জালা বরো জালা হে আমার প্রিও জাহিল তোমার জন্য উপহার আলেমে দ্বীনের মর্যাদা : (১) আলেম ও জাহেলের মধ্যে পার্থক্য : ইলম আল্লাহ প্রদত্ত এক অফুরন্ত নে‘মত। যা জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহ তা‘আলা বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ‘বলুন! যারা জানে এবং যারা জানে না তার কি সমান?’ (যুমার ৩৯/৯)। তিনি অন্যত্র বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ ‘বলুন! অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হ’তে পারে? আলো ও অন্ধকার কি এক হ’তে পারে?’ (রা‘দ ১৩/১৬)। (২) আলেমগণ নবীদের উত্তরাধিকারী : নবী-রাসূলগণ মানব সমাজের সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী সর্বোত্তম মানুষ। তাই আলেমদের সবচেয়ে বড় মর্যাদা হ’ল, রাসূল (ছাঃ) তাঁদেরকে নবীগণের উত্তরাধিকারী হিসাবে আখ্যায়িত করেছেন। যেমন রাসূল (ছাঃ) বলেন, إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوْا دِيْنَارًا، وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ، ‘আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ দীনার বা দিরহামকে উত্তরাধিকার হিসাবে রেখে যান না। বরং তারা রেখে গেছেন কেবল ইলম। সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করেছে, সে পূর্ণ অংশ গ্রহণ করেছে’।[3] (৩) আলেমগণ দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ মর্যাদা ও প্রভূত কল্যাণের অধিকারী : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّيْنِ ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন’।[4] অতএব মহান আল্লাহ যার কল্যাণ চান, যাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে চান, তাঁকেই কেবল তিনি আলেম হওয়ার সৌভাগ্য দান করেন। আল্লাহ বলেন,يَرْفَعِ اللهُ الَّذِيْنَ آمَنُوْا مِنْكُمْ وَالَّذِيْنَ أُوْتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন’ (মুজাদালাহ ৫৮/১১)। তিনি আরো বলেন, يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ ‘আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ প্রজ্ঞা দান করেন। আর যাকে উক্ত প্রজ্ঞা দান করা হয়, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বস্ত্ততঃ জ্ঞানবান ব্যক্তিগণ ব্যতীত কেউই উপদেশ গ্রহণ করে না’ (বাক্বারাহ ২/২৬৯)।
সন্ত্রাসী জংগী সংগঠন সাদ পন্থী ওয়াসিফ গংদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন রহিল। জাযাকাল্লাহ খাইরান।ওয়াস্সালাম।
সারা জীবন শয়তানি আর দুষ্টামি করে নতুন আবার মুখোশ ধরেছে
এদেরকে শাস্তির আওতায় আনা উচিত
কোন কিছু ভালোভাবে না জেনে মন্তব্য করা উচিত নয়
K??
ঠিক বলেছেন
@AlaminLifসঠিক কথাই তো বলেছেeStyle-Channel
Pagol na jene comment kore
ভন্ডদের কোন দাবীদের এই বাংলায় ঠাই পাবে না
Tui vondo pir
বাংলা আপনাদের বাবার সম্পদ
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
মুয়াজ বিন নূর কে গ্রেফতারি এবং মামলায় পুরা জাতি আনন্দিত এবং খুশিতে আত্মহারা
Toke Allah ai kothar upojukto puroskar din
কথা সত্যি আমি অনেক খুশি
ঠিক বলেছেন
@@ZHaqueChowdhuryআমি আনন্দিত
@@MonirShake-r5z tui to anondito hobi e Karont toke mamunul haq etai shikhay hingsami...tui to arek Mamu nunul 😛 haq...dudin por resort theke greftar kora hobe toke...tokhon Amra khusi hobona koruna hobe
হামলাকারীদের আবার কিসের দাবি করে তারা নিজেরাই তো দোষী সবগুলোকে জেলে নেওয়া হোক। বাংলাদেশের মুসলমানরা তাই চাই।
ইনশাআল্লাহ আমরা হক্কানী আলেমদের সাথে আছি মোত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো
উলামায়ে হক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ ❤️❤️❤️🌼🌼🏵️🏵️🌹🌼❤️❤️💐💐💐
হক্কানি আলেমের সংগ জানেন
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
আসলেই এদের লজ্জা শরম বলতে কিছুই নেই।
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
এরা হলো আলিম বিদ্বেষী এদের খাইয়া লইয়া কোন কাজই নেই খালি আলেমদের পিছে লাগে
১০ দফা দাবি ঘোষণা কারিকে গ্রেফতার করা হোক,
Ai sala ta ky areast dorkar
মনগড়া দাবি
এই ব্যাক্তিকেও গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি ✋
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
আপনি যেই ব্যাপারে গেয়ান নাই সেই বেপারে কথা বলবেন না
কেন উচিত কথা বলে ?
এদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
মামুনুর হক গাং আইনের আওতায় আনা হোক। সকল ঝামেলা মূল খেলাফত মজলিসের এই রাজনৈতিক নেতা।তাবলীগ ভিতর ঢুকে তাবলীগ কে বিভক্তি করা রাখছে।
হামলাকারী সকল ছাদ পন্থীকে রিমান্ডে নেওয়া হোক
Hamlakari tui
আল্লাহ কবুল করুক
কেন উচিতে হাত পরছে
সাদ সাহেবের লোকেরা ই সঠিক হকের পথে আছেন
বিশ্ব আমির! গায়ে মানে না আপনি মোড়ল।
সাদ সাহেবকে এরা পীর পূজার পর্যায়ে নিয়ে গিয়েছে।
যাদের আমীর নাই তাদের আমীর শয়তান
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
মুয়াজ বিন নূর এর মত, ওকে 40 দিনের রিমান্ড দাওয়ার দাবি জানাচ্ছি
সরকারকে অনুরোধ করা হইতেছে ভাইদেরকে নিঃস্বার্থে মুক্তি দিয়ে দেবে ন😊
মামলার তদন্ত হচ্ছে সত্য না মিথ্যা তখনই প্রমাণ হবে
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
আপনাদের আচরণ দেখে সারা বিশ্বের মানুষ ইসলামের সমালোচনা করছে। আল্লাহ কে ভয় করুন, সঠিক পথে চলার চেষ্টা করুন।
ইনশাআল্লাহ 💪🇧🇩
হে আল্লাহ সকল সমস্যা সমাধান করে দিন🤲
যে পক্ষ শান্তি ও বসে আলোচনাকরে সমস্যা সমাধানে বিশ্বাসী তারাই সঠিক পথে ।"'বাংলার মানুষ শান্তি চায়।;:'
নাইচ❤❤❤
বাতিলের সাথে কোন আপোষ নাই
মুফতি মুয়াজ বিন নুর এর নিঃশর্ত মুক্তি চাই
সবাইকে ছাড়া হবে। আগে ডিম থেরাপি শেষ হোক। আরো অনেক থেরাপি রয়েছে। যেমন: মুলা থেরাপি, বাশ থেরাপি ইত্যাদি
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
এরে আইনের আওতায় আনা হউক
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
উলামা এবং ছাত্র এবং সাংবাদিকদের নিরাপত্তা চাই ভালো সাজলে হবে না
আইন চলুক নিজের গতিতে ও নিরপেক্ষ ভূমিকায়। নিশ্চিত হোক মানবাধিকার ও সমান অধিকার।
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
বারবার সংঘর্ষ করতে না হয়,
এর মানে কি?
এরপর আবার করবা? 😮
সয়তানের সাথে আপোশ নয় সায়াদ কে না বলুন
হে আল্লাহ যে দিন প্রচার করে। তার প্রতি রহম দান করোন এবং সম্মানিত করুন।
দেখতে হবে কারা বেশি জুলুমের শিকার হচ্ছে
আর যে ভাইদের আহত এবং নিহত করেছেন তাদের কি হবে? মিথ্যা বলতে মুখে বাঝেনা
আগে হত্যাকারীদের বিচার হবে।
মামুনুল হককে বিচারের আওতায় আনা হোক
Aho vatija aho tomar dabi amra khub sundar vabe mene nebo
কেন আপনার কি নষ্ট করছে
তোমাদের বিচার হবে ইনশাআল্লাহ
খুনি সাদিয়ানিদের বিচার হবে ইনশিআল্লাহ।
এই জারজ লীগ
খুনিদের ছাড়ার প্রশ্নই উঠে না
সাত পন্ডিতের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হোক
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
হত্যাকারীদের বিচার চাই,
ঠিকই বলেছেন
হ্যালো উত্তর দ্রুত গ্রেফতার করা হোক তিন দিনের রিমান্ড দেওয়া হোক
এই কথায় আর চিঁড়ে বিজবেনা।😂
আমাদের দেশের কিছু সাংবাদিক আছে তারা টাকা খেয়ে তাদের সংবাদ সম্মেলন করে
এখানে যারা বসে আছে সকলের নামে মামলা দিতে হবে।
সাদ পনতিদের নিসিদ্ধ করা হক
কাজী এর থেকে যা তো আওয়ামী লীগের লোক ছিল আপনি কোন দলের লোক সে পরিচয় আগে দেন
👍🏿👍🏿👍🏿👍🏿❤️❤️❤️
এরা এখনো বাংলাদেশে কথা বলার সাহস পায় কিভাবে
এখন ও এরা ফেতনা করার চেষ্টা করছে এদের আইনের আওতায় আনা হক
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
একে গ্রেফতার করা দরকার
Sad.ponthi.asole.tablik.kortece.sader.jonno
আলহামদুলিল্লাহ
এরা তাবলীগ করে কি আল্লাহ্র জন্য না সাদ এর জন্য?
Allah& nobir hukum amir k mana.
Tahole mamun amir hote chay kno!!
সাধের জন্য
সে এখনোও ভাইরে কিভাবে?
সাদ রা এই দেশ থেকে পালাইয়া যা ভাই।।।
🥰🥰সাদ হটাও ইমান বাচাও🥰🥰
অবশ্যই আল্লামা মাওঃমামুনুল হক সাহেব অভিভাবক হিসেবে ব্যার্থ । এখনও উনি কোন পক্ষ না নিয়ে অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন । "%#
এরা ‘সাদ’ নামক ভ্রান্ত ব্যক্তিকে যেন মহান আল্লাহর স্থলাভিষিক্ত বানিয়েছে। পূজার ক্ষেত্রে এরা অন্য ধর্মাবলম্বীদের ছাড়িয়ে গেছে।
দল হবে একটাই,, ইজতেমা ও এক্টাই কে আসবে কে না আসবে দেখার দরকার নাই।
আহা ফুটফুটে সুন্দর আলোচনা সাধগুরু মিথ্যাচার
আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছে সেই জ্ঞান দিয়ে আমাদেরকে কোনটি হক সেটি বুঝতে হবে
Akdom tik bolachen..
এই গুলাকে গ্রেফতার করা হোক
সাদ পনতি সকলে আইনের আওতায় আনতে হবে
আহো বাতিজা
ঢংয়ের ঢংয়ের ১০ দাবি শুনলাম সাদপন্থীদের😂 নাটকবাজের দল❗
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
ভাই আপনারা ইন্ডিয়া চলে যান। আপনারা ভারত চলে যান।
আপনারা যারা লোক মারলেন,এর বিচার চাইলেন না কেন?
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
এটা কেউ গ্রেফতার করতে হবে
যোক্তিক দাবি,,, 👍
মামুনুল হক জিন্দাবাদ
মুফতির সনদ দেখান😂
এ দেখি নতুন ফেরেশতারা নামছে
🎉
সাদ পন্থিদের না করা হোক।
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
চুরি তো চুরি, তার উপর সিনাজুরি
আস,,,, আস,,,,,
এটা আবার কে এ তো দেখছি মোয়াজ বিন নূরের খালাতো ভাই এরেস্ট করা হোক
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
বাটপার বাটপারের কথাগুলো শুনে রাখুন
জালা বরো জালা
হে আমার প্রিও জাহিল তোমার জন্য উপহার
আলেমে দ্বীনের মর্যাদা :
(১) আলেম ও জাহেলের মধ্যে পার্থক্য : ইলম আল্লাহ প্রদত্ত এক অফুরন্ত নে‘মত। যা জ্ঞানী ও মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। আল্লাহ তা‘আলা বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لَا يَعْلَمُونَ ‘বলুন! যারা জানে এবং যারা জানে না তার কি সমান?’ (যুমার ৩৯/৯)। তিনি অন্যত্র বলেন, قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ ‘বলুন! অন্ধ ও চক্ষুষ্মান কি সমান হ’তে পারে? আলো ও অন্ধকার কি এক হ’তে পারে?’ (রা‘দ ১৩/১৬)।
(২) আলেমগণ নবীদের উত্তরাধিকারী : নবী-রাসূলগণ মানব সমাজের সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী সর্বোত্তম মানুষ। তাই আলেমদের সবচেয়ে বড় মর্যাদা হ’ল, রাসূল (ছাঃ) তাঁদেরকে নবীগণের উত্তরাধিকারী হিসাবে আখ্যায়িত করেছেন। যেমন রাসূল (ছাঃ) বলেন, إِنَّ الْعُلَمَاءَ وَرَثَةُ الْأَنْبِيَاءِ، وَإِنَّ الْأَنْبِيَاءَ لَمْ يُوَرِّثُوْا دِيْنَارًا، وَلَا دِرْهَمًا إِنَّمَا وَرَّثُوا الْعِلْمَ، فَمَنْ أَخَذَهُ أَخَذَ بِحَظٍّ وَافِرٍ، ‘আলেমগণ নবীগণের উত্তরাধিকারী। নবীগণ দীনার বা দিরহামকে উত্তরাধিকার হিসাবে রেখে যান না। বরং তারা রেখে গেছেন কেবল ইলম। সুতরাং যে ব্যক্তি তা গ্রহণ করেছে, সে পূর্ণ অংশ গ্রহণ করেছে’।[3]
(৩) আলেমগণ দুনিয়া ও আখেরাতে সর্বোচ্চ মর্যাদা ও প্রভূত কল্যাণের অধিকারী : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّيْنِ ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন’।[4] অতএব মহান আল্লাহ যার কল্যাণ চান, যাকে সর্বোচ্চ মর্যাদায় ভূষিত করতে চান, তাঁকেই কেবল তিনি আলেম হওয়ার সৌভাগ্য দান করেন।
আল্লাহ বলেন,يَرْفَعِ اللهُ الَّذِيْنَ آمَنُوْا مِنْكُمْ وَالَّذِيْنَ أُوْتُوا الْعِلْمَ دَرَجَاتٍ ‘তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, আল্লাহ তাদেরকে উচ্চ মর্যাদা দান করবেন’ (মুজাদালাহ ৫৮/১১)।
তিনি আরো বলেন, يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ ‘আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ প্রজ্ঞা দান করেন। আর যাকে উক্ত প্রজ্ঞা দান করা হয়, তাকে প্রভূত কল্যাণ দান করা হয়। বস্ত্ততঃ জ্ঞানবান ব্যক্তিগণ ব্যতীত কেউই উপদেশ গ্রহণ করে না’ (বাক্বারাহ ২/২৬৯)।
বৈষম্যহীন দেশেই বেশি বৈষম্যের শিকার হচ্ছে
ইন্ডিয়া থেকে বলছি আমরা সাদকে মানিনা সাত কেলিয়ে যেমন আন্দোলন করছে এরা রাসুলকে নিয়ে এমন আন্দোলন করে নাই
এতো পদের লোভ কেন?
রাইট ঠিক আছে
তাবলীগ আর করার দরকার নেই
মুয়াজ বিন নুর হুজুর একজন ভালো মানুষ ওনার ওপরে মিথ্যা মামলা দেওয়া হয়েছে
দালালের বাচ্চা দালাল!
পাগলের শখ মনে মনে
এইটা তাবলিগের পরাজয়
শয়তানের আবার ইস্তমা।
আপনিও রেডি হয়ে যান
এই ঘোষণাকারী কি এখনই গ্রেফতার করা হোক
খুনিরা মাত্র তিন চার জন লোক নিয়ে সম্মেলন করতে আসছে। ওদের নেত্রী হাসিনারও শরম নাই ওদেরও লজ্জা নেই ।
Vi akhon thamo parla toba kora Allah jonno toblig koro
Tik. Tik. Tik
বিশ্ব আমিরাত বিশ্ব পাজি
Sadsaheb bisser amir,bisso manle bangladeser alemder somossa koi,bangldeser alemra batper
Dim parte hobe. Thapraiya dath falaiya dite hobe.
আবার মারামারি শুরু করতেন
সাদ বয়কট
তারিখ ভুল
তাবলিগ করে কি শিখলো সব
তোদের কোন দাবি মানা হবে না
Raight
Sad
সন্ত্রাসী জংগী সংগঠন সাদ পন্থী ওয়াসিফ গংদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি আকুল আবেদন রহিল। জাযাকাল্লাহ খাইরান।ওয়াস্সালাম।
Right