Vai sonen vorti houa ar porasuna kora job paua tofat ace..du te vorti manuah thik vabe porle pare ar parleu bujte hoba ato student exam dei vagger karone onek chance pai..desh du khali medhabi thake aita i vul..besir vag valo student porar sujog pai du te..onk student ace sonkhai hoyto kom tara private nu te pora.. Amader ucit onnai er pritibad kora..sob University theka ragging ar politics ban kora
@@s.h.shawon10 যে ছেলেটা ওকে মারছে ও বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমি সেটাই বলেছি যে দোষ করে ভুল স্বীকার করলেই ক্ষমা পাওয়া যাবে না যারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
@@Sharif9277 ধরেন সে সত্যিই চোখ তাই বলে এইভাবে মেরে ফেলবে? তাদের চিন্তা চেতনা পশুর মতো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ হচ্ছে,, যে বলছে ভুল করছে এখানে ভুলের কোন কথাই আসে না আসলে তারা মানুষ হয় নাই চিন্তা চেতনা পশুর চেয়েও খারাপ।
আনুমানিক ৬ মাস আগে এই তোফাজ্জল দুপুরে ভাত খেয়ে হোটেলে বিল দিতে পারে নাই হোটেল ম্যানেজার ওকে আটকিয়ে রাখছিলো পরে আমি বিল দিয়ে ওকে বাসায় যেতে বলছিলাম। খুব কস্টে হচ্ছে তার মূত্যুতে। চোখে ঘুম আসে না। খুব কস্ট হচ্ছে খুব।
বিবেক মনস্তাত্ত্বিক মানুষ হলে যায় হয়।এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড। ধিক্কার জানাই এইসব শিক্ষার মেরুদণ্ড হিন মানুষদের। পাপের প্রতিফল হোক। বিবেক বলে আমাকে।
কিসের বাঘ? বাঘ ক্ষুধার তাগিদে শিকার ধরে খাদ্য হিসেবে, কিন্তু এরা মেরেছে হাসিনা পতনের আনন্দ উৎসব চলাকালীন বাড়তি উৎসবের উন্মত্ত মানসিকতায়। দাঁড়িয়ে থাকা হাততালি দেওয়া দর্শকরা খুনীদের চেয়েও হিংস্র কারণ অন্তর অতি শক্ত অপরাধ পূর্ন না হলে এমন নৃশংস মারপিট উপভোগ করা যায় না। পাশের রুমে অবস্হানরত হল কর্তৃপক্ষও একইভাবে দোষী। তারা অত্যাচার বন্ধে কোনো ভূমিকাই নেননি। কিভাবে পারলেন ছেলেটির আর্তচিৎকার উপেক্ষা করে নিরবে বসে থাকতে? গদীর এতো লোভ? আত্মীয়রাও সমভাবে দায়ী। মারা হচ্ছে জেনেও বাঁচানোর জন্য ভাবী, মামা, মামাত বোন, বন্ধু … কেউই এগিয়ে আসেনি। আমি কাঁদতে কাঁদতে অসুস্হ হয়ে গেছি তবু কান্না থামছে না।
@@nihaafrinসবকিছুতেই লীগ।লীগের মধ্যে লুকোনো শিবিরের চেহারা দেখেননি? শিবির বা সমন্বয়ক বলতে কী অসুবিধে লাগে? মরছেও লীগ, আবার নাকি মারছেও লীগ! লীগ কোথাও আছে নাকি অখন? অদ্ভুত !
ভাই তাদের ভুল হয়েছে ভুল করার আগে সিদ্ধান্ত নেয়া উচিত এটা কোন ধরনের ভুল আমি মনে করি যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ওরা পৃথিবী এদের শাস্তি দেখে শিক্ষা নেই
যারা মানুষের ভাব বোঝে না,যারা মানুষের আচরণ ও স্বভাব দেখে মন বোঝেনা তারা কেমন ছাত্র,তারা বিশ্ববিদ্যালয় পাশ করে জাতির জন্য কি করতে পারে,তা জাতি বুঝতে পেরেছে,এই অমানুষদেরকে কঠিন তর থেকে কঠিন শাস্তি দেয়া হোক।
মানুষ হতে হলে বড় বড় ডিগ্রীর প্রয়োজন হয় না প্রয়োজন হয় পারিবারিক শিক্ষা যেমনটা হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বলতে শিখানো বড়দের সাথে তুই করে বলবা না অন্যের খাবারের দিকে তাকাবানা অথবা অপরিচিত বড়দের কাছে কিছু চাইবা না অযথা কাউকে বকা দিবানা এবং কাউকে অন্যায় ভাবে মারধোর করবা না। আর অন্যায় করলে যতটুকু শাস্তি দেওয়া দরকার কতটুকু শাস্তি দিবা এরকম অনেক শিক্ষা আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত। আর আমাদের নবীজী আমাদের চুরির জন্য কি ধরনের শাস্তি রয়েছে তার শিক্ষা দিয়েছেন তাইতোফাজ্জল যদি চুরি করেও থাকে তারপরও তার শাস্তি ছিল সর্বোচ্চ তার হাতে আঙ্গুল কেটে দেওয়া এভাবে নির্মমভাবে খাইয়ে পিটিয়ে মেরে ফেলা নয়😢
আইনজীবীদের কাছে আমার আকুল আবেদন জানাই যে হত্যার ঘটনা গোটা দেশের মানুষ দেখছে এমন কি আপনারা সবাই দেখছেন তাই বিচারের জন্য কেন শুনানি সাক্ষীর প্রয়োজন গোটা দেশের মানুষ সাক্ষী তাই দেরি না করে বিচার করবেন
মানুষ বানাইয়া পাঠাইলো আল্লাহ আমরা মানুষ হয়ে উঠতে পারলাম কই 'আব্বা ৮ বছর আগে, আম্মু ৫ বছর আগে, বড়ভাই গত বছরে, শেষে তোফাজ্জল ভাত খাওয়ার পরে!! শিক্ষিত নয়, আগে মানুষ হয়ে দেখাও। ভাত দিলা, সাথে দিলা পানি। বিনিময়ে কেড়ে নিলা- প্রিয় প্রাণখানি🥹🥹🥹🥹
অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে ,বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্খার স্বংস্কার করে নতুন কাঠামোতে বাংলাদেশ গড়তে ছাত্র সম্বনয়কদের কার্যক্রম প্রধান প্রতিবন্ধক। ছাত্র সম্বনয়কের কাজকর্ম সামাজিক ভাবে বয়কট করতে হবে।
ঢাকা ইনভারসিটি তে কিভাবে ভর্তি হয়েছে খতিয়ে দেওয়া উচিত? নিশ্চয়ই তারা ভালো ছাত্র হতে পারে না।
Vai sonen vorti houa ar porasuna kora job paua tofat ace..du te vorti manuah thik vabe porle pare ar parleu bujte hoba ato student exam dei vagger karone onek chance pai..desh du khali medhabi thake aita i vul..besir vag valo student porar sujog pai du te..onk student ace sonkhai hoyto kom tara private nu te pora.. Amader ucit onnai er pritibad kora..sob University theka ragging ar politics ban kora
Chatrolig chilo power e dhuke gese❤❤
বিচার একটাই, প্রাণের বিনিময়ে প্রাণ। যেহেতু সঠিক প্রমাণ পাওয়া গেছে।
দ্রুত কঠিন শাস্তির দাবি জানাচ্ছি
দোষ করে ভুল হয়েছে বললেই তারা ক্ষমা পাবে না, তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি 🙏
কিসের ভুল
@@s.h.shawon10 যে ছেলেটা ওকে মারছে ও বলতেছে আমার ভুল হয়ে গেছে। আমি সেটাই বলেছি যে দোষ করে ভুল স্বীকার করলেই ক্ষমা পাওয়া যাবে না যারা যারা এই ঘটনার সাথে জড়িত আছে সবাইকে আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।
@@Sharif9277 ধরেন সে সত্যিই চোখ তাই বলে এইভাবে মেরে ফেলবে? তাদের চিন্তা চেতনা পশুর মতো হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে কি লাভ হচ্ছে,, যে বলছে ভুল করছে এখানে ভুলের কোন কথাই আসে না আসলে তারা মানুষ হয় নাই চিন্তা চেতনা পশুর চেয়েও খারাপ।
অপরাধ স্বীকার করলে দেরী না করে এখনই বিচার করা হোক।
মৃত্যুর সাজা হচ্ছে ফাঁসি।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এদের কাজও কর্ম দেখে মনে হচ্ছে এরা সন্ত্রাসী এদের দ্রুত বিচারের আওতায় আনা হোক 😢😢😢
আনুমানিক ৬ মাস আগে এই তোফাজ্জল দুপুরে ভাত খেয়ে হোটেলে বিল দিতে পারে নাই হোটেল ম্যানেজার ওকে আটকিয়ে রাখছিলো পরে আমি বিল দিয়ে ওকে বাসায় যেতে বলছিলাম।
খুব কস্টে হচ্ছে তার মূত্যুতে। চোখে ঘুম আসে না। খুব কস্ট হচ্ছে খুব।
ভাই এটা কোথায় কবেকার ঘটনা ছিল একটু জানাবেন প্লীজ
এই অমানবিক কাজে সহযোগী সকল ছাএকে বহিষ্কার করা হোক।
উপযুক্ত শাস্তি দাবি করছি
মৃত্যুর বদলে মৃত্যুর বিচার হোক
কোনো জিজ্ঞাশা নয় আর ফাশি দিতে হবে তাদের কান্না করছি অনেক এ
যদি কোন বিচারক এদেরকে ক্ষমা করে, আমরা সেই বিচারকের বিরুদ্ধে রাজপথে নামবো,
Wright
ভুলের একটাই সমাধাান তাদের মৃত্যুূদন্ড
এই হল দেশর অবস্তা মানুষ কোথাগিয়া দাড়াবে এই দেশে
এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদেরকেও আইনের আওতায় উপযুক্ত বিচার করা হোক
প্রথমের ভাঙ্গা হবে তারপর ফাঁসি দেয়া হবে অবশ্যই জনতা যাতে বুঝতে পারে মৃত্যু কি
আমার প্রশ্ন হল চারিদিকে এত ছেলে দাড়িয়ে দেখছে তারা চাইলে কি কিছু করতে পারতোনা?
এরাই হচ্ছে সেই ছাত্রজনতা।তারা নাকি দ্বিতীয় বার দেশ স্বাধীন করেছে। এদেরকে কঠিন সাজা হচ্ছে ফাঁসি।
Jara darie darie mara dekhe se tarao oporadh i
এই জন্য আমার মা আমাকে দূরে কোথাও পড়তে যেতে দিতে চায় না😔
বিবেক মনস্তাত্ত্বিক মানুষ হলে যায় হয়।এটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড। ধিক্কার জানাই এইসব শিক্ষার মেরুদণ্ড হিন মানুষদের। পাপের প্রতিফল হোক। বিবেক বলে আমাকে।
ফাসি দেয়া হোক এমন মনুষকে কে হত্যা করার জন্য 😢
দু'দিন পরেই তাদেরকে ছেড়ে দিবে। তাদের কঠিন শাস্তি না হলে এগুলো বাড়তেই থাকবে।
ছাত্ররা বাঘের মতো হিংস্র হইয়া যাচ্ছে।
ছাত্রলীগ
@@Animals.lover.bd5কিসের ছাত্রলীগ??? জালাল আগে ছাত্রলীগ ছিলো, পরে পদত্যাগ করেছে। যেমন সারজিস আলম সাবেক ছাত্রলীগ।তাকেও সাবেক ছাত্রলীগ বলতে পারেন।
কিসের বাঘ? বাঘ ক্ষুধার তাগিদে শিকার ধরে খাদ্য হিসেবে, কিন্তু এরা মেরেছে হাসিনা পতনের আনন্দ উৎসব চলাকালীন বাড়তি উৎসবের উন্মত্ত মানসিকতায়। দাঁড়িয়ে থাকা হাততালি দেওয়া দর্শকরা খুনীদের চেয়েও হিংস্র কারণ অন্তর অতি শক্ত অপরাধ পূর্ন না হলে এমন নৃশংস মারপিট উপভোগ করা যায় না। পাশের রুমে অবস্হানরত হল কর্তৃপক্ষও একইভাবে দোষী। তারা অত্যাচার বন্ধে কোনো ভূমিকাই নেননি। কিভাবে পারলেন ছেলেটির আর্তচিৎকার উপেক্ষা করে নিরবে বসে থাকতে? গদীর এতো লোভ? আত্মীয়রাও সমভাবে দায়ী। মারা হচ্ছে জেনেও বাঁচানোর জন্য ভাবী, মামা, মামাত বোন, বন্ধু … কেউই এগিয়ে আসেনি। আমি কাঁদতে কাঁদতে অসুস্হ হয়ে গেছি তবু কান্না থামছে না।
@@nihaafrinসবকিছুতেই লীগ।লীগের মধ্যে লুকোনো শিবিরের চেহারা দেখেননি? শিবির বা সমন্বয়ক বলতে কী অসুবিধে লাগে? মরছেও লীগ, আবার নাকি মারছেও লীগ! লীগ কোথাও আছে নাকি অখন? অদ্ভুত !
তাদের কঠিন বিচার হওয়া দরকার
ভাতের পরিবর্তনে, জীবন নেয় 😢😢 হায়রে মানুষ
এরা কোনভাবে আইনের ফাঁকফোকর দিয়ে বাহির হইতে না পারে সেদিকে জনগণকে সজাগ থাকতে হবে
দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি এই নির্মম হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীদের।
তাড়াতাড়ি বিচার কার্যকর হলে এমন ঘটনা আর ঘটবেনা আশা কিরি।
সভ্য সমাজে, সভ্য মানুষের বড্ড অভাব, 😢😢😢
সকলের একটাই শাস্তি ফাঁসি চাই।
তোফাজ্জেল হত্যায় সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি 😢
ভাই তাদের ভুল হয়েছে ভুল করার আগে সিদ্ধান্ত নেয়া উচিত এটা কোন ধরনের ভুল আমি মনে করি যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে তাদেরকে এমন শাস্তি দেওয়া হোক যাতে ওরা পৃথিবী এদের শাস্তি দেখে শিক্ষা নেই
বর্তমানে এই উন্নয়নশীল দেশে এসেও এক প্লেট ভাতের দাম এতো বেশী হয়েগেলো যে এক প্লেট ভাতের দামে একটি জীবন দিতে হলো
এই মুনাফিক দের ঠিক সাজা দেওয়া হোক দয়ামায়া মানুষ সত্য নেই তাদের
কি সুন্দর কথা যতক্ষণ খেতে পারবে ততক্ষণ বেঁচে থাকবে?
ভুল হয়েছে, আবেগের বসত মেরেছি, এই কথা চলবেনা আদালতে, সর্ব উচ্চ শাস্তির দাবি জানাচ্ছি
আইনজীবী কথা শুনে আমার হাসি পাচ্ছে কেনো? এতো দিন এই আইনজীবী কোই ছিলো?
তবে এটাও আমার দাবি এই হত্যার সঠিক বিচার হোক।
তবে উকিলকে আমার থেকে ভালোবাসার শুভেচ্ছা।
তাহলে দ্রুত এদের বিচারের আওতায় আনা হোক
ক্রসফায়ার চাই?
নয়তো সেনা শাসনে গুরুত্ব থাকে না?
জরুরি অবস্থা বলতে কিছুই থাকবে না।
শাসন ব্যবস্থা তামাশা ছাড়া কিছু না 😢
আমরা এই হত্যার বিচার ফাঁসি চাই
ওদের বিচার একটা ফাসি, আর তা দ্রুত কার্যকর করতে হবে।
Fasir age soril teke gusto jeno joriye fela hoy.tar pore fasi
যারা মানুষের ভাব বোঝে না,যারা মানুষের আচরণ ও স্বভাব দেখে মন বোঝেনা তারা কেমন ছাত্র,তারা বিশ্ববিদ্যালয় পাশ করে জাতির জন্য কি করতে পারে,তা জাতি বুঝতে পেরেছে,এই অমানুষদেরকে কঠিন তর থেকে কঠিন শাস্তি দেয়া হোক।
Jara manush khun kore Tara mone kore tara konodin morbe na ,Allah tader bichar oboshoy korben inshaallah
একজন বৃদ্ধকে পিটিয়ে মারা হলো তার ও বিচার চাই 😢😢😢😢😢😢😢
আদালত কিসের ৫০ লক্ষ জরিমানা, তার পর জনগণের সামনে ফাঁসি দেওয়া হোক।। সবগুলোকে ধরে।। আর যে আইনজীবী তাদের পক্ষ নেবে তাদের ও কঠিন শাস্তি দিতে হবে।।
মনে হয় এদের বিচার বাংলার মাটিতে হবে না কোট টাকা খেয়ে এদেরকে ছেড়ে দিবে
বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায় মানুষ এতো খারাপ কাজ করেতে পারে
এই জন্যই ঢাকা বিশ্ববিদ্যালয় ১ হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ও নাই।
এই আচরণের জন্য লাখেও তালিকায় থাকবে না
এদেরকে যদি কোন বিচারক ক্ষমা করে, আমরা সেই বিচারকের বিরুদ্ধে রাজপথে নামবো, উনাকে পদত্যাগ করতে বাধ্য করবো ইনশাআল্লাহ।
শিক্ষার্থী বলিয়েন না, বলেন আসামী
এসব ছাএ মনে করতেছে ওরা এখন দেশের সরকার।
শাস্তি চাই
শিক্ষার্থী নাহ বলে আসামি বলেন_আর এই কথা টাহ নাহ বলতে পারলে খবর দিতে কেন আসলেন_😡😡
যদি তাদের বিচার না হয় । আইনজীবীরা গুনাহর ভাগি হবে। একমাত্র তার পরিবার মাফ করলে মাফ
দ্রুত শাস্তির অনুরোধ করছি😡😡
সিসিটিভিতে দেখলাম বস ১৫ জন এখন বলে আসামি ৬জন
🤬আগামী 1 মাসের মধ্যে জদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ না করা হয় তাহলে
খু "নিদের একটা করে লাশশ রাস্তায় রাস্তায় পরে থাকতে দেখবেন। 😈😈
Right ❤
Ekdom👍
👍👍👍
Amio ak mot😂
Tik
এই অমানুষ ছাএদের জন্য দোয়া নয় অভিসাব করবো সারাজীবন
আসামীদের আসামী বললে কি লজ্জা লাগে?
শিক্ষার্থী কি আসামি বলেন।।
ডাবি তে পরে এটা শিখেছে চাঁদা নেওয়া ছি
কঠিন বিচার করতে হবে
মানুষ হতে হলে বড় বড় ডিগ্রীর প্রয়োজন হয় না প্রয়োজন হয় পারিবারিক শিক্ষা যেমনটা হচ্ছে ছোটবেলা থেকে বাচ্চাদেরকে বলতে শিখানো বড়দের সাথে তুই করে বলবা না অন্যের খাবারের দিকে তাকাবানা অথবা অপরিচিত বড়দের কাছে কিছু চাইবা না অযথা কাউকে বকা দিবানা এবং কাউকে অন্যায় ভাবে মারধোর করবা না।
আর অন্যায় করলে যতটুকু শাস্তি দেওয়া দরকার কতটুকু শাস্তি দিবা এরকম অনেক শিক্ষা আমাদের বাচ্চাদেরকে শেখানো উচিত।
আর আমাদের নবীজী আমাদের চুরির জন্য কি ধরনের শাস্তি রয়েছে তার শিক্ষা দিয়েছেন তাইতোফাজ্জল যদি চুরি করেও থাকে তারপরও তার শাস্তি ছিল সর্বোচ্চ তার হাতে আঙ্গুল কেটে দেওয়া এভাবে নির্মমভাবে খাইয়ে পিটিয়ে মেরে ফেলা নয়😢
আইনজীবীদের কাছে আমার আকুল আবেদন জানাই যে হত্যার ঘটনা গোটা দেশের মানুষ দেখছে এমন কি আপনারা সবাই দেখছেন তাই বিচারের জন্য কেন শুনানি সাক্ষীর প্রয়োজন গোটা দেশের মানুষ সাক্ষী তাই দেরি না করে বিচার করবেন
এশিয়ার সর্ব শ্রেস্ট বিশ্ববিদ্যালয় উনি কি ঠিক আছে উকিল দের সাধারণ মানুষের থেকে একটু বেশি ট্যালেন্ট হওয়া উচিত।
উপযুক্ত শাস্তি দেওয়া হোক জনগণের দাবি
এদের কঠিন শাস্তি দাবি জানাচ্ছি
আমাদের দাবি একটাই যারা এই হত্যার সাথে জড়িত সবাইকে ফাঁশি দিতে হবে
কঠিন শাস্তি চাই যা দেখে ভবিষ্যতে এমন কাজ এই দেশে আর না হয়
বিচার চাই
বিচার করতে হবে
ক্ষমা নাই এদের
এগুলা কে ছাত্র বলা যাবে না এগুলা হচ্ছে যে সন্ত্রাস
ফাশি চাই😢😢😢অনেক কষ্ট দিয়ে মারছে তাদের ফাশি চাই😢😢
কঠিন বিচার চাই
তোফাজ্জলের বিচার চাই
কোন ভাষা খুঁজে পাচ্ছিনা, এমন ভাবে এক ছেলেকে হত্যা করলো, তার জন্য আমরা কিছু না করতে পারি তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে কলক্ষ
কঠিন ভাবে বিচার করা হোক জনগন দেখতে চায় তাদের সাজা।
আরো অনেক লোক ছিল তারা কই ছয় জন ক্যানো
তাদের বিচার করবে কারা তারা নিজেরা বিচারক
Prothome other 6 jon k pet vore khabar khaoyan tarpor vora pete other fasi deya hok
মানুষ বানাইয়া পাঠাইলো আল্লাহ আমরা মানুষ হয়ে উঠতে পারলাম কই 'আব্বা ৮ বছর আগে, আম্মু ৫ বছর আগে, বড়ভাই গত বছরে, শেষে তোফাজ্জল ভাত খাওয়ার পরে!! শিক্ষিত নয়, আগে মানুষ হয়ে দেখাও। ভাত দিলা, সাথে দিলা পানি। বিনিময়ে কেড়ে নিলা- প্রিয় প্রাণখানি🥹🥹🥹🥹
Egular jonmer thik nai tai emon kore manusher opor 😔
আমি জোর দাবি জানাচ্ছি যেন এদের পাশে কোন আইনজীবী না দাঁড়ায়
এই অরাজকতা, এই হত্যাকাণ্ডের জন্য ইউনুস আর সমন্বয়করা দায়ী 😢এটে দেখে খুব কেঁদেছি 😢
খুনির বিচার কি হওয়া উচিত???
এই ৬ জন ছাত্র তো কোন ভাবেই মেধাবী হতে পারে না। এর এখানে ভর্তি হল কি করে দেখতে হবে।
আর অবিশ্বই তাদের দ্রুত ফাসি দিতে হবে।
কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।
আসলে এদেরকে ফাসি না দিয়ে এদেরকে এমন শাস্তি দেয়া উচিত যাতে তারা নিজেদের মৃত্যু চায় কিন্তু তারা মরবে না
এই মেধাবী ছাত্ররাই এখন দেশ চালাচ্ছে ।
কঠিন থেকে কঠিন শাস্তি ছাই
বিচার চাই 😢
যেহেতু 164 করা হয়েছে অপরাধীরা ৫০% ফেঁসে গেছে। আল্লাহ অপরাধী দের ফাঁসির রায় কার্যকর কর. আমিন
মিডিয়া ১৬ বছর এমন তৎপর থাকলে জনগণের উপকার নির্মমতা সরকারি বাহিনী দেখাতে পারতোনা। একটা বিষয় মিডিয়া অনেক সরব।
আর কই মানুষ শাস্তি দেক
৫।৮।২৪ তারিখের পর যে পরিমান লোক হত্যাকরা হয়েছে তার হিসাব কি সরকারের নিকট আছে? এর হিসাব জনগন রাখছে, এবং জনগন এর জবাব চায়
এদের সবাইকে ক্রস ফায়ার দিতে হবে না দিলে সমন্নায়করা দালালি করতেছে
আবরার হত্যার বিচার হয় নাই।এদের বিচার আর কবে হবে?!
মানবতা শুধু লেখাপড়ায় থাকে না। বংশগত থাকতে হয় রক্তের। মাঝে।
সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি।
ফাঁসি কি হবে??
কোন সূচকের আলোকে এডভোকেট সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয় কে এশিয়ার সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় বললেন শুনে একেবারেই অবাক।
সর্ব নিকৃষ্ট বলা উচিত ছিল।
অন্তর্বর্তীকালীন সরকারকে বিব্রত করতে ,বাংলাদেশের সাধারণ জনগণের আকাঙ্খার স্বংস্কার করে নতুন কাঠামোতে বাংলাদেশ গড়তে ছাত্র সম্বনয়কদের কার্যক্রম প্রধান প্রতিবন্ধক। ছাত্র সম্বনয়কের কাজকর্ম সামাজিক ভাবে বয়কট করতে হবে।