অসাধারণ গল্পের সঙ্গে অসাধারণ অভিনয় মন ভরে গেলো।আমার মতে বাংলা অডিও স্টোরি এর জগতে রেডিও মিলন নক্ষত্র রূপে বিরাজ করছে।আপনারা এভাবেই এগিয়ে যান আমরা আপনাদের সঙ্গে রয়েছি।❤❤🎉🎉
খুব ভাল লাগল... অসাধারণ গল্প ।ঐতিহাসিক প্রেক্ষাপটে অনবদ্য উপস্থাপন করেছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ এমন অসাধারণ গল্প উপহার দেয়ার জন্য। এই ভাবেই এগিয়ে চলুক আপনাদের অডিও চ্যানেলটি
দীপক, আপনাকে কুর্নিশ অসাধারণ অভিনয়ের জন্য। বাকিরাও চমৎকার। গল্পপাঠে সায়ন বরাবরের মতোই অতুলনীয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞান গাঙ্গুলির রচনা, ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা এই থ্রিলার আগাগোড়া শ্রুতিকে আকর্ষিত করে রাখে। টিম রেডিও মিলনের এই প্রযোজনা প্রত্যাশা বাড়িয়ে দেয়।
Khub bhalo golpo❤❤ Ekhon eto marjito o mishto bhashi manusher obhab onuvab korlam.... Age Kar shomoy er manushera Sudhu gyani e noy ottonto shishtachari Chilen.. Bhablam ekhon jodi shokole eke onno k eto ta somman korto o marjito bhashay kotha bolto tahole bodhoy prithibir 40% somoshhyar somadhan hoto, o bhul bojha bujhi o thakto na Echara toh chanakya er budhhi r proshongsha kortei hoy.... Amdr bharat er bohu gyani o guni manushder ekjon.... Echarao diplomacy r khetre to tini ottonto protisthito o chilen❤❤
রেডিও মিলনের প্রায় প্রতিটি এপিসোড খুবই উৎকর্ষতায় মোড়া।। এটিও তেমনি একটি অনবদ্য এপিসোড।। আরও একবার শোনার ইচ্ছে রইল।। 🎉 আপাতত পছন্দের এপিসোডটি প্রবাসী বাঙালিদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো।। 🎉 এখনকার মত ভালোবাসার আবর্তে প্রভাতী শুভেচ্ছা রইল ।।
Subscribe onek din age e korechilam but koi din dhore apnader "Kantay Kantay" series ta sunchi.... Aaj a e golpo ti sunchi.... Vishon valo lagche.... Onek leading audio story channel er theke o apnader kaj amr khub valo lagche.... Onek subhokamona.... Best of luck.... R o onek valo kaj anader theke Pete chai.... Ha ter age apnader channel a thaka onno golpo gulo o sunte hobe Amy.... 😊😊😊
কি যে অসাধারণ গল্প টি বলে বোঝানো অসম্ভব ,আমি কাঁটায় কাটায় সিরিজ পাগল বলতে পারেন ,এই গল্পটা শুনে মনটা যেনো একদম তৃপ্ত হয়ে গেলো ,অসাধারণ বুদ্ধিমত্তা আর টান টান রুদ্ধশ্বাস গল্প ।অনেক ধন্যবাদ রেডিও মিলন এর প্রত্যেক কে 🙏🙏🙏
Osadharon oitihasik golpo ebong tar jothajotho uposthapona..... sob miliye onobodhyo. Team Radio Milon ke onek donnobad proti soptahe eto sundor sob golpo poribeshon korbar jonno. Ishwar apnader mongol korun. Sarthok hok apnader porishrom...... Sokole bhalo thakun ..... anonde thakun......!! 🙏🙏🙏🙏🙏🙏
গল্পটা খ্রীষ্টপূর্ব ৩০০ সালের। আর কাগজ আবিষ্কার হয় তার অনেক পরে, মোটামুটি ৮০০ খ্রীষ্টাব্দে। সেই যুগে বাংলা ভাষা তখনো আসেনি । কাজেই কাগজে বাংলায় সুইসাইড নোট ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন। আরেকটি বিষয় হলো মেহেন্দি করা। মগধে মেহেন্দি ব্যবহার হতো বলে জানা যায়না। যদিবা হয় তাও কোনো বিশেষ অনুষ্ঠানে। এইসব anachronism ছাড়া গল্পটি মন্দ না।
Kagoj abishkar na holeo, palm leaves e lekhar culture onek age thekei chilo, jar opore Arthasashtra o lekha hoechilo, sutorang lekha porar culture chilo, ebong ei tothyo ti thik ache.. Dwitiyoto Mehendir udahoron Egyptian civilization er time theke dekha jaye, ebong bharoteo ulki o oi jatiyo sorirer opor nokshar procholon chilo.. tai setao Mauryan time e thaktei pare.. ontoto golper khatire thaktei pare
বাহ খুব ভালো লাগলো গল্পটা। ইংরেজিতে এরকম ঐতিহাসিক রহস্য উপন্যাস কিছু আছে, বাংলায় এই প্রথম শুনলাম। আর আপনাদের উপস্থাপনার তো তুলনা নেই, এ কথা সর্বজনবিদিত।
পড়ে যতটা মুগ্ধ হয়েছিলাম। শুনে তার অধিক মুগ্ধ হলাম। চানক্য নিয়ে সিন্ধুতীরে চন্দ্রোদয় আগেই শুনেছিলাম এখানে। অসাধারণ লেগেছিলো। আজ সেই চানক্যের আরেক কল্পকাহিনি সত্যিই অনেক বড় প্রাপ্তি।
রেডিও মিলনের কাছে আমার একটি নিবেদন কিংবা অনুরোধ আছে আপনারা আপনাদের সোনার তা আমরা মন খুলে শুনি এবং খুব ভালো লাগে আমার পছন্দের একটি গল্প আছে মীনাক্ষী বন্দোপাধ্যায় এর লেখা দুঃসাহসী বিলু এই গল্পটি যদি আপনারা রেডিও মিলনের অডিও রূপান্তর করে শোনান তাহলে আমি খুব বাধিত থাকিবো রেডিও মিলনের কাছে আপনাদের কন্ঠে এই গল্পটি শোনার আশা রইল✌😇 এইভাবে কাজ করুন আমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য❤✌
Darun laglo ei golpota. Erokom historical fiction tar sthe suspense amar emnitei vishun valo lage. A great effort and excellent storytelling! Radio Milan team ko anek dhonyobad erokom ata golper uposthaponar jonne🎉🎉❤
Wonderful mystery , wonderfully done. The quality of the story is as good as any Byomkesh novel. Well chosen....and well performed. Keep it up Radio Milan.
Sob e thik achhe, sudhu galpo tir Sthan Kaal Patro nirbachoner khetre bhruu kunchon swabhabik. Radio Milon amar khub e priyo aar apnader golpo nirbachon generally well researched hoi tobe ei Oitihashik goyenda kahini oimatrae commercial. Apnader uposthapona sob somoe khub bhalo hoi. Dhonnyobad janai aar Tai comment ta korlam.
Brilliant plot but ekta weakness ache....je babar dead body dekhe, bhoi na peye eto nikhut " perfect murder " plot korte pare, se nijer husband er cheating dhorte parlo na????
বাহ বেশ ভালো লাগলো👍 তৎকালীন ভারতের অতি সাধারণ জীবনযাপনের মধ্যে অপরাধের ধারা ও তার রহস্য মোচন বেশ ভালো লাগলো👌। অপরাধ এবং সেটা করার অপরাধের মনোবৃত্তি সব যুগের সমান। এই সিরিজের বাদবাকি গল্পগুলো শুনতে চাই।
Hats off , to your research team , & content creators…Presentation is the outstanding which is as usual the USP of team Radio Milan✨. With each & every presentation you are raising your bar higher & higher. Wishing the team all the best, stay grounded & spread yourself wide 💐
Bhabnar abhinobotwo amay mugdho koreche. Chanakya goenda hisebe bhabna lekhoker darun mostishker udahoron. Aar tar songe Radio Milan er saboleel chondo o abhinoy ekkathay apurbo.
অসাধারণ গল্পের সঙ্গে অসাধারণ অভিনয় মন ভরে গেলো।আমার মতে বাংলা অডিও স্টোরি এর জগতে রেডিও মিলন নক্ষত্র রূপে বিরাজ করছে।আপনারা এভাবেই এগিয়ে যান আমরা আপনাদের সঙ্গে রয়েছি।❤❤🎉🎉
200% right
একটু বাড়াবাড়ি
অসাধারণ বলেও কম হবে, ঐতিহাসিক কাহিনী কে এই ভাবে জীবন্ত করে তুলতে পারেন লেখক আর সেই জীবন্ত কে চলমান হয়ে ওঠে আপনাদের গল্প বলার ধরন আর কন্ঠ শৈলী।
Osadharon plot, opurbo uposthapona, protyeker kaaj charitranug hoyeche, sudhu mehendi r byapaarta chara sob thik ache
অপূর্ব পরিবেশনা। ❤❤❤
হত্যাশাস্ত্র সিরিজ নিয়ে আরও অডিও স্টোরি করা হোক, এই অনুরোধ করি।
খুব ভাল লাগল... অসাধারণ গল্প ।ঐতিহাসিক প্রেক্ষাপটে অনবদ্য উপস্থাপন করেছেন আপনারা। অনেক অনেক ধন্যবাদ এমন অসাধারণ গল্প উপহার দেয়ার জন্য। এই ভাবেই এগিয়ে চলুক আপনাদের অডিও চ্যানেলটি
ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রহস্যময় হত্যা। অসাধারণ লিখেছেন। গল্প চয়ন এবং উপস্থাপনা খুব ভালো লাগলো। অনেক অনেক শুভেচ্ছা।❤❤😊
Radio Milan team er golpo manei "asadharon ❤👌 asadharon ❤👌 asadharon ❤👌"
অবশ্যই একটি পছন্দের বিষয়বস্তু। ইতিহাসের আবর্তে একটি গল্প গাঁথা।। অবশ্যই শুনব।। এখন শুধু শোনার অপেক্ষা।।
রচনা ও উপস্হাপনা অসাধারণ । বারবার শুনতে ইচ্ছা হয় , । ধন্যবাদ সবাইকে
ন
ঐতিহাসিক গল্প আমার বরাবরের পছন্দ।আর radio milan এর উপস্থাপনা নিয়ে কোনো সংশয় নেই❤
Just perfect! Story crafting kake bole seta Abhigyan er theke sikhte hoy!!! Excellent!!
Osadharon bravo atuloniyo hat's off you khubkhub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub khub bhalo hoyeche golpota, onek dinpor soon lam
দীপক, আপনাকে কুর্নিশ অসাধারণ অভিনয়ের জন্য। বাকিরাও চমৎকার। গল্পপাঠে সায়ন বরাবরের মতোই অতুলনীয়। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞান গাঙ্গুলির রচনা, ঐতিহাসিক প্রেক্ষাপটে লেখা এই থ্রিলার আগাগোড়া শ্রুতিকে আকর্ষিত করে রাখে। টিম রেডিও মিলনের এই প্রযোজনা প্রত্যাশা বাড়িয়ে দেয়।
🙏
গল্পটা শারদীয়া অন্তরীপে পড়েছি। বেশ ভালো একটা গল্প এবার শুনবো...
Apni ki karen babu
Khub bhalo golpo❤❤
Ekhon eto marjito o mishto bhashi manusher obhab onuvab korlam.... Age Kar shomoy er manushera Sudhu gyani e noy ottonto shishtachari Chilen.. Bhablam ekhon jodi shokole eke onno k eto ta somman korto o marjito bhashay kotha bolto tahole bodhoy prithibir 40% somoshhyar somadhan hoto, o bhul bojha bujhi o thakto na
Echara toh chanakya er budhhi r proshongsha kortei hoy.... Amdr bharat er bohu gyani o guni manushder ekjon.... Echarao diplomacy r khetre to tini ottonto protisthito o chilen❤❤
রেডিও মিলনের প্রায় প্রতিটি এপিসোড খুবই উৎকর্ষতায় মোড়া।। এটিও তেমনি একটি অনবদ্য এপিসোড।। আরও একবার শোনার ইচ্ছে রইল।। 🎉 আপাতত পছন্দের এপিসোডটি প্রবাসী বাঙালিদের মধ্যে ছড়িয়ে দেওয়া হলো।। 🎉 এখনকার মত ভালোবাসার আবর্তে প্রভাতী শুভেচ্ছা রইল ।।
যতবার শুনি সমান উত্তেজনা অনুভব করি।👌👌
এই প্রথম কাটায় কাটায় সিরিজের থেকেও বেশি চমকপ্রদ এবং রোমাঞ্চকর হয়েছি অন্য কোন গল্পে, এত সুন্দর ভাবে উপস্থানার জন্য আপনাদের অভিনন্দন❤
Romanchokor hye6i noi bolun romanchito hyechi
চাণক্যের ভূমিকায় দীপক বাবু অনবদ্য, বেশ ভালো লাগলো গল্পটা। লেখক ও পরিবেশকদের ধন্যবাদ।
পুরো দলকেই অসংখ্য অভিনন্দন,এভাবেই এগিয়ে চলুন
অসাধারন, এই ধরনের গল্প আরো শুনতে চাই। আপনাদের উপস্থাপনা খুব ভালো লাগে।
গল্পটা খুব ভালো লাগলো ❤️ অসাধারণ উপস্থাপনা 🥰 ধন্যবাদ Radio Milan ❤️
Radio Milan won my heart❤. I have been waiting for this series for so long.. Thank you sayan da.
জীবসিদ্ধির চরিত্রায়ণে উৎপলের কন্ঠস্বর কি অপূর্ব গম্ভীর এবং মায়াময়!🙏 সঠিক নির্বাচন!👏 ওনাকে আশা করি আবারো শুনতে পাবো।
Oshadharan story & golpo path 🎉🎉🎉
Oshadharon hoyeche. Darun laglo.. Radio Milan is always unique in their story selection
দারুন দারুন রহস্য সঙ্গে ইতিহাস কি অপূর্ব কম্বিনেশন, জবাব নেই।
অনবদ্য উপস্থাপনা। চাণক্য অসাধারণ
অসাধারণ গল্প চমৎকার উপস্থাপনা , চাণক্য মহাশয়ের এমন গল্প আরও চাই❤❤❤❤❤❤
Apurbo, aro onek erokom historical thriller sunte chai.
Oshadharon shundor ❤
Mon voragalo..
Er porer golp ter jonno opakkhai roilam🎉🎉🎉
অনবদ্য আপনাদের গল্প নির্বাচন। অন্যরকম এক ক্রাইম থ্রিলার উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
Fantastic production. A devious plan which taxed the very wits of the great Chanakya.
Subscribe onek din age e korechilam but koi din dhore apnader "Kantay Kantay" series ta sunchi.... Aaj a e golpo ti sunchi.... Vishon valo lagche.... Onek leading audio story channel er theke o apnader kaj amr khub valo lagche.... Onek subhokamona.... Best of luck.... R o onek valo kaj anader theke Pete chai.... Ha ter age apnader channel a thaka onno golpo gulo o sunte hobe Amy.... 😊😊😊
পূর্বের ন্যায় এবারও এক অসাধারণ উপস্থাপনা। পাঠ পরিক্রমায় সায়ন অনবদ্য। চাণক্য এর কিছু কিছু কথা ইকো হচ্ছে বলে মনে হলো।
❤❤❤❤ খুব ই ভালো লেগেছে ❤❤❤
চান্যকো র চরিএ যিনি করেছেন , অসাধারন করেছেন
কি যে অসাধারণ গল্প টি বলে বোঝানো অসম্ভব ,আমি কাঁটায় কাটায় সিরিজ পাগল বলতে পারেন ,এই গল্পটা শুনে মনটা যেনো একদম তৃপ্ত হয়ে গেলো ,অসাধারণ বুদ্ধিমত্তা আর টান টান রুদ্ধশ্বাস গল্প ।অনেক ধন্যবাদ রেডিও মিলন এর প্রত্যেক কে 🙏🙏🙏
Osadharon oitihasik golpo ebong tar jothajotho uposthapona..... sob miliye onobodhyo. Team Radio Milon ke onek donnobad proti soptahe eto sundor sob golpo poribeshon korbar jonno. Ishwar apnader mongol korun. Sarthok hok apnader porishrom...... Sokole bhalo thakun ..... anonde thakun......!! 🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ গল্প আমি অনেক দেরি করে ফেললাম
প্রত্যেক চরিত্র অসাধারণ অনেক অনেক ধন্যবাদ ❤❤❤
এত ভালো উপস্থাপনা... কোন চরিত্রে কে অভিনয় করেছেন জানিয়ে দিলে খুব ভালো হয়...জীব সিদ্ধির চরিত্রাভিনেতা অসাধারণ...
Description section dekhun . Sob lekha royeche ...
❤❤ আপনাদের বিশেষ কৃতজ্ঞতা জানাই, ঐতিহাসিক গল্পঃ দেওয়ার জন্য। ঈশ্বর আপনাদের সার্বিক মঙ্গল করুন।❤❤
গল্পটা খ্রীষ্টপূর্ব ৩০০ সালের। আর কাগজ আবিষ্কার হয় তার অনেক পরে, মোটামুটি ৮০০ খ্রীষ্টাব্দে। সেই যুগে বাংলা ভাষা তখনো আসেনি । কাজেই কাগজে বাংলায় সুইসাইড নোট ব্যাপারটা মেনে নেওয়া খুব কঠিন। আরেকটি বিষয় হলো মেহেন্দি করা। মগধে মেহেন্দি ব্যবহার হতো বলে জানা যায়না। যদিবা হয় তাও কোনো বিশেষ অনুষ্ঠানে। এইসব anachronism ছাড়া গল্পটি মন্দ না।
Vai is jobless LOL. Give him a job
হুঁ একটু বেশি জানে, একটু শিক্ষিত, কাজেই বেকার ই বলা হবে, সেটাই স্বাভাবিক।😂
@@ayonsen1 ha ha..ekdom thik👍
Kagoj abishkar na holeo, palm leaves e lekhar culture onek age thekei chilo, jar opore Arthasashtra o lekha hoechilo, sutorang lekha porar culture chilo, ebong ei tothyo ti thik ache..
Dwitiyoto Mehendir udahoron Egyptian civilization er time theke dekha jaye, ebong bharoteo ulki o oi jatiyo sorirer opor nokshar procholon chilo.. tai setao Mauryan time e thaktei pare.. ontoto golper khatire thaktei pare
@@sharmisthaghosh7670 😆😂
আগে থেকেই বলে দিলাম আপনাদের গল্প নির্বাচন এর কোনো জবাব নেই ❤️
অসাধারণ অসাধারণ। এই সিরিজ এর সব কটি গল্প শুনতে চাই।
বরাবরের মতই অসাধারণ আমার মনে হয় গল্পচয়নে আপনারা বাকি সবাইকে টেক্কা দেন, hat's off
বাহ খুব ভালো লাগলো গল্পটা। ইংরেজিতে এরকম ঐতিহাসিক রহস্য উপন্যাস কিছু আছে, বাংলায় এই প্রথম শুনলাম। আর আপনাদের উপস্থাপনার তো তুলনা নেই, এ কথা সর্বজনবিদিত।
পড়ে যতটা মুগ্ধ হয়েছিলাম। শুনে তার অধিক মুগ্ধ হলাম। চানক্য নিয়ে সিন্ধুতীরে চন্দ্রোদয় আগেই শুনেছিলাম এখানে। অসাধারণ লেগেছিলো। আজ সেই চানক্যের আরেক কল্পকাহিনি সত্যিই অনেক বড় প্রাপ্তি।
রেডিও মিলনের কাছে আমার একটি নিবেদন কিংবা অনুরোধ আছে আপনারা আপনাদের সোনার তা আমরা মন খুলে শুনি এবং খুব ভালো লাগে আমার পছন্দের একটি গল্প আছে মীনাক্ষী বন্দোপাধ্যায় এর লেখা দুঃসাহসী বিলু এই গল্পটি যদি আপনারা রেডিও মিলনের অডিও রূপান্তর করে শোনান তাহলে আমি খুব বাধিত থাকিবো রেডিও মিলনের কাছে আপনাদের কন্ঠে এই গল্পটি শোনার আশা রইল✌😇
এইভাবে কাজ করুন আমাদের অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য❤✌
awesome, thanks for such presentation nad nice story
চাণক্য বলতেই একজনের মুখই মনে পড়ে যাকে dd national এ দেখেছিলাম। গোটা গল্পটায় ওনাকেই চোখের সামনে দেখলাম। 💓🙏
খুব ভালো গল্প। উপস্থাপনাও খুব সুন্দর।
সে যুগে পত্রলেখা ছিল মেহেন্দীর সমগোত্রীয় এবং সবচেয়ে বড় কথা তখন মেহেন্দী শব্দটি থাকতেই পারে না
এটা আমারো কানে বেজেছে। ঠিক বলেছেন।
Oto na c**dye golpo ta enjoy korun
@@sanmoysadhukhan1017
Eta fact
@@sanmoysadhukhan1017 Loop Holes থাকলে ভালো লাগে না
শ্রোতা রা অনেকেই অশিক্ষিত, কাজেই বেশি না ভাবলেও চলে, ওপরে এক মক্কেল অশ্লিল ভাষায় মন্তব্য ও করেছে।😂
Osombhyob bhalo laglo. Onek onek dhonnobad gota team ke.
Khoob khoob khoob darun golpo 😊
Khub khub valo laglo Best wishes to your team
ঐতিহাসিক প্রেক্ষাপটে এমন মনোমুগ্ধকর কাহিনী টানটান উত্তেজনা বজায় রেখেছে! দুর্দান্ত উপস্থাপনা! রেডিও মিলন এগিয়ে চলো! 😂😂❤❤
Darun laglo ei golpota. Erokom historical fiction tar sthe suspense amar emnitei vishun valo lage. A great effort and excellent storytelling! Radio Milan team ko anek dhonyobad erokom ata golper uposthaponar jonne🎉🎉❤
Osadharan, golpo path o khub sundor.
Apurbo golper, anoboddo avinoy. Songjoto golpokothon, baki sobkichur songe chondobodhho samonjosyo--- avutopurbo
Mailbondhon. Aar kono bisheson janina. Thanks and thanks R.M.
Wonderful mystery , wonderfully done. The quality of the story is as good as any Byomkesh novel. Well chosen....and well performed. Keep it up Radio Milan.
অসাধারণ একটি গল্প। অসাধারণ উপস্থাপন। অসাধারণ।
WOW! Finally historical thriller ❤❤
Sob e thik achhe, sudhu galpo tir Sthan Kaal Patro nirbachoner khetre bhruu kunchon swabhabik. Radio Milon amar khub e priyo aar apnader golpo nirbachon generally well researched hoi tobe ei Oitihashik goyenda kahini oimatrae commercial. Apnader uposthapona sob somoe khub bhalo hoi. Dhonnyobad janai aar Tai comment ta korlam.
অসাধারন একটি ঐতিহাসিক গল্পও উপস্থাপন
CHANAKY in new avatar 😍. GOENDA.
Love you radio Milan team
ঐতিহাসিক পটভূমিকায় এত সুন্দর গোয়েন্দা গল্পঃ এর জন্য রেডিও মিলন কে কুর্নিশ জানাই।
অসাধারণ উপস্থাপনা দুর্দান্ত বিষয় বস্তু
অসাধারণ শব্দটাও কম ❤️
ভালোবাসা রইলো ❤️❤️ অসাধারণ উপস্থাপনা
কাটায় কাটায় সিরিজের মত আরও একটা অসাধারন গল্পের সিরিজ পাবো আশা রাখি।
Nirmala er voiceover ta khoob mishti. ❤️🥰
EXCELLENT
EXCELLENT
EXCELLENT
আনুভূমিক কুর্নিশ,চতুর্ভৌজিক নমস্কার,🙏
এবার দেবারতি মুখোপাধ্যায়,সায়ন্তনী পুত টুন্দ,কৌশিক মজুমদারের সূর্যতামসি সিরিজ হয়ে যাক🎉
Brilliant plot but ekta weakness ache....je babar dead body dekhe, bhoi na peye eto nikhut " perfect murder " plot korte pare, se nijer husband er cheating dhorte parlo na????
Bar at law p.k. Basu will be history compare to this.
I will be your member forever plz another story plz
বাহ বেশ ভালো লাগলো👍 তৎকালীন ভারতের অতি সাধারণ জীবনযাপনের মধ্যে অপরাধের ধারা ও তার রহস্য মোচন বেশ ভালো লাগলো👌।
অপরাধ এবং সেটা করার অপরাধের মনোবৃত্তি সব যুগের সমান।
এই সিরিজের বাদবাকি গল্পগুলো শুনতে চাই।
Golpo ta besh valo laglo❤️❤️but eto valo golper views eto kom seta khub e unexpected😢😢
খুব ভালো লাগলো। একদম অন্যরকম
Yess use the # by using that we can at least have any knowledge of the story❤❤❤❤
Ashaadharon. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Osadharon BGM..eta na bole parlam na..baki prosongsha glo purono hye geche..!😅
Khub sundor ❤❤
Ohhhh darun byaper to❤❤❤❤
Apurbo
Thank you
Ek kothaye osadharon thanks
Outstanding !!!!!!! 👌👌👏👏👏 Twist ta just fabulous chilo
Hats off , to your research team , & content creators…Presentation is the outstanding which is as usual the USP of team Radio Milan✨. With each & every presentation you are raising your bar higher & higher. Wishing the team all the best, stay grounded & spread yourself wide 💐
Aro chai❤❤❤
Apurbo galpo ❤
গল্পটি খুব সুন্দর উপস্থাপন হয়েছে। কিন্তু একটা কথা, কথোপকথনের সময় সাধু শব্দ আর চালিত শব্দ মিশে গেছে, শুনতে কানে লাগছিল। এদিকে একটু নজর দেবেন।
খুব ভালো লাগলো 👍 অনেক ধন্যবাদ ❤️❤️❤️
খুব সুন্দর হয়েছে খুব খুব ভালো লাগলো
Durdanto 👌👌👌
অসাধারণ আমার খুব ভালো লাগলো ধন্যবাদ 🙏
আজকে আমার সাধনা সফল হলো ❤ "আচার্য চানক্য" আমার inspiration,thank you radio milan 🙏
আচার্য
Inspiration
Radio
এক কথায় অসাধারণ ❤️
খুব সুন্দর লাগলো গল্পঃ টা ঐতিহাসিক ও আধুনিকের এক অদ্ভুত সংমিশ্রণ ❤
Very nice presentation
Bhabnar abhinobotwo amay mugdho koreche. Chanakya goenda hisebe bhabna lekhoker darun mostishker udahoron. Aar tar songe Radio Milan er saboleel chondo o abhinoy ekkathay apurbo.
যদি ঐতিহাসিক হয়, তাহলে প্রশ্ন জাগে সে যুগে হাতে মেহেন্দী হতো কি? যতদূর জানি মেহেন্দীর উল্কি করা যাবনিক আমদানী।
Thik.
Ulki jinista tribal culture te bohu sohosro bochor dhore royeche.