক্কুম মা‘লূম।
    এবং যাদের ধন-সম্পদে নির্ধারিত হক আছে
    And those within whose wealth is a known right
    সূরা আল-মাআরিজ
    আয়াত নং (২৪)

    • @HasnaHena-p9j
      @HasnaHena-p9j День назад

      لِّلسَّآئِلِ وَٱلْمَحْرُومِ
      লিছছাইলি ওয়াল মাহরূম।
      যাঞ্ছাকারী ও বঞ্চিতের
      For the petitioner and the deprived -
      সূরা আল-মাআরিজ
      আয়াত নং (২৫)

  • @leatherworld2350
    @leatherworld2350 День назад +1

    সালামুনআলাইকুম, কোরআনে বর্ণিত আল্লাহর আদেশকৃত তসবি, আল্লাহ পাকের প্রশংসা, তোমরা আল্লাহ স্মরণ থেকে গাফেল হইও না, সকাল-সন্ধ্যা আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করে প্রশংসা বর্ণনা করেন ইত্যাদির ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লোক উপকৃত হবেন, তোমরা অল্পই ধ্যান করো, কিভাবে আল্লাহ কে স্মরণ করবে
    কি ধ্যান করবে কিভাবে ধ্যান করবে , আল্লাহ পাকের স্মরণে আত্ম প্রশান্তি লাভ করে, আর প্রশান্ত আত্মাই কোরআনে বর্ণিত হয়েছে তার স্বরূপ কি কি রকম হবে ইত্যাদি সম্মিলিত একটি ভিডিও করুন এবং ঈমানদারেরা মুমিন মুত্তাকী হতে পারেন, আপনি আপনি সুন্দর ভাবে বলুন ধীরে বুঝিয়ে বুঝিয়ে বলুন আমার অনুরোধ।

  • @ForhadAlom-ld2he
    @ForhadAlom-ld2he 2 дня назад +1

    Salamun Alaikum vai

  • @tamannakhuke-7746
    @tamannakhuke-7746 День назад +1

    সালামুন আলাইকুম নোয়াখালী মাইজদী বলির দোকান

  • @TariqulIslam-ch6yk
    @TariqulIslam-ch6yk День назад +1

    সবাই শুধু এটাই বলে এই নামাজ কোরআনের সালাত নয়,কিন্তুু কোনটা যে সালাত আর কিভাবে তা আদায় করতে হবে, এ ব্যপারে টুটাল কনফিউজড।একেকজন একেক সমাধান দেয়।আপনিও আপনার চ্যনেলের ভিডিও দেখার কথা বলে দায় সারেন।অথচ আপনার সব ভিডিও আমার দেখা হয়ে গেছে।

    • @abulkashem8499
      @abulkashem8499 День назад

      Uni jevabe namaj pore
      ruclips.net/video/zslw3n-rknQ/видео.htmlsi=2cVQ5MpXOkzZ_pfk

  • @HasnaHena-p9j
    @HasnaHena-p9j День назад

    আমি দুইটা আয়াত দিয়েছি এই আয়াত দুইটার একটু ব্যাখ্যা করবেন

  • @MDRasel-wr2bo
    @MDRasel-wr2bo День назад +1

    সালামুন আলাইকুম রিজন ভাই

  • @KaikobadSiddiqueKabir
    @KaikobadSiddiqueKabir День назад

    কোরআনে তিন ওয়াক্ত নামাযের কথা বলা আছে।
    রাতের শেষ ভাগে সুর্য্য উদোয়ের প্রাক্কালে, সূর্য্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে ( আসর) এবং সূর্য্য ডুবে যাবার পর এশার নামায।
    মেরাজ পরবর্তী পাঁচ ওয়াক্ত নামাজ নবীজ্বী নির্ধারন করেছেন।

  • @muminoorrahaman3195
    @muminoorrahaman3195 День назад

    ওয়াক্ত বানানো না, রাকাত বানানো। আপনার সমৃদ্ধ সব ভিডিও আমি দেখি। কিন্তু ওয়াক্তের কথা মনে হয় ভুল করে বলে ফেলেছেন। যাহোক, মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ওয়া ইয়াসফি ছুদুরা কাওমিম মুমিউনিন। রব্বানা ওয়া তাকাব্বাল দু'আই।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      এখানে ২০ টা পয়েন্ট উল্লেখ করা হয়েছে।প্রতিটি পয়েন্ট আপনার কাছে ভুল মনে হয়েছে?
      সিরিয়াসলি?

  • @MDRasel-wr2bo
    @MDRasel-wr2bo День назад

    আপনার কথা ইন্ডিয়ার কলকাতার হানিফ ভাইদের কথা মিলে যায় তারা সবাই একটা সংগঠন করে তাদের সংগঠনের নাম, কুরআন মানি আমি তাদের ভিডিও দেখে

    • @TariqulIslam-ch6yk
      @TariqulIslam-ch6yk День назад

      ঐ চ্যনেলের একটা ভিডিও দিতে পারবেন

  • @khodezayasmin9365
    @khodezayasmin9365 День назад

    ভাই, যাকাত তো অর্থ সম্পদ দান নয়, "আ তুজ যাকাহ" অর্থ হলো পরিশুদ্ধিতা অর্জন। ৯:৬০ হলো অর্থ সম্পদ দান সংক্রান্ত আয়াত। ঐ আয়াতে সম্পদ দানকে সাদাকাহ বলা হয়েছে।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад +1

      সুরা লাইল ১৮ আয়াত পড়ুন।
      তারপর বলুন দান না করলে জাকাত হয় কিভাবে?

  • @kalpotoru3140
    @kalpotoru3140 День назад

    আবারো অনুরোধ করছি ভাই কোরানে রেফারেন্সগুলো text আকারে উল্লেখ করে দিন। হেদায়েত যখন করছেন ভালো করে করুন। আমরা সবাই বিজ্ঞ নই সাধারন মানুষ এবং শিখতে চাই।

  • @tushar3344
    @tushar3344 2 дня назад

    মুতা বিবাহ নিয়ে একটা ভিডিও বানান।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  2 дня назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      মুতা বিয়ে কুরআন বিরোধী।
      চ্যানেল এ হিল্লা বিয়ে নিয়ে ভিডিও আপলোড করা আছে।
      আপাতত সেটা দেখতে পারেন

  • @ForhadAlom-ld2he
    @ForhadAlom-ld2he 2 дня назад

    Kmn asen vai

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  2 дня назад

      আলহামদুলিল্লাহ।
      আপনি কেমন আছেন?

  • @nazmulhaque5073
    @nazmulhaque5073 День назад

    Apnar idea apnar kache rakhun. Don't disturb others. Be aware of shaitan.

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      Don't try to be oversmart..
      Unless you hardly get time to read Quran with understanding

  • @Al-Quran-pz5qh
    @Al-Quran-pz5qh 2 дня назад +1

    Apnar upor Santi borshito hok

  • @sarowerhossain3665
    @sarowerhossain3665 День назад

    এ-সব মোট চল্লিশ ওয়াক্ত নামাজ পাওয়া যায়। সব শেষ নামাজের নাম করোনার নামাজ।

  • @mdsolaymanhosen1052
    @mdsolaymanhosen1052 День назад

    আপনার আলোচনা দীর্ঘদিন শুনতে ছি কিন্তু কোন সমাধান পাই না শুধুমাত্র আপনি আয়াতের নাম্বার বলেন তাতে আমাদের করার কি তা বুঝতে পারছি না।। আমি ব্যক্তিগতভাবে আপনার আলোচনা শুনে বিভ্রান্ত।। সঠিক দিকনির্দেশনা পাচ্ছিনা

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад +1

      সঠিক দিকনির্দেশনা বা হেদায়েত দেয়ার মালিক আল্লাহ।
      কোন মানুষ নবী রাসুল পীর ওলি আউলিয়া গাউছ কুতুব কাউকে হেদায়েত বা সঠিক দিকনির্দেশনা দিতে পারেন না।
      যদি হেদায়েত পেতে চান সুরা জুমার -১৮
      সুরা বাকারা-২ নং আয়াত অনুযায়ী কাজ করুন।
      ❤️❤️❤️

    • @kalpotoru3140
      @kalpotoru3140 День назад +1

      ভাই উনি আয়াতের নাম্বার বলে আমাদের সূত্র ধরিয়ে দিচ্ছেন। আপনাকে ঐ সৃত্র ধরে কোরান খুলে পড়ে বোঝার চেষ্টা করুন। এ ভাবে কোরান পড়ার ও ভালোবাসা তৈরী করুন। কোরান বুঝে পড়া ও সে মতো চলাই সালাত। এ সুযোগ হারাবেন না ভাই

  • @dalwarhossain4980
    @dalwarhossain4980 День назад +1

    hadis dekhe neo, boloder dol.

    • @imexbd
      @imexbd День назад

      NO NEED HADITH.ONLY QURAN IS ENOUGH

    • @dfdfsdv
      @dfdfsdv 23 часа назад +1

      .. রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ কর, আর যা থেকে সে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় কর, নিশ্চয় আল্লাহ শাস্তি প্রদানে কঠোর। (সুরা হাশর আয়াত:৭)
      বল, ‘তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর’। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে ভালবাসেন না। (সুরা আলে ইমরান আয়াত: ৩২)
      রাসুলুল্লাহ (স:) এর সহিহ হাদিস, কাজ, সমর্থন, আদেশ, নিষেধ ইত্যাদি খুব গুরুত্বপূর্ণ কুরআন বুঝার জন্য। অন্তত সহীহ হাদিস না মানলে বিশ্লেষণ যোগ্য আয়াত সঠিক ভাবে বুঝবেন না।
      এই লোকটা সত্যিই বিভ্রান্ত। কয়দিন পর এইলোক বলতে পারে কুরআনের দরকার নাই। এরা বাপ দাদার ইতিহাস পরে অমুক লোকের উক্তি শোনাবে কিন্তুু রাসুলের ইতিহাস, উক্তি, কাজ কর্মকে কোন প্রয়োজনই মনে করেনা। যারা সহিহ হাদিস মানে না তারা এক প্রকার নাস্তিক।

  • @Rakhal_Gamer
    @Rakhal_Gamer 2 дня назад

    আপনার আলোচনা কিছু কিছু ভালো আর কিছু কিছু যঘন‍্য,
    আপনি মানুষকে বিভ্রান্ত করছেন, সালাত অবশ্যই আছে,

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  2 дня назад +1

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      এখানে কুরআন থেকে দলিলভিত্তিক আলোচনা করা হয়েছে।
      কোন কোন আয়াতের অপব্যাখ্যা করা হয়েছে পয়েন্ট আকারে উল্লেখ করেন।
      তা না পারলে
      অপবাদ ও মিথ্যাচার করে পাপের ভাগীদার কেন হচ্ছেন?

  • @dfdfsdv
    @dfdfsdv 2 дня назад +2

    তুমি বিভ্রান্ত।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  2 дня назад +2

      রেফারেন্স দিন।
      কিভাবে বিভ্রান্ত।
      অন্যথায় মিথ্যুক হিসেবে পরিগণিত হবেন।

    • @dfdfsdv
      @dfdfsdv День назад

      তোমার ভিডিওটাই রেফারেন্স। হয়তো অবুঝরা তোমাকে অনুসরণ করবে

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      @@dfdfsdv অবুঝরা আমাকে অনুসরণ করতে পারে।
      কিন্তু জ্ঞানীরা অনুসরণ করবে সুরা বাণী ইসরাইল এর ৯ নং আয়াত।।।

    • @dfdfsdv
      @dfdfsdv 22 часа назад

      জ্ঞানিরা সম্পূর্ণ কোরআনের অনুসরণ করে। তোমার হয়তো কুরআন সম্পূর্ণ পড়া হয়নি।
      রাসুল (স:) এর দিক নির্দেশনা জীবনাদর্শ ছাড়া কোরআনের বিশ্লেষণ যোগ্য আয়াত বোঝা সম্ভব না।
      তোমার প্রতি কোরআনের উপর ঈমান আনা ও আমল করার দাওয়াত।

  • @mrssufia1962
    @mrssufia1962 21 час назад +1

    আহ আফসোস এভাবে যদি সবাই বুঝতো তাহলে পৃথিবীতে এত অবিচার হতো না!আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনার প্রতি শান্তি বর্ষিত হউক আল্লাহর নিকট হইতে।

  • @nargisaktar774
    @nargisaktar774 День назад +1

    Excellent discussion.

  • @naeemulalam6874
    @naeemulalam6874 7 часов назад +1

    ১) পোষ্টকারী খ্রিস্টান। কোরআনের কথা যা বলবে, ভালভাবে দেখা ব্যতীত বিশ্বাস করতে নাই।
    ২) কোরআনে নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু পদ্ধতি উল্লেখ নেই। নবীজির মত পড়তে বলা হয়েছে। নবীজির হাদিস অনেক পরে লিপি হয়েছে। তার সবগুলোর শুদ্ধতা নিয়ে বিতর্ক আছে।
    ৩) নবীজি বলেছেন , আমার উম্মতের জ্ঞানী ব্যক্তিদের মধ্যে মতবিরোধ আল্লাহর রহমতের নিদর্শন। ব্যাখ্যা নিয়ে মুসলিমদের মতভেদ থাকবে। নবীজি তাকে আল্লাহর রহমত বলেছেন।
    ৪) মুসলিমদের ধোঁকা দেয়া ও প্রতারণা করতে ইসলামী পরিভাষা ব্যবহার করা হচ্ছে।
    ৫) পাঁচ ওয়াক্ত বাধ্যকর নামাজ, কিন্তু অন্য নামাজ কিছু সময় ব্যতীত সারাদিন পড়া যায়। বিভিন্ন হাদিস যে সব অবাধ্যকর নামাজ নবীজি পড়তেন উল্লেখ আছে, বাকি নামাজ তাই।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  6 часов назад

      আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ১.আপনি খ্রিষ্টানদের চেয়ে কোন অংশে কম নন।
      তারা ঘোষণা দিয়ে ঈসাকে আল্লাহ মানে।
      আপনি ঘোষণা ছাড়া মুহাম্মদ কে আল্লাহ মানেন।
      মেন মেড হাদিস ছুড়ে ফেলে সুরা বাণী ইসরাইল এর ৯ নং আয়াত অনুসরণ করুন।
      কারন সুরা মুহাম্মদ ২৪ আয়াত আপনার জন্য আমল করা ফরজ।
      ২.কুরআনে নামাজ পড়তে বলা হয়নি আকিমুস সালাত করতে বলা হয়েছে। আর কুরআনে সুরা হুদ আয়াত ১ পড়ুন।
      ৩.আমার উম্মতের জ্ঞানী ব্যাক্তিরা মতভেদ করে শিয়া সুন্নি ইবাদি মাতুরিদি মাজহাবি লা মাজহাবি পিরবাদি মাজারবাদি জাইদি ইসমাইলি জামাতি তাবলিগি হানাফি শাফি মালেকি হাম্বলি চিশতী সাবেরি বেরলভি আই এস আল কাইদা বোকো হারাম বানিয়েছে। সব মতভেদ আল্লাহর রহমত😜😜😜
      ৪. মুসলমানদের ধোকা দেয়া যায়না কারন তারা সুরা বাণী ইসরাইল এর ৯ নং আয়াত সুরা মুহাম্মদ এর ২৪ নং আয়াত জানে।
      ৫. পাচ ওয়াক্ত নামাজ না হয় মিরাজে আল্লাহ দিয়েছেন বাকি ইশরাক চাশত জাওয়াল আওয়াবীন এর ওয়াক্ত কোন স্পেশাল মিরাজে দেয়া হয়েছে?
      একটা মাত্র হাদিস নাম্বার উল্লেখ করুন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ এর পদ্বতি বলা হয়েছে।

  • @anassafa5204
    @anassafa5204 День назад +1

    সালাতের প্রকৃত অর্থ কোরান থেকে আয়াত ভিক্তিক এতো সুন্দর আরগুমেন্ট এর আগে আর কেউ বলেনি।আপনাকে আল্লাহ আরও অধিক জ্ঞান দান করুণ সমগ্র বিশ্বে প্রকৃত ইসলাম জানার জন্য। ধন্যবাদ

  • @MDRAIANAHMADKHAN-d5b
    @MDRAIANAHMADKHAN-d5b 23 часа назад +1

    কুরআন ওহাদিস দুই টি মানতেই হবে ।দয়া করে বিভ্রানতি ছড়াবেন না।আল্লাহ সবাই কে হেদায়েত দিন। আমিন।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  23 часа назад

      কুরআন ই হাদিস সুরা জুমার আয়াত ২৩

  • @hasan.arindam
    @hasan.arindam День назад +1

    Extraordinary speech !!!!!!!!!!!!!!!!!!!💘💯🎁🏆🏆🏆

  • @mdsofikul6065
    @mdsofikul6065 День назад +1

    সালামুন আলাইকুম

  • @smsemon1985
    @smsemon1985 14 часов назад

    প্রিয় ভাই, ৭০ নাম্বার সূরার-২৩ নাম্বার আয়াত এর উপর বিস্তারিত আলোচনা পূর্বক একটা ভিডিও বানাবেন প্লিজ।

  • @মিছেএইদুনিয়া

    রেজওয়ান ভাই, আযান নিয়ে একটা আলোচনা একান্ত প্রয়োজন।

  • @Dharamikbrainwash09
    @Dharamikbrainwash09 Час назад

    Very good 👍❤

  • @md.anisurrahmananis4493
    @md.anisurrahmananis4493 22 часа назад

    ভাই, সালাতের আয়াতগুলো কি নবীজির মেরাজের পর নাজিল হয়েছে? এই প্রশ্নটা করলাম মেরাজের সময় নাকি পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হিসাবে আনা হয়েছে

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  22 часа назад

      আপনি নামাজ ও সালাত সিরিজ ভিডিও গুলো প্লে লিস্ট থেকে দেখুন

  • @sirajulislam6894
    @sirajulislam6894 День назад

    আপনার এই স্বল্প শিক্ষার দ্বারা আল্লাহ পাকের কালাম ও রাসূলের হাদিসের উপলব্ধি করা মোটেও সম্ভব না তাই এই অপপ্রচার চালানো থেকে বিরত থাকুন জনাব।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      ২০ টা পয়েন্ট এখানে উল্লেখ করা হয়েছে।
      কোন পয়েন্ট ভুল বা কুরআনের আয়াত অপব্যাখ্যা করা হয়েছে কিনা জানতে চাই।
      যদি সঠিকভাবে উল্লেখ করা হয়েই থাকে তাহলে আপনার
      এই মন্তব্য মুর্খতা ছাড়া কিছুই নয়।

  • @baharulislamsardar3166
    @baharulislamsardar3166 День назад

    নামাজ যে সালাত নয় , এটা স্পষ্ট করার জন্য একটি উদাহরণেই যথেষ্ট, আর সেটা হলো দায়িমী সালাত। যে সালাত ২৪ ঘন্টাই কায়েম করতে হয় ।

  • @nasrinara9427
    @nasrinara9427 22 часа назад

    আল্লাহ কে ভয় করো। মিথ্যা ভন্ডামি করে মানুষের ইমান নষ্ট করলে তাদের সবার পাপের শাস্তি তোমাকে দেওয়া হবে

  • @AbMd-ru1gz
    @AbMd-ru1gz 12 часов назад

    Tayubhossaln 🤲✊👆🤲

  • @abalFoical
    @abalFoical 18 часов назад

    সকল সালাতই কায়েম করা যাই। 🎉

  • @golamkibria8075
    @golamkibria8075 День назад

    আমি আপনাকে বলব, আপনি অনুগ্রহ করে ইব্রাহিম সম্পর্কে জথাজথভাবে গবেষণা করুন

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      ভিডিওর কোন আর্গুমেন্ট এ আপনার আপত্তি বা মতামত থাকলে দিন

  • @selimreza1848
    @selimreza1848 День назад

    নানা টাইপের যুক্তি দেখিয়ে প্রশ্ন করছেন কিন্তু উত্তর দিচ্ছেন না। বিভ্রান্তি ছড়াচ্ছেন।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      @@selimreza1848 আপনি সম্ভবত চ্যানেলে নতুন।
      উত্তর আমি দেয়ার কে?
      আর যুক্তি কি?
      কুরআনের আয়াত পেশ করা হয়েছে।
      মানুষকে বিভ্রান্ত করা এত সহজ নয় কারন তারা সুরা ইসরাইল এর ৯ নং আয়াত জানে।

  • @m.a.studio2978
    @m.a.studio2978 День назад

    সালাতুল ফজর, সালাতুল ইশা, এগুলোর কথা কুরআনে উল্লেখ আছে।
    এই সময়ে আমাদের করণীয় কী?

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      নবীর যুগে সালাত কেমন ছিলো ভিডিও তে এই দুই ওয়াক্তের ওপর আলোচনা করা হয়েছে

  • @asadulislam7349
    @asadulislam7349 День назад

    11:114 ও 17:78 আয়াত দুটি ব্যাখ্যা করার জন্য অনুরোধ করছি।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      শুধু এই দুই আয়াত নয় নামাজ সংক্রান্ত সকল আয়াত নিয়ে একটি ভিডিও আছে।
      সালাত ও নামাজ সিরিজের প্লে লিস্ট এ

  • @golamkibria8075
    @golamkibria8075 День назад

    রাসুলুল্লাহ ছিলেন ইব্রাহিমের আনুসারি। সালাতের বিধান আসছে ইব্রাহিম হতে।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      ইব্রাহিম কোন পদ্ধতিতে সালাত পড়তেন তা কোথায় লিখিত আছে?

  • @bastobikota6817
    @bastobikota6817 День назад

    ভাই, আপনি কি আমাদের দেশের বা অন্য কোন দেশের ইসলামিক স্কলারসদের সাথে এই নামাজ যাকাত নিয়ে আলোচনা পর্যালোচনা করেছেন? নাকি আপনার একান্তই নিজস্ব গবেষণালব্দ মতামত এটা? যদি ইসলামিক স্কলারসদের সাথে আলোচনা না করেন তাহলে আলোচনা করা কি আপনার জন্য উচিত নয়? আশা করি বোঝাইতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি আপনাকে...

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      1....what is the defination of a scholar according to you?
      2... And which school of scholar you prefer?
      Sia,sunni,safi,maleki,hanafi,salafi,wahabi,pirbadi,marefoti,toriqokoti?

    • @dfdfsdv
      @dfdfsdv День назад +1

      উনি এই জগতের এক অনন্য গবেষক ও বুদ্ধিজীবী। তাকে প্রশ্ন করে বিভ্রান্ত না করার আহ্বান জানাই।

  • @golamkibria8075
    @golamkibria8075 День назад

    সালাত শুরু হয়েছে মানব জাতির নেতা ইব্রাহিম হতে-২:১২৫।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      ইব্রাহীম নবী কোন পদ্ধতিতে সালাত পড়তেন তা কোথায় লিখিত আছে?

  • @golamkibria8075
    @golamkibria8075 День назад

    মধ্যবরতি সালাত যদি আছরের সালাত হয় তাহলে সালাত পাচ ওয়াক্ত হবে।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад +2

      আছর নামে কুরআনে আল্লাহ সুরা নাজিল করেছেন।
      আছর কোন নামাজ নয়।
      আছর অর্থ সময়।।।

  • @mdsharifulislammethoo5559
    @mdsharifulislammethoo5559 День назад

    এত যুক্তি দরকার নাই, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন।

  • @PiashMridha-l7g
    @PiashMridha-l7g День назад

    "নিশ্চয়ই সালাত মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ" (৪:১০৩)
    আলোচনার অনুরোধ করছি।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад +3

      এই আয়াতের আরবিতে তে তো ফরজ শব্দই নেই।
      আরবি ফরজ পেলেন কোথায়?

    • @banglalessoin2122
      @banglalessoin2122 День назад +1

      উনি মনে হয় কাঠ মোল্যা

  • @m.ahussain6490
    @m.ahussain6490 День назад

    সালামুনআলাইকুম সন্ধ্যার কত সময়ের পরে রাত হয় দয়া করে জানাবেন।

    • @azaztemp
      @azaztemp День назад +1

      ওয়া 'আলাইকুমাসসালাম ওয়া রহমাতুল্লাহ।।
      সন্ধ্যাকাশের লালিমা যখন যায় হারিয়ে,
      নিশীথ আসে বারতা লয়ে চেতনা জাগিয়ে !🫥

    • @Sobahan512
      @Sobahan512 День назад

      টেক মাগরিব আজানের 1 ঘন্টা 10 20 মিনিট পর রাত হয়

  • @fmnasiruddin9419
    @fmnasiruddin9419 День назад

    তুই কে তুর পরিচয় কি

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      @@fmnasiruddin9419 আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
      ভিডিওর কোন পয়েন্টে আপনার আপত্তি থাকলে ভদ্র ঘরের সন্তান ও শিক্ষিত লোকের মতো প্রশ্ন করতে পারেন।

  • @ZisanZaif
    @ZisanZaif 21 час назад

    সূরা নিসা:১০৩
    সূরা বাকারা:২৩৮
    সূরা ত্বহা:১৩০ এই আয়াতগুলো দেখার অনুরোধ রইলো

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  21 час назад

      যেই ২০ টা পয়েন্ট উল্লেখ করা হলো তার কোন পয়েন্ট এ আপনার আপত্তি বা মতামত নেই?

    • @ZisanZaif
      @ZisanZaif 21 час назад

      ত্বহা ১৩০ যে পাঁচ সময়ের কথা বলা হয়েছে এই ব্যাপারে কি বলবেন??

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  21 час назад

      @@ZisanZaif আপনি কি চ্যানেল এ নতুন?.
      এর আগে নামাজ ও সালাত সিরিজ এর বহু পর্ব আছে।
      সেগুলো আগে দেখুন।
      উত্তর পেয়ে যাবেন

    • @ZisanZaif
      @ZisanZaif 19 часов назад

      ​@@Quran.Research.Instituteসূরা নিসা ১০৩ আয়াতটা দেখে বিষয়টা একটু ক্লিয়ার করুন

    • @ZisanZaif
      @ZisanZaif 18 часов назад

      ​@@Quran.Research.Instituteনির্ধারিত সময়ে মুমিনদের জন্য সালাত ফরজ করা হয়েছে।আর আপনাদের কাছ থেকে শোনা যায় কোরআনে নাকি মুমিনদের কোন আদেশ করা হয়নি আদেশ করা হয়েছে আমানুদেরকে।তাহলে এই আয়াত সাংঘর্ষিক হয়ে গেলো না??

  • @QudratullahSaad
    @QudratullahSaad День назад

    হাদীস মানা ফরয

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад +2

      আপনি সম্ভবত চ্যানেলে নতুন

    • @Sobahan512
      @Sobahan512 День назад +4

      ভাই হাদিস মানা ফরজ কিন্তু আহসান আল হাদিস, লাহু আল হাদিস না

    • @Sobahan512
      @Sobahan512 День назад +4

      আর এই কুরআনকে আল্লাহ রাব্বুল আলামীন আহসানাল হাদিস বলেছেন

    • @QudratullahSaad
      @QudratullahSaad 23 часа назад

      @@Sobahan512 নবীর কথাও মানতে বলেছেন

    • @QudratullahSaad
      @QudratullahSaad 23 часа назад

      @@Sobahan512 ruclips.net/video/amO5B7dAuto/видео.htmlsi=7UTAl5Hnk7crpR_r

  • @hakimzaman5130
    @hakimzaman5130 День назад

    পর্যালোচনা করছেন সালlত বলছেন নামাজ?
    নামাজ কী সালাত ?

  • @surfaceenterprise4895
    @surfaceenterprise4895 День назад

    নবী - সাহাবী - তাবেই - তাবে তাবেই - এভাবে আছে। কোরআন যাদের মাধ্যমে আসছে হাদিস ও তাদের মাধ্যমে আসছে।
    কিছু ফিতনাবাজ নিজের ইচ্ছামত আবুল তাবুল বলছে।

    • @Quran.Research.Institute
      @Quran.Research.Institute  День назад

      কোর আন কাদের মাধ্যমে আসছে?

    • @Sobahan512
      @Sobahan512 День назад +1

      আপনার কাছে আবোল তাবোল মনে হচ্ছে কোরআন অধ্যয়ন করুন ঠিক সবকিছু বুঝে যাবেন