ডাক্তার যাফোরুল্লাহ স্যার একজন সাদা মনের মানুষ। তার মতো নিরোহকা এবং নিস্বার্থ ভাবে গরিব মানুষের জন্য কয়জন মানুষ করেছেন? সালাম স্যার। বেঁচে থাকুন আরো অনেক বছর।
এতো বৈরী বন্ধুর ,প্রতিকুল পরিবেশে এমন সকল মহতী কাজ শুরু করা !আর চালিয়ে নিয়ে যাওয়া !আজকের এই পর্যায়ে নিয়ে আসা !কতো কঠিন !চিন্তায় অকুলান !বিস্ময়ে বাকশূণ্য হতে হয় !স্যার কে অগণন অসংখ্য বার ছালাম !ভক্তি শ্রদ্ধা জানাই !সকল সময় ।আল্লাহ আমাদের পরম প্রিয় মহান এই মানুষ কে নেক হায়াত দান করুন ajoshro বছর !আমিন ।
স্যালুট স্যার। স্যারের গণস্বাস্থ্য কেন্দ্রে দুই দিনের মিটিং এর অভিজ্ঞতা থেকে বলতে পারি উনি কত বড় মনের মানুষ। শ্রমিক সাধারণত মনিবের উপরে খুব বেশী সন্তুষ্ট হতে পারে না কিন্তু উনার ওখানকার প্রত্যকটি শ্রমিক উনার সন্তান। তাদের চিকিৎসা, শিক্ষা, জালানি সব ফ্রি করে দিয়েছেন। পাখিদের জন্যে করেছেন অভয়ারণ্য।
এমন একজন মহান ব্যক্তিকে আমরা কয়জন চিনি যিনি মানুষের কল্যানে জন্য কাজ করেছেন কিন্ত খ্যাতির চুড়ায় থাকার কথা থাকলেও আড়ালে রয়ে গেল আসলে ভাল মানুষকে আমরা মুল্যায়ন করিনা এটা আমাদের ব্যর্থতা।
অথচ এই মানুষটাকে নিয়েই আমরা প্রতিনিয়ত হাসাহাসি করি। প্রিয় স্যার আপনি আপনার কাজের দ্বারা চিরদিন আমাদের মাঝে অম্লান থাকবেন। আর কেউ না মানুক আর না মানুক, আজকের প্রতিবেদন দেখার পর আপনি আমার চোখে সর্বদা সম্মানের শিখরে অবস্থান করবেন। আল্লাহ্ আপনার ভালো করুক
উনি বিএনপি পন্থী তুমারে কে বললো জনাব?? সে বিএনপির কোনো কর্মী নয়। তিনি এক সময় বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। পরবর্তীতে যখন শেখ হাসিনার স্বেচ্ছাচারীতা দেখেন তখন তিনি আওয়ামীলীগের বিরুদ্ধে দল গঠন করেন উনারা ঐক্যফ্রন্ট নামে। এবং তিনি বিএনপির সাথে জোট গঠন করেন। স্বাধীনতার সময় বিএনপির অস্তিত্ব ছিলো না ভাই। আওয়ামীলীগ বর্তমানে আগের আওয়ামীলীগ নাই। তবে অস্বীকার করতে পারবেন না মুক্তিযুদ্ধে আওয়ামীলীগের অবদান। ভাষা আন্দোলনে ছাত্রলীগ প্রাণ দিয়েছে, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ছয়দফা, ১৯৬৯ এর গণভ্যূথ্যান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন সবকিছুতেই ছাত্রলীগ আর আওয়ামীলীগের অবদান। অস্বীকার করতেই পারেন ভাই যদি আপনি বিএনপি করেন। বঙ্গবন্ধু, ভাসানী, সোহরাওয়ার্দী,আমাদের জাতীয় চার নেতা যত মহান নেতা এ দেশ পেয়েছে তাদের সবাই আওয়ামীলীগের ছিলো। দেশের দুর্দিনে যারা দেশের জন্য জেল জুলুম নির্যাতন স্বীকার করছে। যৌবনের যে সময় স্ত্রী সন্তানকে দেওয়ার কথা সেই সময় জেলখানায় ছিলেন আওয়ামীলীগের নেতারা। তবে বর্তমানে আওয়ামীলীগে বেশিরভাগ নেতাই এখন রক্তচোষা। মাশরাফি, মেয়র আতিক, প্রয়াত আনিসুর রহমান, সৈয়দ আশরাফ, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান, আব্দুল হামিদ খান, ওবায়দুল কাদের এরা কজন মানুষ কিছুটা ভালো আছেন বাকী যা আছে সব বাটপার। ওবায়দুল কাদেরকে নিয়ে আমরা অনেক ট্রল করি ঠিক তবে উনার মধ্যে সত্যি বলতে এত দুর্নীতি নাই। দুর্নীতি করে না বলব না। দুর্নীতি হয়ত কম করে। সে সড়ক মন্ত্রী থাকাকালীন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইত। প্রয়াত সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। বিদেশে কোনো বাড়ি নাই। আওয়ামীলীগের অনেক প্রশংসা করলাম। এখন বিএনপির একজন মানুষকে নিয়া কথা বলি বিএনপির একমাত্র নেতা যারে ভাল্লাগে তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম। উনারে আমার খুব ভালো লাগে। উনি ও একজন মহান নেতা। আমি চাই না বিএনপি বা আওয়ামীলীগ। আমি চাই এদের মত ভালো মানুষ ক্ষমতায় থাকুক। বিএনপি এখনো ঠিকে আছে মির্জা ফখরুলের মত একজন মহাসচিব পেয়েছে না হলে বিএনপির অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে যেত। খালেদা জিয়া ও খারাপ নাহ। তবে আমার তারেক রহমানকে ভালো লাগে না।
অত্যন্ত বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ তুমি তাহাকে বেহেশতের ঊত্তম স্থানে স্থান করে দাও। আমীন। আরো কষ্ট পাচ্ছি আমাদের কাছ থেকে বেছে বেছে ভাল মানুষদের আল্লাহ নিয়ে যাচ্ছে আর যতো লুটেরা,শয়তান লোকজনদের আরোগ্য দিয়ে দেশটাকে জাহান্নাম বানাচ্ছে এ জন্য। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর অখুশি এবং রাগান্বিত। হে আল্লাহ তুমি আমাকে ও এদেশের জনগণকে ক্ষমা করে দাও।তুমিই উত্তম ক্ষমাকরী তুমি ক্ষমা করতে পছন্দ করো।
আফসোস: সম্মেলিত প্রচেষ্টা পেয়েছিলাম যেই স্বাধীনতা সেই মহান স্বাধীনতা ও স্বাধীনতার মহান ইতিহাস কে আমরা একপাক্ষিক করে ফেলেছি! তার সুস্বাস্থ্য কামনা করছি,আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক,আমিন।
ডা. জাফরুল্লাহ স্যার সত্যি খুব ভালো মনের একজন মানুষ। আমি ব্যক্তিগত ভাবে উনার সাথে একবার দেখা করেছি । সত্যি একজন বড় মনের মানুষ। এখনো হাজার হাজার মানুষ খুব অল্প টাকায় চিকিৎসা নিচ্ছে । একজন সত্যিকারি দেশ প্রেমী ।
জাতির এই সূর্যসন্তানকে হৃদয়ের গভীর থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন উনি ❤ বাংলাদেশ যতদিন আছে, আপ্নি আমাদের হৃদয়ে থাকবেন স্যার ❤
Thanks for the informative documentary. Lots of respect to the living legend of our country Dr. Zafrullah Chowdhury . Pray for your good health and peaceful mind.
অথচ শুধু রাজনৈতিক ঈর্ষার কারনে এই কিংবদন্তিকে সন্মান না করে কেউ কেউ অ সন্মান করে যা একটি জাতির অকৃতজ্ঞ সুবিধাবাদী প্রজন্মকে তুলে ধরে। সালাম জানাই আপনাকে হে বীর! কৃতজ্ঞতা জানাই আপনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য।
বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং সাধারণ সকল মানুষের! দেশের জন্য তিনি অনেক কিছুই দিয়েছেন কিন্তু দেশ স্ররনীয় কিছুই দেয়নি! মহান আল্লাহতালা যেন তাকে সুস্থ রাখুন
কোন এক দিন এই মহৎ মানুষটা আর থাকবেন না এই পৃথিবীতে 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
রাষ্ট্রীয় ভাবে বা: জাফরুল্লাহ চৌধুরী কে রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে সেলুট জানায়। এবং এই প্রতিষ্ঠানটি চিরজীবন ভালো মানে চলুক দোয়া রইল আল্লাহর কাছে।
চুপ্পুরা নিরাপদ, প্রভুভক্ত, দেশের চেয়ে দলের স্বার্থ বুঝবে বেশি যেটা জাফরুল্লাহ কে দিয়ে হবে না। এমনকি রাষ্ট্রপতি হলেও বহর নিয়ে সিংগাপুর যাবেনা হেলথ চেক আপ করতে, করাবে দেশের বা নিজের গণস্বাস্থ্য কেন্দ্রে।
এ রকম কত মানুষ আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে।আমিও সে ধরনের একটি পরিবারের সন্তান। ছোটবেলা থেকে দেখে আসছি নিজের স্বার্থ নয় মানুষের জন্য কাজ করে দেশের উন্নয়নে কাজ করা।স্বীকৃতি পাক বা না পাক।যুদ্ধে ঠাকুর দাদা বন্দী ছিলেন দীর্ঘ সাত আট মাস।বাবা কাকাকে দেখেছি স্ব স্ব স্থানে মানুষের জন্য কাজ করতে।সে স্বীকৃতি কোনদিন মেলেনি মিলবেও না। আমার অভিজ্ঞতা বলে দুর্নীতি করে টাকা রোজগার করে অনেক পপুলারিটি পাওয়া যায় কারন সেখানে ও লাভ আছে।কিন্তু যারা সততার সাথে কাজ করলে পাশে কেউ থাকে না কারণ লাভ নেই।পৃথিবী টা যেন শুধুই টাকার জুয়াখেলা। মানবিকতা আজকাল শুধুই বইয়ের পাতায়।
গভীর সম্মান ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির এই বির সৈনিকের প্রতি। এইরকম দেশ প্রেমিক রা ছিল বলেই আমাদের প্রাণের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আল্লাহ অনেক সুস্থতা এবং নেক হয়ত দান কর আমিন।
জাফরুল্লাহ চৌধুরী কে সম্মান করায় সবাই কে ধন্যবাদ
আদর্শের ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি থাকলেও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক, ভালো মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ করে দিন।
@@MoonBorn-v2b কি আদর্শের কথা বলুন?
প্রকৃত দেশপ্রেমিক জাফর উল্লাহ স্যার।
Real hero of Bangladesh! Love ❤️ you!
আদর্শের ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি থাকলেও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক, ভালো মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ করে দিন।
ডাক্তার যাফোরুল্লাহ স্যার একজন সাদা মনের মানুষ। তার মতো নিরোহকা এবং নিস্বার্থ ভাবে গরিব মানুষের জন্য কয়জন মানুষ করেছেন? সালাম স্যার। বেঁচে থাকুন আরো অনেক বছর।
আদর্শের ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি থাকলেও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক, ভালো মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ করে দিন।
এতো বৈরী বন্ধুর ,প্রতিকুল পরিবেশে এমন সকল মহতী কাজ শুরু করা !আর চালিয়ে নিয়ে যাওয়া !আজকের এই পর্যায়ে নিয়ে আসা !কতো কঠিন !চিন্তায় অকুলান !বিস্ময়ে বাকশূণ্য হতে হয় !স্যার কে অগণন অসংখ্য বার ছালাম !ভক্তি শ্রদ্ধা জানাই !সকল সময় ।আল্লাহ আমাদের পরম প্রিয় মহান এই মানুষ কে নেক হায়াত দান করুন ajoshro বছর !আমিন ।
আমি জানতাম না জাফরউল্লাহ স্যার এত মহান মানুষ... আমার মনের হৃদয়ের অন্তস্থল থেকে অনেক ভালবাসা.... ভালো থাকবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏
অসাধারণ ব্যক্তিত্ব, জীবনের এই পড়ন্ত বেলায় আল্লাহ তায়ালা তাকে পরিপূর্ণ রুপে ইসলামের পথে দাখিল করুক
ভালো কিছু করতে গেলে অনেক বাধায় আসবে। স্যালুট স্যার কে❤️❤️
দেশ-জাতির কল্যাণে ডক্টর জাফরুল্লাহ স্যারের অবদান অপরিসীম যারা উনাকে মূল্যায়ন করেছেন তাদের প্রতি রইল এই ক্ষুদ্র হৃদয়ের শ্রদ্ধা ও ভালোবাসা
আদর্শের ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি থাকলেও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক, ভালো মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ করে দিন।
স্যালুট স্যার। স্যারের গণস্বাস্থ্য কেন্দ্রে দুই দিনের মিটিং এর অভিজ্ঞতা থেকে বলতে পারি উনি কত বড় মনের মানুষ। শ্রমিক সাধারণত মনিবের উপরে খুব বেশী সন্তুষ্ট হতে পারে না কিন্তু উনার ওখানকার প্রত্যকটি শ্রমিক উনার সন্তান। তাদের চিকিৎসা, শিক্ষা, জালানি সব ফ্রি করে দিয়েছেন। পাখিদের জন্যে করেছেন অভয়ারণ্য।
ধন্যবাদ চ্যানেল ২৪। তাকে তুলে ধরার জন্য।
জাফরুল্লাহ স্যারের জন্য রইল ভালোবাসা 🇮🇳 ভারত থেকে
সিনেমার পর্দার হিরো নয়, এরাঁই হলেন রিয়েল হিরো!! দূর্ভাগ্য যে এই দেশ-জাতি হয়তো তাদের মনে রাখবে না। উপযুক্ত সম্মানও তাদের দেয়া হয় না। দুঃখজনক।।
ডাঃ জাফরউলাহ সারকে বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে আমিও জানাই লালগোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন বাংলাদেশ
এমন একজন মহান ব্যক্তিকে আমরা কয়জন চিনি যিনি মানুষের কল্যানে জন্য কাজ করেছেন কিন্ত খ্যাতির চুড়ায় থাকার কথা থাকলেও আড়ালে রয়ে গেল আসলে ভাল মানুষকে আমরা মুল্যায়ন করিনা এটা আমাদের ব্যর্থতা।
জাতির শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে অন্যতম ডাঃ জাফরউল্লাহ স্যার। বিনম্র শ্রদ্ধা।
স্যার এমন একজন মানুষ যার কোন হেটার নাই,... LoVe YoU Sir❤️❤️❤️❤️
অথচ এই মানুষটাকে নিয়েই আমরা প্রতিনিয়ত হাসাহাসি করি।
প্রিয় স্যার আপনি আপনার কাজের দ্বারা চিরদিন আমাদের মাঝে অম্লান থাকবেন।
আর কেউ না মানুক আর না মানুক, আজকের প্রতিবেদন দেখার পর আপনি আমার চোখে সর্বদা সম্মানের শিখরে অবস্থান করবেন।
আল্লাহ্ আপনার ভালো করুক
ওনার কর্মের কথা শুনে বারবার আবেগাপ্লুত হয়ে চোখের পানি নিয়ন্ত্রণ করতে হয়েছে😢❤❤❤
অভিনন্দন ও ধন্যবাদ জানাই এই জীবন্ত কিংবদন্তী বীর মুক্তিযোদ্ধা কে, সেই সাথে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।❤❤❤
আমি ড. জাফরুল্লাহ চৌধুরী কে অন্তর থেকে শ্রদ্ধা নিবেদন করছি। জাফর ভাই কে আল্লাহ হাজার বছরের হায়াত দিন। জীবনে একবার ভাইয়ের সাথে দেখা করতে চাই।
আদর্শের ক্ষেত্রে কিছুটা বিচ্যুতি থাকলেও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী একজন খাঁটি দেশ প্রেমিক, ভালো মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে সুস্থ করে দিন।
স্যালুট স্যার ❤️❤️❤️
Salute sir❤️❤️God bless you❤️
শ্রদ্ধা, 🙏ভালোবাসা ও শুভকামনা ❤
এই প্রতিবেদনটা দেখে চোখ দিয়ে পানি চলে আসছে তিনবার জাফর ছাড়কে আমি চিনি না তাহলে খুব ভালো মানুষ এখন বুঝতে পারছি আমি ভাবতাম অনেকজন রাজনৈতিক ব্যক্তিত্ব
সেলুট বীরযোদ্ধা,দেশপ্রেমিক ডা. জাফরুল্লাহ চৌধুরী স্যার।
এ জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। ❤❤
একজন ভালো মনের মানুষ। শুধু দেশ এবং দেশের মানুষকে ভালোবাসাই ছিল তার একমাত্র কাজ।
স্যার কে স্যালুট জানাচ্ছি, ও স্যার কে সম্মাননা দেওয়ার জন্য সমকাল চ্যানেল টুয়েন্টিফোর কে অসংখ্য ধন্যবাদ
আমার চোখে পানি চলে আসছে ❤❤
শ্রদ্ধার ডাক্তার জাফরুল্লাহর স্যারকে ধন্যবাদ জানাই এবং তার আত্মত্যাগের জন্য আমার চোখে পানি চলে এসেছে ❤❤❤ সেলুট জানাই আপনাকে সালাম ❤❤❤
স্যালুট ডক্টর জাফরুল্লাহ স্যার । এবং তার শিষ্য ভিপি নুরুল হক নুর ❤❤❤
Respect 🙏 and salute to Dr Chowdhury Sir.....
May Allah bless him enormously and give him a long life
শুধু বিএনপি পন্থী বলে সঠিক মুল্যয়ান পাইনি। সেলুট এই কিংবদন্তি।
উনি কোন পন্থি নন উনি দেশের পক্ষে কথা বলেন।।
@@md.basheerhussain9281 রাইট
বিএনপি কি ওনার সঠিক মূল্যায়ন করেছে?
উনি বিএনপি পন্থী তুমারে কে বললো জনাব?? সে বিএনপির কোনো কর্মী নয়। তিনি এক সময় বঙ্গবন্ধুর সৈনিক ছিলেন। পরবর্তীতে যখন শেখ হাসিনার স্বেচ্ছাচারীতা দেখেন তখন তিনি আওয়ামীলীগের বিরুদ্ধে দল গঠন করেন উনারা ঐক্যফ্রন্ট নামে। এবং তিনি বিএনপির সাথে জোট গঠন করেন। স্বাধীনতার সময় বিএনপির অস্তিত্ব ছিলো না ভাই। আওয়ামীলীগ বর্তমানে আগের আওয়ামীলীগ নাই। তবে অস্বীকার করতে পারবেন না মুক্তিযুদ্ধে আওয়ামীলীগের অবদান। ভাষা আন্দোলনে ছাত্রলীগ প্রাণ দিয়েছে, ১৯৬২ শিক্ষা আন্দোলন, ১৯৬৬ ছয়দফা, ১৯৬৯ এর গণভ্যূথ্যান, ১৯৭০ এর নির্বাচন, ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধ, এরশাদ বিরোধী আন্দোলন সবকিছুতেই ছাত্রলীগ আর আওয়ামীলীগের অবদান। অস্বীকার করতেই পারেন ভাই যদি আপনি বিএনপি করেন। বঙ্গবন্ধু, ভাসানী, সোহরাওয়ার্দী,আমাদের জাতীয় চার নেতা যত মহান নেতা এ দেশ পেয়েছে তাদের সবাই আওয়ামীলীগের ছিলো। দেশের দুর্দিনে যারা দেশের জন্য জেল জুলুম নির্যাতন স্বীকার করছে। যৌবনের যে সময় স্ত্রী সন্তানকে দেওয়ার কথা সেই সময় জেলখানায় ছিলেন আওয়ামীলীগের নেতারা। তবে বর্তমানে আওয়ামীলীগে বেশিরভাগ নেতাই এখন রক্তচোষা। মাশরাফি, মেয়র আতিক, প্রয়াত আনিসুর রহমান, সৈয়দ আশরাফ, সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান, আব্দুল হামিদ খান, ওবায়দুল কাদের এরা কজন মানুষ কিছুটা ভালো আছেন বাকী যা আছে সব বাটপার। ওবায়দুল কাদেরকে নিয়ে আমরা অনেক ট্রল করি ঠিক তবে উনার মধ্যে সত্যি বলতে এত দুর্নীতি নাই। দুর্নীতি করে না বলব না। দুর্নীতি হয়ত কম করে। সে সড়ক মন্ত্রী থাকাকালীন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইত। প্রয়াত সাবেক আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের কোনো ব্যাংক ব্যালেন্স নাই। বিদেশে কোনো বাড়ি নাই। আওয়ামীলীগের অনেক প্রশংসা করলাম। এখন বিএনপির একজন মানুষকে নিয়া কথা বলি বিএনপির একমাত্র নেতা যারে ভাল্লাগে তিনি হলেন মির্জা ফখরুল ইসলাম। উনারে আমার খুব ভালো লাগে। উনি ও একজন মহান নেতা। আমি চাই না বিএনপি বা আওয়ামীলীগ। আমি চাই এদের মত ভালো মানুষ ক্ষমতায় থাকুক। বিএনপি এখনো ঠিকে আছে মির্জা ফখরুলের মত একজন মহাসচিব পেয়েছে না হলে বিএনপির অস্তিত্ব অনেক আগেই বিলীন হয়ে যেত। খালেদা জিয়া ও খারাপ নাহ। তবে আমার তারেক রহমানকে ভালো লাগে না।
উনি কোন পন্থী না।আজকে যদি বিএনপি জোর করে ক্ষমতায় থাকতো তাহলে উনি বিএনপির বিপক্ষেও কথা বলতো।
সালাম জানাই এমন দেশ প্রেমিক জনগণের প্রিয় মানুষ কে
আমাদের রাউজানে এমন একজন অসাধারণ গুনি মানুষের জন্ম আজ জানলাম
অত্যন্ত বেশি কষ্ট পেয়েছি। আল্লাহ তুমি তাহাকে বেহেশতের ঊত্তম স্থানে স্থান করে দাও। আমীন।
আরো কষ্ট পাচ্ছি আমাদের কাছ থেকে বেছে বেছে ভাল মানুষদের আল্লাহ নিয়ে যাচ্ছে আর যতো লুটেরা,শয়তান লোকজনদের আরোগ্য দিয়ে দেশটাকে জাহান্নাম বানাচ্ছে এ জন্য। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর অখুশি এবং রাগান্বিত। হে আল্লাহ তুমি আমাকে ও এদেশের জনগণকে ক্ষমা করে দাও।তুমিই উত্তম ক্ষমাকরী তুমি ক্ষমা করতে পছন্দ করো।
সত্যি তিনি এক জনেই তুলনা তিনি নিজেই।
আল্লাহ আপনাকে হেফাজত করুন আমিন
আফসোস: সম্মেলিত প্রচেষ্টা পেয়েছিলাম যেই স্বাধীনতা সেই মহান স্বাধীনতা ও স্বাধীনতার মহান ইতিহাস কে আমরা একপাক্ষিক করে ফেলেছি!
তার সুস্বাস্থ্য কামনা করছি,আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক,আমিন।
বিনম্র শ্রদ্ধা জানাই ডাঃ জাফরুল্লাহ্ স্যারকে। ❤
ডা. জাফরুল্লাহ স্যার সত্যি খুব ভালো মনের একজন মানুষ। আমি ব্যক্তিগত ভাবে উনার সাথে একবার দেখা করেছি । সত্যি একজন বড় মনের মানুষ। এখনো হাজার হাজার মানুষ খুব অল্প টাকায় চিকিৎসা নিচ্ছে । একজন সত্যিকারি দেশ প্রেমী ।
আলহামদুলিল্লাহ
অন্তরের অন্তস্তল থেকে ওনার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল,
আল্লাহ ওনাকে হেফাজতে রাখুন।
মহান আল্লাহ তা'আলা এই মহান ব্যাক্তিকে নেক হায়াৎ দান করুন।
হাজারো সালাম এবং হৃদয় নিংড়ানো শ্রদ্ধা ও ভালোবাসা রইলো।
আল্লাহর কাছে এই নিবেদন এমন মানুষ গুলো
যেন আমাদের মাঝে বেশি দিন বাঁচিয়ে রাখেন।
আল্লাহ্ আপনার শুভ ইচ্ছেগুলো দ্রুত পূরণ করুন স্যার।
জাতির এই সূর্যসন্তানকে হৃদয়ের গভীর থেকে জানাই বিনম্র শ্রদ্ধা। এই দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন উনি ❤ বাংলাদেশ যতদিন আছে, আপ্নি আমাদের হৃদয়ে থাকবেন স্যার ❤
ওপারে ভালো থাকুন জাফরুল্লাহ স্যার 🤎
দেশের জন্য এত কিছু করেছেন অথচ আমাদের বর্তমান প্রজন্ম উনার সম্পর্কে কতটুকুই বা জানেন? এটাই সব থেকে বড় দূঃখের বিষয়। 😔
অভিবাদন জানাচ্ছি ভয়েস অফ বাংলাদেশ থেকে
প্রিয় মানুষ ডা. জাফরুল্লাহ চৌধুরীকে।
সম্মান ও শ্রদ্ধা রইল... প্রিয় কিংবদন্তি ♥
#LoveBangladesh♥
বিমোহিত হলাম ❤️ আল্লাহ মানুষ টাকে ক্ষমা করে দিন।
Thanks for the informative documentary.
Lots of respect to the living legend of our country Dr. Zafrullah Chowdhury . Pray for your good health and peaceful mind.
জাতির শ্রেষ্ঠ সন্তান ❤
ধন্যবাদ ডাঃ জাফরুল্লাহ চৌধুরী।
অথচ শুধু রাজনৈতিক ঈর্ষার কারনে এই কিংবদন্তিকে সন্মান না করে কেউ কেউ অ সন্মান করে যা একটি জাতির অকৃতজ্ঞ সুবিধাবাদী প্রজন্মকে তুলে ধরে।
সালাম জানাই আপনাকে হে বীর! কৃতজ্ঞতা জানাই আপনার ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার জন্য।
সবার প্রিয় একজন মানুষ।যাকে নিয়ে নেই কোন বিতর্ক।
ওনার প্রতি থাকলো অনেক সালাম ও দোয়া
আপনার এতো ভালো কাজের নেক ফজিলত পাবেন। আল্লাহ আপনাকে আরো হায়াত দান করুন।আমিন।
ধন্যবাদ ২৪ কে।
আমরা গর্বিত ওনার নিজের হাতে গড়া প্রতিষ্ঠান গণবিশ্ববিদ্যালয়ে ছাত্র হিসেবে।
বাংলাদেশের প্রকৃত বন্ধু এবং সাধারণ সকল মানুষের!
দেশের জন্য তিনি অনেক কিছুই দিয়েছেন কিন্তু দেশ স্ররনীয় কিছুই দেয়নি!
মহান আল্লাহতালা যেন তাকে সুস্থ রাখুন
গুণী এই মহান মানুষটির প্রতি অফুরন্ত ভালোবাসা ❤।
কোন এক দিন এই মহৎ মানুষটা আর থাকবেন না এই পৃথিবীতে
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 আল্লাহ উনাকে নেক হায়াত দান করেন
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
স্যারকে জানাই অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার আপনার প্রতি রইলো শ্রদ্ধা আপনি আছেন আপনি থাকবেন অসহায় মানুষের পাশে চিরকাল আমাদের মাঝে।
সত্যিই একজন মহান ব্যাক্তি,অনেক কিছুই জানলাম ! হাজার বছর বেচে থাকবেন বাঙ্গালির হৃদয়ে
দোয়া ও ভালোবাসা রইল স্যারের জন্য
Salute thousand times! Long live revolution!!
দোয়া রহিলো স্যারের জন্য
অফুরন্ত ভালোবাসা স্যার❤️❤️🥰
এক কিংবদন্তীর বিদায়,,
আল্লাহ উত্তম জান্নাত দিন😭😭
জাতির শ্রেষ্ঠ সন্তানের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।❤
কাকে হারালাম আমরা???? আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।আমিন আমিন আমিন
আল্লাহ আপনি স্যার কে নেক হায়াত দান করুন।
বরেণ্য জাফরুল্লাহ সায়েব ও ওনার সকল সহকর্মী আর বন্ধু দের জানাই শত কোটি প্রনাম❤❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ আল্লাহ তা'আলা তাকে সুস্থ রাখুন সেই দোয়া করি
জাতির শেষ্ঠ সন্তান এক জন ডা:জাফারউল্লাহ স্যার! বিনস্র শ্রন্ধা ❤😊
ধন্যবাদ এমন একটা রিপোর্ট করার লাইগা
স্যারের জন্য দোয়া রইলো
রাষ্ট্রীয় ভাবে বা: জাফরুল্লাহ চৌধুরী কে রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে সেলুট জানায়।
এবং এই প্রতিষ্ঠানটি চিরজীবন ভালো মানে চলুক দোয়া রইল আল্লাহর কাছে।
স্যালুট জাফরুল্লাহ ভাই। আপনাকে কাছে থেকে দেখার ও কাজ করার সৌভাগ্য হয়েছে তাতে আমি ধন্য।
অসাধারণ 😢❤❤😊
আল্লাহ্ স্যারকে নেক হায়াত দান করুক
সত্যিকারের দেশ প্রেমিক ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর দেশের গর্ব দেশের সূর্যসন্তান তাকে আজীবন সম্মাননা জানাই এই মহান বীর কে।
হাজারো সালাম তুমার চরনে।তুমি বেঁচে থাকবে ভালো মানুষের মনে
Good and right speaker.thanks and pray.
ডা: জাফরুল্লাহ চৌধুরী স্যারদের জন্যই আমাদের চারপাশ টা এখনো সুন্দর। স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি...
অনেক শ্রদ্ধার ভালবাসা রইল তার প্রতি অনেক কিছুই অজানা ছিল সাংবাদিকের উসিলায় জানতে পারলাম অসংখ্য ধন্যবাদ সাংবাদিককে
😢😢😢😢 কেন জানি চোখে পানি চলে এলো এ মানুষ টার জন্য
অনেক অনেক ধন্যবাদ চ্যানেল ২৪ ফোরের সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম সবুজ ভাই কে
দেশ প্রেমিক জাফর স্যার ❤❤
Salute Sir Apnake
উনার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেলো। ❤
আল্লাহ তুমি তাকে নেক হায়াত দান করো
স্যারকে অনেক ধন্যবাদ
শ্রদ্ধা, 🙏ভালোবাসা ❤
এমন মানুষ থাকতে রাষ্ট্রপতি দেয় চুপ্পুকে
চুপ্পুরা নিরাপদ, প্রভুভক্ত, দেশের চেয়ে দলের স্বার্থ বুঝবে বেশি যেটা জাফরুল্লাহ কে দিয়ে হবে না। এমনকি রাষ্ট্রপতি হলেও বহর নিয়ে সিংগাপুর যাবেনা হেলথ চেক আপ করতে, করাবে দেশের বা নিজের গণস্বাস্থ্য কেন্দ্রে।
আমরা সবাই তাকে ভালো বাসি।
এ রকম কত মানুষ আছে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে।আমিও সে ধরনের একটি পরিবারের সন্তান। ছোটবেলা থেকে দেখে আসছি নিজের স্বার্থ নয় মানুষের জন্য কাজ করে দেশের উন্নয়নে কাজ করা।স্বীকৃতি পাক বা না পাক।যুদ্ধে ঠাকুর দাদা বন্দী ছিলেন দীর্ঘ সাত আট মাস।বাবা কাকাকে দেখেছি স্ব স্ব স্থানে মানুষের জন্য কাজ করতে।সে স্বীকৃতি কোনদিন মেলেনি মিলবেও না।
আমার অভিজ্ঞতা বলে দুর্নীতি করে টাকা রোজগার করে অনেক পপুলারিটি পাওয়া যায় কারন সেখানে ও লাভ আছে।কিন্তু যারা সততার সাথে কাজ করলে পাশে কেউ থাকে না কারণ লাভ নেই।পৃথিবী টা যেন শুধুই টাকার জুয়াখেলা। মানবিকতা আজকাল শুধুই বইয়ের পাতায়।
গভীর সম্মান ও বিনম্র শ্রদ্ধা জানাই জাতির এই বির সৈনিকের প্রতি। এইরকম দেশ প্রেমিক রা ছিল বলেই আমাদের প্রাণের বাংলাদেশ স্বাধীন হয়েছে। আল্লাহ অনেক সুস্থতা এবং নেক হয়ত দান কর আমিন।
স্যার কে প্রনাম জানাই🙏🙏🙏
গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইলো আপনার জন্য