শবনম মুশতারী স্মৃতিশক্তি হারিয়েছেন /শয্যাশায়ী একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীতশিল্পী / Shabnam Mustari

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 526

  • @bushrachannel
    @bushrachannel  Год назад +38

    সংগীতশিল্পী শবনম মুশতারী শয্যাশায়ী
    কেউ খোঁজ রাখে না
    Singer Shabnam Mustari Biography
    Shabnam Mushtari has lost memory / Ekushey Medalist Nazrul Musician

    • @md.emdadullah57
      @md.emdadullah57 Год назад +8

      ছেলে বিদেশে বসবাস করছেন এবং মেয়ে দেশেই বসবাস করছেন এবং সেটা এই ঢাকাতেই। আপনার অনেক তথ্য ভুল এবং অসম্পূর্ণ।

    • @FauziaZebunnesa
      @FauziaZebunnesa Год назад +9

      Her children should take care of her.

    • @khokonmimikhan2658
      @khokonmimikhan2658 Год назад

      @@FauziaZebunnesaসব সন্তানেরা কুলাঙ্গার হয়। পিতামাতার ন্যায্য হকটুকু দেয় না।

    • @mabdulhai788
      @mabdulhai788 Год назад +4

      Can anybody tell about her house number in Baridhara DOHS ???

    • @staywithsheuli
      @staywithsheuli Год назад +3

      তারাতাড়ি সুস্থ তা কামনা করছি আমাদের প্রিয় নজরুল সংগীত শিল্পী আপু র। আমি অনেক গান আপনার সুরে আজও হারমোনিয়ামে তুলি।

  • @lonelyglace5207
    @lonelyglace5207 11 месяцев назад +5

    অসাধারণ এক শিল্পি। আমি একসময় পাগলের মতো গান উপভোগ করতাম। আজ সুর আর সংগীত থেকে দূরে। তবুও সূরের মূর্ছনা আমাকে বিমোহিত করে।
    আল্লাহ তায়ালার বিচিত্র এ পৃথিবী। প্রতিটি মানুষের উত্থান পতন এবং ধ্বংস আছে। সকলের উচিৎ আখেরাতের জন্য কিছু জমা করা।
    আল্লাহ তায়ালা সকলকে আখেরাতের কল্যাণ দান করুন।

  • @rokshanabari5472
    @rokshanabari5472 10 месяцев назад +1

    Beautiful 👌 Singer ,we are feeling .God blessing .

  • @subhromon3576
    @subhromon3576 Год назад +100

    এভাবেই একদিন
    জীবনের সব রং শুকিয়ে যায়
    সব জৌলুশ হারিয়ে যায়
    সেই চিরন্তন মহাকালের গহ্বরে তলিয়ে যায়।
    এইটাই জীবনের শেষ পরিণতি।
    শান্তিময় হোক সেই জীবন।

    • @mahmudashams3856
      @mahmudashams3856 Год назад +4

      সবাই সেই দিকে এগিয়ে যায়!!!!!!!

  • @motiurrhaman1882
    @motiurrhaman1882 Год назад +63

    কত সুন্দর কন্ঠের অধিকারী ছিলেন এই মহান শিল্পী। আল্লাহ যেন তাকে আরোগ্য করে দেন এই দোয়া করি।

  • @shaheedsarwer1163
    @shaheedsarwer1163 Год назад +43

    শক্তির দম্ভ, সম্পদের দম্ভ,শিক্ষার দম্ভ, ক্ষমতার দম্ভ,,,খুব ক্ষনিকের জন্য,,, আমরা অনেক অসহায়,, আমরা অনেক দুর্বল ভাবে তৈরি,,, ইয়া আল্লাহ সবাই কে মাফ করে দাও,,,তার জীবনও কবি নজরুলের মতো হলো!!!

  • @sultanahossain6419
    @sultanahossain6419 Год назад +18

    আমার প্রিয় নজরুল সংগীত শিল্পী। অসাধারণ কণ্ঠের অধিকারী। আল্লাহ তাঁকে সুস্থ করে দিন। হায়াত বৃদ্ধি করুন।

  • @gopasarkar3683
    @gopasarkar3683 6 месяцев назад +1

    খুব কষ্ট পেলাম। ঈশ্বরের অন্তত লীলা।এটাও তাঁর লীলা র অংশ। এ কেমন লীলা ।শরনম মুশতারী সবাই কে গান শুনিয়ে কত আনন্দ দিয়েছেন। আমার খুব প্রিয় শিল্পী। নজরুল সঙ্গীত ওনার কন্ঠে কি মধুর লাগে মুগ্ধ হই। আমি ওনার আরোগ্য কামনা করি।

  • @ahmedsorif797
    @ahmedsorif797 Год назад +56

    গানই শিল্পীর পরিচয়। একজন উঁচু মাপের মহান শিল্পী। তাঁর আশু রোগমু্ক্তি, সুস্থ ও স্বাভাবিক জীবন কামনা করি।

  • @ayrinparvin5391
    @ayrinparvin5391 Год назад +52

    খুবই দুঃখজনক। তিনি একজন বড়মাপের শিল্পীও ভালো মানুষ।দোয়া করি আপা যেন সুস্থ হয়ে যান।

  • @Sandy-tw8ru
    @Sandy-tw8ru Год назад +35

    😢😢😢❤️ প্রিয় নজরুল গীতি শিল্পী শবনম মুস্তারির আরোগ্য কামনা করছি।

  • @HoneyMoon-sj3pw
    @HoneyMoon-sj3pw Год назад +44

    আল্লাহ পাক মানুষ ও জ্বীন কে সৃস্টি করেছেন,,,তার ইবাদত এর জন্য। আর মৃত্যুর পরেই আসল জীবন,,,সব হিসাব নেয়া হবে,,, ইনশাআল্লাহ। আমিন সুম্মা আমিন।

  • @shakib3209
    @shakib3209 Год назад +7

    আল্লাহ যেন এই মহান শিল্পিকে দ্রুত সুস্থতা দান করেন।

  • @rubyislam1730
    @rubyislam1730 Год назад +14

    একজন নন্দিত শিল্পী। আজ একা।হারিয়ে যাচ্ছে একে একে। এরা আর ফিরে আসবেনা। শিলপির হৃদয় ছোয়া গান গুলো উপহার দেওয়ার জন্য bushra channel কে ধন্যবাদ।

  • @mahabubalam3304
    @mahabubalam3304 Год назад

    খুবই মর্মাহত হলাম। এমন একজন গুণী নজরুল সংগীত শিল্পী এই অসুস্থ মুহূর্তে বড়ই একা। নজরুল নয় অন্য পরিচয় থাকলে হয়তো এটা হতোনা। ওনার সুস্থতা কামনা করছি।

  • @kaniznaznin1249
    @kaniznaznin1249 Год назад +20

    কত প্রিয় একজন শিল্পী। মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুন।

  • @MahabubAlam-pe7tl
    @MahabubAlam-pe7tl Год назад +6

    শবনম মুস্তারী, নজরুল সংগীতের এক অনন্য প্রতিভাময়ী শিল্পী, তার কন্ঠের তুলনা সে নিজেই,। সে অতুলনীয় বিশেষ করে নজরুল সংগীতে!! তাঁর রোগমুক্তি কামনা করছি।

  • @mdreju1581
    @mdreju1581 Год назад +7

    ❤ হে আল্লাহ উনাকে তুমি সুস্থতা নসীব করিও, ছোট বেলায় উনার অনেক নজরুল গীতি শূনতাম বিটিতে❤

  • @aminaasha9587
    @aminaasha9587 11 месяцев назад

    ❤❤❤😂😂😂প্রিয় গুণি অসাধারণ কন্ঠের অধিকারী এই শিল্পীর আরোগ্য কামনা করছি।

  • @khalilnabi9229
    @khalilnabi9229 Год назад +17

    আমার অতি প্রিয় শিল্পীর বর্তমান অবস্থা জেনে খুব কষ্ট হচ্ছে। মহান মালিক তাঁকে পূর্ণ সুস্থ করে দিন ও শান্তি তে রাখুন। আমীন।

  • @monayemkhan4758
    @monayemkhan4758 Год назад +16

    জাতীয় একটি প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে প্রথমবার দেখা পাই কিংবদন্তী্ কণ্ঠশিল্পী শবনম আপার। অত্যন্ত অয়ামিক মানুষ। অসাধারণ কণ্ঠের অধিকারিণী। আল্লাহ্‌ আপনাকে সুস্থতা দান করুক। আমীন।

  • @FarzanaAkter-ob2zp
    @FarzanaAkter-ob2zp 2 месяца назад

    অসম্ভব প্রিয় একজন শিল্পী 😭😭😭😭।ছোটবেলা থেকে উনার গান শুনে বড় হয়েছি।খুব ইচ্ছা করছে একবার যদি আপনাকে দেখতে পেতাম!!!!দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ করে দিন 🤲

  • @mdabulkalamazad2446
    @mdabulkalamazad2446 Год назад +3

    এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। মহান আল্লাহ এ গুণী শিল্পীকে মাফ করুন, রহম করুন।

  • @nicemelody3314
    @nicemelody3314 Год назад +1

    বেশ ভালো একটি শক্ট খেলাম। শবনম মুসতারী আমার প্রিয় একজন শীল্পি, নেটের মধ্যে আমি অনেক খুজেছি তার এলবাম কিন্তু খুব ভালো রেকর্ডিং পাই নাই। যাহোক আমি আশু রোগমুক্তি কামনা করছি এই প্রিয় শীল্পির।ধন্যবাদ।

  • @mahafuzaakterronee1312
    @mahafuzaakterronee1312 Год назад +3

    খুব ভালো লাগতো তাঁকে। আল্লাহ পাক তাঁকে সুস্থ করে দিন। ফি আমানিল্লাহ্।

  • @soraadriana2721
    @soraadriana2721 Год назад +31

    উনাকে দেখে কাজী নজরুল ইসলামের জীবনের শেষ দিন গুলোর কথাই মনে পড়ে যাচ্ছে।

  • @sharminshabnam3902
    @sharminshabnam3902 Год назад +6

    শবনম মুশতারী আমার সবচেয়ে প্রিয় এবং ভালবাসার একজন শিল্পী। অনেকদিন ধরে আমি তাঁর কথা মনে করছি আর খুঁজেছি তাঁকে বিভিন্ন চ্যানেলে... কারণ কোনোরকম সংবাদ পাইনি তাঁর! ভেবেছি শুধু, কোথায় হারিয়ে গেলেন আমার প্রিয় শিল্পী!
    আজই হঠাৎ ইউটিউবে তাঁর এই অসুস্হতা এবং সঙ্গীতাঙ্গনে অনুপস্হিতির কারণ জানতে পারলাম। জেনে খুব কষ্ট পাচ্ছি।
    মন থেকে দোয়া করছি, মহান আল্লাহ্ যেন এই গুণী শিল্পীর প্রতি রহমত দান করেন, তাঁকে যেন সুস্হতা দান করেন। আমীন।

  • @nasimaakter3145
    @nasimaakter3145 Год назад

    শ্রদ্ধা শবনম আপার প্রতি-!সুস্হতা কামনা করি--!!
    সব মানুষের জন্যই এমন একটা দিন অপেক্ষমান....
    শুধু আগে ও পরে!!
    সুস্হতা কামনা করছি!!

  • @hossainasma646
    @hossainasma646 Год назад +39

    উনি আমার অনেক প্রিয় নজরুল সংগীত শিল্পী। মহান আল্লাহ তায়ালা তাঁকে সুস্থ করে দেন।

  • @arjusultana2925
    @arjusultana2925 Год назад +7

    ভিসন প্রিয় শিল্পী উনি আমার,,ভক্তিপুর্ন ভালবাসা শ্রদ্ধা স্মমান তার প্রতি,, তার রোগ মুক্তি কামনা করছি, গানের পাখি আবারো জেগে উঠুক শুভ কামনা ❤️❤️🥰🥰

  • @lailanoor1252
    @lailanoor1252 Год назад

    এক একটা গান এক একটা শিল্প।এগুলোকে বলে বাংলার গান।আল্লাহ উনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন আমীন।

  • @FSBobby
    @FSBobby Год назад +1

    উনার গান,ব্যক্তিত্ব, সৌন্দর্য সব মিলিয়ে ওনাকে অনেক ভালো লাগতো... উনার অসুস্হতার কথা শুনে খুব খারাপ লাগছে...আল্লাহ উনাকে সূস্হ করে দিন

  • @ahammadali534
    @ahammadali534 Год назад +14

    ধন্যবাদ বুশরা চেনেলের প্রতিবেদককে আমার প্রিয় একজন গুনী শিল্পীর বর্তমান পরিস্থিতির অবস্থা আমাদেরকে জানানোর জন্য, দোয়া ছাড়া কিছুই দিতে পারবো না,আল্লাহ যেন তাকে মাফ দেন

  • @smartfashionworld9988
    @smartfashionworld9988 Год назад +4

    শ্রদ্ধেয় শিল্পী আমার নিজ উপজেলা র বাসিন্দা।তিনি গুনী ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী। অনেক শ্রদ্ধা, ভালোবাসা নিবেদন করছি। তিনি সমগ্র বাংলাদেশের গর্ব ও নজরুল গীতির জন্য নিদর্শন হয়ে থাকবে।স্রষ্টার নিকটে শিল্পীর সুস্বাস্থ্য কামনা করছি।

  • @xavierdas32
    @xavierdas32 Год назад +3

    আমার প্রিয় শিল্পী। সরকার যেন তাঁর চিকিৎসার জন্য এগিয়ে আসেন এই অনুরোধ করছি।

  • @motivate_me_now247
    @motivate_me_now247 Год назад +2

    এক সময় শবনম মুশতারির গান শুনতাম পাগলের মত। আজ সেই শিল্পী নিয়তির কাছে বড় অসহায়। আমি মহান আল্লাহর কাছে এই মহীয়সী নারীর রোগমুক্তি কামনা করি।

  • @baharullah5070
    @baharullah5070 Год назад +12

    তিনি একজন সেরা নজরুল সঙ্গীত শিল্পী। তাঁর জন্য দোয়া রহিলো। মহান আল্লাহ পাক উনাকে নেক হায়াত দরাজ করুন এবং সুস্থ করে দিন। তিনি আমার প্রিয় শিল্পী।

  • @meleshahinasultanamele3523
    @meleshahinasultanamele3523 Год назад +1

    অনেক ভালো শিল্পী। আল্লাহ আপনাকে সুস্থ করে দিক।আমিন।

  • @shahnazmoin8797
    @shahnazmoin8797 Год назад +1

    অসাধারণ গলার সাথে তুলনাহীন গায়কি ছিল রাকা আপার। যে গানগুলোই গেয়েছেন,গানগুলো তাঁর হয়ে গেছে। একে ছাপিয়ে যাওয়া কারো পক্ষে সম্ভব হয়নি! আল্লাহ তালা তাঁর সহায় হোন। 🙏

  • @sheikhmoazzemhossain7579
    @sheikhmoazzemhossain7579 Год назад +7

    আল্লাহর অশেষ কৃপা ছাড়া কারও ভাগ‍্যে এত সুমধুর কন্ঠের অধিকারী হওয়া সম্ভব না। কিছু দিন থেকে তার সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম, ঠিক এ সময়েই এই ভিডিও টা পেলাম। ধন্যবাদ। আল্লাহ্ তাকে সুস্থ করুন এই কামনা করি। তিনি নজরুল গীতির অদ্বিতীয় উচু মাপের শিল্পী।

  • @roopjalalshah1148
    @roopjalalshah1148 Год назад

    ভুলেই গিয়েছিলাম! আজ তাঁকে এ অবস্থায় দেখে বড় স্মৃতিকাতর হয়ে পড়েছি । খুব কষ্ট লাগছে । প্রতিবেদনের জন্য ধন্যবাদ ।

  • @momtajbegum4157
    @momtajbegum4157 Год назад

    আমার খুব ই পছন্দের একজন শিল্পী, তাঁর গানের মাঝে এমন কিছু লুকিয়ে থাকত যা শুনলে সত্যি ভালো লাগায় মন ভরিয়ে দিত।আল্লাহ উনার সুস্থতা দান করুন।

  • @sreelekhachatterjee3320
    @sreelekhachatterjee3320 Год назад +7

    আহা কি সুন্দর গানের গলা ছিল।। চোখের জল ধরে রাখতে পারছিনা। কত কষ্ট। ঠাকুর ওনাকে শীঘ্রই সুস্থ করে দিন। উনি ভালো থাকুন।🙏🙏

  • @fazlurrahman5281
    @fazlurrahman5281 6 месяцев назад +1

    লাইলি তোমার এসেছে ফিরিয়া - গানের জন্য শবনম মুশতারিকে আমার সালাম ও ভালোবাসা।

  • @itzmergaming273
    @itzmergaming273 Год назад

    অসাধারণ প্রতিবেদন আপু,এই প্রতিভাবান শিল্পীর রোগমুক্তি কামনা করি।

  • @md.shurojmiah2287
    @md.shurojmiah2287 Год назад +14

    পৃথিবীতে যা কিছুই হয় সব কিছুই সৃষ্টি কর্তা আল্লাহর ইচ্ছা অনুসারে হয় ,শবনম মসতারির প্রতি আমার শুভ কামনা রইল ৷

    • @rokeyabegum3863
      @rokeyabegum3863 5 месяцев назад

      Sab Allah r icchai hoy tu doctor er kacche jao keno?

  • @yesminsultana1037
    @yesminsultana1037 Год назад +2

    আমি, নজরুন ভক্ত,
    আমি ও ছোট থেকে নজরুল সংগীত গেয়ে বড় হওয়া।
    আমি শবনম মুশতারী র অনেক অনেক ভক্ত।
    উনার কথা শুনেছি যখন তখন থেকেই
    চোখ ভিজে যায়।।আপার জন্য অনেক
    দোয়া।

  • @lailaferdous3097
    @lailaferdous3097 Год назад +9

    খুব প্রিয় শিল্পী। অসাধারণ ভালো গাইতেন। উনার জন্য প্রাণ ভরে দোয়া করছি। আল্লাহ যেন উনাকে সম্পূর্ণ সুস্থ্য করে দেন।

  • @akramhossain1553
    @akramhossain1553 Год назад +14

    একজন মহান সংগীত শিল্পী, আল্লাহ আপনার মংগল করুন, আমিন

  • @nishimoni1378
    @nishimoni1378 Год назад

    আহারে, এত গুনী একজন শিল্পী আল্লাহ উনাকে ভাল করুম।

  • @abdullahbabu6303
    @abdullahbabu6303 Год назад +16

    খুবই দুঃখজনক, অনেক বড় মাপের গুনী শিল্পী । আল্লাহ ওনাকে সুস্থ করুন এই দোয়া করি ।

  • @dr.abdurrazzaquekhan3665
    @dr.abdurrazzaquekhan3665 Год назад +7

    বাল্যকাল থেকেই এই মহান শিল্পীর গান শুনে বড় হয়েছি।আমার এই প্রিয় শিল্পীর আশু আরোগ্য কামনা করছি। মহান সৃষ্টিকর্তা উনাকে শেফা দান করুন। আমিন। ছুম্মা আমিন 🤲🤲🤲।

  • @arifulhaque7628
    @arifulhaque7628 Год назад +7

    খুব খারাপ লাগলো। আল্লাহ উনাকে হেফাজত করুন এবং শীঘ্রই সুস্থতা দান করুন।

  • @rokeyatalukder4228
    @rokeyatalukder4228 Год назад +2

    Priyo priyo manush r priyo Shilpi.
    Khub khub kharap lagey evhabey dekhtey 😢. From USA ❤.

  • @parveenbegum2562
    @parveenbegum2562 Год назад +5

    আপু আমার অনেক প্রিয় নজরুল কণ্ঠ শিল্পী , আল্লাহ আপুকে সুস্থ করেদেন দোয়া করি

  • @nasimaakhterratna414
    @nasimaakhterratna414 Год назад +2

    খুব কান্না পেল, প্রিয় শিল্পীকে আল্লাহ যেন সুস্থ করে দেন।

  • @rehenarabbani
    @rehenarabbani 10 месяцев назад

    অসাধারণ শিল্পী
    ওনার জন্য দোওয়া রইলো

  • @puspogupta8912
    @puspogupta8912 Год назад +4

    খুবই দুঃখ জনক।ওনার গান খুব মিস করি।ওনার দ্রুত সুস্থতা কামনা করি। আবার ওনার কণ্ঠে গান শুনতে চাই।

  • @sharminiabbasi2511
    @sharminiabbasi2511 Год назад +1

    আন্টি আললাহ পাক আপনাকে দ্রুত সুস্থ করে দেন। কত যে ভালোবাসি আপনাকে। আর আপনার অতুলনীয় সংগীত। কেদে ফেললাম😊

  • @sarahjee100
    @sarahjee100 Год назад +15

    I like her singing so much. She is one of the best Nazrul Giti singer. May Allah give her shifa.

  • @tanjiba0312
    @tanjiba0312 Год назад

    Shabnam Mushtari dekhte kotooo shunduri Chilen... ki j valo lagto ta k... Allah paak Una k shusthota r Nek hayat daan koruk...❤

  • @ashokmukherjee2240
    @ashokmukherjee2240 Год назад

    কি অপূর্ব গান। ফিরোজা বেগম-এর গান মনে করিয়ে দিল। এখন তাঁর অবস্থা জেনে বড় দুঃখ পেলাম।

  • @sayedhossain7845
    @sayedhossain7845 Год назад +3

    আল্লাহ্ পাকের কাছে সবাই দোয়া করবেন যেন উনাকে ক্ষমাকরে বেহেশত নসীব করেন।
    ছোটবেলায় উনাকে অনেক দেখেছি
    আমার মনে হয় উনি খুবই ভাল মানুষ।

    • @rezinalinu3976
      @rezinalinu3976 Год назад

      উনি তো বেঁচে আছেন, বেহেশত নসীব কেন করবেন জীবিত মানুষকে?

  • @snigdhachakraborty1930
    @snigdhachakraborty1930 Год назад +58

    শিল্পীর ছেলে মেয়ে কোথায় আছেন? দয়া করে মায়ের কাছাকাছি থাকুন। আপনাদের মা একজন অসাধারণ মা আর শিল্পী। আমাদের দেশের অহংকার।

    • @rumatamanna1386
      @rumatamanna1386 Год назад

      মা ও মানুষ , দোষ থাকতেই পারে ,তারপর ও মায়ের বিকল্প নাই,, না থাকলে বুঝতে পারবে।

    • @shamarukhmahjabeen3383
      @shamarukhmahjabeen3383 Год назад +1

      আমরা কাছাকাছিই আছি. তিনি তার বোনের সাথে আছেন।

    • @shamarukhmahjabeen3383
      @shamarukhmahjabeen3383 Год назад

      @@rumatamanna1386 bah! Khub shundor kotha! Ki bujhe bolechhen doya kore janaben! 😂😂

  • @sabinalucky8963
    @sabinalucky8963 Год назад

    পরম গুনি শিল্পী.... তার রোগ মুক্তি এবং সুস্থ্য জীবন কামনা করছি ।।🙏🙏

  • @forkanahmedkhan5365
    @forkanahmedkhan5365 7 месяцев назад

    ছোটবেলা থেকে শবনম মুশতারীর ভক্ত।। উনার নজরুল গীতি মুগ্ধ করতো।।

  • @akterdipo9841
    @akterdipo9841 Год назад +9

    মহান আল্লাহ তায়ালা যেন আমার প্রিয় শিল্পীকে দ্রুত আরোগ্য দিয়ে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই দোয়া করি আল্লাহর কাছে । সকলে দোয়া করুন উনাকে মহান আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন । আমিন সুম্মা আমিন । 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩💙💙💙💙💙❤️❤️❤️❤️❤️০২/১০/২০২৩ ।

  • @mn1896
    @mn1896 Год назад +1

    খুব কারুকার্যমণ্ডিত নয়,
    কিন্তু কি অসীম স্নিগ্ধ, মধুময় কন্ঠ !
    বেচে আমাদের মতো সহজ সরল মনগুলোর অন্তরে এবং থাকবে চিরকাল যতোদিন আমরা থাকবো বেচে ।

  • @MirzaAbuJafarMirzaAbuJafar
    @MirzaAbuJafarMirzaAbuJafar Год назад

    শ্রদ্ধাভাজন ফিরোজা বেগম,ফেরদৌসী রহমান,সাবিহা মাহবুব,সিফাত-ই-মঞ্জুর ইত্যাদি মহান মহান মহিলা নজরুল সঙ্গীত শিল্পীগণের পরবর্তীতে শবনম মুস্তারী তাঁর নিজস্ব একটা ঘরানা সৃষ্টির পাশাপাশি একরাশ ভক্তকুলও সৃষ্টিতে সক্ষম হয়েছিলেন।তাঁর পরিবেশিত প্রতিটি নজরুল সঙ্গীতের মধ্যেই একটা আলাদা দরদ,ব্যতিক্রমী একটা আমেজ খূঁজে পাওয়া যায়।এই নিবেদিতপ্রাণ শিল্পীর সার্বিক সুস্থতা কামনা করি।

  • @mahbubasalma7438
    @mahbubasalma7438 Год назад +6

    আমার খুব প্রিয় একজন শিল্পী I দোয়া করছি তার সুস্থতার জন্য❤❤❤

  • @ongosojjafashion
    @ongosojjafashion 5 месяцев назад

    অনেক অনেক শ্রদ্ধা রইল এই মহান শিল্পীর জন্যে

  • @syedarojinasultana8872
    @syedarojinasultana8872 Год назад +6

    নজরুল সংগীত কেন যেন আমার ছোট বেলা থেকেই খুব পছন্দের। সে সুবাদে শবনম মুশতারী নামটি জানা। তার গান ভালো লাগতো। মগবাজার ইস্পাহানী কলেজে পড়তাম। প্রায়ই দেখতাম উনি নিচতলায় সিড়ির কাছে কিংবা বারান্দায় দাড়িয়ে থাকতেন একমাত্র মেয়ে ( নাম ছিলো সমভবত টরি) কে দেখার জন্য। কত খবর দেয়া হতো। মেয়ে আসতো না। সমস্যা তো একটা ছিলো। সেটা না হয় নাইবা বললাম। আমিও অসংখ্য বার তাকে ডাকতে গিয়েছি। সেই সুবাদে উনি আমাকে খুব স্নেহ করতেন। দেখতে খুবই অভিজাত ছিলেন। আমি তাকে অত্যনত পছন্দ করতাম এবং সেটা উনি বুঝতে পারতেন। সময় তুমি বড় নির্মম। এত সুন্দর গর্জিয়াছ মানুষটিকে আজ চেনা যায়না। আললাহ যেন উনাকে সুস্থতা দান করেন।

    • @saminapopy545
      @saminapopy545 9 месяцев назад

      সাথে সাথে তওবাহও নসীব করুক,আমিন

  • @kaziqumruzzaman3247
    @kaziqumruzzaman3247 Год назад +6

    বাংলাদেশে নজরুল সঙ্গীত জনপ্রিয় করার জন্য শবনম মুস্তারির অবদান অপরিসীম।

  • @MahmudaAkhter-s1w
    @MahmudaAkhter-s1w Год назад

    Allahpak apa k taratari shusto kore tulun...khub sundor gan korten apa....Ami onar akjon bhokto.....onek onek doa...❤

  • @sheekha1979
    @sheekha1979 Год назад +16

    আমার যে কত প্রিয় ছিলেন এই শিল্পি.. তা বলে বোঝাতে পারবনা. সব প্রিয় মানুষ গুলো কেন এমন হয়ে যায়? আল্লাহ্ আপনি ঊনাকে সুস্থতা দান করুন,নেক হায়াত দিন আল্লাহ. আমিন.

  • @dilshadchowdhury3269
    @dilshadchowdhury3269 Год назад +49

    হায়রে মানুষ,দেখতে দেখতে কত সুদর্শন মানুষগুলি কি রকম বিবর্ন হয়ে যায়!!😢

    • @islamicknowledge1083
      @islamicknowledge1083 Год назад +3

      সেটাই।কি নিয়ে আমরা অহংকার করি?মুহুর্তে আল্লাহ কি করতে পারেন।যৌবনের সেই সৌন্দর্য আজ ম্লান কালের গভীরে

    • @sarminaktat9325
      @sarminaktat9325 8 месяцев назад

      Ya Allah SWT shokol k khoma korun*

  • @nasrinteacher4533
    @nasrinteacher4533 Год назад +6

    ফিআমানিল্লাহ। এই খানে তবলার পাশে হারমোনিয়াম বাজিয়ে যিনি গান গাইছেন তিনি ইয়াসমিন মোস্তারি। খুব সুন্দর নজরুল সংগীত গাইতেন

  • @afrozakhan9419
    @afrozakhan9419 Год назад +2

    আমার প্রিয় শিল্পী তিনি। হে মহান আল্লাহ তুমি দয়াময়, তুমি এই গানের কলিকে সুস্থতা দান করো।

  • @romenabegum9603
    @romenabegum9603 Год назад +5

    দোয়া করি আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন।

  • @minarakhatun8370
    @minarakhatun8370 Год назад +4

    দোয়া করি আল্লাহ সুবহানাহু তায়ালা ওনাকে সুস্থ করে দিন এবং নেক হায়াত দান করুন আমীন।

  • @nazrulislam-vm6zl
    @nazrulislam-vm6zl Месяц назад

    নজরুল সংগীতের সুকন্ঠী গায়িকা শবনম মুস্তারীর আশু রোগ মুক্তির জন্যে মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি।

  • @MohsinAli-pd1lk
    @MohsinAli-pd1lk Год назад +1

    প্রিয় শিল্পীর এ অবস্থা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল।
    সময় খুবই নির্মম । এমনি করেই সব কিছুই ভাসিয়ে নিয়ে যায় 😢😢😢।

  • @noorfatime5928
    @noorfatime5928 Год назад +10

    আমি তাকে শুধু পছন্দ করি না, প্রচণ্ড ভালোও বাসি। যেমন গলা, তেমন গায়কী। একটার পর একটা অসাধারণ সৃষ্টি। বড় ভালোবাসি, শ্রদ্ধা করি। দেখতে ইচ্ছে করে। আল্লাহ সহায় হোন।

  • @laizukhan8886
    @laizukhan8886 Год назад

    Baba jae ei sei Sobnom mustari....Amer prio silpi...Allah apni take shustho kore din ,...

  • @SagorikaKhondokar-tt6qd
    @SagorikaKhondokar-tt6qd Год назад

    আল্লাহ তাআলা সাহায্যকারী, চাইলে তিনি সবই পারেন , দোয়া করি আল্লাহ যত দিন বাঁচিয়ে রাখেন
    সুস্থ জীবন ফিরিয়ে দিন, আমার খুব পছন্দের শিল্পী

  • @marufasultana5861
    @marufasultana5861 Год назад +10

    আমার প্রিয় শিল্পী, আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সুস্থ করে দেন আমিন।

  • @write2tapu
    @write2tapu Год назад +10

    খুব খারপ লাগছে এই সংবাদ শুনে। অন্তুর থেকে দোয়া করি আল্লাহ্‌ যেন তাকে সম্পুর্ন সুস্থ করে দেন।

  • @fatimafouzia6040
    @fatimafouzia6040 Год назад +31

    -মার কষ্টের সময় দুই সন্তানের একজনও কাছে নেই! এমন সন্তান থেকে কি লাভ? শুধু শিক্ষিত হলেই মানুষ প্রকৃত মানুষ হয় না।

    • @syedarojinasultana8872
      @syedarojinasultana8872 Год назад +4

      আমি যদিও পুরোটা জানিনা। তবে মেয়ে মগবাজারে ইস্পাহানী কলেজে পড়তো এবং আমিও পড়তাম। তখন দেখতাম মেযেকে দেখার জন্য প্রায়ই আসতেন এবং মলিন মুখে অপেক্ষা করতেন। মেয়ে সহজে আসতো না। আমিও বেশ কয়েকবার মায়ের আগমনের খবর পৌছে দিয়েছি। মায়ের উপরে মেয়ের যে কি পরিমান ক্ষোভ তা বলে বোঝানো যাবেনা। ছেলে মেয়েদের পুরো দোষ দিয়ে লাভ নেই। যৌবনের অনিয়ন্ত্রিত জীবন শুধু সম্মান হারা করেনা। আরো অনেক কিছু হারা করে।

    • @Keya.05
      @Keya.05 Год назад +3

      ঠিকই বলেছেন। তারা তাদের কাছে কেন নিয়ে রাখেননি।তাদের জন্য কি কিছুই করেননি তার মা?

    • @shamima.2635
      @shamima.2635 Год назад +4

      @@syedarojinasultana8872 Children always should forgive parents and come around when parents are old .If children take revenge, then they are not better person eighter.

  • @sanjibdeblaskar4003
    @sanjibdeblaskar4003 6 месяцев назад

    এ শিল্পী একবার শিলচর এসেছিলেন দিশারীর আমন্ত্রণে। তাঁর পরিচ্ছন্ন সংগীত পরিবেশন যেমন আমাদের মুগ্ধ করেছে তেমনি তাঁর ব্যবহার। শিল্পীর অবস্থা দেখে মর্মাহত।

  • @DULDUL45881
    @DULDUL45881 Год назад +1

    এমন সুন্দর কন্ঠের গায়িকার নজরুল সঙ্গীত ইন্ডিয়া কোনদিন প্রচার করে নাই।

  • @msabur-qu8hr
    @msabur-qu8hr Год назад +3

    প্রীয় শিল্পীর দ্রুত রোগমুক্তি কামনা করছি ।

  • @mdsaifulright4485
    @mdsaifulright4485 11 месяцев назад

    Amar prio singer.......age BTV te onar gan suntam...sweet voice...
    She is one of the best singer in the subcontinent.

  • @nazsi2720
    @nazsi2720 Год назад

    Mon tai kharap hoya gelo. Uner ganer kontho sor khub sundor chelo. Allah e ak matro unaka santi deta paren.

  • @banuakter4328
    @banuakter4328 Год назад +5

    শবনম, আল্লাহ তোমাকে সুস্থ করে দিক। সিদ্ধেশরী স্কুলে তোমার গাওয়া গান আজও কানে বাজে।
    -তোমার সহপাঠী বেবী।

  • @nimmibilkisnaher-4765
    @nimmibilkisnaher-4765 Год назад

    খুবই দুঃখজনক !
    আমার অনেক পছন্দের সংগিত শিল্পি !!

  • @sayedhossain7845
    @sayedhossain7845 Год назад +4

    দুনিয়ার পথ চলার সমাপ্তি
    এভাবেই হয়।
    আপনারা সবাই উনার পরকালে বেহেশত নসীবের জন্য দোয়া করবেন।
    মানুষের পরকালের জীবন সন্মন্ধে যদি সামান্য ধারণাও থাকত তবে এক মূহুর্তও আল্লাহ্ পাকের স্মরণ ব‍্যাতীত অতিবাহিত করত না।

  • @mosammatlipi5325
    @mosammatlipi5325 Год назад

    আমার অনেক প্রিয় শিল্পী। দোয়া রইল উনার জন্য।

  • @debendranathdas8774
    @debendranathdas8774 Год назад +57

    দায়িত্ব নিয়ে বলছি ভারত বাংলাদেশের শ্রেষ্ঠ নজরুল সঙ্গীত গায়িকা আমাদের আপা , আমাদের সরস্বতী।

  • @NazmaMuntasir
    @NazmaMuntasir 4 месяца назад +1

    مجھے یاد ہے کہ 1968 میں کراچی میں شبنم کے کنسرٹ میں جانا تھا۔ اس کی آواز نے سب کی روح کو چھو لیا اور اسے فرشتے کی آواز تھی۔

  • @prativahowlader4432
    @prativahowlader4432 Год назад +1

    আমার প্রিয় শিল্পী, যেন তারাতাড়ি সুস্থ হয়ে উঠুক। অনেক শ্রদ্ধা আর শুভকামনা রইল। ❤