আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা আমি ভিডিওটা দেখছি অার অঝোর ধারায় আমার দুচোখ বেয়ে পানি ঝরছে। এত সহজ সরল হতে পারে একজন মানুষ, তাও অাজম খানের মত একজন লিজেন্ডারি মানুষ! গুরু তোমায় সালাম। আমরা জানি ওপারে তুমি ভালো আছ কারন কোটি মানুষের ভালোবাসার মূল্য মহান আল্লাহ এর কাছে অবশ্যই আছে।
ONAR SATHE EKDIN DHAKA STADIUM MARKET E DEKHA HOISILO OBAK HOISILAM ETO BHODRO ETO SOROL MANUSH KOLPONAO KORA JAINA AMAR ONAR PROTI SRODDHA ARO BERE GELO TAR KISU DIN POREI UNI MARA JAN ALLAH ONAKE JANNAT DAN KORUN AMIN
এখনকার পোলাপাইন দুই চারটা গান গেয়ে যে ভাব নেয় তাদের ধারে কাছে ঘেঁষা যায় না আর বাংলাদেশের পপ সম্রাট যাকে বলা হয় তার সহজ সরলতা দেখে আমি রীতিমত মুগ্ধ। একটা মানুষের এ রকম জনপ্রিয়তা থাকার পরেও সে কিভাবে বিনয়ী হতে পারে তা এই ভিডিও দেখে গুরু থেকে বর্তমানের শিল্পীরা শিখতে পারে। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করি।
@@MdMohiuddin-cp2vf Dear Sir: can you please tell us, who we are actually to judge what he or any other person did or did not? Did we ( me or you or even our belongings) do our part correctly/exactly/rightly?
গুরুকে শ্রদ্ধা। কবির সুমনকেও শ্রদ্ধা। নব্বইয়ের দশকে একটা জনপ্রিয় গান মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, সে গানটা ছিল 'রেললাইনের ঐ বস্তিতে'। আজম খান তখন তরুণ সমাজের মুখপাত্র। চিৎকার করে সেই বাংলাদেশ বলা শেখানো। আজম খান, গুরু হয়ে থাকবেন কোটি হৃদয়ে।
প্রতিটি কথাই খুব মনযোগ দিয়ে শুনেছি। কিছু কথা টেনে আবার শুনেছি। কতটা শিল্পী ছিলেন সারা বিশ্ববাসী জানে। কিন্তু কতটা হৃদয়বান ও নির-অহংকারী মানুষ ছিলেন তা হয়ত অনেকের অজানা। এই শরীরে গানের তাল শুর তুললেন। অসাধারণ। হাজার সালাম।
তার এই সহজ সরল মনভাব আর কথা গুলা শুনে,সত্যিই চোখের কোণে পানি চলে আসলো.. মিস ইউ লিজেন্ড, আজম খান দুনিয়াতে একজনই এসেছিল,,আর থাকবে সব সময়.. ভালো থেকো,ওপারে..
এত বড় মাপের একজন মানুষ। তার এত সহজ জীবন যাপন। মানুষ এত বড় হওয়ার পরেও তার কোন অহঙ্কার নেই। আসলে উনার সাথে কারো তুলনা হয় না। উনার সত্বায় কেউ কোন দিন পৌছতে পারবে না।
সরল, স্পষ্টভাষী, সাধারণ একজন মানুষ আজম খান তবে অসাধারণ একজন, হয়তো তিনি বুঝতে দিতেন না আমাদেরকে তবে আমরা যারা উনাকে এতটুকু ও জানি আমরা উনাকে জানি গুরু বলে। বিনম্র শ্রদ্ধা আপনাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন।
আমি জানিনা কেন কিন্তু এই ভিডিও টা আমাকে এতই ইমোশনাল করে দিলো আমি অঝরে কাঁদতেছি! এই যুগের মানুষ হয়েও আমি কবির সুমন, আযম খান শুনি আমি। এই অনুভুতি যে বেঁচে আছে, মানবিক অনুভূতি, আবেগ যে বাঁচায় রাখতে পারছি,এতেই আমি খুশি। এদের গান, জীবন, ব্যক্তিত্ব আদতেই দেখবার মত, দেখে শেখবার মত 🤎🤎
দেশ টিভির জীবন ধন্য। তাদের জীবনের সেরা অনুষ্ঠান। এবং বাংলাদেশের সেরা সাক্ষাৎকার। এটা ইতিহাস হয়ে থাকবে। চোখের কোনে জল গরিয়ে পরছে আমার। আমাদের অহংকার, আমাদের গর্ব আমাদের সরলতার প্রতিক আজম খান। ডাজ নো মেটার উনার গান ইন্টারন্যাশনাল ী গাওয়া হয়েছে কিনা।
গুরু আজম খান এত সাধারণ ছিলেন যে ওনার প্রাপ্য সম্মান টুকু আদায় করে যেতে পারেননি।তবে এটাও সত্য ভালোবাসার চেয়ে বড় কিছুই নেই।গুরু আজম খান আমাদের গুরু হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।
স্যার আপনি খুব ভালো মানুষ। আপনি বাংলাদেশের পপ সম্রাট আজম খান ।আপনার মতো লোক বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। আলাল দুলাল, সালেকা মালেকা ,বাংলাদেশ গান বাংলাদেশের অমর কীর্তি। আপনার সব গানই জনপ্রিয় সেজন্যই আপনি বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী। সালাম স্যার আজম খান(লিংকন) নারায়ণগঞ্জ
যখন আমি ছোট ছিলাম 1998 সাল তখন আমার বয়স সাতাশ বা আট হবে আর আমি খুব চঞ্চল ছিলাম খুব দুষ্টুমি করতাম তখন আমি আমার সেজো মামা সেলিম খান উনি আজম খানের ভক্ত ছিল উনি আজম খানের অনেক গান সন্ত যখন আমি ভোজ মান হলাম তখন আমি আজম খানকে তাকে খুঁজতে বের হলাম তখন আজম খানের অনেক গান শুনতে পেলাম তখন তখন শুনলাম আজম খান বাংলাদেশ এর পপ সম্রাট আজম খান শুধু বাংলাদেশের পপ সম্রাট নয় ওয়াল্ড আনাচে-কানাচে তার অনেক ভক্ত আছে তার মাঝে আমি উনার ভক্ত হয়ে গেলাম আই লাভ আজম খান গুরু আজম খান বাংলাদেশ পপ সম্রাট আজম খান আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুন
Historical Interview by Legends! Need to be preserved and archived by the Bangladesh Government or any other organization. Much thanks to Desh TV for presenting us this beautiful program.
প্রিয় আজমখান মিস ইউ ক্লাস হয়তো ৩/৪তে পড়ার সময় এলাকাজুড়ে আপনার গান শুনতাম অনেক বছর পর আপনার সাক্ষাতকার দেখে শৈশবের কথা মনে পরে গেল।। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক।
স্যার আজম খান ই ছিলেন দেশীয় সংগীত জগতের একমাত্র নির্লোভ, নিরহংকার বীর মুক্তিযোদ্ধা এবং দেশ প্রেমিক কিংবদন্তি 😍😍...আমি স্যারের গান লাইভ শুনা কিংবা দেখার সৌভাগ্য না হলেও সবগুলো গান শুনার চেষ্টা করছি💓
অনেক অনেক ধন্যবাদ দেশ টিভিকে এই অনুষ্ঠানটি আপলোড দেওয়ার জন্য। এতভালো লাগলো যা ভাষায় প্রকাশ করা যাবেনা। এই ভালো মানুষগুলো ছিল বলেই বাংলাদেশ তুমি এত সুন্দর। গুরুর কথা শুনে চোখে জল চলে এসেছে ।দেশ ও দেশের মানুষকে কত ভালবাসলে এইভাবে ভাবা যায়। শুনেছি মানুষ সহজ সরল হয় কিন্তু এত ভালো এবং এত সহজ সরল হয় জানা ছিলনা। অনেক শ্রদ্ধা ও শুভকালনা প্রিয় আজম খান, ওপারে আল্লাহ যেন আপনার এই মহানুভতার উত্তম ফল দান করে।
আমি ভারতের আসাম থেকে কমেণ্ট করছি। আমি বাংলা ভাষা যে কতটুকু ভালোবাসি বলতে পারবো না। আমি আজও মিস করি আজম খান, জীবনানন্দ দাশ, কাজী নজরুল, হুমায়ুন আহমেদ সবাইকে। আল্লাহ পাক ভালো করুক ওনার!!!
মহান "আল্লাহ্" আজম খানকে জান্নাতবাসী করুক,আমীন।এত বড় মাপের মানুষ,কিন্তু ছিলনা কোন অহংকার।সাদাসিধা জীবনযাপন,সাদা মনের মানুষ।গুরুকে নিয়ে যা কিছু বলা হবে তা খুবই অল্প।তার তুলনা হয়না।
সমস্ত ভিডিও টা দেখার সাহস পেলাম না এখন। দু চোখ নোনা জলে ভিজে গেছে অলরেডি। আর একদিন সময় নিয়ে , মানসিক প্রস্তুতি নিয়ে সমস্ত ভিডিও টা দেখবো। অনেক শ্রদ্ধা গুরু 🙏🙏🙏। শ্রদ্ধা জানাই সাবিনা ইয়াসমিন ম্যাম এবং স্যার কবির সুমন কে।
আসলেই সত্য, এই ভিডিও টা একটা নিজেই ইতিহাস সৃষ্টি করে ইতিহাস হয়ে থাকবে । বিখ্যাত কালজয়ী ৪ জন মানুষ এখানে উপস্থিত, একজন গুনির মযাৃদা একজন গুনি বুঝতে পারেন, তাই উপমহাদেশের বিখ্যাত কালজয়ী শিল্পী ম্যাডাম সাবিনা ইয়াসমিনকে কি দারুন আগ্রহে এতটা সময় নিয়ে নিজ হাতের ক্যামেরায় ভিডিও করতে দেখা যাক । ধন্যবাদ সবাই কে ।
গুরুর কথা শুনতে শুনতে চোখে পানি চলে আসছে । ক্লাস সেভেন এ 'অভিমানি' ক্যাসেটটা কিনসিলাম , আর চিল্লায়া গান করতাম । তেজগাও রেল লাইনে শুটিং এর সময় এই মানুষটাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হইসিল । উনার গান এখনও জীবন্ত বুকের ভিতরে ।
ভালো মানুষ আজম ভাই, এঁরা আমাদের বাংলার আমাদের ঢাকার মনখোলা ছেলে,মানে সেই উদার মনের ঢাকাইয়া পোলা❤️কি ভালো লাগার, সরল, সঠিক কথা, কারও সাথে তুলনা করার মতো নাই......না কেউ নাই.......কেউই নাই.......আজম ভাই ভুলবোনা,আমরা যারা বাংলাকে ভালোবাসি তারা অন্তত ভুলবোনা।
হাজার সালাম গুরু আপনাকে। আপনার মতো লোক বাংলাদেশে আর কখনো জন্ম নিবে না৷ আপনাকে দেখে মনে হয় যে আপনি কতো সাধারন ছিলেন। আপনার এই ভিডিও টি দেখে অনেক ভালো লাগলো৷ আপনাকে চোখে দেখার সৌভাগ্য আমার হয় নি। আল্লাহ যেন আপনাকে ওপারে ভালো রাখে
You are the true legend sir! Such a humble and polite person. We are blessed to have you in our country. A high voltage video with my 4 legendary stars, thanks to the channel.
২০২১ সাল এ এসে ১৭ বছরের একজন যুবক হয়ে এই ভিডিও দেখবে এরকম মানুষ খুব কম আছে আমার জন্মের ৭১বছর আগে জন্ম নেওয়া লিজেন্ডকেও যথেষ্ঠ সম্মান করি যেখানে আছেন ভালো থাকবেন যে বয়স এ ছেলে মেয়ে রা বলিউড এর রোমান্টিক গান নিয়ে ব্যাস্ত সেই বয়স এ বলিউড এর পাশাপাশি এনাদের গান সমান ভাবে শুনি বাংলা গান মানে এনাদের বিকল্প নেই লাভ ইউ পপ্ সম্রাট আজম খান ৮০ দশকের ৯০দশকের লিজেন্ড দের দেখলে অজান্তেই মনটা খুশি হয়ে যায় কেনো জানি তাদের সবাইকে বড্ড ভালো লাগে ইস আমিও যদি তাদের সময় এর হতাম আহহ তাদের কথা বার্তা কত সরল 💝
আপনারা বিশ্বাস করবেন কিনা জানিনা আমি ভিডিওটা দেখছি অার অঝোর ধারায় আমার দুচোখ বেয়ে পানি ঝরছে। এত সহজ সরল হতে পারে একজন মানুষ, তাও অাজম খানের মত একজন লিজেন্ডারি মানুষ! গুরু তোমায় সালাম। আমরা জানি ওপারে তুমি ভালো আছ কারন কোটি মানুষের ভালোবাসার মূল্য মহান আল্লাহ এর কাছে অবশ্যই আছে।
Same here...
গুরু
একই!
Same here
ONAR SATHE EKDIN DHAKA STADIUM MARKET E DEKHA HOISILO OBAK HOISILAM ETO BHODRO ETO SOROL MANUSH KOLPONAO KORA JAINA AMAR ONAR PROTI SRODDHA ARO BERE GELO TAR KISU DIN POREI UNI MARA JAN ALLAH ONAKE JANNAT DAN KORUN AMIN
"সাহেব বলবেন না,ভাই বলেন!"
ইশ! এই মানুষটার প্রতি ভালোবাসা কমে না তো বাড়ে আর বাড়ে!☺
দারুণ
Thanks for comment
এখনকার পোলাপাইন দুই চারটা গান গেয়ে যে ভাব নেয় তাদের ধারে কাছে ঘেঁষা যায় না আর বাংলাদেশের পপ সম্রাট যাকে বলা হয় তার সহজ সরলতা দেখে আমি রীতিমত মুগ্ধ। একটা মানুষের এ রকম জনপ্রিয়তা থাকার পরেও সে কিভাবে বিনয়ী হতে পারে তা এই ভিডিও দেখে গুরু থেকে বর্তমানের শিল্পীরা শিখতে পারে। আল্লাহ যাতে ওনাকে জান্নাতবাসী করেন এই দোয়া করি।
ভাই একটা কথা বলছেন ভাল লাগছে
এটাই তো একজন প্রকৃত শিল্পির গুন..
আপনি সঠিক বলেন ভাই
Masudur Rahman
Bai , did he ever follow Islam, I think no.
@@MdMohiuddin-cp2vf Dear Sir: can you please tell us, who we are actually to judge what he or any other person did or did not? Did we ( me or you or even our belongings) do our part correctly/exactly/rightly?
"আসলে,সম্রাট গুরু এসবের জন্য তো আর গান করিনাই "
হাজার ছালাম এমন মহান প্রতিভার জন্য! 🇧🇩🙏
Thnaks for comment
আসল মুক্তিযোদ্ধা তোমায় কোটি সালাম
Thanks For comment
গুরুকে শ্রদ্ধা। কবির সুমনকেও শ্রদ্ধা।
নব্বইয়ের দশকে একটা জনপ্রিয় গান মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, সে গানটা ছিল 'রেললাইনের ঐ বস্তিতে'। আজম খান তখন তরুণ সমাজের মুখপাত্র। চিৎকার করে সেই বাংলাদেশ বলা শেখানো।
আজম খান, গুরু হয়ে থাকবেন কোটি হৃদয়ে।
Thanks for comment
❤🌹
জয় বাংলার পপ সম্রাট আজম খান, গানের ফেরিওয়ালা সুমন চট্টপাধ্যায়, কোকিলকন্ঠি সাবিনা ইয়াসমিন ও বাকের ভাই আসাদুজ্জামান নূর অসাধারন এক বৈঠক।
এই অসুস্থ শরীর নিয়েও যা গেয়েছেন এক কথায় অসাধারণ।!!অদ্ভুত ভালো মানুষ,অদ্ভুত সরল কথাবার্তা। 💜💜💜
Thnaks for comment
প্রতিটি কথাই খুব মনযোগ দিয়ে শুনেছি। কিছু কথা টেনে আবার শুনেছি।
কতটা শিল্পী ছিলেন সারা বিশ্ববাসী জানে।
কিন্তু কতটা হৃদয়বান ও নির-অহংকারী মানুষ ছিলেন তা হয়ত অনেকের অজানা।
এই শরীরে গানের তাল শুর তুললেন।
অসাধারণ।
হাজার সালাম।
তার এই সহজ সরল মনভাব আর কথা গুলা শুনে,সত্যিই চোখের কোণে পানি চলে আসলো.. মিস ইউ লিজেন্ড, আজম খান দুনিয়াতে একজনই এসেছিল,,আর থাকবে সব সময়.. ভালো থেকো,ওপারে..
Thnaks for comment
এত বড় মাপের একজন মানুষ। তার এত সহজ জীবন যাপন। মানুষ এত বড় হওয়ার পরেও তার কোন অহঙ্কার নেই। আসলে উনার সাথে কারো তুলনা হয় না। উনার সত্বায় কেউ কোন দিন পৌছতে পারবে না।
এই মানুষগুলো এতো সাধারণ বলেই হয়ত এতো অসাধারণ...
'অামরা ভাঙা সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করেছি, অার এখনকার শিল্পীরা লিফ্ট বেয়ে ওপরে উঠতে চায় ' মূল্যবান কথা।
চরম সত্যি কথা
জ্বি রাইট😂🙏
আল্লাহ তুমি তার কোন ভাল আমল এর উসিল্লায় তাকে জান্নাত বাসি করো।আমিন
সাদা মনের সুন্দর মানুষ।
গুরু আযম খান
Amin
আমিন
Thanks For Comments
সেই একজন সত্যিকার সম্রাট, তার আচার আচরন আর উনি কতটা বিনয়ী, আমি উনার অন্য করম একজন ভক্ত,আল্লাহ ওপারে ভাল রাখবেন ওনাকে এই দোয়া করি।
Thanks For comment
ভালো মানুষ দেখতে আর চিনতে হলে এমন ভালো মানুষের সাক্ষাৎকার দেখা উচিত
আপলোড দেবার জন্য ধন্যবাদ। কোন লোভ ছিল না। মানুষের জন্য গেয়েছেন।তাই আজ ও ভালবাসে মানুষ তাকে।
আজম খান,যতোটা গায়ক,তারচেয়ে বেশি ইতিহাস।বাংলা সঙ্গীতের শক্ত মেরুদন্ড। salute to Ajom Khan thousands of times.
Thanks For comment
APNAR KOTHATA VISHON VHABEI SHOTTI SHADHINOTAR PORE POP REVULUTION ER FOUNDER EI AJOM KHAN KHUBI SHOHOJ SHOROL MANUSH
মহাগুরু আজম খান 💙 সাথে আরো দুই সঙ্গীত কিংবদন্তী 💚 আর বাকের ভাই 💙💚💛 সবার জন্য আমার শ্রদ্ধা।
সরল, স্পষ্টভাষী, সাধারণ একজন মানুষ আজম খান তবে অসাধারণ একজন, হয়তো তিনি বুঝতে দিতেন না আমাদেরকে তবে আমরা যারা উনাকে এতটুকু ও জানি আমরা উনাকে জানি গুরু বলে। বিনম্র শ্রদ্ধা আপনাকে আল্লাহ আপনাকে ভালো রাখুন।
গুরু তোমাকে অনেক মনে পড়ে,ভালো থেক গুরু।
তুমি মুক্তিযোদ্ধা তুমি এই দেশের ভীর
Thanks For Comments
আহা কি সাধারন ব্যক্তি,,,কি সুন্দর মন,,,এই দুনিয়া এইরকম মানুষ সপ্নে চিন্তা করা যায় না,,,ভালবাসা অবিরাম❤❤❤
Thanks for comment
আমি জানিনা কেন কিন্তু এই ভিডিও টা আমাকে এতই ইমোশনাল করে দিলো আমি অঝরে কাঁদতেছি! এই যুগের মানুষ হয়েও আমি কবির সুমন, আযম খান শুনি আমি। এই অনুভুতি যে বেঁচে আছে, মানবিক অনুভূতি, আবেগ যে বাঁচায় রাখতে পারছি,এতেই আমি খুশি। এদের গান, জীবন, ব্যক্তিত্ব আদতেই দেখবার মত, দেখে শেখবার মত 🤎🤎
Thnaks for comment
এতো সহজ সরল লোক আর এতো সরল স্বীকার উক্তি কয়জন মানুষ মাঝে হয় , আহা । তাইতো তিনি গুরু, বাংলার পপ গুরু আজম খান একজনই ।
Thanks For comment
চোখের জল আর ধরে রাখতে পারলাম না, গুরু স্যালুট তোমায়......
Love You গুরু.....★★★
I am also.
Etu jhol o chokhe ...
Vai jhol dhore rakhen
Somoye kaje lagbe .
দেশ টিভির জীবন ধন্য। তাদের জীবনের সেরা অনুষ্ঠান।
এবং বাংলাদেশের সেরা সাক্ষাৎকার। এটা ইতিহাস হয়ে থাকবে।
চোখের কোনে জল গরিয়ে পরছে আমার। আমাদের অহংকার, আমাদের গর্ব আমাদের সরলতার প্রতিক আজম খান।
ডাজ নো মেটার উনার গান ইন্টারন্যাশনাল ী গাওয়া হয়েছে কিনা।
অাহা দুই কিংবদন্তি! অশেষ শ্রদ্ধা জানাই। 😍
Thanks For Comments
He sang for common people. Simplicity in lyrics.
Love from kolkata, Bangla.
চোখের কোণে একটু জল এলো গুরু আপনার কথাগুলো শুনে।
আপনি অমর আমাদের হৃদয়ে।
প্রণাম আপনাকে।
Thanks For comment
গুরু আজম খান এত সাধারণ ছিলেন যে ওনার প্রাপ্য সম্মান টুকু আদায় করে যেতে পারেননি।তবে এটাও সত্য ভালোবাসার চেয়ে বড় কিছুই নেই।গুরু আজম খান আমাদের গুরু হয়ে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে।
Thanks for comment
গুরু কি সহজ সরল মানুষ ছিলেন! আহা৷ ❤
যত দিন ব্যান্ড সংগীত বেঁচে থাকবে ততদিন গুরু আযম খান সবার মনে থাকবে, গুরু আযম খান যেখানে আছেন ভালো থাকুন, শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো আপনার জন্য ❤️🌺
Thanks for comment
স্যার আপনি খুব ভালো মানুষ। আপনি বাংলাদেশের পপ সম্রাট আজম খান ।আপনার মতো লোক বাংলাদেশে আসবে কিনা সন্দেহ। আলাল দুলাল, সালেকা মালেকা ,বাংলাদেশ গান বাংলাদেশের অমর কীর্তি। আপনার সব গানই জনপ্রিয় সেজন্যই আপনি বাংলাদেশের বিখ্যাত একজন শিল্পী। সালাম স্যার আজম খান(লিংকন) নারায়ণগঞ্জ
কত মহান একজন মানুষের কত সরল স্বিকারোক্তি।
আমি গর্বিত এমন মানুষ বাংলাদেশে জন্মেছেন। চাইলে অনেক কিছুই করতে পারতেন। উনার জীবন গবেষণার বিষয়বস্তুও হতে পারে। স্যালুট পপ গুরু।
Thanks for comment
কবির সুমন, সাবিনা ইয়াসমিন এবং দেশ টিভি সহ সকলকে অসংখ্য ধন্যবাদ পপগুরু কে নিয়ে এত সুন্দর একটা ডকুমেন্টরি করার জন্য।
Thanks for comment
যখন আমি ছোট ছিলাম 1998 সাল তখন আমার বয়স সাতাশ বা আট হবে আর আমি খুব চঞ্চল ছিলাম খুব দুষ্টুমি করতাম তখন আমি আমার সেজো মামা সেলিম খান উনি আজম খানের ভক্ত ছিল উনি আজম খানের অনেক গান সন্ত যখন আমি ভোজ মান হলাম তখন আমি আজম খানকে তাকে খুঁজতে বের হলাম তখন আজম খানের অনেক গান শুনতে পেলাম তখন তখন শুনলাম আজম খান বাংলাদেশ এর পপ সম্রাট আজম খান শুধু বাংলাদেশের পপ সম্রাট নয় ওয়াল্ড আনাচে-কানাচে তার অনেক ভক্ত আছে তার মাঝে আমি উনার ভক্ত হয়ে গেলাম আই লাভ আজম খান গুরু আজম খান বাংলাদেশ পপ সম্রাট আজম খান আল্লাহ তাআলা তাকে জান্নাত বাসী করুন
একজন মানুষ কে কতোটুক ভালোবাসলে মানুষ এতো সুন্দর কমান্ড করে
তিনজন কিংবদন্তী এক ফ্রেমে... অসাধারন... ভালোবাসা
Thanks for comment
'আলাল কইরে, দুলাল কইরে' এই লাইনগুলোতে সাবিনা ম্যাম হার্মোনাইজ টা কি অসাধারন ভাবে দিলেন !!!
Thanks For comment
Historical Interview by Legends! Need to be preserved and archived by the Bangladesh Government or any other organization. Much thanks to Desh TV for presenting us this beautiful program.
প্রিয় আজমখান মিস ইউ ক্লাস হয়তো ৩/৪তে পড়ার সময় এলাকাজুড়ে আপনার গান শুনতাম অনেক বছর পর আপনার সাক্ষাতকার দেখে শৈশবের কথা মনে পরে গেল।।
আল্লাহ আপনাকে জান্নাত দান করুক।
স্যার আজম খান ই ছিলেন দেশীয় সংগীত জগতের একমাত্র নির্লোভ, নিরহংকার বীর মুক্তিযোদ্ধা এবং দেশ প্রেমিক কিংবদন্তি 😍😍...আমি স্যারের গান লাইভ শুনা কিংবা দেখার সৌভাগ্য না হলেও সবগুলো গান শুনার চেষ্টা করছি💓
Thanks For comment
অনেক ভালো মানুষ ছিলেন। আল্লাহ ওনাকে বাহেশত বাসি করুক।
Thanks For Comments
গুরু আপনার মনের অজান্তেই অনেক কিছু করেছেন তা আপনি নিজেই জানেন না,আপনি একজন প্রকৃত সৃষ্টি শীল অসাধারণ মানুষ।
Thanks For comment
অনেক অনেক ধন্যবাদ দেশ টিভিকে এই অনুষ্ঠানটি আপলোড দেওয়ার জন্য। এতভালো লাগলো যা ভাষায় প্রকাশ করা যাবেনা। এই ভালো মানুষগুলো ছিল বলেই বাংলাদেশ তুমি এত সুন্দর। গুরুর কথা শুনে চোখে জল চলে এসেছে ।দেশ ও দেশের মানুষকে কত ভালবাসলে এইভাবে ভাবা যায়। শুনেছি মানুষ সহজ সরল হয় কিন্তু এত ভালো এবং এত সহজ সরল হয় জানা ছিলনা। অনেক শ্রদ্ধা ও শুভকালনা প্রিয় আজম খান, ওপারে আল্লাহ যেন আপনার এই মহানুভতার উত্তম ফল দান করে।
Thanks For comment
অসাধারন সহজ সরল মানুষ । আমার ভীষন প্রিয় শিল্পী । আল্লাহ তাকে জান্নাতবাসী করুক ।
চমৎকার একটা যোগাযোগ, কবি সুমন ও সাবিনা মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন। শিল্পীর সাদামাটা জীবন হৃদয় ছোঁয়া, নূর সাহেবকে ধন্যবাদ তাঁর উপস্থিতির জন্য।
Thanks For comment
আজম ভাইয়ের সরল কথাগুলো শুনে চোখে পানি এসে গেলো।।
আহা কোন লেভেলের প্রোগাম। আজম খান, আসাদুজ্জামান নূর, কবির সুমন, সাবিনা ইয়েসমিন। ভাবা যায়!
এবং কত সাধাসিধে ভাবে গল্প করতেছেন
সত্যি তাই,
এক আসরে
কবীর সুমন, গুরু আজম খান, সুরের কন্যা সাবিনা।।
সত্যি,গানওয়ালাদের অনন্য উচ্চতর একটি আড্ডা।।
অপূর্ব.....
একজন মানুষ কতটা নিরঅহংকারী আর সাদামাটা মনের হতে পারে !
@@polashmahmud5877 iiiiiii
Very true....
আমি ভারতের আসাম থেকে কমেণ্ট করছি। আমি বাংলা ভাষা যে কতটুকু ভালোবাসি বলতে পারবো না। আমি আজও মিস করি আজম খান, জীবনানন্দ দাশ, কাজী নজরুল, হুমায়ুন আহমেদ সবাইকে।
আল্লাহ পাক ভালো করুক ওনার!!!
Thanks For comment
এতো সহজ সরল মানুষ ও তাঁর অসামান্য অবদান একটা নবগঠিত জাতির প্রতি। খুব ভালো লাগলো। যাঁরা এই ভিডিওটাতেও ডাউন ভোট দিয়েছেন তাঁরা কেমন প্রাণী কে জানে!
Thanks For Comments
মহান "আল্লাহ্" আজম খানকে জান্নাতবাসী করুক,আমীন।এত বড় মাপের মানুষ,কিন্তু ছিলনা কোন অহংকার।সাদাসিধা জীবনযাপন,সাদা মনের মানুষ।গুরুকে নিয়ে যা কিছু বলা হবে তা খুবই অল্প।তার তুলনা হয়না।
Thanks For comment
মহান হৃদয়ের মানুষ গুলো মনেহয় এমনই হয়।যেখানেই থাকেন ভাল থাকবেন হে মহান হৃদয়ের মানুষ 💓💓💓
ছোট বেলায় গুরু আজম খানের গান শুনতাম। এখনো শুনি মন ভরে না। মন কোনদিন ভরবে ও না।
Thanks For Comments
সমস্ত ভিডিও টা দেখার সাহস পেলাম না এখন। দু চোখ নোনা জলে ভিজে গেছে অলরেডি। আর একদিন সময় নিয়ে , মানসিক প্রস্তুতি নিয়ে সমস্ত ভিডিও টা দেখবো। অনেক শ্রদ্ধা গুরু 🙏🙏🙏। শ্রদ্ধা জানাই সাবিনা ইয়াসমিন ম্যাম এবং স্যার কবির সুমন কে।
Thanks for comment
ভিডিও দেখে গুরুর প্রতি ভালবাসা আর সম্মান অনেক অনেক বেড়ে গেল। কি অসাধারন মানুষ ছিলেন উনি।
Thanks For comment
Extraordinary artist & freedom fighter our beloved Azam Khan.. We are so proud of you GURU.
legend is always legend. love u Azam khan
Thanks For comment
বেচেঁ থাকবে হাজার বছর আমাদের চোখে 💞
Thnaks for comment
খুবই সহজ সরল একটা মানুষ ছিলেন। ভালো লাগল।
Thanks For Comments
আজম খান,কবির সুমন, আসাদুজ্জামান নুর,সাবিনা ইয়াসমিন!!
এই ভিডিও টা একটা ইতিহাস হয়ে থাকবে!!
Thanks For Comments
আসলেই সত্য, এই ভিডিও টা একটা নিজেই ইতিহাস সৃষ্টি করে ইতিহাস হয়ে থাকবে । বিখ্যাত কালজয়ী ৪ জন মানুষ এখানে উপস্থিত, একজন গুনির মযাৃদা একজন গুনি বুঝতে পারেন, তাই উপমহাদেশের বিখ্যাত কালজয়ী শিল্পী ম্যাডাম সাবিনা ইয়াসমিনকে কি দারুন আগ্রহে এতটা সময় নিয়ে নিজ হাতের ক্যামেরায় ভিডিও করতে দেখা যাক । ধন্যবাদ সবাই কে ।
এতো সহজ সরল ছিলো আজম খান।বিনম্র শ্রদ্ধা।
Thanks For comment
এই একটা ইন্টারভিউ আমি তিনবার দেখলাম। আজম খান একজনই। একবারই আসে। আমাদের সহজ মানুষ। ❤️❤️❤️
প্রিয় সবাই এক ইন্টারভিউয়ে!
Thnaks for comment
আমি ভেবেছিলাম ২-৩ মিনিট শুনে চলে যাবো, কিন্তু গুরু আজম খানের এতো সহজ সরল কথাবার্তায় একদম পুরোপুরি মুগ্ধ হয়ে ছিলাম এতোক্ষণ, কখন যে ৩৫ মিনিট শেষ হয়ে গেলো টেরই পেলাম না।
আহ্ একজন লিজেন্ডকে হারালাম আমরা।
Thanks for comment
@@Deshtventertainment Welcome ❤️
আমিও
মুগ্ধ হয়ে আজ আবার দেখলাম অনুষ্ঠান টা! অসাধারণ!
Thanks For comment
ভাই যদি ৩ ঘন্টা সাক্ষাৎকার টা হতো তাহলে ও দেখতাম
পপ সম্রাট গুরু আজম খান আপনাকে হাজার সালাম,
ইতিহাস হয়ে থাকবে এই আয়োজন 🖤
Thanks for comment
Azam Khan & Kobir Sumon উপর Respect টা বেড়ে গেল
Onar kotha sune chokhe jol ese gelo. Khub e valo manush kotha sune bojha gelo. Love from India
Thanks For comment
আগেও কয়েকবার শুনেছি ইন্টারভিউ টা, প্রত্যকবার ই গুরুর সরলতা মাখা কথা গুলো শুনে অজান্তেই চোঁখে পানি জমে যায়! 💔😓
Thanks for comment
আমার অনেক ইচ্ছা যে গুরু আজম খানের এই শার্ট টা আমি নিয়ে আমার কাছে রেখে দেব
অসাধারণ ব্যক্তিত্ব। ভীষণ অতি সাধারণ ব্যবহার। কোনো মোহ নেই- এজন্যই তাঁকে শতকোটি প্রণাম।
love u sir azam khan,respect you boss,king khan
গুরুর কথা শুনতে শুনতে চোখে পানি চলে আসছে । ক্লাস সেভেন এ 'অভিমানি' ক্যাসেটটা কিনসিলাম , আর চিল্লায়া গান করতাম । তেজগাও রেল লাইনে শুটিং এর সময় এই মানুষটাকে স্বচক্ষে দেখার সৌভাগ্য হইসিল । উনার গান এখনও জীবন্ত বুকের ভিতরে ।
Really impressed.... He was the true legend and good human being......may god keep him in jannat....
Thanks For Comments
অফুরন্ত ভালোবাসা প্রিয় মানুষদের প্রতি।
খুবই ভাল হয়েছে । আপলোড করার জন্য ধন্যবাদ।
আজম খানই হয়তো একমাত্র পপ শিল্পী যিনি গান না লিখে সরাসরি ইনস্ট্যান্ট গান তৈরি করে গেয়েছেন!
Thanks For comment
সহমত
ভালো মানুষ আজম ভাই, এঁরা আমাদের বাংলার আমাদের ঢাকার মনখোলা ছেলে,মানে সেই উদার মনের ঢাকাইয়া পোলা❤️কি ভালো লাগার, সরল, সঠিক কথা, কারও সাথে তুলনা করার মতো নাই......না কেউ নাই.......কেউই নাই.......আজম ভাই ভুলবোনা,আমরা যারা বাংলাকে ভালোবাসি তারা অন্তত ভুলবোনা।
Thanks For comment
হাজার সালাম গুরু আপনাকে।
আপনার মতো লোক বাংলাদেশে আর কখনো জন্ম নিবে না৷ আপনাকে দেখে মনে হয় যে আপনি কতো সাধারন ছিলেন। আপনার এই ভিডিও টি দেখে অনেক ভালো লাগলো৷ আপনাকে চোখে দেখার সৌভাগ্য আমার হয় নি। আল্লাহ যেন আপনাকে ওপারে ভালো রাখে
নোবেল কে বলছি
শিল্পী কাকে কাবে দেখুন।।
কেমন তার আচরণ, কথা বলা,সম্মান প্রদর্শন।।
Thanks for comment
ওতো একটা বেয়াদব বাচাল, টোকাই শ্রেণীর লোক,কার সাতে কার তুলনায় দেন ভাই,ছিঃ
গুরুর মৃত্যুর ১ সপ্তাহ আগের কাহানী এইটি! 😢
You are the true legend sir! Such a humble and polite person. We are blessed to have you in our country. A high voltage video with my 4 legendary stars, thanks to the channel.
ভালো শিল্পি হওয়ার আগে ভাল মানুষ হওয়া দরকার যার উদাহরণ পপ গুরু আজম খান।
Thanks For comment
সহমত
এরকম সরল সোজা মানুষ দেখলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসে।
জি ভাই
Thanks For comment
সেরাদের সেরা হয়েও নিজেকে তুচ্ছ ভাবে উপস্থাপন করলেন তাও আবার বার বার, স্যালুট আজম খান
সাদা মনের মানুষ। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক
Thanks for Comment
DESH TV MUSIC CHANNLE
ruclips.net/channel/UClpf-L8Ziz5jg4_vzPDGKEA
অবিস্মরণীয় সাক্ষাৎকার। এত সহজ সরল এবং এত গুনী মানুষ । সশ্রদ্ধ প্রনাম।
মিডিয়া জগতের সবাইকে অবশ্যই আজম খান কে অনুসরণ করা উচিত ।
Thanks for comment
" সাহেব বইলেন না ভাই বইলেন "
খুব সাধারণ বলেই তুমি অসাধারণ ..
বিনম্র শ্রদ্ধা হে পপ গুরু
বীর মুক্তিযোদ্ধা আযম খান।
Thanks For comment
আজম খান একটা ভালবাসার নাম.
চোখের পানি ধোরে রাখতে পারলাম না মিছ করতেছি অনেক আজম খান😭😭😭😭
Thanks For comment
তিনি যে কত ব্রিলিয়ানট ছিলেন হয়ত দেশের মানুষ ই জানত না :(
রাইট ভাই।অনেকেই জানেনা
আজ প্রথমবার দেখলাম । স্যাল্যুট স্যার
উনি আমাদের গুরু...সবার অনেক সম্মানের ছিলেন...!
Tini nije o janten na tini koto boro brilliant ekjon person...
২০২১ সাল এ এসে ১৭ বছরের একজন যুবক হয়ে এই ভিডিও দেখবে এরকম মানুষ খুব কম আছে আমার জন্মের ৭১বছর আগে জন্ম নেওয়া লিজেন্ডকেও যথেষ্ঠ সম্মান করি যেখানে আছেন ভালো থাকবেন যে বয়স এ ছেলে মেয়ে রা বলিউড এর রোমান্টিক গান নিয়ে ব্যাস্ত সেই বয়স এ বলিউড এর পাশাপাশি এনাদের গান সমান ভাবে শুনি বাংলা গান মানে এনাদের বিকল্প নেই লাভ ইউ পপ্ সম্রাট আজম খান ৮০ দশকের ৯০দশকের লিজেন্ড দের দেখলে অজান্তেই মনটা খুশি হয়ে যায় কেনো জানি তাদের সবাইকে বড্ড ভালো লাগে ইস আমিও যদি তাদের সময় এর হতাম আহহ তাদের কথা বার্তা কত সরল 💝
Thanks for comment
what a simply living comrade..legend never die..true patriotic legend..
সত্যি একজন নিরঅহংকার মানুষ ছিলেন, বড়ই সহজসরল মনের মানুষ ছিলেন!!
💕💕💕🤔🤔🤔😍😍😍🥰🥰
এত বিখ্যাত মানুষ কিন্তু এত বিনয়ী, এত সরল, এটাই আজম খানের বৈশিষ্ট্য।
A great legend of our young life!Those days of Notre Dame College where he used to come and enjoyed his songs many days.
Thanks for comment