বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ‘অপ্রয়োজনীয়’ বলপ্রয়োগ করার ‘জোরালো ইঙ্গিত’ রয়েছে, বলছে জাতিসংঘ

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 сен 2024
  • ১৬ আগস্ট, শুক্রবার জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, অস্থিরতার সময় বাংলাদেশের নিরাপত্তা বাহিনী 'অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যপূর্ণ' বলপ্রয়োগ করেছে যার পরিণতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ।
    জাতিসংঘের মানবাধিকার দফতরের মুখপাত্র রভিনা শামদাসানির বক্তব্য অনুযায়ী, "জোরালো ইঙ্গিত রয়েছে যা আরও স্বাধীন তদন্তের দাবি করে যে, নিরাপত্তা বাহিনী পরিস্থিতির প্রতিক্রিয়ায় অপ্রয়োজনীয় এবং অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগ করেছে।"
    জুলাই মাসের এক তারিখে সরকারী চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবীতে শুরু হওয়া ছাত্র আন্দোলন দু’সপ্তাহের মধ্যে ব্যাপক গণবিক্ষোভে পরিণত হয়। পুলিশ এবং আওয়ামী লীগ সমর্থদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে প্রায় ৪০০ জন নিহত হয়ে বলে স্থানীয় গণমাধ্যম জানায়।
    শেখ হাসিনা ৫ আগস্ট ছাত্রদের নেতৃত্বে এক গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান। সেদিন বিকালে সংবাদ সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাঁরা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত ড. মুহাম্মাদ ইউনূসের নেতৃত্বে ৯ আগস্ট বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে।
    পাঁচই আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সারা দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাসভবনে হামলা এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর সহ শত শত ভবনে অগ্নিসংযোগ করা হয়। হাসিনার পতনের পরের দু’দিনে দেশে প্রায় ২৫০ নিহত হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।
    (এএফপি/ভিওএ)
    #bdquotavoa
    ---------
    ভয়েস অফ আমেরিকা-বাংলা ১৯৫৮ সাল থেকে সংবাদ পরিবেশন করে আসছে।
    VOA BANGLA সাবস্ক্রাইব করুন: www.youtube.co...
    আরও ভিডিও: / voabangla
    ---------
    VOA BANGLA
    ওয়েবসাইট: www.voabangla....
    ফেসবুক: / voabangla
    টুইটার: / voabangla
    ইনস্টাগ্রাম: / voabangla
    হোয়াটসঅ্যাপ: www.whatsapp.c...

Комментарии •