Question and answer on fish culture:Part-143।।ইউটিউবের দর্শকদের প্রশ্ন

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 сен 2024
  • Question and answer on fish culture
    Different types of questions and answeres of different fish farmers are discussed here;
    Which includes various hazards, crisis of different feed ingredients, its shelf life with feeding of fish,
    it includes the physico-chemical parameters to be faced by the farmers.
    Reduction of feeding of fish; suddenly discovered.
    It also includes pond preparation, dyke preparing, leveling and turfing, the stocking of fish fries or fingerlings, zooplankton enhancing fermented liquid, other steps, Ammonia toxicity, Oxygen deficiency#Abeed Lateef

Комментарии • 87

  • @anubhabbarman7600
    @anubhabbarman7600 4 года назад

    স্যার নমস্কার, আমি ভারত থেকে অনুভব বর্মন। আমার প্রশ্নের বেশির ভাগ উত্তর আপনার আলোচনার মধ্যেই পেয়ে যাই। আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনি দীর্ঘ জিবি হন এবং আমাদের অভিজ্ঞ মাছ চাষি ছাত্র তৈরি করবেন এটাই আপনার কছে আমার কামনা।

  • @b.m.enterprise4869
    @b.m.enterprise4869 4 года назад

    স্যার আমি বিশ্বজিৎ রায়, হুগলি ,পঃবঃ,ভারত,আজ আপনার মুখে আমার নাম শুনে ভীষণ ভালো লেগেছে।আজ আমার ভীষণ আনন্দের দিন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ স্যার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।ভালো থাকবেন।

  • @RASELKHAN-ey6mk
    @RASELKHAN-ey6mk 10 месяцев назад

    Sir guvor diyechilam pukure akon pukure macher sorile ukun r khoto rug hoye geche.tahole ki guvor pukure dewa jabena?

  • @mohdshahab826
    @mohdshahab826 4 года назад

    স্যার চরি আমি আজকে বিজি ছিলাম ভিডিও দেখার আগে মেচেচ দিয়াছিলাম তাই শেষের অংশ সুনিনাই আজ আমি অনেক খুশি হলাম আপনি আমার চিঠির জবাব দিয়াছেন আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ

  • @MotiurRahman-kk1np
    @MotiurRahman-kk1np 3 года назад

    আপনার সকল ভিডিওগুলি ভালো এবং অনেক কিছু শেখার আছে। তাই আমাদের অনেক উপকার হয়। তবে আমি একবারে ভিন্নধর্মী এবং লাভজনক মাছ চাষ করতে চাই। পরামর্শ দিন।

  • @marakkhan7457
    @marakkhan7457 4 года назад

    লতিফ ভাই, নতুন বছরের শুভেচ্ছা রইলো । দোয়া করি ভাল থাকেন আপনি ও সকল ফলোয়াররা।

  • @Sujoysenapati
    @Sujoysenapati 4 года назад

    আমার পুকুরে রেনু ছাড়া hoyeche ১০ দিন হলো।এখন পুকুরের জলে একরকমের সবুজ দানা দেখাচ্ছে প্রচুর।এটা কি মাছের পক্ষে খারাপ?যদি হয় কি করলে এই সবুজ কনা দূর হবে?দয়া করে বলবেন।আমি ভারত থেকে জানতে চাই।

  • @mdsajidshahariya2887
    @mdsajidshahariya2887 4 года назад

    মোঃ ফারুক হাসান (১)ডিমের খোসা কি মাছের খাদের সংগে মিসানো যায় (২)দেশী মাগুর মাছ এই শীতে খাছেনা যদি এই দুই মাস মাছ না খাই তাহলে কি হতে পারে

  • @harunrashid4307
    @harunrashid4307 4 года назад

    আমার বাড়ির সামনে একটি জলা আছে 7:8 মাষ পানি থাকে ।একপারে বাড়ি অন্য পাশে রাস্তা।জলার পরিমাণ 8 একর। 40 এবং 20 শতক দুইটা খাল আছে বাকি জায়গায় ধানের চাষ হ য়। কিন্তু বাড়ির পাশদিয়ে ঝোফ জোপঝার আছে যা পরিসকার করা জাবেনা। বন্যর পনি যে পাশদিয়ে ঢোকে 50 মিটার নেট দিয়ে বেড়া দিতে হয়।অন্য পাশে একটি র্কালভাট সে খানেও নেটদিয়ে আটকা তে হয়। এই খানে আমি কি মাছ চাষকরতে পরি।জানালে উপকৃত
    হব।

  • @NA-dh9tz
    @NA-dh9tz 4 года назад

    স্যার,আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি আপনার ইউটিউব প্রোগ্রাম, আমি বেশ কিছুদিন ধরে ফলো করছি।আপনি প্রশ্নের উত্তর গুলো বেশ সুন্দর ভাবে দেন। আপনার কাছে আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি খুব শীঘ্রই দেন খুব উপকৃত হব। আমার একটি ছকাটা নার্সারি পুকুর আছে তাতে তিন হাজারের মতো বড় চিংড়ি আছে যার ওজন 10 থেকে 15 গ্রাম। সমস্যা হচ্ছে পুকুরের জলের রং কিছুদিন যাবত কালচে বাদামি বর্ণ ধারণ করেছে। দশ পার্সেন্ট চিংড়ির মাথার দুপাশে কালো দাগ দেখা দিয়েছে, এমত অবস্থায় আমার ভয়ের কোন কারণ আছে কিনা জানাবেন। পুকুরে জলের উচ্চতা 5 ফুট।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +2

      আপনার পুকুরের উদ্ভিদ কণার জন্য কালো স্পট দেখা যাচ্ছে।
      ব্রানঃমোলাসেসঃঈস্ট এর ট্রিটমেন্ট করুন।

    • @NA-dh9tz
      @NA-dh9tz 4 года назад

      @@abeedlateef8059 স্যার,আমি একদম নতুন চাষী। ব্রানঃমোলাশেসঃট্রিটমেন টি কি একটু বুঝিয়ে বলবেন প্লিজ।

  • @himanshudas6673
    @himanshudas6673 4 года назад

    হিমাংশু দাস, ভারতবর্ষ উড়িষ্যা থেকে বলছি, প্রথমেই নতুন বছরে আমাদের পরিবারের প্রনাম নেবেন, আমি আপনার প্রত্যেকটা পর্বই দেখেছি, আমি জানতে চাই দেশি কোই মাছের কি একক চাষ করা যাবে, এই মাছের গ্রোথ কি ভিয়েতনাম কৈ মাছের মতো, নাকি কিছুটা, কম, আপনার উত্তরের অপেক্ষায় রইলাম, আপনিও সুস্থ থাকবেন এই কামনাই করি।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      যদি পোনা/রেনু পান।
      গ্রোথ কিছুটা কম হলেও বাজার চাহিদা ভাল হবে।

    • @himanshudas6673
      @himanshudas6673 4 года назад

      @@abeedlateef8059 আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকে গুরুর আসনে বসিয়ে, আপনার সব নির্দেশ পালন করার চেষ্টা করবো। প্রনাম নেবেন স্যার।

  • @amalmaity6106
    @amalmaity6106 4 года назад

    স্যার, আপনার অনুগ্ৰহ পাওয়ার উপায় আজও জানতে পারলাম না। মেসেঞ্জারে চেষ্টা করেছিলাম, উত্তর পাইনি। আবারও জানতে চাইছি। আশায় থাকবো।

  • @FirojAli-uu8up
    @FirojAli-uu8up 4 года назад

    Sir ami Firoj Ali West Bengal theke bolchi amar pukure silver o katla Mache barche na ki khabar dite hobe? Ki karone barche na bolle valo hoto sir ami notun mache cashi please sir bolle ami amar khub upokar hobe.

  • @mamunmatubbar1987
    @mamunmatubbar1987 4 года назад

    ধন্নবাদ সার আমার পুকুরে মিরর কারপ,কাতলা,সরপুঁটি, আর কিছু সিং, কিছু রুই মাছ আছে,, তবে গত সপ্তাহে আমার কিছু রুই মাছ মারা গেছে কারন আমি বুজতে পারছি না,, সার আমার আবার আর একটা প্রস্ন আমি মাছ আর হাস কি একশাতে চাস করতে পারব,, আর যদি করি তাহলে আমার এতে কি উপকার হভে আর কি খতি হভে,, দয়া করে আমাকে জানাবেন ধন্নবাদ সার,,,

  • @MsArijitsaha
    @MsArijitsaha 4 года назад

    Sir "Sorso Khol" r "badam khol" er difference ki? Kindly janaben....

  • @tamalmukherjee6780
    @tamalmukherjee6780 4 года назад

    ভারত থেকে তমাল মুখার্জি, আপনাকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । Rice Bran এবং D O R B এই দুটির মধ্যে কোন টাকে বাবহার করলে ভালো হয় ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      দুইটার দুই ধরনের গুন!
      "মাছের খাদ্যে শ্বেতসার " পোস্টটা দেখতে পারেন।

  • @mdharis-zi3kd
    @mdharis-zi3kd 4 года назад +1

    স্যার, সালাম নিবেন , আপনার সরাসরি প্রশ্ন-উত্তর পর্বে কি ভাবে অংশ নিব জানালে উপকৃত হব

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ওটা আমার ছাত্রদের জন্য পরিচালিত ভাই।

  • @dalim427
    @dalim427 4 года назад

    আসসালামুয়ালাইকুম, আমার নতুন পুকুর কাঁটা হচ্ছে, আয়তন হল ১১০
    শতাংশ, গভীরতা হল ১৬ ফিট। এইধরনের নতুন পুকুরে বানিজ্যিক ভাবে কি জাতীয় মাছ চাষ করলে লাভবান হবো, জানালে উপকৃত হব।

  • @r.kde.7301
    @r.kde.7301 4 года назад

    দাদা, প্রণাম,
    ইংরেজি নবর্ষের শুভেচ্ছা নেবেন।
    সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ,আপনার বাস্তববাদী সব উপদেশ যেনো আমাদের মত প্রান্তিক চাষীদের পাথেও হয়।
    আপনার যদি দ্বির বিশ্বাস থাকে যে আপনি আমাদের মত দুর্বল প্রান্তিক চাষীদের মাছ চাষ শিখিয়েই ছাড়বেন, তাহলে আমরাও আপনাকে কথাদিছি যে আমরাও মাছ চাষ শিখেই তার পর খেন্ত হবো ।
    একটি অনুরোধ করি, দয়া করে যদি আপনি বিভিন্ন বিষয়ে বিভিন্ন এপিসোড এ বার বার পুনরাবৃত্তি না করে শুধু যেই এপিসোড এ যেকোনো একটি বিষয় নিয়ে বিশদ আলোচনা করেছিলেন সেই এপিসোড এর নাম বা নম্বর বলে দিতেন তাহলে আরো বেশি বেশি সময় ধরে আপনার বিভিন্ন উপদেশ জানতে পারতাম।
    আমি জানি আপনি কাউকেই বিমুখ করতে চান না। তবুও এক বার ভেবে দেখবেন।
    ক্ষমা করবেন যদি ভুল করে কিছু বাড়তি কথা বলে থাকি।

  • @subahashroy4234
    @subahashroy4234 4 года назад

    সার
    সুজি পুকা কিভাবে বৃদ্ধি করা যায় ?
    কারপিয় মাছের দিম পারা কিভাবে বন্ধ করা যায় ?
    দয়া করে বলবেন
    ধন্যবাদ

  • @sarajitmandal4835
    @sarajitmandal4835 11 месяцев назад

    টেংরা পাবদা শিং মাছের পুকুরে কি রাসায়নিক সার দেওয়া যায়

  • @samratsardar9364
    @samratsardar9364 3 года назад

    স্যার আমি আফনার ফ্যান । আমার আফনার অনুসরণ করে মাছ চাষ করি। আমি ভারত থেকে বলছি। আমার পুকুরে মাছে লাল লাল দাগ হয়েছে আমি বি কে সি ৮০০ মেরেছি তাও রোগ যাচ্ছে না। কি করবো জানালে উপকৃত হব।

  • @mohdshahab826
    @mohdshahab826 4 года назад

    স্যার আচ্ছালামু আলাইকুম কেমন আছেন আমার অনেক আশা আছে আমি যখন দেশে গিয়ে মাছ চাষ করবো তখন সব সময় আপনার পরামর্শে নিয়ে করবো ইনশাআল্লাহ

  • @tamalmukherjee6780
    @tamalmukherjee6780 4 года назад

    রুই এবং কাতলার সাথে মৃগেল মাছ না দিয়ে যদি গলদা চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে কি ঠিক হবে ? যদি ঠিক হয় তাহলে শতকে কতগুলি দিব?

  • @bengalifishingvlog5639
    @bengalifishingvlog5639 4 года назад

    40 shotok e 6000 pis dasi magur farming korta chi protom thaka sas somosto treatment bolban 5 month er culture panir hight dar mitar finger ling charla 1kg ta koto pis hoba shyamal khanta West bengal

  • @abulbasar2799
    @abulbasar2799 4 года назад

    স্যার পুকুরে সবসময় ঝুপল্যান্টন কি ভাবে লাগবো। কাতলা মাছের জন্য।

  • @suvendumondal4160
    @suvendumondal4160 4 года назад

    স্যার আমি ভারত থেকে শুভেন্দু , নিয়মিত আপনার ভিডিও দেখি এবং আপনার পরামর্শ অনুসারে মাছ চাষ করছি, এখন একটা সমস্যা হচ্ছে মাছের কানকো তে সাদা সাদা কিছু একটা দেখা যাচ্ছে কি করবো স্যার, পরামর্শ দিলে উপকার হবো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      আরো পরিষ্কার করে বলুন, প্লিজ।

  • @md.delowarhossain682
    @md.delowarhossain682 4 года назад +1

    Sir পুকুরে নলকুপের পানি দেয়ার পর কিছু দেয়া লাকবেকি ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +2

      অন্যান্য পরিচর্যা ঠিক থাকলে লাগবে না।

  • @ananyamallick7865
    @ananyamallick7865 Год назад

    স্যর আমার পুকুর থেকে বালি তুলেছি,পানির গভীরতা ১৫/২০ ফুট।মিসর চাস করতে চাই।আপনারা পরামর্শ চাচছী।পুকুরের ভিতর এরিয়া ১২০ শতাংশ।

  • @azimuddin945
    @azimuddin945 4 года назад

    স্যার, আসসালামুআলাইকুম। ছাই শতাংশে কি পরিমানে দিলে ভালো ফলাফল পাওয়া যাবে...? ধন্যবাদ...

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      মাসে প্রতি শতকে 1 কেজি করে।

  • @ratnaandsubaldasdas5906
    @ratnaandsubaldasdas5906 4 года назад

    চার আমার এলাকায় জলাশয়ে কালো কালো ঘাস জলের নিচে তলিয়ে তাকে চার আমি নিয়মিত দুই বছথা করে দিছ মাছ কাছে আমার কি লাভ হচ্ছে না হচ্ছে বলবেন plz চার আমি India Tripura থেকে সুবল দাস আপনার ভিডিওর অপেক্ষায় তাকি চার ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ চার

  • @MforMausum
    @MforMausum 3 года назад

    Sir বাদাম খোল কতক্ষন ভিজিয়ে দেওয়া উচিত?? আর এটা কি মাছের বৃদ্ধিতে বেশি সাহায্য করে??

    • @abeedlateef8059
      @abeedlateef8059  2 года назад

      ভিজানোর দরকার নাই।

  • @farukahmmed9264
    @farukahmmed9264 4 года назад

    Sir, Ami amr 60 sotok pukur a deshi magur mash chas korte chai. Sir ami koto pich mash sarbo, ar khabar konta valo hobe r deshi magur chas a ki problem hote pare plz sir bolben... Sir ami apnake 3rd time same question korlam.

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      দেশি মাগুর ২৫০ টা শতকে ছাড়বেন।
      পরিচর্যা ঠিক হলে সেরকম সমস্যা হবার কথা নয়।

  • @rajeshdebnath4074
    @rajeshdebnath4074 3 года назад

    গমের ভুষি বেশি ভালো না গমের গুঁড়ো (আটা না, অল্প ভাঙিয়ে) বেশি ভালো ?

    • @abeedlateef8059
      @abeedlateef8059  3 года назад +1

      অবশ্য অবশ্যই গমের ভূষি ভাল হবে।

    • @rajeshdebnath4074
      @rajeshdebnath4074 3 года назад

      @@abeedlateef8059 ধন্যবাদ স্যার

  • @subratabasu5747
    @subratabasu5747 4 года назад

    স্যার,
    পুকুরে মাছ বড়ো করার জন্য মাছ ছাড়ার আদর্শ সময় হলো যখন নারিকেল তেল ঘরের তাপমাত্রায় তরল হয়ে যায়। সেটা ফেব্রুয়ারি মাস হোক কিংবা মার্চ মাসে হোক। এটা আমার কথা নয় প্রশান্ত দা(প্রশান্ত ধর) কথা।
    আমি সেই ভাবেই প্রস্তুতি নিতে চলেছি।
    কিন্তু আপনার কাছে একটি পরামর্শ চাইছি যে কোন সাইজের মাছ নির্বাচন করবো এবং সংখ্যা টি বা কটি শতকে কটি ছাড়বো ?
    আমি মাছ ছাড়ার ৯০দিন পড়ে ৩০% মাছ ধরে বাজারে বিক্রি করবো, তার পরে ১৮০ দিন পড়ে আরও ৩০% মাছ ধরে বাজারে বিক্রি করবো, বকি ৪০% মাছ মোটামুটি ২৭০ পর থেকে বাজারে বিক্রি আরম্ভ করো। এটা সঠিক হবে কিনা জানালে উপকৃত হব।
    ইংরেজি নতুন বছরের প্রনাম জানাই। 🙏

    • @subratabasu5747
      @subratabasu5747 4 года назад

      স্যার,
      পুকুর টির পরিমাণ ১০০ শতক। 🙏

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      শতকে ২০-২২ টার মত ছাড়েন।
      সাশ্রয়ী মূল্যে যত বড় ছাড়তে পারবেন তত লাভ।

    • @subratabasu5747
      @subratabasu5747 4 года назад

      @@abeedlateef8059 স্যার,
      ধন্যবাদ, পুকুরের পাড়ে সাবমার্সেবেল পাম্প আছে। কাতলা, রুই, মিরিক, সাইপিনিয়াস এই মাছ গুলি কি একই সাইজের ছাড়তে হবে ?
      সংখ্যা কোন মাছের কি পরিমাণ দোব ? নমস্কার 🙏

  • @haripadabarick6
    @haripadabarick6 4 года назад

    স্যার আমি হরিপদ হাওড়া জেলা থেকে আমি বাংলা পুকুরে বিলিপ হতে চলেছে কিছু মাছ আছে তাদের জীবনি জানতে চাই যেমন পেকাল মাছ গাঙধারা মাছ খলসে মাছ ইত্যাদি

  • @MdOasim-ox6fz
    @MdOasim-ox6fz 4 года назад

    সালাম নিবেন স্যার,২০২০ সালের শুভেচ্ছা

  • @dechosta9292
    @dechosta9292 4 года назад

    স্যার, একক চাষে আ্যারিয়েশন ছাড়া গুলশা টেংরার শতক প্রতি সংখ্যা কি ১০০০ দিতে পারবো?

  • @babucricbabucrik8110
    @babucricbabucrik8110 4 года назад

    Sir khulna theke babu joyb sar dear koto por rasainik sar debo

  • @mdRifa623
    @mdRifa623 4 года назад

    আসসালামু আলাইকুম স্যার আমি ময়মনসিংহ থেকে বলছিলাম
    আমি একজন নতুন চাষী
    কার্প জাতীয় মিশ্র চাষ করতে চাই
    আমি যাচ্ছি শতাংশে স্তরভেদে 60 টি পোনা 5 ইঞ্চি সাইজের ছাড়তে এবং তিন মাস পরে অর্ধেক আহরণ করব বাকি অর্ধেক আরও 4 মাস পর পূর্ণ আহরণ করব
    খাবার খৈল ব্রান ফিশ মিল
    পুকুরের গভীরতা 4 ফিট
    পুকুরের রোদের পরিবহন 8-9 ঘন্টা
    পুকুরের আয়তন 80 শতাংশ
    এই সিস্টেম এ আমি কি রকম ফলন আশা করতে পারি বা করা উচিতl
    ধন্যবাদ স্যার

    • @mdRifa623
      @mdRifa623 4 года назад

      স্যার আমি আপনার উত্তরের আশায় রয়েছি

    • @mdalaulhaque3754
      @mdalaulhaque3754 4 года назад

      স্যার, আপনাকে মাছ চাষের ডক্টর বলি আমি।

  • @haripadabarick6
    @haripadabarick6 4 года назад

    পঃবঃ হাওড়া জেলা থেকে হরিপদ বলছি
    কুঁচে জীবন প্রকিয়া বেপারে কিছু বলেন

  • @abcd-cb2sv
    @abcd-cb2sv 4 года назад

    মহাশয়,
    শিঙিগ মাছ কি করে ধরবো
    আমার পুকুরে ৩৫ হাজার মাছ আছে
    জাল দিয়ে কী ধরা যায়
    জানাবেন, ধন্যবাদ থাকলো

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      পুকুর শুখানো ছাড়া সব মাছ ধরা যায় না।

  • @md.sumon88
    @md.sumon88 4 месяца назад

    স্যার আপনার সাথে কিছু কথা বলার ছিলো প্লিজ আপনার নাম্বার টা দেন

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 месяца назад

      প্রকৃতি নির্ভর মাছ চাষ গ্রুপ By kazi Abeed Lateef এর সাথে যুক্ত থাকলে যোগাযোগ হতে পারে।

  • @kanaibhowmik4572
    @kanaibhowmik4572 4 года назад

    কানাই ভমিক ভারত থেকে কাপু রেনু হাপ ইঞ্চ কিয়াবেয়া

  • @dechosta9292
    @dechosta9292 4 года назад

    স্যার কার্বন সোর্স হিসেবে কি খনিজ কয়লা ব্যাবহার করা যাবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      না, এত তেল জাতীয় কিছু দ্রব্য থাকতে পারে।

  • @amalmaity6106
    @amalmaity6106 4 года назад

    আপনার ছাত্র কি অনলাইনে হওয়া সম্ভব??? হলে করণীয় কি???

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      কাজী আবেদ লতীফ অনলাইন মৎস্য একাডেমির সদস্য হতে পারেন।

  • @yeakubsarkar3365
    @yeakubsarkar3365 4 года назад

    মাছ চুরি থেকে বাঁচার জন্য পুকুরে বাঁশ দিয়েছি। কোন সমস্যা হবে। মালদা থেকে। ইয়াকুব সরকার।

  • @ShohelRana-li8om
    @ShohelRana-li8om 4 года назад +2

    সালাম স্যার

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад +1

      ওয়ালায়কুম সালাম ভাই।

    • @ShohelRana-li8om
      @ShohelRana-li8om 4 года назад +2

      @@abeedlateef8059 স্যার আমি আপনার সাথে জীবনে একবার হলেও সরাসরি দেখা করতে চাই। এটা কি সম্ভব স্যার?
      আপনি কি অনুমতি দিবেন?
      স্যার please.
      আমার বাড়ি গোপালগঞ্জ।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      নিয়ত যদি সৎ থাকে তাহলে ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে কোন এক দিন!

  • @mdsohidulislam8329
    @mdsohidulislam8329 4 года назад

    আসসালামুআলাইকুম স্যার।

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      ওয়ালাইকুম সালাম।

  • @rajivthakuria1064
    @rajivthakuria1064 4 года назад

    Joibik hesabe goat waste sar bebahar karte jaben

  • @gaziurrahman5524
    @gaziurrahman5524 4 года назад

    স্যার গরুর গোবর শুকিয়ে পুকুরে ছিটিয়ে দিলে কি কোন লাভ হবে

    • @abeedlateef8059
      @abeedlateef8059  4 года назад

      শুখানোর দরকার কি জন্য!