ভালো লাগলো। আমি প্রথম আপনার গল্লে। আমার জ্যাঠা ছিলেন রেলের গার্ড। গল্ল বলতেন গার্ডের অভিজ্ঞতা। উড়িষ্যার এক নির্জন আউট সিগন্যালে মালগাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেল। বাইরে বেরিয়ে উনি দেখলেন প্রচণ্ড বদ গন্ধ। উনি নেমে টর্চ জ্বালিয়ে পাশের জঙলে একটু ঢুকে দেখেন একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। লাল পচে বদ গন্ধ ছড়াচ্ছে। উনি চটপট চলে আসেন ও বমি করতে শুরু করেন। গার্ডের ঘর লক্ষ করে বসে পড়েন। কিন্তু হঠাৎ দমাদম আজয়াজ দরজায়। জ্যাঠা দরজা খোলেন নি । পরে বাড়ি ফিরে জ্যাঠা অসম্ভব অসুস্থ হয়ে পড়েন। তীব্র জ্বর ও প্রবল বমি। চিকিৎসায় সাড়া দিতে কোন রকমে বেঁচে ফেরেন। অদ্ভুত কিছু আজও ঘটে। ধন্যবাদ।
খুবই ভালো লাগলো। আমার বড়ো মামা রেলের লোকো পাইলট ছিলেন। উনি গুরুপ্পা স্টেশন পার করার সময় বাচ্চা কোলে নিয়ে মহিলাকে ট্র্যাকের মধ্যে দেখেছিলেন। ওই মহিলা ইঞ্জিনের সামনে পাল্লা দিয়ে অনেক দূর পর্যন্ত দৌড়াচ্ছিলো।
এমন দৌড়ানোর গল্প , আমার বালুরঘাটের মালোপাড়া ঘাটের এক দাদা , যিনি জেলা পরিষদের জীপ চালাতেন ,তার কাছে শুনেছিলাম --+ তিনি একবার জীপ গাড়ি নিয়ে মধ্যরাতে ৭০ এর দশকে মালদহ থেকে বালুরঘাটে ফিরছিলেন ,তখন , সাদা ধুতি ও গেঞ্জি পরা একজন ব্যক্তি হাত দেখিয়ে গাড়ি থামাতে ঈশারা করছিল ,তখন ,সেই দাদা গাড়ি থামান নি , কিন্তু,ঐ সাদা ধুতি ও গেঞ্জি পরা ব্যক্তি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে জিপ গাড়ি , র পাশে পাশে দৌড়ে ছিল -- তবে সেই পাড়া তুতো দাদা তখন স্টিয়ারিং হাতে নার্ভ ফেল না করে গাড়ি চালিয়ে ছিলেন -- এই পৃথিবীতে অনেক রহস্য।
@arijitpathak2801 Mostly UAF. Unidentified Anomalous Phenomena. My friend is a pilot....he hardly speaks about these to others. He told me once by slip of tongue...
আমি রেল এ ট্রেকমেন্টেনার এ সাড়ে চার বছর কর্মরত ছিলাম । অনেক দিন নাইট ডিউটি( পেট্রোলিং এর ) কাজ করেছি । ডাকাত দেখছি, অক্সিডেন্ট হওয়া ব্যাক্তি দেখেছি রাতে লাশের কাছে বেশ কিছুক্ষণ জোগান দিয়েছি। সব কিছুই কিন্তু রাতের কথা এবং নির্জন এলাকায় । কিন্তু কিছুই অস্বাভাবিক দেখিনি। আমি আজিমগঞ্জ এর দিকে মনিগ্রাম স্টেশনে কাজ করতাম।
Railway only one department post Track Maintainer sob theke beshi e rokom experience hoye thake eder kew kichu kore naa Keno na. Track Maintainer ra rater kono ghost theke kom kichu naa
আপনার বলা ঘটনাগুলো দারুণ রোমাঞ্চকর। আমি শিয়ালদহ ডিভিশনের গোবরডাঙ্গার গেটম্যান। 5 বছর চাকরি করছি। আমার ইঞ্জিনিয়ারিং গেটটা একটু নির্জন জায়গায়। একদিন রাত তিনটের দিকে বেশ কিছুক্ষণ ধরে পরপর হঠাৎ গেট বুমে ধাক্কা মারার শব্দ শুনি। খুব ভয় পেলাম। পরে ভাবলাম ষাঁড়ও হতে পারে। সে রাতে আর গেটের দরজা খুলিনি। এই গেটের আশেপাশে অনেক আগে রেলে কাটাও পড়েছে।
@@pointofnature5502 ohh khub nirjon elaka to. Ami jamdani theke 1.5 km dure thaki. Oi elekai age murder o hato. Oi gate er paste gaurango (ledice ledice bhab) der jomi aache.
Sambhu Babu onek din aage apnake ami bolechhilam thik ei kotha. Railway driver and guard are having these experiences. Some used to come to my father's radio tv etc. repairing shop decades ago and shared many such stories. Apni sunle apnar rom khara hoye jabe. I was very young at that time. Later my dad told me all the stories and I was lucky to meet them and again heard their stories from their mouth. Bhuban-r ma story too is nice. 😀😍❤️👍🇮🇳👌👻💀☠️♥️💛💚 Apni o bhalo thakben. Om Namah Shivay Har Har Mahadev Bom Bom Bhole 🙏🙏🙏
আমিও একজন রেলের কর্মচারী ছিলাম এখন অবসর প্রাপ্ত ছিলাম এ্যাডমিনিষ্ট্রেটিভ বিভাগের ইন্সপেক্টর হিসাবে কাজ করতাম সৌভাগ্য ক্রমে কাজের মাধ্যমেই গার্ড ও পাইলটের সাথে থেকে কিছু অভিজ্ঞতা পাই সেই জন্যই সুযোগ হল রাখলাম আপনি ও আপনার সহ কর্মি রা ভাল থাকুন ও চাকরি জীবনের সাফল্য কামনা করি ভাল থাকুন ধন্যবাদ
খুব ভালো লাগলো।ট্রন চালানোর ব্যাপারে ও জানতে পারলাম। নতুন একটা অভিজ্ঞতা হল। ভুবনে র বাবার ব্যপার টা শুনে ও ভালো লাগলো এরকম ভূত এখন ও থাকলে কেউ আর কাউকে টাকা বা অন্য কিছু মেরে দিয়ে পালাতে পারবে না।
খুব ভালো লাগলো, অনেক দিন পর এরকম কেও গল্পো শোনালো, ছোটো বেলার কথা মনে পড়ে গেল, আমাদের ছোট বেলাতেও এরকম কাহিনী বলতেন, উনি বর্তমানে মারা গেছেন, আজ এতদিন পরে আপনাকে পেয়ে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল, ভালো থাকবেন ❤
মনে হলো আপনার পাশে বসে গল্পের আমেজ নিলাম অনেক ভালো লাগলো কোনো অতিরনজিত কিছু নেই সাবলিল ভাষায় কথা গুলো বললেন নমস্কার আমি উত্তর পুরবের ছোট্ট রাজ্য এিপুরার বাংগালী
আপনার বলার ধরনটা খুবই সুন্দর। আপনাকে দেখতে আমার কাকুর মতন। আর আমার বাবা রেলে ছিলেন। তাই এইসব ঘটনা অনেকেই দেখেছেন বা অনুভব করেছেন। গুডস গার্ড এর ডিউটি খুবই কঠিন।
Railway only one ghost department Engineering aar post holo Track Maintainer Keno na experience nite hole cold-mansoon-hot patrolling duty attend kore dekho... Dekhe mone hobe real ghost 👻
কাকু, আমি নিজে গাড়ি চালিয়ে অনেক দিন রাতে বড়ি ফিরি, হাই রোডে ( জায়গা বলছি না) আমি ও অনেক কিছু ই উপলব্ধি করেছি, যেহেতু আমি গাড়ির চালক ও সামনে বসি তাই দুর্ভাগ্য বশত আমিই দেখি, পেছনের সিটে বসে যারা যায় তারা কিছুই বুঝতে পারে না ।
Brake van e bose apnar story ta sunlam bhalo laglo. Akhon raat 12:00.Amr ei train tao akta jongoler kache dariye royecha, Bhadrak (Odisha)line e. Train dariye chilo tai sunlam apnar story ta. Jodio amr duty r somoy e kono din kichu experience hoyni but eta hotei paare. Choto belate mango kurote giye ami white dress pora ekjon k dekhechilam 1998 e, sei jaiga ta te dinner belatei manush jete pochondo korto na.
আমি বয়স্ক হলেও শুনতে অসম্ভব ভালবাসি সেই ছোটবেলা থেকে গল্পের বই ও খুব পড়তাম বড়রা গল্প বলতেন শীতের রাতে জমিয়ে শুনতাম তন্ময় হয়ে হরিনারায়ন চট্টোপাধ্যায় এর লেখা খুব ভাল লাগতো
ভাল লাগল অশররী চেনলের এই অধায়। আপনার কথা গুলি সত্য। আমার সামী ও ভাই রেলের গার্ড ও উচ্চ পদস্থ কর্মচারী হওয়ার জন্য এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিল। আজ সামী রিটায়ারড ভাই এর অবসরের সময় হয়ে এসেছে ।আমরা ভরদদাজ গোত্রীয় বারমহন। হয়ত এই জন্যই ঈশ্বরের ইচছায় তারা সুস্থ আছেন আছে । আপনিও ভাল থাকবেন । আর এভাবেই আমাদের গল্প শোনান ।🙏🏼
চমৎকার লাগলো আপনার গল্পগুলো এবং বলার ধরন, আমি একজন নিয়মিত শ্রোতা হয়ে গেলাম আজকে থেকে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আর এ ধরনের নতুন নতুন সব গল্প পাঠাবেন।
নমস্কার নেবেন দাদা,, আমার বয়স এখন 52+,, দাদা বলে সম্বোধন করলাম,, আমিও নতুন আপনার ভিডিওটা দেখলাম ও শুনলাম বেশ ভালো লাগলো,, বলার কথা হলো আমার বাবাও ছিলেন goods train driver,,, আজ উনি বেঁচে নেই,, অনেক অভিজ্ঞতার কথা শুনেছি আমার মায়ের মুখ থেকে দুর্ভাগ্যবশত ওনাকে আমার দেখা হয়নি খুব অল্প বয়সেই উনি পৃথিবী থেকে চলে গেছেন,, তখন আমি বেশ ছোট,, ও নার নাম বিজন কান্তি রায়,,, আমিও আমার মা এই ছোট্ট দুনিয়া আমরা আজ বড় নিরুপায় হেল্পলেস জানেন যদি কিছু আপনার কাছে তথ্য থাকে আপনি প্লিজ জানাবেন,, কেন কি উনার সম্বন্ধে অনেক কিছু আমার জানার ছিল,,, সেগুলো আর বিশেষ জানা হয়ে ওঠেনি। বাবা যে কি জিনিস আমি বুঝেও বুঝতে পারলাম না,,,, খুব কষ্ট লাগে,, রেলের এই ট্রেনের গল্প হতে হতে আজ হঠাৎই মনে পড়ে গেল বাবার কথা।
Darun laglo apnar mukhe golpo sune 🙏❤️ onek bochor pore golpo sunlam choto belay baba sonato dadu sonato mon diye suntam ajo ki mone kore dulam r apanar golpo te ami choto belate fire gelam ones again thank you ❤🙏
R P F এ চাকুরি করে জিবনে এমন এমন বহু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি স্টাফদের কাছে অনেক গল্প শুনেছি । বাবা ও Running Staff ছিলেন ওনার কাছেও শিলিগুড়ির অনেক গল্প শুনেছি ।
Khub moja laglo shune. Khali Ektu Sposto kore bollle aro dhime bolle gobhir hobe , ekebarei sposto shona jai aro .beshi moja lagbe. Thank you bhai. Amio railway poribarer mohila. Shei Jonnye interesting lage. Baba Tinsukiai chilen. Aar aamra rail e onek travel kortam. Aro golpo shonaben asha korlam.
আপনি খুবই ভালো গল্প বলতে পারেন প্রথমবার শুনছি খুবই ভালো লাগলো। কিন্তু ভিডিওর ছবি দেখে অতটা আগ্রহ লাগছিল না মানে বুঝতে পারছিলাম না এটা ভুতের গল্প বা কে বক্তা। আপনি একটু ভিডিওর thumbail যদি বানাতেন তাহলে আরো views হতো সবাই বুঝতে পারত।।
আমি রেল এ ট্রেকমেন্টেনার এ সাড়ে চার বছর কর্মরত ছিলাম । অনেক দিন নাইট ডিউটি( পেট্রোলিং এর ) কাজ করেছি । ডাকাত দেখছি, অক্সিডেন্ট হওয়া ব্যাক্তি দেখেছি ,রাতে লাশের কাছে বেশ কিছুক্ষণ জোগান ও দিয়েছি। সব কিছুই কিন্তু রাতের কথা এবং নির্জন এলাকার । কিন্তু কিছুই অস্বাভাবিক দেখিনি। আমি আজিমগঞ্জ এর দিকে মনিগ্রাম স্টেশনে কাজ করতাম।
Sei lockdown er somoy theke apnar channle ta ekta nesar moto kaj kore...sunte suru korlei mone hoi jeno ekta vasa vasa ki sundor paribarik edike ekta nesa doba feel aha ❤
Very interesting content. Something diferent. watching your Chanel from Bogotá,Colombia. I am from Hridaypur.during 40 years i am in foreign country. I Will send you diferent content from Colombia. Gracias.
খুব সুন্দর আপনার বলার ধরন ও গল্প । আজ আমার প্রথম দিন। আপনার গল্প শুনলাম। অনের চেষ্টা করেও আপনার হোয়াটস আপ নং বেড় করতে পারলাম না। যদি পারেন তাহলে আমার কমেন্টের উত্তরে জানালে উপকৃত হবো।
আচ্ছা বলছি আমার চ্যানেলে যান যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আজ সব অতীত ওই লেখাটা হালকা প্রেস করুন দেখবেন পুরো লেখা আপনার সামনে আসবে ওর নিচে আমার whatsapp no দেওয়া আছে
আপনার কথাই অনেক অসংগতি। প্রথম কথা আসানসোল থেকে ক্রু এন্ড গার্ড গাড়ী Bokaro নিয়ে আসে না। আর আমি এতো দিন গার্ডে সার্ভিস করছি বর্তমানেও সার্ভিসে আছি যে সব জায়গার নাম বলছেন এই সব জায়গার মধ্যেই আমার পোস্টিং কোথাও এ ধরনের কোন দিন দেখি নি। তাই আপনার কাছে অনুরোধ এ ধরনের ফালতু গল্প বলে বিভ্রান্ত ছড়াবেন না। আর মাল গাড়ী 25 -26 টা থাকে না 59 বগি থাকে, আর মাল গাড়ীর স্পিড এবং কোচিং এর স্পিড কোন পার্থক থাকে না , নির্ভর করে ট্রাকের ওপর। অবশেষে বলি 20 বছর সার্ভিসের অভিজ্ঞতা থেকে বলছি।
Vayonkar , Romoharshak ghatana sab. Thousands of like for the outstanding presentation " Bhubaner mayer maine ta die dio" just spine chilling. 😊😊😊😊👍👍👍👍
কাকু ভিডিওটা আমার খুব ভালো লেগেছে❤ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন খুব ইচ্ছে যে লোকো পাইলট হব ট্রেন চালাবো. আপনার বয়স কত জেঠু ?আমার বাবার বয়স 62
আমাদের এখানে একটা গর্জন গাছের বাগান আছে যেটার শ্বশানের পাশ দিয়ে রাস্তায় ওই রাস্তা দিয়ে দুপুরে বা রাতে কেউ মাছ নিয়ে যেতে পারতো না। ওইটা আমাদের চোখে দেখা, এই বিষয়ে শুধুমাত্র আমাদের এলাকার লোকজনরা জানেন। কিন্তু অনেক মানুষ এটা বিশ্বাস করতে চায় না 😢😢😢
ভালো লাগলো। আমি প্রথম আপনার গল্লে। আমার জ্যাঠা ছিলেন রেলের গার্ড। গল্ল বলতেন গার্ডের অভিজ্ঞতা। উড়িষ্যার এক নির্জন আউট সিগন্যালে মালগাড়ি এক জায়গায় দাঁড়িয়ে গেল। বাইরে বেরিয়ে উনি দেখলেন প্রচণ্ড বদ গন্ধ। উনি নেমে টর্চ জ্বালিয়ে পাশের জঙলে একটু ঢুকে দেখেন একজন গলায় দড়ি দিয়ে ঝুলছে। লাল পচে বদ গন্ধ ছড়াচ্ছে। উনি চটপট চলে আসেন ও বমি করতে শুরু করেন। গার্ডের ঘর লক্ষ করে বসে পড়েন। কিন্তু হঠাৎ দমাদম আজয়াজ দরজায়। জ্যাঠা দরজা খোলেন নি । পরে বাড়ি ফিরে জ্যাঠা অসম্ভব অসুস্থ হয়ে পড়েন। তীব্র জ্বর ও প্রবল বমি। চিকিৎসায় সাড়া দিতে কোন রকমে বেঁচে ফেরেন। অদ্ভুত কিছু আজও ঘটে। ধন্যবাদ।
আপনার গল্পটা বেশি ভয়ের🥶
গার্ডের ঘর লক্ষ্য করে ..... হঠাৎ দমদম "
বুঝতে অসুবিধা হচ্ছে।
@@thetraveldelitesহা 😮😣😣
ঘর লক্ষ করে বসে পড়লেন ... তারপর দমাদম আওয়াজ দরজায় 😅
কিন্তু উনি জঙ্গল থেকে ফিরল কখন, সেটা জানা হল না 😂😂
@@babydoll6123অসম্পূর্ণ গল্প
খুবই ভালো লাগলো। আমার বড়ো মামা রেলের লোকো পাইলট ছিলেন। উনি গুরুপ্পা স্টেশন পার করার সময় বাচ্চা কোলে নিয়ে মহিলাকে ট্র্যাকের মধ্যে দেখেছিলেন। ওই মহিলা ইঞ্জিনের সামনে পাল্লা দিয়ে অনেক দূর পর্যন্ত দৌড়াচ্ছিলো।
এমন দৌরনোর ঘটনা আমিও শুনেছি
এমন দৌড়ানোর গল্প , আমার বালুরঘাটের মালোপাড়া ঘাটের এক দাদা , যিনি জেলা পরিষদের জীপ চালাতেন ,তার কাছে
শুনেছিলাম --+ তিনি একবার জীপ গাড়ি নিয়ে মধ্যরাতে ৭০ এর দশকে মালদহ থেকে বালুরঘাটে ফিরছিলেন ,তখন , সাদা ধুতি ও গেঞ্জি পরা একজন ব্যক্তি হাত দেখিয়ে গাড়ি থামাতে ঈশারা করছিল ,তখন ,সেই দাদা গাড়ি থামান নি , কিন্তু,ঐ সাদা ধুতি ও গেঞ্জি পরা ব্যক্তি ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে জিপ গাড়ি , র পাশে পাশে দৌড়ে ছিল -- তবে সেই পাড়া তুতো দাদা তখন স্টিয়ারিং হাতে নার্ভ ফেল না করে গাড়ি চালিয়ে ছিলেন -- এই পৃথিবীতে অনেক রহস্য।
😂😂😂😂
😂@@Celestial_Ritz_Skywalker007
Amar bari balurghat rali station er dik diye rajua village e @@dipankargupta550
খুবই সুন্দর ঘটনাগুলো।খুব ভাল লাগল। আপনি খুব ভাল থাকবেন সুস্থ থাকবেন।
অনেকদিন পর সেই পুরোনোভাবে গল্প শুনলাম, বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
বিমানের পাইলট এবং ট্রেনের গার্ড ও ড্রাইভাররা অনেক কিছু দেখেন কিন্তু উনারা কাউকে কিছু বলেন না। এটা আমি জানি। ঠিকই বলেছেন আপনি।
@@arijitpathak2801pori 😊
গাড়িচালক রাও দেখে
@arijitpathak2801 Mostly UAF. Unidentified Anomalous Phenomena. My friend is a pilot....he hardly speaks about these to others. He told me once by slip of tongue...
@@arijitpathak2801😂😂
পাইলট কি করে দেখবে?
আমি রেল এ ট্রেকমেন্টেনার এ সাড়ে চার বছর কর্মরত ছিলাম । অনেক দিন নাইট ডিউটি( পেট্রোলিং এর ) কাজ করেছি । ডাকাত দেখছি, অক্সিডেন্ট হওয়া ব্যাক্তি দেখেছি রাতে লাশের কাছে বেশ কিছুক্ষণ জোগান দিয়েছি। সব কিছুই কিন্তু রাতের কথা এবং নির্জন এলাকায় । কিন্তু কিছুই অস্বাভাবিক দেখিনি। আমি আজিমগঞ্জ এর দিকে মনিগ্রাম স্টেশনে কাজ করতাম।
এখন কি করেন??
কতো নম্বর সারণী😢😢😢
Apnar bari kothay r akhon ki koren ?
Railway only one department post Track Maintainer sob theke beshi e rokom experience hoye thake eder kew kichu kore naa Keno na. Track Maintainer ra rater kono ghost theke kom kichu naa
@@motiveteacher3946 স্কুল শিক্ষক
আপনার বলা ঘটনাগুলো দারুণ রোমাঞ্চকর। আমি শিয়ালদহ ডিভিশনের গোবরডাঙ্গার গেটম্যান। 5 বছর চাকরি করছি। আমার ইঞ্জিনিয়ারিং গেটটা একটু নির্জন জায়গায়। একদিন রাত তিনটের দিকে বেশ কিছুক্ষণ ধরে পরপর হঠাৎ গেট বুমে ধাক্কা মারার শব্দ শুনি। খুব ভয় পেলাম। পরে ভাবলাম ষাঁড়ও হতে পারে। সে রাতে আর গেটের দরজা খুলিনি। এই গেটের আশেপাশে অনেক আগে রেলে কাটাও পড়েছে।
Kon gate jam jamdani? bhamhasamaj? Na 1 number gate?
@@langietor Ha, jamdani 41 no gate.
@@pointofnature5502 ohh khub nirjon elaka to. Ami jamdani theke 1.5 km dure thaki. Oi elekai age murder o hato. Oi gate er paste gaurango (ledice ledice bhab) der jomi aache.
খুব সুন্দর ঘটনা ভালো লেগেছে শুনতে দারুন লাগলো আপনি খুব ভালো থাকবেন❤❤❤❤👌👌👌👌👍👍👍👍🙏
দাদা সত্যিই ভালো লাগলো আপনার জ্ঞানের বিচার দেখে। কারণ সত্য ঘটনার অনেক কিছুই চেপে যেতে হয় প্রস্তুতি এবং ভবিষ্যতের খাতিরে। আজকে প্রথম আপনার গল্প শুনছি।
ওকে পাশে থাকবেন
গার্ডের চাকরি অনেক কঠিন অনেক কিছু দেখতে পাওয়া যায় । শক্ত মনের ব্যাপার । কারণ গাডকে একা থাকতে হয়
খুব ভালো লাগলো, আপনার সহজ সরল ভাষায় গল্প বলার পদ্ধতি টা বেশ সুন্দর এগিয়ে চলুন আমরা সবাই আছি
আরও রোমাঞ্চকর গল্প শুনতে চাই। খুব ভালো লাগলো দাদা।
Sambhu Babu onek din aage apnake ami bolechhilam thik ei kotha. Railway driver and guard are having these experiences. Some used to come to my father's radio tv etc. repairing shop decades ago and shared many such stories. Apni sunle apnar rom khara hoye jabe. I was very young at that time. Later my dad told me all the stories and I was lucky to meet them and again heard their stories from their mouth.
Bhuban-r ma story too is nice. 😀😍❤️👍🇮🇳👌👻💀☠️♥️💛💚
Apni o bhalo thakben. Om Namah Shivay Har Har Mahadev Bom Bom Bhole 🙏🙏🙏
জেঠুর গল্পগুলো বলার ধরনটা খুব ভালো লাগে।
আপনার বলা গল্পগুলো যেমন খুব ভাল তেমন আপনার গল্প কথন ও দারুণ। খুব ভাল লাগল। খুব ভাল থাকবেন দাদা।
আমিও একজন রেলের কর্মচারী ছিলাম এখন অবসর প্রাপ্ত ছিলাম এ্যাডমিনিষ্ট্রেটিভ বিভাগের ইন্সপেক্টর হিসাবে কাজ করতাম সৌভাগ্য ক্রমে কাজের মাধ্যমেই গার্ড ও পাইলটের সাথে থেকে কিছু অভিজ্ঞতা পাই সেই জন্যই সুযোগ হল রাখলাম আপনি ও আপনার সহ কর্মি রা ভাল থাকুন ও চাকরি জীবনের সাফল্য কামনা করি ভাল থাকুন ধন্যবাদ
খুব ভালো লাগলো।ট্রন চালানোর ব্যাপারে ও জানতে পারলাম। নতুন একটা অভিজ্ঞতা হল। ভুবনে র বাবার ব্যপার টা শুনে ও ভালো লাগলো এরকম ভূত এখন ও থাকলে কেউ আর কাউকে টাকা বা অন্য কিছু মেরে দিয়ে পালাতে পারবে না।
খুব ভালো লাগলো, অনেক দিন পর এরকম কেও গল্পো শোনালো, ছোটো বেলার কথা মনে পড়ে গেল, আমাদের ছোট বেলাতেও এরকম কাহিনী বলতেন, উনি বর্তমানে মারা গেছেন, আজ এতদিন পরে আপনাকে পেয়ে আমার ছোট বেলার কথা মনে পড়ে গেল,
ভালো থাকবেন ❤
No Background Music, No Expensive Studio Setup, No Expensive Microphone, Camera
Still নিজের লোকের কাছে গল্প শুনছি মনে হচ্ছে 🙏❤️💯
ছোটবেলায় আমরা কিন্তু এভাবেই গল্প শুনতাম। এটা সেই আদি, অকৃত্রিম গল্প শোনার আড্ডা।
This is best way to listen to real life stories.
গল্পটি শুনে সময়টা খুব ভালোই কাটালাম কিন্তু বিজ্ঞানকে প্রাধান্য দিতে হবে।
মনে হলো আপনার পাশে বসে গল্পের আমেজ নিলাম অনেক ভালো লাগলো কোনো অতিরনজিত কিছু নেই সাবলিল ভাষায় কথা গুলো বললেন নমস্কার আমি উত্তর পুরবের ছোট্ট রাজ্য এিপুরার বাংগালী
আপনার বলার ধরনটা খুবই সুন্দর। আপনাকে দেখতে আমার কাকুর মতন। আর আমার বাবা রেলে ছিলেন। তাই এইসব ঘটনা অনেকেই দেখেছেন বা অনুভব করেছেন। গুডস গার্ড এর ডিউটি খুবই কঠিন।
Railway only one ghost department Engineering aar post holo Track Maintainer Keno na experience nite hole cold-mansoon-hot patrolling duty attend kore dekho... Dekhe mone hobe real ghost 👻
কাকু, আমি নিজে গাড়ি চালিয়ে অনেক দিন রাতে বড়ি ফিরি, হাই রোডে ( জায়গা বলছি না) আমি ও অনেক কিছু ই উপলব্ধি করেছি, যেহেতু আমি গাড়ির চালক ও সামনে বসি তাই দুর্ভাগ্য বশত আমিই দেখি, পেছনের সিটে বসে যারা যায় তারা কিছুই বুঝতে পারে না ।
ঠিক
doctor dekhao
৪-৫ বছর আগে দীঘা যাওয়ার সময় কোলাঘাট পার করে কিছু দূর যেতে তখন আমি আমার বন্ধু দুজনেই দেখেছি
Please amar inbox a aktu bolben please...@@SRJ247
Bolben please..
খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা। বরাবরের মতো অনবদ্য। ভালো থাকবেন আপনি।
Brake van e bose apnar story ta sunlam bhalo laglo. Akhon raat 12:00.Amr ei train tao akta jongoler kache dariye royecha, Bhadrak (Odisha)line e. Train dariye chilo tai sunlam apnar story ta. Jodio amr duty r somoy e kono din kichu experience hoyni but eta hotei paare. Choto belate mango kurote giye ami white dress pora ekjon k dekhechilam 1998 e, sei jaiga ta te dinner belatei manush jete pochondo korto na.
খুব ভালো লাগলো শুনে ভালো থাকবেন
গল্প শুনতে শুনতে ছোটবেলায় পৌঁছে গেছিলাম । আরো শুনবো। রাজনীতির বস্তাপচা আলোচনার থেকে ঢের ভালো !!!!!!❤
....অনিমেষ পর্ব দুই কবে পাবো 😮
নিশ্চয় পাবে
আমি বয়স্ক হলেও শুনতে অসম্ভব ভালবাসি সেই ছোটবেলা থেকে গল্পের বই ও খুব পড়তাম বড়রা গল্প বলতেন শীতের রাতে জমিয়ে শুনতাম তন্ময় হয়ে হরিনারায়ন চট্টোপাধ্যায় এর লেখা খুব ভাল লাগতো
এই গল্পটা অল্প শুনেই আপনার চ্যনেলটা সাবস্ক্রাইব করলাম...👍🏼👍🏼
Ami apnar channel a eta 1st video dekhlm. Khub valo laglo... Rat 2:27 a sunchi apnar golpo gulo... Sei romhorshok golpo.
আমিও লোকপাইলট, আমার অনেক এক্সপেরিয়েন্স আছে, আমি উলুবেড়িয়া আর বীরশিবপুরের মাঝে একই বুড়ো কে পর পর দুদিন কাটা পড়তে দেখেছি
আপনার বাড়ি কোথায় ?
আমার বাড়ি ফুলেশ্বর, উলুবেড়িয়া।
Ami uluberia thaka
আমি আমতা থেকে বলছি
bal dekhecho bara
Amio loco pilot hobar jonno iti kor6i 😢
খুব সুন্দর ঘটনার গল্প 👍👍👍👍👍👍🙌🙌আপনি ভালো থাকবেন
খুব সুন্দর ছিল আজকের ঘটনা গুলো। মনটা ভালো হয়ে গেল শুনে ❤❤❤। আপনি ভালো থাকবেন কাকু ❤❤
আমি আজ প্রথম আপনার গুল্প শুনলাম ভালো লাগলো, নতুন গল্প এর আশায় রইলাম!
ওকে
Darun laglo....Aamar jyatha guard chilen....onek e rokom obhigota aamake suniyechilen
Just Excellent... And Please always take care of your health. God bless you.
ভাল লাগল অশররী চেনলের এই অধায়। আপনার কথা গুলি সত্য। আমার সামী ও ভাই রেলের গার্ড ও উচ্চ পদস্থ কর্মচারী হওয়ার জন্য এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছিল। আজ সামী রিটায়ারড ভাই এর অবসরের সময় হয়ে এসেছে ।আমরা ভরদদাজ গোত্রীয় বারমহন। হয়ত এই জন্যই ঈশ্বরের ইচছায় তারা সুস্থ আছেন আছে । আপনিও ভাল থাকবেন । আর এভাবেই আমাদের গল্প শোনান ।🙏🏼
দাদু আপনার গল্প প্রথম বার শুনলাম খুব ভালো লাগলো। আরো গল্প চাই❤🙏
চমৎকার লাগলো আপনার গল্পগুলো এবং বলার ধরন, আমি একজন নিয়মিত শ্রোতা হয়ে গেলাম আজকে থেকে। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আর এ ধরনের নতুন নতুন সব গল্প পাঠাবেন।
ধন্যবাদ
খুব ভালো লাগলো। ঘটনা গুলো খুবই ভয়ের।
সাধন পথে এরকম আরো ভয়ঙ্কর মুখোমুখি হতে হয় ভয় পেলেই মৃত্যু নিশ্চিত
নমস্কার নেবেন দাদা,, আমার বয়স এখন 52+,, দাদা বলে সম্বোধন করলাম,, আমিও নতুন আপনার ভিডিওটা দেখলাম ও শুনলাম বেশ ভালো লাগলো,, বলার কথা হলো আমার বাবাও ছিলেন goods train driver,,, আজ উনি বেঁচে নেই,, অনেক অভিজ্ঞতার কথা শুনেছি আমার মায়ের মুখ থেকে দুর্ভাগ্যবশত ওনাকে আমার দেখা হয়নি খুব অল্প বয়সেই উনি পৃথিবী থেকে চলে গেছেন,, তখন আমি বেশ ছোট,, ও নার নাম বিজন কান্তি রায়,,, আমিও আমার মা এই ছোট্ট দুনিয়া আমরা আজ বড় নিরুপায় হেল্পলেস জানেন যদি কিছু আপনার কাছে তথ্য থাকে আপনি প্লিজ জানাবেন,, কেন কি উনার সম্বন্ধে অনেক কিছু আমার জানার ছিল,,, সেগুলো আর বিশেষ জানা হয়ে ওঠেনি। বাবা যে কি জিনিস আমি বুঝেও বুঝতে পারলাম না,,,, খুব কষ্ট লাগে,, রেলের এই ট্রেনের গল্প হতে হতে আজ হঠাৎই মনে পড়ে গেল বাবার কথা।
আপনার লেখা পড়ে মন খারাপ হল। ভগবানের যা ইচ্ছা।
বেশ ভাল লাগল ঘটনা গুলো।
ভাল থাকবেন। 🙏
Khub khub bhalo laglo sir
Golpo gulo...
❤❤❤❤❤❤
আমার বাবা আসানসোল ডিভিশনের লোকো পাইলট ছিলেন। একাধিক ঘটনার কথা শুনেছি।
দারুন এই রকম ভাবে এগিয়ে যান
Ami sourav biswas dum dum cantonment theke darun legeche please erokom aro apbiti sonaben wait korchi apnar jonno
khub sundar romanchakar ghatana , animesh kakur ghatana gulo eka raterbela sonar sahos thaka chai...🥶🥶🥶😓
রেলে এত অপঘাতে মৃত্যু হয় 😢 কিছু তো থাকবেই
Hmm.
Mirttu kokhono apoghate hoina didi
@@amaandesigner to kise hoi ,ghate?
@@thetraveldelitesduto tei hoy , amar o dream alp
আমার জ্যেঠতুতো দাদা রেল ড্রাইভার ছিলেন। খুব সম্প্রতি অবসর নিয়েছেন। তাঁর মুখে এরকম অনেক ঘটনা শুনেছি। আপনি ভালো থাকুন 👍।
😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😊😅😅😊😅
দাদা অনেক দিন পরে আপনাকে খুঁজে পেলাম মনটা খুব ভালো লাগলো আপনাকে দেখে আমর প্রণাম নেবেন আমি সঞ্জয় সরকার মাদিনী পুর
খুব ভালো থাকবেন
Darun laglo apnar mukhe golpo sune 🙏❤️ onek bochor pore golpo sunlam choto belay baba sonato dadu sonato mon diye suntam
ajo ki mone kore dulam r apanar golpo te ami choto belate fire gelam ones again thank you ❤🙏
R P F এ চাকুরি করে জিবনে এমন এমন বহু ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হয়েছি স্টাফদের কাছে অনেক গল্প শুনেছি । বাবা ও Running Staff ছিলেন ওনার কাছেও শিলিগুড়ির অনেক গল্প শুনেছি ।
স্যার আজকে প্রথম আপনার ভিডিও দেখলাম। খুব ভালো লাগলো। আর আপনার গল্পঃ বলার কথন টাও খুব ভালো
খুব সুন্দর লাগলো গল্পটা
সুন্দর লাগলো jethu , প্রণাম নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤😊
Onek din por RUclips valo akta video dekhlam
Khub moja laglo shune. Khali Ektu Sposto kore bollle aro dhime bolle gobhir hobe , ekebarei sposto shona jai aro .beshi moja lagbe. Thank you bhai. Amio railway poribarer mohila. Shei Jonnye interesting lage. Baba Tinsukiai chilen. Aar aamra rail e onek travel kortam. Aro golpo shonaben asha korlam.
ঘটনাগুলোর উপস্থাপনা খুব ভালো
আপনি খুবই ভালো গল্প বলতে পারেন প্রথমবার শুনছি খুবই ভালো লাগলো। কিন্তু ভিডিওর ছবি দেখে অতটা আগ্রহ লাগছিল না মানে বুঝতে পারছিলাম না এটা ভুতের গল্প বা কে বক্তা। আপনি একটু ভিডিওর thumbail যদি বানাতেন তাহলে আরো views হতো সবাই বুঝতে পারত।।
ভালো লাগলো কাকু৷ আমার দাদাও গুডস ট্রেন ম্যানেজার। কয়েকমাস আগেও রামপুরহাটে পোস্টেড ছিল।
ধন্যবাদ
স্বাভাবিক গলায় আকর্ষণীয় ঘটনা শুনে খুব ভাল লাগল।
Apnar golpo gulo sotti bhalo laglo 😊 , kono sound music nai tobuo koto sundor kore golpo ta bollen sotti khub bhalo laglo jathu
উফফফ দুর্ধর্ষ! দারুণ ঘটনা জেঠু❤
আচ্ছা ভালো লেগেছে?
ঘটনার মানের দিকে তুমি সর্বদা সজাগ! ভালো লাগতে বাধ্য!
Khub bhalo laglo... 👍👍👍
Ghotona gulo sotti khub sundar
Khub bhalo laglo😊
আমি রেল এ ট্রেকমেন্টেনার এ সাড়ে চার বছর কর্মরত ছিলাম । অনেক দিন নাইট ডিউটি( পেট্রোলিং এর ) কাজ করেছি । ডাকাত দেখছি, অক্সিডেন্ট হওয়া ব্যাক্তি দেখেছি ,রাতে লাশের কাছে বেশ কিছুক্ষণ জোগান ও দিয়েছি। সব কিছুই কিন্তু রাতের কথা এবং নির্জন এলাকার । কিন্তু কিছুই অস্বাভাবিক দেখিনি। আমি আজিমগঞ্জ এর দিকে মনিগ্রাম স্টেশনে কাজ করতাম।
আচ্ছা
Osadharon laglo Dada amar Baba assam a Rale Chakri korten onek golpo suntam visoni valo laglo Dada vogoban apnar mongol
Apnar galpo ami prothom sunlam. bachon bhangi khub sundor.
Khub valo lagla sir, ami man diye shunlam, biswas karlam, ami valo bakta, abar oshunba, ashareeree atma achhe,
প্রথমবার এলাম আপনার চ্যানেলে। দারুণ লাগলো। আপনার গল্প বলার ধরণ অতি সুন্দর।
স্বাগতম
khub sundor laglo sir, apnar bolar dhoron ta sotti chotobelar kotha mone koriye dilo ❤
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
Khub I bhalo laglo, sob kichu science die explain kora jai na. Thanks
হ্যালো দাদাভাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আমরা ভালো আছি এইভাবে ঘটনা দেন আপনার ঘটনা খুব ভালো লাগে
Sei lockdown er somoy theke apnar channle ta ekta nesar moto kaj kore...sunte suru korlei mone hoi jeno ekta vasa vasa ki sundor paribarik edike ekta nesa doba feel aha ❤
Darun laglo mon akdom vore gelo kaku
Dada. Apnar golpo bolar dhoron darun. Khub sohoj sorol. Apnar vokto hoye galam.
Welcome
Ami khub mon diye sunlam khub bhalo laglo io erokom ghatanar sakshi kake bolbo ke bujhbe
Dadu thanks for sharing this story, amar boyosh 15 aar amio future e Indian railways e goods guard er chakri korte chai. ❤
দারুন লাগল এরম আরও চাই
আমি শান্তিপুর থানার ফুলিয়া থেকে দেখছি
খুব সুন্দর ঘটনা গুলো
Galpo gulo khub sundar r amer khashe agulo satti ghatana, karon amer baba o chilen loko pilot, r ter khas thake amra ai dharenar ghotona sunachi
অসম থেকে শুভেচ্ছা রইলো। আমি উত্তর পূর্ব সীমান্ত রেলের কর্মী।। ভালো থাকবেন
আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা
আমার দাদুর কাছেও এরকম অনেক অভিজ্ঞতা ছিল,আর আমরা চার নাতি সেই সব গল্পের সাক্ষী ছিলাম।
Very interesting content.
Something diferent.
watching your Chanel from Bogotá,Colombia.
I am from Hridaypur.during 40 years i am in foreign country.
I Will send you diferent content from Colombia.
Gracias.
আপনার মতামতের জন্য ধন্যবাদ।
দীর্ঘদিন লোকো পাইলটের চাকুরী করে সদ্য অবসর নিয়েছি । প্রচুর নাইট ডিউটি করেছি ।
Apnar o kichu na kichu ghatona nischoi ache sir 😮
খুব সুন্দর আপনার বলার ধরন ও গল্প । আজ আমার প্রথম দিন। আপনার গল্প শুনলাম। অনের চেষ্টা করেও আপনার হোয়াটস আপ নং বেড় করতে পারলাম না। যদি পারেন তাহলে আমার কমেন্টের উত্তরে জানালে উপকৃত হবো।
আচ্ছা বলছি আমার চ্যানেলে যান যেখানে লেখা আছে মা ঠাকুমা দাদু আজ সব অতীত ওই লেখাটা হালকা প্রেস করুন দেখবেন পুরো লেখা আপনার সামনে আসবে ওর নিচে আমার whatsapp no দেওয়া আছে
গার্ডেদের এরকম অভিজ্ঞতা অনেক আছে।আমিও অন্ডাল গার্ড ছিলাম।
আচ্ছা
আমি অন্ডালে থাকতাম। বাবা লোকো পাইলট ছিলেন
আপনার কথাই অনেক অসংগতি। প্রথম কথা আসানসোল থেকে ক্রু এন্ড গার্ড গাড়ী Bokaro নিয়ে আসে না। আর আমি এতো দিন গার্ডে সার্ভিস করছি বর্তমানেও সার্ভিসে আছি যে সব জায়গার নাম বলছেন এই সব জায়গার মধ্যেই আমার পোস্টিং কোথাও এ ধরনের কোন দিন দেখি নি। তাই আপনার কাছে অনুরোধ এ ধরনের ফালতু গল্প বলে বিভ্রান্ত ছড়াবেন না। আর মাল গাড়ী 25 -26 টা থাকে না 59 বগি থাকে, আর মাল গাড়ীর স্পিড এবং কোচিং এর স্পিড কোন পার্থক থাকে না , নির্ভর করে ট্রাকের ওপর। অবশেষে বলি 20 বছর সার্ভিসের অভিজ্ঞতা থেকে বলছি।
Vayonkar , Romoharshak ghatana sab. Thousands of like for the outstanding presentation " Bhubaner mayer maine ta die dio" just spine chilling. 😊😊😊😊👍👍👍👍
Khub bhalo laglo amar cousin ache guard asn division suhasis bose
Amio dekhechhi, Pang namok Himachaler nirjon pahadi rastae. Somoy 2017 Sept, raat 9 ta. Kauke bolini, aj mone pore gelo
আত্মা ও পরম আত্মা বিষয়ে যাদের কিছু জানা থাকলে এই রকম গল্পে বিষয় জানা যায় গল্পটা ভালো
Jethu aapnar Ghotona gulo khub vayangkar chilo Darun Laglo 😊😊😊
কাকু ভিডিওটা আমার খুব ভালো লেগেছে❤ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার ছোটবেলা থেকে খুব স্বপ্ন খুব ইচ্ছে যে লোকো পাইলট হব ট্রেন চালাবো. আপনার বয়স কত জেঠু ?আমার বাবার বয়স 62
আমাদের এখানে একটা গর্জন গাছের বাগান আছে যেটার শ্বশানের পাশ দিয়ে রাস্তায় ওই রাস্তা দিয়ে দুপুরে বা রাতে কেউ মাছ নিয়ে যেতে পারতো না। ওইটা আমাদের চোখে দেখা, এই বিষয়ে শুধুমাত্র আমাদের এলাকার লোকজনরা জানেন। কিন্তু অনেক মানুষ এটা বিশ্বাস করতে চায় না 😢😢😢
জায়গাটার নাম কি?
Dada apnar oi jayga tar name ki
❤KHUB VALO COMMENTARY O VIDEO ❤DHANYAWAD ❤
Woow, ki shundor golpo bolen apni... Fan hoe gelam..
Apnar bola ghotona suntey amar khub valo lage ❤❤
আমার মা দাদু এবং ঠাকুর্দা দুজনাই স্টেশনমাস্টার ছিলেন ওনাদের অনেক ঘটনা শুনেছি। আমারও অভিজ্ঞতা রয়েছে