YOGI - Murshidabadi Project | Music By ARNOB | Nilanjan Bandyopadhyay | Santiniketan | 2020 RELEASE

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 ноя 2024

Комментарии • 714

  • @Arnob_official
    @Arnob_official 3 года назад +817

    .
    Always wanted to do a Kabir’s song..
    Finally !!

  • @manishamusicalbd
    @manishamusicalbd 3 года назад +195

    আহা!শূণ্যতা যখন আবর্তন শেষে পূর্ণতা পায়!পুনশ্চ শূণ্যতায় অবগাহন!পূর্ণতায় আবর্তন.. নিরবচ্ছিন্ন ঘোর...

    • @shubhadip173
      @shubhadip173 3 года назад +2

      খুব সুন্দর লিখেছেন👌

    • @mohammad_sharif7345
      @mohammad_sharif7345 3 года назад +10

      শূন্যতার পূর্ণতা তো দুরের বিষয়, শূন্যতার কোনো আবর্তনই হয় না।

    • @raangtar_araale
      @raangtar_araale 3 года назад +2

      Kono akta karone amar mon ta bhalo chilo na.. Eta pore ektu bhalo laglo. Dhonnobad. ♥️

    • @hossaindelowar9621
      @hossaindelowar9621 2 года назад +2

      আপি দারুণ প্রকাশ ছিলো। 🌺

    • @jeetray11
      @jeetray11 2 года назад

      শূণ্যতার পূর্ণতা আবার আবর্তনে শূণ্যতা। ফিলসফিটার অ্যাংগেলটা ধরতে পারছিনা। স্পিরিচুয়ালিটি ডোমেনে হবে এটা মোটামুটি নিশ্চিত। তবে বিজ্ঞানেও চালানো যায়। আর একটু বলুননা এখানে কমেন্টে। নইলেতো শিখতে পারলামনা কিছু। কাব্যতো - রেড ওয়াইনের একটা চুমুকের মত। একটা ঝিলিক তারপরেই মিলিয়ে গ্যালো। ধরে রাখাতো যায়না। কনসেপ্ট কিন্তু বেশ ধরে রাখা যায়। যুগ যুগ ধরে।

  • @rupadassbarua4128
    @rupadassbarua4128 3 года назад +112

    Philosophy of Sant Kabir Das revolves around the concept of reincarnation , karma, simple life , oneness of God .
    He is a perfect example of " Secularism " . Raised in a Muslim family , influenced by the Hindu Bhakti leader Ramananda . "Bhakti Movement " and Sant Kabir are entwined .
    Permanence of soul , inward journey , knowing oneself , happiness is within you as it's the home of God is beautifully reflected in his compositions , Dohas .
    " Yogi " by the trio , is amazing . The vocalist has pain and immense passion in his voice. Yearning to be one with Him , journey inside , wanderer but not lost , understanding of God i.e the home within, that each of us carry with us is well expressed by him. The listener can feel. He carried us to another world .
    The video is excellent . Concept as well as it's execution is commendable .
    Thank you for such a masterpiece.

    • @souvikdeb2523
      @souvikdeb2523 3 года назад +4

      Great comment though!

    • @rupadassbarua4128
      @rupadassbarua4128 3 года назад +1

      Thank you .

    • @murshidabadiproject9804
      @murshidabadiproject9804  3 года назад +3

      Means a lot! Thank You. HAQ

    • @rupadassbarua4128
      @rupadassbarua4128 3 года назад +3

      Listeners like me enrich themselves through such creations . It compels us delve into such philosophies and to create one's own .
      Thank you , Sir .

    • @times2508
      @times2508 3 года назад +4

      Oneness of god agar ignorance se samjhoge nhi samjhoge . Agar us oneness se Mai aur tum ka antar mit Jaye to faida h . nhi to kitne hi log h one God kehne wale Matlab koi nhi samajhta . One God ka Matlab ye nhi one individual being uska Matlab h truth is one . एकं सत् विप्रा बहुधा वदंति

  • @gaanshubha
    @gaanshubha 3 года назад +20

    পণ্ডিত কুমার গন্ধর্ব সাহেবের পর আপনার গায়ন সবচেয়ে বেশী ছুঁয়ে গেল। শুভেচ্ছা রইল।

  • @manishamusicalbd
    @manishamusicalbd 3 года назад +14

    আত্মার সন্ধান পেতে,আপন সন্ধান খুঁজে পাবার জন্য বোধহয় এখানে এসেই হারিয়ে যেতে হয়!
    পরম শান্তি!পরম শ্রান্তি!পরম আনন্দ!
    অনবদ্য সৃষ্টিশৈলী!আবহ ❤️

    • @sanjidarupa1530
      @sanjidarupa1530 3 года назад +1

      সবটা বুঝতে পারছি না, বাংলা অর্থ টা দিলে কৃতার্থ হতাম।

    • @iamasinglesolotravellers5757
      @iamasinglesolotravellers5757 3 года назад

      Spice of mind

  • @sumanbhowmick8
    @sumanbhowmick8 3 года назад +5

    এই গানের সাথে "man mera ram ram rache" নামের একটি উচ্চাঙ্গ সঙ্গীতের খুব মিল পেলাম.... হয়তো রাগটা এক হতে পারে.... ❤️

  • @unnetabiswas24
    @unnetabiswas24 3 года назад +5

    যখন আমার প্রিয় তিনজন শিল্পী এক হয়ে এক অনবদ্য শিল্প তৈরি করেন,a masterpiece is born ❤️
    নীলাঞ্জন বাবু আমার ভীষণ ভীষণ প্রিয় শিল্পী। অর্ণব আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এই কাজটির জন্যে। আর সৌম্যদীপ, আপনার গান ঈশ্বর এর আশীর্বাদ হয়ে আমার হৃদয় ছোঁয় ❤️

  • @ASRobi-gs9bm
    @ASRobi-gs9bm Год назад +2

    বিভোর হতে সবসময় শুরির প্রয়োজন হয় না, এরকম একটা সঙ্গীতই যথেষ্ট।মন মাতাল হয়ে গেলো।

  • @itspaush
    @itspaush 3 года назад +23

    Peace❤️🌻
    This makes me realise why Suman said "...জানিনা এ পৃথিবীর ঘাতকরা গান শোনে কি না..."🌸🍃

  • @LeTiger007
    @LeTiger007 3 года назад +103

    Avadhuta Yugan Yugan Hum Yogi
    O enlightened one,
    I have been a yogi
    Avayna Jay Mitaina Kabahun, Sabad Anahat Bhogi
    In age after age,
    I neither come nor go,
    I cannot be obliterated,
    I revel in the primordial sound.
    Subhi Thor Jamat Humri, Sub Hi Thor Pur Mela
    Everywhere around me,
    I see only community,
    Everywhere, only carnival,
    Hum Sub May, Sub Hai Hum May, Hum Hai Bahuri Akela
    I am in all, all are in me,
    I am utterly alone.
    Hum Hi Sidh, Samadhi Hum Hi, Hum Mauni Hum Bole
    I am the mystic, I the illumination
    I am the wordless, I the speaker
    Rup Swarup Arup Dikhake, Hum Hi Mein Hum Toh Khelen
    I don human form, divine form,
    Sometimes I sport the formless,
    There is none but I
    Frolicking within myself.
    Kahe Kabira Jo, Suno Bhai Sadho, Nahi Na Koi Icha
    Kabir says, O wanderer,
    All desire gone,
    Apni Madhi Mein Aap Mein Dolu, Kheloon Sahaj Swa-Icha
    I dance within my own hut
    Spontaneous reveler
    Stirred only by the winds
    Of my own freedom.

  • @sampritibhattacharyya7271
    @sampritibhattacharyya7271 3 года назад +47

    First listened to him singing this in "Robir Kabir". Was fascinated. My ears feel a warm hug from the mesmerising voice of Murshidabadi, piano of Arnob and the profound work of camera.
    Kudos to the team! And also, Kokoro! Completely complete! Peace. প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি।

  • @just-an-ik
    @just-an-ik 3 года назад +15

    তপ্ত দিনের চরম ক্লান্তি শেষে বাড়ি ফিরে প্রিয় পুকুরঘাটে বসে স্বস্তির ঝিরিঝিরি বাতাস আর সাথে ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকানো আকাশের সাথে এই গান কানে বন্ধ চোখে থাকা এই সময়টা যিনি উপহার দিলেন তার জন্য ধন্যবাদ এর চাইতে বেশি কিছু থাকলো, থাকে অনেক কিছুই দেওয়া হয়না। 🖤
    এতো সুন্দর একটা মুহুর্ত তৈরি করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা 🖤

    • @rubyrastogi4217
      @rubyrastogi4217 8 дней назад

      Dukh hai ki itne dino tak mai is adbhut anubhav se vanchit tah gayi...jitni khubsurat prastuti hai utni hi sundar aap ki prashansa

  • @rajbhansaly9039
    @rajbhansaly9039 3 года назад +16

    He has achieved Saint hood! By listening Somuyadeep, one can achieve that transcendental experience! Ustad Rashid Khan will be pleased with his deciple, God bless him!

  • @srijandas8489
    @srijandas8489 3 года назад +4

    এইরকম শান্তির পরশ ভরা অনুপম গান শুনে শূন্যতার অনুভব করতে করতে কখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে, জানিনা এইরকম ভার্চুয়াল দুনিয়ায় আবেগকে প্রকাশ করা উচিত কিনা, আপনাদের জন্য আমার অনেক শুভকামনা রইলো অনেক ভালোবাসা রইলো, যেন এক সন্ত আর এক সন্তের গান গাইছে আহা

  • @swarnavodey05_official
    @swarnavodey05_official 3 года назад +3

    প্রতিদিন সকালে উঠে একবার না শুনলে কিচ্ছু ভালো লাগে না কি যে ভালো লাগা এই গানটার প্রতি ❤️

  • @GCDeb
    @GCDeb 3 года назад +6

    "হাম্ হি সিদ্ধা, সমাধি হাম্ হি"... "হাম হি মে হাম্ তো খেলে রে"😭😭😭🙏

  • @srimayeechatterjee7407
    @srimayeechatterjee7407 3 года назад +2

    একটা গান, তার সঙ্গে বুদ্ধিদীপ্ত দুই মিউজিক্যাল মাইন্ড এবং শৈল্পিক প্রেজেন্টেশন তথা লোকেশন আর cinematography.. সব মিলিয়ে ছবি আর গল্প, নিমেষে হারিয়ে যাওয়া যায়❤️ মুর্শিদ দা আর অর্ণব আমার প্রিয় দুই musician , তোমাদের জন্য অনেক শুভেচ্ছা 🎶

  • @adityasurroy2
    @adityasurroy2 3 года назад +19

    Tears flow down my eyes and I have no control over them. They can feel the pain in the song

  • @apanjanwecarewithlove1134
    @apanjanwecarewithlove1134 3 года назад +3

    Bhese cholechi...hariyea jachi...kokhono kende cholechi...shanto kore rakhar bodole ami part e part e bhag hoyea jachi jeno.....kudos....team....
    Ki jeno boltam...onk kichu boltam...sob olot palot hoyea jacheee...

  • @mezbahmorshed6333
    @mezbahmorshed6333 3 года назад +12

    অসাধারণ দাদা,আর অসাধারণ ভয়েস,জাস্ট লাইটটা অফ করলাম,আর জ্যোৎস্নার আলো রুমের প্রবেশ,গানের কথাগুলা রুম ভরিয়ে দিলো,ভালবাসা💖💖

  • @SovaMukherjee-g5b
    @SovaMukherjee-g5b 7 месяцев назад +1

    হৃদয়ে যেন পদ্ম ফুল ফুটছে…

  • @fozlarabbi568
    @fozlarabbi568 3 года назад +2

    গান টা কোন এক আসরে নির্জন রাত্রির কোলে বসে আপনার মুখে শুনতে পারতাম যদি!

  • @khapasuvs2973
    @khapasuvs2973 3 года назад +1

    দিনের যে কোন সময়ে ধ্যান শুরু করার জন্য এটি যথেষ্ট।

  • @ShekharSircar
    @ShekharSircar 4 месяца назад +1

    listening again and again and feeling less wearisome and like a feather floating .

  • @geetabhatt5779
    @geetabhatt5779 3 года назад +1

    सोचा नही था कि कुमार गान्धव से भी इस कबीरदास जी को कोई और इतना उपर उठा सकता है, आप सबको प्रणाम । अति अदभुत !!!🙏🙏सौम्य दिप आप रम जाते है, सच्चे अर्थों में कलाकार हैं ।🙏

  • @prokashmaitra5894
    @prokashmaitra5894 3 года назад +2

    এত অসাধারণ কাজ। পাশাপাশি কবিরের কথা। সবমিলে একটা আলাদা আমেজ তৈরি করে রেখেছে। বারবার শুধু শুনেই যাচ্ছি...

  • @manishasarkar1520
    @manishasarkar1520 3 года назад +5

    One of my friends sent me this song yesterday. I have been hearing this continuously from that time!i have never cried before while listening to songs.when i had seen people crying while listening to any songs or kirtan before,i would be surprised!now i understand, why they would cry!masterpiece! Splendid indeed❤️

  • @debalinachakraborty9587
    @debalinachakraborty9587 3 года назад +2

    কতটা গভীরতা থাকলে এরম পরিবেশনা হয় ❤️

  • @huzans17
    @huzans17 3 года назад +3

    তোমার গলায় জাদু আছে দাদা। দারুন গাও তুমি।

  • @fairuzibnat6374
    @fairuzibnat6374 3 года назад +18

    মনটা শান্ত করার জন্য এটা দরকার ছিলো খুব। ধন্যবাদ।

  • @sohorab_Dec08
    @sohorab_Dec08 3 года назад +2

    আপ্লুত ও মুগ্ধ হয়ে কোথায় যেন নিজেকে খুঁজে পেলাম

  • @parthapratimsarma795
    @parthapratimsarma795 3 года назад +2

    Hello sir, mai Assam se huu
    Mai aaj eise hi kuch Rabindra Sangeet sun rha tha... Suddenly I found you🙏🙏
    Aapka fan ban gya maii🙏
    Keep it up sir❤️❤️❤️❤️❤️🙏

  • @dhanashreedate660
    @dhanashreedate660 2 года назад +3

    I have been living in Japan for 22 years and I love how you have captured all beautiful Japanese things. ❤
    Beautiful voice of course 🎶

  • @arunimamukherjee9627
    @arunimamukherjee9627 3 года назад +4

    😍😍😍😍😍😍 বছর শেষের পাওনা । অনেকদিন ধরে অপেক্ষায় ছিলাম।

  • @tanupamnaru5561
    @tanupamnaru5561 3 года назад +3

    আমি হারিয়ে গেলাম❤️
    স্বর্গীয় অনুভূতি 🙏
    Soumyadeep m so lucky যে তোমার কাছে বসে গান শোনার বেশ কটা সুযোগ হয়েছিল।❤️
    পুরো টিম এর জন্য অভিনন্দন 🙏

  • @rupaktiary
    @rupaktiary 3 года назад +58

    Darun laglo ❤️

  • @shuvabratasingha
    @shuvabratasingha 3 года назад +3

    আরো এমন কিছু চাই...
    সৌম্যদীপ আর অর্ণব দা ❤

  • @VinayKumar-ny8tv
    @VinayKumar-ny8tv 3 года назад +3

    Arnob da an Soumyadeep da stop playing with my heart. Today's the 17th night , I can't stop myself listening this song before sleep.😚☺️

  • @pratimadas8314
    @pratimadas8314 3 года назад +9

    অসাধারণ ❤️
    বাংলা য় লিরিক্স টা আপলোড করলে খুশি হতাম ❤️

  • @sumanbhowmick8
    @sumanbhowmick8 3 года назад +1

    আহাঃ শান্তি....!
    এতো অশান্তির মধ্যে তোমরা এক চিলতে শান্তির ছায়া দিলে....!

  • @omkaarmusic
    @omkaarmusic 3 года назад +1

    कहे कबीरा जो सुनो भाई साधो
    नाहीं ना कोई इच्छा
    अपनी मढ़ी में आप मैं डोलूं
    खेलूं सहज स्वइच्छा
    अवधूता, युगन युगन हम योगी,
    Masterpiece.🖤

  • @rajibashraf
    @rajibashraf 3 года назад +5

    মুগ্ধ! মন্ত্রমুগ্ধ!

  • @prokashmaitra7005
    @prokashmaitra7005 3 года назад +1

    যতবার শুনি মন শান্ত হয়ে যায়। শূণ্য মনে হয়। সব শূণ্য মনে হয়...

  • @softhunterdevil
    @softhunterdevil 3 года назад +3

    Kabir Song with Japanese picturization !! Oshadharon :)

  • @tushardas9825
    @tushardas9825 3 года назад +1

    Tomar Gaan sob somoi amake mantramugdho kore..... Eta o osadharon 🙏🙏

  • @flyingpilots
    @flyingpilots 5 месяцев назад +1

    Just beautiful and heart touching
    Amazing well sung this left me speechless. Thanks a million for sharing

  • @dollysingh1469
    @dollysingh1469 3 года назад +2

    It's hard to express how much it has touched my heart!
    And while searching for Kabir's lines on the internet day and night it just came to me and while listening, I realized the essence of Kabir. This made me feel as if Kabir is a small world in some corner of my house in this chaotic life, from which Kabir is constantly giving his lessons like a chirping bird. Thank you for singing this with so much purity.❤️😁😍🙏🏼

  • @transcendent4640
    @transcendent4640 3 года назад +1

    হৃদয়টা পরিশুদ্ধ করে দেওয়ার মতো পুরো ব্যাপারটা।

  • @hisham2854
    @hisham2854 2 года назад +1

    কোক স্টুডিও শুনে আসলাম। বিমোহিত হলাম। ধন্যবাদ নিবেন।

  • @tanzinahosenchoity3045
    @tanzinahosenchoity3045 3 года назад +2

    মনের আরাম! আহা! সৌম্যদীপ ভালোবাসা জেনো।
    kudos to the team. Music and cinematography just mind-blowing.

  • @udaydebnath1997
    @udaydebnath1997 3 года назад +4

    এক বছরের অপেক্ষার অবসান.. ধন্যবাদ ❤️🙏

  • @AnirudhhaChakraborty
    @AnirudhhaChakraborty 8 месяцев назад

    And if i talk about this perticular song,
    man!! What a song..❤❤❤❤
    Like sant kabir is still alive and writing songs...

  • @suhanislibrary4958
    @suhanislibrary4958 3 года назад +5

    Transcends the mortal plane.. Beautiful.. Beyond words

  • @arunhembram1859
    @arunhembram1859 3 года назад +1

    That is what we want. Not only meet our expectations but you surpass them.

  • @jaygee7946
    @jaygee7946 3 года назад +1

    Ki advut Sundor, Nilanjan er world wide naam hoya uchit.❤️❤️❤️❤️❤️

  • @arunavachakraborty9634
    @arunavachakraborty9634 3 года назад +5

    শান্ত হয়ে গেলাম ❤️🙏💙

  • @deshirongbaaz5836
    @deshirongbaaz5836 3 года назад +1

    এ রকম সঙ্গীত অনেক সাধনার পর জন্মায়। সালাম!

  • @thewanderersmonologue8705
    @thewanderersmonologue8705 3 года назад

    Such beauty has only come from the ONENESS with the weaver. Hope we all merge into this & never come back in the mundane for the mundane.

  • @ShashWatt13
    @ShashWatt13 3 года назад +3

    left this world for a moment... Thank you...

  • @agnijeetamajumder4226
    @agnijeetamajumder4226 3 года назад +12

    The depth in the voice is mesmerizing and so fulfilling. What a beautiful song to start the year with ! ❤️

  • @rogerbrown2552
    @rogerbrown2552 3 года назад +3

    Please restore chadariya jiini, missing it badly.
    Hit like if you are also same by dada!

  • @sahajada22
    @sahajada22 3 года назад +4

    শান্তি নেমে আসুক

  • @mithiladasroy
    @mithiladasroy 3 года назад +7

    This music is absolutely a healer. Bring such a peace. Thank you for the wonderful rendition. Please please make more music like this.

  • @observer1330
    @observer1330 2 года назад +1

    I listened this song more than 100 times. What about you? It brings me insight. When you know about the ultimate truth that you don’t exist at all, all desire get collapsed at that moment.

  • @MrSleepyPanda
    @MrSleepyPanda 3 года назад +4

    One of the most beautiful songs have heard in the year 2021

  • @indranildutta9545
    @indranildutta9545 3 года назад

    Uff, Soumya aar Arnob'r judi...knadiye dile bhai...oshadharon hoyecche eTa...kotha hobe na

  • @LeTiger007
    @LeTiger007 3 года назад +3

    Touch my heart
    We really want more song like this

  • @sumithalder653
    @sumithalder653 3 года назад

    আমি যত বার ই গান টা চালায়,, একবারও পুরো ভিডিও টি দেখতে পারি না,, কখন যে চোখ বন্ধ হয়ে যায়,, আর শুধু শুনে যায়❤️❤️🥰🥰
    অসাধারন হয়েছে,,❤️❤️ Soumyadeep দা,, তোমার অনেক বড় ভক্ত আমি,,,ভালোবাসা নিও❤️❤️

  • @joshiyashn
    @joshiyashn 2 года назад

    Aapke jo bhi informal aur live music hote hai wo dil ko chhu jate hai... Alag hi energy hoti hai usme aur sunte hue andar bhi wo energy ka avirbhav kar jate hai.. Lagta hai jese andar kuchh samay ke liye koi space elevate ho gayi...

  • @sagarikabanerjee6061
    @sagarikabanerjee6061 3 года назад +3

    Let's celebrate this incredible masterpiece. 🎉 Ullass ! Maa Swaraswati always bless you.

  • @ronslite8125
    @ronslite8125 Год назад

    Moddhu raat e Chader upor halka batash e song ta shune Hiridoy ta vore gelo 💘
    Love This💞

  • @fluid2326
    @fluid2326 Год назад

    Aha chokh fete jol elo ja kichu harirachi tar dukhho volar noi kintu monta santi pelo.

  • @diptarka100
    @diptarka100 3 года назад +2

    its so good it hurts! Cheers to the makers of this project! Khub Khub bhalo hok apnader!

  • @abby_ab_BanicK
    @abby_ab_BanicK 3 года назад +5

    can't put my emotion in words... a masterpiece beyond the ages, lots of love to you all

  • @Dinesh-be5ew
    @Dinesh-be5ew 3 года назад +5

    " হাম্ হি সিদ্ধা , সমাধি হাম্ হি "... "হাম হি মে হাম্ তো খেলে রে"😌😌🙏🙏🙏

  • @RakibsCSE
    @RakibsCSE 3 года назад +1

    Soumya greatly done.. Arnob da hariye jaoni...ar jabeo na...Peaceful

  • @chandranidutta7747
    @chandranidutta7747 3 года назад +3

    I know this place, i recognised it in one look. Kukro ? Japanese studio and owner of this is the guy who is holding the paintings. He was my fb friend year back. My Fav Arnob is here and vocalist is amazing. Loved the creation.

  • @debarindam
    @debarindam 3 года назад +2

    I start my day listening to this song. ❤️💖💕💝💞💙💜💛💚

  • @amitavbarai8732
    @amitavbarai8732 3 года назад +1

    চমৎকার সুর, সংগীত।
    তবে এর সাথে ভিডিও টার লাইট এবং কম্পোজিশন দারুণ লাগলো।

  • @MahmudulHKajal
    @MahmudulHKajal 2 года назад +3

    After listening coke studio bangla songs i'm here.

  • @manikshamik
    @manikshamik 3 года назад +3

    The Goosebumps says it all.

  • @koli4643
    @koli4643 3 года назад +1

    অসাধারণ । আমার তোমার গান খুব ভালো লাগে । সামনে থেকে কোনো দিন শুনতে পারলে আর ও ভালো লাগবে ।।🙏🙏

  • @lightofmind9258
    @lightofmind9258 3 года назад +2

    এমন শৈল্পিক গরিমাতে সমৃদ্ধ ভিডিও বহুদিন বাদে দেখলাম।

  • @arundhatibhattacharjee2168
    @arundhatibhattacharjee2168 3 года назад +6

    Soul touching!!! Listening again and again. The piano tunes and the vocalist! Such depth and pathos in his voice!!!! Waiting for more such renditions.❤️

  • @suchismitasingha476
    @suchismitasingha476 3 года назад +1

    First look দেখেছিলাম ঠিক এক বছর আগে। তখন থেকেই অপেক্ষায় ছিলাম। নতুন বছরের বিরাট প্রাপ্তি এই গান। ভালো হোক,শুভ হোক সবকিছু ❤️❤️❤️❤️

  • @manasishah5296
    @manasishah5296 3 года назад +2

    I find solace in this song... It's like his voice hugs me and all my problems melt away.. Thank you so much.. God bless you

  • @smmorshedju
    @smmorshedju 3 года назад +1

    কী গভীর! কতটা শ্রুতিমধুর!

  • @sagnikmahata2569
    @sagnikmahata2569 3 года назад +1

    এরকম মন শান্ত করা গান বহুকাল পরে শুনলাম ♥️

  • @shubhadip173
    @shubhadip173 3 года назад

    অসামান্য নিস্তরঙ্গতা ছড়িয়ে আছে সারা গান টা ও ভিডিওটি জুড়ে। অনবদ্য

  • @ryaannibir1880
    @ryaannibir1880 3 года назад +4

    Why I'm crying don’t know...

  • @soumitdutta1333
    @soumitdutta1333 3 года назад +6

    Keep exploring music, just don't forget to share with us dada

  • @AnirudhhaChakraborty
    @AnirudhhaChakraborty 8 месяцев назад

    I listen to you all the time these days...you have been my addiction...like,
    whatever i do
    I listen to you

  • @imamin8298
    @imamin8298 3 года назад

    কিছুক্ষনের জন্য নিজেকে হারিয়ে
    ফেলেছিলাম।আহ্ কি শান্তি!

  • @lamiamohamed5469
    @lamiamohamed5469 3 года назад +3

    Creativity
    Your voice is beautiful and the playing is wonderful👍🏼

  • @dinarhassan1419
    @dinarhassan1419 3 года назад

    Aha! Proper justification to the lyrics. No words can express the depth of the lyrics of Saint Kabir Das. The voice, the composition,, the visual - perfect blend. Just speechless.

  • @abhijeetsharma5176
    @abhijeetsharma5176 3 года назад +1

    There is a kind of overwhelming silence in this song. 🙏❤

  • @azbablu1118
    @azbablu1118 8 месяцев назад

    You are really Genius man.what a voice, what a choice of song. ❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prikanjusardar7641
    @prikanjusardar7641 3 года назад

    মন ছুঁয়ে গেলো মুর্শিদ দা....
    বার বার শুনতে মন চাই.... ❣️❣️

  • @riturajghosh5423
    @riturajghosh5423 3 года назад

    I am listening to this song for the past 4 days and I just can't stop listening to this song.

  • @Seahorse84
    @Seahorse84 3 года назад

    Eta ekta epic song ar epic singing, bar bar suni