Mon Chalo Nijo |Vivekanander Priyo Gaan|Manomay Bhattacharya|মন চলো নিজ|স্বামীজীর প্রিয় গান|Bhavna

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • Album : Mon Chalo Nijo Niketoney
    মন চলো নিজ নিকেতনে
    Singer : Manomay Bhattacharya
    মনোময় ভট্টাচার্য
    Writer & Composer : Ayodhyanath Pakrashi
    Label : Bhavna Records
    Listen Mon Chalo More
    on spotify:open.spotify.c...
    on itunes/Apple:https : itunes.apple.c...
    on Gaana : gaana.com/song...
    on Deezer : www.deezer.com...
    মন চলো নিজ নিকেতনে
    সংসার বিদেশে বিদেশীর বেশে
    ভ্রম কেন অকারণে
    মন চলো নিজ নিকেতনে।
    বিষয়-পঞ্চক আর ভূতগণ
    সব তোর পর কেহ নয় আপন
    পরপ্রেমে কেন হয়ে অচেতন
    ভুলিছ আপনজনে
    মন চলো নিজ নিকেতনে।
    সত্যপথে মন কর আরোহণ,
    প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ
    সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
    গোপনে অতি যতনে
    লোভ-মোহাদি পথে দস্যুগণ,
    পথিকের করে সর্বস্ব সমশন
    পরম যতনে রাখোরে প্রহরী
    শম, দম দুইজনে
    মন চলো নিজ নিকেতনে।
    সাধুসঙ্গ নামে আছে পান্থধাম,
    শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম
    পথভ্রান্ত হলে শুধাইবে পথ
    সে পান্থনিবাসী গণে।
    যদি দেখ পথে ভয়েরই আকার
    প্রাণপণে দিও দোহাই রাজার
    সে পথে রাজার প্রবল প্রতাপ,
    শমণ ডরে যার শাসনে।
    মন চলো নিজ নিকেতনে।
    সংসার বিদেশে বিদেশীর বেশে
    ভ্রম কেন অকারণে।
    মন চলো নিজ নিকেতনে
    #MonChaloNijo#ManomayBhattacharya#মনচলোনিজ #Bhavna #BengaliSong#SwamiVivekanandarpriyogaan
    #BanglaSong #BanglaGaan #BengaliSongs #best_bengali_album#ManoChaloNijoNiketane
    #স্বামীজীরপ্রিয়গান#AyodhyanathPakrashi

Комментарии • 552

  • @harihardey2678
    @harihardey2678 3 года назад +8

    হৃদয় ছুয়ে গেল ।

  • @shrutiprakashbanerjee790
    @shrutiprakashbanerjee790 Год назад +26

    সুপ্রসিদ্ধ এই ব্রাহ্ম সঙ্গীতটি স্বামীজী ( নরেন) প্রথম দর্শনে ঠাকুরকে গেয়ে শুনিয়েছিলেন। ভাবলেই শিহরণ !!

  • @alexstorm6764
    @alexstorm6764 3 года назад

    Sei nijo nikay ton tai ba elo kotha thekay......kripa karo Krishna

  • @tandrapaul1448
    @tandrapaul1448 3 года назад +7

    Amazing ! heartiest congrstedt🙏🙏

  • @subhajitmondal1566
    @subhajitmondal1566 2 года назад +1

    Asadharan akta chotto bhool ache bibekononder hobena ota bibekanondor hobe

  • @alpanasharma8849
    @alpanasharma8849 2 года назад +56

    ঈশ্বরের কাছে পৌঁছানোর ও প্রার্থনার এর চেয়ে ভালো কথা ও সুর আর বোধ হয় হয়না। কি অপার ভক্তি । অপূর্ব অপূর্ব গায়কী। মন খারাপ হলেই ঠাকুরের এই গান শুনে মন জুড়িয়ে যায় শান্তিতে।

  • @prasenjitsengupta3922
    @prasenjitsengupta3922 3 года назад +1

    🙏🙏🙏🙏

  • @triptijanajoysriramakrishn3803
    @triptijanajoysriramakrishn3803 2 года назад +24

    স্বামী বিবেকানন্দ বলেছিলেন সঙ্গীত ও সুর হলো পরমেশ্বর ভগবান শ্রী রামকৃষ্ণ কে জানার ও তাকে লাভ করার সর্ব শ্রেষ্ঠ উপায় জয় শ্রী রামকৃষ্ণ পরমহংস জয় মা সারদা জয় স্বামী বিবেকানন্দ

    • @Taekookstan421
      @Taekookstan421 2 года назад +5

      Akdom joy shree Ramakrishna 🙏🙏🙏

    • @triptijanajoysriramakrishn3803
      @triptijanajoysriramakrishn3803 2 года назад +5

      @@Taekookstan421 thanks my dear friend God bless you and full fill your all positive dreams joy sree ramkrishna joy Sri RadhaKrishna

    • @Taekookstan421
      @Taekookstan421 2 года назад +3

      😊😁

    • @puja-mahatha
      @puja-mahatha Год назад

      Apurba

    • @rabinbisws6863
      @rabinbisws6863 2 месяца назад

      🎉🎉🎉🎉 thakur 🎉sarada maa path dakhao🎉🎉🎉🎉🎉tomadarchorona 🎉madhu

  • @arshavicbanerjee2770
    @arshavicbanerjee2770 2 года назад +75

    আহা আহা প্রাণ জুড়ায়। গর্বিত আমি ভারতীয়। এত অপূর্ব দর্শন আর কোথায়???

    • @nibirbhandari7451
      @nibirbhandari7451 2 года назад +4

      ভারতের আধ্যাত্মিক দর্শনের মূল মন্ত্র।

    • @tushardey6222
      @tushardey6222 Год назад

      ​@@nibirbhandari7451😅😅😊😅

  • @chandapatlajaideepsai7955
    @chandapatlajaideepsai7955 7 месяцев назад +2

    Mano chalo Nija Niketane
    Shangshar o bideshe, bideshero beshe
    Bhromo keno okarone?
    Mano Chalo Nija niketane Mano Chalo Nija nikethane Bishoyo panchoko ar bhutogon Shob tor par, keu noy apan. Poro preme keno hoye ocheytan Bhulicho apono jone? Mano chalo nija nikethane Mano chalo nija nikethane Satto pathe mon koro arohon Premer alo jali, chalo onukhon Shangete shombol rakho purno dhan Gopone rokkhi jatane Lobho moho aji, pathe dosshugan Pathiker kore shorbossho moshon Paromo jatone rakhore prohori Shama dama dui jone.
    Mano chalo nija nijethane
    Mano chalo nija nikethane
    Shadhu songe name ache panthadham Shranto hole totha hole koribe bishram Patho bhranto hole, shudhaibe poth Shei pantho nibash gaane.
    Jodi dekho pothe, bhoyeri akaar
    Pranpone diyo dohai Raja
    Jodi dekho pothe, bhoyer akaar
    Pranpone diyo dohai Raja
    Shey pathe Rajar probolo pratam Shomono dore jar shashone
    Mano chalo Nija Niketane
    Mano chalo Nija Niketane

  • @dhananjaybarman5878
    @dhananjaybarman5878 2 года назад +292

    আমরা যখনি পথভ্রষ্ট হয়ে পড়ি কূলকিনার অন্বেষণে পথ খুঁজি ঠিক তখনি স্বামীজির নিজ কন্ঠে গাওয়া গান শ্রবন করি, মনন করি মন আনন্দে পরিপূর্ণতা পায়।শ্রদ্ধেয় মনোময় বাবুর কন্ঠে এই গান মনে শীতলতার ভাব সঞ্চার করে।

  • @sudipmukhopadhyay7529
    @sudipmukhopadhyay7529 3 года назад +162

    বিভ্রান্ত দিশেহারা মনকে সঠিক ঠিকানার সন্ধান দেয় এই গান।শুনে মনে হয় বৈরাগ্যের বনস্পতির কাছে নিরঙ্কুশ শান্তির ছায়ায় জীবন সার্থকতা খুঁজে পেল।সুখ-দুঃখের নাগরদোলায় রোজকার দোলা থেকে মুক্তি মিলল যেন...

  • @amlankumardasgupta998
    @amlankumardasgupta998 Год назад +3

    Here mind is displaced from his own house due to influence of SORORIPU,so mind is to place his own house by removing such influence to that extent for reaching his actual place of staying ,where he actually born.

  • @07aneekbhattacharya9c4
    @07aneekbhattacharya9c4 2 года назад +34

    ❤️❤️❤️❤️বাঙ্গালী হয়ে গর্বিত।উনার মতো মনের মানুষ হতে চাই।
    ভালোবাসা ছাড়া কিছু জানতেন না।।ভালোবাসা নিও কলকাতা থেকে।

  • @Priti_Das
    @Priti_Das 2 года назад +14

    প্রত্যেক সকাল আর রাতে শুতে যাওয়ার আগে এই গানটা শুনলে মনে হয়, আমারও এই জগতে অনেক কাজ করা বাকি আছে।
    ভগবান সবাইকে ভালো রাখেন🙏🏻💫

    • @sanjoybhowal8728
      @sanjoybhowal8728 2 года назад

      Manomoydar kanthey Swami Vivekanander gaan sune amar mon bhalo hoye galo. Amar pronam neben Manomoyda. Ami apnar ekjon bhakti. 🙏

    • @bharaddazpramanik
      @bharaddazpramanik 2 месяца назад

      ❤❤❤❤

  • @rubiraniroy5532
    @rubiraniroy5532 5 месяцев назад +1

    Ato. Ato. Valo. Bhaba jay. Na

  • @guruprasadganguly10
    @guruprasadganguly10 3 года назад +4

    Gaaner kathaa gulo video te likhe dile valo hoy bujhte subidha hay ar ektu baro baro kore likhben Karan bayeser sange sange chokher dristi sakti kam hoye jaay.🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐🍅🍅🍅🍅🍅

    • @bhaskar81b
      @bhaskar81b 3 года назад +2

      মন চলো নিজ নিকেতনে,
      মন চলো নিজ নিকেতনে
      সংসার বিদেশে বিদেশীর বেশে
      ভ্রম কেন অকারণে
      মন চলো নিজ নিকেতনে।
      বিষয়-পঞ্চক আর ভূতগণ
      সব তোর পর কেহ নয় আপন,
      পরপ্রেমে কেন হয়ে অচেতন
      ভুলিছ আপনজনে
      মনো চলো নিজ নিকেতনে।
      সত্যপথে মন কর আরোহণ
      প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,
      সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
      গোপনে অতি যতনে।
      লোভ-মোহা আদি পথে দস্যুগণ
      পথিকের করে সর্বস্ব মোষণ,
      পরম যতনে রাখোরে প্রহরী
      শম,দম দুইজনে
      মন চলো নিজ নিকেতনে।
      সাধুসঙ্গ নামে আছে পান্থধাম
      শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
      পথভ্রান্ত হলে শুধাইবে পথ
      সে পান্থনিবাসী জনে।
      যদি দেখ পথে ভয়েরই আকার
      প্রাণপণে দিও দোহাই রাজার,
      সে পথে রাজার প্রবল প্রতাপ
      শমণ ডরে যার শাসনে।
      মন চলো নিজ নিকেতনে,
      মন চলো নিজ নিকেতনে
      সংসার বিদেশে বিদেশীর বেশে
      ভ্রম কেন অকারণে,
      মন চলো নিজ নিকেতনে..

  • @prabirkolay9290
    @prabirkolay9290 2 года назад +9

    মন চল নিজ নিকেতনে । বারবার এর অর্থ খুঁজতে খুঁজতে নিজেকে কিছুক্ষনের জন্য হারিয়ে ফেলি । কিন্তু এই গানের গভীরে গেলে, মন সত্যিই এক মনুষ্যত্বের সন্ধান দেবে ।

    • @Jibonsongsar1988
      @Jibonsongsar1988 2 года назад +1

      ব্রহ্মা পদ্মের উপরে আসিনন কিন্তু এই পদ্মের মূল খুঁজতে গিয়ে দেখেন অনন্ত তেমনই আমরা অনন্ত সত্তা হতেই আগত কিন্তু সেই অনন্ত ভাবকে উপলব্ধি তে আনতে না পেরে নিজেকে ক্ষুদ্র সত্তা বা দেহা বদ্ধ জীব হিসেবে কল্পনা করি।

    • @chirorup
      @chirorup Год назад

      মনের অন্তকরণ চিৎ এ প্রশ্নের উত্তর আছে।

  • @rohitchakraborty455
    @rohitchakraborty455 2 года назад +2

    Ganer katha bhul bolechen shilpi aar uchharoneo bhul

  • @BananiChattopadhyay
    @BananiChattopadhyay 2 года назад +1

    এই রামকৃষ্ণ বন্দনা আপনার কেমন লাগলো জানালে বাধিত থাকব
    ruclips.net/video/Rb4xFVNCZjg/видео.html

  • @kochi2539
    @kochi2539 3 года назад +9

    কেবলই নিজের মধ্যে খুঁজে ফিরি।কোথা থেকে এলাম কোথায় ছিলাম, কোথায় যাব?হে ঈশ্বর কৃপা করে পথ দেখা ও।

    • @chirorup
      @chirorup Год назад

      সাধুসঙ্গ নামে আছে পান্থধাম
      শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
      পথভ্রান্ত হলে শুধাইবে পথ
      সে পান্থনিবাসী জনে।

    • @chirorup
      @chirorup Год назад

      মন যখন নিজ নিকেতনে থাকবে, তখনি খুঁজে পাবে নিজেকে।

  • @ratnadas1614
    @ratnadas1614 Год назад +7

    সত্যি কথা বলেছেন সাধু সঙ্গই বটবৃক্ষের শীতল ছায়া❤️🙏🙏🙏🌸🌺🌸

  • @mousumibiswas5520
    @mousumibiswas5520 2 года назад +32

    🙏 দাদা। আবেগে চোখে জল এসে গেল। আপনার কন্ঠে এমন ভক্তিগীতি আরো শুনতে চাই। মা সরস্বতীর কৃপা দৃষ্টি আপনার উপর বর্ষিত হোক।🙏🙏🙏

  • @indranide8606
    @indranide8606 2 года назад +8

    অপূর্ব গেয়ছেন ভাই!! যেমন কথা তেমনই সুর!! মনটা ভরে যায় স্বামীজির কথা মনে করি 🙏🏻🙏🏻🙏🏻

  • @siddharthabrahmachari7535
    @siddharthabrahmachari7535 2 года назад +2

    এই বিখ্যাত ব্রহ্মসঙ্গীত টি র রচয়িতার নাম অযোধ্যা নাথ পাকরাশি ব্রাহ্ম আচার্য উল্লেখ করা সবিশেষ প্রয়োজন ।

    • @siddharthabrahmachari7535
      @siddharthabrahmachari7535 2 года назад

      মিশনের সাধুরা গানটির রচয়িতার নাম গোপন রেখে স্বামীজীকে ই গানটির রচয়িতা হিসেবে প্রতিপন্ন করতেন চেষ্টা করেন। নরেন্দ্রনাথ দত্ত যখন বিবেকানন্দ হননি তখনই তিনি এই উৎকৃ্ষ্ট ব্রহ্মসঙ্গীত টি গেয়ে পরমহংস দেব কে মুগ্ধ করেছিলেন।

  • @swamibimalananda1423
    @swamibimalananda1423 2 года назад +22

    প্রিয় শিল্পীর কন্ঠে প্রিয় গানটি অসাধারণ লাগলো। প্রণাম জানাই ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে।🙏🙏🙏🙏

  • @conceptofdisease5040
    @conceptofdisease5040 3 года назад +17

    Wonderful life changing song .Thank you manomoy sir

  • @sarmisthadas401
    @sarmisthadas401 Год назад +2

    HAPPY BIRTH DAY SWAMI JI.
    12.01.2023. PRANAM.
    Aritra Das & Sarmistha Das.
    India. Kolkata.Khardaha.
    WELL COME TO COMPUTER WORLD
    &. NETWORKING. KHARDAHA.

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +2

    This is very very top song always remember to me always 😂Thanks 😂😂😂😂 1:34 1:16 0:53

  • @angshu1410
    @angshu1410 2 года назад +8

    জীবন সম্পর্কে একটি সুন্দর গান।।
    আমরা সবাই বাঙালী হয়ে গর্বিত।।❤️❤️

  • @raghubirsinha4894
    @raghubirsinha4894 6 месяцев назад +2

    এতো অপূর্ব দার্শনিক গান আমাদের দেশ্ই পাওয়া যায়। আমার ভারত মহান।

  • @tusarkantikar9459
    @tusarkantikar9459 3 года назад +12

    I listen to this everyday. It is simply wonderful. Thanks to Monomoy.

  • @pradipgoswami6366
    @pradipgoswami6366 3 года назад +32

    Excellent. To remove pain as well as sufferings all should hear this song which could give mental peace and happiness in our disastrous life.

  • @arnabkundu5947
    @arnabkundu5947 Год назад +5

    স্বামী বিবেকানন্দ স্বয়ং ভগবান।

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 3 года назад +7

    শব্দের বেশ কিছু ভূল প্রয়োগ রয়েছে মনে হয় । অশোকতরু বন্দ‍্যোপাধ‍্যায়-এর গাওয়া বহু পুরোনো গানটি শোনা যেতে পারে শব্দের জন‍্য ।

  • @SubrataDey915819gopusu
    @SubrataDey915819gopusu 2 года назад +5

    Ma saraswaty lives in your leaps , Ma sarada lives in your heart, i want to listnen more & more song play by you, Ramakrishna bless you. thanks.

  • @ratnadas1614
    @ratnadas1614 Год назад +4

    পরম শান্তি সঙ্গীত পরিবেশন❤️🙏🙏🙏

  • @umachakraborty6676
    @umachakraborty6676 3 года назад +74

    কিছু মানুষের স্বভাব হচ্ছে সব বার মধ্যে ভুল ধরা কাউকে ভালো বলতে জানে না

    • @sonalichatterjee884
      @sonalichatterjee884 3 года назад +5

      Karap hole bola jabe na.odvut pagol to.golai kono antorikota .bhokti kichu nai.dhononjoy bhattacharya r gan ta sunlei boja jai gan kake bole.eraa pare na tao gaoya chi.faltu.

    • @mcbanerjee863
      @mcbanerjee863 3 года назад +4

      ভুল ধরিয়ে দেয় বলেই,সংশোধন করার সুযোগ পাওয়া যায়।

    • @indraudhsarkar6020
      @indraudhsarkar6020 3 года назад +3

      Karur Karur sobhan notun ke swagotom janate janena.Erai sobsomoy ei somoyer artist der sathe purano der comparison tene khut dhore.Enara konodini mene nite parena je ei juger artist Rao onek somoy ager generation er tulonay bhalo gaite pare.

    • @writerunboxed4964
      @writerunboxed4964 3 года назад +7

      @@sonalichatterjee884 আচ্ছা ম্যাডাম -
      কালু, ভলু, মলু, বিরাট কোহলি, সেহবাগ সহ সারা ভারতবাসী যখন রবীন্দ্রনাথের গান তথা জাতীয় সংগীত গাইতে পারে গলা না সেধেই। কই তখন তো প্রোটেষ্ট করেন না, "যে কোহলি ভাই একটু শাস্ত্রীয় সংগীত শিখে এস তানসেনের নাতনির কাছে। " বলেন কি!

    • @debabratamukherjee6600
      @debabratamukherjee6600 3 года назад

      আপনি যা বললেন সঠিক, কিন্তু আপনি তাদের থেকে আলাদা মনে হচ্ছে না,

  • @chitrachakrabarty6206
    @chitrachakrabarty6206 Год назад +1

    Jete to chai jete pare ke kore

  • @krishnasamanta9234
    @krishnasamanta9234 2 года назад +6

    Pranam nao Thakur Sree Sree Maa O Swamiji

  • @anubhowmick2803
    @anubhowmick2803 22 дня назад

    স্বামীজির চরণে শত কোটি প্রণাম জানাই তারপর এত সুন্দর কন্ঠে গান টি শুনিলে মন নীরব হয়ে যায়

  • @sujoykumardasgupta6526
    @sujoykumardasgupta6526 Год назад +3

    Apurbo, very nice, Thakur, Maa,Swamiji 🙏🙏🙏🙏🌹🌹🌹❤❤❤

  • @anjanamukhopadhyay4489
    @anjanamukhopadhyay4489 3 года назад +12

    Thank You for such a lovely Song 🙏

  • @malatimondalmusic6025
    @malatimondalmusic6025 2 года назад +4

    পর প্রেমে কেন হয়ে অচেতন, ভুলিছ আপন জনে,,,❤️❤️❤️❤️❤️

  • @debopriyomondal3030
    @debopriyomondal3030 5 месяцев назад

    মন চলো নিজ নিকেতনে,
    মন চলো নিজ নিকেতনে
    সংসার বিদেশে বিদেশীর বেশে
    ভ্রম কেন অকারণে
    সংসার বিদেশে বিদেশীর বেশে
    ভ্রম কেন অকারণে
    মন চলো নিজ নিকেতনে
    মন চলো নিজ নিকেতনে ||
    ##############
    বিষয়-পঞ্চক আর ভূতগণ
    সব তোর পর কেহ নয় আপন,
    বিষয়-পঞ্চক আর ভূতগণ
    সব তোর পর কেহ নয় আপন,
    পরপ্রেমে কেন হয়ে অচেতন
    ভুলিছে আপনজনে
    মন চলো নিজ নিকেতনে
    মন চলো নিজ নিকেতনে ||
    ##############
    সত্যপথে মন কর আরোহণ
    প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,
    সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
    গোপনে অতি যতনে।
    সত্যপথে মন কর আরোহণ
    প্রেমের আলো জ্বালি চল অনুক্ষণ,
    সঙ্গেতে সম্বল রাখো পূণ্যধন
    গোপনে অতি যতনে..।
    লোভ-মোহ আদি পথে দস্যুগণ
    পথিকের তরে সর্বস্ব মোষণ,
    লোভ-মোহ আদি পথে দস্যুগণ
    পথিকের তরে সর্বস্ব মোষণ,
    পরম যতনে রাখোরে প্রহরী
    শম, দম দুইজনে
    মন চলো নিজ নিকেতনে
    মন চলো নিজ নিকেতনে ||
    ##############
    সাধুসঙ্গ নামে আছে পান্থধাম
    শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
    পথভ্রান্ত হলে শুধাইবে পথ
    সে পান্থনিবাসী জনে।
    সাধুসঙ্গ নামে আছে পান্থধাম
    শ্রান্ত হলে তথায় করিবে বিশ্রাম,
    পথভ্রান্ত হলে শুধাইবে পথ
    সে পান্থনিবাসী জনে..।
    যদি দেখ পথে ভয়ের আকার
    প্রাণপণে দিও দোহাই রাজার,
    যদি দেখ পথে ভয়ের আকার
    প্রাণপণে দিও দোহাই রাজার,
    সে পথে রাজার প্রবল প্রতাপ
    শমণ ডরে যার শাসনে।
    মন চলো নিজ নিকেতনে,
    মন চলো নিজ নিকেতনে
    সংসার বিদেশে বিদেশীর বেশে
    ভ্রম কেন অকারণে,
    মন চলো নিজ নিকেতনে
    মন চলো নিজ নিকেতনে ||

  • @pradipshee2014
    @pradipshee2014 Год назад +1

    মনোময়দা কি অপূর্ব যে গেয়েছো কি বলবো রোজ শুনি। আমার ছেলেতো ওর ওর ফোনে এই গানটা colar tune করেছে।

  • @papiasingh7592
    @papiasingh7592 2 года назад +2

    তারা কারা যারা এই গানটিকে unlike করেছেন ? আমার মনে হয় তাদের কোনো জীবনদর্শন নেই অথবা তারা গানটির মর্মার্থ বোঝেন নি ।

  • @sumitray3365
    @sumitray3365 7 месяцев назад

    পথিকের করে সর্বস্ব মোশন - এই মোশন শব্দটির কী অর্থ ? যদি কেউ একটু বলেন।
    তবে সর্বত্র হরণ শব্দটি শুনতেই অভ্যস্ত। তার অর্থ জানি।

  • @ratnadasmandal2185
    @ratnadasmandal2185 2 года назад +2

    ?khubvalo

  • @DilipKumar-ve1xz
    @DilipKumar-ve1xz Месяц назад

    ❤❤ patha vrastha ar samoy ak matraai gun srabane ase diganta khule jai ai gun srabaner fale biswa sangsare keou na keou lavoban habei habe nischoi !! Dksir_ asansol.
    10,_08_24( saturday)( 04:50)❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ananyadas9746
    @ananyadas9746 2 года назад +2

    Mon santo hoy a gan

  • @svprasanmaru3030
    @svprasanmaru3030 8 месяцев назад

    ಜೈ ರಾಮಕೃಷ್ಣ ತಂದೆಯೆ ಜೈ ಶಾರದಾ ಮಾ ಜೈ ಸ್ವಾಮೀಜಿ ವಿವೇಕಾನಂದ ನಿಮಗೆ ನಮನಗಳು ಎಸ್ ವಿ ಪ್ರಸನ್ನರು
    ಮತ್ತು ಶ್ರೀಮತಿ ರೇಖಾ ಎಸ್ ವಿ ಪ್ರಸನ್ನರು

  • @muktadhara7407
    @muktadhara7407 2 года назад +3

    প্রনাম স্বামীজি ,গায়ক অত্যন্ত গুনী খুব সুন্দর ,প্রাণ স্পর্শ করল

  • @tapanbanerjee6070
    @tapanbanerjee6070 Год назад +2

    এইগানশুনলেপ্রাণজুড়িয়েযায়!

  • @rinasarkar7765
    @rinasarkar7765 4 месяца назад +2

    জয়তু স্বামীজী🙏🙏

  • @aniketguchhait5166
    @aniketguchhait5166 3 года назад +4

    আজও মনে পড়ে যায় বিবেকানন্দ মিশন আশ্রমের কথা😔😔

  • @Bird-gu2rz
    @Bird-gu2rz 2 года назад +2

    আপনার গলা খুব সুন্দর ক্ল্যাসিক । আরও এরকম গান আপলোড করুন ।

  • @shyamalkantibhattacharya4571
    @shyamalkantibhattacharya4571 2 года назад +1

    Poonam,neio

  • @swarupdutta833
    @swarupdutta833 5 месяцев назад +3

    প্রণাম স্বামী জী 🙏🏻❤️🙏

  • @somabanerjee8741
    @somabanerjee8741 3 года назад +10

    শুধুই কেঁদে গেলাম।
    ঠাকুর শান্তি দাও।

  • @subirkrishnachoudhury7223
    @subirkrishnachoudhury7223 3 года назад +2

    সংসার উচ্চারণ একদম ঠিক। অনেকগুলো শুনলাম সেখানে ঠিক নেই। গানটায় আর একটু দরদ থাকলে ভাল হতো।

  • @SanjoySen-b6w
    @SanjoySen-b6w 7 месяцев назад +1

    Really Excellent lirics and superb melody song
    Joy Thankur Maa Swamijir Joy.

  • @santanuchatterjee4558
    @santanuchatterjee4558 6 месяцев назад +1

    যিনি খোল তবলাটি বাজিয়েছেন তাঁকেও আমার প্রণাম।

  • @dineshdas5951
    @dineshdas5951 2 года назад +2

    🙏

  • @kaushikbasu4030
    @kaushikbasu4030 Год назад +2

    যদি দেখো পথে ভয়ের আকার প্রান প্রনে দিয়ো দোহাই রাজার।খুব সুন্দর কথা।

  • @thepiyaliadhikary
    @thepiyaliadhikary 2 года назад +5

    সত্যিই অতুলনীয় ❤❤

  • @bidishghosh2995
    @bidishghosh2995 2 года назад +1

    Se loke jotoi amay kharap boluk, jotoi boluk amar spordha, ami jani ebong mani, swamiji amar gurubhai. Ami dhonno. Swamijir sathe amar dekha hoy nai etay amar kono mon-kharap nai. Bibekanondo nam e jothesto. Joy Guru. Joy Guru maa. Joy joy gurubhai.

  • @chittranjanbhattacharya5006
    @chittranjanbhattacharya5006 Год назад +2

    This is evergreen and golden bhajan of vivekanand always remember to me always 😂Thanks 😂 1:02

  • @avijit9240
    @avijit9240 Год назад

    Please correct "Vivekananda" spelling in the video. It looks wired.

  • @reenahaldar5412
    @reenahaldar5412 Год назад +2

    💜💜💜

  • @tusharpaul2305
    @tusharpaul2305 3 года назад +18

    প্রণাম ঠাকুর।
    মন ভরে গেল ।

  • @padmanavadev7249
    @padmanavadev7249 2 года назад +1

    Lovo moho adi pothe dasyugon,
    Pothikero kore sarbosyo horon.poromo jotoney rakho hey prohori somo domo dui joney.

  • @debjanisinha15
    @debjanisinha15 Год назад +2

    অপূর্ব,যতবার শুনি ততবার হৃদয় স্পর্শ করে যায়। ভালো থাকবেন।🙏

  • @Godprofile
    @Godprofile Год назад

    Intellectual ones know god is security balance infinity joy no need view ... Creation about

  • @subhasmitra5412
    @subhasmitra5412 3 года назад +4

    সুন্দর গেয়েছেন মনোময় বাবু, খুব ভালো লাগলো

  • @DEBOSMITA2895
    @DEBOSMITA2895 Год назад +3

    দাদা অসাধারণ গান চোখ দিয়ে জল চলে এল

  • @puspadas1727
    @puspadas1727 Год назад +1

    Gann suna mone santi hoye galo

  • @SingerPrabirKumarMaity
    @SingerPrabirKumarMaity Год назад +2

    ভালো❤❤❤❤

  • @bijansarkar7042
    @bijansarkar7042 3 года назад +12

    নিজেকে খুঁজে পাওয়া । মনটা ভরে গেল ।

  • @iladas4161
    @iladas4161 Год назад +4

    অসাধারণ।
    মন ভরে গেল।

  • @pradipghosh3266
    @pradipghosh3266 2 года назад +1

    ভাই মনোময়,,তুমি গাও আরো ভালো গাও,তোমার সাধনা দিকবিজয়ী হউক,,ভাই গান গাও,আমি ,তোমার সঙ্গে রইলাম,

  • @amitdey777
    @amitdey777 3 дня назад +1

    Khub bhalo geyacho

  • @soumaniyogi3506
    @soumaniyogi3506 3 года назад +7

    অপূর্ব!মন ভরে গেল 🙏

  • @arunadasgupta9242
    @arunadasgupta9242 2 года назад +1

    Aha.aha.mon.vora.galo

  • @SubhaSingh-qu3yz
    @SubhaSingh-qu3yz 5 месяцев назад

    🎉Amio. ei. gaan. sunte. Bhalobasi. 🐦. 🎉. 🌷. 😅. 🌷 . ❤. 🐦. 🐒. . 🌷

  • @swapanchakraborty9221
    @swapanchakraborty9221 3 года назад +10

    Song for peace and development of mind.

  • @debanshubhattacharjee703
    @debanshubhattacharjee703 3 года назад +1

    Pratidin prabhate uthe eta shuni ar gayi ar mone hoy amar e gaan shunte shoyong ramkrishna dev upasthit

  • @arpitadebnath3438
    @arpitadebnath3438 2 года назад +1

    JOY SWAMI JI🙏🌹🌹🌷🌺⚘❤🤍🖤🧡💛💚💚💚💙💜🤎

  • @bristibristi9236
    @bristibristi9236 2 года назад +3

    Darun

  • @rimjhimsensharma6039
    @rimjhimsensharma6039 Год назад +2

    🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @tapankrsengupta3582
    @tapankrsengupta3582 Год назад +1

    মনোময়ের কণ্ঠে এই গানটি সত্যিই খুব ভালো লাগে।সব গানগুলোই ভালো লাগে।

  • @nitaikeora9183
    @nitaikeora9183 2 года назад +1

    Dada aro anake swami ge er gun a6e
    Ai sunder kore gou ar uplode koro khub volo lage ai gun gulo kothou poua jai na

  • @bishawjitkumardey2075
    @bishawjitkumardey2075 Год назад

    Mind, lets return to your true abode.
    Why loiter in your petty affairs like an alien

  • @rinakabiraj1974
    @rinakabiraj1974 3 года назад +1

    Apurba👌👌👌 khub ee bhalo laglo, manta bhision prosanno hoye gelo👌Param pitar nikate apnar mangalamay jeevan eer prathona kori🙏

  • @reshmimukherjee331
    @reshmimukherjee331 Год назад +1

    "Tumi kamon kore gaan koro he guuni, ami obak hoe suni.."
    🙏🙏

  • @pralayghosh
    @pralayghosh 2 года назад +8

    শ্রদ্ধেয় শিল্পী অনেক গান গেয়েছেন । ওনার শ্যামা সঙ্গীত সবার মন টানে । কিন্তু এই " মন চল নিজ নিকেতনে " উনি নিজেকে বিলীন করে দিয়েছেন । স্বয়ং স্বামীজির আশীর্বাদ ধন্য ।
    এক সর্বাঙ্গ সুন্দর নিবেদন।

  • @madhumitachatterjee2003
    @madhumitachatterjee2003 2 года назад +3

    আহা আহা ! মুগ্ধতা। যেমন বাণী তেমন হৃদয়গ্রাহী গায়কী

  • @dipayanbanerjee1044
    @dipayanbanerjee1044 3 года назад +2

    Mone ek apurba Santi anubhav korlam , pranam swamiji