আমার খুব আনন্দ লাগতাছে কিন্তু মহিলাটারে এরকম তার বাড়ির খারাপ মানুষ মায়ের অসুস্থতা দেখে আমি যে মায়েরে এই তারে আইনা তো ব্যবস্থা নিতে আসলাম আর আপনারে আল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামালাইকুম
আলহামদুলিল্লাহ চেয়ারম্যান ভাইয়ের এই মহৎ মানবিক আচার আচরণ দেখে কি দিয়ে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই দোয়া করি এমন চেয়ারম্যান এমন সেবক আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে দান করেন আমিন
আমি ইন্ডইয়আ থেকে এই প্রতিবেদন দেখলাম। খুব ভালো লাগলো চ্যায়ার ম্যানের এই পদোক্ষেপ্। আমার কোনো সন্তান নেই।আর না থাকার জন্য দুঃখ হত্যা। কিন্তু এখন আর দুঃখ হয় না এই জন্য এই সব মায়েদের কষ্ট দেখে।
@@SharminAktarbd তার মানে আপনার কাছ থেকে শিক্ষা নিতে ব্যর্থ হবে আগামী প্রজন্ম। এই যদি হতো তাহলে আপনি আজ পৃথিবীতে থাকতেন না, সব এমনভাবে চলতে পারে না। আপনার সিদ্ধান্তকে খারাপ বলবো না ভালোও বলা যাবে না, এটা বাংলাদেশ, সমাজ নিয়ে সামাজিকভাবে বসবাস করতে হয়। সন্তানকে প্রপার শিক্ষা দিলে আর নিজের বুদ্ধি দিয়ে নিজ সম্পদ পরিচালিত করলে সন্তানরা পায়ের কাছে পড়ে থাকবে, মানুষ চরম অকৃতজ্ঞ এটা কুরআনে বলাই আছে, তাই অর্থ হাতছাড়া করা মানে নিজের সন্তানকেও হারিয়ে ফেলা যদি মানুষ করতে না পারেন, আর যারা বিয়ে না করে গোপনে অবৈধ সম্পর্ক করে টাকা উপার্জন করে তাদের জন্য কষ্টটা বেশি হয়, এত লিঙ্গানন্দ উপহার দিয়ে তারা যা পায় তা তাদের জন্য যতটা আনন্দের, ততটাই বেদনার, ওখানে অর্থ আছে নেই কোনো সম্মান, সম্মান দিয়ে কি হবে অর্থটাই যেখানে সবকিছু। তাই নাকি, তাহলে রিল্যাক্স করাই যায়, যেখানে উলঙ্গ হয়ে একান্তে কিছু সময় কাটানোই জীবনের একটা অংশের মানে হতে পারে, অর্থ আসবেই, লাইফ ইজ বিউটিফুল তবে আপনার সেখানে অচেনা পিয়ারের লিঙ্গে হাত দিয়ে আদর করতে হবে ব্লোজব করতে হবে অর্থ আসতেই থাকবে। সেক্স না করেন রাগমোচন করে দিলেই হবে। এক রাতে হাজার হাজার কামাইতে পারবেন, খারাপ কাজতো নয়, জীবনের ছুটে চলা পথে অনেকে বাধ্য হয়ে এসব করে। যারা খারাপ কাজ বলে তারা কি করেছে তাদের সুন্দর জীবনের জন্য। কিছুই করেনি।
আমি চাঁদপুর জেলা থেকে বলছি, মাসুদ চেয়ারম্যান ভাইকে আমার সালাম ।তার কথা গুলো শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে । আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন, আমিন। মাসুদ ভাই এক মাকে শান্তি র ব্যবস্থা করেছেন, হাজারো মা আপনার জন্য দোয়া করতেছেন ।
চেয়ার মেন সাহেব কে হাজার হাজার সে লুট জানাই আল্লাহ আপনার সহ পরিবারকে ভালো রাখেন আল্লাহ, সারা বাংলাদেশের গড়ে তল্লাশি করে দেখুন ভাই কোনো মা,,,,বাবা এমোন জেনো কষ্ট না পায়
চেয়ারম্যান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য। এই সম্পত্তিতে মায়ের অধিকার যেটুকু আছে। সেটুকু বিক্রি কর হলেও, এ মাকে সেবা যত্নের ব্যবস্থা করা হোক।
আগের ভিডিও টি দেখেছি,এটা ও দেখলাম ,শুনলাম , হাই রে সম্পত্তি ,সন্তান পাওয়ার জন্য মা,বাবা কত কিছু মানত করে, এই তার প্রতিদান,এই রকম সন্তান থাকার চেয়ে না থাকায় ভালো বলে মনে করি। আল্লাহ্ আপনি সবাই কে সঠিক বুঝ দান করুন আমীন।
এমন দৃশ্য দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না,,,এই দাদীর মত এখনকার দিনে এতো বয়স পাবোনা,,, বর্তমান যুগে মানুস ৬০ থেকে ৭০ বয়স পর্যন্ত বেঁচে থাকে সত্যি বলছি আমার চোখে পানি চলে আসলো ❤❤❤❤❤
চেয়ারম্যান সাহেব কে আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনুরোধ করি ওই হারাম জাদাকে বউ সহ জাইগা জমি বাড়ি ঘর থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেও হক ওই হারাম জাদা মাটি ফাইটা দুনিয়াতে আইছে ওই হারাম জাদা ওর মার কোলে পেসাব পাইখানা করে নাই তখন ওর মা জগলে রাইখা আইছে ওই হারাম জাদা খালি টাকা টাকা করে মলে টাকা পয়সা সংগে নিয়ে জাবে আরে মলে দুজগে জাবো সেই ভয়ে করেনা ওই মার ছেলে বউ মেয়ে সামি এদের সবা বিরুদ্ধে মামলা করে দেওয়া হক কঠিন সাসতি দেওয়া হক।
ঝিনেদা টিভির উত্তোরোত্তোর উন্নতি হোক,সরকারের দৃষ্টি গোচর হোক এবং জাতীয় টিভিতে পরিনত হোক, চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ, উনার দীর্ঘ হায়াত কামনা করছি এবং এরকম সামাজিক মানুষ যেন সারা দেশের প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় এবং তিনি হন আদর্শের রুপকার,পৃথিবীর কোন মা যেন সন্তান কতৃক কষ্টের শিকার না হোন, কামনা করছি
বাবা মা এ-র সম্পত্তি কোন বিষয় না,বাবা-মার সম্পত্তি যাকে খুশি তাকে দিবে,তাই বলে বাবা-মা কে ফেলে দেয়া যাবে না।সাবেক চেয়ারম্যান কে নেক হায়াত দান করুক আমিন। আমি আল্লাহর কাছে দোয়া করি চেয়ারম্যান সাহেবের জন্য আল্লাহ আপনার মঙ্গল করুক।
😊😊😊😊😊তাই নাকি যাকে খুশি তাকে দিবে। নারী মায়ের জাতি যে যেমন কর্ম করবে আল্লাহ তাকে পৃথিবীতে তিন ভাগের এক ভাগ কষ্ট দিবে বাকি এক ভাগ মৃত্যুর সময় আর বাকি এক অংশ পরকালের যেমন এই ভিডিওতে দেখানো হয়েছে তার মেজো মেয়ে জমি নেওয়ার কারণে ইস্টক করল আবার ছেলেটাও মাকে অবহেলা করার জন্য বছরে ৩/৪ বার দেশের বাইরে জান এদিকে মাও ছেলেকে ফাকি দিয়ে মেয়েদের জমি দেওয়ার ফল ভোগ করছেন
আলহামদুলিল্লাহ! এমন সমাজ হিতৈষী লোকের দরকার আমাদের সমাজে।মা,বাবাদের অসহায়,অবহেলায়,অযত্নে কেউ রাখবেন না,এনারাই আমাদের প্রকৃত সম্পদঅনেক অনেক দামী এবং মহামূল্যবান।সবাই ভালো থাকবেন।।
আসসালামু আলাইকুম, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ তাদের বাবা মা কে ভালবাসুক, যত্ন নিক, চেয়ারম্যান সাহেবের প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনির বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষ তাদের জীবনে প্রতিফলিত করেন। ঝিনেদাকে টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই তাদের এই সংবাদ প্রচারের জন্য দেশবাসী ও সচেতন হতে পেরেছে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের মানুষ যেন ঝিনেদার চেয়ারম্যান সাহেবের মত উন্নত মন মানষিকতা নিয়ে দেশ ও জনগণের সেবা দিয়ে যেতে পারেন।
ঝিনাদের চেয়ারম্যান সাব কে আন্তরিক ধন্যবাদ এক মায়ের পাশে দাঁড়ানোর জন্য চেয়ারম্যান সাহেবের সুন্দর কথা বলছেন ছেলেটিকে মায়ের সন্তানটিকে একজন মা কত কষ্ট করে সন্তান জন্ম দেন এর এত নিকৃষ্ট কেমন ছেলে আর কেমন এদের বিচার আল্লাহ
চেয়ারম্যান সাহেবকে আল্লাহতালা অনেক ভাল রাখুক দোয়া করি এরকম এলাকার সমাজের সবাইকে দেখিয়ে রাখার জন্য ধন্যবাদ চেয়ারম্যান ভাই এবং আরো যারা আছে তাদের প্রতি
এই লোকের মহিলাটা খুবই খারাপ, আজ যদি এই মহিলার মা হত তাহলে তাকে এইভাবে রাখতে পারত? আল্লার কাছে এই দোয়াই করব আল্লাহ যেন ওদের অবস্থা এত খারাপ করে তাদের দেখেই সমাজ শিক্ষা পায়।
ধন্যবাদ চেয়ারম্যান সাবেক সাহেব ভাই কে। আপনার কথা গুলো এতো সুন্দর এতো গুরুত্বপূর্ণ এরকম মায়াবী আমি বিস্মিত হয়ে গেছি।এতো সৎ লোক এতো নেতিবাচক কথা গুলো শুনতে পেলাম আমি সত্যি সত্যিই আপনাকে নিয়ে ভাবতে বসে গেলাম। শুধু তাই আমার মনে হলো এত সৎ সাহসী উচিত বক্তা তা হলে হাজারে ও একজন আছেন বলে ই এখন পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব আছে ব ই কী? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভালো বাসা র ইলো। পাশাপাশি সমাজের জন্য অনেক নিতিবাচক ও সচেতন শিক্ষা দিয়েছেন। আমি ও আপনার মায়ের বয়সী আমার আশির্বাদ আপনার জন্য র ইলো ❤❤❤❤❤❤❤
চ্যায়ারমেন সাহেব,,,,,সেই মেয়েগুলা কেথায় লুকিয়ে আছে তাদেরো ব্যবস্থা নেন,,,,ছিছি ওদের তে লজ্জা থাকা উচিত,,, সৃষ্টিকর্তা কখনো ছেরে দিবেন না,, তাদেরো এই অবস্থাই করবে🤨🤨
প্রথমেই জানাই চেয়ারম্যান ভাইয়াকে অশেষ অশেষ অশেষ সেলুট সত্যিই আপনার কথাগুলো ভীষণ ভীষণ ভীষণ ভালো কারণ সত্যি আপনি রাজনৈতিক সম্বন্ধে খুব ভালো জানে কালকে যখন আমি কমেন্ট করেছিলাম মিডিয়ার লোক এসছিলো ঠিক আমার ইচ্ছা ছিল যে আপনার মত ওনাকে ঘরে ঢুকিয়ে দিতে আপনি যা বক্তব্য রেখেছিলেন পতিতাপ্রথা আমার খুব ভালো লেগেছে সত্যিই আপনি রাজনীতি সম্বন্ধে ভালো জানেন কারণ এই মায়ের সম্পত্তি পুরো বাড়িঘর সব ছেলে খাচ্ছে মেয়েদের সাথে হিংসা করে মেয়েদের বিয়ে হয়ে গেছে ওরা চলে গেছে ওরা চলে দেখবে না হলে দেখবে না সেটা হচ্ছে তাদের মানসিকতা কিন্তু ছেলেকে 100% দেখতে হবে অতিথি বলেছেন প্রশাসন ব্যবস্থা কিন্তু উনি বলে কাজের লোক পাওয়া যায় না 1000 টাকা দেবে বলেছে কিন্তু 1000 টাকায় লোক পাওয়া যায় উনি এত হিংসুটে কিপটে কেন সব সম্পত্তি তো বাবা মায়ের দেখবেন উনার এই দুরবস্থা হবে ঈশ্বর ঠিক না কেউ হয়তো আমি দেখব না কারণ আমি ইন্ডিয়া থেকে বলছি যেই মা ভিজে ভিজে জায়গায় শুয়ে ছেলেকে শুকনো জায়গায় শুয়ে আছে সেই মায়ের প্রতি এত অত্যাচার মা পৃথিবীর চাইতে স্বর্গের চাইতেও বড় তবে চেয়ারম্যান ভাই আপনার কথাগুলো আমার ভীষণ ভালো ভালো লেগেছে তবে বোঝা গেল যে আপনি রাজনৈতিক সম্বন্ধে ভালো বোঝেন I love you chairman bhai I love you chairman bhai shatakoti salute January ❤️💙🧡💙❤️💙💜🧡💙❤️💜🧡💙❤️
চেয়ারম্যান সাহেবের কথাবার্তা ও ভূমিকা অনেক ভালো লাগলো। বাংলার প্রতিটি গ্রামে এমন চেয়ারম্যান সাহেবই দরকার।তাকে সাবেক নয় বর্তমান ও ভবিষ্যতের জন্য মনোনীত করা হোক।আর পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ঝিনেদা টিভিকে আন্তরিক অভিনন্দন
মহান এই আওয়ামীলীগ নেতার প্রত্যেকটি কথা আদর্শপূর্ণ স্মরণ রাখার মতো। আমাদের এই নেতার কাছে অনেক ভালো কিছু শেখার আছে । দোয়া করি তার এই আদর্শ যেন সকলের অন্তরে জাগ্রত হয়।আমরা তার শান্তিপুর্ণ দীর্ঘজীবন কামনা করি।
অনেকে ধন্যবাদ এই টিমের সবাইকে। ধন্যবাদ জানাই চেয়ারম্যান ভাইকে। এমন একজন চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে একটি করে থাকতো তাহলে কোনো বৃদ্ধ বাবা মায়ের কষ্টো হতোনা। আজকের জামা নাইতে বেশির ভাগ দেখা যায় যে বাবা মায়ের সম্পাদ থাকলেও জালা না থাকলেও জালা। তাই মহান আল্লাহ পাকের কাছে সবসময়ই দোয়া কামনা করি। হে মহান আল্লাহ পাক আপনি পৃথিবীতে যতো বাবা মা বেচে আছেন তাদেরকে ভালো রাখুন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে😢 তিনাদের সকল গুনাহ মাপ করে ভেহস্তো নছিব দান করুন আমিন।
ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে
আপনার মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ।
ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে। এমন মহৎ কাজের জন্য।
Many many thanks for chairman
@@mdraziulhasan8016 😊❤❤😊1😊❤
@@mstmatuarabegumhousewife6672৬৬;
@@mdraziulhasan8016 lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
এমন কুসন্তান যেন আর না জর্ম্মায়।
চেয়ারম্যান সাহেবের সঠিক সিদ্ধান্ত মুগ্ধ হলাম আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমীন
এই ছেলেকে পুলিশের হাতে উঠিয়ে দেন
আমার খুব আনন্দ লাগতাছে কিন্তু মহিলাটারে এরকম তার বাড়ির খারাপ মানুষ মায়ের অসুস্থতা দেখে আমি যে মায়েরে এই তারে আইনা তো ব্যবস্থা নিতে আসলাম আর আপনারে আল্লাহ সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামালাইকুম
This,is,right,dicetion👍
Amin
চেয়ারম্যান সাহেব আপনাকে অনেক ধন্যবাদ ভালো কাজ করার জন্য
আলহামদুলিল্লাহ চেয়ারমেনের কথা গোলা খুব ভালো লাগলো।আললহ্ তুমি সবাই কে হেদাওত দান করুন আমিন আর সাংবাদিক ভাইদের কে ধন্যনবাদ এই রকম অপরাদ তুলে ধরার জন্য
ঝিনেদা টিভি ও সাবেক চেয়ারম্যান কে ধন্যবাদ।প্রত্যেক এলাকার অবহেলিত মা বাবাদের খুজে বের করে সামাজিক ব্যাবস্থা নেয়ার অনুরোধ করছি।
স্যালুট ওই চেয়ারম্যান সাহেব ও তার মাকে যে মা সু-শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করেছেন
চেয়ারম্যান সাহেব আপনাকে হাজারো সালাম ও ধন্যবাদ
সন্তান এত নিষ্ঠুর হয় কিভাবে ।
চেয়ারম্যান সাবেক ধন্যবাদ ।
,, ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে
😊
এইরকম চেয়ারম্যান সব জেলায় জেলায় থাকলে মানুষের আর কোন সমস্যা হতোনা চেয়ারম্যান সাহেবকে আমার অন্তরের অন্তস্তল থেকে অবিরাম ভালো বাসা ❤❤❤
Thank you
Tai nki? Kivbe sure holen aita show up na?
@@himutalukdar7605 ji bai ami akmot
ধন্যবাদ চেয়ারম্যান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করূক।
আল্লাহ যেন চেয়ারম্যান কে দীর্ঘ হায়াত দান করে সোনার সন্তানদেরকে যেন শান্তি দেয়
ঐ লোকটা আসলেই একটা খারাপ মানুষ লোভি। বোনেরা অংশ নিয়েছে বলে মাকে কষ্ট দিচ্ছে।
ঠিক ভাই কিন্তু মেয়েগুলো আরো বেশি বেয়াদফ কিভাবে মাকে এভাবে ফেলে রাখলো,
ঠিক ভাই
Sala janoar
এই চেয়ারম্যানের মাকে হাজার হাজার সালাম জানাই ছেলে জন্ম দেওয়ার জন্য সেলুট মা তোমাকে
এত সুন্দর গোছানো কথা! সত্যিই চেয়ারম্যান সাহেবকে মন থেকে ধন্যবাদ দিই।
❤❤
এমন চেয়ারম্যান সব জায়গায় থাকা দরকার ❤❤❤❤
ধন্যবাদ ঝিনাইদহ টিভিকে অনেক কষ্ট করে এরকম একটি প্রতিবেদন তুলে ধরার জন্য এবং ঝিনাইদহের চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ কষ্ট করে এগিয়ে আসার জন্য ।
স্বাথর্ ব্যাপার।চেয়ারম্যান লোকটা ভালো
ধন্যবাদ চেয়ারম্যান সাহেব কে !!
Jhineda tv k onek dhonyabad....jar jonno ekta maa ektu hole o shanti pelo
অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই মিডিয়া কর্মীদেরকে ও চেয়ারম্যান কে।
আলহামদুলিল্লাহ চেয়ারম্যান ভাইয়ের এই মহৎ মানবিক আচার আচরণ দেখে কি দিয়ে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার নেই দোয়া করি এমন চেয়ারম্যান এমন সেবক আল্লাহ যেন প্রতিটি ঘরে ঘরে দান করেন আমিন
চেয়ারম্যান মাশাআললাহ অনেক সুন্দর কথা বলছেন আলহামদুলিললাহ
সত্যিকারে একটা হৃদয়বিদারক ঘটনা ধন্যবাদ এই ইউপি চেয়ারম্যান কে আল্লাহ যেন তাকে হেফাজত করে
চেয়ারম্যান সাহেব উক্ত ছেলেকে শান্তি প্রদান করা আবশ্যক।
Honarabul Chairman thank you so much for your nich opportunity.
ধন্যবাদ আপনাকে
@@mstaleyabegum1004 🎉🎉🎉 no no
আজ মায়ের সঙ্গে এমন ৷ কাল তোমার জন্য ও ঘর বরাদ্দ থাকবে
আমার পক্ষ থেকে ঝিনাইদহের সকল সাংবাদিক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে চেয়ারম্যান মাসুম সাহেবকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সহ দোয়া রইল।
চেয়ারম্যান সাহেব সত্যিকার অর্থেই ভালো মানুষ।
আমি ইন্ডইয়আ থেকে এই প্রতিবেদন দেখলাম। খুব ভালো লাগলো চ্যায়ার ম্যানের এই পদোক্ষেপ্। আমার কোনো সন্তান নেই।আর না থাকার জন্য দুঃখ হত্যা। কিন্তু এখন আর দুঃখ হয় না এই জন্য এই সব মায়েদের কষ্ট দেখে।
ঠিক বলেছেন। ছেলে মেয়ের পিছনে এত কষ্ট এত ত্যাগ করে কি লাভ ! তার চেয়ে রিল্যাক্সভাবে জীবন পার করা ভালো।
@@SharminAktarbd তার মানে আপনার কাছ থেকে শিক্ষা নিতে ব্যর্থ হবে আগামী প্রজন্ম। এই যদি হতো তাহলে আপনি আজ পৃথিবীতে থাকতেন না, সব এমনভাবে চলতে পারে না। আপনার সিদ্ধান্তকে খারাপ বলবো না ভালোও বলা যাবে না, এটা বাংলাদেশ, সমাজ নিয়ে সামাজিকভাবে বসবাস করতে হয়। সন্তানকে প্রপার শিক্ষা দিলে আর নিজের বুদ্ধি দিয়ে নিজ সম্পদ পরিচালিত করলে সন্তানরা পায়ের কাছে পড়ে থাকবে, মানুষ চরম অকৃতজ্ঞ এটা কুরআনে বলাই আছে, তাই অর্থ হাতছাড়া করা মানে নিজের সন্তানকেও হারিয়ে ফেলা যদি মানুষ করতে না পারেন, আর যারা বিয়ে না করে গোপনে অবৈধ সম্পর্ক করে টাকা উপার্জন করে তাদের জন্য কষ্টটা বেশি হয়, এত লিঙ্গানন্দ উপহার দিয়ে তারা যা পায় তা তাদের জন্য যতটা আনন্দের, ততটাই বেদনার, ওখানে অর্থ আছে নেই কোনো সম্মান, সম্মান দিয়ে কি হবে অর্থটাই যেখানে সবকিছু। তাই নাকি, তাহলে রিল্যাক্স করাই যায়, যেখানে উলঙ্গ হয়ে একান্তে কিছু সময় কাটানোই জীবনের একটা অংশের মানে হতে পারে, অর্থ আসবেই, লাইফ ইজ বিউটিফুল তবে আপনার সেখানে অচেনা পিয়ারের লিঙ্গে হাত দিয়ে আদর করতে হবে ব্লোজব করতে হবে অর্থ আসতেই থাকবে। সেক্স না করেন রাগমোচন করে দিলেই হবে। এক রাতে হাজার হাজার কামাইতে পারবেন, খারাপ কাজতো নয়, জীবনের ছুটে চলা পথে অনেকে বাধ্য হয়ে এসব করে। যারা খারাপ কাজ বলে তারা কি করেছে তাদের সুন্দর জীবনের জন্য। কিছুই করেনি।
আমি চাঁদপুর জেলা থেকে বলছি, মাসুদ চেয়ারম্যান ভাইকে আমার সালাম ।তার কথা গুলো শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে । আল্লাহ তাকে বেহেস্ত নসিব করুন, আমিন। মাসুদ ভাই এক মাকে শান্তি র ব্যবস্থা করেছেন, হাজারো মা আপনার জন্য দোয়া করতেছেন ।
Chairman sb apni onake aro kothin VABE Bola dar ker. Thank you.
মাসুদ সাহেব জীবিত মানুষ সুস্থ মানুষ তার জন্য বেহেশত কামনা করছেন?
😮😮😮😮
@@kazziekazzie7122
😮😮😮
😮😮😮😮
@@kazziekazzie7122 😮😮
আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম সাংবাদিক ভাই কে অনেক অনেক ধন্যবাদ
তবে, চেয়ারম্যান সাহেবকে এটা মনিটরিং করে যেতে হবে! প্রয়োজনে আইনের আশ্রয় নিতে হবে!!!
চেয়ার মেন সাহেব কে হাজার হাজার সে লুট জানাই আল্লাহ আপনার সহ পরিবারকে ভালো রাখেন আল্লাহ, সারা বাংলাদেশের গড়ে তল্লাশি করে দেখুন ভাই কোনো মা,,,,বাবা এমোন জেনো কষ্ট না পায়
ধন্যবাদ জানাই এই চিয়ারম্যন ভাই কে আল্লাহ তায়ালা ভাই কে সুস্থ ও নেক হায়াত দ্বান করুন আমীন
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেবকেঅসংখ্যধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
হে আল্লাহ সকল সন্তানকে মা ভক্ত বানিয়ে দিন আমীন
ছুম্মা আমীন.......।
আমিন
Amin 🤲🤲🤲💖💖💖💖
আমিন
চেয়ারম্যান স্যারকে আন্তরিক শুভকামনা। যিনি মায়ের ব্যাপার টা অতি দ্রুত সমাধান করতে পেরেছেন। প্রতি।এলাকায় এমন চেয়ারম্যান থাকা উচিত।।
দেখে শান্তি পেলাম, কিন্তু এখানেও শেষ নয় মা যত দিন বঁাছে সে যেন ভাল ভাবে থাকে
এই বৃদ্ধ মায়ের মেয়েদের কে মিডিয়ার মাধ্যমে জাতির সামনে আনা হোক। বিনীত অনুরোধ জানালাম।
শ্রদ্ধেয় প্রিয় ভাই কে
আল্লাহ তা'আলা সুস্থ রাখুক,
হেফাজত করুক,
নেক হায়াত দান করুক,
ধৈর্য দান করুক
আমিন আমিন আমিন।
এই ভিডিও দেখে আমাদের মায়ের প্রতি ভালোবাসা যেন বেড়ে যায় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন
আমি ভারতের এক মা। চেয়ারম্যান সাহেবের বলিষ্ঠ পদক্ষেপের জন্য আমি মুগ্ধ।
ওনার কল্যাণ কামনা করি।
চেয়ারম্যান সাহেবকে অনেক অনেক ধন্যবাদ।
সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য।
এই সম্পত্তিতে মায়ের অধিকার যেটুকু আছে।
সেটুকু বিক্রি কর হলেও,
এ মাকে সেবা যত্নের ব্যবস্থা করা হোক।
অসংখ্য ধন্যবাদ দিই আমার মনের কথা টা বলছেন
Very good.
Right decision.
মায়ের সমপিতত বিক্রি করে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হোক এবং বাকিটা মসজিদে দান করে দেয়া হোক
ছেলে আর বুড়ী বেটি ছেলের বৌকে জেলে পাঠান চ্যায়ারম্যান সাহেব😢🙏🇺🇸
একদম সঠিক বলেছেন ধন্যবাদ
আগের ভিডিও টি দেখেছি,এটা ও দেখলাম ,শুনলাম , হাই রে সম্পত্তি ,সন্তান পাওয়ার জন্য মা,বাবা কত কিছু মানত করে, এই তার প্রতিদান,এই রকম সন্তান থাকার চেয়ে না থাকায় ভালো বলে মনে করি। আল্লাহ্ আপনি সবাই কে সঠিক বুঝ দান করুন আমীন।
চেয়ারম্যান সাহেবকে আল্লাহ যেন নেক হায়াত দান করেন,তবে প্রথম প্রথম যে কোন ঘটনা সবাই খেয়াল রাখে পরবর্তীতে ভুলে যায়
এমন দৃশ্য দেখে কমেন্ট না করে থাকতে পারলাম না,,,এই দাদীর মত এখনকার দিনে এতো বয়স পাবোনা,,, বর্তমান যুগে মানুস ৬০ থেকে ৭০ বয়স পর্যন্ত বেঁচে থাকে সত্যি বলছি আমার চোখে পানি চলে আসলো ❤❤❤❤❤
ধন্যবাদ এই চেয়ারম্যান কে আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক নেক কাজ করার তৌফিক দান করুক হায়াতে বারাকা দান করুক আমিন
আল্লাহ চেয়ারম্যানরে তুমি নেক হায়াত দান করো
এরকম চেয়ারম্যান ৬৪ জেলায় দরকার. ভাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
সেলুট এই চেয়ারম্যান কে
আল্লাহ চেয়ারম্যানকে নেক হায়াত দীর্ঘ হায়াত ও সুস্থতা দান করুন আমিন।
মা বাবার জন্য যে যতোটুকু করবেন সে তার প্রতিদান সেই ভাবেই পাবেন ।
চেয়ারম্যান সাহেব কে আল্লাহ তাআলা যেন এরকম কাজ করার জন্য সহযোগিতা করেন। জাযাকাল্লাহ খয়ের।
চেয়ারম্যান সাহেব কে আমি ব্যক্তিগত ভাবে আপনাকে অনুরোধ করি ওই হারাম জাদাকে বউ সহ জাইগা জমি বাড়ি ঘর থেকে ঘার ধাক্কা দিয়ে বের করে দেও হক ওই হারাম জাদা মাটি ফাইটা দুনিয়াতে আইছে ওই হারাম জাদা ওর মার কোলে পেসাব পাইখানা করে নাই তখন ওর মা জগলে রাইখা আইছে ওই হারাম জাদা খালি টাকা টাকা করে মলে টাকা পয়সা সংগে নিয়ে জাবে আরে মলে দুজগে জাবো সেই ভয়ে করেনা ওই মার ছেলে বউ মেয়ে সামি এদের সবা বিরুদ্ধে মামলা করে দেওয়া হক কঠিন সাসতি দেওয়া হক।
ধন্যবাদচ্যায়ারমেনসাবকে,ছেলে টাকে শাস্তির ব্যবস্থা করা দরকার।যতদোষমাকে,দেননাকেন,ল।ছেলেটা বেয়াদপ?
জাযাকাল্লাহ খাইরান আল্লাহ পাক সকলের হেফাজত ও হেদায়েত করুন সুস্থ তা রাখুন আমিন 🤲❤️🌹‼️
চেয়ারম্যানের মহত্ব দেখে চুখে পানি চলে আসলো
ঝিনেদা টিভির উত্তোরোত্তোর উন্নতি হোক,সরকারের দৃষ্টি গোচর হোক এবং জাতীয় টিভিতে পরিনত হোক, চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ, উনার দীর্ঘ হায়াত কামনা করছি এবং এরকম সামাজিক মানুষ যেন সারা দেশের প্রতিটি ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয় এবং তিনি হন আদর্শের রুপকার,পৃথিবীর কোন মা যেন সন্তান কতৃক কষ্টের শিকার না হোন, কামনা করছি
চেয়ারম্যান সাহেব কে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ নেক হায়াত দান করুন
আল্লাহ তাআলা এই সাবেক চেয়ারম্যান কে নেক হায়াত দান করুক ❤❤❤❤❤❤❤❤
ধন্যবাদ, সাবেক চেয়ারম্যান ভাইকে একজন অসহায় মায়ের পাশে দাঁড়ানো❤
ধন্যবাদ চেয়ারম্যান সাব এ-ই মায়ের জন্য এগিয়ে আসার জন্য আল্লাহ আপনার বালো কোরুক আমিন 🙏🙏🤲🤲
বাবা মা এ-র সম্পত্তি কোন বিষয় না,বাবা-মার সম্পত্তি যাকে খুশি তাকে দিবে,তাই বলে বাবা-মা কে ফেলে দেয়া যাবে না।সাবেক চেয়ারম্যান কে নেক হায়াত দান করুক আমিন। আমি আল্লাহর কাছে দোয়া করি চেয়ারম্যান সাহেবের জন্য আল্লাহ আপনার মঙ্গল করুক।
Apnar mantabbo dik na karun jara tar thyke jomi like nise taderke ainer autay ane kodin bisar korite hoybe.
😊😊😊😊😊তাই নাকি যাকে খুশি তাকে দিবে।
নারী মায়ের জাতি যে যেমন কর্ম করবে আল্লাহ তাকে পৃথিবীতে তিন ভাগের এক ভাগ কষ্ট দিবে বাকি এক ভাগ মৃত্যুর সময় আর বাকি এক অংশ পরকালের যেমন এই ভিডিওতে দেখানো হয়েছে তার মেজো মেয়ে জমি নেওয়ার কারণে ইস্টক করল
আবার ছেলেটাও মাকে অবহেলা করার জন্য বছরে ৩/৪ বার দেশের বাইরে জান এদিকে মাও ছেলেকে ফাকি দিয়ে মেয়েদের জমি দেওয়ার ফল ভোগ করছেন
প্রথম আমি ধন্যবাদ জানাই জুয়েল ভাইকে।আপনার জন্য দোয়া রইল। যতখখন দেখলাম শুধু কান্নাই করলাম।চেয়ার ম্যান সাহেবকে অনেক ধন্যবাদ।
চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নেক হায়াত করুন আমিন । আপনার মঙ্গল কামনা করি ।
আল্লাহ চেয়ারম্যান কবুল করুন আমিন
চেয়াম্যান সহেবকে আল্লাহ নেক হায়াত দান করুন।আমিন।
অনেক ধন্যবাদ চেয়ারম্যান ভাইকে❤❤আল্লাহ উনার ভালো করুক আমিন❤❤
ভাল লাগল আল্লাহ সকলকে হেফাযত করেন।
অনেক ভালো লাগলো চির মেন কথা গুলো
চেয়ারম্যান সাহেব কে হাজার হাজার সালাম জানাই
আল্লাহ যেনো কাউকে এতো বয়স পযন্ত না নেই শরীরে শক্তি থাকতে দুনিয়া থেকে চলে যেতে পারি আমিন
ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে
Chearmen caccu afnare onek onek dunnobad afne onek balo caccu Allahor kase apnar kace duwa kori😭😭😭😭😭😭
হরিশংকর পুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কে অসংখ্য ধন্যবাদ।
ঝিনেদা টিভি ও সাবেক চেয়ারম্যান সাহেব কে ধন্যবাদ। যতদিন ঐ মা বেঁচে থাকবে ততোদিন চেয়ারম্যান সাহেব কে দোয়া করবেন সাথে জনগণ ও দোয়া করবেন।
আলহামদুলিল্লাহ! এমন সমাজ হিতৈষী লোকের দরকার আমাদের সমাজে।মা,বাবাদের অসহায়,অবহেলায়,অযত্নে কেউ রাখবেন না,এনারাই আমাদের প্রকৃত সম্পদঅনেক অনেক দামী এবং মহামূল্যবান।সবাই ভালো থাকবেন।।
কথায় বলে যে মায়ের ছোট পেটে সন্তানের জায়গা হয় কিন্তু সন্তানের বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হয় না
ঠিক বলেছেন ভাই
আসসালামু আলাইকুম, আমি মনে করি সারা বাংলাদেশের মানুষ তাদের বাবা মা কে ভালবাসুক, যত্ন নিক, চেয়ারম্যান সাহেবের প্রতি অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনির বক্তব্য যেন সারা বাংলাদেশের মানুষ তাদের জীবনে প্রতিফলিত করেন। ঝিনেদাকে টিভি চ্যানেলকে ধন্যবাদ জানাই তাদের এই সংবাদ প্রচারের জন্য দেশবাসী ও সচেতন হতে পেরেছে। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি বাংলাদেশের মানুষ যেন ঝিনেদার চেয়ারম্যান সাহেবের মত উন্নত মন মানষিকতা নিয়ে দেশ ও জনগণের সেবা দিয়ে যেতে পারেন।
চেয়ারম্যান জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤️
আলহামদুলিল্লাহ . আল্লাহ তায়ালা সকল বাবা মা দের কে শান্তি তো রাখুন দোয়া রইলো .
Good job👏👏we proud of you👏👏💐💐
চেয়ারম্যান সাহেব কে অশেষ ধন্যবাদ। আল্লাহ তায়ালা তাকে নএকহআয়আত দান করুন।
শুধু মাত্র সম্পদ এর জন্য এই অবস্থা এই মায়ের, আল্লাহ্ তার সন্তান দের হেদায়েত দান করো।
মা জখন সুস্থ ছিল তখন মাকে নিয়ে গেছে সম্পদ লিখেনিয়েছে মেয়েরা তারা কয় চার মেয়ে মাসে দুই দিন করে আসলেওত মাসে আট দিন হয়
চেলের বৌয়ের মায়া লাগেনা বুজলাম চার মগিরা কয়
ঝিনাদের চেয়ারম্যান সাব কে আন্তরিক ধন্যবাদ এক মায়ের পাশে দাঁড়ানোর জন্য চেয়ারম্যান সাহেবের সুন্দর কথা বলছেন ছেলেটিকে মায়ের সন্তানটিকে একজন মা কত কষ্ট করে সন্তান জন্ম দেন এর এত নিকৃষ্ট কেমন ছেলে আর কেমন এদের বিচার আল্লাহ
অসংখ্য অসংখ্য ধন্যবাদ চ্যায়ারমেন সাহেব কে
Tnks ভাই..আপনিসহ আপনার দলকে এবং চেয়ারম্যানসহ সকল সাহায্যকারী মানুষদের
মাশাআল্লাহ চ্যায়ারমেন সাহেবের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন।
এরকম চেয়ারম্যান প্রতিটি জায়গায় থাকলে বাংলাদেশের সকল মানুষ উপকৃত হবে। ইনশাল্লাহ ...
চেয়ারম্যান, সাহেবকে,আনেক,আনেক,ধন্যবাদ
ধন্যবাদ চেয়ারম্যান সাহেবকে এমন মহৎ কাজের জন্য
একন করে রেকে আনলে এরা মেরে পেল বে মা কে
আমি আগরতলা থেকে বলছি, আপনাদের অশেষ ধন্যবাদ ও প্রনাম সাথে চেয়ারম্যান সাহেব কেও আমার সেলাম প্রণাম
আল্লাহ চেয়ারম্যান কে হায়াত দান করুক আমিন❤😢
চেয়ারম্যান সাহেবকে আল্লাহতালা অনেক ভাল রাখুক দোয়া করি এরকম এলাকার সমাজের সবাইকে দেখিয়ে রাখার জন্য ধন্যবাদ চেয়ারম্যান ভাই এবং আরো যারা আছে তাদের প্রতি
র্দুভাগা ছেলে আল্লাহ্ চেয়ারম্যান ভাই কে হেফাজত করুন
সামাজিক কাজের জন্য আপনাদের স্যালুট ( প্রনাম)
God bless you🙏
এই সাবেক চেয়ারম্যান সাহেবের মতো প্রতি টা ইউনিয়নে একজনের দরকার,স্যালুট ভাই সাহেব।
Ato papisto mohilara jara mar jomi like niy make fele dey.
Ami india theke bolchi... Khub valo koreche chear man saheb
এই লোকের মহিলাটা খুবই খারাপ, আজ যদি এই মহিলার মা হত তাহলে তাকে এইভাবে রাখতে পারত? আল্লার কাছে এই দোয়াই করব আল্লাহ যেন ওদের অবস্থা এত খারাপ করে তাদের দেখেই সমাজ শিক্ষা পায়।
সাংবাদিক ও। চেয়ারম্যান সাব কা। আন্তরিক ধন্যবাদ
বিদ্যাশ্রমে দিয়ে দিলে মনে হয় ভালো হতো,আহারে মানুষ কতো অমানুষ হয়ে যায়,নিজের মাকে কিভাবে পারলো এভাবে রাখতে😢
ঠিক
সহমত।
কারন তারা সেবা করবে না। হয়তো কয়েকদিন করবে সতর্কতা হিসেবে। তাছাড়া দুই দিন পর কেউই খবর রাখবে না ১০০% শিউর।
ধন্যবাদ চেয়ারম্যান সাবেক সাহেব ভাই কে। আপনার কথা গুলো এতো সুন্দর এতো গুরুত্বপূর্ণ এরকম মায়াবী আমি বিস্মিত হয়ে গেছি।এতো সৎ লোক এতো নেতিবাচক কথা গুলো শুনতে পেলাম
আমি সত্যি
সত্যিই আপনাকে নিয়ে ভাবতে বসে গেলাম। শুধু তাই আমার মনে হলো এত সৎ সাহসী উচিত বক্তা তা হলে হাজারে ও একজন আছেন বলে ই এখন পর্যন্ত পৃথিবীর অস্তিত্ব আছে ব ই কী? আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার ভালো বাসা র ইলো। পাশাপাশি সমাজের জন্য অনেক নিতিবাচক ও সচেতন শিক্ষা দিয়েছেন।
আমি ও আপনার মায়ের বয়সী আমার আশির্বাদ আপনার জন্য র ইলো
❤❤❤❤❤❤❤
চ্যায়ারমেন সাহেব,,,,,সেই মেয়েগুলা কেথায় লুকিয়ে আছে তাদেরো ব্যবস্থা নেন,,,,ছিছি ওদের তে লজ্জা থাকা উচিত,,, সৃষ্টিকর্তা কখনো ছেরে দিবেন না,, তাদেরো এই অবস্থাই করবে🤨🤨
প্রথমেই জানাই চেয়ারম্যান ভাইয়াকে অশেষ অশেষ অশেষ সেলুট সত্যিই আপনার কথাগুলো ভীষণ ভীষণ ভীষণ ভালো কারণ সত্যি আপনি রাজনৈতিক সম্বন্ধে খুব ভালো জানে কালকে যখন আমি কমেন্ট করেছিলাম মিডিয়ার লোক এসছিলো ঠিক আমার ইচ্ছা ছিল যে আপনার মত ওনাকে ঘরে ঢুকিয়ে দিতে আপনি যা বক্তব্য রেখেছিলেন পতিতাপ্রথা আমার খুব ভালো লেগেছে সত্যিই আপনি রাজনীতি সম্বন্ধে ভালো জানেন কারণ এই মায়ের সম্পত্তি পুরো বাড়িঘর সব ছেলে খাচ্ছে মেয়েদের সাথে হিংসা করে মেয়েদের বিয়ে হয়ে গেছে ওরা চলে গেছে ওরা চলে দেখবে না হলে দেখবে না সেটা হচ্ছে তাদের মানসিকতা কিন্তু ছেলেকে 100% দেখতে হবে অতিথি বলেছেন প্রশাসন ব্যবস্থা কিন্তু উনি বলে কাজের লোক পাওয়া যায় না 1000 টাকা দেবে বলেছে কিন্তু 1000 টাকায় লোক পাওয়া যায় উনি এত হিংসুটে কিপটে কেন সব সম্পত্তি তো বাবা মায়ের দেখবেন উনার এই দুরবস্থা হবে ঈশ্বর ঠিক না কেউ হয়তো আমি দেখব না কারণ আমি ইন্ডিয়া থেকে বলছি যেই মা ভিজে ভিজে জায়গায় শুয়ে ছেলেকে শুকনো জায়গায় শুয়ে আছে সেই মায়ের প্রতি এত অত্যাচার মা পৃথিবীর চাইতে স্বর্গের চাইতেও বড় তবে চেয়ারম্যান ভাই আপনার কথাগুলো আমার ভীষণ ভালো ভালো লেগেছে তবে বোঝা গেল যে আপনি রাজনৈতিক সম্বন্ধে ভালো বোঝেন I love you chairman bhai I love you chairman bhai shatakoti salute January ❤️💙🧡💙❤️💙💜🧡💙❤️💜🧡💙❤️
চেয়ারম্যান সাহেব কে অনেক ধন্যবাদ জানাই, আমি দোয়া করি প্রতিটা ইউনিয়নে যেন এরকম দায়িত্ববান চেয়ারম্যান হন।
চেয়ারম্যান সাহেবের কথাবার্তা ও ভূমিকা অনেক ভালো লাগলো। বাংলার প্রতিটি গ্রামে এমন চেয়ারম্যান সাহেবই দরকার।তাকে সাবেক নয় বর্তমান ও ভবিষ্যতের জন্য মনোনীত করা হোক।আর পুরো ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা ঝিনেদা টিভিকে আন্তরিক অভিনন্দন
মহান এই আওয়ামীলীগ নেতার প্রত্যেকটি কথা আদর্শপূর্ণ স্মরণ রাখার মতো। আমাদের এই নেতার কাছে অনেক ভালো কিছু শেখার আছে । দোয়া করি তার এই আদর্শ যেন সকলের অন্তরে জাগ্রত হয়।আমরা তার শান্তিপুর্ণ দীর্ঘজীবন কামনা করি।
অনেকে ধন্যবাদ এই টিমের সবাইকে। ধন্যবাদ জানাই চেয়ারম্যান ভাইকে। এমন একজন চেয়ারম্যান প্রতিটি ইউনিয়নে একটি করে থাকতো তাহলে কোনো বৃদ্ধ বাবা মায়ের কষ্টো হতোনা। আজকের জামা নাইতে বেশির ভাগ দেখা যায় যে বাবা মায়ের সম্পাদ থাকলেও জালা না থাকলেও জালা। তাই মহান আল্লাহ পাকের কাছে সবসময়ই দোয়া কামনা করি। হে মহান আল্লাহ পাক আপনি পৃথিবীতে যতো বাবা মা বেচে আছেন তাদেরকে ভালো রাখুন। আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছে😢 তিনাদের সকল গুনাহ মাপ করে ভেহস্তো নছিব দান করুন আমিন।
দন্যবাদ চেয়ারম্যান সাহেব 😭😭😭😭
👌চ্যায়ারমেন সাহেব সালাম রইলো।মাঝে মাঝে তদারিকি কইরেন ভাই।আপনার প্রতি দোয়া রইলো।আপনার মা বাবার প্রতিও দোয়া রইলো।
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ