শরৎচন্দ্র ও পতিতা : বেপরোয়া জীবন / Sarat Chandra and his reckless life

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 602

  • @thegalposalpo
    @thegalposalpo  3 года назад +129

    কি লিখব, ভেবে পাচ্ছিনা।
    আজ মধ্যরাতে হঠাৎ আবিষ্কার করলাম, আসামের শিলচর থেকে প্রকাশিত একটি নামকরা খবরের কাগজে আমার ইউটিউব ভিডিওর বক্তব্য নির্লজ্জ ভাবে হুবহু নকল করে লিখিত আকারে নিজের নামে ছাপিয়ে দিয়েছেন একজন লেখক। একদম পুরোটা মানে 100% কপি করেছেন আমার বক্তব্য।
    আসামের কাগজটির নাম: 'সাময়িক প্রসঙ্গ' । কাগজে প্রকাশিত লেখাটির শিরোনাম "শরৎচন্দ্র ও নিষিদ্ধ পল্লীর পতিতা" (Link : samayikprasanga.in/epaper.php?pn=1 , এখানে ক্লিক করে 4নং পেজ দেখুন।) । যিনি এই plagiarism বা copyright infringementটা করেছেন, সেই লেখকের নাম সঞ্জয় কুমার। লেখাটি তাদের কাগজে প্রকাশিত হয়েছে ২১শে সেপ্টেম্বর, ২০২১.
    আমার এই ভিডিওটি ইউটিউবে প্রকাশিত হয় ১৫ই সেপ্টেম্বর,২০২১. ভিডিওটির নাম : "শরৎচন্দ্র ও পতিতা"। লিঙ্ক : ruclips.net/video/TomOD5F7g38/видео.html
    প্রায় এক সপ্তাহ ধরে লাইব্রেরী ঘুরে ঘুরে, বহু বইপত্র ঘেঁটে, অনেকটা সময় দিয়ে ,‌ অনেক পরিশ্রম করে ভিডিওটির matter আমাকে তৈরি করতে হয়েছিল। আমার সেই পরিশ্রমলব্ধ ফল অন্য কেউ নিজের নামে চালিয়ে দিয়েছেন এবং তা করে বাহবা নিচ্ছেন ---- এটা সত্যি একদমই মেনে নিতে পারছি না ... খুবই কষ্ট হচ্ছে... ভীষণ মন খারাপ লাগছে.... ভীষণই ....
    আসামের ঐ কাগজটির সম্পাদকের ভুল স্বীকার দাবী করে, আমার ভিডিওর প্রতি তাঁর ঋণ স্বীকার দাবী করে এবং নকলকারী ঐ লেখক সঞ্জয়কুমারের উপযুক্ত শাস্তির দাবী করে একটা mail আমি করেছি, এখনও কোন সাড়া পাইনি।
    জানিনা, আমার আগের ভিডিওগুলির বক্তব্য এরকম আরও কোথাও কপি করা হয়েছে কিনা! ... কোন যুগে বাস করছি! ... নিজের সৃষ্টি অনায়াসে অন্য কেউ নিজের নামে চালিয়ে দিচ্ছে! ... একটু অপরাধবোধ নেই, একটু ধরা পড়ার ভয় নেই!
    এবার থেকে আমার সমস্ত ভিডিওর বক্তব্যের লিখিত রূপ ভিডিও প্রকাশের সাথে সাথেই একটি ব্লগে প্রকাশ করা হবে। ফেসবুক পেজেও তা প্রকাশ করা হবে। কপিরাইট অক্ষুন্ন রাখতে এই মূহুর্তে আর কোন পথ দেখছি না।
    ব্লগ ও ফেইসবুক পেজের ঠিকানা প্রতি ভিডিওর সাথে দেওয়া থাকবে।
    আপনাদের পরামর্শ , মতামত ও সাহায্যের জন্য এই মন্তব্য পিন করে রাখলাম।

    • @sm4817
      @sm4817 3 года назад +8

      পরামর্শ বা সাহায্য আপনাকে এর কোনটাই করতে পারছিনা... শুধু এটুকু বলি মন খারাপ করবেন না , আপনার এই সৎ প্রচেষ্টা ব্যর্থ হবে না... keep it up 🙏.

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 года назад

      Gan. Galpo. Dada. Upni. Ajj. Bolchhen. Ki. Holo. A. Desher. ? Nachiketar. Gan. Sumaner. Sonen ni?A desher. Sab. Valo. Sab sampad Churi. Hoye. Gachhe. Abarjana. Pore. Achhe. Abarjanatheke. Nev ratan. Khoje. Ter. RatanO. Ternay. Choreder. Kothae. Achhe. Ata. Jodi. Sabai. Bujhto. Er pratibad. Kotto. To. Desh. Naraker. Sesh. Darjaye. Namto..upni. Akta. Sat. Prachesta. Korlen. Tao. Chor. Ot. Pete. Bose. Chhilo. Kano. Keu. Sat. Korbe. Eadesh. 150. Bachharto. Tao. Hote. Dilo. Na. Nahale. Banglar. Ato. Biir. Mare. Guni. Lok nakhetepaye. Bina. Chikitsaye. Mare? Valo. Chatro. Na. Chakripeye. Mare. Sir. Jagadish. Bose. Netaji. Ara. Asamman. O. Achyachare. Mare? Mintu. Chorera. Mareni. Marena. Morbena. Vagaban. Tader. Sabrakam. Briddhi. O. Sahayata. Debe. UpniO. Churi. Bidya. Sikhun. Dibyi. Thakben.

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 года назад +1

      Sarat. Babur. Lekhaniye. Saravarater film Makertheke NAtak bookseller. Dokani. Avineta. O. Directer. Sab. Kamiye. Lalelal. Kintu. Take. Sraddha. O. Samman. Dey. Jader. Sudhu. Oner. Karme. Biswas. Chhilo. Achhe..Asamanya. Purush. O. Ter. Abahelito. JibanKahini..koti Koti Manuser Vatjaler Jogandata..Onake. Asesh Vakti. O. Pranam. Janai

    • @thegalposalpo
      @thegalposalpo  3 года назад +5

      @@anjanabanerjee1452 এত full stop দিয়েছেন যে আপনার কথার অর্থ উদ্ধার করতে পারছি না। বাক্যের নিয়মে লিখুন প্লিজ।

    • @anjanabanerjee1452
      @anjanabanerjee1452 3 года назад +1

      @@thegalposalpo Amar. Hat. Fulstope. Jabeijabe. Up i. Ogulo. Avoid. Kore. Porun

  • @sabirahmedmazarbhuiya7241
    @sabirahmedmazarbhuiya7241 3 года назад +115

    এটা দেখে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে গেল। এত কঠিন এক বিষয় কে অতি সহজ,সুন্দর ভাষায় ব্যাখ্যা করেছেন।

  • @bipasadasgupta8173
    @bipasadasgupta8173 3 года назад +57

    মহান ও মহৎ ব্যক্তিত্ব...🙏🙏🙏🙏
    সশ্রদ্ধ প্রণাম...
    নারীজাতি কে এত সন্মান কোনো লেখকের লেখনী তে ধরা পড়েনি....🙏

  • @rejaulkarim8483
    @rejaulkarim8483 3 года назад +42

    দাদা নমস্কার । আমি বাংলাদেশ থেকে। সেই কলেজ জীবন থেকেই আমি শরৎ ভক্ত। শরৎ রচনাবলির অনেকটাই এখনো আমার সংগ্রহে আছে। ইন্টারনেটেও ওনার অনেক গল্প, উপন্নাস, প্রবন্ধ এবং শরৎ চন্দ্রের গল্প অবলম্বনে যে সকল সিনেমা গুলি পেয়েছি অতি যত্নসহকারে save করে রেখেছি ।এই পয়ষট্টি বছর বয়সেও ওনার ঐসব গল্প উপন্যাস পড়ে আমার সময় কাটে। উনি আমার সবচেয়ে প্রিয় লেখক। কিন্তু আজ ওনার সম্পর্কে যে বিষয়ে বিবরন দিলেন তাহাতে ওনার প্রতি আমার শ্রদ্ধা ভালবাসা আরো কয়েকগুন বাড়িয়া গেল। অসংখ ধন্যবাদ দাদা আপনাকে।

  • @mamoonrahman9449
    @mamoonrahman9449 6 месяцев назад +3

    সবার উপরে মানুষ সত্য
    নারী র প্রতি সম্মান দেখিয়ে যে অমর কথা শিল্পী অসংখ্য কালজয়ী সাহিত্য সৃষ্টি করেছেন,সারা পৃথিবীতে বাংলা ভাষার মানুষের মনে চির অমর হয়ে থাকবেন।
    জাপান থেকে,
    মামুনুর রহমান।

  • @somnathbhuniya
    @somnathbhuniya Год назад +29

    আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে রবীন্দ্রনাথ ঠাকুরের থেকেও উচ্চ মানের লেখক ও মানুষ মনে করি।

  • @aksadhossain4670
    @aksadhossain4670 3 года назад +17

    আমি তাঁর অনেক বই পড়েছি। আপনি ঠিক বলার চেষ্টা করেছেন। তিনি অনেক মহান মনের মানুষ ছিলেন।

  • @ashrafulhaq4267
    @ashrafulhaq4267 3 года назад +15

    মহান লেখক, সমাজ সংস্কারক,"পরিনিতা" উপন্যাস এর স্রস্টা, গ্রেট শরতচন্দ্র।

  • @mudaswaralam6106
    @mudaswaralam6106 3 года назад +107

    আমি যখন দশম শ্রেণীর ছাত্র ছিলাম তখন পাঠ্যপুস্তকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের "অভাগীর স্বর্গ" গল্প পড়েছিলাম। এবং উক্ত গল্প পড়ে আমি কেঁদেছিলাম। সেই দিন প্রথম উপলব্ধি করেছিলাম সত্যিই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় "দরদী কথাশিল্পী"।

    • @chandrakumardey2264
      @chandrakumardey2264 3 года назад +6

      আলম সাহেব , এই রকম 'অভাগী ' রা আজও দেশে আছেন, ধন্য আমাদের সমাজ, ধন্য আমাদের সরকার!

    • @candyfloss184
      @candyfloss184 2 года назад

      amio porechilam....seta tokhon 2001 year. Tumi kobe porechile?

    • @moubhattacharyay6891
      @moubhattacharyay6891 6 месяцев назад

      Same Here! Ami Onate Mugdho Aro Onek Choto Bayos Maybe 10/11 Hobe Amar Bayos Takhon.. Onar Byaktityer Govirota Onar Shristir Thekeo Govir-Atol-Snigdho-Shanto-Karunamoyi.. 😊

  • @dipalibhattacharjee889
    @dipalibhattacharjee889 2 месяца назад

    সুন্দর। আমি শরৎচন্দ্রের লেখা পড়েই প্রথম কেঁদেছি, হেসেছি, মুগ্ধ হয়েছি।

  • @chandrakumardey2264
    @chandrakumardey2264 3 года назад +46

    শরৎচন্দ্র অপকটভাবে স্বীকার করেছেন যে এই সমস্ত নারীরা তাঁর কালজয়ী উপন্যাস/গল্প রচনাতে মূল প্রেরণা। তাদের দুঃখ, যন্ত্রনা, বঞ্চনা, হতাশার মূর্ত প্রতীক এই সমস্ত রচনা, ভারতের আর কোন লেখক এরকম সম্ভবত এরকম রচনা করেন নি !

    • @debashisray4204
      @debashisray4204 8 месяцев назад

      শত শত প্রণাম শরৎ চন্দ্র কে।

  • @anupkumargope9772
    @anupkumargope9772 3 года назад +26

    আমার সবচেয়ে প্রিয় লেখক শরৎবাবু।
    আমি তাঁকে সশ্রদ্ধ প্রনাম জানাই❤🙏🙏

  • @shrabonisur4305
    @shrabonisur4305 3 года назад +33

    অসাধারণ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে বিনম্র শ্রদ্ধা জানাই।ভাষ্যকারের জন্য শুভ কামনা

    • @shrabonisur4305
      @shrabonisur4305 3 года назад +1

      আমি ভারতীয় নই।আমি বাংলাদেশী

    • @JahidHasan-dn2tn
      @JahidHasan-dn2tn 6 месяцев назад

      বাংলাদেশের কোথায়?

  • @mdnazmulhaque9740
    @mdnazmulhaque9740 3 года назад +39

    আপনার আলোচনা গুলো আমার অনেক ভাল লাগে। আমার সব থেকে প্রিয় মানুষ, প্রিয় লেখক এই শরৎচন্দ্র। ভাল থাকবেন। নাজমুল বাংলাদেশ থেকে।

  • @suranjanadhikari7342
    @suranjanadhikari7342 3 года назад +97

    তিনি অনেকের থেকে অনেক বেশি মহান ছিলেন। তার লেখা পড়লেই বুঝতে পারা যায় তিনি কতো বড়ো মনের মানুষ।

    • @poppypramanik300
      @poppypramanik300 3 года назад +1

      Thik🙏🙏

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 года назад

      ami tar spmbondh ee shob কিচ্ছুজানি না ,স্কুলে ছতকাল থেকে সেই তার মাছ চুরি ঐ স্রিকান্ত না কি জেন আর আরও কতো কিপরেছি ,তাকে জানতাম একজন নামকরা লেখক হিশেবে,তিনি যে পতিতা লয়ে পড়ে থাকতেন এটা মএন হয় আমার মত অনেকেই জানে না । কিন্তু শতরচন্ত্র ইয়তিনি একজন লেখক -তিনিওবশয় একজন dumb public না। আর ekhanei কে তাকে নিয়ে সমলচনা থেমে যাওয়া উচিৎ ।respect

    • @altrnatvthinker
      @altrnatvthinker 3 года назад +1

      যারা লেখে তারা মেধাবী বড় মনের মানুষ আর ইনার ,অতো একজন লেখকের কথ আবলা বাহুল্য ।

  • @gobindachandraroy4003
    @gobindachandraroy4003 3 года назад +23

    শরৎচন্দ্র ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের মাটির সঙ্গে জড়িত মহামানব। তার অসাধারণ মণিমাণিক্যে ভরা সাহিত্য পড়লে জীবনবোধ পরিনত হয়। এই মহান সাহিত্য সবার পড়া উচিত।

  • @s.munhirmunhir9814
    @s.munhirmunhir9814 3 года назад +10

    অনেক সুন্দর। সমৃদ্ধ হলাম শরৎচন্দ্রের
    জীবনালেখ্য শুনে। ধন্যবাদ দাদা।

  • @shihab-.12
    @shihab-.12 6 месяцев назад +1

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার পছন্দের লেখক। এটা দেখার পরে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরো বেড়ে গেল। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে ❤

  • @sm4817
    @sm4817 3 года назад +11

    সর্বভারতীয় স্তরে যে বাঙালি সাহিত্যিক সবচেয়ে বেশি জনপ্রিয় সে হলো "কথা শিল্পী" শরৎচন্দ্র... সহজ সরল মন ছুঁয়ে যাওয়া অথচ সুগভীর... উনি একজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন (হাওড়া টাউন কংগ্রেসের সভাপতি).

  • @basude4330
    @basude4330 3 года назад +17

    অসাধারণ প্রতিবেদন । খুব ভালো সংকলন এবং উপস্থাপন।

  • @t.r.1594
    @t.r.1594 3 года назад +52

    শরৎচন্দ্র মোটেই চরিত্রহীন ছিলেন না। তার সাহিত্যকর্ম তাকে মহান করেছে। একজন সাহিত্যিকদের জীবন বৈচিত্রময় হয় এটা দোষের কিছু নয়। তারা মানুষের জীবন থেকে সাহিত্যের উপাদান খোজেন। আর শরৎচন্দ্রের শৈশব আমার কাছে রহস্য।

  • @SalmaSultana-ig5np
    @SalmaSultana-ig5np 2 года назад +3

    শরৎবাবু অসাধারণ মানুষ। উনার সাহিত্যের রস, নারীর প্রতি শ্রদ্ধা, নিষিদ্ধ নারী, (( যারা মনে করে) চরিত্র গুলোর মনকে নিজের মন দিয়ে ভালোবেসে জয় করে সাহিত্যে ফুটিয়ে তুলেছেন। শ্রেষ্ঠ উপন্যাসিক শরৎবাবু কে যারা চরিত্র নিয়ে কথা বলেছে, তাদের ধিক্কার জানাই।

  • @mahjabeenahmed5023
    @mahjabeenahmed5023 Год назад +3

    বিনম্র শ্রদ্ধা জানাই মহান এই লেখকের প্রতি যিনি অসহায়ের সহায় হয়েছিলেন সমাজের তোয়াক্কা না করেই । রচনা করেছেন অসাধারণ সব চরিত্র যা বাস্তবতার আলোকে উদ্ভাসিত। অমর সেইসব সৃষ্টির স্রষ্টার প্রতি আমার অতল শ্রদ্ধাঞ্জলি ।

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 3 года назад +3

    উপস্থাপকের উপস্থাপনার চমৎকারিত্ব যথেষ্ট আকর্ষণীয় এবং বাস্তবিক অর্থে প্রশংসনীয়!পরম সৌভাগ্য হয়েছিল খুবই অবুঝ বয়সে উপমহাদেশের কিংবদন্তী কথা-সম্রাট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যাবতীয় গ্রন্থাবলী পড়ার-- কিছুবা বুঝেছিলাম,কিছুবা নয়।তবে "নারীর মূল্য" কোন উপন্যাস নয়,একটা সুদীর্ঘ বক্তৃতা তথা প্রবন্ধ-গ্রন্থ।এখনও কোন পুস্তক সামনে পড়লে পড়ি এবং শুধু চোখের জল ঝরাই এহেন অমূল্য রত্নকে যথাসময়ে প্রাপ্য যথাযথ মূল্যায়ন করা থেকে বঞ্চিত করায়!

  • @scrutiny1000
    @scrutiny1000 3 года назад +28

    আপনার উপস্থাপনা, বিষয়, বলার ভঙ্গি সত্যিই খুব সুন্দর, ভালো থাকুন

  • @koushikranjanmandal7416
    @koushikranjanmandal7416 7 месяцев назад

    Sarat chandra আমার সবথেকে প্রিয় একজন ঔপন্যাসিক..ওনার লেখা পড়লে বাস্তব কে খুব কাছের থেকে জানা যায়.. Porote Porote আছে বেদনা আর বাস্তবতা.. সশ্রদ্ধ শ্রদ্ধা ও নমস্কার প্রিয় লেখককে ❤❤🙏🙏

  • @rasputin3283
    @rasputin3283 8 месяцев назад +1

    প্রতিবেদনের শিরোনাম দেখে confused ছিলাম, পরে বিস্তারিত শুনে শান্তি পেলাম কারণ লেখক আমার খুব প্রিয়।

  • @asimbanerjee2102
    @asimbanerjee2102 3 года назад +5

    আমি শরৎচন্দ্র এর এক অনামি ভক্ত। ভালো লাগলো আপনার প্রতিবেদন। ভালো থাকবেন।

  • @altrnatvthinker
    @altrnatvthinker 3 года назад +2

    খুবভাল উপ্পস্থাপনা।আমাদের মতো মান্সুহ যারা প্রদুর পড়েছে এখন্ব পড়ে কিন্তু তবু অ এই মহান লেখকের সম্বন্ধে কিছুই জানত না ছতকালে তার সেই শ্রীকান্ত ,মাছ চুরি আর কতো গল্প ছাড়া, আজ জানলাম অনেক কিছু,দুই বার দেখলাম , বাংলার এই অমর মান্সুহ্রা আরও দীর্ঘ দিন সবার হৃদইয়ে বেচে থাক ,

  • @অপার্থিববিশ্বাস

    মহা প্রতিভাধর শরৎচন্দ্র শুধু বাংলা সাহিত্যকেই সমৃদ্ধ করেননি তিনি সমগ্র ভারতবর্ষের তৎকালীন সমস্ত ভাষার সাহিত্যকেই প্রভাবিত করেছিলেন।

  • @anasristimithu8263
    @anasristimithu8263 7 месяцев назад

    এক অজানা কে জানলাম।
    মন ভরে রসদ নিলাম। আর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা আমার আকাশ ছুঁইলো। লেখায় রসদ মনে হয় এভাবেই সংগ্রহ করতে হয়। ভীষণ সুন্দর পোস্ট। অনেক শুভেচ্ছা রইল আমার। ভালো থাকবেন। আরও ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।

  • @shrabantikarmokar7698
    @shrabantikarmokar7698 3 года назад +147

    যে নিজে চারিত্রিক ভাবে বলিষ্ঠ,তার সমাজের কাছে কৈফিয়ত দেওয়ার দায়বদ্ধতার দরকার পড়েনা

  • @sudarsandas8801
    @sudarsandas8801 2 года назад +1

    আজ চৌঠা অক্টোবর 2022 ইং দিনটিতে আপনার ভিডিওটি দেখে অনুভব করলাম, আপনার শরৎচনদ্র মহাশয় সম্মনধ্যে অসাধারণ জ্ঞান ও অপার শ্রদ্ধা-ভালোবাসা।
    আসলেই এমন নারী চরিত্র নিয়ে লিখতে পারা লেখক, আর দ্বিতীয় কেউ আছেন কি না আমার জানা নেই। অনেক দিন আগে পড়েছিলাম ওনার পেখা " বিপ্রদাস " নামে একটি অসাধারণ উপন্যাস। সেই উপন্যাসের প্রধান চরিত্র বিপ্রদাস, ছিলেন অনেকটাই ওনার মত। দুরন্ত সাহসী,সত্যবাদী, আবার একাধারে নারীর প্রতি অসীম শ্রদ্ধাবান, তবুও তখনকার ব্রাহ্মণ ও তথাকথিত সুশীল ও কূলীণ সমাজ তাঁকে আক্ষায়িত করেছিল অসভ্য, লম্পট, মাতাল ও দুশ্চরিত্র অলংকারে।

    • @sudarsandas8801
      @sudarsandas8801 2 года назад

      কারণ বিপ্রদাস ছিলেন ইংরেজি শিক্ষায় শিক্ষিত ব্রাহ্মণ। তিনি ব্রাহ্মণ ও কূলীণদের কুপ্রথা-গুলির তীব্র বিরোধী ছিলেন।
      বিপ্রদাস গ্রামে ফিরে এসে, গ্রামের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখে মনে প্রচন্ড ব্যথা অনুভব করেছিলেন এবং নিজের মনের মত করে সমাজকে পরিবর্তন করতে গিয়েছিলেন। আর তাতেই তথাকথিত ব্রাহ্মণ ও কূলীণ সমাজ তাঁর ওপর রেগে যায়। তিনি ব্রাহ্মণ ও কূলীণ সমাজ দ্বারা অনবরত লাঞ্ছিত, অপমানিত ও আক্রান্ত হতে থাকেন। তবুও বিপ্রদাস দমে যাননি।
      তিনি ছিলেন মাতৃ-পিতৃ হারা। কিন্তু মায়ের ভালোবাসা পাওয়ার পিপাসু। এই জন্যই বিপ্রদাস ও ওনার জেঠিমার (তাদের পরিবারের) সংগে সম্পত্তি নিয়ে অনেক বিবাদ থাকা সত্তে ও ওনি ওনার জেঠিমার প্রতি শ্রদ্ধাবান ও দুর্বলমনা ছিলেন।
      "বিপ্রদাসের" জেঠিমার চরিত্রটিকে ও লেখক ফুটিয়ে তুলেছিলেন অনন্যা হিসেবে। তিনি একাধারে যেমন নিজের পুত্রসন্তানদের ভালোবাসতেন, তেমনি বিপ্রদাসের প্রতি ও ছিল ওনার অকৃত্রিম ন্সেহ ও ভালোবাসা। এই জন্য ই তিনি বিপ্রদাসের রাগ,অভিমান ও অভিযোগ ইত্যাদিকে পরোয়া না করে তাকে ও ক্ষমা এবং ভালোবাসার চোখে দেখতেন । বিপ্রদাস ব্যথা পেলে বা অসুস্থ হলে তিনি দুঃখিত ও ব্যথিত হতেন।
      এক কথায় বলতে গেলে জেঠিমা ছিলেন গ্রাম্য, সহজ- সরল একজন অসাধারণ মাতৃত্বের অধিকারীনি। সাধারণ বাংগালীর অসাধারণ মাতৃত্ব স্বরূপ। মা দুর্গার স্বরূপ। এই উপন্যাসের অন্যান্য নারী চরিত্র গুলি ও ছিল জীবন্ত ও অসাধারণ। যেমন বিপ্রদাসের প্রেমিকা চরিত্র,সম্ভবত যার নাম ছিল "বন্ধনা" ।
      শেষে এই টুকুই বলতে পারি, যে বাংগালী সমাজ সুশিক্ষা ও পড়াশোনার প্রতি অনীহার কারণে, ধীরে ধীরে আবার কুসংস্কার, ব্রাহ্মণ্যবাদীও তথাকথিত কুলীন সমাজের চাটুকারিতায় আকৃষ্ট হয়ে পরেছে।
      আমাদের আরো বেশি করে এই সকল মহাপুরুষদের লেখা কাহিনী ও ওনাদের জীবনী পাঠ্যপুস্তকে অন্তরভূক্ত করতে হবে। আমাদের ওদেরকে ভুলে গেলে চলবে না।
      সবশেষে আবারও একবার এইরকম ভিডিও বানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার লেখা শেষ করছি।
      আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘ জীবি হউন।
      ইতি- আপনার এক জন অতি সাধারণ পাঠক সুদর্শন দাস।

  • @jaminikantasarker855
    @jaminikantasarker855 Год назад +2

    অসাধারণ লেখা এবং উপস্থাপনা । আমার প্রিয় লেখক অমর কথা শিল্পী শরৎচন্দ্র । আপনার এই চমৎকার লেখাটি পড়ে অনেক কিছু জানতে পারলাম । জানতে পারলাম শরৎচন্দ্র নিষিদ্ধ পল্লীতে দিনের পর দিন পড়ে থেকেছেন তার নিজের চরিত্র ঠিক রেখে লেখার রসদ সংগ্রহের জন্য ।

  • @shanjibshom9486
    @shanjibshom9486 3 года назад +11

    বাংলাদেশ থেকে শুভকামনা নিরন্তর....
    একসময় শরৎচন্দ্রের পোকা ছিলাম আমি।
    অনেক কষ্ট করে টাকা জমিয়ে বড়দিদি, মেঝদিদি,পল্লী সমাজ,চরিত্রহীন, বৈকুন্ডের উইল ইত্যাদি কিনে পড়তাম!!

  • @shrabantikarmokar7698
    @shrabantikarmokar7698 3 года назад +25

    সঠিক অর্থে যারা মানুষ,তারা বরাবরই অপাংক্তেয়, সকালেও একালেও

  • @sayadashahinlaily5472
    @sayadashahinlaily5472 3 года назад +4

    ভালো লাগলো দাদা আমার প্রিয় লেখকের অজানা কিছু জেনে।সত্যি উনি মহান ছিলেন। বিনম্র শ্রদ্ধা রইলো প্রিয় লেখকের প্রতি।

  • @smondal8843
    @smondal8843 2 года назад +4

    শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের অভিভাবক এবং সত্যি কারের মানবতাবাদী ও সংস্কার মুক্ত এক মহাজীবন।

  • @shibaprasadbiswas9335
    @shibaprasadbiswas9335 6 месяцев назад +4

    শযৎচন্দ্র তথাকথিত ভদ্রলোকদের মুখোশ খুলে দিয়েছিলেন তাই তিনি ওদের কাছে ছিলেন ব্রাত্য। 🎈

  • @kalyankumarbhanja1846
    @kalyankumarbhanja1846 3 года назад +3

    খুব সুন্দর উপস্থাপন এবং মূল্যায়ন । সমকালের তিরস্কার ও অশ্রদ্ধা যেন এই মানুষগুলোর অমর হবার এক চিরকালীন সোপান । 🌹🌹

  • @mkt963
    @mkt963 3 года назад +15

    ১৯৮৪ ইংরেজি সনের কাছাকাছি সময়ে শরৎ সমগ্র শেষ করার পর থেকে এখনো পর্যন্ত আমি একজন শরৎ ভক্ত। তখন আমার বয়স কমবেশি ষোল কি সতের। এত কম বয়সেও শরৎ সাহিত্য আমার হৃদয় স্পর্শ করেছিল।
    কি বিস্ময়কর সৃষ্টি।
    শরৎ বাবু, তোমার আত্মার শান্তি হউক।
    ঢাকা থেকে

  • @sanjoyroy2313
    @sanjoyroy2313 3 года назад +8

    শরৎ বাবু আমার প্রয়তম লেখক। আমি যখন Scooty চালিয়ে শিলিগুড়ি থেকে দিঘা যাচ্ছিলাম তখন উনার জন্মভিটা হুগলির দেবানন্দপুর গিয়েছিলাম। ওনার বাড়ি জঙ্গলে ভরে আছে। toilet জরাজীর্ণ । কাছের যে নদীতে উনি মাছ ধরতে যেতেন সেখানকার অশত্বগাছের তলায় অনেকক্ষণ ছিলাম।

  • @zaki9203
    @zaki9203 3 года назад +3

    শরৎচন্দ্র কে নিয়ে বিশ্লেষণ টা দারুন লেগেছে, অসংখ্য ধন্যবাদ

  • @khairulalom2107
    @khairulalom2107 2 года назад +2

    বিনম্র শ্রদ্ধা জানাই এই মানবীয় সাহিত্যিকের স্মৃতির প্রতি।

  • @rathinpan3367
    @rathinpan3367 3 года назад +9

    একটি অসাধারণ উপস্থাপনা।সেই স্কুল জীবন থেকেই আমি শরৎ চাটুজ্জের ভক্ত। তিঁনি ছিলেন সেই বিরল লেখকদের একজন যার লেখনীতে স্থান পেয়েছে সমাজের দরিদ্র, নিপীড়িত ও দুঃস্থ মানুষেরা। তবে তিঁনি যে কত বড় বলিষ্ঠ চরিত্রের মানুষ ছিলেন তা এই প্রতিবেদন থেকে জানতে পারলাম। তিঁনি দিনের পর দিন বিভিন্ন নিষিদ্ধ পল্লীতে ঘুরে বেড়াতেন অসহায় নারীদের সাহায্য করতে এবং তার সাহিত্যের উপকরণ সংগ্রহ করতেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাইতো এতদিন ভাবতাম ঐ সব কালজয়ী সৃষ্টি শরৎচন্দ্র কি ভাবে করেছিলেন??🙏🙏

    • @forkanahmedkhan5365
      @forkanahmedkhan5365 7 месяцев назад

      সালাম নেবেন। আপনার কমেন্ট টা অসাধারণ লাগল। এতো সুন্দর করে লিখেছেন শরত চন্দ্র সম্পর্কে। ইন ফেক্ট, একমাত্র শরত চন্দ্র সমাজের নিপীরিত অপয়া মানুষের কথা লিখেছেন।।

    • @rathinpan3367
      @rathinpan3367 7 месяцев назад

      @@forkanahmedkhan5365 আপনি ও আমার নমস্কার গ্রহন করবেন। আমার চিন্তাধারা আপনার সাথে মিলে গেছে তাই আমার মন্তব্য আপনার ভালো লেগেছে। বাংলা আমাদের দুজনের মাতৃভাষা তাইতো আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। ভালো থাকবেন।

  • @gopalroy922
    @gopalroy922 2 года назад

    শরৎ চন্দ্র এনার তুলনা একমাত্র তিঁনিই...আমি খুব ছোট বেলাতেই তার প্রচুর গল্প ও উপন্যায়স পড়েছিলাম...আর তখন তার গল্প নিয়ে সিনেমা হলেই দেখতে যেতাম...মনের ভিতর তার স্থান ছিলো অনেকটাই আলাদা...ঠিক বলে বোঝানো যাবে না...ওনাকে শশ্রদ্ধ প্রণাম।

  • @monojitdas1110
    @monojitdas1110 8 месяцев назад

    একজন মহান ব্যক্তিত্বের জীবনের কিছু অংশ আপনার মাধ্যমে শুনে নিজেকে আরও অনেক উন্নত করলাম। তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা এবং প্রণাম রইল।

  • @prasantamukherjee4256
    @prasantamukherjee4256 Год назад

    আপনার বিশ্লেষণ অসাধারণ। বিথিত্র নারী চরিত্র তার উপন্যাসে ফুটে উঠেছে ওনার ওই সব নারীদের জীবনের সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে। তাই উপন্যাস গুলি এত আকর্ষণীয়।
    ওনার গল্পের নারীদের চরিত্র গুলি বিশ্লেষণ করার অবকাশ আছে বলে বইগুলি পড়তে ভালো লাগে।

  • @sankarbose5928
    @sankarbose5928 3 года назад +1

    Super excellent, আপনার উপস্থাপনা খুব ভালো লাগলো, রবীন্দ্রনাথের কবিতা দিয়ে বলি "জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পন্যে ব্যর্থ হয় গানের পসরা" শরৎচন্দ্র সাহিত্যিক হয়ে মাটির অবহেলিত মানুষের সাথে জীবনে জীবন যোগ করে ছিলেন

  • @utpolhamid
    @utpolhamid 3 года назад +2

    আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অসাধারণ একটা অজানা তথ্য উপস্থাপনের 😊

  • @taufiquealamtusan
    @taufiquealamtusan 2 года назад +7

    The strongest man in the world is he who stands most alone. ---Ibsen
    Thank you dada for making such a heart-rending video on Sarwat Chondro, the great Bengali writer. No doubt he was far ahead of his time and a great soul indeed. They do not born in every age.

  • @maloydutta7006
    @maloydutta7006 Год назад

    মহান শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

  • @debashishdeb7540
    @debashishdeb7540 7 месяцев назад +1

    অনবদ্য উপস্থাপনা

  • @KakaliNath-zz1ox
    @KakaliNath-zz1ox Год назад

    আপনি এতো সুন্দর করে বলছেন যে, মনে র মধ্যে গেঁথে গেল।এই ভাবে ই আরও অনেক অজানা তথ্য জানাবেন। ধন্যবাদ।আর এই ভাবে ই বলে যাবেন।

  • @arunkushari3526
    @arunkushari3526 3 года назад +2

    চমৎকার. জীবন. । তিনি শ্রদ্ধেয়. ছিলেন. আর. আজ. আরও. শ্রদ্ধেয়. হয়ে উঠলেন. তাঁর. অজানা তথ্য. টি আজকে পেয়ে ।
    সঞ্চালক. মহাশয়. কেও. অনেক. ধন্যবাদ. ও. অভিনন্দন. জানাই। তাঁর. সুললিত. ভাষা ও কন্ঠ স্বর. মনকে আকুল. করে তোলে। তাঁর. দীর্ঘ. জীবন. কামনা করি।

  • @MominMia-h1f
    @MominMia-h1f 7 месяцев назад +1

    Unparalleled Many thanks

  • @Is_it_justice
    @Is_it_justice 8 месяцев назад

    সত্যি তথ্য তুলে ধরে আমাদের উপকার করলেন। অনেক অন্ধকার আলোয় আসা দরকার।

  • @manojkdutto7368
    @manojkdutto7368 3 года назад +2

    অনন্যসাধারন উপস্থাপনা।
    অন্যএক শরৎচন্দ্র ;।

  • @mallikadas2857
    @mallikadas2857 Год назад

    আমার জীবনের একটা বড়ো প্রশ্নের সমাধান করে অন্ধকার দিকে আলো ঢেলেছেন ভাই। শুধুই ধন্যবাদ নয় তারসাথে কৃতজ্ঞ ও গভীরভাবে ঋণী রইলাম সারাজীবন ধরে আপনার কাছে ।

    • @thegalposalpo
      @thegalposalpo  Год назад +1

      আপনার মন্তব্য পড়ে মনে হল, ইউটিউবে কষ্ট করে ভিডিও করা আমার সার্থক হয়েছে। আপনার কথাটিই আমার কাছে অনেক বড় পুরস্কার। ভালো থাকুন।

    • @mallikadas2857
      @mallikadas2857 Год назад

      @@thegalposalpo আপনিও ভালো থাকবেন প্রিয় ভাই , মল্লিকাদি সিঙ্গাপুর

  • @g.mustafa8751
    @g.mustafa8751 Год назад

    শরৎ বাবুর কাহিনি সুন্দরভাবে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @bijitkumarsinha3359
    @bijitkumarsinha3359 3 года назад +6

    সত্যি তিনি মহান সাহিত্য স্রষ্টা ৷ আপনার বক্তব্যও ভালো হয়েছে৷

  • @ssr5049
    @ssr5049 3 года назад +5

    শরতচন্দ্র স‍্যারের জন‍্য শ্রদ্ধা বেড়ে গেলো❤❤❤

  • @muhammadmahbuburrahmanrati6323
    @muhammadmahbuburrahmanrati6323 Год назад +6

    শরৎচন্দ্রের মত সমাজের কাছে এমন চরিত্রহীন হতে আমার কোন আপত্তি নেই! জাতপাত ধর্মের উর্ধ্বে ছিলেন যিনি সেই মানুষটির জন্য ভালোবাসা। এমনিতেই প্রিয় সাহিত্যক ছিলেন এখন আরো প্রিয় হয়ে গেলেন!❤️❤️❤️❤️

  • @biswanathbhattacharjee609
    @biswanathbhattacharjee609 2 года назад

    Vari sundor sob ghatona kotha sahittik Sarat chandrar jiboner apnar kach theke jante parlam,osheh dhonnobad

  • @anandadulaldas7376
    @anandadulaldas7376 3 года назад +11

    অমর কথাশিল্পীকে শ্রদ্ধা জানাই ।

  • @forkanahmedkhan5365
    @forkanahmedkhan5365 7 месяцев назад

    শরত চন্দ্র এক বিশাল লেখক। বেক্তিজীবন ছিলো অসাধারণ। সিম্পলি গ্রেট।।

  • @kalyanmondal.333
    @kalyanmondal.333 3 года назад +2

    Khub sundor onnek agana তথ্য !!
    বিনম্র শ্রদ্ধা ও প্রনাম আমার সবথেকে প্রিয় প্রান পুরুষকে ..

  • @shyamalnag8147
    @shyamalnag8147 3 года назад +1

    Chokhe jal esegalo.Sundar upasthapana..Bhalo thakben.Godblessyou.

  • @nusratjahanahmad
    @nusratjahanahmad 2 года назад +1

    সশ্রদ্ধ প্রণাম, অসীম ভালবাসা, অনাবীল কৃতজ্ঞতা-
    বাংলা সাহিত্যে আমার সবচাইতে প্রিয় লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়-
    যাঁর ৭/৮ খন্ড এক নিঃশ্বাসে সপ্তম/অষ্টম শ্রেণীতে শেষ করেছছিলাম - আর তাঁর লিখা - "চরিত্রহীন" বলা যায়, আমার প্রথম পাঠ্য- যেটা পড়ে আমি সারাদিন কেঁদেছিলাম---🙏✨💐💝

  • @sunandabanerjee7616
    @sunandabanerjee7616 3 года назад

    Apner apurbo uposthapona r lekhok sommondhye ei kotha jene aro shrodha bere galo

  • @MohdAhmed-v6s
    @MohdAhmed-v6s 6 месяцев назад

    Thank you for sharing this nice presentation

  • @netaidas7802
    @netaidas7802 2 года назад +1

    হয়তো আপনি আমার থেকে বয়সে ছোটো তথাপি আপনাকে জানাই আমার সহস্রাধিক প্রণাম। আমি একজন অবসপ্রাপ্ত সরকারি ইঞ্জিনিয়ার।আপনি যেভাবে যেকোনো বিষয়বস্তু তথা সাহিত্যিক দের জীবনী যেভাবে উপাস্থাপান করেন মনে হয় ছাত্র হয়ে আপনার কাছে প্রাইভেট পড়ি। কি অপূর্ব ভাষাজ্ঞান! আপনার সান্নিধ্যে থেকে সাহিত্যচর্চা করে বাকি জীবনটা কাটালে নিজেকে ধন্য মনে করতাম।

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 3 года назад

    এত চমৎকার উপস্থাপক আমি একটু কমই দেখেছি ব'লে মনে হয়। ধন্যবাদ দিয়ে খাটো করবোনা,আন্তরিক দোয়া রইলো তার প্রতি। আমি ১৯৭০-৭১-এ ক্লাস সেভেন-এইটে পাঠ্যাবস্থায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যাবতীয় বইগুলো পড়ার সৌভাগ্য অর্জন করেছিলাম।কিছু বা বুঝেছিলাম--কিছু বা নয়।এই প্রৌঢ়ত্বের দ্বারপ্রান্তে এসে তাঁর লেখা কোন বই পেলে শুধু চোখের জল ঝরাই--আর কিছু না!

    • @thegalposalpo
      @thegalposalpo  3 года назад +1

      আমি আপনার আশীর্বাদ চাই। প্রণাম নেবেন।

    • @mirzaabujafar7292
      @mirzaabujafar7292 3 года назад

      @@thegalposalpo আপনারা বর্তমান প্রজন্ম। "ডি-লিট" উপাধিপ্রাপ্ত শরৎচন্দ্র সম্পর্কে আমার ক্ষুদ্রজ্ঞানে বলার কিছুই নেই। শুধু তাঁকে ধ'রে রাখার প্রয়াস যেন প্রবহমান থাকে--এই আন্তরিক আশীর্বাদটুকু সর্বদাই মাথার উপর থাকবে। দীর্ঘায়ু হন,জীবনে সাফল্য আসুক নিরন্তর।

  • @md.asaduzzaman7022
    @md.asaduzzaman7022 3 года назад +5

    শরৎ বাবুর কথা সাহিত্য সমুদ্রের মতো।
    তিনি ছিলেন কথা সাহিত্যের বৃক্ষ।

  • @THIKANASHIMLA
    @THIKANASHIMLA 3 года назад +2

    আপনার ভিডিওগুলো যত দেখছি, তত আপনার প্রতি শ্রদ্ধা বেড়ে যাচ্ছে।

  • @sharmisthasinha2613
    @sharmisthasinha2613 Год назад

    Asadharon laglo ei katha shilpir jibon japaon

  • @manojitsengupta2686
    @manojitsengupta2686 3 года назад +1

    Khub bhalo laglo.Onake janai amar pranam.

  • @rabinmandal8264
    @rabinmandal8264 3 года назад +1

    আপনার কথা আর বলার ধরণ দারুণ.
    আর আমার সব চেয়ে প্রিয় লেখক হলেন sharath চন্দ্র চট্টোপাধ্যায়.
    উনার লেখা গুলো আমার মনে গভীর ভাবে দাগ কাটে.

  • @allpurpose5181
    @allpurpose5181 3 года назад +1

    Asadharon laglo, dhanyobaad

  • @diptigharami370
    @diptigharami370 6 дней назад

    Uposthapana ta khub valo laglo

  • @myladdu555
    @myladdu555 Год назад +1

    Adbhut presentation aapnar, are Sarat babu lekhani umar stri charitro guno asadharan , I really love your videos ❤

  • @nemaichatterjee1457
    @nemaichatterjee1457 3 года назад +4

    Very good presentation. One of the gems of modern Bengali prose literature is Saratchandra, who in his writings spoke of the downtrodden, underprivileged, socially ostracized people. He was a great humanitarian litterateur.

  • @awalakhond2078
    @awalakhond2078 8 месяцев назад

    অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসা থাকবে সবসময়।

  • @mitaghosh7132
    @mitaghosh7132 3 года назад +2

    ভীষণ ভীষণ ভালো লাগল।

  • @ronelsinha3186
    @ronelsinha3186 2 года назад

    আপনাকে ধন্যবাদ 💖 শরৎ বাবুর চরিত্রের অসাধারণ একটি দিক তুলে ধরার জন্য 💖

  • @rakhalytchanal9549
    @rakhalytchanal9549 6 месяцев назад

    চমৎকার উপস্থাপন!

  • @thehunter4661
    @thehunter4661 3 года назад +1

    আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ কথাসাহিত্যিক তিনি ।অনেক উপন‍্যাস পড়েছি, তার মধ্যে দত্তা উললেখ যোগ্য। আর দেবদাস তো ইতিহাস।আমাদের দেশে আমরা পরীক্ষার খাতায় লিখতাম অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্রোপধ‍্যায়।সত‍্যি তিনি অমর হয়ে থাকবেন। সোনার গাঁও থেকে,এই তো জীবন ।

  • @sorbanmondal7682
    @sorbanmondal7682 6 месяцев назад +1

    আমি হাওড়া সেই নিষিদ্ধ পল্লী তে ১৯৭৮সালে দিনে রাতে বহু বছর ধরে ডিউটি করে ছিলাম। তিনি বাস্তব কবি লেখক।

  • @swapankarmakar7144
    @swapankarmakar7144 3 года назад

    Ashadharan .Khu Valo laglo apnar Baktabya . Thank you .

  • @milanmukerji1564
    @milanmukerji1564 3 года назад +6

    Never read or heard such facts about Sarat Chandra. Just fascinating. You have described Sarat Chandras character wonderfully. Learnt something new. Thank you. Milan

  • @mohejurrahman8741
    @mohejurrahman8741 9 месяцев назад

    আমার প্রিয় লেখক, চরিত্রহীন উপন্যাসটি কতবার পড়েছি তার হিসাব নেই। পরপারে ভালো থাকুক আমাদের উপন্যাসের ঈশ্বর।

  • @hemantamondal2798
    @hemantamondal2798 2 года назад

    অসাধারণ ভাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের না জানা ঘটনা গুলি তুলে ধরার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই

  • @ujjal101
    @ujjal101 3 года назад +1

    শরৎচন্দ্রের বই আমার অবসরের প্রিয় সঙ্গী। তিনি অমর কথাশিল্পী হয়েই থাকবেন।

  • @RohulAmin-s3v
    @RohulAmin-s3v 8 месяцев назад +1

    আমি তার বেশ কি ছু অপন্যাস পরছি জদিও আমার তেমন পরা লেখা নেই। অসাধারণ ভালো লাগত আমি তার পোরা বইটা কিনে নিয়া আসছিলাম জেদ্দা থেকে দেখছি অনেক কিছু জানতে পেরে ধন্যবাদ আমি বাংলা দেশ এর নাগরিক

  • @somnathbanerjee4622
    @somnathbanerjee4622 2 года назад

    শ্রেষ্ঠ উপন্যাস লিখতেন♥️♥️🙏🏻🙏🏻

  • @sarajitmandal2232
    @sarajitmandal2232 3 года назад +1

    অনেক কিছু অজানা তথ্য জানতে পারলাম। ধন্যবাদ আপনাকে।

  • @mohuashome3240
    @mohuashome3240 3 года назад +2

    চমৎকার লাগলো আপনার আলোচনা। শুভেচ্ছা জানাই।

  • @devdasghosh5215
    @devdasghosh5215 2 года назад

    কি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন ! দেবতুল্য মহামানব শরৎচন্দ্র চট্ট্যোপাধায়কে নতুন ভাবে চিনতে পারলাম।

  • @amitmalongi6028
    @amitmalongi6028 7 месяцев назад

    1 ta kathai bolbo,asadharan,khub valo.

  • @afrozabegum9330
    @afrozabegum9330 3 года назад +3

    অসাধারণ উপস্থাপন!!