বিগত কয়েক বছর ধরে অন্য রেকর্ডিং বাজানো হচ্ছিল। এই বছর আবার সেই অতি প্রচলিত রেকর্ডিং বাজানো হলো। এই চণ্ডীপাঠ আমাদের কানে বেজে আসছিল এটাই ভালো। আগেরটা অতোটা ভালো লাগেনা। রঞ্জন।। শান্তিনিকেতন।।
"মহালয়ার দিন : কুয়াশা ভেজা ভোর,কচি ঘাসের ঘ্রাণ, শিউলি ফুলের গন্ধ আর তার সঙ্গে রেডিওতে চালানো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র - এর সেই সুমধুর কন্ঠ; আহা! কি সুন্দর সংমিশ্রণ।"🌼📻🌼
মা নিজেই যাকে আজ্ঞা করেন তাকে মুছে দেয় এমন সাধ্য কার আছে।। প্রণাম করি সেই মহান ব্যাক্তি ভদ্র বাবুকে,যার কন্ঠ আজ শারদ প্রকৃতিকে প্রত্যেক হৃদয় জন্ম দেয় ❤🙏
মা যখন নিজেই কন্ঠে অবস্থান করেন,মা নিজেই চান তাঁর সন্তানের কন্ঠে নিজের স্তোত্রপাঠ,, তখন মুষ্টিমেয় প্রতিবাদ ধোপে টেকেনা ।মায়ের ইচ্ছেয় আজ নব্বই বছর পরেও কালোত্তীর্ণ এই প্রভাতী অনুষ্ঠান। 🙏🙏🙏🙏জয় মা দুর্গা।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের এই মহিষাসুরমর্দিনী প্রোগ্রামটা বাঙালির একটা ইমোশন আবেগ এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে বাঙালির অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয়ের অন্তস্থল থেকে ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐✊✊✊✊✊✊
মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ বাবুর সম্পর্কটি হলো একটি কালজয়ী সম্পর্ক, যা যুগ যুগ ধরে বাঙালির মনে বেঁচে থাকবে..! ❤️🌼🙏 সমগ্র বাঙালিরা গোটা একটা বছর, এই ভোরবেলার জন্য অপেক্ষা করে থাকে, ✨ দেবীপক্ষের সূচনা, অবশেষে মা আসছে! ❤🩹😌🌸
Hello Sir, আপনার স্টুডিওর পিছনের যে মুখোশটা আছে এটা আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ। আপনার প্রায় সমস্ত ভিডিও দেখি। সত্যিই খুব ভাল লাগে আপনার গলার স্বর। মুখোশটা দেখে গর্বিত হলাম। কারন আমিও ত পুরুলিয়ার ছ্যেইলা বঠি। আপনার লাইকের আপেক্ষায় থাকলাম। আপনার নতুন ভিডিওর অপেক্ষায় আছি।
সত্যিই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন মুগ্ধ চণ্ডীপাঠ শুনেই আমাদের শৈশবে পূজো শুরু হয়েছে , ওনার চণ্ডীপাঠ ছাড়া পুজোর আগমনী বার্তা অধুরাই থেকে যাই আজও, ওনার চরণে কোটি কোটি প্রণাম 🙏🏻
আমি আপনার ভীষন বড়ো ফ্যান দাদা আপনার কথা শুনে আমি উৎসাহ পাই যানিনা কোনো দিন কিছু করতে পারব কিনা যদি পারি তাহলে সেটা শুধু আপনার জন্য দাদা আপনাকে অনেক ধন্যবাদ শুভ বিজয়া
I have grown up listening to Mahishasur mardini on Mahalaya day every year.Biremdra Krishna Bhadra's Chandipath has become a national heritage and shall remain forever.
❤❤জয় মা দুর্গা ❤❤সকল সনাতনীদের জানাই শারদীয় দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা ❤❤আসলে মহালয়ার দিন যখন খুব সকালে ঘুম উটে শুনি তখন মনটা যেন আবেগে ভরে যায়❤❤আসলেই দাদা তার কন্ঠ যেমন ঈশ্বরের অশেষ কীপায় সুমধুর কন্ঠ ❤❤দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম ❤❤এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না❤❤তার চণ্ডীপাঠ সুমধুর কন্ঠের❤❤ আমি বাংলাদেশি বাঙালি হিসেবে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তার প্রতি ❤❤আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই ❤❤মা দুর্গার আগমনে পৃথিবীর দিক দিগন্ত উজ্জ্বল হয়ে উটুক❤❤
প্রতি বছর ভোর চারটে তে উঠে শুনি এই অনুষ্ঠান এ বছর প্রচণ্ড অসুস্থ কিন্তু তবুও এমনই টান এই অনুষ্ঠানটির প্রতি যে অসুস্থতা নিয়েও ভোর বেলা উঠে শুনেছি ❤❤ সত্যিই যেন এক অমর সৃষ্টি
যে জিনিস শ্রী ভগবানের নিজের ইচ্ছায় এবং তাঁর আশীর্বাদের শক্তিতে গঠন হয়... তাকে কেউ অপছন্দ করতে সাহস পায় না..!! ঠিক ঐ জিনিষ টাই হয়েছিলো সেদিন বীরেন্দ্র বাবুর কণ্ঠে... যা আজও অমলিন ও দারুন জনপ্রিয়..পুরানো হচ্ছেই না..!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹 আর যা মানুষের ইচ্ছায় হয় তা কখনো দৈবি ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না.. যেটা উত্তম বাবুর অনুষ্ঠানের ক্ষেত্রে হয়েছিলো...!!
আমারো বাবার হাত ধরে বীরেন্দ্রো বাবুর প্রেমে পড়া। প্রতি মহালয়ার ভোরে। আজ বাবা আমাদের মধ্যে নেই, আছে তাঁর রেডিও টা। আগে মহালয়া শুনতে শুনতে চোখ ভিজতো আর এখন বাবার জন্য।
উনি দুর্গাপূজা করলে আরো সুন্দর লাগতো। বীরেন্দ্র কিশোর ভদ্র চণ্ডীপাঠ ছোটবেলা থেকে শুনছি আমি। এখনো শুনতে খুব ইচ্ছে করে। এখন যেরকম ডিজে গান বেরিয়েছে ওগুলো অসহ্যকর। এর থেকে পুরনোদিনের গানগুলো অনেক ভালো লাগে শুনতে। মহালয়ার প্রথমে চন্ডিপাঠ শুনবো তারপর ময়ালয়ার ঘটনা দেখব। আমি তাই করি প্রতিবছর বড়ো পূজার মহালয়ার সময়।
সত্যি বলতে মহালয়ার ভোরে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কন্ঠে মহিষাসুরমর্দিনী-র চন্ডীপাঠ কোনো বিকল্প নেই। ওঁনার কন্ঠে চন্ডীপাঠ শুনলে এখনো আপামর বাঙালির গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি বেতার জগতের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেয়েছিলেন,যা সত্যিই অনস্বীকার্য। প্রসঙ্গত,গত শতাব্দীর ৬০-এর দশকে,"বিলে নরেন" নামে বাংলা ছবিতে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ভাষ্যপাঠে তাঁর অবদান রেখেছিলেন।
মহানায়ক হলেই যে কন্ঠস্বর মধুর হবে এটা কে বলল, সত্যি বলতে আপনার টন্ঠস্বর শুনতে আমার খুবই ভালো লাগে , কে বলতে পারে , হয়তো বা আপনার কন্ঠেও একদিন শুনবো এই....❤
আজ সকালেও বহু বাঙালির ঘুম ভেঙেছে এই ম্যাজিক্যাল কণ্ঠ শুনে। বছরের পর বছর যাবে; বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র স্বমহিমায় থেকে যাবেন। শুভ শারদীয়া সবাইকে... ❤
ম
শুভ মহালয়া দাদা তুমি না জানা কত ইতিহাস তুলে ধরো। না হলে আমাদের অজানা থেকে যেত ❤
শুভ শারদীয়া দাদা 🙏
বিগত কয়েক বছর ধরে অন্য রেকর্ডিং বাজানো হচ্ছিল। এই বছর আবার সেই অতি প্রচলিত রেকর্ডিং বাজানো হলো। এই চণ্ডীপাঠ আমাদের কানে বেজে আসছিল এটাই ভালো। আগেরটা অতোটা ভালো লাগেনা।
রঞ্জন।। শান্তিনিকেতন।।
দাদা আমি অনেক কিছু জানতাম না। কিন্তু তোমার ভিডিও দেখে অনেক কিছু জানলাম। আর জানতে পারি
"মহালয়ার দিন : কুয়াশা ভেজা ভোর,কচি ঘাসের ঘ্রাণ, শিউলি ফুলের গন্ধ আর তার সঙ্গে রেডিওতে চালানো বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র - এর সেই সুমধুর কন্ঠ; আহা! কি সুন্দর সংমিশ্রণ।"🌼📻🌼
Dada life a tokhon aii din khubbiiii bhalo lagto.....akta memory hoye chilo...but akhon ar segulo hoi na😢😢
খুব সুন্দর বললেন। কমেন্ট শুনে ভালো লাগলো
Kuyasha ekhn r nei😣😣
মা নিজেই যাকে আজ্ঞা করেন তাকে মুছে দেয় এমন সাধ্য কার আছে।। প্রণাম করি সেই মহান ব্যাক্তি ভদ্র বাবুকে,যার কন্ঠ আজ শারদ প্রকৃতিকে প্রত্যেক হৃদয় জন্ম দেয় ❤🙏
এই অনুষ্ঠানে ও পাঠ করতে করতে কেঁদে ফেলেন উনি। যা আমি স্পষ্ট ভাবে এখনো বুঝতে পারি। গায় কাঁটা দিয়ে ওঠে। ওনার চন্ডীপাঠ।👌🎉
মা যখন নিজেই কন্ঠে অবস্থান করেন,মা নিজেই চান তাঁর সন্তানের কন্ঠে নিজের স্তোত্রপাঠ,, তখন মুষ্টিমেয় প্রতিবাদ ধোপে টেকেনা ।মায়ের ইচ্ছেয় আজ নব্বই বছর পরেও কালোত্তীর্ণ এই প্রভাতী অনুষ্ঠান। 🙏🙏🙏🙏জয় মা দুর্গা।
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের এই মহিষাসুরমর্দিনী প্রোগ্রামটা বাঙালির একটা ইমোশন আবেগ এর মধ্যে অনেক কিছু জড়িয়ে আছে বাঙালির অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা। অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা আমার হৃদয়ের অন্তস্থল থেকে ❤️❤️❤️❤️❤️💐💐💐💐💐💐💐💐💐✊✊✊✊✊✊
দারুন উপস্থাপনা, বীরেন্দ্র কৃষ্ণ এর কণ্ঠ মানে বাঙালির বুকে আগমনীর সুর। শিউলি ফোটা ভোরে মহালয়া হারিয়ে যাওযা শৈশব। আজও কত রঙিন
তোমার voice এ একটা জাদু আছে, যেটা আমাদের ভালো লাগে..... ❤️
অনেক কিছু জানলাম উনার সম্পর্কে বিনম্র শ্রদ্ধা জানাই উনাকে আপনাকে অনেক শুভকামনা জানাই ধন্যবাদ ।
আমি মুসলিম কিন্ত মহিষাসুরমর্দিনী শুনতে সত্যি খুব ভাল লাগে।❤❤
আসলে শিল্পের কোনও ধর্ম হয় না। একটা অসাধারণ সৃষ্টি; যা সবাইকে ভালো রাখে... ❤
@@Sujoyneel❤❤❤❤
সার্বজনীন দূর্গা উৎসবে আপনাকে নিমন্ত্রণ জানাই।। ধন্যবাদ ভালো থাকুন
দাদা আমাদের দেশের এটাই ঐতিহ্য। আমি/ আমরা ঈদে বন্ধুর বাড়ি যাই।
বাটপারি করতে হবে না। আপনারা মুসলমানরা কোন জাত না।
সুজয়দা দারুন লাগলো তোমার প্রতিবেদনটি, এই মহালয়ার দিনটা নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে দাদা, thank you,
মহালয়া আর বীরেন্দ্রকৃষ্ণ বাবুর সম্পর্কটি হলো একটি কালজয়ী সম্পর্ক, যা যুগ যুগ ধরে বাঙালির মনে বেঁচে থাকবে..! ❤️🌼🙏
সমগ্র বাঙালিরা গোটা একটা বছর, এই ভোরবেলার জন্য অপেক্ষা করে থাকে, ✨
দেবীপক্ষের সূচনা, অবশেষে মা আসছে! ❤🩹😌🌸
আপনার পেছনে থাকা মা দুর্গা মাতার মুখোশ দেখে খুব খুশি হলাম , পুরুলিয়ার ছৌ মুখোশ দেখে ।
আজকে ফোনে এলাম দিয়ে রেখেছি কালকে শুনবো মহিষাসুরমর্দিনী
আমিও
এক অন্যতম ইউটিউব চ্যানেল সুজয় নীল দা তোমার মহালয়ার পূর্ণ লগ্নে তোমার ভিডিও আরো প্রচলিত ও সুন্দর হোক মায়ের কাছে এই কামনা করি ❤❤ Love from Hooghly
রাত পেরোলেই মহালয়া ❤❤
2 রা অক্টোবর এখন রাত 12:10 বাজে। শুয়ে শুয়ে এই ভিডিও টা দেখছি এবং মহালয়ার অপেক্ষা করছি।
অপুর্ব উপস্থাপনা ❤।
যেন সব চাক্ষুষ করতে পারছি।❤
অনেক কিছু জানলাম🙏
সত্যিই বীরেন্দ্র কৃষ্ণ ভাদ্রের চন্ডীপাঠ খুব ছোটো বেলা থেকে শুনে আসছি। এখন ও শুনি। খুব ভালো লাগে। উনি বাঙালীর হৃদয়ে চিরদিন অমর হয়ে থাকবেন।❤❤❤
বীরেন্দ্র কৃষ্ণের দেশের বাড়ি বাংলাদেশে, আমার বাড়ির পাশে।
আমি গর্বিত❤
Can you hear it in Bangladesh?
Hello Sir,
আপনার স্টুডিওর পিছনের যে মুখোশটা আছে এটা আমাদের পুরুলিয়ার বিখ্যাত ছৌ মুখোশ। আপনার প্রায় সমস্ত ভিডিও দেখি। সত্যিই খুব ভাল লাগে আপনার গলার স্বর। মুখোশটা দেখে গর্বিত হলাম। কারন আমিও ত পুরুলিয়ার ছ্যেইলা বঠি। আপনার লাইকের আপেক্ষায় থাকলাম।
আপনার নতুন ভিডিওর অপেক্ষায় আছি।
সত্যিই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মন মুগ্ধ চণ্ডীপাঠ শুনেই আমাদের শৈশবে পূজো শুরু হয়েছে , ওনার চণ্ডীপাঠ ছাড়া পুজোর আগমনী বার্তা অধুরাই থেকে যাই আজও, ওনার চরণে কোটি কোটি প্রণাম 🙏🏻
❤ নতুন প্রজন্মের কাছে এই মূল্যবান তথ্য প্রকাশ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাই ❤, আমিও কিছুই জানতাম না ❤
অসংখ্য ধন্যবাদ বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র , আমাদের কে এত সুন্দর একটা মহিষাসুর মর্দিনী এই চন্ডি পাঠ করার জন্য , ❤
আমি আপনার ভীষন বড়ো ফ্যান দাদা আপনার কথা শুনে আমি উৎসাহ পাই যানিনা কোনো দিন কিছু করতে পারব কিনা যদি পারি তাহলে সেটা শুধু আপনার জন্য দাদা আপনাকে অনেক ধন্যবাদ শুভ বিজয়া
সত্যিই খুব সুন্দর কত কিছু জানতে পারলাম অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আমি ধন্য হয়েছি আপনার এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর শুনে।
এইভাবে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরুন আমাদের কাছে।
Suvo mohaloya 😊Suvo sarodiya🙏 Dadavai🌾
কিছুটা জানি আর কিছুটা জানি না।আপনার মুখে জেনে খুবই ভালো লাগল।
অগ্রিম শুভমহালয়া সংবাদ জানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে স্যার ।।
You are a gem of a person brilliant presentation of various news item....God bless
ভিডিও টার থামবেল টাই আমাদের পুরুলিয়া জেলার ঐতিহ্য ছৌ নৃত্যের মা দূর্গার মুখোশ এর ছবি দেওয়ার জন্য ধন্যবাদ ।
~মহালয়া বাঙালির সবচেয়ে বড় 𝐄𝐦𝐨𝐭𝐢𝐨𝐦...🥺🌸❣️
ভোরবেলা টিভির পর্দায়, বীরেন্দ্র কৃষ্ণভদ্রের বজ্রকন্ঠে আগমনীর সুরে মহালয়া দেখার মাঝে রয়েছে এক অন্যরকম অনুভূতির ছোঁয়া..😌♥️
Satti asadharon. Birendra Krishna Bhadra ke jug jug dhare mone rakhbe apamor Bangali.
Osadharon Uposthapona!
Subho Mohalaya!
অসাধারণ। সমৃদ্ধ হলাম।
Sir...apner motivational speech sathe...apnare konthe jodi....Indian history ta sunte patam...tahale oro onek valobashi lagto....apni khub guchiye kotha bolen....🙏🙏🙏🙏🙏
I have grown up listening to Mahishasur mardini on Mahalaya day every year.Biremdra Krishna Bhadra's Chandipath has become a national heritage and shall remain forever.
Raat pohalei mahaloya... Khub bhalo lage tomer video❤👌
আর সুজয় নীলদা তোমাকে মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন ভালোবাসা এবং শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন❤🎉❤
মহালয়া আর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সমার্থক আপামর বাঙালীর কাছে। এটাই নানা প্রতিকূলতার মধ্যেও তার কালজয়ের প্রকৃষ্ট উদাহরন।
❤❤জয় মা দুর্গা ❤❤সকল সনাতনীদের জানাই শারদীয় দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা ❤❤আসলে মহালয়ার দিন যখন খুব সকালে ঘুম উটে শুনি তখন মনটা যেন আবেগে ভরে যায়❤❤আসলেই দাদা তার কন্ঠ যেমন ঈশ্বরের অশেষ কীপায় সুমধুর কন্ঠ ❤❤দাদা আপনার ভিডিও দেখে আমি অনেক কিছু শিখতে পারলাম ❤❤এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র তার কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না❤❤তার চণ্ডীপাঠ সুমধুর কন্ঠের❤❤ আমি বাংলাদেশি বাঙালি হিসেবে তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই তার প্রতি ❤❤আপনাকে ও অসংখ্য ধন্যবাদ জানাই ❤❤মা দুর্গার আগমনে পৃথিবীর দিক দিগন্ত উজ্জ্বল হয়ে উটুক❤❤
শুভ মহালয়া
অন্যসব বাদ দিয়ে, এখনো শুনি, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র কেই, ছোটবেলা কে ফিরে পাই
প্রতি বছর ভোর চারটে তে উঠে শুনি এই অনুষ্ঠান
এ বছর প্রচণ্ড অসুস্থ কিন্তু তবুও এমনই টান এই অনুষ্ঠানটির প্রতি যে অসুস্থতা নিয়েও ভোর বেলা উঠে শুনেছি ❤❤
সত্যিই যেন এক অমর সৃষ্টি
এই অনুষ্ঠানের প্রতি বাঙালির টান থেকে যাবে। চিরদিন...
@@Sujoyneel একদম ❤️🩹
আজ তার সুর ছাড়া মহালয়া অসম্ভব 😍🙏👍
❤❤❤❤ আপনার কন্ঠ টাও বেশ অপূর্ব।
Darun laglo tomar voice ta dada❤❤❤❤❤
তোমার voice তোমার video কে প্রাণবন্ত করে, I ❤️ it
Excellent wrk sir ❤.
শুভ মহালয়া ❤️
Dada Apnar video gulo sotti khub valo lage ❤❤❤❤
যে জিনিস শ্রী ভগবানের নিজের ইচ্ছায় এবং তাঁর আশীর্বাদের শক্তিতে গঠন হয়...
তাকে কেউ অপছন্দ করতে সাহস পায় না..!!
ঠিক ঐ জিনিষ টাই হয়েছিলো সেদিন বীরেন্দ্র বাবুর কণ্ঠে...
যা আজও অমলিন ও দারুন জনপ্রিয়..পুরানো হচ্ছেই না..!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹
আর যা মানুষের ইচ্ছায় হয় তা কখনো দৈবি ইচ্ছার বিরুদ্ধে দাঁড়াতেই পারে না..
যেটা উত্তম বাবুর অনুষ্ঠানের ক্ষেত্রে হয়েছিলো...!!
❤❤। রাত পোহালেই মহালয়া ।❤❤
দাদা অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏
আমারো বাবার হাত ধরে বীরেন্দ্রো বাবুর প্রেমে পড়া। প্রতি মহালয়ার ভোরে। আজ বাবা আমাদের মধ্যে নেই, আছে তাঁর রেডিও টা। আগে মহালয়া শুনতে শুনতে চোখ ভিজতো আর এখন বাবার জন্য।
উনি দুর্গাপূজা করলে আরো সুন্দর লাগতো। বীরেন্দ্র কিশোর ভদ্র চণ্ডীপাঠ ছোটবেলা থেকে শুনছি আমি। এখনো শুনতে খুব ইচ্ছে করে। এখন যেরকম ডিজে গান বেরিয়েছে ওগুলো অসহ্যকর।
এর থেকে পুরনোদিনের গানগুলো অনেক ভালো লাগে শুনতে। মহালয়ার প্রথমে চন্ডিপাঠ শুনবো তারপর ময়ালয়ার ঘটনা দেখব। আমি তাই করি প্রতিবছর বড়ো পূজার মহালয়ার সময়।
Thank u dada erokom ekta story amader sathe share korar jonno
ভালো লেগেছে তুমিও সুন্দর তোমার গলার ভয়েস খুব সুন্দর।
Love from Bangladesh ❤❤❤❤
সত্যি বলতে মহালয়ার ভোরে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কন্ঠে মহিষাসুরমর্দিনী-র চন্ডীপাঠ কোনো বিকল্প নেই। ওঁনার কন্ঠে চন্ডীপাঠ শুনলে এখনো আপামর বাঙালির গায়ে কাঁটা দিয়ে ওঠে। উনি বেতার জগতের জন্য একনিষ্ঠভাবে কাজ করে গেয়েছিলেন,যা সত্যিই অনস্বীকার্য। প্রসঙ্গত,গত শতাব্দীর ৬০-এর দশকে,"বিলে নরেন" নামে বাংলা ছবিতে শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ভাষ্যপাঠে তাঁর অবদান রেখেছিলেন।
অসম্ভব সুন্দর এই গল্প দাদা। 🙏
শুভ মহালয়া🙏🙏
অসাধারণ উপস্থাপনা❤
Darun bolle. Khub bhalo
Raat perolei mahalaya. Opekkhai achi moner jonno .apner upasthapana asadharan.
❤❤❤🙏👍khub sundor
আমি তোমার সব কটা ভিডিও দেখি দাদা ❤❤
বীর শ্রেষ্ঠ মহাপুরুষ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শতকোটি প্রনাম ❤
দারুন প্রতিবেদন ❤
Old is gold always ❤❤🙏🏻
Can't imagine Durga Puja without Mahalaya 📻🐚🔔🎺
Nice concept Dada❤❤❤ thanks🙏🙏
Apnar o presentation asadharon.....
.
সত্যি অসাধারণ ভয়েজ
মহানায়ক হলেই যে কন্ঠস্বর মধুর হবে এটা কে বলল, সত্যি বলতে আপনার টন্ঠস্বর শুনতে আমার খুবই ভালো লাগে , কে বলতে পারে , হয়তো বা আপনার কন্ঠেও একদিন শুনবো এই....❤
😂😂😂
উনার কন্ঠ ছাড়া পুজো শুরু ভাবতেই পারিনা❤❤❤
জয় মা দূর্গা ৷🌼💙🔱🙏🏼
আপনার গলার আওয়াজ টাও অসাধারণ
Darun....
গায়ে শীতকাটা দিয়ে উটলো❤️
খুব ভালো লাগলো দাদা
Khub sundor
খুব ভালো লাগলো শুনে
দাদা আমি আপনার কণ্ঠের ফেন(ভক্ত)❤❤
subho mohalaya 😊❤
Birendra Chattopadhyay..... The great man of India...
*তার কন্ঠে একটা শক্তি আছে যা হ্নদয় ছুঁয়ে যায় এবং তার কর্ম চিরকাল বেঁচে থাকবে । আমরাও বেঁচে থাকব না কর্ম শুধু থাকবে । ঈশ্বর তার মঙ্গল করুক*
Our childhood ❤❤❤❤ today's children did not understand
খুব সুন্দর আপনার প্রতেকটা ভিডিও👍👍
খুব ভালো উপস্থাপন
Thanks so much dada
Sujoyneel augreem sharood shubhechchha😊
এত সুন্দর ইতিহাস, অল্প ই জানতাম.......🙏🙏🙏🙏🙏
Aapnar 1 st line ta khub mojadaar chilo... 🤣🤣👏👏🥰🥰👍👍🤣🤣
Dada I am big fan of you......
Happy mahalaya advance
অপূর্ব 😍❤️🥰😌😘👌
Bes valo laglo bro 💕🙏
😢😢😢 kichu bolar nei
Love you dada ❤ upner sob video daki ?