বেতন ভাতা সব কম্পানিরই শুরুতে একই ধরনের হয়ে থাকে, পরে সময় এবং দক্ষতার অনুপাতে বাড়তে থাকে, ২ থেকে ২.৫ লাখ ইয়েনের মত হয় শুরুতে, কম্পানি ভেদে ভিন্ন হতে পারে, আর বাঁকি হেলথ ইন্সুইরেন্স, এবং অন্যান্য আনুসাঙ্গিক ভাতাগুলো জাপানের শ্রম আইন অনুসারে পাবেন, এক্ষেত্রে কোন বৈষম্য হবেনা।
বাংলাদেশ থেকে কোন কোন ক্যাটাগরিতে SSW পরিক্ষা দেওয়া যায়?
কৃষি, মৎস, নার্সিং, কনস্ট্রাকশন
রিজেক্ট হলে কত টাকা লস হয়?
স্টুডেন্ট ভিসায় যেমন রিজেক্ট হলে লস হয়
যাদের ব্যাংক স্টেটমেন্ট থাকেনা, তারা টাকার বিনিময়ে ব্যাংক দেখায় সেটা একটা লস, প্রসেসিং ফি লস, সময় লস ইত্যাদি। তবে লসের পরিমান নির্দিষ্ট নয়।
শিক্ষাগত যোগ্যতা ছাড়া বাকি অন্য প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়ে আপনাদের মাধ্যমে কি এস এস ডাবলু ভিসাই এপ্লাই করা যাবে জাপানের জন্য?
@MamunFds
?
+8801586368043 (whatsapp)
Assalamoalaikum vaiya, sorboucco age limit koto... 3:16
১৮ থেকে ৩৫ বছর বয়সীরা অগ্রাধিকার পাবে।
Ami jata chai
+8801586368043 (whatsapp)
বয়স সর্বোচ্চ কত পর্যন্ত যাওয়া যায়
সেটা ভিসা ক্যাটাগরির উপরে নির্ভর করে, কোন ভিসায় আপনি আবেদন করছেন তার উপর;
NAT n4 compelet korle hobe
N4 টা জেএলপিটি অথবা জেএফটি হলে উত্তম হবে।
❤❤❤
ssc দিয়ে আসা যাবে না
জ্বী আপনি ভর্তি হতে পারবেন, এবং আবেদনের সুযোগ পাবেন। +8801586368043 (whatsapp)
কালার ব্লাইন্ড এর সম্যসা থাকলে কি ssw visa তে যাওয়া যাবে?
কালার ব্লাইন্ড হলে যেতে সমস্যা হবেনা, তবে এই কথাটি বলা থেকে বিরত থাকতে হবে সচরাচর যে আমি কালারব্লাইন্ড, আমিকি যেতে পারবো? ল্যাঙ্গুয়েজে মনোযোগ দিন।
ssw তে যেতে চাই, আমি মাইনাস পাওয়ারের চশমা পড়ি, এতে কোনো সমস্যা হবে কি ?
নাহ আপনি মেডিকেল আনফিট হবেন।
JFT porikha diye jaoya jabe nh
জ্বী, যাওয়া যাবে।
ssw ভিসার খরচ কত
খরচ ৩ থেকে ৫ লক্ষ টাকা হতে পারে, বিস্তারিত জানতে সরাসরি অফিসে আসবেন, ধন্যবাদ।
ভাই আমার পাসপোর্টে মায়ের নাম SAHANAZ BUGEM.আর আমার সার্টিফিকেটে মায়ের নাম SHAHANAZ BUGEM.আমি জাপান জব ভিসায় যেতে পারব নাকি।??
সমাধান করা যাবে, যেতে পারবেন;
বেতন ভাতা কোম্পানির সুযোগ সুবিধা কিছুই তো বললেন না। ভাইয়া
বেতন ভাতা সব কম্পানিরই শুরুতে একই ধরনের হয়ে থাকে, পরে সময় এবং দক্ষতার অনুপাতে বাড়তে থাকে, ২ থেকে ২.৫ লাখ ইয়েনের মত হয় শুরুতে, কম্পানি ভেদে ভিন্ন হতে পারে, আর বাঁকি হেলথ ইন্সুইরেন্স, এবং অন্যান্য আনুসাঙ্গিক ভাতাগুলো জাপানের শ্রম আইন অনুসারে পাবেন, এক্ষেত্রে কোন বৈষম্য হবেনা।
Very Informative Video 🤍
apnader number ta diyen
+8801586368043 (whatsapp)